বাংলা: OBS translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

01-01

ব্রহ্মাণ্ডের সকল কিছু কোথা থেকে এসেছে?

ঈশ্বর সকলকিছুর সৃষ্টি করেছেন৷

ঈশ্বরকে ব্রহ্মান্ডের সকল কিছু সৃষ্টি করতে কত সময় লেগেছিল?

ছয় দিন লেগেছিল৷

01-02

সাধারনত ঈশ্বরের প্রতিউত্তরটি তার প্রত্যেক দিনের সৃষ্ট জিনিসগুলোর প্রতি কেমন ছিল?

তিনি বলেছেন এসব উত্তম হয়েছে৷

01-04

সাধারনত ঈশ্বরের প্রতিউত্তরটি তার প্রত্যেক দিনের সৃষ্ট জিনিসগুলোর প্রতি কেমন ছিল?

তিনি বলেছেন এসব উত্তম হয়েছে৷

01-05

সাধারনত ঈশ্বরের প্রতিউত্তরটি তার প্রত্যেক দিনের সৃষ্ট জিনিসগুলোর প্রতি কেমন ছিল?

তিনি বলেছেন এসব উত্তম হয়েছে৷

01-06

সাধারনত ঈশ্বরের প্রতিউত্তরটি তার প্রত্যেক দিনের সৃষ্ট জিনিসগুলোর প্রতি কেমন ছিল?

তিনি বলেছেন এসব উত্তম হয়েছে৷

01-07

সাধারনত ঈশ্বরের প্রতিউত্তরটি তার প্রত্যেক দিনের সৃষ্ট জিনিসগুলোর প্রতি কেমন ছিল?

তিনি বলেছেন এসব উত্তম হয়েছে৷

01-08

সাধারনত ঈশ্বরের প্রতিউত্তরটি তার প্রত্যেক দিনের সৃষ্ট জিনিসগুলোর প্রতি কেমন ছিল?

তিনি বলেছেন এসব উত্তম হয়েছে৷

01-09

কিভাবে ঈশ্বর মানুষ আর পশুদের মধ্যে পার্থক্য করেছিলেন?

তিনি মানুষকে তার নিজ সদৃশ্যে আর তার সমানতায় বানিয়েছেন৷

মানুষের দায়িত্ব কি হবে সে বিষয়ে ঈশ্বর কি বলেছিলেন?

পৃথিবীর উপরে তাদের অধিকার থাকবে আর তারা পশুদের যত্ন নেবে৷

01-10

ঈশ্বর প্রথম পুরুষটিকে কিভাবে সৃষ্টি করেছিলেন?

ঈশ্বর তাকে ধুলা বা মাটি দিয়ে তৈরী করেছিলেন৷

পুরুষটি কিভাবে জীবিত হয়েছিল?

ঈশ্বর তার ভিতরে জীবনের শ্বাস দিয়েছিলেন৷

পুরুষটির নাম কি ছিল?

পুরুষটির নাম আদম ছিল৷

ঈশ্বর আদমকে কোথায় রেখেছিলেন?

সেই বাগানটিতে যেটি ঈশ্বর তৈরী করেছিলেন৷

01-11

কোন বিশেষ গাছটির থেকে আদমের ফল খাওয়া মানা ছিল?

ভালো আর মন্দ জ্ঞান প্রদানকারী বৃক্ষ থেকে ফল খাওয়া মানা ছিল৷

কি ঘটবে যদি আদম ভালো আর মন্দ জ্ঞান প্রদানকারী বৃক্ষ থেকে ফল খেয়ে নেয়?

সে মারা যাবে৷

01-12

কেন আদম “একাকী” ছিল যখন কি সেখানে সকল পশু প্রাণীরা ছিল?

যেহেতু পশু প্রাণীরা আদমের “সাহায্যকারী” হতে সক্ষম ছিল না৷

01-13

ঈশ্বর কিভাবে স্ত্রীকে রচনা করেছিলেন?

তিনি তাকে আদমের পাঁজরের হাঁড় থেকে সৃষ্টি করেছিলেন৷

01-14

“স্ত্রী” নামটির অর্থ আদমের জন্য কি মূল্য রাখে?

এর অর্থ ছিল যে তিনি পুরুষ থেকে সৃষ্টি হয়েছিলেন৷

একটি পুরুষের জন্য একটি স্ত্রী থাকার উদ্দেশ্য কি?

এর উদ্দেশ্যটি হল যে তারা এক হবে৷

01-15

যখন ঈশ্বর সৃষ্টি করা সম্পূর্ণ করলেন তখন সে বিষয়ে তার সমীক্ষাটি কি ছিল?

তিনি বলেছিলেন যে এটি খুবিই উত্তম হয়েছে৷

01-16

সপ্তম দিনে ঈশ্বর কি করেছিলেন?

তিনি বিশ্রাম করেছিলেন আর সপ্তম দিনটিকে আর্শিবাদ করেছিলেন আর সেটিকে পবিত্র করেছিলেন৷