বাংলা: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

সৃষ্টি

OBS Image

এই ভাবে সকল কিছুর আরম্ভ হয়েছিল৷ঈশ্বর মহাবিশ্ব আর তার মধ্যেকার সকল কিছু ছয়দিনে সৃষ্টি করেছিলেন৷ঈশ্বর পৃথিবী সৃষ্টি করার পর তা অন্ধকার ও শূন্য ছিল, আর তাতে কিছুই তৈরী হয়নি৷কিন্তু ঈশ্বরের আত্মা জলের উপর ছিল৷

OBS Image

তখন ঈশ্বর বললেন, “আলো হোক!”আর “আলো” হল৷ঈশ্বর দেখলেন যে আলো উত্তম আর তিনি সেটির নাম “দিন” রাখলেন৷তিনি এটিকে অন্ধকার থেকে পৃথক করলেন, যেটিকে তিনি নাম দিলেন “রাত৷”সৃষ্টির প্রথম দিনে ঈশ্বর আলোর সৃষ্টি করেছিলেন৷

OBS Image

সৃষ্টির দ্বিতীয় দিনে, ঈশ্বর বললেন, আর পৃথিবীর উপর আকাশের সৃষ্টি হোল৷তিনি নিচের জলরাশি থেকে উপরের জলরাশিকে পৃথক করে আকাশ তৈরী করেছিলেন৷

OBS Image

তৃতীয় দিনে, ঈশ্বর বললেন আর শুকনো ভূমি থেকে জলরাশিকে আলাদা করলেন৷ তিনি শুকনো ভূমিকে “পৃথিবী” বললেন, আর জলরাশিকে “সমুদ্র” বললেন৷ ঈশ্বর দেখলেন যে তিনি যা সৃষ্টি করেছেন তা উত্তম ৷

OBS Image

তারপর ঈশ্বর বললেন, “পৃথিবী সকল ধরনের উদ্ভিদ ও গাছপালার উৎপন্ন করুক৷”আর ঠিক তাই হয়েছিল৷ঈশ্বর দেখলেন যে তিনি যা সৃষ্টি করেছেন তা উত্তম ৷

OBS Image

সৃষ্টির চতুর্থদিনে, ঈশ্বর বললেন, আর সূর্য, চন্দ্র এবং নক্ষত্রগনের রচনা হোল ৷ঈশ্বর তাদের পৃথিবীতে আলো দিতে আর দিন ও রাতকে, ঋতুসমূহকে আর বছর সমূহকে চিহ্নিত করতে সৃষ্টি করেছিলেন৷ঈশ্বর দেখলেন যে তিনি যা সৃষ্টি করেছেন তা উত্তম ৷

OBS Image

পঞ্চম দিনে, ঈশ্বর বললেন আর সমস্ত কিছু যা জলে সাঁতার কাটে ও সকল প্রকার পাখিদের সৃষ্টি করলেন৷ঈশ্বর দেখলেন যে এই সবই উত্তম হয়েছে আর তিনি তাদের আর্শিবাদ করলেন৷

OBS Image

সৃষ্টির ষষ্টদিনে, ঈশ্বর বললেন, “ভূমিতে সকল প্রকারের ভূচর প্রাণী হোক!” আর ঠিক তেমনটাই হল যেমনটি ঈশ্বর বলেছিলেন৷কিছুছিল গবাদি পশু, কিছু ভূমিতে বুকে হেঁটে চালিত পশু, আর কিছু বন্য পশু৷আর ঈশ্বর দেখলেন যে এসবই উত্তম৷

OBS Image

তারপর ঈশ্বর বললেন, “এস আমরা মানুষকে আমাদের আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করি৷ সমগ্র পৃথিবীর প্রানীদের উপর তাদের অধিকার থাকবে ৷

OBS Image

তাই ঈশ্বর কিছু মাটি নিলেন, তা দিয়ে তিনি একটি পুরুষের আকার দিলেন, আর তার মধ্যে জীবনের শ্বাস দিলেন৷ এই পুরুষটির নাম ছিল আদম৷ঈশ্বর একটি উদ্যানের স্থাপনা করলেন যেখানে আদম বসবাস করতে পারেন, আর উদ্যানটির যত্ন নেওয়ার জন্য তাকে সেখানে রাখা হল৷

OBS Image

উদ্যানের মাঝখানে, ঈশ্বর দুটি বিশেষ বৃক্ষ-জীবনবৃক্ষ আর সৎ অসৎ জ্ঞান প্রদানকারী বৃক্ষের রোপণ করলেন৷ ঈশ্বর আদমকে বলেছিলেন যে তিনি সৎ অসৎ জ্ঞান প্রদানকারী বৃক্ষ ছারা উদ্যানের যে কোনও গাছের ফল খেতে পারেন৷ যদি সে এই বৃক্ষের ফল খায় তবে সে মারা যাবে ৷

OBS Image

তারপর ঈশ্বর বললেন, “পুরুষের একা থাকা ভালো নয়৷”কিন্তু কোনও জন্তু আদমের সাহায্যকারী হতে পারে না৷

OBS Image

তাই ঈশ্বর আদমকে গভীর ঘুমে আচ্ছন্ন করলেন৷ তারপর ঈশ্বর আদমের পাঁজরের একটি হাড় নিলেন আর সেটিকে একটি নারীতে পরিনত করলেন আর তাকে তার কাছে নিয়ে এলেন৷

OBS Image

যখন আদম তাকে দেখলেন, তিনি বললেন, “অন্তিমে! এই আমার মতন!তাকে ‘নারী,’ বলা হোক কেননা তিনি পুরুষ থেকে রচিত৷”এই জন্যে একজন পুরুষ তার মাতা আর পিতাকে ছেড়ে তার স্ত্রীর সাথে সন্মিলিত হন৷

OBS Image

ঈশ্বর নারী ও পুরুষকে তাঁর আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন৷তিনি তাদের আর্শিবাদ করলেন আর তাদের বললেন, “প্রচুর সন্তান-সন্ততি ও নাতি-নাতনি হোক, তারা পৃথিবী পরিপূর্ণ করুক |” আর ঈশ্বর দেখলেন যে তিনি যা কিছুর সৃষ্টি করেছেন তা উত্তম হয়েছে, আর এসবে তিনি ভীষণভাবে সন্তুষ্ট হয়েছিলেন৷এসবই সৃষ্টির ষষ্ট দিনে ঘটেছিল৷

OBS Image

যখন সপ্তম দিন উপস্থিত হোল, ঈশ্বর তার কাজ শেষ করলেন ৷আর ঈশ্বর, সমস্ত কিছু যা তিনি করছিলেন তার থেকে বিশ্রাম নিলেন ৷তিনি সপ্তম দিনটিকে আর্শিবাদ করলেন আর সেটিকে পবিত্র করলেন, কারণ সে দিনে তিনি তাঁর কাজ থেকে বিশ্রাম নিয়েছিলেন৷এইভাবে ঈশ্বর বিশ্বব্রহ্মান্ড আর তার মধ্যের সকল কিছুর সৃষ্টি করেছিলেন৷

একটি বাইবেল কাহিনী: নেওয়া হয়েছে- আদিপুস্তক ১-২