প্রভুর আগমনের পূর্বে কি ঘটবে যিশাইয় ভাববাদী কি ভবিষ্যদ্বাণী করেছিলেন?
যিশাইয় ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ঈশ্বর একটি দূতকে পাঠাবেন, একটি বাণী নির্জনপ্রদেশে ডাকছে, প্রভুর জন্য পথ প্রস্তুত কর .
যোহন কি প্রচার করতে এসেছিলেন?
যোহন পাপের ক্ষমার জন্য অনুশোচনার একটি বাপ্তিস্মের প্রচার করতে এসেছিলেন.
যোহনের দ্বারা লোকেরা বাপ্তিস্ম পেয়ে কি করেছিল?
যোহনের দ্বারা বাপ্তিস্ম পেয়ে লোকেরা তাদের পাপ সকল অঙ্গীকার করেছিল .
যোহন কি খেতেন?
যোহন পঙ্গপাল ও বনমধু খেতেন .
যোহন কি বলেছিলেন যে যিনি তারপরে আসছেন তিনি কিসের দ্বারা বাপ্তিস্ম দেবেন?
যোহন বলেছিলেন যে তারপরে যিনি আসছেন তিনি পবিত্র আত্মাতে বাপ্তিস্ম দেবেন .
যোহনের দ্বারা বাপ্তিস্ম প্রাপ্ত করে জল থেকে উঠার পর প্রভু যীশু কি দেখেছিলেন?
বাপ্তিস্ম পাওয়ার পর, প্রভু যীশু আকাশ খুলে যেতে দেখেছিলেন আর পবিত্র আত্মাকে একটি কপোতের ন্যায় নেমে আসতে দেখেছিলেন .
প্রভু যীশু বাপ্তিস্ম নেওয়ার পর আকাশ থেকে আগত বাণীটি কি বলেছিল?
আকাশ থেকে আগত সেই বাণীটি বলেছিল, “তুমি হলে আমার প্রিয় পুত্র; আমি তোমার কারণে প্রসন্ন”.
কে প্রভু যীশুকে নির্জনপ্রদেশে চালিত করেছিলেন?
পবিত্র আত্মা প্রভু যীশুকে নির্জনপ্রদেশে চালিত করেছিলেন.
প্রভু যীশু কত কাল নির্জনপ্রদেশে ছিলেন আর সেখানে তার সাথে কি ঘটেছিল?
প্রভু যীশু চল্লিশদিন পর্যন্ত নির্জনপ্রদেশে ছিলেন আর সেখানে তিনি শয়তানের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন.
প্রভু যীশু কি সমাচার প্রচার করেছিলেন?
প্রভু যীশু প্রচার করেছিলেন যে ঈশ্বরের রাজ্য সন্নিকট, আর এই যে লোকেদেরকে নিশ্চই অনুশোচনা করতে হবে ও সুসমাচারে বিশ্বাস করতে হবে.
শিমোন, আন্দ্রিয়, যাকোব ও যোহনের পেশা কি ছিল?
শিমোন, আন্দ্রিয়, যাকোব ও যোহন তারা সকলেই ধীবর বা জেলে ছিল .
প্রভু যীশু শিমোন ও আন্দ্রিয়কে কি বানাবেন বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে শিমোন ও আন্দ্রিয়কে তিনি মনুষ্যধারী বানাবেন.
কেন প্রভু যীশুর শিক্ষাটি ধর্মসভার লোকেদের আশ্চর্য করেছিল?
প্রভু যীশুর শিক্ষাটি লোকেদের আশ্চর্য করেছিল কারণ প্রভু যীশু ক্ষমতাবানের ন্যায় শিক্ষা দিয়েছিলেন.
ধর্মসভার অশুদ্ধ আত্মাটি প্রভু যীশুকে কি নাম দিয়েছিল?
ধর্মসভার অশুদ্ধ আত্মাটি প্রভু যীশুকে ঈশ্বরের পবিত্রজন বলে আখ্যা দিয়েছিল.
প্রভু যীশুর বিষয়ে খবরটির সাথে কি হয়েছিল?
প্রভু যীশুর বিষয়ে খবরটি প্রত্যেক জায়গায় ছড়িয়ে গিয়েছিল.
যখন তারা শিমোনের ঘরে গিয়েছিল, তখন প্রভু যীশু কাকে সুস্থ করেছিলেন?
যখন তারা শিমোনের ঘরে গিয়েছিল, তখন প্রভু যীশু শিমোনের শ্বাশুড়িকে সুস্থ করেছিলেন.
যখন সন্ধা হয়েছিল তখন কি হয়েছিল?
যখন সন্ধা হয়েছিল, তখন লোকেরা সকলকে নিয়ে এসেছিল যারা অসুস্থ বা ভূতগ্রস্থ ছিল আর প্রভু যীশু তাদের সুস্থ করেছিলেন.
সূর্য উঠার পূর্বেই প্রভু যীশু কি করেছিলেন?
সূর্য উঠার পূর্বেই প্রভু যীশু একটি একাকী স্থানে গিয়েছিলেন আর প্রার্থনা করেছিলেন.
তিনি কি করতে এসেছেন সে বিষয়ে প্রভু যীশু শিমোনকে কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে তিনি চারপাশের নগরগুলোতে প্রচার করতে এসেছিলেন.
কুষ্ঠ ব্যক্তিটির প্রতি প্রভু যীশুর কিরূপ আচরণ ছিল যে প্রভু যীশুর কাছে আরোগ্য ভিক্ষা করেছিল?
কুষ্ঠ ব্যক্তিটির প্রতি প্রভু যীশুর দয়া হয়েছিল আর তাকে তিনি আরোগ্য করেছিলেন.
কুষ্ঠ ব্যক্তিটিকে প্রভু যীশু কি করতে বলেছিলেন, ও কেন বলেছিলেন?
কুষ্ঠ ব্যক্তিটিকে প্রভু যীশু একটি সাক্ষী দেওয়ার জন্য মোশীর দেওয়া আদেশ অনুযায়ী বলিদান উৎসর্গ করতে বলেছিলেন .
সেই চারটি ব্যক্তি কি করেছিল যারা পক্ষাঘাতী ব্যক্তিটিকে বহন করছিল?
সেই লোকগুলো ঘরের ছাদ খুলে দিয়েছিল ও প্রভু যীশুর কাছে পক্ষাঘাতী ব্যক্তিটিকে নামিয়ে দিয়েছিল .
প্রভু যীশু পক্ষাঘাতী ব্যক্তিটিকে কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন, “হে বৎস, তোমার পাপ ক্ষমা করা হল”.
কেন কিছু কিছু শাস্ত্রীরা প্রভু যীশু যা বলেছিলেন তার বিরোধ করেছিল?
কিছু কিছু শাস্ত্রীরা প্রতিউত্তর করেছিল যে প্রভু যীশু ঈশ্বর-নিন্দা করেছেন কেননা কেবল ঈশ্বরই পাপ ক্ষমা করতে সক্ষম.
প্রভু যীশু কিভাবে দেখিয়েছিলেন যে পৃথিবীতে তার পাপ ক্ষমার অধিকার রয়েছে?
প্রভু যীশু পক্ষাঘাতী ব্যক্তিটিকে তার খাট তুলে নিতে ও তার নিজ গৃহে চলে যেতে বলেছিলেন আর সেই ব্যক্তিটি তেমনটাই করেছিল .
লেবী কি করছিলেন যখন তাকে প্রভু যীশু বলেছিলেন আমার অনুসরণ কর?
লেবী কর (খাজনা) আদায় করার স্থানে বসেছিলেন যখন প্রভু যীশু তাকে ডেকেছিলেন.
লেবীর বাড়িতে, প্রভু যীশু কি করছিলেন যা ফরীশীদের বিরক্ত করেছিল?
প্রভু যীশু পাপী ও করগ্রাহী লোকেদের সাথে আহার করছিলেন.
প্রভু যীশু কাদের ডাকতে এসেছিলেন সে বিষয়ে তিনি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে তিনি পাপী লোকেদের ডাকতে এসেছিলেন.
উপবাস করার বিষয়ে কিছু কিছু লোক প্রভু যীশুকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করেছিল?
তারা প্রভু যীশুকে বলেছিল কেন তার শিষ্যেরা উপবাস করে না যখন কি যোহনের ও ফরীশীদের শিষ্যেরা উপবাস করে.
উপবাস বিষয়ে প্রভু যীশু কিরূপ উত্তর দিয়েছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে যখন বর সাথে থাকে তখন বরযাত্রীরা উপবাস করতে পারেনা, কিন্তু যখন বরকে নিয়ে নেওয়া হয় তখন তারা উপবাস করে.
প্রভু যীশুর শিষ্যেরা বিশ্রামদিনে ক্ষেত্রে কি করেছিল যা ফরীশীদের বিরক্ত করেছিল?
প্রভু যীশুর শিষ্যেরা বিশ্রামদিনে ক্ষেত্র থেকে কিছু দানা ছিঁড়ে খেয়েছিল.
প্রভু যীশু কার বিষয়ে উদাহরণ দিয়েছিলেন যিনি নিষিদ্ধ রুটি খেয়েছিলেন?
প্রভু যীশু দায়ূদের বিষয়ে উদাহরণ দিয়েছিলেন যিনি নিষিদ্ধ রুটি খেয়েছিলেন.
প্রভু যীশু কার বিষয়ে বলেছিলেন যার জন্য বিশ্রাম দিন বানানো হয়েছিল?
প্রভু যীশু বলেছিলেন যে বিশ্রাম দিবস লোকেদের জন্য বানানো হয়েছিল.
কোন অধিকার প্রভু যীশু নিজের জন্য দাবি করেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে তিনি বিশ্রাম দিনেরও প্রভু.
কেন তারা বিশ্রামদিনে ধর্মসভায় প্রভু যীশুর উপর নজর রাখছিল?
তারা প্রভু যীশুকে দেখছিল এটি দেখতে যে তিনি বিশ্রামদিনে আরোগ্য করেন কি না, যেন তারা তাকে দোষ দিতে পারে.
প্রভু যীশুর প্রশ্নে লোকেরা কিরূপ উত্তর দিয়েছিল, আর তারপর প্রভু যীশুর আচরণ তাদের প্রতি কিরূপ ছিল?
লোকেরা নিঃশব্দ হয়েছিল আর প্রভু যীশু তাদের প্রতি ক্রোধিত হয়েছিলেন.
ফরীশীরা কি করেছিল যখন প্রভু যীশু ব্যক্তিটিকে সুস্থ করেছিলেন?
ফরীশীরা বাইরে চলে গিয়েছিল আর প্রভু যীশুর হত্যার ষড়যন্ত্র করেছিল.
কত জন লোকেরা প্রভু যীশুকে অনুস্বরণ করেছিল যখন তিনি সমুদ্রের দিকে গিয়েছিলেন?
একটি বিরাট ভিড় তাকে অনুস্বরণ করেছিল.
দুষ্ট আত্মারা কি বলে চিৎকার করেছিল যখন তারা প্রভু যীশুকে দেখেছিল?
দুষ্ট আত্মারা চিৎকার করেছিল যে প্রভু যীশু ছিলেন ঈশ্বরের পুত্র.
প্রেরিতরূপে প্রভু যীশু কতজন লোকেদের নিযুক্ত করেছিলেন আর তারা কি করেছিল?
প্রভু যীশু বারোজন প্রেরিতদের নিযুক্ত করেছিলেন যারা তার সাথে ছিল, প্রচার করেছিল ও ভূতেদের তাড়িয়েছিল .
কে ছিল সেই প্রেরিত যে প্রভু যীশুকে প্রতারিত করেছিল?
সেই প্রেরিতটি ছিল যিহুদা ঈষ্করিয়োতীয় যে প্রভু যীশুকে প্রতারিত করেছিল .
প্রভু যীশুর পরিবার ভিড়ের ও প্রভু যীশুর চারধরে ঘটা বিষয়গুলোর সম্বন্ধে কি ভেবেছিল?
প্রভু যীশুর পরিবার ভেবেছিল যে সে পাগল হয়ে গিয়েছে.
প্রভু যীশুর বিরুদ্ধে অধ্যাপকরা কি দোষ দিয়েছিল?
প্রভু যীশুর বিরুদ্ধে অধ্যাপকরা দোষ দিয়েছিল যে তিনি ভূতেদের অধিপতির দ্বারা ভূতেদের তাড়ান.
অধ্যাপকদের দোষের প্রতি প্রভু যীশুর প্রতিউত্তর কি ছিল?
প্রভু যীশুর প্রতিউত্তর দিয়ে বলেছিলেন যে কোনো রাজ্য নিজের বিরুদ্ধ গিয়ে ঠিক থাকতে পারে না .
কোন পাপের বিষয়ে প্রভু যীশু বলেছিলেন যে তার ক্ষমা নেই?
প্রভু যীশু বলেছিলেন যে পবিত্র আত্মার নিন্দার কোনো ক্ষমা নেই .
কারা তার মা ও ভাই সকল সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে তার মাতা ও ভাই সকল হল তারা যারা ঈশ্বরের ইচ্ছে পূরণ করে .
কেন প্রভু যীশু শিক্ষা দেওয়ার জন্য একটি নৌকায় চড়েছিলেন?
প্রভু যীশু নৌকায় শিক্ষা দিতে চড়েছিলেন কারণ এক বিশাল জনসমূহ তাকে ঘিরে ধরেছিল.
রাস্তার ধারে পরে যাওয়া বীজগুলোর কি হয়েছিল?
পাখিরা এসে সেগুলোকে গ্রাস করেছিল.
কাঁটা ঝাড়ের মধ্যে পরে যাওয়া বীজগুলোর কি হয়েছিল?
কাঁটা ঝাড়গুলো সেগুলোকে ঢেকে ফেলেছিল .
ভালো ভূমিতে রোপিত বীজগুলোর কি হয়েছিল?
বীজগুলো ফসল উৎপন্ন করেছিল, কেউ কেউ তিরিশগুণ, ষাটগুণ ও একশগুণ .
প্রভু যীশু কি বলেছিলেন যা বারোজনকে দেওয়া হয়েছিল কিন্তু বাইরের লোকেদের দেওয়া হয়নি?
প্রভু যীশু বলেছিলেন যে ঈশ্বরের রাজ্যের রহস্য বারোজনকে দেওয়া হয়েছে কিন্তু বাইরের লোকেদের দেওয়া হয়নি .
প্রভু যীশুর দৃষ্টান্তে, বীজ কি?
বীজ হল ঈশ্বরের বাক্য .
রাস্তার ধরে পরে যাওয়া বীজগুলো কিসের প্রতিনিধিত্ব করে?
এটি প্রদিনিধিত্ব করে তাদের যারা বাক্য শোনে কিন্তু তক্ষনাৎ শয়তান এসে তা হরণ করে নিয়ে যায় .
পাথরময় ভূমিতে পরে যাওয়া বীজগুলো কিসের প্রতিনিধিত্ব করে?
এটি প্রতিনিধিত্ব করে তাদের যারা বাক্য আনন্দের সাথে শোনে কিন্তু যখন তাড়না আসে তখন তারা বাধা পায় .
কাঁটা ঝাড়ের মধ্যে পরে যাওয়া বীজগুলো কিসের প্রতিনিধিত্ব করে?
এটি প্রতিনিধিত্ব করে তাদের যারা বাক্য শোনে, কিন্তু সংসারের চিন্তাভাবনা সেই বাক্যকে ঢেকে দেয় .
ভালো ভূমিতে রোপিত বীজগুলো কিসের প্রতিনিধিত্ব করে?
এটি প্রতিনিধিত্ব করে তাদের যারা বাক্য শোনে, তা গ্রহণ করে ও ফল উৎপন্ন করে .
লুকানো ও রহস্যের জিনিসগুলোর সাথে কি ঘটবে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে লুকানো ও রহস্যের জিনিসগুলোকে প্রকাশ্যে নিয়ে আসা হবে .
কোন প্রকারে ঈশ্বরে রাজ্য একটি মানুষের মত যে তার বীজ মাটিতে রোপণ করে?
মানুষটি বীজ বপন করে আর সেটি বৃদ্ধি পায় কিন্তু সে জানে না কি প্রকারে সেটি বৃদ্ধি পায়, আর তারপর ফসল তোলা হয় ও একত্র করা হয় .
কোন প্রকারে ঈশ্বরের রাজ্য একটি সরিষার দানার মত?
সরিষার দানা একটি ছোট দানা থেকে আরম্ভ হয়, তথাপি তা একটি বড় গাছে পরিণত হয় যেখানে পাখিরা বাসা বাঁধতে পারে.
কি হয়েছিল যখন প্রভু যীশু ও শিষ্যেরা হ্রদ পার করছিল?
একটি ভয়ানক ঝড় শুরু হয়েছিল, সেটি নৌকায় জল ভরে দিয়ে তাদেরকে ভয়ভীত করেছিল .
সেই সময়ে প্রভু যীশু নৌকাতে কি করছিলেন?
তিনি তখন ঘুমাচ্ছিলেন .
কোন প্রশ্ন প্রভু যীশুকে তার শিষ্যেরা জিজ্ঞেসা করেছিল?
শিষ্যেরা প্রভু যীশুকে জিজ্ঞেসা করেছিল তিনি কি তাদের বিষয়ে তত্ত্বাবধান করেন না যে তারা মরতে বসেছে .
প্রভু যীশু তখন কি করেছিলেন?
প্রভু যীশু হাওয়াকে ধমক দিয়েছিলেন ও সমুদ্রকে শান্ত করেছিলেন.
প্রভু যীশু এমনটি করার পর, তার শিষ্যদের প্রতিক্রিয়া কেমন ছিল?
শিষ্যেরা অতিশয় ভয়ে পূর্ণ হয়ে গিয়েছিল আর আশ্চর্য্য হয়েছিল যে প্রভুযীশু কে ছিলেন যে যার আজ্ঞা হাওয়া ও সমুদ্র পালন করে.
গেরাসেনীদের দেশে প্রভু যীশুর দেখা কার সাথে হয়েছিল?
একটি অশুদ্ধ আত্মায় গ্রস্ত ব্যক্তির সাথে দেখা হয়েছিল.
এই ব্যক্তিটি কি কি করত?
এই ব্যক্তিটি কবরস্থানে থাকত, শিকল ও বেরি ভেঙ্গে ফেলত আর চিৎকার করত ও নিজেকে দিনরাত আঘাত করত .
অশুদ্ধ আত্মাটি প্রভু যীশুকে কি নাম দিয়েছিল?
অশুদ্ধ আত্মাটি প্রভু যীশুকে সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র বলে ডেকেছিল.
প্রভু যীশু ব্যক্তিটিকে কি বলেছিলেন?
প্রভু যীশু ব্যক্তিটিকে বলেছিল, “তুই অশুদ্ধ আত্মা, এই ব্যক্তিটির থেকে বেরিয়ে যা”.
অশুদ্ধ আত্মাটির নাম কি ছিল?
অশুদ্ধ আত্মাটির নাম ছিল বাহিনী, কেননা তারা সংখায় প্রচুর ছিল .
কি হয়েছিল যখন প্রভু যীশু অশুদ্ধ আত্মাটিকে ব্যক্তিটির ভিতর থেকে বের করেছিলেন?
আত্মাটি বের হয়ে গিয়েছিল আর একটি শূকরের দলে প্রবেশ করেছিল, যেগুলো পাহাড়ের উচ্চ স্থানে দৌড়ে গিয়েছিল ও সমুদ্রে ঝাঁপ দিয়েছিল.
অশুদ্ধ আত্মাটিকে বের করার পর, সেই ব্যক্তিটির অবস্থা কেমন হয়েছিল?
ব্যক্তিটি পোশাক পরেছিল ও তার সঠিক মস্তিষ্কে প্রভু যীশুর সাথে বসেছিল.
এই ঘটনার কারণে সেই অঞ্চলের লোকেরা কিরূপ প্রতিক্রিয়া করেছিল, আর তারা প্রভু যীশুকে কি করতে বলেছিল?
লোকেরা ভয়ভীত হয়েছিল আর প্রভু যীশুকে তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলেছিল .
প্রভু যীশু সেই ব্যক্তিটিকে কি করতে বলেছিলেন যে সেই কবরস্থানে থাকত?
প্রভু যীশু সেই ব্যক্তিটিকে বলেছিলেন তার নিজ লোকেদের কাছে গিয়ে বলতে যে ঈশ্বর তার জন্য কি করেছেন .
ধর্মসভার নেতা, যায়ীর, প্রভু যীশুর কাছে কি অনুরোধ করেছিলেন?
যায়ীর প্রভু যীশুকে তার মেয়ের উপর হস্তার্পণ করার জন্য তার সাথে আসতে বলেছিলেন যে মরতে চলেছিল.
সেই স্ত্রীটির সাথে কি সমস্যা ছিল যিনি প্রভু যীশুর কাপড় ছুঁয়েছিলেন?
সেই স্ত্রীটি রক্ত প্রবাহের অসুখে বারো বছর ধরে ভুগছিলেন .
কেন স্ত্রীটি প্রভু যীশুর কাপড় ছুঁয়েছিলেন?
স্ত্রীটি ভেবেছিলেন যে যদি তিনি কেবল প্রভু যীশুর বস্ত্র স্পর্শ করেন, তবে তিনি সুস্থ হয়ে যাবেন.
প্রভু যীশু কি করেছিলেন যখন সেই স্ত্রীটি তার বস্ত্র ছুঁয়েছিলেন?
প্রভু যীশু জানতেন যে তার ভিতর থেকে শক্তি নির্গত হয়েছিল আর তিনি চারদিকে দেখেছিলেন যে কে তাকে ছুঁয়েছিল.
যখন সেই স্ত্রীটি প্রভু যীশুকে সব কিছু খুলে বলেছিলেন, তখন প্রভু যীশু তাকে কি বলেছিলেন?
প্রভু যীশু তাকে বলেছিলেন যে তার বিশ্বাস তাকে সুস্থ করেছে ও তাকে শান্তিতে চলে যেতে বলেছিলেন .
যায়ীরের মেয়ের অবস্থা কেমন ছিল যখন প্রভু যীশু তার ঘরে পৌঁছেছিলেন?
যায়ীরের মেয়ে মারা গিয়েছিল.
প্রভু যীশু সেই সময়ে যায়ীরকে কি বলেছিলেন?
প্রভু যীশু যায়ীরকে ভয় না পেতে, কিন্তু কেবল বিশ্বাস রাখতে বলেছিলেন.
কারা প্রভু যীশুর সাথে ঘরের ভিতরে যেখানে বালিকাটি ছিল প্রবেশ করেছিল?
প্রভু যীশু বালিকাটির পিতা ও মাতাকে, আর পিতর, যাকোব, ও যোহনকে সঙ্গে নিয়েছিলেন.
গৃহের ভিতরের লোকেরা কি করেছিল যখন প্রভু যীশু বলেছিলেন যে যায়ীরের মেয়েটি কেবল ঘুমাচ্ছে?
লোকেরা প্রভু যীশুর উপর পরিহাস করেছিল যখন প্রভু যীশু বলেছিলেন যে যায়ীরের মেয়েটি কেবল ঘুমাচ্ছে.
যখন বালিকাটি উঠেছিল ও হেঁটেছিল তখন লোকেরা কিভাবে প্রতিক্রিয়া করেছিল?
লোকেরা ভীষণভাবে আশ্চর্য্য ও বিস্মিত হয়েছিল .
কেন প্রভু যীশুর বাসস্থানের লোকেরা তার বিষয়ে বিস্মিত হয়েছিল?
যেহেতু লোকেরা জানত না যে তিনি কোথা থেকে তার শিক্ষা, জ্ঞান ও চমৎকার করার শক্তি সকল পেয়েছেন .
প্রভু যীশু কি বলেছিলেন যে কোথায় একটি ভাববাদীর সম্মান দেওয়া হয় না?
প্রভু যীশু বলেছিলেন যে একটি ভাববাদী কেবল তার নিজ নগরে, তার পরিজনদের মধ্যে আর তার নিজ পরিবারে অসম্মানিত হন .
প্রভু যীশুকে তার নিজ নগরের লোকেদের কোন বিষয়টি বিস্ময় করেছিল?
প্রভু যীশুকে তার নিজ নগরের লোকেদের অবিশ্বাস বিস্ময় করেছিল.
প্রভু যীশু বারোজনকে কোন ক্ষমতা দিয়েছিলেন যখন তিনি তাদের বাইরে পাঠিয়েছিলেন?
প্রভু যীশু বারোজনকে অশুদ্ধ আত্মাদের উপর ক্ষমতা দিয়েছিলেন .
বারোজন তাদের যাত্রাতে সঙ্গে করে কি কি নিয়েছিল?
বারোজন একটি লাঠি, একজোড়া জুতো ও একটি চোগা সঙ্গে নিয়েছিল .
যদি লোকেরা তাদের গ্রহণ না করে সেক্ষেত্রে প্রভু যীশু বারোজনকে কি বলেছিলেন?
প্রভু যীশু বারোজনকে তাদের পায়ের ধুলা তাদের বিরুদ্ধে একটি সাক্ষী হওয়ার জন্য ঝেড়ে ফেলতে বলেছলেন .
লোকেরা কি ভেবেছিল যে প্রভু যীশু কে ছিলেন?
লোকেরা ভেবেছিল যে প্রভু যীশু যোহন বাপ্তিস্মদাতা ছিলেন, বা এলিয় বা কোনো একটি ভাববাদী ছিলেন .
যোহন বাপ্তিস্মদাতা হেরোদকে কি বলেছিলেন যে তিনি কি বে-আইনীভাবে করছেন?
যোহন হেরোদকে বলেছিলেন যে তার ভাইয়ের স্ত্রীর সাথে তার বিবাহ করা বে-আইনী .
হেরোদের প্রতিক্রিয়া কেমন ছিল যখন তিনি যোহনকে প্রচার করতে শুনেছিলেন?
হেরোদ অস্থির হয়েছিলেন যখন তিনি যোহনকে প্রচার করতে শুনেছিলেন, কিন্তু তবুও তিনি তাকে শোনা পচ্ছন্দ করতেন .
হেরোদিয়াকে হেরোদ কি প্রতিশ্রুতি দিয়েছিলেন?
হেরোদ প্রতিজ্ঞা করেছিলেন যে সে যা কিছু চাইবে তা সে পাবে, এমনকি তার রাজ্যের অর্ধেক ভাগও .
হেরোদিয়া কি চেয়েছিল?
হেরোদিয়া যোহন বাপ্তিস্মদাতার মাথা একটি থালায় আনতে বলেছিল .
কিভাবে হেরোদ হেরোদিয়ার অনুরোধে প্রতিক্রিয়া করেছিলেন?
হেরোদ অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, কিন্তু তার অনুরোধটিকেও অমান্য করতে পারেননি কারণ তিনি সকল অতীথিদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন.
কি হয়েছিল যখন প্রভু যীশু ও তার শিষ্যেরা একটু আরাম করতে যেতে চেষ্টা করেছিল?
বহু লোকেরা তাদের চিনে ফেলেছিল আর সেখানে প্রভু যীশু ও তার শিষ্যদের পৌঁছনোর পূর্বেই দৌড়ে পৌঁছে গিয়েছিল .
প্রভু যীশুর প্রতিক্রিয়া কেমন ছিল সেই ভিড়ের প্রতি যারা প্রথমেই সেখানে তাদের অপেক্ষা করছিল?
প্রভু যীশুর তাদের প্রতি করুনা হয় কেননা তারা মেষপালকহীন মেষপাল ছিল .
কোন খাবার শিষ্যদের কাছে প্রথম থেকেই ছিল?
শিষ্যদের কাছে পাঁচটি রুটি ও দুটি মাছ ছিল.
প্রভু যীশু কি করেছিলেন যখন তিনি রুটি ও মাছগুলোকে নিয়েছিলেন?
যখন তিনি রুটি ও মাছগুলোকে নিয়েছিলেন, তখন প্রভু যীশু স্বর্গের দিকে তাকিয়েছিলেন, সেগুলোকে আর্শিবাদ করেছিলেন, ও লোকেদের বিতরণ করার জন্য শিষ্যদেরকে সেগুলো দিয়েছিলেন.
প্রত্যেকের খাওয়ার পর কতটা খাদ্য অবশিষ্ট ছিল?
রুটির বারোটি ঝুড়ি ও মাছের কিছু টুকরো প্রত্যেকের খাওয়ার পর অবশিষ্ট ছিল.
কতজন পুরুষদের খাওয়ানো হয়েছিল?
পাঁচ হাজার পুরুষেরা সেখানে ছিল যাদের খাওয়ানো হয়েছিল.
হ্রদের উপর দিয়ে প্রভু যীশু কিভাবে তার শিষ্যদের কাছে এসেছিলেন?
প্রভু যীশু হ্রদের উপর হেঁটে হেঁটে তার শিষ্যদের কাছে এসেছিলেন.
প্রভু যীশু তার শিষ্যদের কি বলেছিলেন যখন তারা তাকে দেখেছিল?
প্রভু যীশু শিষ্যদের বলেছিলেন সাহসী হয় ও ভয় কর না .
সেই অঞ্চলের লোকেরা কি করেছিল যখন তারা প্রভু যীশুকে চিনতে পেরেছিল?
লোকেরা খাটের উপর করে রোগীদেরকে প্রভু যীশুর কাছে নিয়ে এসেছিল যখন তারা শুনতে পেরেছিল যে তিনি আসছেন .
তাদের সাথে কি হয়েছিল যারা প্রভু যীশুর বস্ত্রের থোপ মাত্র স্পর্শ করেছিল?
যারা প্রভু যীশুর বস্ত্রের থোপ মাত্র স্পর্শ করেছিল তারা সুস্থ হয়ে গিয়েছিল.
প্রভু যীশুর শিষ্যেরা এমন কি করেছিল যা ফরীশী ও অধ্যাপকদের ক্ষুব্ধ করেছিল?
কিছু কিছু শিষ্যেরা তাদের অধৌত হাত দিয়ে খাবার খাচ্ছিল.
খাওয়ারের পূর্বে হাত, কাপ, পাত্র, তামার পাত্র ও খাবার আসন ধোয়াটা কাদের প্রথা ছিল?
খাওয়ারের পূর্বে হাত, কাপ, পাত্র, তামার পাত্র ও খাবার আসন ধোয়াটা প্রাচীনদের প্রথা ছিল.
প্রভু যীশু ধোয়ার শিক্ষার বিষয়টির উপর ফরীশী ও অধ্যাপকদের কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে ফরীশী ও অধ্যাপকরা কপটি ছিল, যারা মানুষের বানানো নিয়মের শিক্ষা দেয় কিন্তু ঈশ্বরের আদেশ পরিত্যাগ করে.
কিভাবে ফরীশী ও অধ্যাপকরা ঈশ্বরের আদেশ যা বলে ‘নিজ মাতা ও পিতার সম্মান কর’ বিফল করে?
লোকজনদের মাতাপিতাকে সাহায্য করার সকল অর্থ বা টাকা ফরীশী ও অধ্যাপকদের উপর কুরবান [অর্পণ] করতে বলে ঈশ্বরের আদেশ তারা (ফরীশী ও অধ্যাপকরা) অমান্য করত .
কোন বিষয়ের কথা প্রভু যীশু বলেছিলেন যা মনুষ্যকে অশুদ্ধ করে না?
প্রভু যীশু বলেছিলেন যে মনুষ্যের বাইরের কোনো কিছুই তার ভিতরে প্রবেশ করে তাকে অশুদ্ধ করতে পারেনা .
কোন বিষয়ের কথা প্রভু যীশু বলেছিলেন যা মনুষ্যকে অশুদ্ধ করে?
প্রভু যীশু বলেছিলেন যে যা লোকের ভিতর থেকে বেরিয়ে আসে তা তাকে অশুদ্ধ করে.
কোন ধরনের খাদ্যকে প্রভু যীশু শুদ্ধ বলেছিলেন?
প্রভু যীশু সকল প্রকারের খাদ্যকে শুদ্ধ বলেছিলেন .
এই জিনিসগুলো কি কি যা প্রভু যীশু বলেছিলেন মানুষের ভিতর থেকে বেরিয়ে আসে ও তাকে অশুদ্ধ করে?
প্রভু যীশু বলেছিলেন যে কুচিন্তা, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মুর্খতা মানুষের ভিতর থেকে বেরিয়ে এসে তাকে অশুদ্ধ করতে পারে .
যার মেয়ে একটি অশুদ্ধ আত্মায় গ্রস্থ ছিল সেই স্ত্রীটি একজন ইহুদি ছিলেন না একজন গ্রীক ছিলেন?
যার মেয়ে একটি অশুদ্ধ আত্মায় গ্রস্থ ছিল সেই স্ত্রীটি একজন গ্রীক ছিলেন.
স্ত্রীটি কিভাবে প্রতিউত্তর করেছিলেন যখন প্রভু যীশু তাকে বলেছিলেন যে সন্তানদের খাদ্য নিয়ে গিয়ে কুকুরদের সামনে দেওয়াটা ভালো নয়?
স্ত্রীটি বলেছিলেন যে এমনকি কুকুরেরাও সন্তানদের টেবিলের নিচে পরে যাওয়া গুঁড়াগাঁড়া খায় .
স্ত্রীটির জন্য প্রভু যীশু কি করেছিলেন?
প্রভু যীশু সেই স্ত্রীর মেয়েটির ভিতর থেকে দুষ্ট আত্মাটিকে বের করে দিয়েছিলেন .
যখন সেই ব্যক্তিটিকে যে কালা ও তোতলা ছিল প্রভু যীশুর কাছে নিয়ে আসা হয়, তখন তাকে সুস্থ করার জন্য তিনি কি করেছিলেন?
প্রভু যীশু ব্যক্তিটির কানে আঙ্গুল দিয়েছিলেন, থুথু ফেলেছিলেন আর তার জিহ্বা ছুঁয়েছিলেন, এরপর স্বর্গের দিকে তাকিয়েছিলেন আর বলেছিলেন “খুলে যাও!”.
যখন প্রভু যীশু লোকেদের তার এই চমৎকারগুলোর বিষয়ে কাউকে না বলতে বলেছিলেন তখন লোকেরা কি করেছিল?
যত বেশি প্রভু যীশু তাদের চুপ থাকতে আদেশ দিতেন তত বেশি তারা সে বিষয়ে কথা বলত .
প্রভু যীশু বিরাট ভিড়টির প্রতি কোন ভাবনাটিকে ব্যক্ত করেছিলেন যারা তাকে অনুসরণ করেছিল?
প্রভু যীশু ব্যক্ত করেছিলেন যে বিরাট ভিড়টির কাছে কোনো খাদ্য নেই .
শিষ্যদের কাছে কটা রুটি ছিল?
শিষ্যদের কাছে সাতটি রুটি ছিল.
শিষ্যদের রুটিগুলোর সাথে প্রভু যীশু কি করেছিলেন?
প্রভু যীশু ধন্যবাদ দিয়েছিলেন, রুটিগুলোকে ভেঙ্গেছিলেন ও সেগুলোকে তার শিষ্যদের বিতরণের জন্য দিয়েছিলেন .
প্রত্যেকের খাওয়ার পর কত খাবার অবশিষ্ট ছিল?
প্রত্যেকের খাওয়ার পর সাত ঝুড়ি খাবার অবশিষ্ট ছিল.
কতজন লোকেরা তা খেয়েছিল ও তৃপ্ত হয়েছিল?
সেখানে প্রায় চার হাজার পুরুষ ছিল যারা খেয়েছিল ও তৃপ্ত হয়েছিল .
তাকে পরীক্ষা করার জন্য, ফরীশীরা কি চেয়েছিল যেন প্রভু যীশু করেন?
ফরীশীরা চেয়েছিল যেন প্রভু যীশু তাদের জন্য স্বর্গ থেকে কোনো চিহ্ন দেখান .
ফরীশীদের কোন বিষয়ে প্রভু যীশু তার শিষ্যদের সতর্ক করেছিলেন?
প্রভু যীশু তার শিষ্যদের ফরীশীদের তাড়ির বিষয়ে সতর্ক করেছিলেন .
যখন প্রভু যীশু কথা বলছিলেন তখন শিষ্যরা কোন বিষয়টিকে ভেবেছিল?
শিষ্যরা ভেবেছিল যে প্রভু যীশু হয়ত এই তথ্যের বিষয়ে বলছিলেন যে তারা রুটি আনতে ভুলেগিয়েছে .
তার অর্থটিকে তার শিষ্যদের বুঝতে সাহায্য করার জন্য কোন চমৎকারগুলোর বিষয়ে প্রভু যীশু তাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন?
প্রভু যীশু তাদের পাঁচ হাজার লোকেদের ও চার হাজার লোকেদের খাওয়ানোর বিষয়ে মনে করিয়ে দিয়েছিলেন .
প্রভু যীশু অন্ধ ব্যক্তিটির দৃষ্টি সম্পূর্ণ ফিরিয়ে আনার জন্য কোন তিনটি কার্য করেছিলেন?
প্রভু যীশু প্রথমে তার চোখে থুথু দিয়েছিলেন ও তার হাত তার উপর রেখেছিলেন আর তারপর তার হাত তার চোখের উপরে রেখেছিলেন.
লোকেরা কি বলেছিল যে প্রভু যীশু কে?
লোকেরা বলছিল যে প্রভু যীশু যোহন বাপ্তিস্মদাতা, এলিয় বা কোনো একজন ভাববাদী ছিলেন.
পিতর কি বলেছিলেন যে প্রভু যীশু কে ছিলেন?
পিতর বলেছিলেন যে প্রভু যীশু খ্রীষ্ট ছিলেন.
ভবিষ্যতের কোন ঘটনার বিষয়ে প্রভু যীশু তার শিষ্যদের শিক্ষা দেওয়া আরম্ভ করেছিলেন?
প্রভু যীশু তার শিষ্যদের শিখিয়েছিলেন যে মনুষ্য পুত্রকে যন্ত্রণা ভোগ করতেই হবে, তিরস্কৃত হতেই হবে, ও মরতেই হবে আর তিন দিন পর পুনরুত্থিত হতেই হবে.
প্রভু যীশু কি বলেছিলেন যখন পিতর প্রভু যীশুকে ভর্ৎসনা করেছিল?
প্রভু যীশু পিতরকে বলেছিলেন, “আমার কাছ থেকে দূর হয়ে যা শয়তান! কারণ তুই ঈশ্বরের জিনিসগুলোর বিষয়ে আগ্রহহীন, কিন্তু মানুষিক বিষয়ে আগ্রহী”.
প্রভু যীশু প্রত্যেকের বিষয়ে কি বলেছিলেন যা তাকে করতেই হবে যদি সে তার অনুসরণ করতে চায়?
প্রভু যীশু বলেছিলেন যে প্রত্যেকজন যে তার অনুসরণ করতে চায় তাকে স্বয়ংকে অস্বীকার করতে হবে আর নিজের ক্রুশ বহন করতে হবে .
প্রভু যীশু সেই ব্যক্তির বিষয়ে কি বলেছিলেন যে এই জগতের বস্তু অর্জন করতে চায়?
প্রভু যীশু বলেছিলেন, “এতে কি লাভ যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ জগতকে অর্জন করে নেয় কিন্তু নিজ জীবনই হারিয়ে ফেলে? .
প্রভু যীশু তাদের বিষয়ে কি বলেছিলেন যারা তার জন্য ও তার বাক্যের জন্য লজ্জিত?
প্রভু যীশু বলেছিলেন যে তার আগমনে তিনিও তাদের জন্য লজ্জিত হবেন যারা তার জন্য ও তার বাক্যের জন্য লজ্জিত ছিল.
কাদের বিষয়ে প্রভু যীশু বলেছিলেন যে তারা ঈশ্বরের রাজ্যকে শক্তির সাথে আসতে দেখবে?
প্রভু যীশু বলেছিলেন যে কেউ কেউ যারা তার সাথে দাঁড়িয়ে রয়েছে তারা ততক্ষণ মরবে না যতক্ষণ না তারা ঈশ্বরের রাজ্যকে শক্তির সাথে আসতে দেখবে .
প্রভু যীশুর সাথে কি হয়েছিল যখন পিতর, যাকোব, আর যোহন একটি পর্বতে তার সাথে গিয়েছিল?
প্রভু যীশু পরিবর্তিত হয়েছিলেন আর তার পোশাক উজ্জ্বল ও দীপ্তিমান হয়ে গিয়েছিল .
প্রভু যীশুর সাথে কারা কথা বলছিল?
এলিয় ও মোশী প্রভু যীশুর সাথে কথা বলছিল .
পর্বতে, মেঘের ভিতর থেকে নির্গত বাণীটি কি বলেছিল?
বাণীটি বলেছিল, “ইনি হলেন আমার প্রিয় পুত্র৷ তার কথা পালন কর”.
তারা পর্বতে যা দেখেছিল সে বিষয়ে প্রভু যীশু তার শিষ্যদের কি আদেশ দিয়েছিলেন?
প্রভু যীশু তাদের যা তারা দেখেছিল তা কাউকে না বলতে আদেশ দিয়েছিলেন, যতক্ষণ না মনুষ্য পুত্র মৃত্যু থেকে পুনরুত্থিত হন .
এলিয়ের আগমণের বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে এলিয় সকল কিছু পুনর্নির্মাণ করতে প্রথমে আসবে আর এলিয় আগেই এসে গিয়েছিলেন.
পিতা ও পুত্রটির জন্য শিষ্যেরা কি করতে অক্ষম হয়েছিল?
শিষ্যেরা সেই পিতার পুত্রটিকে দুষ্ট আত্মা থেকে মুক্ত করতে অক্ষম হয়েছিল .
দুষ্ট আত্মাটি ছেলেটিকে বিনষ্ট করার জন্য কি কি করার চেষ্টা করত?
দুষ্ট আত্মাটি ছেলেটিকে বিনষ্ট করার জন্য তাকে আগুনে বা জলে ফেলে দেওয়ার চেষ্টা করত .
পিতাটি কিভাবে প্রতিউত্তর করেছিল যখন প্রভু যীশু বলেছিলেন, “যে বিশ্বাস করে তার জন্য সকল সম্ভব”?
পিতাটি প্রতিউত্তর করেছিল, “আমি বিশ্বাস করি! আমার অবিশ্বাস দূর করুন!”.
কেন শিষ্যেরা ছেলেটির ভিতর থেকে বধির ও মূক আত্মাটিকে বের করতে পারেনি?
শিষ্যেরা ছেলেটির ভিতর থেকে বধির ও মূক আত্মাটিকে বের করতে পারেনি কারণ এটি কেবল প্রার্থনার দ্বারাই বের করা যেতে পারে.
প্রভু যীশু তার শিষ্যদের কি ঘটবে বলে বলেছিলেন?
প্রভু যীশু তাদের বলেছিলেন যে তাকে হত্যা করা হবে, কিন্তু তিনদিন পর তিনি পুনরায় উত্থিত হবেন.
প্রভু যীশু কাকে শ্রেষ্ঠ বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে সেই শ্রেষ্ঠ যে সবার দাস হবে .
যখন কেউ প্রভু যীশুর নামে কোনো শিশুকে গ্রহণ করবে, তখন তারা কাকে গ্রহণ করবে?
যখন কেউ প্রভু যীশুর নামে কোনো শিশুকে গ্রহণ করবে, তখন তারা প্রভু যীশুকেও গ্রহণ করবে.
তার পক্ষে কি করা ভালো হবে যে একজন ক্ষুদের জন্যে বাধার কারণ হয় যে প্রভু যীশুর উপর বিশ্বাস করে?
তার জন্য এমনটা করা ভালো হবে যে একটি বড় পাথর তার গলায় বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় .
কোনো কিছু যা তোমাদেরকে বাধা দেয় তার সাথে প্রভু যীশু কি করতে বলেছিলেন?
যা তোমাদেরকে বাধা দেয় সেই সকল কিছুর থেকে প্রভু যীশু মুক্ত হতে বলেছেন.
নরকে কি হয় সে বিষয়ে প্রভু যীশু বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে নরকে কীট থাকে যা কখনো মরে না আর আগুন রয়েছে যা আদৌ শেষ হয় না.
প্রভু যীশুকে পরীক্ষা করার জন্য ফরীশীরা তাকে কি জিজ্ঞাসা করেছিল?
ফরীশীরা যীশুকে জিজ্ঞাসা করেছিল যে একজন স্বামীর পক্ষে তার স্ত্রীকে ডিভোর্স দেওয়া আইনসঙ্গত কি না.
ডিভোর্স সম্বন্ধে মোশী ইহুদিদের কি আদেশ দিয়েছিলেন?
মোশী একটি পুরুষকে ডিভোর্সের ত্যাগপত্র দিয়ে তার স্ত্রীকে মুক্ত করতে বলেছিলেন.
ডিভোর্সের বিষয়ে কেন মোশী এমন আজ্ঞা ইহুদিদের দিয়েছিলেন?
মোশী এই আজ্ঞা ইহুদিদের দিয়েছিলেন কারণ তাদের হৃদয় কঠোর ছিল .
ইতিহাসের কোন ঘটনাটিকে প্রভু যীশু বিবাহের প্রতি ঈশ্বরের আসল পরিকল্পনা হিসাবে ফরীশীদেরকে বলার জন্য উল্লেখ করেছিলেন?
বিবাহের প্রতি ঈশ্বরের আসল পরিকল্পনাটিকে ফরীশীদের বলার জন্য প্রভু যীশু আদি পুরুষ ও স্ত্রীর রচনার বিষয়ে উল্লেখ করেছিলেন .
প্রভু যীশু কি বলেছিলেন দুজন মানুষ, একজন পুরুষ ও স্ত্রী যখন বিবাহিত হয় তখন তারা কি হয়?
প্রভু যীশু বলেছিলেন যে সেই দুজন তখন এক দেহ হয়.
প্রভু যীশু পুরুষটিকে অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য প্রথমে কি করতে বলেছিলেন?
প্রভু যীশু পুরুষটিকে বলেছিলেন যে, সে যেন হত্যা না করে, ব্যভিচার না করে, চুরি না করে, মিথ্যে সাক্ষী না দেয়, প্রবঞ্চনা না করে আর মাতা ও পিতার সম্মান করে.
প্রভু যীশুর প্রতিক্রিয়া কেমন ছিল যখন শিষ্যেরা যারা তাদের শিশুদের তার [যীশুর] কাছে আনছিল ভর্ৎসনা করেছিল?
প্রভু যীশু শিষ্যদের প্রতি ক্রোধিত হয়েছিলেন আর তাদের বলেছিলেন ছোট শিশুদের আমার কাছে আসতে অনুমতি দাও.
প্রভু যীশু কি বলেছিলেন যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে কাদের মত হয়ে তা গ্রহণ করতে হবে?
প্রভু যীশু বলেছিলেন যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে একটি ছোট শিশুদের ন্যায় তা গ্রহণ করতে হবে .
পুরুষটিকে প্রভু যীশু অতিরিক্ত কোন আজ্ঞা দিয়েছিলেন?
প্রভু যীশু তারপর পুরুষটিকে তার সকল কিছু বিক্রয় করতে বলেছিলেন ও তাকে অনুসরণ করতে বলেছিলেন.
যখন প্রভু যীশু তাকে এই আজ্ঞাটি দিয়েছিলেন, তখন সেই পুরুষটি কেমন প্রতিক্রিয়া করেছিল আর কেন করেছিল?
সেই ব্যক্তিটি দুঃখিত হয়েছিল ও চলে গিয়েছিল, যেহেতু তার কাছে প্রচুর সম্পত্তি ছিল.
কাদের বিষয়ে প্রভু যীশু বলেছিলেন যে তাদের স্বর্গ রাজ্যে প্রবেশ করা কষ্টকর?
প্রভু যীশু বলেছিলেন যে ধনীদের স্বর্গ রাজ্যে প্রবেশ করা কষ্টকর.
কিভাবে একজন ধনী ব্যক্তিরও উদ্ধার পাওয়া সম্ভব সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে লোকেদের ক্ষেত্রে এটি অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে সকল কিছুই করা সম্ভব .
প্রভু যীশু তাদের বিষয়ে কি বলেছিলেন যারা প্রভু যীশুর নিমিত্ত ঘরবাড়ি, পরিবার ও জমি সকল ত্যাগ করেছে তারা কি প্রাপ্ত করবে?
প্রভু যীশু বলেছিলেন যে তারা একশ গুণ এই জগতে উৎপীড়নের সাথে পাবে ও আসন্ন জগতে অনন্ত জীবন প্রাপ্ত করবে.
কোন রাস্তা দিয়ে প্রভু যীশু ও তার শিষ্যরা যাত্রা করছিল?
প্রভু যীশু ও শিষ্যরা সেই রাস্তায় যাত্রা করছিল যা যেরুশালেমের দিকে যেত.
প্রভু যীশু তার শিষ্যদেরকে যেরুশালেমে তার সাথে কি ঘটবে সে বিষয়ে কি বলেছিলেন?
প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর তিন দিন পর তিনি পুনরুজ্জীবিত হবেন .
যাকোব ও যোহন প্রভু যীশুর কাছে কি অনুরোধ করেছিলেন?
যাকোব ও যোহন প্রভু যীশুর ডানদিকে ও বাঁদিকে তার মহিমাতে তাদের বসতে দিতে অনুরোধ করেছিল .
প্রভু যীশু কি বলেছিলেন যে যাকোব ও যোহনকে কি সহ্য করতে হবে?
প্রভু যীশু বলেছিলেন যে যাকোব ও যোহনকে সেই কাপ [পানপাত্র] সহ্য করতে হবে যা প্রভু যীশু পান করবেন আর সেই বাপ্তিস্ম সহ্য করতে হবে যেটিতে প্রভু যীশু বাপ্তাইজিত হবেন .
প্রভু যীশু কি যাকোব ও যোহনের অনুরোধ রেখেছিলেন?
না, প্রভু যীশু বলেছিলেন যে তার বাঁদিকের ও ডানদিকের আসনটি দেওয়াটা তার কাজ নয় .
অন্যজাতিদের শাসকরা তাদের অধীনস্তদের সাথে কিরূপ আচরণ করে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে অন্যজাতিদের শাসকরা তাদের অধীনস্তদের উপর কর্তৃত্ব করে .
যারা শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ হতে চায় তাদের কি করতে হবে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যারা শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ হতে চায় তাদের সকলের সেবক হতে হবে .
অন্ধ ব্যক্তি বর্তীময় কি করেছিলেন যখন তারা তাকে ভর্ৎসনা করে বলেছিল চুপ হও?
বরতীময় আরো বেশি চিৎকার করে উঠেছিল, “যে দায়ূদের সন্তান, আমার উপর কৃপা করুন!”.
প্রভু যীশু বরতীময়ের অন্ধত্ব আরোগ্য করে কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে বরতীময়ের বিশ্বাস তাকে সুস্থ করেছে .
প্রভু যীশু তার শিষ্যদের মধ্যের দুজনকে পাশের গ্রামে কি করতে পাঠিয়েছিলেন?
প্রভু যীশু একটি গাধার শাবককে তার কাছে নিয়ে আসতে পাঠিয়েছিলেন যার পিঠে এর পূর্বে কেউই চড়েনি .
যখন শিষ্যেরা গাধার শাবকটিকে খুলেছিল তখন কি হয়েছিল?
কিছু লোকেরা শিষ্যদের জিজ্ঞাসা করেছিল যে তারা কি করছে, তাই তারা লোকেদের বলেছিল যে প্রভু যীশু এমনটি করতে বলেছিলেন, আর তখন লোকেরা তাদের পাঠিয়ে দিয়েছিল .
যখন প্রভু যীশু শাবকটির উপর চড়েছিলেন তখন লোকেরা রাস্তার উপর কি পেতে দিয়েছিল?
লোকেরা তাদের কাপড় ও গাছের ডাল যা তারা ক্ষেত্র থেকে কেটে এনেছিল রাস্তার উপর পেতে দিয়েছিল.
কার রাজ্য আসছে বলে লোকেরা চিৎকার করছিল যখন প্রভু যীশু যেরুশালেমে আসছিলেন?
লোকেরা চিৎকার করছিল যে তাদের পিতা দায়ূদের রাজ্য আসছে .
প্রভু যীশু কি করেছিলেন যখন তিনি মন্দিরের প্রাঙ্গণে এসেছিলেন?
প্রভু যীশু চারদিকে দেখেছিলেন ও বৈথনিয়াতে চলে গিয়েছিলেন.
প্রভু যীশু তখন কি করেছিলেন যখন তিনি ডুমুর গাছটিতে কোনো ফল পাননি?
প্রভু যীশু ডুমুর গাছটিকে বলেছিলেন, “তোমার ফল কেউ কখনো যেন না খেতে পায়”.
এইবার যখন প্রভু মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করেন তখন তিনি কি করেছিলেন?
প্রভু যীশু বিক্রেতা ও ক্রেতাদের তাড়িয়ে দিয়েছিলেন আর মন্দিরের মাধ্যমে কাউকে ব্যবসা করতে দেননি.
প্রভু যীশু কি বলেছিলেন যে শাস্ত্রের অনুসারে মন্দির কেমন জায়গা হওয়া উচিত?
প্রভু যীশু বলেছিলেন যে মন্দির সকল ধরনের লোকেদের প্রার্থনার ঘর হওয়া উচিত .
প্রধান যাজকদের ও অধ্যাপকদেরকে প্রভু যীশু কি বলেছিলেন যে তারা মন্দিরকে কিসে পরিণত করেছে?
প্রভু যীশু বলেছিলেন যে তারা মন্দিরকে দস্যুদের আড্ডা বানিয়েছে.
প্রধান যাজকগন ও অধ্যাপকগন প্রভু যীশুর সাথে কি করার চেষ্টা করেছিল?
প্রধান যাজকগন ও অধ্যাপকগন প্রভু যীশুকে হত্যা করার চেষ্টা করেছিল .
সেই ডুমুর গাছটির সাথে কি হয়েছিল যেটিকে প্রভু বলেছিলেন?
সেই ডুমুর গাছটির সাথে যেটিকে প্রভু বলেছিলেন সেটি শিকড় থেকে শুখিয়ে গিয়েছিল .
আমরা প্রার্থনায় যা কিছু চাই সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে যা কিছু আমরা প্রার্থনায় চাই, সে বিষয়ে বিশ্বাস করতে যে তা আমরা প্রাপ্ত করে নিয়েছি আর তা আমাদের হবে .
প্রভু যীশু আমাদের কি করতে বলেছেন যেন স্বর্গের পিতাও আমাদের ক্ষমা করেন?
প্রভু যীশু বলেছেন যে আমাদেরকে আমাদের বিরুদ্ধে কোনো কিছু করেছে এমন লোকেদের ক্ষমা করতেই হবে, যেন স্বর্গের পিতাও আমাদের ক্ষমা করেন.
মন্দিরে, প্রধান যাজকগন, অধ্যাপকগন ও প্রাচীনেরা প্রভু যীশুর কাছে কি জানতে চেয়েছিল?
তারা জানতে চেয়েছিল যে কোন ক্ষমতায় তিনি সেই সকল কার্য করেছে যা তিনি করছিলেন.
প্রধান যাজকগন, অধ্যাপকগন ও প্রাচীনগনরা যোহনের বাপ্তিস্ম যে স্বর্গীয় ছিল তা কেন বলতে চায়নি?
তারা এ ধরনের উত্তর দিতে চায়নি কারণ তাহলে প্রভু যীশু তাদের জিজ্ঞাসা করতেন যে কেন তবে তোমরা যোহনকে বিশ্বাস করনি.
প্রধান যাজকগন, অধ্যাপকগন ও প্রাচীনগনরা যোহনের বাপ্তিস্ম যে পার্থব ছিল তা কেন বলতে চায়নি?
তারা এ ধরনের উত্তর দিতে চায়নি কারণ তারা লোকেদের ভয় পেত, কেননা তারা বিশ্বাস করত যে যোহন একজন ভাববাদী ছিলেন.
দাক্ষাক্ষেত্রের ভাড়ার কৃষকেরা সেই চাকরদের সাথে কি করেছিল যাদের দাক্ষা ফল সংগ্রহ করতে মালিকটি পাঠিয়েছিলেন?
দাক্ষাক্ষেত্রের ভাড়ার কৃষকেরা সেই চাকরদের প্রহার করেছিল, আঘাত করেছিল ও হত্যা করেছিল .
মালিকটি অন্তিমে কাকে সেই ভাড়ার কৃষকদের কাছে পাঠিয়েছিলেন?
মালিকটি তার প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন .
মালিকটির শেষে পাঠানো ব্যক্তিটির সাথে দাক্ষাক্ষেত্রের ভাড়ার কৃষকেরা কিরূপ আচরণ করেছিল?
দাক্ষাক্ষেত্রের ভাড়ার কৃষকেরা তাকে ঘিরে ধরেছিল, তাকে হত্যা করেছিল আর দাক্ষাক্ষেত্রের থেকে বাইরে ফেলে দিয়েছিল.
দাক্ষাক্ষেত্রের মালিকটি দাক্ষাক্ষেত্রের ভাড়ার কৃষকদের সাথে কি করবেন?
দাক্ষাক্ষেত্রের মালিকটি আসবেন আর দাক্ষাক্ষেত্রের ভাড়ার কৃষকদের বিনাশ করবেন ও দাক্ষাক্ষেত্রটিকে অন্যদের দিয়ে দেবেন .
শাস্ত্রে, সেই পাথরটির সাথে কি হয়ে যেটিকে নির্মাণকারীরা তিরস্কার করেছিল?
সেই পাথরটি যেটিকে নির্মাণকারীরা তিরস্কার করেছিল তা কোণের প্রধান পাথর হয়ে ওঠে.
ফরীশীরা ও কিছু কিছু হেরোদীয়ারা প্রভু যীশুকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করেছিল?
তারা জিজ্ঞাসা করেছিল যে কৈসরকে কর (খাজনা) দেওয়া ন্যায় সঙ্গত কি না.
প্রভু যীশু তাদের প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছিলেন?
প্রভু যীশু তাদের বলেছিলেন যে কৈসরকে সেইসব দাও যা কৈসরের আর ঈশ্বরকে সেইসব দাও যা ঈশ্বরের.
সদ্দূকীরা কি বিশ্বাস করত না?
সদ্দূকীরা মৃতদের পুনরুত্থানের উপর বিশ্বাস করত না .
সদ্দূকীদের দ্বারা বলা কাহিনীটিতে, সেই স্ত্রীটির কতজন স্বামী ছিল?
সেই স্ত্রীটির সাতটি স্বামী ছিল .
সদ্দূকীরা যে ভুল ধারণায় রয়েছে সে বিষয়ে প্রভু যীশু তাদের কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে সদ্দূকীরা শাস্ত্র বাক্যও জানে না আর তারা ঈশ্বরের শক্তিও জানে না .
স্ত্রীটির বিষয়ে সদ্দূকীদের প্রতি প্রভু যীশুর উত্তরটি কি ছিল?
প্রভু যীশু বলেছিলেন যে পুনরুত্থানে, নারী ও পুরুষ বিবাহ করবে না, কিন্তু তারা স্বর্গদূতদের মত হবে .
প্রভু যীশু শাস্ত্রবাক্য থেকে কিভাবে দেখিয়ে ছিলেন যে পুনরুত্থান আছে?
প্রভু যীশু মোশীর পুস্তক থেকে উল্লেখ করেছিলেন, যেখানে ঈশ্বর বলেছেন যে তিনি আব্রাহাম, ইসহাক ও যাকোবের ঈশ্বর- তাদের তাহলে জীবিত থাকা উচিত .
কোন আদেশ প্রভু যীশু বলেছিলেন যে সবচাইতে প্রধান?
প্রভু যীশু বলেছিলেন যে তোমার সম্পূর্ণ হৃদয় দিয়ে, সম্পূর্ণ প্রাণ দিয়ে, সম্পূর্ণ বুদ্ধি দিয়ে ও সম্পূর্ণ শক্তি দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসো তা হল সবচাইতে প্রধান আদেশ .
কোন আদেশের বিষয়ে প্রভু যীশু বলেছিলেন যে তা হল দ্বিতীয়?
প্রভু যীশু বলেছিলেন যে তোমার প্রতিবেশীকে নিজের মত ভালোবাসো তা হল দ্বিতীয় আদেশ .
প্রভু যীশু শাস্ত্রীদের কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন?
প্রভু যীশু জিজ্ঞাসা করেছিলেন যে দায়ূদ কিভাবে খ্রীষ্টকে প্রভু বলেছিলেন যখন কি খ্রীষ্ট হলেন দায়ূদের পুত্র .
শাস্ত্রীদের বিষয়ে সতর্ক থাকতে প্রভু যীশু লোকেদেরকে কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে শাস্ত্রীরা লোকেদের দ্বারা সম্মানিত হতে চায়, কিন্তু বিধবাদের গৃহ ধ্বংস করে আর লোকেদের দেখানোর জন্য দীর্ঘ প্রার্থনা করে.
কেন প্রভু যীশু বলেছিলেন যে দরিদ্র বিধবাটি সবচাইতে বেশি দানপাত্রটিতে দিয়েছে?
প্রভু যীশু বলেছিলেন যে সে সবচাইতে বেশি দিয়েছে কারণ সে তার দরিদ্রতা থেকে দিয়েছে কিন্তু অন্যেরা তাদের প্রাচুর্যতা থেকে দিয়েছে .
মন্দিরের সুন্দর অট্টালিকা ও পাথরগুলোর কি হবে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে একটি পাথরও অন্যটির উপর থাকবে না যা নষ্ট না করা হবে .
তখন শিষ্যরা প্রভু যীশুকে কি প্রশ্ন করেছিল?
শিষ্যরা প্রভু যীশুকে জিজ্ঞাসা করেছিল যে কখন এই সকল ঘটবে ও সেই সবের চিহ্ন কি হবে .
প্রভু যীশু শিষ্যদের কোন বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন?
প্রভু যীশু শিষ্যদের বলেছিলেন যে তারা যেন সতর্ক থাকে যেন তাদের কেউ বিপথে না নিয়ে যায় .
যন্ত্রণার আরম্ভের বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে যুদ্ধ, যুদ্ধের গুজব, ভূমিকম্প ও দুর্ভিক্ষ যন্ত্রণার আরম্ভ হবে .
শিষ্যদের সাথে কি হবে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে শিষ্যদের সভায় প্রস্তুত করা হবে, ধর্মসভায় আঘাত করা হবে এবং রাজ্যপাল ও রাজাদের সম্মুখে সাক্ষ্য দিতে দাঁড় করানো হবে .
কি নিশ্চয়ই ঘটবে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে প্রথমে সকল রাষ্ট্রে সুসমাচার নিশ্চয়ই প্রচার হবে .
পরিবারের সদস্যদের সাথে কি হবে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে একজন সদস্য পরিবারের অন্য সদস্যকে মৃত্যুর জন্য সমর্পণ করে দিবে.
প্রভু যীশু কি বলেছিলেন যে কার উদ্ধার হবে?
প্রভু যীশু বলেছিলেন যে যেকেউ অন্তিম সময় পর্যন্ত স্থির থাকবে সেই উদ্ধার পাবে .
যিহুদাতে স্থিত লোকেদের কি করা উচিত যখন তারা ঘৃণার্হ বস্তুটিকে দেখবে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে যিহুদাতে স্থিত লোকেরা যখন তারা ঘৃণার্হ বস্তুটিকে দেখবে তখন তারা যেন পর্বতে পালিয়ে যায়.
প্রভু নির্বাচিতদের জন্য কি করেছেন যেন তারা উদ্ধার পায় সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে নির্বাচিতদের জন্য প্রভু উৎপীড়নের দিন কম করে দিয়েছেন .
কে লোকেদের প্রতারণা করবে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে মিথ্যে খ্রীষ্টগন ও মিথ্যে ভাববাদীরা লোকেদের প্রতারণা করার জন্য উদ্ভব হবে.
সেই দিনগুলোর উৎপীড়নের পরে আকাশের শক্তিগুলোর সাথে কি হবে?
সূর্য ও চন্দ্র অন্ধকার হয়ে যাবে, তারাগন আকাশ থেকে খসে পরবে আর আকাশের শক্তিগুলো দুর্বল হয়ে যাবে .
মেঘের মধ্যে লোকেরা কি দেখবে?
তারা মনুষ্য পুত্রকে মহান ক্ষমতায় ও মহিমায় মেঘের মধ্যে আসতে দেখবে.
মনুষ্য পুত্র কি করবেন যখন তিনি আসবেন?
মনুষ্য পুত্র তার নির্বাচিতদের পৃথিবীর সকল প্রান্ত থেকে ও আকাশ থেকে সংগ্রহ করবেন .
এই সকল পূর্ণ না হওয়া পর্যন্ত কিসের লোপ পাবে না সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে এই প্রজন্মের লোকরা লোপ পাবে না যতক্ষন না এই সকল পূর্ণ হয় .
প্রভু যীশু কি বলেছিলেন যে কিসের লোপ কখনই হবে না?
প্রভু যীশু বলেছিলেন যে বাক্যের লোপ কখনই হবে না .
প্রভু যীশু কি বলেছিলেন যে কখন এই সকল ঘটবে?
প্রভু যীশু বলেছিলেন যে কেউই জানে না সেই সময়ের বিষয়ে কেবল পিতাই জানেন .
তার দ্বিতীয় আগমনের বিষয়ে প্রভু যীশু তার শিষ্যদের কি আদেশ দিয়েছিলেন?
প্রভু যীশু তার শিষ্যদের সতর্ক থাকতে ও জেগে থাকতে বলেছিলেন .
প্রধান যাজকগন ও শাস্ত্রীরা কি বিবেচনা করছিল যে কি কিভাবে করবে?
তারা বিবেচনা করছিল যে কিভাবে প্রভু যীশুকে গোপনভাবে গ্রেফতার করবে ও হত্যা করবে.
কেন প্রধান যাজকগন ও শাস্ত্রীরা তাড়িশূন্য রুটির উৎসবের সময়ে এমন কাজ করতে চায়নি?
তাদের সংশয় ছিল যে লোকেদের মধ্যে কোনো দাঙ্গা না বেঁধে যায় .
শিমোন কুষ্ঠির বাড়িতে স্ত্রীটি প্রভু যীশুর সাথে কিরূপ আচরণ করেছিলেন?
স্ত্রীটি বহুমূল্য তরলের শিশি ভেঙেছিলেন ও তা প্রভু যীশুর মাথায় ঢেলেছিলেন .
কিসের জন্য কেউ কেউ স্ত্রীটিকে ভর্ৎসনা করেছিল?
কেউ কেউ স্ত্রীটিকে ভর্ৎসনা করেছিল কারণ তিনি সেই সুগন্ধিটি বিক্রয় করেননি ও অর্জিত টাকা গরিবদের দান করেননি.
স্ত্রীটি প্রভু যীশুর প্রতি কি করেছিল সে বিষয়ে তিনি কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে স্ত্রীটি তার শরীরকে কবর দেওয়ার জন্য অভিষিক্ত করেছে.
স্ত্রীটি যা করেছিল সে বিষয়ে প্রভু যীশু কি প্রতিশ্রুতি দিয়েছিলেন?
প্রভু যীশু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পৃথিবীর যেখানেও সুসমাচার প্রচার করা হবে, স্ত্রীটির করা কার্যটিকে তার স্বরণে ব্যক্ত করা হবে.
যিহুদা ঈষ্করিয়োতীয় কেন প্রধান যাজকদের কাছে গিয়েছিল?
যিহুদা ঈষ্করিয়োতীয় প্রধান যাজকদের কাছে গিয়েছিল যেন সে প্রভু যীশুকে তাদের হাতে তুলে দিতে পারে .
নিস্তারপর্ব্বের ভোজন আহার করার জন্য শিষ্যরা কিভাবে স্থান পেয়েছিল?
প্রভু যীশু তাদের নগরে যেতে ও একটি পুরুষকে যে এক কলশী জল বহন করতে থাকবে তাকে অনুসরণ করতে বলেছিলেন আর তারপর তাকে জিজ্ঞাসা করতে বলেছিলেন যে অতিথিশালাটি কোথায় যেখানে তারা নিস্তারপর্ব্বের আহার করতে ব্যবহার করবে .
প্রভু যীশু তাদের কি বলেছিলেন যখন তারা খাবার টেবিলে বসেছিল?
প্রভু যীশু বলেছিলেন যে শিষ্যদের মধ্যে একজন যে তার সাথে আহার করছে তাকে প্রতারিত করবে .
কোন শিষ্যের বিষয়ে প্রভু যীশু বলেছিলেন যে সে তাকে প্রতারিত করবে?
প্রভু যীশু বলেছিলেন যে সেই শিষ্যটি যে তার সাথে বাটিতে রুটি ডুবাচ্ছে সে তাকে প্রতারিত করবে .
যে তাকে প্রতারিত করেছিল সেই শিষ্যের পরিণতি কি হবে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে ভালো হত যদি তার জন্মই না হত .
প্রভু যীশু কি বলেছিলেন যখন তিনি তার শিষ্যদের রুটির টুকরো দিয়েছিলেন?
প্রভু যীশু বলেছিলেন, “এটি নাও৷ এটি হল আমার দেহ”.
প্রভু যীশু কি বলেছিলেন যখন তিনি তার শিষ্যদের পানপাত্রটিকে [কাপ] দিয়েছিলেন?
প্রভু যীশু বলেছিলেন, “এটি হল আমার রক্তের নিয়ম, সেই রক্তের যা তোমাদের জন্য ঢালা হয়েছে”.
প্রভু যীশু কি বলেছিলেন যে পুনরায় কখন তিনি দাক্ষারস পান করবেন?
প্রভু যীশু বলেছিলেন যে তিনি দাক্ষারস পুনরায় সেই দিন পান করবেন যখন তিনি ঈশ্বরের রাজ্যে নতুন করে তা পান করবেন .
জৈতুন পর্বতে, প্রভু যীশু তার শিষ্যদের বিষয়ে কি ভবিষ্যদ্বাণী করেছিলেন?
প্রভু যীশু ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তার শিষ্যরা তার কারণে বিঘ্ন পাবে .
যখন পিতর বলেছিলেন যে তিনি বিঘ্ন পাবেন না তারপর প্রভু যীশু পিতরকে কি বলেছিলেন?
প্রভু যীশু পিতরকে বলেছিলেন যে মোরগ দুবার ডাকার পূর্বেই পিতর প্রভু যীশুকে তিনবার অস্বীকার করবে.
প্রভু যীশু তার তিনজন শিষ্যদের কি করতে বলেছিলেন যখন তিনি প্রার্থনা করেছিলেন?
তিনি তাদের সেখানে থাকতে ও জেগে থাকতে বলেছিলেন .
কোন বিষয়ে প্রভু যীশু প্রার্থনা করেছিলেন?
প্রভু যীশু প্রার্থনা করেছিলেন যেন সেই সময়টিকে তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয় .
পিতার কাছে তার প্রার্থনার উত্তর স্বরূপ কি গ্রহণ করতে প্রভু যীশু ইচ্ছুক ছিলেন?
প্রভু যীশু পিতার যা কিছু ইচ্ছে তার প্রতি তা গ্রহণ করতে ইচ্ছুক ছিলেন.
প্রভু যীশু যখন তিনজন শিষ্যের কাছে ফিরে এসেছিলেন তখন কি পেয়েছিলেন?
প্রভু যীশু পেয়েছিলেন যে তিনজন শিষ্যরা ঘুমাচ্ছে.
প্রভু যীশু যখন দ্বিতীয়বার তিনজন শিষ্যের কাছে ফিরে এসেছিলেন তখন কি পেয়েছিলেন?
প্রভু যীশু পেয়েছিলেন যে তিনজন শিষ্যরা ঘুমাচ্ছে.
প্রভু যীশু যখন তৃতীয়বার তিনজন শিষ্যের কাছে ফিরে এসেছিলেন তখন কি পেয়েছিলেন?
প্রভু যীশু পেয়েছিলেন যে তিনজন শিষ্যরা ঘুমাচ্ছে.
তার গ্রেফতারে শাস্ত্রবাক্যে কি পূর্ণ হয়েছিল সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু বলেছিলেন যে শাস্ত্র বাক্য পূর্ণ হয়েছে কারণ তারা তাকে দস্যুকে ধরার মত ধরতে এসেছিল, তলোয়ার ও সৈন্য নিয়ে .
প্রভু যীশুর সাথে যারা ছিল তারা তখন কি করেছিল?
যারা প্রভু যীশুর সাথে ছিল তারা তাকে ছেড়ে দিয়েছিল ও পালিয়ে গিয়েছিল .
যখন প্রভু যীশুকে গ্রেফতার করা হয়েছিল তখন সেই যুবকটি কি করেছিলেন যিনি প্রভু যীশুকে অনুসরণ করছিলেন?
যুবকটি তার শণের কাপড় সেখানেই ছেড়ে দিয়েছিলেন ও নগ্ন অবস্থাতেই পালিয়ে গিয়েছিলেন.
পিতর কোথায় ছিলেন যখন প্রভু যীশুকে মহাযাজকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল?
পিতর নিজেকে গরম রাখার জন্য আগুনের কাছে সৈন্যদের মধ্যে বসেছিলেন .
সভাতে প্রভু যীশুর বিরুদ্ধে দেওয়া সাক্ষীগুলোতে কি ভুল ছিল?
প্রভু যীশুর বিরুদ্ধে দেওয়া সাক্ষীগুলো মিথ্যে ছিল ও একে অপরের সাথে মিল খায়নি.
মহাযাজক প্রভু যীশুকে কি প্রশ্ন করেছিলেন?
মহাযাজক প্রভু যীশুকে জিজ্ঞেসা করেছিলেন যে তিনিই কি খ্রীষ্ট, পরমধন্যের পুত্র.
মহা যাজকের প্রশ্নের উত্তরে প্রভু যীশু কি বলেছিলেন?
প্রভু যীশু উত্তর দিয়েছিলেন যে তিনিই খ্রীষ্ট, পরমধন্যের পুত্র.
প্রভু যীশুর উত্তর শুনে, মহা যাজক প্রভু যীশুর দোষের বিষয়ে কি বলেছিলেন?
মহা যাজক বলেছিলেন যে প্রভু যীশু ঈশ্বর-নিন্দার দোষে দোষী.
তাকে হত্যার যোগ্য দণ্ড দেওয়ার পর তারা প্রভু যীশুর সাথে কি করেছিল?
তারা তার উপর থুথু ফেলেছিল, আঘাত করেছিল আর তাকে প্রহার করেছিল.
দাসী কন্যাটিকে পিতর কি উত্তর দিয়েছিলেন যে বলেছিল যে পিতর প্রভু যীশুর সাথে ছিল?
পিতর উত্তর দিয়েছিলেন যে তিনি বুঝেননি বা জানেন না যে দাসীটি কি বিষয়ে বলছে .
পিতরের প্রতিক্রিয়া কেমন ছিল যখন তৃতীয়বার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি প্রভু যীশুর শিষ্যদের এক জন?
পিতর শপথ করে বলেছিলেন আর নিজেকে অভিশপ্ত বলেছিলেন যদি তিনি প্রভু যীশুকে চিনে থাকেন .
কি হয়েছিল যখন পিতর তিনবার অস্বীকার করেছিলেন?
পিতর তৃতীয়বার অস্বীকার করার পর, মোরগ দুবার ডেকে উঠেছিল.
মোরগের ডাক শোনার পর পিতর কি করেছিলেন?
মোরগের ডাক শোনার পর পিতর ভেঙে পরেছিলেন ও কেঁদেছিলেন .
খুব ভোরে, প্রধান যাজকেরা প্রভু যীশুর সাথে কি করেছিলেন?
খুব ভোরে, তারা প্রভু যীশুকে বেঁধেছিল ও পীলাতের কাছে তাকে সমর্পণ করেছিল .
যখন প্রধান যাজকেরা প্রভু যীশুর বিরুদ্ধে বহু নালিশ উপস্থিত করছিল, তখন পীলাতকে প্রভু যীশুর কোন বিষয় বিস্মিত করেছিল?
পীলাত বিস্মিত হয়েছিলেন যে প্রভু যীশু কোনো উত্তর দিচ্ছেন না .
পীলাত সাধারণত পর্ব্বের সময়ে ভিড়ের জন্য কি করতেন?
পীলাত সাধারণত পর্ব্বের সময়ে ভিড়ের জন্য একজন বন্দীকে মুক্ত করতেন .
কাকে মুক্ত করে দেওয়ার জন্য ভিড় চিৎকার করেছিল আর সে কি কারণে জেলে গিয়েছিল?
ভিড় বারাব্বাকে মুক্ত করে দেওয়ার জন্য চিৎকার করেছিল, যে একজন খুনি ছিল .
কেন পীলাত ভিড়ের জন্য প্রভু যীশুকে মুক্ত করতে চেয়েছিলেন?
পীলাত জানতেন যে কেবল হিংসার জন্য প্রধান যাজকেরা প্রভু যীশুকে তার কাছে সমর্পণ করেছে .
ইহুদিদের রাজার সাথে কি করা উচিত বলে ভিড় চিৎকার করছিল?
ভিড় বলেছিল যে ইহুদিদের রাজাকে ক্রুশে দাও.
সৈন্যদের দল প্রভু যীশুকে কিরূপে পোশাক পরিয়েছিল?
সৈন্যরা প্রভু যীশুকে বেগুনিয়া বস্ত্র ও কাঁটার মুকুট পরিয়ে দিয়েছিল.
কে প্রভু যীশুর ক্রুশ বহন করেছিলেন?
কুরীণীয় শিমোন নামক একজন পথযাত্রীকে প্রভু যীশুর ক্রুশ বহন করতে জোর করা হয়েছিল .
সেই জায়গার নাম কি ছিল যেখানে সৈন্যরা প্রভু যীশুকে ক্রুশে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল?
সেই জায়গার নাম ছিল গলগথা, যার অর্থ হচ্ছে মাথার খুলির স্থান .
প্রভু যীশুর পোশাকের সাথে সৈন্যরা কি করেছিল?
সৈন্যরা প্রভু যীশুর পোশাকের জন্য গুলিবাঁট [লটারি] করেছিল.
সৈন্যরা প্রভু যীশুর বিরুদ্ধে কোন নালিশটিকে একটি চিহ্নের উপর লিখেছিল?
সৈন্যরা চিহ্নটির উপর “ইহুদিদের রাজা” লিখেছিল .
যারা সেখান থেকে গিয়েছিল তারা প্রভু যীশুকে কি করতে দাবি করেছিল?
যারা সেখান থেকে গিয়েছিল তারা প্রভু যীশুকে নিজেকে রক্ষা করতে ও ক্রুশ থেকে নেমে আসতে বলেছিল .
প্রধান যাজকেরা প্রভু যীশুকে কি করতে বলেছিল যেন তারা তার উপর বিশ্বাস করতে পারে?
প্রধান যাজকেরা বলেছিল যে প্রভু যীশু যেন ক্রুশ থেকে নেমে আসেন যেন তারা বিশ্বাস করতে পারে.
যখন তারা তার উপহাস করছিল তখন প্রধান যাজকেরা তাকে কি নাম দিয়েছিল?
প্রধান যাজকেরা প্রভু যীশুকে খ্রীষ্ট ও ইস্রায়েলের রাজা নামে ডেকেছিল .
ছয়টার সময় কি ঘটেছিল?
ছয়টার সময়, সম্পূর্ণ ভূমিতে অন্ধকার নেমে এসেছিল .
নয়টার সময়ে প্রভু যীশু কি বলে চিৎকার করে উঠেছিলেন?
“হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, কেন আপনি আমাকে পরিত্যাগ করেছেন?” বলে তিনি চিৎকার করে উঠেছিলেন.
প্রভু যীশু তার মৃত্যুর পূর্বে কি করেছিলেন?
প্রভু যীশু তার মৃত্যুর পূর্বে ভীষণ জোরে চিৎকার করে উঠেছিলেন .
প্রভু যীশু যখন মারা যান তখন মন্দিরে কি হয়েছিল?
প্রভু যীশু যখন মারা যান তখন মন্দিরের পর্দা উপর থেকে নিচ পর্যন্ত মধ্যে থেকে ভাগ হয়ে ছিঁড়ে গিয়েছিল .
সেই শতপতি কি বলেছিলেন যখন তিনি প্রভু যীশুকে মারা যেতে দেখেছিলেন?
শতপতিটি বলেছিলেন যে সত্য সত্যই এই ব্যক্তিটি ঈশ্বরের পুত্র ছিলেন .
কোন দিনে প্রভু যীশু মারা গিয়েছিলেন?
প্রভু যীশু বিশ্রামবারের আগের দিনটিতে মারা গিয়েছিলেন.
অরিমাথিয়ার যোষেফ প্রভু যীশুর মৃত্যুর পর কি করেছিলেন?
অরিমাথিয়ার যোষেফ পীলাতের কাছে প্রভু যীশুর দেহটিকে চেয়েছিলেন, তা ক্রুশ থেকে নামিয়েছিলেন, তা শণের কাপড়ে পেঁচিয়েছিলেন আর একটি কবরে তাকে রেখেছিলেন, যেটির প্রবেশদ্বারে পাথরের একটি ঢাকনা দিয়ে দরজার মত করে বন্ধ করে দিয়েছিলেন .
কখন মহিলারা প্রভু যীশুর দেহটিকে অভিষিক্ত করতে কবরে গিয়েছিল?
মহিলারা প্রভু যীশুর দেহটিকে অভিষিক্ত করতে সপ্তাহের প্রথমদিনে সূর্য উঠার আগেই কবরে গিয়েছিল.
কিভাবে মহিলারা কবরে প্রবেশ করেছিল যদিও সেখানে প্রবেশদ্বারে একটি বিরাট পাথর রাখা ছিল?
কেউ প্রবেশদ্বার থেকে পাথরটিকে আগে থেকেই সরিয়ে দিয়েছিল .
মহিলারা যখন কবরের ভিতরে প্রবেশ করেছিল তখন কি দেখেছিল?
মহিলারা একজন কমবয়সী পুরুষকে শুভ্র পোশাকে ডানদিকে বসে থাকতে দেখেছিল .
সেই কমবয়সী ব্যক্তিটি প্রভু যীশুর বিষয়ে কি বলেছিলেন?
সেই কমবয়সী ব্যক্তিটি বলেছিলেন যে প্রভু যীশু পুনরুত্থিত হয়েছেন ও তিনি সেখানে নেই .
সেই কমবয়সী ব্যক্তিটি কি বলেছিলেন যে শিষ্যরা কোথায় প্রভু যীশুর সাথে দেখা করতে পারবে?
সেই কমবয়সী ব্যক্তিটি বলেছিলেন যে শিষ্যরা গালীল প্রদেশে প্রভু যীশুর সাথে সাক্ষাৎ করতে পারবে.
প্রভু যীশু তার পুনরুত্থানের পর কাকে প্রথম দর্শন দিয়েছিলেন?
প্রভু যীশু সর্বপ্রথম মরিয়ম মদ্দলীনীকে দর্শন দিয়েছিলেন .
প্রভু যীশুর শিষ্যরা কেমন প্রতিক্রিয়া করেছিল যখন মরিয়ম তাদের বলেছিলেন যে তিনি প্রভু যীশুর দর্শন পেয়েছিলেন?
শিষ্যরা একদম বিশ্বাস করেনি.
শিষ্যরা কেমন প্রতিক্রিয়া করেছিল যখন আরো দুজন শিষ্যরা তাদের বলেছিল যে তারা প্রভু যীশুর দর্শন পেয়েছিল?
শিষ্যরা একদম বিশ্বাস করেনি.
যখন তিনি শিষ্যদের সম্মুখে আবির্ভাব হয়েছিলেন তখন প্রভু যীশু তাদের অবিশ্বাসের জন্য কি বলেছিলেন?
প্রভু যীশু শিষ্যদেরকে তাদের অবিশ্বাসের জন্য ভর্ৎসনা করেছিলেন .
কোন আজ্ঞা প্রভু যীশু তার শিষ্যদের দিয়েছিলেন?
প্রভু যীশু তার শিষ্যদেরকে পৃথিবীর সকল জায়গাতে যেতে ও সুসমাচার প্রচার করতে আজ্ঞা দিয়েছিলেন .
প্রভু যীশু কাদের বিষয়ে বলেছিলেন যে তারা উদ্ধার পাবে?
প্রভু যীশু তাদের বলেছিলেন যে যারা বিশ্বাস করবে ও বাপ্তিস্ম গ্রহণ করবে তারা উদ্ধার পাবে.
প্রভু যীশু কাদের বিষয়ে বলেছিলেন যে তারা দোষী হবে?
প্রভু যীশু বলেছিলেন যে যারা বিশ্বাস করবে না তারা দোষী হবে .
প্রভু যীশু কি বলেছিলেন যারা বিশ্বাস করবে তাদের সাথে কোন কোন চিহ্ন সঙ্গে হবে?
প্রভু যীশু বলেছিলেন যে যারা বিশ্বাস করবে তারা দুষ্ট আত্মাদের তাড়াবে, নতুন নতুন ভাষায় কথা বলবে, বিষাক্ত কিছুতে তাদের ক্ষতি হবে না, আর তারা অন্যদের সুস্থ করবে .
শিষ্যদের সাথে কথা বলার পর প্রভু যীশুর সাথে কি হয়েছিল?
শিষ্যদের সাথে কথা বলার পর, প্রভু যীশুকে স্বর্গে তুলে নেওয়া হয়েছিল ও ঈশ্বরের ডানদিকে বিরাজমান করা হয়েছিল.
তারপর শিষ্যরা কি করেছিল?
শিষ্যরা তারপর চলে গিয়েছিল ও সর্বত্র প্রচার করেছিল.
তখন প্রভু কি করেছিলেন?
তারপর প্রভু শিষ্যদের দ্বারা কার্য করেছিলেন আর বাক্যকে চমৎকারের দ্বারা সিদ্ধ করেছিলেন.
দাক্ষাক্ষেত্র নির্মাণ করার পর ও তা ভাড়া দেওয়ার পর, মালিকটি কি করেছিলেন?
দাক্ষাক্ষেত্র নির্মাণ করার পর ও তা ভাড়া দেওয়ার পর, মালিকটি একটি যাত্রায় চলে গিয়েছিলেন .