বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS

পৌল যাদের এই পত্রটি লিখেছিলেন তাদের বিষয়ে তিনি কিভাবে বর্ণনা দেন?

পৌল যাদের এই পত্রটি লিখেছিলেন তাদের বিষয়ে তিনি বর্ণনা দেন যে তাদের ঈশ্বরের জন্য পৃথক করা হয়েছে আর তারা বিশ্বাসযোগ্যতার সাথে প্রভু খ্রীষ্টতে বিশ্বাস করে.

কিসের দ্বারা ঈশ্বর পিতা বিশ্বাসীদের আর্শিবাদ করেছেন?

ঈশ্বর পিতা বিশ্বাসীদের সকল আত্মিক আর্শিবাদে স্বর্গীয় স্থানে প্রভু খ্রীষ্টে আর্শিবাদ করেছেন.

যারা প্রভু খ্রীষ্টে বিশ্বাস করে তাদেরকে পিতা ঈশ্বর কখন নির্বাচন করেছিলেন?

যারা প্রভু খ্রীষ্টে বিশ্বাস করে তাদেরকে পিতা ঈশ্বর ব্রহ্মাণ্ডের সৃষ্টির আগে নির্বাচন করেছিলেন.

কোন উদ্দেশ্যে পিতা ঈশ্বর বিশ্বাসীদের নির্বাচন করেছিলেন?

পিতা ঈশ্বর বিশ্বাসীদের নির্বাচন করেছিলেন যেন তারা তাঁর দৃষ্টিতে পবিত্র আর নিষ্কলঙ্ক হতে পারে.

কেন ঈশ্বর বিশ্বাসীদের আগে থেকেই দত্তকপুত্রতার জন্য নিরূপন করে রেখেছিলেন?

ঈশ্বর বিশ্বাসীদের আগে থেকেই দত্তকপুত্রতার জন্য নিরূপন করে রেখেছিলেন কারণ এমনটি করতে তার ইচ্ছে হয়েছিল আর যেন তিনি তার অনুগ্রহের প্রতাপের জন্য প্রশংসিত হন.

বিশ্বাসীরা ঈশ্বর প্রিয়পাত্র, প্রভু খ্রীষ্টের রক্তের মাধ্যমে কি প্রাপ্ত করে?

বিশ্বাসীরা প্রভু খ্রীষ্টের রক্তের মাধ্যমে মুক্তি অর্থাৎ সকল পাপের মোচন প্রাপ্ত করে.

ঈশ্বর কি করবেন যখন তার পরিকল্পনার সমাপ্তির সময় এসে পড়বে?

ঈশ্বর স্বর্গের ও পৃথিবীর সকল কিছুকে প্রভু খ্রীষ্টের অধীনে নিয়ে আসবেন.

কোন মুদ্রাঙ্ক বিশ্বাসীরা পাবে করবে যখন তারা সত্যের বাক্য শুনবে?

বিশ্বাসীরা পবিত্র আত্মার প্রতিশ্রুতির মুদ্রাঙ্ক প্রাপ্ত করবে.

আত্মা কিসের বায়না?

আত্মা হল বিশ্বাসীদের উত্তরাধিকারিতার বায়না.

পৌল কি প্রার্থনা করেন যেন ইফিষীয়ের বিশ্বাসীরা বুঝতে সক্ষম হয়?

পৌল প্রার্থনা করেন যেন ইফিষীয়ের বিশ্বাসীরা তাদের আহ্বানের প্রত্যাশা, তাদের উত্তরাধিকারের মহিমার ধন আর তাদের ভিতরে ঈশ্বরের মহান শক্তিটিকে বুঝতে সক্ষম হয়.

সেই একই শক্তি যা প্রভু খ্রীষ্টে এখন বিশ্বাসীদের মধ্যে কাজ করছে তা কি করেছিল?

সেই একই শক্তি প্রভু খ্রীষ্টকে মৃত্যু থেকে পুনর্জীবিত করেছিল আর তাকে ঈশ্বরের ডানদিকে বসিয়ে ছিল.

ঈশ্বর প্রভু খ্রীষ্টের পায়ের তলায় কি করেছেন?

ঈশ্বর সকল কিছুকে প্রভু খ্রীষ্টের পায়ের তলায় করেছেন.

মন্ডলীতে প্রভু খ্রীষ্টের ক্ষমতার পদটি কি?

মন্ডলীতে প্রভু খ্রীষ্ট হলেন সকল কিছুর প্রধান.

মন্ডলীতে কি?

মন্ডলীতে হল প্রভু খ্রীষ্টের দেহ.

সব অবিশ্বাসীদের আত্মিক অবস্থা কেমন?

সব অবিশ্বাসীরা তাদের অপরাধে ও পাপে মৃত.

অবাধ্যতার সন্তানদের মধ্যে কি কাজ করছে?

আকাশের কর্ত্তৃত্বাধিপতির আত্মা অবাধ্যতার সন্তানদের মধ্যে কাজ করছে.

আচরণ অনুসারে, সব অবিশ্বাসীরা কারা?

আচরণ অনুসারে, সব অবিশ্বাসীরা ক্রোধের সন্তান.

ঈশ্বর কেন কিছু অবিশ্বাসীদেরকে প্রভু খ্রীষ্টে নতুন জীবনে নিয়ে এসেছিলেন?

ঈশ্বর কিছু অবিশ্বাসীদেরকে প্রভু খ্রীষ্টে নতুন জীবনে নিয়ে এসেছিলেন কারণ হল তার অসীম করুনা আর মহান প্রেম .

কিসের দ্বারা বিশ্বাসীরা উদ্ধার পেয়েছে?

বিশ্বাসীরা ঈশ্বরের অনুগ্রহের দ্বারা উদ্ধার পেয়েছে .

বিশ্বাসীরা কোন স্থানে বসেছে?

বিশ্বাসীরা প্রভু খ্রীষ্ট যীশুর সাথে স্বর্গীয় স্থানে বসেছে.

কোন উদ্দেশ্যে ঈশ্বর বিশ্বাসীদের উদ্ধার দিয়েছেন ও উচ্চে উঠিয়েছেন?

ঈশ্বর বিশ্বাসীদের উদ্ধার দিয়েছেন ও উচ্চে উঠিয়েছেন যেন আগামী যুগে তিনি তাদেরকে তাঁর অনুগ্রহের প্রতাপ ধন দেখাতে পারেন.

কোন বিষয়ে বিশ্বাসীরা গর্ব করতে পারে না ও কেন?

কোনো বিশ্বাসী তার কাজের উপর গর্ব করতে পারে না কারণ সে ঈশ্বরের অনুগ্রহের উপহার রূপে উদ্ধার পেয়েছে .

কোন উদ্দেশ্যের জন্য ঈশ্বর বিশ্বাসীদের প্রভু খ্রীষ্ট যীশুতে সৃষ্টি করেছেন?

বিশ্বাসীদের জন্য প্রভু খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের উদ্দেশ্যটি হল যেন তারা ভালো কাজ করে.

অবিশ্বাসী পরজাতীয়দের আত্মিক পরিস্থিতি কেমন?

অবিশ্বাসী পরজাতীয়রা হল প্রভু খ্রীষ্ট থেকে পৃথক, ইস্রায়েল থেকে অজ্ঞাত, নিয়ম ব্যবস্থার বিষয়ে অপরিচিত, আশাহীন আর ঈশ্বর থেকে বঞ্চিত.

কিছু অবিশ্বাসী পরজাতীয়দেরকে কি ঈশ্বরের নিকটে নিয়ে এসেছিল?

কিছু অবিশ্বাসী পরজাতীয়দেরকে ঈশ্বরের নিকটে প্রভু খ্রীষ্টের রক্ত নিয়ে এসেছিল.

প্রভু খ্রীষ্ট পরজাতীয় আর যিহুদিদের মধ্যের সম্পর্কটির মধ্যে কিভাবে পরিবর্তন নিয়ে এসেছিলেন?

তাঁর দেহের দ্বারা প্রভু খ্রীষ্ট পরজাতীয় আর যিহুদিদের এক মানুষ বানিয়েছিলেন আর শত্রুতা শেষ করেছিলেন যা তাদের আলাদা করেছিল .

প্রভু খ্রীষ্ট কি বিলোপ করেছিলেন যেন যিহুদি ও পরজাতীয়দের মধ্যে শান্তি হয়?

প্রভু খ্রীষ্ট আজ্ঞাসমূহের ব্যবস্থা ও নিয়মগুলোর বিলোপ করেছিলেন যেন ইহুদি ও পরজাতীয়দের মধ্যে শান্তি হয়.

কোন প্রকারে সকল বিশ্বাসীদের পক্ষে পিতার কাছে যাওয়াটা সম্ভব হয়েছে?

পবিত্র আত্মার দ্বারা সকল বিশ্বাসীদের পক্ষে পিতার কাছে যাওয়াটা সম্ভব হয়েছে.

কোন ভিত্তির উপর ঈশ্বরের পরিবারটি স্থাপিত হয়েছে?

ঈশ্বরের পরিবারটি প্রেরিতদের ও ভাববাদীদের ভিত্তিতে স্থাপিত হয়েছে যেখানে প্রভু খ্রীষ্ট যীশু হলেন কোণের প্রধান পাথর.

প্রভু যীশুর শক্তি তার পরিবারের সম্পূর্ণ আবাসটির সাথে কি করে?

প্রভু যীশুর শক্তি একসাথে কার্য করে আর তার পরিবারের সম্পূর্ণ আবাসটিকে বৃদ্ধি করে.

ঈশ্বরের পরিবারের আবাসটি কোন ধরনের আবাস?

ঈশ্বরের পরিবারের আবাসটি হল একটি মন্দির যা প্রভুর জন্য পৃথক করা হয়েছে.

ঈশ্বর আত্মাতে কোথায় নিবাস করেন?

ঈশ্বর আত্মাতে বিশ্বাসীদের ভিতরে নিবাস করেন.

কাদের স্বার্থে ঈশ্বর তার উপহার পৌলকে দিয়েছিলেন?

পরজাতীয়দের স্বার্থে ঈশ্বর তার উপহার পৌলকে দিয়েছিলেন.

মানুষদের অন্য প্রজন্মদেরকে কি জানতে দেওয়া হয়নি?

প্রভু খ্রীষ্টের বিষয়ে গুপ্ত সত্যটিকে অন্য প্রজন্মদেরকে জানতে দেওয়া হয়নি.

ঈশ্বর কাদের কাছে প্রকাশিত করেছেন যা মানুষদের অন্য প্রজন্মদেরকে জানতে দেওয়া হয়নি?

ঈশ্বর প্রভু খ্রীষ্টের বিষয়ে গুপ্ত সত্যটিকে তার প্রেরিতদের ও ভাববাদীদের কাছে প্রকাশিত করেছেন .

কোন গুপ্ত সত্য প্রকাশিত করা হয়েছে?

যে গুপ্ত সত্য প্রকাশিত করা হয়েছে তা হল এই যে পরজাতীয়রা সহ-দায়াধিকারী আর দেহের সহ-সদস্যগণ এবং প্রভু খ্রীষ্ট যীশুতে প্রতিশ্রুতিগুলোর সহভাগী.

কোন উপহার পৌলকে দেওয়া হয়েছিল?

ঈশ্বরের অনুগ্রহের উপহার পৌলকে দেওয়া হয়েছিল.

কোন বিষয়ে পরজাতীয়দের প্রকাশ দিতে পৌলকে পাঠানো হয়েছিল?

ঈশ্বরের পরিকল্পনার বিষয়ে পরজাতীয়দের প্রকাশ দিতে পৌলকে পাঠানো হয়েছিল.

কিসের মাধ্যমে ঈশ্বরের জটিল জ্ঞান জানানো হবে?

মন্ডলীর মাধ্যমে ঈশ্বরের জটিল জ্ঞান জানানো হবে.

প্রভু খ্রীষ্টে বিশ্বাসের কারণে বিশ্বাসীদের কি আছে সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন প্রভু খ্রীষ্টে বিশ্বাসের দরুন বিশ্বাসীদের সাহস ও দৃঢ়তার সাথে প্রবেশাধিকার আছে.

পিতার থেকে কারা নাম প্রাপ্ত করেছে ও সৃষ্টি হয়েছে?

স্বর্গের ও পৃথিবীর সকল কুল পিতার থেকে নাম প্রাপ্ত করেছে ও সৃষ্টি হয়েছে.

পৌল কিভাবে প্রার্থনা করেন যেন বিশ্বাসীরা দৃঢ় হয়?

পৌল প্রার্থনা করেন যেন বিশ্বাসীরা ঈশ্বরের আত্মায় শক্তি প্রাপ্ত করে যিনি তাদের মধ্যে নিবাস করেন.

পৌল কি প্রার্থনা করেন যেন বিশ্বাসীরা বুঝতে সক্ষম হয়?

পৌল প্রার্থনা করেন যেন বিশ্বাসীরা প্রভু খ্রীষ্টের প্রেমের প্রশস্ততা ও দীর্ঘতা এবং উচ্চতা ও গভীরতা বুঝতে সক্ষম হয়.

পৌল কি প্রার্থনা করেন যেন সকল প্রজন্মে পিতাকে কি দেওয়া হয়?

পৌল প্রার্থনা করেন যেন মন্ডলীর ও প্রভু খ্রীষ্ট যীশুর মহিমা সকল প্রজন্মে পিতাকে দেওয়া হয়.

পৌল বিশ্বাসীদের কিভাবে জীবনযাপন করতে নিবেদন করেন?

পৌল বিশ্বাসীদের একে অপরকে প্রেমে গ্রহণ করে নম্রতার, ভদ্রতার আর ধৈর্য্যতার সাথে জীবনযাপন করতে নিবেদন করেন.

পৌল তার বিষয়ের তালিকাটিতে কোন বিষয়গুলোর নাম নেন যা কেবলমাত্র একটিই রয়েছে?

পৌল বলেন এক দেহ, এক আত্মা, একটিই প্রত্যয়, একমাত্র প্রভু, এক বিশ্বাস, এক বাপ্তিস্ম এবং একমাত্র পিতা ঈশ্বর রয়েছে.

প্রভু খ্রীষ্ট তার উর্ধ্বগমনের পর প্রত্যেক বিশ্বাসীকে কি দিয়েছিলেন?

প্রভু খ্রীষ্ট প্রত্যেক বিশ্বাসীকে তার দানের পরিমাণ অনুসারে উপহার দিয়েছিলেন.

দেহের জন্য প্রভু খ্রীষ্টের দানের কোন পাঁচটি দানের নাম পৌল উল্লেখ করেন?

প্রভু খ্রীষ্ট দেহকে প্রেরিতগণ, ভাববাদীগণ, সুসমাচার প্রচারকগণ, পালকগণ আর শিক্ষাদাতাদের দান করেছেন.

কোন উদ্দেশ্যে এই পাঁচটি বরদানকে দেহের জন্য কাজ করা উচিত?

এই পাঁচটি বরদানকে দেহের জন্য কাজ করা উচিত এই উদ্দেশ্যে যেন বিশ্বাসীদের সেবার জন্য পরিপক্ক করা যেতে পারে যেন দেহটিকে উন্নতি করা যায়.

কিভাবে বিশ্বাসীরা শিশুদের ন্যায় হতে পারে সে বিষয়ে পৌল কি বলেন?

মানুষদের চালাকি ও প্রতারণার দ্বারা তরঙ্গায়িত এবং ইতস্ততঃ পরিবাহিত হয়ে বিশ্বাসীরা শিশুদের মত হতে পারে.

কিভাবে বিশ্বাসীদের দেহ গঠিত হয়েছে সে বিষয়ে পৌল কি বলেন?

বিশ্বাসীদের দেহ একত্রে পূর্ণ হয়, একে অপরকে প্রত্যেক যোগসূত্রের দ্বারা ধরে রাখে, প্রত্যেক অংশ দেহের বৃদ্ধির জন্য কাজ করে যেন প্রত্যেককে প্রেমে নির্মাণ করা যায়.

পরজাতীয়রা কিভাবে চলে সে বিষয়ে পৌল কি বলেন?

পরজাতীয়রা চিন্তায় অন্ধ, ঈশ্বর থেকে বঞ্চিত আর অশুচি কাজ করার জন্য নিজেদের সমর্পণ করেছে .

বিশ্বাসীদের কি ছাড়তে হবে ও কি গ্রহণ করতেই হবে সে বিষয়ে পৌল কি বলেন?

বিশ্বাসীদের নিশ্চয়ই পুরনো মনুষ্যত্বটিকে ত্যাগ করতে হবে যা ভ্রষ্ট ও নতুন মনুষ্যত্বটিকে গ্রহণ করতে হবে যা ধার্মিকতায় সৃষ্টি করা হয়েছে.

একটি বিশ্বাসী কিভাবে শয়তানকে সুযোগ দিতে পারে?

একটি বিশ্বাসী সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তার ক্রোধকে শান্ত না করার দ্বারা শয়তানকে সুযোগ দিতে পারে .

চুরি করার চেয়ে বিশ্বাসীদের কি করা উচিত?

বিশ্বাসীদের পরিশ্রম করা উচিত যেন অভাবগ্রস্ত ব্যক্তিকে কিছু দিতে তারা যেন সক্ষম হয়.

কি ধরনের কথাবার্তা বিশ্বাসীদের মুখ থেকে বের হওয়া উচিত সে বিষয়ে পৌল কি বলেছিলেন?

বিশ্বাসীদের মুখ থেকে কোনো খারাপ কথাবার্তা বের হওয়া উচিত নয় বরং অন্যদেরকে গঠন করে তেমন কথাবার্তা বলা উচিত.

একজন বিশ্বাসীর কাকে দুঃখ দেওয়া উচিত নয়?

একজন বিশ্বাসীর পবিত্র আত্মাকে দুঃখ দেওয়া উচিত নয়.

একজন বিশ্বাসীকে কি করা উচিত যেহেতু ঈশ্বর প্রভু যীশুতে তাকে ক্ষমা করেছেন?

একজন বিশ্বাসীকে অন্যদের ক্ষমা করে দেওয়া উচিত যেহেতু ঈশ্বর প্রভু যীশুতে তাকে ক্ষমা করেছেন.

বিশ্বাসীদের কাকে অনুকরণ করা উচিত?

বিশ্বাসীদের ঈশ্বর পিতাকে তার সন্তানদের মত হয়ে অনুকরণ করা উচিত.

প্রভু খ্রীষ্ট কি করেছিলেন যা ঈশ্বরের প্রতি সুগন্ধ স্বরূপ ছিল?

প্রভু খ্রীষ্ট নিজেকে ঈশ্বরের প্রতি একটি উৎসর্গ ও বলিদানরূপে বিশ্বাসীদের জন্য দিয়ে দিয়েছিলেন.

কি বিশ্বাসীদের মধ্যে থাকা উচিত নয়?

যৌন অনৈতিকতা, অশুচিতা আর লোভের নাম পর্যন্ত যেন বিশ্বাসীদের মধ্যে না থাকে.

তার চেয়ে বরং বিশ্বাসীদের মধ্যে যেন কি পাওয়া যায়?

বিশ্বাসীদের বরং ধন্যবাদ দেওয়ার প্রবৃত্তি থাকা উচিত.

প্রভু খ্রীষ্টের আর ঈশ্বরের রাজ্যে কারা উত্তরাধিকার পাবে না?

বেশ্যাগামী, অশুদ্ধাচারী ও লোভিরা প্রভু খ্রীষ্টের আর ঈশ্বরের রাজ্যে উত্তরাধিকার পাবে না.

অবাধ্যতার সন্তানদের উপর কি আসতে চলেছে?

ঈশ্বরের ক্রোধ অবাধ্যতার সন্তানদের উপর আসতে চলেছে.

আলোর কোন ফলগুলো প্রভুকে প্রসন্ন করে?

মঙ্গলভাব, ধার্মিকতা ও সত্যের ফলগুলো প্রভুকে প্রসন্ন করে.

অন্ধকারের কাজগুলোর সাথে বিশ্বাসীদের কি করা উচিত?

বিশ্বাসীদের সেগুলোর সাথে সহভাগী হওয়া উচিত নয়, বরং অন্ধকারের কাজগুলোর দোষ প্রকাশ করা উচিত.

আলোর দ্বারা কি প্রকাশিত হয়েছে?

সব কিছু আলোর দ্বারা প্রকাশিত হয়েছে.

বিশ্বাসীদের কি করা উচিত যেহেতু এখন দিন সকল মন্দ?

বিশ্বাসীদের সুযোগ কিনে নেওয়া উচিত যেহেতু এখন দিন সকল মন্দ.

কি বিনাশের দিকে নিয়ে যায়?

দ্রাক্ষারসে মত্ত হওয়া বিনাশের দিকে নিয়ে যায়.

বিশ্বাসীদের একে অপরের সাথে কিভাবে কথাবার্তা বা আলাপ করা উচিত?

বিশ্বাসীদের একে অপরের সাথে গীত, স্ত্রোত ও আত্মিক ভজনের দ্বারা আলাপ করা উচিত.

কোন প্রকারে স্ত্রীদেরকে স্বামীদের বশীভূতা হওয়া উচিত?

যেমন তারা প্রভুর প্রতি ঠিক সেই প্রকারে স্ত্রীদেরকে স্বামীদের বশীভূতা হওয়া উচিত.

স্বামী কার মস্তক আর প্রভু খ্রীষ্ট কার মস্তক?

স্বামী তার স্ত্রীর মস্তক ও প্রভু খ্রীষ্ট মন্ডলীর মস্তক.

কিভাবে প্রভু খ্রীষ্ট মন্ডলীকে পবিত্র করেছেন?

প্রভু খ্রীষ্ট মন্ডলীকে জলস্নান দ্বারা বাক্যে পবিত্র করেছেন.

কিভাবে স্বামীদের তাদের স্ত্রীদেরকে প্রেম করা উচিত?

স্বামীদের তাদের স্ত্রীদেরকে তাদের নিজ দেহের ন্যায় প্রেম করা উচিত.

একজন ব্যক্তি তার নিজ দেহকে কি করে?

একজন ব্যক্তি তার দেহকে লালনপালন ও প্রেম করে .

কি হয় যখন একজন পুরুষ তার স্ত্রীর সাথে এক হয়?

যখন একজন পুরুষ তার স্ত্রীর সাথে এক হয় তখন তারা এক দেহ হয়.

একজন পুরুষের তার স্ত্রীর সাথে এক হওয়ার দ্বারা কোন লুকানো সত্যটিকে প্রদর্শিত করা হয়েছে?

প্রভু খ্রীষ্ট ও তার মন্ডলীর বিষয়ে লুকানো সত্যটিকে একজন পুরুষের তার স্ত্রীর সাথে এক হওয়ার দ্বারা প্রদর্শিত করা হয়েছে.

খ্রিস্টান সন্তানদের তাদের পিতামাতার সাথে কিরূপ ব্যবহার করা উচিত?

খ্রিস্টান সন্তানদের তাদের পিতামাতার বাধ্য হওয়া উচিত ও তাদের সম্মান করা উচিত.

খ্রিস্টান পিতাদেরকে তাদের সন্তানদের জন্য কি করা উচিত?

খ্রিস্টান পিতাদের তাদের সন্তানদেরকে অনুশাসনে ও প্রভুর নির্দেশে লালন পালন করা উচিত.

কোন প্রবৃত্তিতে খ্রিস্টান দাসদের তাদের মালিকদের প্রতি বাধ্য হওয়া উচিত?

খ্রিস্টান দাসদের তাদের মালিকদের প্রতি তাদের অন্তঃকরণের সরলতায় বাধ্য হওয়া উচিত যেভাবে তারা প্রভুর জন্য আনন্দের সাথে সেবা করে .

যে ভালো কার্যগুলো একজন বিশ্বাসী করে সেগুলোর প্রতি তার কিরূপ ভাবনা রাখা উচিত?

একজন বিশ্বাসীকে ভাবনা রাখা উচিত যে কোনোও ভালো কার্য সে করে তার প্রতিফলে সে প্রভুর তরফ থেকে পুরস্কার পাবে.

একজন খ্রিস্টান মালিককে কিরূপ ভাবনা তার মালিকের বিষয়ে রাখা উচিত?

একজন খ্রিস্টান মালিককে ভাবনা রাখা উচিত যে তার ও তার দাসের মালিক স্বর্গে রয়েছেন আর সেখানে কোনো পক্ষপাতিত্ব করা হয় না.

কেন একজন বিশ্বাসীকে ঈশ্বরের সকল অস্ত্রশস্ত্র পরিধান করা প্রয়োজন?

একজন বিশ্বাসীকে ঈশ্বরের সকল অস্ত্রশস্ত্র পরিধান করা প্রয়োজন যেন সে শয়তানের পরিকল্পনাগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে.

কাদের বিরুদ্ধে একজন বিশ্বাসী যুদ্ধ করে?

আধিপত্য সকলের, আত্মিক কর্ত্তৃত্ব সকলের এবং মন্দ অন্ধকারের শাসকদের বিরুদ্ধে একজন বিশ্বাসী যুদ্ধ করে .

ঈশ্বরের অস্ত্রশস্ত্রগুলোতে কি কি অন্তর্ভুক্ত রয়েছে?

সত্যের কটিবন্ধনী, ধার্মিকতার বুকপাটা, জুতা যা সুসমাচার ঘোষণা করার জন্য প্রস্তুত করা হয়েছে, বিশ্বাসের ঢাল, পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ ঈশ্বরের অস্ত্রশস্ত্রগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে .

আত্মার খড়গটি কি?

আত্মার খড়গটি হল ঈশ্বরের বাক্য.

প্রার্থনায় বিশ্বাসীদের কেমন প্রবৃত্তি থাকা প্রয়োজন?

বিশ্বাসীদের সকল সময়ে প্রার্থনা করা, অধ্যবসায়ী হওয়া ও ঈশ্বরের উত্তরের জন্য জেগে থাকা উচিত.

ইফিষীয়দের প্রার্থনার মাধ্যমে পৌল কি করার বাসনা করেন?

পৌল বাসনা করেন যেন যে বাক্য তাকে দেওয়া হয়েছে তা তিনি সাহসের সাথে প্রচার করতে পারেন .

পৌল যখন এই পত্রটি লেখেন তখন তিনি কোথায় ছিলেন?

পৌল যখন এই পত্রটি লেখেন তখন তিনি জেলে বন্দী ছিলেন.

পৌল কোন তিনটি বিষয় প্রার্থনা করেছিলেন যা ঈশ্বর পিতা ও প্রভু যীশু খ্রীষ্ট যেন বিশ্বাসীদের প্রদান করেন?

পৌল প্রার্থনা করেছিলেন যেন ঈশ্বর বিশ্বাসীদের শান্তি, বিশ্বাসের সাথে প্রেম আর অনুগ্রহ প্রদান করা হয়.