বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS

পৌল কিভাবে একজন প্রেরিত হয়েছিলেন?

পৌল ঈশ্বরের ইচ্ছায় প্রভু খ্রীষ্টের মাধ্যমে একজন প্রেরিত হয়েছিলেন.

পৌল ও তীমথিয়ের মধ্যে কি সম্পর্ক্য রয়েছে?

তীমথিয় হলেন পৌলের আত্মিক পুত্র.

যখন পৌল তার প্রার্থনায় তীমথিয়কে স্মরণ করেন তখন তিনি কি করার বাসনা করেন?

পৌল তীমথিয়কে দেখার বাসনা করেন.

তীমথিয়ের পূর্বে তার পরিবারে কার কার প্রকৃত বিশ্বাস ছিল?

তীমথিয়ের দিদিমা ও মায়ের প্রকৃত বিশ্বাস ছিল.

কোন ধরনের আত্মা ঈশ্বর তীমথিয়কে দিয়েছিলেন?

ঈশ্বর তীমথিয়কে সাহসের, প্রেমের ও অনুশাসনের আত্মা দিয়েছিলেন.

পৌল তীমথিয়কে কি করতে বারণ করেন?

পৌল তীমথিয়কে প্রভু সম্বন্ধীয় সাক্ষ্যে লজ্জিত হতে বারণ করেছিলেন.

বরং পৌল তীমথিয়কে কি করতে বলেন?

পৌল তীমথিয়কে সুসমাচারের জন্য দুঃখভোগ স্বীকার করতে বলেন.

কখন ঈশ্বরের পরিকল্পনা ও অনুগ্রহ আমাদের দেওয়া হয়েছিল?

সময়ের আরম্ভে ঈশ্বরের পরিকল্পনা ও অনুগ্রহ আমাদের দেওয়া হয়েছিল.

ঈশ্বর কিভাবে উদ্ধারের পরিকল্পনাটিকে প্রকাশিত করেছিলেন?

আমাদের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রীষ্টের প্রকাশের দ্বারা ঈশ্বর উদ্ধারের পরিকল্পনাটিকে প্রকাশিত করেছিলেন.

যখন প্রভু যীশু প্রকাশিত হন তখন তিনি মৃত্যু ও জীবনের বিষয়ে কি করেছিলেন?

প্রভু যীশু মৃত্যুকে ধ্বংস করেছিলেন আর সুসমাচারের মাধ্যমে এমন জীবন এনেছিলেন যা কখনও শেষ হবেনা.

পৌল সুসমাচারের জন্য লজ্জিত নন কারণ তিনি দৃঢ়প্রতিজ্ঞ যে ঈশ্বর তার জন্য কি করতে সক্ষম?

পৌল দৃঢ়-প্রতিজ্ঞ যে ঈশ্বর সেই দিন পর্যন্ত তা রাখতে সক্ষম যা পৌল ঈশ্বরের কাছে সমর্পিত করেছেন.

তীমথিয় সেই উত্তম বিষয়গুলোর সাথে কি করেন যা ঈশ্বর তাকে সমর্পিত করেছেন?

তীমথিয়কে পবিত্র আত্মায় সেই উত্তম বিষয়গুলোকে রক্ষা করতে হবে যা ঈশ্বর তাকে সমর্পিত করেছেন.

পৌলের সকল এশিয়ার সঙ্গীরা তার সাথে কি করেছিল?

যারা এশিয়ার তারা সকলে পৌলের কাছে থেকে সরে গিয়েছিল.

পৌল কেন অনীষিফের পরিবারের জন্য ঈশ্বরের কাছে অনুগ্রহ প্রার্থনা করেন?

পৌল অনীষিফের পরিবারের জন্য ঈশ্বরের কাছে অনুগ্রহ প্রার্থনা করেন কারণ অনীষিফ বহু প্রকারে পৌলকে সাহায্য করেছিলেন.

পৌল ও তীমথিয়ের মধ্যে কি সম্পর্ক্য রয়েছে?

তীমথিয় হলেন পৌলের আত্মিক পুত্র.

তীমথিয় কাদের সেই সকল শিক্ষা সমর্পণ করবেন যা পৌল তাকে শিখিয়েছিলেন?

তীমথিয় বিশ্বস্ত লোকেদের যারা অন্যদের শিক্ষা দিতে সক্ষম তাদেরকে সেই সকল শিক্ষা সমর্পণ করবেন.

তীমথিয়ের জন্য উদাহরণস্বরূপ, পৌল বলেন যে একজন সৈনিক নিজেকে কিসের সাথে জড়ায় না?

একজন ভালো সৈন্য নিজেকে সংসারের জালে জড়ায় না.

যখন তিনি তীমথিয়কে লেখেন, তখন পৌল ঈশ্বরের বাক্য প্রচারে কোন ক্লেশভোগ করছিলেন?

পৌল একজন দুষ্কর্মকারীর ন্যায় বন্দী হয়ে ক্লেশ ভোগ করছিলেন.

কি বন্দীতে নেই সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন ঈশ্বরের বাক্য বন্দীতে নেই.

কেন পৌল এই সকল কিছু সহ্য করেন?

পৌল এই সকল কিছু ঈশ্বরের দ্বারা নির্বাচিত লোকজনদের জন্য সহ্য করেন যেন তারা উদ্ধার পেতে পারে যা প্রভু যীশু খ্রীষ্টে রয়েছে.

প্রভু খ্রীষ্টের প্রতিজ্ঞা তাদের জন্য কি যারা সহ্য করে?

যারা সহ্য করে তারা প্রভু খ্রীষ্টের সাথে রাজত্ব করবে.

প্রভু খ্রীষ্টের সতর্কবাণী কি তাদের জন্য যারা তাকে অস্বীকার করে?

যারা প্রভু খ্রীষ্টকে অস্বীকার করে প্রভুও তাদেরকে অস্বীকার করবেন.

কোন বিষয়ে তীমথিয়কে লোকেদের সতর্ক করতে হবে যেন তারা তর্কবিতর্ক না করে?

যা লাভজনক নয় সে বিষয়ে তীমথিয়কে লোকেদের সতর্ক করতে হবে যেন তারা তর্কবিতর্ক না করে.

কোন মিথ্যে শিক্ষা শেখানোর দ্বারা দুটো পুরুষ সত্য থেকে বিপথে গিয়েছে?

তারা শেখাচ্ছিল যে পুনরুত্থান হয়ে গিয়েছে.

বিশ্বাসীদেরকে কিভাবে নিজেদেরকে প্রত্যেক ভালো কর্মের জন্য প্রস্তুত করতে হবে?

বিশ্বাসীদের নিজেদেরকে অসমাদরপূর্ণ কর্মে ব্যবহার হওয়ার থেকে শুদ্ধ করতে হবে ও নিজেদেরকে পবিত্রীকৃত করে প্রত্যেক ভালো কর্মের জন্য প্রস্তুত করতে হবে.

তীমথিয়কে কি থেকে দূরে পালাতে হবে?

তীমথিয়কে যৌবনকালের অভিলাষ থেকে পালাতে হবে.

প্রভুর একজন দাসের কেমন চরিত্র থাকতে হবে?

প্রভুর একজন দাসকে কোমল, শিক্ষাদানে নিপুণ, ধৈর্যশীল হতে হবে ও মৃদুভাবে বিরোধীদের শাসন করতে হবে.

অবিশ্বাসীদের সাথে শয়তান কি করেছে?

শয়তান অবিশ্বাসীদের তার ইচ্ছায় বন্দী করে রেখেছে.

অন্তিম দিনগুলোতে কি আসতে চলেছে সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন অন্তিম দিনগুলোতে ভয়ানক সময় আসতে চলেছে .

অন্তিম দিনগুলোতে, ঈশ্বরকে ছেড়ে লোকেরা কোন তিনটি বিষয়কে প্রেম করবে?

অন্তিম দিনগুলোতে, ঈশ্বরকে ছেড়ে লোকেরা নিজেদেরকেই প্রেম করবে, অর্থকে প্রেম করবে ও ভোগবিলাসকে প্রেম করবে.

পৌল তীমথিয়কে কি করতে বলেছিলেন তাদের সাথে যারা ভক্তির রূপ ধারণ করে?

পৌল তীমথিয়কে তাদের তরফ থেকে ফিরতে বলেন যারা ভক্তির রূপ ধারণ করে.

কিছু কিছু ভক্তিহীন পুরুষেরা কি করে?

কিছু কিছু ভক্তিহীন পুরুষেরা বিভিন্ন পরিবারে প্রবেশ করে ও মহিলাদের বন্দী করে যারা বিবিধ অভিলাষায় চালিতা হয়.

কিভাবে এই ভক্তিহীন পুরুষেরা পুরনো নিয়মের যান্নি ও যাম্ব্রির মত?

এই ভক্তিহীন পুরুষেরা হল মিথ্যে শিক্ষকগণ যারা সত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যান্নি ও যাম্ব্রির মত.

মিথ্যে শিক্ষকদের ছেড়ে তীমথিয় কাকে অনুসরণ করেছেন?

তীমথিয় পৌলকে অনুসরণ করেছেন.

প্রভু পৌলকে কিসের থেকে রক্ষা করেছেন?

প্রভু পৌলকে তার সকল তাড়না থেকে রক্ষা করেছেন.

সকলের সাথে কি ঘটবে যারা ভক্তির সাথে জীবনযাপন করতে চায় সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন যে সকল লোক ভক্তির সাথে জীবনযাপন করতে চায় তারা তাড়না পাবে .

অন্তিম দিনগুলোতে কি অধিকতর মন্দ হয়ে যাবে?

অন্তিম দিনগুলোতে দুষ্ট লোকজন ও প্রবঞ্চকেরা অধিকতর মন্দ হয়ে যাবে.

তীমথিয়ের জীবনের কোন কাল থেকে তিনি পবিত্র শাস্ত্র জেনেছিলেন?

তীমথিয় বাল্যকাল থেকে পবিত্র শাস্ত্র জেনেছিলেন.

মানুষকে কিভাবে সকল শাস্ত্রবাক্য প্রদান করা হয়েছে?

ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত করে মানুষকে সকল শাস্ত্রবাক্য প্রদান করা হয়েছে.

কিসের জন্য সকল শাস্ত্রবাক্য উপকারী?

শিক্ষার, অনুযোগের, সংশোধনের ও ধার্মিকতার প্রশিক্ষণের জন্য সকল শাস্ত্রবাক্য উপকারী.

একজন ব্যক্তিকে শাস্ত্রবাক্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যটি কি?

একজন ব্যক্তি শাস্ত্রবাক্যে প্রশিক্ষিত হয় যেন সে প্রত্যেক ভালো কর্মের জন্য দক্ষ ও সজ্জিত হতে পারে.

প্রভু যীশু খ্রীষ্ট কাদের বিচারকর্তা?

প্রভু যীশু খ্রীষ্ট হলেন জীবিত ও মৃত দের বিচারকর্তা.

পৌল তীমথিয়কে গম্ভীরভাবে কি করতে আদেশ দিয়েছিলেন?

পৌল তীমথিয়কে গম্ভীরভাবে বাক্যের প্রচার করতে আদেশ দিয়েছিলেন.

পৌল সতর্ক করেছিলেন যে সময় আসবে যখন লোকেরা কি করবে?

লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করবে না কিন্তু তারা সেই শিক্ষা শুনবে যা তাদের অভিলাষার সাথে সহমত হয়.

তীমথিয়কে কি ধরনের কাজ ও সেবাকার্য দেওয়া হয়েছে?

তীমথিয়কে একজন সুসমাচারকের কাজ ও সেবাকার্য দেওয়া হয়েছে.

পৌল এখন তার জীবনের কোন সময়টি এসে গিয়েছে বলেছিলেন?

পৌল বলেছিলেন যে তার চলে যাওয়ার সময়টি এসে গিয়েছে.

যারা প্রভু খ্রীষ্টের আগমন ভালোবাসে তারা কোন পুরস্কার পাবে সে বিষয়ে পৌল কি বলেছিলেন?

পৌল বলেছিলেন যে যারা প্রভু খ্রীষ্টের আগমন ভালোবাসে তারা ধার্মিকতার মুকুট পাবে.

পৌলের সঙ্গী দীমা তাকে কেন ছেড়ে দিয়েছিল?

দীমা পৌলকে ছেড়ে দিয়েছিল কারণ সে বর্তমানের জগতকে প্রেম করত.

পৌলের সেই একমাত্র সঙ্গী কে ছিলেন যিনি তার সাথে ছিলেন?

কেবল লুক পৌলের সাথে ছিলেন.

পৌল বলেছিলেন, যে পুরুষটি তার বিরোধিতা করেছিল সে কি অনুসারে পুরস্কার পাবে?

পৌল বলেছিলেন, যে পুরুষটি তার বিরোধিতা করেছিল সে তার কর্মের অনুসারে পুরস্কার পাবে.

পৌলের প্রথম আত্মপক্ষসমর্থের সময়ে তার সাথে কে দাঁড়িয়েছিলেন?

পৌলের প্রথম আত্মপক্ষসমর্থের সময়ে প্রভু পৌলের সাথে দাঁড়িয়েছিলেন.