কার কাছ থেকে এই প্রকাশটি প্রথমে এসেছিল ও কাদের প্রকাশটিকে দেখানো হয়েছিল?
প্রভু যীশু খ্রীষ্টের প্রকাশটি ঈশ্বরের কাছ থেকে এসেছিল আর তার দাস-দাসীদের দেখানো হয়েছিল.
প্রকাশের ঘটনাগুলো কখন ঘটবে?
প্রকাশের ঘটনাগুলো অতি শীঘ্রই ঘটবে.
কারা পুস্তকটির দ্বারা ধন্য হবে?
যারা এই পুস্তকটিকে পড়ে, শোনে ও পালন করে তারা ধন্য হবে.
কে এই পুস্তকটিকে লিখেছিলেন ও কাদের উদ্দেশ্যে তিনি এটি লিখেছিলেন?
যোহন এই পুস্তকটিকে লিখেছিলেন ও তিনি এশিয়ার সাতটি মন্ডলীর উদ্দেশ্যে এটিকে লিখেছিলেন.
কোন তিনটি নাম যোহন প্রভু যীশু খ্রীষ্টকে দেন?
যোহন প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বস্ত-সাক্ষ্য, মৃতদের-প্রথমজাত ও পৃথিবীর রাজাদের শাসককর্তা নাম দেন.
প্রভু যীশু বিশ্বাসীদেরকে কি বানিয়েছেন?
প্রভু যীশু বিশ্বাসীদেরকে ঈশ্বর পিতার একটি রাজ্য ও যাজকবর্গ বানিয়েছেন .
কারা প্রভু যীশুকে তার আগমনের সময়ে দেখবে?
প্রত্যেক চোখ প্রভু যীশুকে দেখবে যখন তিনি আসবেন তাদের মধ্যে তারাও অন্তর্ভুক্ত যারা তাকে ক্রুশে বিদ্ধ করেছিল.
কিভাবে প্রভু ঈশ্বর নিজেকে বর্ণনা দেন?
প্রভু ঈশ্বর নিজেকে আরম্ভ ও সমাপ্ত রূপে বর্ণনা দেন, সর্বশক্তিমান ঈশ্বর, যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি থাকবেন.
কেন যোহন পাটম দ্বীপে ছিলেন?
যোহন ঈশ্বরের বাক্যের ও প্রভু যীশু বিষয়ক সাক্ষ্যের কারণে পাটম দ্বীপে ছিলেন.
যোহনের পিছন দিক থেকে আগত সেই উচ্চ ধ্বনিটি তাকে কি করতে বলেছিল?
উচ্চ ধ্বনিটি যোহনকে যা কিছু তিনি দেখেন তা একটি পুস্তকে লিখতে বলেছিল এবং তা সাতটি মন্ডলীতে পাঠিয়ে দিতে বলেছিল.
যোহন যে পুরুষটিকে দেখেছিলেন তার কেশ ও চোখ কেমন ধরনের ছিল?
যোহন যে পুরুষটিকে দেখেছিলেন তার কেশ পশমের ন্যায় সাদা ছিল ও চোখ দুটো জ্বলন্ত অগ্নির ন্যায় ছিল.
পুরুষটির ডান হাতে কি ছিল আর তার মুখ থেকে কি বের হচ্ছিল?
পুরুষটির ডান হাতে সাতটি নক্ষত্র ছিল আর তার মুখ থেকে একটি তীক্ষ্ণ দ্বিধার খরগ বের হচ্ছিল.
যোহন তখন কি করলেন যখন তিনি পুরুষটিকে দেখেছিলেন?
যোহন পুরুষটির পায়ের উপর আধ-মরার মত আধোমুখে পরে গেলেন.
সেই মানুষটির কাছে কোন চাবিকাঠি রয়েছে সে বিষয়ে তিনি কি বলেছিলেন?
সেই মানুষটি বলেছিলেন যে তার কাছে মৃত্যুর ও নরকের চাবিগুলো রয়েছে.
সাতটি নক্ষত্র ও সাতটি দীপ-আধারের অর্থ কি ছিল?
সাতটি নক্ষত্র সাতটি মন্ডলীর স্বর্গদূতরা ছিল আর সাতটি দ্বীপ-আধার সাতটি মন্ডলী ছিল.
পুস্তকের আগামী অংশটি কোন স্বর্গদূতকে লেখা হয়েছিল?
পুস্তকের আগামী অংশটিকে ইফিষীয়ের মন্ডলীর স্বর্গদূতটিকে লেখা হয়েছিল.
ইফিষীয়ের মন্ডলীটি দুষ্টদের বিষয়ে ও মিথ্যে ভাববাদীদের বিষয়ে কি করেছিল?
ইফিষীয়ের মন্ডলীটি দুষ্টদেরকে ও মিথ্যে ভাববাদীদেরকে সহ্য করেনি .
প্রভু খ্রীষ্টের ইফিষীয়ের মন্ডলীটির বিরুদ্ধে কি কথা রয়েছে?
প্রভু খ্রীষ্টের ইফিষীয়ের মন্ডলীটির বিরুদ্ধে কথা রয়েছে যে তারা তাদের প্রথম প্রেমটিকে ত্যাগ করেছিল.
প্রভু খ্রীষ্ট কি বলেন যে তিনি করবেন যদি তারা মনপরিবর্তন না করে?
প্রভু খ্রীষ্ট বলেন তিনি আসবেন ও তাদের দ্বীপ-আধারটি তার জায়গা থেকে সরিয়ে দেবেন যদি তারা মনপরিবর্তন না করে.
যারা বিজয়ী হয় প্রভু খ্রীষ্ট তাদেরকে কি প্রতিশ্রুতি দেন?
প্রভু খ্রীষ্ট প্রতিশ্রুতি দেন যে যারা বিজয়ী হবে তাদেরকে ঈশ্বরের উদ্যানের জীবন বৃক্ষটি থেকে খেতে দেবেন .
পুস্তকের আগামী অংশটি কোন স্বর্গদূতকে লেখা হয়েছিল?
পুস্তকের আগামী অংশটিকে স্মুর্ণা মন্ডলীর স্বর্গদূতটিকে লেখা হয়েছিল.
স্মুর্ণা মন্ডলীটি কি কি ভোগ করেছিল?
স্মুর্ণা মন্ডলীটি ক্লেশ, দরিদ্রতা ও মিথ্যে কলঙ্ক ভোগ করেছিল.
প্রভু খ্রীষ্ট তাদেরকে কি প্রতিশ্রুতি দেন যারা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত ও যারা বিজয়ী হয়?
প্রভু খ্রীষ্ট তাদেরকে প্রতিশ্রুতি দেন যে যারা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত ও যারা বিজয়ী হয় তারা জীবনের মুকুট পাবে ও তাদের দ্বিতীয় মৃত্যু হবে না.
পুস্তকের আগামী অংশটি কোন স্বর্গদূতকে লেখা হয়েছিল?
পুস্তকের আগামী অংশটিকে পর্গাম মন্ডলীর স্বর্গদূতটিকে লেখা হয়েছিল.
পর্গাম মন্ডলীটি কোথায় অবস্থিত ছিল?
পর্গাম মন্ডলীটি সেখানে অবস্থিত ছিল যেখানে শয়তানের সিংহাসনটি ছিল.
যখন আন্তিপাকে হত্যা করা হয় সেই দিনগুলোতে পর্গাম মন্ডলীটি কি করেছিল?
যখন আন্তিপাকে হত্যা করা হয় সেই দিনগুলোতে পর্গাম মন্ডলীটি প্রভু খ্রীষ্টের নামটি দৃঢ়ভাবে ধরেছিল ও বিশ্বাসকে অস্বীকার করেনি .
পর্গাম মন্ডলীতে কিছু লোকেদের মধ্যে কোন দুটো শিক্ষা ছিল?
বালামের ও নীকলায়তীয়ের শিক্ষাগুলোকে পর্গাম মন্ডলীর কিছু লোকেরা ধরে রেখেছিল.
যদি তারা মনপরিবর্তন না করে যারা সেই মিথ্যে শিক্ষা ধরে রাখে তাদের সাথে খ্রীষ্ট কি করার সতর্কবার্তা দিয়েছিলেন?
প্রভু খ্রীষ্ট আসবেন ও তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে সতর্কবার্তা দিয়েছিলেন যারা সেই মিথ্যে শিক্ষা ধরে রেখেছিল.
যারা বিজয়ী হবে তাদেরকে প্রভু খ্রীষ্ট কি প্রতিশ্রুতি দিয়েছিলেন?
প্রভু খ্রীষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা বিজয়ী হবে তারা গুপ্ত মান্না খাবে ও একটি নতুন নামের সাথে একটি সাদা পাথর প্রাপ্ত করবে.
পুস্তকের আগামী অংশটি কোন স্বর্গদূতকে লেখা হয়েছিল?
পুস্তকের আগামী অংশটিকে থুয়াতীরা চার্চের স্বর্গদূতটিকে লেখা হয়েছিল.
থুয়াতীরা চার্চটি কোন সৎকর্ম করেছিল যা প্রভু খ্রীষ্ট জানেন?
প্রভু খ্রীষ্ট জানেন থুয়াতীরা চার্চটি প্রেম, বিশ্বাস, বলিদান ও ধৈর্য্যের প্রদর্শন করেছিল.
থুয়াতীরা চার্চের বিরুদ্ধে প্রভু খ্রীষ্টের কি কথা ছিল?
থুয়াতীরা চার্চের বিরুদ্ধে প্রভু খ্রীষ্টের কথা ছিল যে তারা অনৈতিক-মিথ্যে ভাববাদিনী ঈষেবলকে থাকতে দিয়েছিল.
ঈষেবল যদি মনপরিবর্তন না করে তাহলে প্রভু খ্রীষ্ট কি করার সতর্কতা প্রদান করেন?
প্রভু খ্রীষ্ট সতর্ক করেন যে তিনি ঈষেবলকে শয্যাগত করবেন আর তার সন্তানদের নিহনন করবেন যদি সে মনপরিবর্তন না করে .
প্রভু খ্রীষ্ট তাদের জন্য কি করবেন বলেন যারা ঈষেবলের শিক্ষাকে ধরে রাখে না?
প্রভু খ্রীষ্ট বলেন তাদেরকে তাঁর আগমন পর্যন্ত শক্ত করে ধরে রাখবেন .
যারা বিজয়ী হয় তাদের জন্য প্রভু খ্রীষ্ট কি প্রতিজ্ঞা করেন?
প্রভু খ্রীষ্ট প্রতিজ্ঞা করেন যারা বিজয়ী হবে তাদেরকে জাতিগণের উপরে অধিকারী ও ভোরের নক্ষত্র বানাবেন.
প্রভু খ্রীষ্ট এই পুস্তকের পাঠকদের কি শুনতে বলেন?
আত্মা মন্ডলীগুলোকে কি বলছেন তা প্রভু খ্রীষ্ট এই পুস্তকের পাঠকদের শুনতে বলেন.
পুস্তকের আগামী অংশটি কোন স্বর্গদূতকে লেখা হয়েছিল?
পুস্তকের আগামী অংশটিকে সার্দ্দি চার্চের স্বর্গদূতটিকে লেখা হয়েছিল.
সার্দ্দি চার্চের কেমন মর্যাদা ছিল কিন্তু তাদের বিষয়ে বাস্তবটি কি ছিল?
সার্দ্দি চার্চের মর্যাদাটি ছিল যে তারা জাগ্রত চার্চ ছিল, কিন্তু বাস্তবে তারা মৃত ছিল.
সার্দ্দি চার্চটিকে প্রভু খ্রীষ্ট কি করতে সতর্ক করেন?
প্রভু খ্রীষ্ট তাদের জাগ্রত হতে ও অবশিষ্টদের শক্তিশালী হতে, মনে রাখতে, আজ্ঞাকারী হতে ও মনপরিবর্তন করতে বলেছিলেন.
যারা বিজয় হবে তাদেরকে প্রভু খ্রীষ্ট কি প্রতিশ্রুতি দেন?
যারা বিজয়ী হবে তাদেরকে শ্বেত বস্ত্র পরানো হবে, তারা জীবন পুস্তকে থাকবে আর তাদের নামগুলোকে পিতা ঈশ্বরের সম্মুখে বলা হবে.
পুস্তকের আগামী অংশটি কোন স্বর্গদূতকে লেখা হয়েছিল?
পুস্তকের আগামী অংশটিকে ফিলাদিল্ফিয়ার চার্চের স্বর্গদূতটিকে লেখা হয়েছিল.
ফিলাদিল্ফিয়ার চার্চের লোকজনেরা কি করেছিল যদিও তাদের কাছে অত্যন্ত কম শক্তি ছিল?
ফিলাদিল্ফিয়ার চার্চের লোকজনেরা প্রভু খ্রীষ্টের বাক্যের আজ্ঞাকারী হয়েছিল আর তার নামটিকে ত্যাগ করেনি.
শয়তানের সমাজের লোকজনদের প্রভু খ্রীষ্ট কি করবেন?
শয়তানের সমাজটির লোকজনদের প্রভু খ্রীষ্ট পবিত্রজনদের সামনে নত করবেন.
ফিলাদিল্ফিয়ার চার্চের লোকেদের প্রভু খ্রীষ্ট কি করতে বলেন যেহেতু তিনি খুব শ্রীঘ্রই আসছেন?
প্রভু খ্রীষ্ট তাদেরকে শক্ত করে ধরে রাখতে বলেন যা তাদের কাছে আছে তা যেন কেউ তাদের মুকুটটিকে ছিনিয়ে নিতে না পারে.
যারা বিজয়ী হবে প্রভু খ্রীষ্ট তাদেরকে কি প্রতিশ্রুতি দেন?
যারা বিজয়ী হবে তারা ঈশ্বরের মন্দিরের স্তম্ভ হবে, তাদের কাছে ঈশ্বরের নামটি থাকবে, ঈশ্বরের নগরের নামটি থাকবে আর প্রভু খ্রীষ্টের নতুন নামটি তাদের উপরে লেখা থাকবে .
পুস্তকের আগামী অংশটি কোন স্বর্গদূতকে লেখা হয়েছিল?
পুস্তকের আগামী অংশটিকে লায়দিকেয়ার চার্চের স্বর্গদূতটিকে লেখা হয়েছিল.
প্রভু খ্রীষ্ট কি চাইতেন যেন লায়দিকেয়ার চার্চটি হত?
প্রভু খ্রীষ্ট চাইতেন যেন লায়দিকেয়ার চার্চটিহয় শীতল হত অথবা নয় উষ্ণ হোক.
লায়দিকেয়ার চার্চটির সাথে প্রভু খ্রীষ্ট কি করতে চান ও কেন?
লায়দিকেয়ার চার্চটিকে প্রভু খ্রীষ্ট বমি করে উগলে দিতে চান যেহেতু তারা কুসুম গরম.
লায়দিকেয়ার চার্চটি নিজের বিষয়ে কি বলত?
লায়দিকেয়ার চার্চটি নিজের বিষয়ে বলত যে তারা ধনী ও তাদের কিছুর প্রয়োজন নেই.
লায়দিকেয়ার চার্চটির বিষয় প্রভু খ্রীষ্ট কি বলেন?
প্রভু খ্রীষ্ট বলেন লায়দিকেয়ার চার্চটি হল দৈন্য, কৃপার-পাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ.
প্রভু খ্রীষ্ট যাদের প্রেম করেন তাদের প্রত্যেকের জন্য কি করেন?
প্রভু খ্রীষ্ট যাদের প্রেম করেন তাদেরকে তিনি প্রশিক্ষণ ও শিক্ষা দেন.
যারা বিজয়ী হয় প্রভু খ্রীষ্ট তাদের কি প্রতিশ্রুতি দেন?
যারা বিজয়ী হয় প্রভু খ্রীষ্ট তাদেরকে সিংহাসনে বসতে দেবেন.
প্রভু খ্রীষ্ট পুস্তকের পাঠকদের কার কথা শুনতে বলেন?
প্রভু খ্রীষ্ট পুস্তকের পাঠকদের শুনতে বলেন যে আত্মা চার্চগুলোকে কি বলছেন .
যোহন কি খুলে যেতে দেখেছিলেন?
যোহন দেখেছিলেন যে স্বর্গে একটি দরজা খুলে গিয়েছিল.
বাণীটি যোহনকে কি দেখাবে বলেছিল?
বাণীটি বলেছিল যে সে যোহনকে দেখাবে যে এরপর কি কি ঘটবে.
স্বর্গে কে বসেছিল?
স্বর্গে একটি সিংহাসনের উপর কেউ একজন বসেছিল.
স্বর্গে সিংহাসনটির চারদিকে কি ছিল?
সিংহাসনটির চারধারে চব্বিজন প্রাচীন চব্বিশটি সিংহাসনে বসেছিল.
সিংহাসনের সামনে জ্বলন্ত সাতটি দীপের অর্থটি কি ছিল?
সাতটি দীপ ঈশ্বরের সাতটি আত্মা ছিল.
সিংহাসনের চারদিকে কি কি ছিল?
চারটি জীবন্ত জন্তু সিংহাসনের চারদিকে ছিল.
চারটি জন্তু দিন-রাত কি করে?
চারটি জন্তু দিন-রাত ঈশ্বরের গৌরব করা, সমাদর করা আর ধন্যবাদ দেওয়া বন্ধ করে না.
যখন জীবন্ত জন্তুগুলো ঈশ্বরের মহিমা করে তখন চব্বিশজন প্রাচীনেরা কি করে?
চব্বিশজন প্রাচীনেরা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে নত হয়, প্রণিপাত করে আর নিজেদের মুকুট অর্পণ করে.
প্রাচীনেরা সৃষ্টিতে ঈশ্বরের ভূমিকাটির বিষয়ে কি বলে?
প্রাচীনেরা বলে যে ঈশ্বর সকল কিছু সৃষ্টি করেছেন আর তার ইচ্ছাতে সকল কিছু স্থির রয়েছে ও সৃষ্টি হয়েছে.
যিনি সিংহাসনে বসে আছেন তার ডান-হাতে যোহন কি থাকতে দেখেছিলেন?
তিনি সাতটি সিলমোহরে মুদ্রাঙ্কিত একটি পাকানো পুস্তক দেখেছিলেন .
পৃথিবীর কে সেই পুস্তকটি খুলার বা পড়ার যোগ্য ছিল?
পৃথিবীর কেউ সেই পুস্তকটি খুলার বা পড়ার যোগ্য ছিল না.
কে সেই পুস্তকটিকে ও সাতটি সিলমোহরগুলোকে খোলার যোগ্য ছিলেন?
যিহুদা গোত্রের সিংহ, দায়ূদ কুলের মূল পুস্তকটিকে খোলার যোগ্য ছিলেন.
কে সিংহাসনের সামনে প্রাচীনদের মধ্যে দাঁড়িয়ে ছিলেন?
একটি মেষশাবক, দেখা যাচ্ছিল যে তাকে হত্যা করা হয়েছে, তিনি সিংহাসনের সামনে প্রাচীনদের মধ্যে দাঁড়িয়ে ছিলেন.
মেষশাবকের উপর সাতটি শিং ও সাতটি চোখ-এর অর্থ কি ছিল?
সাতটি শিং ও সাতটি চোখ ঈশ্বরের আত্মাসমূহ ছিল যা পৃথিবীর সর্বত্র পাঠানো হয়েছিল.
প্রাচীনদের কাছে ধূপ পূর্ণ সোনার পাত্রটির অর্থ কি ছিল?
ধূপ পূর্ণ সোনার পাত্রটি ছিল পবিত্রজনদের প্রার্থনা.
কেন মেষশাবক পুস্তকটিকে খোলার যোগ্য ছিলেন?
মেষশাবক পুস্তকটিকে খোলার যোগ্য ছিলেন কারণ তিনি ঈশ্বরের সকল গোত্র, ভাষা, দল ও জাতি থেকে লোকেদেরকে তার রক্তের বিনিময়ে কিনেছিলেন.
ঈশ্বরের যাজকরা কোথায় রাজত্ব করবে?
ঈশ্বরের যাজকরা পৃথিবীর উপর রাজত্ব করবে.
মেষশাবক কি পাওয়ার যোগ্য সে বিষয়ে স্বর্গদূতরা কি বলেছিল?
স্বর্গদূতরা বলেছিল যে মেষশাবকটি পরাক্রম, সম্পদ, জ্ঞান, সমর্থ, সমাদর, মহিমা আর প্রশংসা পাওয়ার যোগ্য.
কারা বলেছিল যে যিনি সিংহাসনে রয়েছেন ও মেশাবকের অনন্ত অনন্তকাল পর্যন্ত গৌরব পাওয়া উচিত?
প্রত্যেক সৃষ্ট বস্তু বলেছিল যে যিনি সিংহাসনে রয়েছেন ও মেশাবকের অনন্ত অনন্তকাল পর্যন্ত গৌরব পাওয়া উচিত.
প্রাচীনেরা কি করেছিল যখন তারা চারটি জীবন্ত জন্তুকে বলতে শুনেছিল, “আমেন!”?
প্রাচীনেরা প্রণিপাত করেছিল আর আরাধনা করেছিল.
মেষশাবক পুস্তকটির সাথে কি করেছিল?
মেষশাবক পুস্তকটির সাতটি সিলমোহরের মধ্যে একটি খুলেছিলেন.
প্রথম সিলমোহরটিকে খোলার পর যোহন কি দেখেছিলেন?
যোহনদেখেছিলেন সাদা ঘোড়ায় চড়া এক ব্যক্তিকে বিজয় যাত্রায় যেতে.
দ্বিতীয় সিলমোহরটিকে খোলার পর যোহন কি দেখেছিলেন?
যোহন একটি অগ্নিময় লাল রঙের ঘোড়া দেখলেন, যার উপরের আরোহীটি পৃথিবীর শান্তি নিয়ে চলে গিয়েছিল.
তৃতীয় সিলমোহরটিকে খোলার পর যোহন কি দেখেছিলেন?
যোহন একটি কালো ঘোড়া দেখলেন, যার আরোহীটি তার হাতে দুটো পরিমাপক ধরে ছিল.
চতুর্থ সিলমোহরটিকে খোলার পর যোহন কি দেখেছিলেন?
যোহন একটি ফ্যাকাশে ঘোড়া দেখলেন যার আরোহীকে মৃত্যু নাম দেওয়া হয়েছিল.
পঞ্চম সিলমোহরটিকে খোলার পর যোহন কি দেখেছিলেন?
যোহন সেইসব প্রাণগুলোকে দেখলেন যাদেরকে ঈশ্বরের বাক্যের জন্য হত্যা করা হয়েছিল.
বেদির নিচের প্রাণগুলো ঈশ্বর কাছ থেকে কি জানতে চেয়েছিল?
তারা জানতে চেয়েছিল যে ঈশ্বর তাদের রক্তের প্রতিশোধ নিতে আর কতকাল বিলম্ব করবেন.
প্রাণগুলোকে কতকাল অপেক্ষা করতে হবে বলা হয়েছিল?
প্রাণগুলোকে বলা হয়েছিল যে তাদেরকে ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ সহ-দাসদের হত্যা করা হয়.
ষষ্ট সিলমোহরটিকে খোলার পর যোহন কি দেখেছিলেন?
যোহন একটি ভূমিকম্প হতে, সূর্যকে কালো হতে, চাঁদকে রক্তের মত হতে আর নক্ষত্রগুলোকে পৃথিবীতে খসে পড়তে দেখেছিলেন.
যোহন রাজাদের, শাসকদের, ধনীদের, শক্তিশালীদের আর অন্য প্রত্যেককে কি করতে দেখেছিলেন?
যোহন দেখেছিলেন তাদেরকে গুহায় লুকোতে ও পাথর গুলোকে নিজেদের উপরে পড়ে যেতে আর তাদের লুকিয়ে রাখতে বলেছিলেন.
কি থেকে রাজারা, শাসকরা, ধনীরা, শক্তিশালীরা আর অন্য প্রত্যেকরা লুকোতে চেয়েছিল?
তারা সিংহাসনে যিনি বসে আছেন তার ও মেষশাবকের ক্রোধ থেকে লুকোতে চেয়েছিল.
কোন দিনটি উপস্থিত হয়েছিল?
সিংহাসনে যিনি বসে আছেন তার ও মেষশাবকের ক্রোধের সেই মহাদিনটি উপস্থিত হয়েছিল.
সেই চারটি স্বর্গদূত পৃথিবীর চারধারে দাঁড়িয়ে কি করছিল যখন যোহন তাদের দেখেছিলেন?
চারটি স্বর্গদূত পৃথিবীর চারটি বায়ুকে ধরে রেখেছিল.
পৃথিবীর ক্ষতি হওয়ার পূর্বে কি করতেই হবে সে বিষয়ে পূর্ব স্বর্গদূতটি কি বলেছিলেন?
স্বর্গদূতটি বলেছিলেন যে পৃথিবীর ক্ষতি হওয়ার পূর্বে একটি সিলমোহর ঈশ্বরের দাসদের কপালে দিতেই হবে.
গোত্রের কতজন লোকেদের সিলমোহর দেওয়া হয়েছিল?
ইস্রায়েলের প্রত্যেক গোত্র থেকে 1,44,000জনদের সিলমোহর দেওয়া হয়েছিল.
ঈশ্বরের সিংহাসনের ও মেষশাবকের সম্মুখে যোহন কি দেখেছিলেন?
যোহন প্রত্যেক জাতি, গোত্র, গোষ্ঠী ও ভাষা থেকে একটি মহা ভিড়কে দেখেছিলেন.
সিংহাসনের সামনের লোকেদের অনুসারে, উদ্ধার কার?
সিংহাসনের সামনের লোকেরা উচ্চরবে বলেছিল যে উদ্ধার হল ঈশ্বরের ও মেষশাবকের.
কোন শারীরিক অবস্থায় স্বর্গদূতগণ, প্রাচীনসমূহ ও প্রাণীরা ঈশ্বরের আরাধনা করছিল?
তারা ভূমিতে অধোমুখে প্রণিপাত করে ঈশ্বরের আরাধনা করছিল.
সিংহাসনের সামনে সাদা পোশাকে কারা ছিল সে বিষয়ে প্রাচীন বা ধর্মবৃদ্ধটি কি বলেছিলেন?
ধর্মবৃদ্ধটি বলেছিলেন তারা মহাক্লেশের মধ্যে থেকে এসেছিল.
সিংহাসনের সামনের লোকেরা নিজেদের পোশাক কিভাবে সাদা করেছিল?
তারা তাদের পোশাকগুলোকে মেষশাবকের রক্তে ধুয়ে সাদা করেছিল.
ঈশ্বর সেই সাদা পোশাক পড়ে থাকা লোকেদের জন্য কি করবেন সে বিষয়ে ধর্মবৃদ্ধটি কি বলেছিলেন?
ঈশ্বর তার তাম্বুটিকেতাদের ওপর বৃদ্ধি করবেন যেন তারা আর ক্লেশ ভোগ না করে.
মেষশাবক সেই সাদা পোশাক পড়ে থাকা লোকেদের জন্য কি করবেন সে বিষয়ে ধর্মবৃদ্ধটি কি বলেছিলেন?
মেষশাবকটি তাদের পালন করবেন আর তাদের জীবন্ত জলের ঝর্নার দিকে নিয়ে যাবেন.
স্বর্গে কি কারণে নিস্তব্ধতা ছিল?
যখন মেষশাবকটি সপ্তম সিলমোহরটি খুললেন তখন স্বর্গে নিস্তব্ধতা ছিল.
সেই সাতজন স্বর্গদূতকে কি দেওয়া হয়েছিল যারা ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে ছিলেন?
সেই সাতজন স্বর্গদূতকে সাতটি তূরী দেওয়া হয়েছিল যারা ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে ছিলেন.
ঈশ্বরের সম্মুখে কি উঠেছিল?
ধূপের ধোঁয়া পবিত্রজনদের প্রার্থনার সাথে ঈশ্বরের সম্মুখে উঠেছিল.
কি হয়েছিল যখন স্বর্গদূতটি বেদী থেকে অগ্নি পৃথিবীতে নিক্ষেপ করেছিলেন?
যখন স্বর্গদূতটি বেদী থেকে অগ্নি পৃথিবীতে নিক্ষেপ করেছিলেন তখন বজ্রপাত, গুড় গুড় শব্দ, বিদ্যুতের চমক, আর ভূমিকম্প হয়েছিল.
যখন প্রথম তূরীটিকে বাজানো হয় তখন কি হয়েছিল?
যখন প্রথম তূরীটিকে বাজানো হয় তখন পৃথিবীর তৃতীয়াংশ পুড়ে গেল, গাছপালার তৃতীয়াংশ ও সকল ঘাস পুড়ে গেল.
যখন দ্বিতীয় তূরীটিকে বাজানো হয় তখন কি হয়েছিল?
যখন দ্বিতীয় তূরীটিকে বাজানো হয় তখন সমুদ্রের তৃতীয়াংশ রক্তে পরিণত হয়, সমুদ্রের তৃতীয়াংশ প্রাণী মারা যায় আর তৃতীয়াংশ জলজাহাজ ধ্বংস হয়ে যায়.
যখন তৃতীয় তূরীটিকে বাজানো হয় তখন কি হয়েছিল?
যখন তৃতীয় তূরীটিকে বাজানো হয় তখন তৃতীয়াংশ পানীয় জলের স্বাদ তিতা হয়ে যায় আর বহু মানুষ মারা যায়.
যখন চতুর্থ তূরীটিকে বাজানো হয় তখন কি হয়েছিল?
যখন চতুর্থ তূরীটিকে বাজানো হয় তখন দিনের ও রাতের তৃতীয়াংশ সময়ে কোনো আলো থাকলো না.
কেন ঈগল পাখিটি পৃথিবীর লোকেদের জন্য “সন্তাপ, সন্তাপ, সন্তাপ” বলল?
ঈগল পাখিটি পৃথিবীর লোকেদের জন্য “সন্তাপ, সন্তাপ, সন্তাপ” বলল কারণ বাকি আরো তিনটি তূরী বাজানো অবশিষ্ট ছিল.
যোহন কি ধরনের নক্ষত্র দেখলেন যখন পঞ্চম তূরীটিকে বাজানো হয়েছিল?
যখন পঞ্চম তূরীটিকে বাজানো হয়েছিল তখন যোহন একটি নক্ষত্রকে আকাশ থেকে পৃথিবীতে খসে পড়তে দেখলেন.
সেই নক্ষত্রটি কি করেছিল?
গভীর ও অন্তহীন একটি গর্তের বা কূপের মুখ খুলল.
গর্তের থেকে নির্গত পঙ্গপালগুলোকে কি করতে বলা হল?
পঙ্গপালগুলোকে পৃথিবীকে ক্ষতি করতে মানা করা হল, কিন্তু সেই লোকেদের ক্ষতি করতে বলা হল যাদের উপর ঈশ্বরের সিলমোহর নেই.
পঙ্গপালদের দ্বারা দুর্দশাগ্রস্ত লোকেরা কি খুঁজবে কিন্তু পাবে না?
পঙ্গপালদের দ্বারা দুর্দশাগ্রস্ত লোকেরা মৃত্যু খুঁজবে কিন্তু পাবে না.
পঙ্গপালদের পাখনাগুলো কিরূপ শব্দ উৎপন্ন করত?
পঙ্গপালদের পাখনাগুলোর শব্দটি যুদ্ধে ধাবিত হওয়া বহু রথ ও ঘোড়ার পায়ের শব্দের ন্যায় ছিল.
পঙ্গপালদের উপরে রাজা কে ছিলেন?
পঙ্গপালদের উপরে রাজা আবদ্দোন ছিলেন বা গ্রীক ভাষায় যাকে আপল্লুয়োন বলে কূপের স্বর্গদূত.
যখন পঞ্চম তুরীটিকে বাজানো হয়েছিল তখন কি গত হয়েছিল?
যখন পঞ্চম তুরীটিকে বাজানো হয়েছিল তখন প্রথম সন্তাপটি গত হয়েছিল.
কোন বাণীটিকে যোহন শুনেছিলেন যখন ষষ্ট তুরীটিকে বাজানো হয়েছিল?
যখন ষষ্ট তুরীটিকে বাজানো হয়েছিল তখন যোহন একটি সুবর্ণ বেদী থেকে একটি বাণী হতে শুনেছিলেন যা ঈশ্বরের উপস্থিতিতে রাখা ছিল.
যখন চারজন স্বর্গদূত বাণীটি শুনেছিল তারা কি করেছিল?
যখন তারা বাণীটি শুনেছিল তখন চারজন স্বর্গদূতকে ছাড়া হয়েছিল তৃতীয়াংশ লোকেদেরকে হত্যা করার জন্য.
কতজন সৈন্যদের যোহন ঘোড়াদের পিটে থাকতে দেখেছিলেন?
যোহন 20,00,00,000জন সৈন্যদের ঘোড়াদের পিটে থাকতে দেখেছিলেন.
কোন মহামারী তৃতীয়াংশ লোকেদের হত্যা করেছিল?
ঘোড়াগুলোর মুখ থেকে অগ্নির, ধুঁয়ার ও গন্ধকের মহামারী তৃতীয়াংশ লোকেদের মেরে ফেলেছিল .
মহামারী দ্বারা কিভাবে কিছু লোকেরা মরেনি?
মহামারী থেকে কিছু লোকেরা মরেনি কারণ তারা তাদের কর্মের জন্য অনুশোচনা করেনি আর তারা শয়তানের আরাধনা করাও বন্ধ করেনি.
শক্তিশালী স্বর্গদূতটির মুখ ও পা কেমন ছিল যা যোহন দেখেছিলেন?
স্বর্গদূতটির মুখ সূর্যের ন্যায় আর পা অগ্নির স্তম্ভের ন্যায় ছিল .
স্বর্গদূতটি কিভাবে দাঁড়িয়ে ছিলেন?
স্বর্গদূতটি তার ডান পা সমুদ্রে আর বাম পা ভূমিতে রেখে দাঁড়িয়ে ছিলেন.
যোহনকে কি লিখতে বারণ করা হয়েছিল?
যোহনকে সাতটি বজ্রপাত কি বলেছিল তা লিখতে বারণ করা হয়েছিল.
শক্তিশালী স্বর্গদূতটি কার নামের শপথ নিয়েছিলেন?
শক্তিশালী স্বর্গদূতটি তার নামের শপথ নিয়েছিলেন যিনি যুগে যুগে জীবন্ত যিনি স্বর্গ, পৃথিবী ও সমুদ্রের সৃষ্টি করেছিলেন.
শক্তিশালী স্বর্গদূতটি কি বলেছিলেন যে কিসের দেরী আর হবে না?
স্বর্গদূতটি বলেছিলেন যে যখন সপ্তম তুরীটিকে বাজানো হবে, তখন আর দেরী হবে না, কিন্তু ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব সমাপ্ত হবে.
শক্তিশালী স্বর্গদূতটির থেকে যোহনকে কি নিতে বলা হয়েছিল?
শক্তিশালী স্বর্গদূতটির থেকে যোহনকে একটি খোলা পুস্তক নিতে বলা হয়েছিল.
স্বর্গদূতটি কি বলেছিলেন যে ঘটবে যখন যোহন পুস্তকটিকে খাবেন?
স্বর্গদূতটি বলেছিলেন যে যোহনের মুখে পুস্তকটি মিষ্টি লাগবে কিন্তু তার পেটে এটি তেতো লাগবে.
তার পুস্তকটিকে খাওয়ার পর, কিসের বিষয়ে যোহনকে ভাববাণী বলতে বলা হয়েছিল?
যোহনকে বহু গোষ্ঠীর, জাতিদের, ভাষার ও রাজাদের বিষয়ে ভাববাণী বলতে বলা হয়েছিল.
যোহনকে কি পরিমাপ করতে বলে হয়েছিল?
যোহনকে ঈশ্বরের মন্দির ও বেদীর এবং যারা এটির আরাধনা করে তাদের পরিমাপ করতে বলা হয়েছিল.
পবিত্র নগরটিকে কতকাল ধরে পরজাতীয়রা পদতলে দলন করবে?
পবিত্র নগরটিকে বিয়াল্লিশ মাস ধরে পরজাতীয়রা পদতলে দলন করবে.
দুজন সাক্ষীকে কি করার অধিকার দেওয়া হয়েছিল?
দুটো সাক্ষীকে 1,260 দিন ধরে ভাববাণী বলার, তাদের শত্রুদের হত্যা করার, আকাশ রুদ্ধ করার ও পৃথিবীর উপর সকল ধরনের মহামারী দিয়ে আঘাত করার অধিকার দেওয়া হয়েছিল.
দুজন সাক্ষীর মৃত দেহগুলো কোথায় পড়ে থাকবে?
মৃত দেহগুলো নগরের রাস্তায় চিহ্ন-স্বরূপ পড়ে থাকবে যে নগরকে সদোম ও মিশর বলা হয় যেখানে প্রভুকে ক্রুশে দেওয়া হয়েছিল .
পৃথিবীর লোকেরা কিরূপ প্রতিক্রিয়া করবে যখন সেই দুজন সাক্ষীকে হত্যা করা হবে?
পৃথিবীর লোকেরা আনন্দ ও উৎসব করবে যখন সেই দুজন সাক্ষীকে হত্যা করা হবে.
সেই দুটো সাক্ষীর সাথে সাড়ে তিন দিন পর কি হবে?
সাড়ে তিন দিন পর সেই দুটো সাক্ষী তাদের পায়ে ভর দিয়ে দাঁড়াবে ও স্বর্গে আরোহন করবে.
দুটো সাক্ষীর ও ভূমিকম্পের পর কি গত হয়েছিল?
দুটো সাক্ষীর ও ভূমিকম্পের পর দ্বিতীয় সন্তাপটি গত হয়েছিল.
যখন সপ্তম তুরীটিকে বাজানো হয়েছিল তখন স্বর্গে কি বলা হয়েছিল?
যখন সপ্তম তুরীটিকে বাজানো হয়েছিল তখন স্বর্গে বলা হয়েছিল যে পৃথিবীর রাজ্যটি আমাদের প্রভু ঈশ্বর ও তার খ্রীষ্টের হল.
প্রাচীনেরা কি বলেছিল যে প্রভু ঈশ্বর এখন কি করতে চলেছেন?
প্রাচীনেরা বলেছিল যে প্রভু ঈশ্বর এখন রাজত্ব করতে চলেছেন.
প্রাচীনদের অনুসারে এখন কোন সময় এসে পড়েছে?
সময় এখন এসে পড়েছে মৃতদের বিচার করার, ঈশ্বরের দাস-দাসীদের পুরস্কার দেওয়ার আর তাদেরকে ধ্বংস করার যারা পৃথিবীকে ধ্বংস করেছিল .
তখন স্বর্গে কি খুলে গিয়েছিল?
তখন স্বর্গে ঈশ্বরের মন্দিরটি খুলে গিয়েছিল.
কোন মহান চিহ্ন স্বর্গে দেখা দিয়েছিল?
স্বর্গে একটি গর্ভবতী স্ত্রীকে সূর্য পরিধান করে, তার পায়ের তলে চাঁদ ও তার মাথায় বারোটি নক্ষত্র পরে গর্ভ –ব্যথায় দেখা গিয়েছিল.
স্বর্গে অন্য কোন মহান চিহ্ন দেখা দিয়েছিল?
স্বর্গে একটি বিরাট লাল রঙের নাগ দেখা গিয়েছিল যার সাতটি মাথা ও দশটি শিং ছিল এবং তার মাথায় সাতটি মুকুট ছিল.
নাগটি তার লেজ দিয়ে কি করেছিল?
নাগটি তার লেজ দিয়ে আকাশের তৃতীয়াংশ নক্ষত্রগুলোকে আঘাত করে তা পৃথিবীতে নিক্ষেপ করল.
নাগটি কি করতে চেয়েছিল?
নাগটি সেই নারীর সন্তানটিকে গ্রাস করতে চেয়েছিল.
পুত্র সন্তানটি কি করতে চলেছিল?
পুত্র সন্তানটি সকল জাতিকে একটি লোহার দণ্ড দিয়ে শাসন করতে চলেছিল.
সেই পুত্রসন্তানটি কোথায় চলে গিয়েছিল?
সেই সন্তানটিকে ঈশ্বরের কাছে ও তার সিংহাসনের কাছে কেড়ে নেওয়া হয়েছিল.
স্ত্রীটি কোথায় চলে গিয়েছিল?
স্ত্রীটি নির্জন প্রদেশে পালিয়ে গিয়েছিল.
স্বর্গে কারা যুদ্ধ করেছিল?
মিখায়েল ও তার স্বর্গদূতরা সেই নাগ ও তার দূতদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল.
যুদ্ধের শেষে সেই নাগের ও তার দূতদের সাথে কি হয়েছিল?
নাগ ও তার দূতদের পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল.
নাগটি কে?
নাগটি হল সেই পুরনো সাপ, দুষ্ট বা শয়তান .
কিভাবে ভাইরা সেই নাগটিকে পরাজিত করেছিল?
ভাইরা সেই নাগটিকে মেষশাবকের রক্তের দ্বারা ও তাদের সাক্ষ্যের বাক্যের দ্বারা পরাজিত করেছিল.
নাগটির কাছে কত সময় অবশিষ্ট রয়েছে সে বিষয়ে সে কি জানত?
নাগটি জানত যে তার কাছে খুব অল্প সময় রয়েছে.
সেই স্ত্রীটির সাথে কি করা হয়েছিল যখন নাগটি তাকে তাড়া করেছিল?
সেই স্ত্রীটিকে পাখনা দেওয়া হয়েছিল সেই জায়গায় উড়ে যাওয়ার জন্য যা তার জন্য প্রস্তুত করা হয়েছিল যেখানে তার দেখাশুনা করা হবে.
যখন নাগটি স্ত্রীটিকে ধরতে পারল না তখন সেই নাগটি কি করল?
তখন নাগটি তাদের সাথে যুদ্ধ করতে গেল যারা ঈশ্বরের আজ্ঞাকারী আর যারা প্রভু যীশুর সাক্ষ্যটিকে ধারণ করত.
যোহন কি দেখেছিলেন যে পশুটি কোথা থেকে এসেছিল?
পশুটি সমুদ্র থেকে বের হয়ে এসেছিল.
নাগটি পশুটিকে কি দিয়েছিল?
নাগটি পশুটিকে তার ক্ষমতা, সিংহাসন ও রাজত্ব করার জন্য অধিকার দিয়েছিল.
কেন সম্পূর্ণ জগৎ আশ্চর্য করবে ও পশুটিকে অনুসরণ করবে?
সম্পূর্ণ জগৎ আশ্চর্য হবে ও পশুটিকে অনুসরণ করবে কারণ তার একটি মৃত্যুজনক আঘাত ছিল ও সেটি সুস্থ্য হয়েছিল.
পশুটি তার মুখ দিয়ে কি বলেছিল?
পশুটি গর্বের কথা বলবে আর ঈশ্বরের নামের, স্থানের যেখানে তিনি নিবাস করেন আর স্বর্গে যারা আছে তাদের অপমান করবে.
পবিত্র লোকেদের সাথে কি করার জন্য পশুটিকে অনুমতি দেওয়া হয়েছিল?
পবিত্র লোকেদের সাথে যুদ্ধ করার ও তাদের পরাজিত করার জন্য পশুটিকে অনুমতি দেওয়া হয়েছিল.
কারা পশুটির আরাধনা করবে না?
যাদের নাম জীবন পুস্তকটিতে লেখা আছে তারা জন্তুটির আরাধনা করবে না.
যারা পবিত্র তাদের কিসের জন্য আহ্বান করা হয়েছে?
যারা পবিত্র তাদের ধৈর্য্য ধরার ও বিশ্বাসের জন্য আহ্বান করা হয়েছে.
কোথা থেকে অন্য পশুটি এসেছিল যা যোহন দেখেছিলেন?
অন্য পশুটি মাটি থেকে বেরিয়ে এসেছিল.
অন্য পশুটির কি ধরনের শিং ও কথা ছিল?
অন্য পশুটির মেষশাবকের ন্যায় শিং ও নাগের ন্যায় কথা ছিল.
অন্য পশুটি যারা পৃথিবীতে ছিল তাদেরকে দিয়ে কি করিয়েছিল?
অন্য পশুটি যারা পৃথিবীতে ছিল তাদেরকে দিয়ে প্রথম পশুটির আরাধনা করিয়েছিল.
কি হয়েছিল তাদের সাথে যারা পশুটির আরাধনা করেনি?
যারা পশুটির আরাধনা করেনি তাদের হত্যা করা হয়েছিল.
অন্য পশুটির কাছ থেকে সকলে কি প্রাপ্ত করেছিল?
সকলে তাদের ডান হাতে বা কপালে একটি ছাপ পেয়েছিল.
পশুটির সংখ্যা কত ছিল?
পশুটির সংখ্যা 666 ছিল.
যোহন নিজের সামনে কাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন?
যোহন নিজের সামনে মেষশাবককে সিয়োন পর্বতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন.
কারা সেই নতুন গানটি শিখতে সক্ষম হয়েছিল যা সিংহাসনের সম্মুখে গাওয়া হচ্ছিল?
কেবল 1,44,000 লোকজনরা যাদের পৃথিবী থেকে মুক্ত করা হয়েছিল তারা গানটি শিখতে সক্ষম হয়েছিল.
ঈশ্বর ও মেষশাবকের জন্য প্রথমফল রূপে কাদের মুক্ত করা হয়েছিল?
1,44,000 লোকেদের যারা নির্দোষ ছিল তাদের ঈশ্বর ও মেষশাবকের জন্য প্রথমফল রূপে মুক্ত করা হয়েছিল.
কাদেরকে স্বর্গদূতটি অনন্ত সুসমাচারটি দিয়েছিলেন?
স্বর্গদূতটি পৃথিবীর প্রত্যেক জাতিকে, গোত্রকে, ভাষা ও গোষ্ঠীদের অনন্ত সুসমাচারটি দিয়েছিলেন.
স্বর্গদূতটি তাদেরকে কি করতে বলেছিলেন যারা পৃথিবীতে বসবাস করত?
স্বর্গদূতটি তাদেরকে ঈশ্বরকে ভয় করতে ও তাকে মহিমা দিতে বলেছিলেন.
কোন সময় এসে পড়েছে সে বিষয়ে স্বর্গদূতটি কি বলেছিলেন?
স্বর্গদূতটি বলেছিলেন ঈশ্বরের বিচার করার সময় এসে পড়েছে.
দ্বিতীয় স্বর্গদূতটি কি ঘোষণা করেছিলেন?
দ্বিতীয় স্বর্গদূতটি ঘোষণা করেছিলেন যে মহান ব্যাবিলন পতিত হল.
তৃতীয় স্বর্গদূতটি তাদের সাথে কি ঘটবে বলেছিলেন যারা পশুটির ছাপ গ্রহণ করেছিল?
যারা জন্তুটির ছাপ গ্রহণ করেছিল তারা অগ্নি ও গন্ধকে চিরকাল নিদারুণ যন্ত্রণা ভোগ করবে.
পবিত্রজনদের কিসের জন্য আহ্বান করা হয়েছিল?
পবিত্রজনদের ধৈর্য্য দেখানোর জন্য আহ্বান করা হয়েছিল.
মেঘে যোহন কাকে বসে থাকতে দেখেছিলেন?
যোহন একজনকে মেঘে বসে থাকতে দেখেছিলেন যিনি মনুষ্য পুত্রের ন্যায় ছিলেন.
যিনি মেঘের উপর বসে ছিলেন তিনি কি করেছিলেন?
যিনি মেঘের উপর বসে ছিলেন তিনি তার কাস্তে পৃথিবীতে ফসল কাটার জন্য চালিয়ে ছিলেন.
স্বর্গদূতটি তার ধারালো কাস্তে দিয়ে কি করেছিলেন?
স্বর্গদূতটি তার ধারালো কাস্তে দিয়ে পৃথিবীর আঙ্গুর কেটে ছিলেন আর ঈশ্বরের ক্রোধের মহাকুণ্ডে নিক্ষেপ করেছিলেন.
ঈশ্বরের দাক্ষাকুণ্ডে কি হল?
দাক্ষাকুণ্ডটিকে দলন করা হল ও সেটির থেকে রক্ত বের হয়ে পড়তে লাগল.
সেই সাতটি স্বর্গদূতের কাছে কি ছিল যা যোহন দেখেছিলেন?
সাতটি স্বর্গদূতের কাছে সাতটি মহামারী ছিল যেগুলো অন্তিম মহামারী ছিল.
সমুদ্রের পাশে কারা দাঁড়িয়ে ছিল?
তারা যারা পশুটির উপর বিজয়ী হয়েছিল ও সেই পশুটির প্রতিমা সমুদ্রের পাশে দাঁড়িয়ে ছিল.
যারা সমুদ্রের পাশে দাঁড়িয়ে ছিল তারা কার গান গাইছিল?
যারা সমুদ্রের পাশে দাঁড়িয়ে ছিল তারা মোশীর ও মেষশাবকের গান গাইছিল.
কিভাবে ঈশ্বরের পথের বিষয়ে গানটিতে বর্ণনা দেওয়া হয়েছিল?
ঈশ্বরের পথটিকে ন্যায়সঙ্গত ও সত্য বলা হয়েছিল.
এই গানটিতে কারা আসবে ও ঈশ্বরের আরাধনা করবে?
সকল জাতি আসবে ও ঈশ্বরের আরাধনা করবে.
তারপর মহাপবিত্র স্থান থেকে কি বের হয়ে আসবে?
তারপর মহাপবিত্র স্থান থেকে সাতটি স্বর্গদূত সাতটি মহামারীর সাথে বের হয়ে আসবে.
সাতটি স্বর্গদূতকে কি দেওয়া হয়েছিল?
সাতটি স্বর্গদূতকে ঈশ্বরের ক্রোধে পূর্ণ সাতটি বাটি দেওয়া হয়েছিল.
কতক্ষণ পর্যন্ত মহাপবিত্র স্থানে কেউ প্রবেশ করতে পারেনি?
যতক্ষণ না পর্যন্ত সাতটি মহামারী সম্পূর্ণ না হয়েছিল ততক্ষণ কেউ মহাপবিত্র স্থানে কেউ প্রবেশ করতে পারেনি.
সাতটি স্বর্গদূতকে কি করতে বলা হয়েছিল?
সাতটি স্বর্গদূতকে পৃথিবীতে গিয়ে ঈশ্বরের ক্রোধে-পূর্ণ সাতটি পাত্র ঢেলে দিতে বলা হয়েছিল.
যখন ঈশ্বরের ক্রোধে-পূর্ণ প্রথম পাত্রটি ঢালা হয় তখন কি হয়েছিল?
সেই লোকেদের উপরে ব্যথা-পূর্ণ দুষ্ট ক্ষত উৎপন্ন হয়েছিল যাদের উপরে পশুর ছাপ ছিল.
যখন ঈশ্বরের ক্রোধে-পূর্ণ দ্বিতীয় পাত্রটি ঢালা হয় তখন কি হয়েছিল?
সমুদ্র মরা দেহের রক্তের ন্যায় হয়ে গিয়েছিল.
যখন ঈশ্বরের ক্রোধে-পূর্ণ তৃতীয় পাত্রটি ঢালা হয় তখন কি হয়েছিল?
নদী ও ঝর্নাগুলো রক্তে পরিণত হয়েছিল.
কেন এটি ন্যায়বিচার ছিল যে ঈশ্বর এই লোকেদের পান করার জন্য রক্ত দিয়েছিলেন?
এটি ন্যায়বিচার ছিল কারণ এই লোকেরা ঈশ্বরের পবিত্রজনদের ও ভাববাদীদের রক্তপাত করেছিল.
যখন ঈশ্বরের ক্রোধে-পূর্ণ চতুর্থ পাত্রটি ঢালা হয় তখন কি হয়েছিল?
সূর্য তার জ্বলন্ত তাপে লোকেদের ঝলসে দিয়েছিল.
লোকেরা সেই মহামারীর প্রতিউত্তর কিভাবে দিয়েছিল?
লোকেরা অনুশোচনাও করেনি আর ঈশ্বরকে মহিমাও দেয়নি.
যখন ঈশ্বরের ক্রোধে-পূর্ণ পঞ্চম পাত্রটি ঢালা হয় তখন কি হয়েছিল?
পশুর রাজ্যটি অন্ধকারে ঢেকে গিয়েছিল.
যখন ঈশ্বরের ক্রোধে-পূর্ণ ষষ্ট পাত্রটি ঢালা হয় তখন কি হয়েছিল?
পূর্বের রাজাদের জন্য পথ প্রস্তুত করার জন্য ইউফ্রেটীস নদীর জল শুকিয়ে গিয়েছিল.
তিনটি অশুদ্ধ আত্মা কি করতে বেরিয়েছিল?
ঈশ্বরের মহান দিনে পৃথিবীর রাজাদের যুদ্ধ করানোর জন্য একত্র করতে তিনটি অশুদ্ধ আত্মা বেরিয়েছিল .
সেই জায়গাটির নাম কি ছিল যেখানে রাজাদের যুদ্ধ করানোর জন্য একত্র করা হয়েছিল?
সেই জায়গাটির নাম হরমাগিদোন ছিল.
যখন ঈশ্বরের ক্রোধে-পূর্ণ সপ্তম পাত্রটি ঢালা হয় তখন কি হয়েছিল?
একটি উচ্চবাণী বলেছিল, “এটি সমাপ্ত হল!” আর বজ্রপাত, বিদ্যুতের চমক আর একটি ভূমিকম্প হল.
এই সময়ে ঈশ্বর কাকে ও কি করা স্মরণ করেছিলেন?
এই সময়ে, ঈশ্বর মহান ব্যাবিলনকে স্মরণ করেছিলেন আর তিনি ব্যাবিলনকে তার ক্রোধে-পূর্ণ পানপাত্রটি দিয়েছিলেন.
এই মহামারীগুলোর প্রতি লোকেরা কিভাবে প্রতিউত্তর দিয়েছিল?
লোকেরা ঈশ্বরকে অভিশাপ দিয়েছিল.
স্বর্গদূতটি কি বলেছিলেন যে তিনি যোহনকে কি দেখাবেন?
স্বর্গদূতটি বলেছিলেন যে তিনি যোহনকে মহান বেশ্যার দণ্ড দেখাবেন.
কিসের উপর স্ত্রীটি বসেছিল?
স্ত্রীটি একটি পশুর উপর বসেছিল যার সাতটি মাথা ও দশটি শিং ছিল.
সেই পানপাত্রটিতে কি ছিল যেটি সেই স্ত্রীটি তার হাতে ধরে রেখেছিল?
সেই পানপাত্রটি ঘৃণার্হ বস্তুতে আর তার ব্যভিচারের ময়লাতে পূর্ণ ছিল.
সেই স্ত্রীটির নাম কি ছিল?
সেই স্ত্রীটির নাম ছিল “মহান ব্যাবিলন, পৃথিবীর বেশ্যাগণের ও ঘৃণার্হ বিষয় সকলের মা” .
কি পান করে সেই স্ত্রীটি মাতাল হয়েছিল?
সেই স্ত্রীটি পবিত্রজনদের ও প্রভু যীশুর জন্য শহীদ হওয়া লোকেদের রক্ত পান করে মাতাল হয়েছিল.
পশুটি কোথায় যাচ্ছিল?
পশুটি বিনাশের দিকে যাচ্ছিল.
পশুটির সাতটি মাথাগুলো কি ছিল?
সাতটি মাথা সাতটি পাহাড় ছিল ও সাতটি রাজাও ছিল যার উপরে স্ত্রীটি বসেছিল.
পশুটির দশটি শিং কি ছিল?
পশুটির দশটি শিং দশটি রাজা ছিল.
যখন পশু ও রাজাসকল একমনা হবে তখন তারা কি করবে?
যখন তারা একমনা হবে তখন তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে.
যেখানে বেশ্যাটি বসে ছিল সেখানকার জলগুলো কি ছিল?
সেই জলগুলো গোষ্ঠী, ভিড়, জাতি আর ভাষাসমূহ ছিল.
সেই রাজারা ও পশুটি স্ত্রীটির সাথে কি করবে?
তারা স্ত্রীটিকে উচ্ছিন্ন ও নগ্ন করবে, তার মাংস খাবে ও তাকে আগুনে পুড়িয়ে দেবে.
কোন স্ত্রীটিকে যোহন দেখেছিলেন?
যোহন যে স্ত্রীটিকে দেখেছিলেন সেটি একটি মহান নগর যে পৃথিবীর রাজাদের উপর রাজত্ব করে.
মহাক্ষমতাপন্ন স্বর্গদূতটি কি ঘোষণা করেছিল?
স্বর্গদূতটি ঘোষণা করেছিল যে মহান ব্যাবিলন পতিত হয়েছে.
স্বর্গ থেকে আগত বাণীটি ঈশ্বরের লোকেদের কি করতে বলেছিল?
স্বর্গ থেকে আগত বাণীটি ঈশ্বরের লোকেদেরকে ব্যাবিলন থেকে বেরিয়ে আসতে আর তার পাপে সহভাগিতা না করতে বলেছিল.
ঈশ্বর ব্যাবিলনকে তার কৃত কর্মের অনুসারে কিরূপ প্রতিফল দিয়েছিলেন?
ঈশ্বর ব্যাবিলনকে তার কৃত কর্মের অনুসারে দ্বিগুণ প্রতিফল দিয়েছিলেন.
একই দিনে ব্যাবিলনকে কোন কোন মহামারী ঘিরে ধরেছিল?
মৃত্যু, শোক আর দুর্ভিক্ষ একটি দিনে ব্যাবিলনকে ঘিরে ধরেছিল আর সে অগ্নিতে দগ্ধীভূতা হয়েছিল.
কেন রাজারা, ব্যবসায়ীরা ও জাহাজের নাবিকরা ব্যাবিলনের বিচারের সময় দূরে দাঁড়িয়ে থাকবে?
তারা দূরে দাঁড়িয়ে থাকবে কারণ তারা যন্ত্রণা সহ্য করতে ভয় পেত .
ব্যাবিলন কিসের অভিলাষী ছিল যা এক ঘন্টায় ধ্বংস করা হয়েছিল?
ব্যাবিলন শোভা ও জাঁকজমকের অভিলাষী ছিল যা এক ঘন্টায় ধ্বংস করা হয়েছিল.
জাহাজের নাবিকরা ব্যাবিলনের বিষয়ে কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল?
জাহাজের নাবিকরা জিজ্ঞাসা করেছিল, “মহান নগরীর মত অন্য কোন শহর রয়েছে?”.
পবিত্রজনদের, প্রেরিতদের ও ভাববাদীদের কি করতে বলা হয়েছিল যখন ঈশ্বরের দ্বারা ব্যাবিলন বিচারিত হচ্ছিল?
পবিত্রজনদের, প্রেরিতদের ও ভাববাদীদের আনন্দ করতে বলা হয়েছিল যখন ঈশ্বরের দ্বারা ব্যাবিলন বিচারিত হচ্ছিল.
তার বিচার হওয়ার পর, ব্যাবিলনকে আবার কবে দেখা যাবে?
তার বিচার হওয়ার পর, ব্যাবিলনকে আর কখনও দেখা যাবে না.
মহান নগরী ব্যাবিলনে কি পাওয়া গিয়েছিল যার জন্য তাকে বিচার করা হয়েছিল?
ভাববাদীদের, পবিত্রজনদের আর সকলের রক্ত পাওয়া গিয়েছিল যাদের পৃথিবীতে হত্যা করা হয়েছিল.
স্বর্গের উচ্চবাণীটি ঈশ্বরের বিচারের বিষয়ে কি বলেছিল?
স্বর্গের উচ্চবাণীটি ঈশ্বরের বিচারের বিষয়ে বলেছিল যে তা সত্য ও ন্যায়পূর্ণ.
কেন ঈশ্বর মহান বেশ্যাটির ন্যায় করেছিলেন?
ঈশ্বর মহান বেশ্যাটির ন্যায় করেছিলেন কারণ সে তার ব্যভিচারে ও ঈশ্বরের দাস-দাসীদের রক্ত সেচনে পৃথিবীকে ভ্রষ্ট করেছিল.
চিরকালের জন্য মহান বেশ্যার সাথে কি হবে?
চিরকালের জন্য মহান বেশ্যার থেকে ধোঁয়া উঠবে.
ঈশ্বরের দাস-দাসীদের কি করতে বলা হয়েছিল যারা তাকে ভয় করত?
ঈশ্বরের দাস-দাসীদেরকে তার প্রশংসা করতে বলা হয়েছিল.
কেন সেই বাণীটি বলেছিল যে ঈশ্বরের দাস-দাসীদের আনন্দ করা ও খুব প্রফুল্লিত হওয়া উচিত?
ঈশ্বরের দাস-দাসীদের আনন্দ করা ও খুব প্রফুল্লিত হওয়া উচিত বলা হয়েছিল কারণ মেষশাবকের বিবাহের অনুষ্ঠান আরম্ভ হতে চলেছিল.
মেষশাবকের কনে কি পরিধান করেছিল?
মেষশাবকের কনে বিশুদ্ধ মসীনা পরিধান করেছিল, যা হল ঈশ্বরের পবিত্র লোকেদের কর্মের ধার্মিকতা.
স্বর্গদূতটি প্রভু যীশুর সুসমাচারের সাক্ষ্যের বিষয়ে কি বলেছিলেন?
স্বর্গদূতটি বলেছিলেন যে প্রভু যীশুর সুসমাচারের সাক্ষ্যটি হল ভাববাণীর আত্মা.
যিনি সাদা ঘোড়ার উপর বসে ছিলেন তার নাম কি যাকে যোহন দেখেছিলেন?
যোহন দেখেছিলেন যে ঈশ্বরের বাক্য সাদা ঘোড়ার উপর বসে আছেন.
ঈশ্বরের বাক্য জাতিগণের উপর কিভাবে আঘাত করেন?
ঈশ্বরের বাক্যের মুখ থেকে একটি ধারালো তরবারি বের হয়ে জাতিগণকে আঘাত করে.
ঈশ্বরের বাক্যের পোশাকে ও উরুতে কি লেখা ছিল?
তার পোশাকে ও উরুতে লেখা ছিল, “রাজাদের রাজা ও প্রভুদের প্রভু”.
মহাভোজে আকাশের মধ্যে যে পাখিরা উড়ে যাচ্ছিল তাদের কি করতে আহ্বান দেওয়া হয়েছিল?
পাখিদেরকে রাজাদের, শাসকদের, পরাক্রমী পুরুষদের, ঘোড়াদের আর তাদের আরোহীদের ও সকল মানুষের মাংস খাওয়ার জন্য আহ্বান করা হয়েছিল .
পশুটি ও পৃথিবীর রাজারা কি করার প্রচেষ্টা করল?
তারা ঈশ্বরের বাক্যের ও তার সৈন্যদের সাথে যুদ্ধ করার প্রচেষ্টা করল.
পশু ও মিথ্যে ভাববাদীটির সাথে কি হয়েছিল?
পশু ও মিথ্যে ভাববাদীটিকে জ্বলন্ত গন্ধকের হ্রদে জীবিত অবস্থায় নিক্ষেপ করা হয়েছিল.
ঈশ্বরের বাক্যের সাথে যারা যুদ্ধ করেছিল তাদের অবশিষ্টাংশের সাথে কি হয়েছিল?
তাদেরকে ঈশ্বরের বাক্যের মুখ থেকে তরবারি নির্গত হয়ে আঘাত করেছিল.
সেই স্বর্গদূতটির কাছে কি ছিল যিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন?
স্বর্গদূতটির কাছে অন্তহীন কূপের চাবি ছিল ও তার হাতে একটি বিরাট শিকল ছিল.
কতকাল শয়তান শিকলে বাঁধা থাকবে?
শয়তান এক হাজার বছর শিকলে বাঁধা থাকবে.
স্বর্গদূতটি শয়তানের সাথে কি করেছিলেন?
স্বর্গদূতটি শয়তানকে অন্তহীন কূপে নিক্ষেপ করেছিলেন .
যতক্ষণ শয়তান বাঁধা থাকবে ততক্ষণ সে কি করতে অক্ষম হবে?
যতক্ষণ শয়তান বাঁধা থাকবে ততক্ষণ সে জাতিগণকে প্রতারিত করতে অক্ষম হবে.
তাদের সাথে কি হবে যারা পশুটির ছাপ গ্রহণ করেনি?
যারা পশুটির ছাপ গ্রহণ করেনি তারা জীবন পাবে আর এক হাজার বছরের জন্য প্রভু খ্রীষ্টের সাথে রাজত্ব করবে.
কখন মৃতদের অবশিষ্টাংশরা জীবন প্রাপ্ত করবে?
মৃতদের অবশিষ্টাংশরা তখন জীবন প্রাপ্ত করবে যখন হাজার বছর সমাপ্ত হবে .
তারা কি করবে যারা প্রথম পুনরুত্থানে সহভাগী হয়েছিল?
যারা প্রথম পুনরুত্থানে সহভাগী হয়েছিল তারা ঈশ্বরের ও প্রভু খ্রীষ্টের যাজকগণ হবে আর এক হাজার বছরের জন্য প্রভুর সাথে রাজত্ব করবে.
হাজার বছর সমাপ্ত হওয়ার পর শয়তান কি করবে?
হাজার বছর সমাপ্ত হওয়ার পর, শয়তান মুক্ত হয়ে জাতিগণকে প্রতারিত করবে .
তখন কি হয়েছিল যখন পবিত্রজনদের শিবিরটিকে ঘিরে ফেলা হয়েছিল?
যখন পবিত্রজনদের শিবিরটিকে ঘিরে ফেলা হয়েছিল তখন স্বর্গ থেকে অগ্নি এসে গোগ ও মাগোগকে গ্রাস করল.
এই সময়ে শয়তানের সাথে কি করা হয়েছিল?
শয়তানকে চিরকাল যন্ত্রণা দেওয়ার জন্য অগ্নির হ্রদে নিক্ষেপ করা হয়েছিল.
কিসের পরিপেক্ষিতে মৃতদেরকে মহান শুভ্র সিংহাসনের সম্মুখে বিচার করা হয়েছিল?
যা কিছু পুস্তকে লেখা হয়েছিল তার পরিপেক্ষিতে মৃতরা বিচারিত হয়েছিল যা ছিল তাদের কর্মের প্রতিফল.
দ্বিতীয় মৃত্যুটি কি?
দ্বিতীয় মৃত্যুটি হল অগ্নির হ্রদে নিক্ষিপ্ত হওয়া.
তাদের সাথে কি করা হয়েছিল যাদের নাম জীবন পুস্তকে পাওয়া যায়নি?
যাদের নাম জীবন পুস্তকে পাওয়া যায়নি তাদেরকে অগ্নির হ্রদে নিক্ষেপ করা হয়েছিল.
প্রথম স্বর্গ ও পৃথিবীর সাথে কি হয়েছিল যা যোহন দেখেছিলেন?
যোহন দেখেছিলেন যে প্রথম স্বর্গ ও পৃথিবীটি লুপ্ত হয়েছিল.
প্রথম স্বর্গ ও পৃথিবীর পরিবর্তে কি হয়েছিল?
প্রথম স্বর্গ ও পৃথিবীর পরিবর্তে একটি নতুন স্বর্গ ও পৃথিবী হয়েছিল.
স্বর্গ থেকে কি নেমে এসেছিল?
স্বর্গ থেকে পবিত্র নগর, নতুন যেরুশালেম নেমে এসেছিল.
সিংহাসন থেকে আগত বাণীটি কি বলেছিল যে ঈশ্বর এখন কোথায় নিবাস করবেন?
বাণীটি বলেছিল যে ঈশ্বর এখন মনুষ্যদের সাথে নিবাস করবেন.
এখন কিসের লুপ্ত হয়েছে?
এখন মৃত্যু, শোক, কান্না, আর যন্ত্রণার লুপ্ত হয়েছে.
যিনি সিংহাসনে বসে ছিলেন তিনি নিজেকে কি বলেছিলেন?
যিনি সিংহাসনে বসে ছিলেন তিনি নিজেকে আলফা ও ওমিগা, আরম্ভ ও সমাপ্ত বলেছিলেন.
যারা বিশ্বাসহীন, ব্যভিচারী ও মূর্তিপূজক ছিল তাদের সাথে কি হয়েছিল?
যারা বিশ্বাসহীন, ব্যভিচারী ও মূর্তিপূজক ছিল তাদের স্থান জ্বলন্ত গন্ধকের অগ্নিময় হ্রদ হয়েছিল.
মেষশাবকের কনে বা স্ত্রী কে?
মেষশাবকের কনে বা স্ত্রী হল পবিত্র নগর, যেরুশালেম, যা ঈশ্বরের কাছ থেকে স্বর্গ থেকে নেমে আসছে.
নতুন যেরুশালেমের দ্বারে কি লেখা ছিল?
নতুন যেরুশালেমের দ্বারে ইস্রায়েল-সন্তানদের বারোটি গোত্রের নাম লেখা ছিল.
নতুন যেরুশালেমের বুনিয়াদটিতে কি লেখা ছিল?
নতুন যেরুশালেমের বুনিয়াদটিতে মেষশাবকের বারোটি প্রেরিতের নাম লেখা ছিল.
নতুন যেরুশালেমটি কোন আকারে গঠন করা হয়েছিল?
নতুন যেরুশালেমটি বর্গাকৃতির গঠন করা হয়েছিল.
নগরটি ও তার পথ কি দিয়ে তৈরী হয়েছিল?
নগরটি ও তার পথ বিশুদ্ধ সোনা দিয়ে তৈরী হয়েছিল যা নির্মল কাঁচের ন্যায় ছিল.
নতুন যেরুশালেমের মন্দিরটি কি?
নতুন যেরুশালেমের মন্দিরটি হল প্রভু ঈশ্বর ও মেষশাবক.
নতুন যেরুশালেমে আলোর স্রোতটি কি?
নতুন যেরুশালেমে আলোর স্রোতটি হল ঈশ্বরের ও মেষশাবকের মহিমা.
নতুন যেরুশালেমে কি প্রবেশ করতে পারবে না?
কোনো অশুদ্ধ বস্তু নতুন যেরুশালেমে প্রবেশ করতে পারবে না.
ঈশ্বরের সিংহাসন থেকে কি প্রভাবিত হচ্ছিল যা যোহন দেখতে পেয়েছিলেন?
যোহন দেখেছিলেন যে ঈশ্বরের সিংহাসন থেকে জীবনের জল প্রভাবিত হচ্ছিল.
জীবন বৃক্ষের পাতাগুলো কিসের জন্য ছিল?
জীবন বৃক্ষের পাতাগুলো জাতিগণের আরোগ্যের জন্য ছিল .
নগরে আর কি কখনও থাকবে না?
সেখানে আর কোনো অভিশাপ থাকবে না এবং সেখানে রাত আর কখনও হবে না.
ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসনটি কোথায় থাকবে?
ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসনটি নগরের মধ্যে থাকবে.
এই পুস্তকের দ্বারা একজন ব্যক্তি কিভাবে ধন্য হতে পারবে?
একজন ব্যক্তি এই পুস্তকের ভাববাণীগুলোকে পালন করার দ্বারা ধন্য হতে পারবে .
যখন যোহন স্বর্গদূতটিকে প্রণিপাত করেছিলেন তখন স্বর্গদূতটি যোহনকে কি বলেছিলেন?
স্বর্গদূতটি যোহনকে ঈশ্বরের আরাধনা করতে বলেছিলেন.
এই পুস্তকের ভাববাণীর বাক্যগুলোকে মুদ্রাঙ্কিত করতে কেন যোহনকে বারণ করা হয়েছিল?
এই পুস্তকের ভাববাণীর বাক্যগুলোকে মুদ্রাঙ্কিত করতে যোহনকে বারণ করা হয়েছিল কারণ সময় সন্নিকট ছিল.
প্রভু যখন আসবেন তখন তিনি তার সঙ্গে কি নিয়ে আসবেন সে বিষয়ে প্রভু কি বলেছিলেন?
প্রভু বলেছিলেন যখন তিনি আসবেন তখন তিনি তার পুরস্কার তার সঙ্গে নিয়ে আসবেন.
তাদেরকে কি করতে হবে যারা জীবন বৃক্ষের থেকে খাওয়ার অধিকার পেতে চায়?
যারা জীবন বৃক্ষের থেকে খাওয়ার অধিকার পেতে চায় তাদেরকে তাদের পোশাক শুদ্ধ করতে হবে.
প্রভু যীশু কিভাবে রাজা দায়ূদের সাথে সম্পর্কিত সে বিষয়ে তিনি কি বলেন ?
প্রভু যীশু বলেন তিনি হলেন রাজা দায়ূদের মূল ও বংশ .
তাদের সাথে কি হবে যারা এই পুস্তকের ভাববাণীগুলোর সাথে কিছু যুক্ত করবে?
যারা এই পুস্তকের ভাববাণীগুলোর সাথে কিছু যুক্ত করবে তারা এই পুস্তকের সকল মহামারীর দ্বারা আঘাতপ্রাপ্ত হবে.
তাদের সাথে কি হবে যারা এই পুস্তকের ভাববাণীগুলোর কিছু হরণ করবে?
যারা এই পুস্তকের ভাববাণীগুলোর কিছু হরণ করবে জীবনবৃক্ষ থেকে তাদের অংশটিও হরণ করা হবে.
এই পুস্তকে প্রভু যীশুর অন্তিম বাক্যগুলো কি ছিল?
প্রভু যীশুর অন্তিম বাক্যগুলো ছিল, “হ্যাঁ! আমি শীঘ্রই আসছি”.
এই পুস্তকের অন্তিম বাক্যটি কি?
এই পুস্তকের অন্তিম বাক্যটি হল “আমেন”.