কাদের উদ্দেশ্যে যাকোব এই পত্রটিকে লিখেছিলেন?
যাকোব এই পত্রটি ছড়িয়ে থাকা বারো জাতিকে লিখেছিলেন .
যখন ক্লেশের অভিজ্ঞতা হয় তখন পাঠকদের কেমন প্রবৃত্তি হওয়া উচিত সে বিষয়ে যাকোব কি বলেন?
যাকোব বলেন যখন ক্লেশের অভিজ্ঞতা হয় তখন এটিকে সকল ধরনের আনন্দ গণ্য করতে .
আমাদের বিশ্বাসের যাচাইটি কি উৎপন্ন করে?
আমাদের বিশ্বাসের যাচাইটি ধৈর্য্য ও পরিপক্কতা উৎপন্ন করে.
বিশ্বাসে আমাদের ঈশ্বরের কাছে কি প্রার্থনা করা উচিত?
বিশ্বাসে আমাদের ঈশ্বরের কাছে জ্ঞান প্রার্থনা করা উচিত.
যে সন্দেহের সাথে প্রার্থনা করে তার কি প্রাপ্ত করার প্রত্যাশা করা উচিত?
যে সন্দেহের সাথে প্রার্থনা করে সে যে প্রভুর কাছ থেকে কিছু প্রাপ্ত করবে তা প্রত্যাশা না করাই উচিত .
কেন একজন ধনী ভাইকে নম্র হওয়া উচিত?
একজন ধনী ভাইকে নম্র হওয়া উচিত কারণ সে ফুলের ন্যায় বিগত হয়ে যাবে.
যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা কি প্রাপ্ত করবে?
যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা জীবন-মুকুট প্রাপ্ত করবে.
কি কারণে একজন ব্যক্তিকে শয়তানের দ্বারা প্রলোভিত হয়?
একজন ব্যক্তিকে তার নিজের দুষ্ট ইচ্ছাসমূহ তাকে শয়তানের দ্বারা প্রলোভিত করে.
পরিপক্ক পাপের পরিণামটি কি?
পরিপক্ক পাপের পরিণামটি হল মৃত্যু.
জ্যোতিগণের পিতার কাছ থেকে কি নেমে আসে?
প্রত্যেক উত্তম ও সিদ্ধ উপহার জ্যোতিগণের পিতার কাছ থেকে নেমে আসে .
কিসের দ্বারা ঈশ্বর আমাদেরকে জীবন প্রদান করার জন্য মনোনীত করেছিলেন?
ঈশ্বর আমাদেরকে সত্যের বাক্যের দ্বারা জীবন প্রদান করার জন্য মনোনীত করেছিলেন.
যাকোব আমাদেরকে শোনার, বলার ও আবেগের বিষয়ে কি করতে বলেন?
যাকোব আমাদেরকে শোনার বিষয়ে সত্বর, বলার বিষয়ে ধীর ও ক্রোধে ধীর হতে বলেন.
যাকোব কিভাবে বলেন যে আমরা নিজেদেরকে প্রতারিত করি?
যাকোব বলেন যে আমরা বাক্য শুনে পালন না করার দ্বারা নিজেদেরকে প্রতারিত করি.
আমাদের সত্যরূপে ধার্মিক হওয়ার জন্য কি নিয়ন্ত্রণে আনতে হবে?
আমাদের সত্যরূপে ধার্মিক হওয়ার জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণে আনতে হবে.
ঈশ্বরের কাছে পবিত্র ও বিমল ধর্মটি কি?
ঈশ্বরের কাছে অনাথদের ও বিধবাদের তত্বাবধান করা এবং নিজেদেরকে জগতের ভ্রষ্টতা থেকে রক্ষা করাটা হল পবিত্র ও বিমল ধর্ম .
যাকোব ভাইদেরকে কি করতে বারণ করেন যখন কেউ সভাগৃহে প্রবেশ করে?
যাকোব তাদেরকে লোকেদের সাথে পক্ষপাতিত্ব করতে বারণ করেন যেহেতু কারো কারো উপস্থিতি অন্যদের তুলনায় আলাদা হয়ে থাকে .
ঈশ্বরের দরিদ্রদেরকে নির্বাচন করার প্রতি যাকোব কি বলেন?
যাকোব বলেন ঈশ্বর দরিদ্রদেরকে বিশ্বাসে ধনী হওয়ার জন্য ও রাজ্যের উত্তরাধিকারের জন্য নির্বাচন করেছেন.
যাকোব কি বলেন যে ধনীরা কি কি করে এসেছে?
যাকোব বলেন ধনীরা ভাইদের প্রতিরোধ ও ঈশ্বরের নামের নিন্দা করে এসেছে.
শাস্ত্রের রাজকীয় আজ্ঞাটি কি?
রাজকীয় আজ্ঞাটি হল, “তুমি তোমার প্রতিবেশিকে নিজের ন্যায় প্রেম করবে”.
যে কেউ ঈশ্বরের ব্যবস্থার একচুলও অমান্য করে সে কিসের দোষী?
যে কেউ ঈশ্বরের ব্যবস্থার একচুলও অমান্য করে সে সকল ব্যবস্থা লঙ্ঘনের দোষী.
তাদের প্রতি কি হবে যারা দয়া করেনি?
যারা দয়া করেনি তাদের প্রতি দয়াহীন বিচার হবে.
যারা বিশ্বাস থাকার দাবি করে কিন্তু অভাবে থাকা লোকেদের সাহায্য করে না তাদের বিষয়ে যাকোব কি বলেন?
যারা বিশ্বাস থাকার দাবি করে কিন্তু অভাবে থাকা লোকেদের সাহায্য করে না তাদের বিষয়ে যাকোব বলেন যে সেই ধরনের বিশ্বাস তাদেরকে উদ্ধার করতে পারবে না.
সেই বিশ্বাসটি কেমন হয় যদি সেটির সাথে কর্ম না থাকে?
সেই বিশ্বাসটি মৃত যদি সেটির সাথে কর্ম না থাকে.
আমাদেরকে কিভাবে আমাদের বিশ্বাসটিকে দেখানো উচিত সে বিষয়ে যাকোব কি বলেন?
যাকোব বলেন আমাদেরকে আমাদের কার্যের দ্বারা আমাদের বিশ্বাসটিকে দেখানো উচিত.
যারা বিশ্বাস থাকার দাবি করে তারা ও ভূতেরা দুজনেই কি বিশ্বাস করে?
যারা বিশ্বাস থাকার দাবি করে তারা ও ভূতেরা দুজনেই বিশ্বাস করে যে একমাত্র ঈশ্বর আছেন.
কিভাবে আব্রাহাম তার কার্যের দ্বারা তার বিশ্বাসের প্রদর্শন করেছিলেন?
আব্রাহাম তার কার্যের দ্বারা তার বিশ্বাসের প্রদর্শন করেছিলেন তখন যখন তিনি বেদির উপর ইসহাককে উৎসর্গ করেছিলেন.
আব্রাহামের বিশ্বাস ও কার্যসমূহের দ্বারা কোন শাস্ত্রবাক্যটি পূর্ণ হয়েছিল?
সেই শাস্ত্রবাক্যটি পূর্ণ হয়েছিল যেটি বলে, “আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করেছিলেন ও সেটি তার জন্য ধার্মিকতা বিবেচিত হয়েছিল.
রাহব কিভাবে তার কার্যের দ্বারা তার বিশ্বাসের প্রদর্শন করেছিলেন?
রাহব তার কার্যের দ্বারা তার বিশ্বাসের প্রদর্শন করেছিলেন যখন তিনি গুপ্তচরদের আতিথ্য করেছিলেন ও তাদের অন্য পথ দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন.
আত্মা বিহীন দেহটি কেমন?
আত্মা বিহীন দেহটি হল মৃত.
কেন যাকোব বহু লোকেদেরকে শিক্ষক হতে বারণ করেছেন?
বহু লোকেদেরকে শিক্ষক হতে বারণ করেছেন কারণ তাদের আরো ভারী বিচার করা হবে .
কারা উছোট খায় ও কত প্রকারে উছোট খায়?
আমরা সকলে উছোট খাই ও বহু প্রকারে উছোট খাই.
কি ধরনের ব্যক্তি তার সম্পূর্ণ দেহকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম?
যে ব্যক্তি তার বাক্যে উছোট খায়না সে তার সম্পূর্ণ দেহকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম.
একটি ছোট বিষয় কিভাবে একটি বৃহৎ বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে বিষয়ে যাকোব কোন দুটি উদাহরণ ব্যবহার করেন?
যাকোব একটি ঘোড়ার বলগা ও জাহাজের কর্ণধারের উদাহরণ ব্যবহার করেন.
পাপময় জিহ্বাটি সম্পূর্ণ দেহের প্রতি কি করতে সক্ষম?
পাপময় জিহ্বাটি সম্পূর্ণ দেহকে কলঙ্কিত করতে সক্ষম.
কি জিনিসকে মনুষ্যজাতি নিয়ন্ত্রণে আনতে অক্ষম?
জিহ্বাকে মনুষ্যজাতি নিয়ন্ত্রণে আনতে অক্ষম.
কোন দুটি জিনিস একই মুখ থেকে বের হয়?
আশির্বাদ ও অভিশাপ দুটোই একই মুখ থেকে বের হয়.
কিভাবে একজন ব্যক্তি জ্ঞান ও বুদ্ধির প্রদর্শন করে?
একজন ব্যক্তি সদাচরণে তার কার্যগুলোর দ্বারা তার জ্ঞান ও বুদ্ধির প্রদর্শন করে.
কি ধরনের আচরণ একটি জ্ঞানের প্রদর্শন করে যা হল জাগতিক, অ-আত্মিক ও দুষ্টতাপূর্ণ?
একজন ব্যক্তির তিক্ত-ঈর্ষা ও স্বার্থপূর্ণ-প্রতিযোগিতা মিশ্রিত জ্ঞানটি হল জাগতিক, অ-আত্মিক ও দুষ্টতাপূর্ণ.
কি ধরনের আচরণ উপর থেকে আসা একটি জ্ঞানের প্রদর্শন করে?
একজন ব্যক্তি যে হল শান্তি-প্রেমী, ভদ্র, উষ্ণ-হৃদয়ের, দয়া ও উত্তম-ফলে পরিপূর্ণ, পক্ষপাতিত্বহীন এবং নিষ্কপট তার কাছে উপর থেকে আসা জ্ঞানটি রয়েছে .
বিশ্বাসীদের মধ্যে ঝগড়া ও বিবাদের উৎসটি কোনটি সে বিষয়ে যাকোব কি বলেন?
উৎসটি হল মন্দ অভিলাষসমূহ যা তাদের মধ্যে যুদ্ধ উৎপন্ন করে.
কেন বিশ্বাসীরা ঈশ্বরের কাছ থেকে তাদের প্রার্থনার উত্তর পান না?
তারা উত্তর পান না কারণ তারা মন্দ বিষয়গুলোর জন্য প্রার্থনা করে যেন তাদের মন্দ অভিলাষাগুলোকে পূর্ণ করতে পারে.
যদি একটি ব্যক্তি জগতের মিত্র হতে চায় তবে সেই ব্যক্তিটির সম্পর্ক ঈশ্বরের সাথে কেমন হবে?
যদি একটি ব্যক্তি জগতের মিত্র হতে চায় তবে সেই ব্যক্তিটি নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে.
ঈশ্বর কাদের প্রতিরোধ করেন ও কাকে তিনি অনুগ্রহ প্রদান করেন?
ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন ও নম্রদের তিনি অনুগ্রহ প্রদান করেন.
শয়তান কি করবে যখন একজন বিশ্বাসী নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত করে ও শয়তানের প্রতিরোধ করে?
শয়তান তার কাছ থেকে পালিয়ে যাবে.
ঈশ্বর তাদের জন্য কি করবে যারা তার নিকটে আসবে?
ঈশ্বর তাদেরকে তার নিজের নিকটে করবেন যারা তার নিকটে আসবে.
যাকোব বিশ্বাসীদের কি করতে বারোন করেন?
যাকোব বিশ্বাসীদের একে অপরের বিরুদ্ধে কথা বলতে বারোন করেন.
ভবিষ্যতে কি ঘটবে সে বিষয়ে যাকোব বিশ্বাসীদের কি বলেন?
যাকোব বিশ্বাসীদের বলতে বলেন যে যদি প্রভু অনুমতি দেন তবে আমি বাঁচব ও এই বা ঐ কাজটি করব .
যাকোব তাদের বিষয়ে কি বলেন যারা নিজেদের পরিকল্পনাগুলোর বিষয়ে গর্বিত হয়?
যাকোব বলেন যে যারা নিজেদের পরিকল্পনাগুলোর বিষয়ে গর্বিত হয় তারা মন্দ করে.
কি হয় যদি কেউ ভালো করতে জানে কিন্তু ভালো করে না?
এতে পাপ হয় যদি কেউ ভালো করতে জানে কিন্তু ভালো করে না.
ধনীরা অন্তিমকালের জন্য কি করে রেখেছে যা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সে বিষয়ে যাকোব কি বলেন?
ধনীরা তাদের ধন সযত্নে সঞ্চিত করেছে যা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে.
এই ধনীরা তাদের মজুরদের সাথে কেমন ব্যবহার করেছে?
ধনীরা তাদের মজুরদের মজুরি দেয়নি .
এই ধনী লোকজনেরা ধার্মিক লোকেদের সাথে কিরূপ ব্যবহার করেছে?
এই ধনী লোকজনেরা ধার্মিক লোকেদেরকে দোষী করেছে ও হত্যা করেছে .
প্রভুর আগমনের প্রতি বিশ্বাসীদের আচরণ কেমন হওয়া উচিত সে বিষয়ে যাকোব কি বলেন?
প্রভুর আগমনের প্রতি বিশ্বাসীদের ধৈর্য্যের সাথে অপেক্ষা করা উচিত.
পুরনো নিয়মের ভাববাদীরা কোন চরিত্রগুলো প্রদর্শিত করেছিল সে বিষয়ে যাকোব কি বলেন?
পুরনো নিয়মের ভাববাদীরা ক্লেশে ধৈর্য্য ও সহিষ্ণুতা প্রদর্শিত করেছিল.
একজন বিশ্বাসীর “হ্যাঁ” ও “না”-এর বিশ্বাসযোগ্যতার বিষয়ে যাকোব কি বলেন?
একজন বিশ্বাসীর “হ্যাঁ”-এর অর্থ “হ্যাঁ” ও তার “না”-এর অর্থ “না” হওয়া উচিত.
যারা অসুস্থ তাদের কি করা উচিত?
অসুস্থদের প্রাচীনদের ডাকা উচিত যেন তারা তার জন্য প্রার্থনা করতে পারে ও তাকে তেল দিয়ে অভিষিক্ত করতে পারে.
সুস্থ্য হওয়ার জন্য বিশ্বাসীদের কি করা উচিত সে বিষয়ে যাকোব কোন দুটি বিষয় বলেন?
বিশ্বাসীদের একে অপরের কাছে পাপ স্বীকার করা উচিত ও প্রার্থনা করা উচিত.
প্রার্থনার বিষয়ে এলিয়ের উদাহরণটি আমাদেরকে কি প্রদর্শন করে সে বিষয়ে যাকোব কি বলেন?
এলিয়ের উদাহরণটি আমাদেরকে প্রদর্শন করে যে ধর্মী ব্যক্তির প্রার্থনা মহাপ্রভাব উৎপন্ন করে .
একজন পাপীকে তার ভুল পথ থেকে বের করে এনে কে কী অর্জন করে?
যে একজন পাপীকে তার ভুল পথ থেকে বের করে আনে সে মৃত্যু থেকে একটি প্রাণকে রক্ষা করে ও বহু পাপকে ঢেকে দেয়.