এই পত্রে লেখক যোহন কোন নামের দ্বারা নিজের পরিচয় দেন?
যোহন নিজেকে প্রাচীনরূপে পরিচয় দেন.
কার প্রতি এই পত্রটিকে লেখা হয়েছে?
মনোনীতা স্ত্রী ও তার সন্তানদের প্রতি এই পত্রটিকে লেখা হয়েছে.
কার থেকে অনুগ্রহ, দয়া ও শান্তি আসে সে বিষয়ে যোহন কি বলেন?
যোহন বলেন পিতা ঈশ্বর ও তার পুত্র প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ, দয়া ও শান্তি আসে.
যোহন কেন আনন্দ করছেন?
যোহন আনন্দ করছেন যেহেতু তিনি জানতে পেরেছিলেন যে মনোনীতা স্ত্রীটির কিছু কিছু সন্তানরা সত্যে গমন করছিল.
আরম্ভ থেকেই তাদের কাছে কোন আদেশটি রয়েছে সে বিষয়ে যোহন কি বলেন?
যোহন বলেন একে অপরকে প্রেম করার আজ্ঞাটি তাদের কাছে আরম্ভ থেকেই রয়েছে.
প্রেম কি সে বিষয়ে যোহন কি বলেন?
যোহন বলেন যে প্রেম হল ঈশ্বরের আজ্ঞানুসারে জীবনযাপন করা.
যোহন তাদেরকে কি বলে ডাকেন যারা অঙ্গীকার করে না যে প্রভু যীশু মাংসে এসেছিলেন?
যারা অঙ্গীকার করে না যে প্রভু যীশু মাংসে এসেছিলেন যোহন তাদেরকে প্রতারক ও খ্রীষ্ট-বিরোধী বলেন.
যোহন বিশ্বাসীদের কি না করতে সতর্ক থাকতে বলেন?
যোহন তাদেরকে সেই বিষয়গুলো না হারাতে সতর্ক থাকতে বলেন যার জন্য তারা কার্য করেছে.
প্রত্যেকের সাথে যোহন বিশ্বাসীদের কি করতে বলেন যে প্রভু খ্রীষ্টের সত্য শিক্ষাটিকে আনে না?
যোহন বিশ্বাসীদেরকে বলেন তাকে গ্রহণ করো না যে প্রভু খ্রীষ্টের সত্য শিক্ষাটিকে আনে না.
যদি বিশ্বাসী তাকে গ্রহণ করে যে প্রভু খ্রীষ্টের সত্য শিক্ষাটিকে আনে না তবে সে কিসের দোষী হবে?
যদি বিশ্বাসী তাকে গ্রহণ করে যে প্রভু খ্রীষ্টের সত্য শিক্ষাটিকে আনে না তবে সে মন্দ কার্যে সহভাগী হওয়ার দোষে দোষী হবে.
যোহন ভবিষ্যতে কি করার আশা করেন?
যোহন এসে মনোনীতা স্ত্রীটির সাথে মুখোমুখি কথা বলার আশা করেন .