পৌল ঈশ্বরের সম্মুখে থিষলনীকীয়দের বিষয়ে সর্বদা কি স্মরণ করেন?
পৌল তাদের বিশ্বাসের কাজ, তাদের প্রেমের পরিশ্রম ও তাদের আশার সহিষ্ণুতা স্মরণ করছেন.
কোন চার প্রকারে সুসমাচার থিষলনীকীয়দের কাছে উপস্থিত হয়েছিল?
সুসমাচার থিষলনীকীয়দের কাছে বাক্যে, শক্তিতে, পবিত্র আত্মায় ও প্রচুর নিশ্চয়তার সাথে উপস্থিত হয়েছিল.
থিষলনীকীয়দের সাথে কি ঘটছিল যখন তারা সুসমাচারের বাক্য গ্রহণ করছিল?
থিষলনীকীয়রা প্রচুর তাড়নার সাথে বাক্য গ্রহণ করেছিল.
থিষলনীকীয়দের প্রবৃত্তি কেমন ছিল যখন তারা সুসমাচারের বাক্য গ্রহণ করেছিল?
থিষলনীকীয়রা পবিত্র আত্মায় আনন্দের সাথে বাক্য গ্রহণ করেছিল.
থিষলনীকীয়দের দ্বারা প্রভুর বাক্যের গ্রহণ করার কি ঘটেছিল?
প্রত্যেক জায়গায় যেখানে তাদের বিশ্বাস গিয়েছিল সেখানেই প্রভুর বাক্য ধ্বনিত হয়েছিল.
থিষলনীকীয়রা সত্য ঈশ্বরের বিশ্বাসী হওয়ার পূর্বে তারা কাদের আরাধনা করত?
থিষলনীকীয়রা সত্য ঈশ্বরের বিশ্বাসী হওয়ার পূর্বে তারা মূর্তিদের আরাধনা করত.
পৌল ও থিষলনীকীয়রা কিসের অপেক্ষা করছিল?
পৌল ও থিষলনীকীয়রা স্বর্গ থেকে প্রভু যীশুর আগমনের অপেক্ষা করছিল.
কি থেকে প্রভু যীশু আমাদের মুক্তি দিয়েছেন?
প্রভু যীশু আমাদের আগত ক্রোধ থেকে মুক্তি দিয়েছেন.
থিষলনীকীয়দের কাছে উপস্থিত হওয়ার পূর্বে পৌল ও তার সঙ্গীদের উপর কিরূপ ব্যবহার করা হয়েছিল?
পৌল ও তার সঙ্গীদের উৎপীড়ন করা হয়েছিল ও তারা অপমান ভোগ করেছিল.
পৌল তার সুসমাচার প্রচারের মাধ্যমে কাকে প্রসন্ন করতে চান?
পৌল তার সুসমাচার প্রচারের মাধ্যমে ঈশ্বরকে প্রসন্ন করতে চান.
পৌল তার সুসমাচার প্রচারে কি করেননি?
পৌল চাতুবাদ বা তোষামোদের ব্যবহার করেননি ও তা ছলযুক্ত ছিল না.
পৌল ও তার সঙ্গীরা কি করেছিল যেন তারা থিষলনীকীয়দের উপর বোঝা না হরে পরে?
পৌল ও তার সঙ্গীরা দিন রাত কাজ করেছিল যেন তারা থিষলনীকীয় উপর বোঝা না হয়ে পরে.
থিষলনীকীয়দের কিভাবে চলা উচিত সে বিষয়ে পৌল কি বলেছিলেন?
পৌল থিষলনীকীয়দের বলেছিলেন যেন তারা ঈশ্বরের যোগ্যরূপে চলে যিনি তাদেরকে তার রাজ্য ও গৌরবে আহ্বান করেন.
পৌলের থিষলনীকীয়দের প্রতি প্রচার করা সংবাদটিকে তারা কোন ধরনের বাক্যরূপে গ্রহণ করেছিল?
থিষলনীকীয়রা সেটিকে স্বয়ং-ঈশ্বরের বাক্যরূপে গ্রহণ করেছিল মানুষের বাক্যরূপে নয়.
অবিশ্বাসী ইহুদিরা কি করেছিল যা ঈশ্বরকে প্রসন্ন করেনি?
অবিশ্বাসী ইহুদিরা যিহুদিয়ার চার্চগুলোকে উৎপীড়ন করেছিল, প্রভু যীশুকে ও ভাববাদীদের হত্যা করেছিল, পৌলকে বের করে দিয়েছিল ও পৌলকে পরজাতীয়দের কাছে বলতে বারণ করেছিল.
কেন পৌল থিষলনীকীয়দের কাছে আসতে পারেন নি যদিও এটি তার আশা ছিল?
পৌল তাদের কাছে আসতে পারেননি কারণ শয়তান তাকে বাধা দিয়েছিল.
যখন প্রভুর আগমন হবে তখন থিষলনীকীয়রা পৌলের জন্য কি হবে?
যখন প্রভুর আগমন হবে তখন থিষলনীকীয়রা পৌলের আশা, আনন্দ ও গৌরবের মূকুট হবে.
পৌল কিভাবে থিষলনীকীয়দের সাথে ব্যবহার করেছিলেন যখন তিনি তাদের মধ্যে ছিলেন?
পৌল থিষলনীকীয়দের সাথে কোমলভাবে ব্যবহার করেছিলেন যেমন একজন মাতা অথবা পিতা তাদের সন্তাদের সাথে ব্যবহার করে.
পৌল কি করেছিলেন যদিও তাকে অথীনীতে একা থাকতে হয়েছিল?
পৌল তীমথিয়কে থিষলনীকীয়দের শক্তি সঞ্চারিত করতে ও আশ্বাস দিতে পাঠিয়ে দিয়েছিলেন.
পৌল কিসের জন্য নিযুক্ত সে বিষয়ে তিনি কি বলেছিলেন?
পৌল বলেছিলেন যে তিনি ক্লেশের জন্য নিযুক্ত.
কোন বিষয় পৌল থিষলনীকীয়দের বিষয়ে চিন্তিত ছিলেন?
পৌল চিন্তিত ছিলেন যে কোনোভাবে প্রলোভনকারী তাদের প্রলোভিত করে নেয় আর যদি তার পরিশ্রম ব্যর্থ হয়.
যখন তীমথিয় থিষলনীকীয়দের কাছ থেকে ফিরে আসেন তখন তিনি পৌলকে কি আশ্বাস দিয়েছিলেন?
পৌল থিষলনীকীয়দের বিশ্বাস ও প্রেমের সুখবর শুনে ও তারা যে তাকে দেখতে চেয়েছিল তা শুনে আশ্বাসপ্রাপ্ত হয়েছিলেন.
থিষলনীকীয়রা কি করলে পৌল বাঁচবেন সে বিষয়ে তিনি কি বলেন?
পৌল বলেন যে তিনি বাঁচবেন যদি থিষলনীকীয়রা প্রভুতে দৃঢ়ভাবে স্থির থাকে.
কিসের জন্য পৌল দিন ও রাত প্রার্থনা করেন?
পৌল দিন ও রাত প্রার্থনা করেন যেন তিনি থিষলনীকীয়দের সাথে সাক্ষাৎকার করতে পারেন ও তাদের বিশ্বাসে যা প্রয়োজন তা প্রদান করতে পারেন.
কিসে থিষলনীকীয়রা যেন বৃদ্ধি পায় ও পরিপূর্ণ হয় সে বিষয়ে পৌল কি চান?
পৌল চান যেন থিষলনীকীয়রা একে অপরের প্রতি ও সকল লোকেদের প্রতি প্রেমে বৃদ্ধি পায় ও পরিপূর্ণ হয় .
কোন ঘটনার জন্য পৌল চান যেন থিষলনীকীয়রা তাদের হৃদয়গুলোকে পবিত্রতায় বিশুদ্ধ করার দ্বারা প্রস্তুত হয়?
পৌল চান যেন থিষলনীকীয়রা প্রভু যীশু ও তার সকল পবিত্রজনদের আগমনের জন্য প্রস্তুত হয়.
কিভাবে থিষলনীকীয়রা ঈশ্বরের পথে চলবে ও তাকে প্রসন্ন করবে সে বিষয়ে তাদের দেওয়া পৌলের নির্দেশগুলোর ব্যাপারে তারা কি করুক যা পৌল চান?
পৌল চান যেন থিষলনীকীয়রা নিরন্তর ঈশ্বরের পথে চলে ও তাকে প্রসন্ন করে আর তা আরো প্রাচুর্যের সাথে করে.
ঈশ্বরের ইচ্ছা থিষলনীকীয়দের জন্য কি সে বিষয়ে পৌল কি বলেছিলেন?
পৌল বলেছিলেন ঈশ্বরের ইচ্ছা থিষলনীকীয়দের জন্য ছিল তাদের পবিত্রতা.
স্বামীদের তাদের স্ত্রীদের প্রতি কিরূপ আচরণ করা উচিত?
স্বামীদের তাদের স্ত্রীদের প্রতি পবিত্রতায় ও সন্মানে আচরণ করা উচিত.
সেই ভাইয়ের সাথে কি ঘটবে যে যৌন-অনৈতিকতাজনিত পাপ করে?
প্রভু সেই ভাইকে প্রতিফল দেবেন যে যৌন-অনৈতিকতাজনিত পাপ করে.
আহ্বানের পবিত্রতাকে তিরস্কার করার দ্বারা এক ব্যক্তি কাকে তিরস্কার করে?
আহ্বানের পবিত্রতাকে তিরস্কার করার দ্বারা এক ব্যক্তি ঈশ্বরকে তিরস্কার করে.
থিষলনীকীয়রা এমন কি করছিল যা পৌল চাইতেন তারা যেন প্রাচুর্যের সাথে তা করে?
পৌল চাইতেন যেন থিষলনীকীয়রা একে অপরকে আরো বেশি মাত্রায় প্রেম করে.
থিষলনীকীয়দের কি করতে হত যেন তারা পরজাতীয়দের মধ্যে সঠিকভাবে চলতে পারে ও তাদের কিছুর অভাব না হয়?
থিষলনীকীয়দের শান্ত থাকতে, তাদের নিজ নিজ কার্য করতে ও স্বহস্তে পরিশ্রম করতে হত.
কোন বিষয়ে সম্ভবত থিষলনীকীয়দের বিভ্রান্তি হয়েছিল?
যারা নিদ্রাগত তাদের কি হল সে বিষয়ে সম্ভবত থিষলনীকীয়দের বিভ্রান্তি হয়েছিল.
ঈশ্বর তাদের সাথে কি করবেন যারা প্রভু যীশুতে নিদ্রাগত হয়েছে?
ঈশ্বর প্রভু যীশুর সাথে তাদের আনবেন যারা প্রভু খ্রীষ্টে নিদ্রাগত হয়েছে.
প্রভু কিভাবে স্বর্গ থেকে নেমে আসবেন?
একটি আনন্দধ্বনি ও ঈশ্বরের তূরীবাদ্যের সাথে প্রভু স্বর্গ থেকে নেমে আসবেন.
কারা প্রথমে উত্থিত হবে ও তারপর কারা একসাথে উত্থিত হবে?
প্রভু খ্রীষ্টে মৃতরা প্রথমে উত্থিত হবে তারপর যারা তখনও জীবিত তাদের সাথে উত্থিত হবে.
উত্থিতরা কার সাথে সাক্ষাৎকার করবে ও কত কালের জন্য?
উত্থিতরা আকাশে প্রভুর সাথে সাক্ষাৎকার করবে ও প্রভুর সাথে চিরকাল থাকবে .
পৌল থিষলনীকীয়দের যারা নিদ্রাগত হয়েছে সে বিষয়ে তার শিক্ষাটির সাথে কি করতে বলেছিলেন?
পৌল থিষলনীকীয়দের তার বাক্যের দ্বারা একে অপরকে আশ্বাস দিতে বলেছিলেন.
প্রভুর দিন কিরূপে আসবে সে বিষয়ে পৌল কি বলেন?
পৌল বলেন রাতে একটি চোর আসার মত প্রভুর দিনটি আসবে.
কিছু কিছু লোকজনরা কি বলবে যখন হঠাৎ তাদের উপর বিনাশ চলে আসবে?
কিছু কিছু লোকজনরা বলবে, “শান্তি ও সুরক্ষা”.
পৌল কেন বলেন যে চোরের ন্যায় আগত প্রভুর আগমনের দিনটি বিশ্বাসীদের অভিভূত না করুক?
কারণ বিশ্বাসীরা অন্ধকারের নয়, কিন্তু তারা দীপ্তির সন্তান তাই চোরের ন্যায় আগত প্রভুর আগমনের দিনটি বিশ্বাসীদের অভিভূত না করুক.
প্রভুর দিনটির বিষয়ে পৌল বিশ্বাসীদের কি করতে বলেন?
পৌল বিশ্বাসীদের জেগে থাকতে ও শিষ্টাচারী হতে আর বিশ্বাস, প্রেম ও আশা রাখতে বলেন .
ঈশ্বরের দ্বারা বিশ্বাসীরা কিসের জন্য নিযুক্ত হয়েছে?
ঈশ্বরের দ্বারা বিশ্বাসীরা প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে উদ্ধারের জন্য নিযুক্ত হয়েছে.
যারা প্রভুতে বিশ্বাসীদের উপরে নিযুক্ত রয়েছে তাদের প্রতি বিশ্বাসীদের কি ধরনের প্রবৃত্তি থাকা উচিত সে বিষয়ে পৌল কি বলেন?
পৌল বলেন যে তাদের তাদেরকে চিনে নেওয়া ও তাদের অতিশয় সমাদর করা উচিত.
যখন তাদের প্রতি মন্দ করা হয় তাদের কাউকে কি করা উচিত নয় সে বিষয়ে পৌল কি বলেন?
পৌল বলেন যে কেউ যেন তাদের প্রতি মন্দের প্রতিশোধে মন্দ না করে .
সকল কিছুতে বিশ্বাসীদের কি করা উচতি ও কেন সে বিষয়ে পৌল কি বলেন?
পৌল বলেন যে বিশ্বাসীদের সকল কিছুতে ধন্যবাদ দেওয়া উচিত কারণ এটিই হল তাদের জন্য ঈশ্বরের ইচ্ছা.
ভাববাণীসমূহের বিষয়ে পৌল বিশ্বাসীদের কি নির্দেশ দেন?
পৌল বিশ্বাসীদের ভাববাণীসমূহকে তুচ্ছ না করতে, সকল কিছুকে নিরীক্ষা করতে আর যা ভালো তা ধরে রাখতে নির্দেশ দেন .
পৌল কি প্রার্থনা করেন যেন ঈশ্বর বিশ্বাসীদের জন্য তা করেন?
পৌল প্রার্থনা করেন যেন ঈশ্বর বিশ্বাসীদের আত্মা, প্রাণ ও দেহ সম্পূর্ণভাবে শুদ্ধ করেন.
বিশ্বাসীদের সাথে কি থাকে সে বিষয়ে পৌল কি প্রার্থনা করেন?
পৌল প্রার্থনা করেন যেন প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ বিশ্বাসীদের সাথে থাকে.