পিতর কার প্রেরিত ছিলেন?
পিতর প্রভু যীশু খ্রীষ্টের একজন প্রেরিত ছিলেন.
পিতর কাদেরকে পত্রটি লিখেছিলেন?
পিতর পন্ত, গালাতিয়া, কাপ্পাদকিয়া, এশিয়া ও বিথুনিয়া দেশের ছিন্নভিন্ন প্রবাসীদের, যারা মনোনীত ছিলেন তাদেকে পত্রটি লিখেছিলেন.
কিভাবে প্রবাসীরা মনোনীত হয়েছিল?
ঈশ্বর পিতার পূর্বজ্ঞান অনুসারে ও পবিত্র আত্মার শুদ্ধিকরণের দ্বারা প্রবাসীরা মনোনীত হয়েছিল.
মনোনীতদের কাছে যেন কি থাকে সে বিষয়ে পিতর কি চেয়েছিলেন?
পিতর চেয়েছিলেন যেন তাদের কাছে অনুগ্রহ ও প্রচুররূপে শান্তি থাকে.
কে যেন ধন্য হন সে বিষয়ে পিতর কি চেয়েছিলেন?
পিতর চেয়েছিলেন যেন ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের পিতা ধন্য হন.
ঈশ্বর কিভাবে তাদেরকে একটি নতুন জন্ম দিয়েছিলেন?
ঈশ্বর তার মহাকরুনায় তাদেরকে একটি নতুন জন্ম দিয়েছিলেন.
কেন উত্তরাধিকারটি নষ্ট, বিবর্ণ বা বিলীন হয়ে যাবে না?
কারণ উত্তরাধিকারটি স্বর্গে তাদের জন্য সঞ্চিত করে রাখা হয়েছে .
কোন প্রকারে তারা ঈশ্বরের শক্তিতে সুরক্ষিত হয়েছিল?
তারা উদ্ধারের জন্য বিশ্বাসের মাধ্যমে সুরক্ষিত হয়েছিল যা অন্তিমদিনে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত.
বিভিন্ন ক্লেশে তাদের জন্য দুঃখ অনুভব করার প্রয়োজনীয়তা কেন ছিল?
এটি প্রয়োজনীয় ছিল যেন তাদের বিশ্বাসটির যাচাই হয় এবং যেন প্রভু যীশু খ্রীষ্টের প্রকাশের দিনটিতে তাদের বিশ্বাসের প্রশংসা, গৌরব ও সমাদর হয়.
সোনা যা ক্ষয় হয়ে যায় তার চেয়ে মূল্যবান বিষয়টি কি?
সোনার চেয়ে মূল্যবান বিষয়টি হল বিশ্বাস.
যদিও মনোনীত প্রবাসীরা প্রভু যীশুকে দেখেনি তবুও তারা কি করেছিল?
তারা তাকে প্রেম করেছিল ও তার উপরে বিশ্বাস করেছিল এবং অব্যক্ত আনন্দের সাথে অতি আনন্দিত হয়েছিল যা মহিমাতে পরিপূর্ণ ছিল.
যারা তাকে বিশ্বাস করেছিল তারা তাদের বিশ্বাসের পরিণাম স্বরূপ কি প্রাপ্ত করেছিল?
তারা তাদের প্রাণের উদ্ধার প্রাপ্ত করেছিল.
কিসের বিষয়ে ভাববাদীরা সযত্নে আলোচনা ও অনুসন্ধান করেছিল?
ভাববাদীরা মনোনীত প্রবাসীদের উদ্ধারের বিষয়ে, সযত্নে আলোচনা ও অনুসন্ধান করেছিল, সেই অনুগ্রহটি যা তাদের ছিল.
খ্রীষ্টের আত্মা কিসের বিষয় ভাববাদীদের পূর্বেই বলছিলেন?
তিনি তাদের খ্রীষ্টের ক্লেশের ও মহিমার বিষয়ে বলছিলেন যা তার সাথে ঘটবে.
ভাববাদীরা তাদের আলোচনা ও অনুসন্ধানের দ্বারা কাদের সেবা করছিল?
তারা মনোনীত প্রবাসীদের সেবা করছিল.
কারা চাইত যেন ভাববাদীদের আলোচনা ও অনুসন্ধানগুলোর পরিণামটি প্রকাশিত হয়?
স্বর্গদূতরা চাইত যেন পরিণামটি প্রকাশিত হয়.
আজ্ঞাকারী সন্তানদের ন্যায় মনোনীত প্রবাসীদের পিতর কি করতে বলেছিলেন?
তিনি তাদেরকে তাদের মনের কোমর কষে নিতে, চিন্তায় মিতাচারী হতে আর অনুগ্রহে সম্পূর্ণ দৃঢ় হতে যা তাদের কাছে আনা হবে এবং পূর্বের অভিলাষগুলোর অনুরূপ না হতে আদেশ দিয়েছিলেন.
কেন পিতর মনোনীত প্রবাসীদের পবিত্র হতে বলেছিলেন?
কারণ যিনি তাদেরকে আহ্বান করেছিলেন তিনিও পবিত্র.
কেন মনোনীত প্রবাসীদের যাত্রার সময়টিকে ভয়ের সাথে কাটানো উচিত?
কারণ তারা তাকে “পিতা” বলে ডাকে যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির কার্যের বিচার করেন.
কিসের দ্বারা মনোনীত প্রবাসীদেরকে মুক্ত করা হয়েছে?
তাদের রুপা বা সোনা দিয়ে মুক্ত করা হয়নি কিন্তু প্রভু খ্রীষ্টের মূল্যবান রক্ত দ্বারা মুক্ত করা হয়েছে, তিনি এমন একটি মেষ শাবক ছিল যিনি নিষ্কলঙ্ক ও নির্দোষ.
মনোনীত প্রবাসীরা কাদের কাছে মুর্খ ব্যবহার শিখেছিল?
তারা তাদের পিতাদের কাছ থকে মুর্খ ব্যবহার শিখেছিল.
কখন প্রভু খ্রীষ্টকে মনোনীত করা হয়েছিল ও কখন তাকে প্রকাশিত করা হয়েছিল?
জগতের ভিত্তি স্থাপন করার পূর্বে তাকে মনোনীত করা হয়েছিল; তাকে প্রবাসীদের কাছে প্রকাশিত করা হয়েছিল.
মনোনীত প্রবাসীরা কিভাবে ঈশ্বরে বিশ্বাস, ভরসা ও প্রত্যাশা করেছিল?
প্রভু খ্রীষ্টের মাধ্যমে, যাকে ঈশ্বর মৃতদের মধ্যে থেকে উত্থিত করেছিলেন আর যাকে ঈশ্বর মহিমা দিয়েছিলেন.
কিভাবে মনোনীত প্রবাসীরা তাদের প্রাণটিকে পবিত্র করেছিল?
ভাতৃ প্রেমের জন্য সত্যের প্রতি আজ্ঞাকারী হওয়ার দ্বারা মনোনীত প্রবাসীরা তাদের প্রাণটিকে পবিত্র করেছিল.
মনোনীত প্রবাসীদের কিভাবে নতুন জন্ম হয়েছিল?
তাদের জন্ম অবিনাশী বীজ থেকে, জীবিত ও চিরস্থায়ী ঈশ্বরের বাক্যের মাধ্যমে হয়েছিল, বিনাশী বীজের থেকে হয়নি.
সকল প্রাণীরা কিরূপ ও তাদের মহিমা কেমন?
সকল প্রাণীরা ঘাসের তুল্য; তাদের মহিমা ঘাসের ফুলের সমান.
প্রভুর বাক্যের কি হয়?
প্রভুর বাক্য চিরকাল স্থায়ী থাকে.
মনোনীত প্রবাসীদের কি ত্যাগ করতে বলা হয়েছে?
তাদেরকে সকল দুষ্টতা, ছল, ঈর্ষা ও বিবাদকে ত্যাগ করতে বলা হয়েছিল.
কেন প্রবাসীরা বিশুদ্ধ আত্মিক দুধের অভিলাষী ছিল?
প্রবাসীরা বিশুদ্ধ আত্মিক দুধের অভিলাষী ছিল যেন তারা উদ্ধারে বৃদ্ধি পেতে পারে.
জীবন্ত পাথরটি কে ছিলেন যাকে লোকেদের দ্বারা তিরস্কৃত করা হয়েছিল ও ঈশ্বরের দ্বারা মনোনীত করা হয়েছিল?
জীবন্ত পাথরটি প্রভু যীশু ছিলেন .
কেন মনোনীত প্রবাসীরাও জীবন্ত পাথরটির মত ছিল?
তারা একটি আত্মিক গৃহ হওয়ার জন্য ও একটি পবিত্র যাজকবর্গ হওয়ার জন্য জীবন্ত পাথরটির মত ছিল যাদের লজ্জিত হওয়ার কারণ ছিল না ও তাদের সমাদর ছিল .
কেন নির্মাণকারীরা বাক্যের অবাধ্য হয়ে উছোট খেয়েছিল?
নির্মাণকারীরা উছোট খেয়েছিল কারণ তাদের তেমন করার জন্য নিযুক্ত করা হয়েছিল.
কেন প্রবাসীরা একটি মনোনীত বংশ, একটি রাজকীয় যাজকবর্গ, একটি পবিত্র জাতি ও ঈশ্বরের নিজস্ব প্রজা ছিল?
তাদের মনোনীত করা হয়েছিল যেন তারা ঈশ্বরের অদ্ভুত কার্যগুলোর ঘোষণা করতে পারে.
কেন পিতর প্রিয়জনদের পাপময় অভিলাষাগুলো থেকে পৃথক থাকতে আহ্বান করেছিলেন?
তিনি তাদের পৃথক থাকতে আহ্বান করেছিলেন যেন যারা তাদেরকে মন্দ কার্য করার দোষ দেয় তাদের সৎকর্ম দেখতে পারে ও ঈশ্বরের প্রশংসা করতে পারে.
মনোনীত প্রবাসীদের কেন প্রত্যেক মানব-সৃষ্ট কর্তৃত্বের বাধ্য হতে হয়েছিল?
তাদের প্রত্যেক মানব-সৃষ্ট কর্তৃত্বের বাধ্য হতে হয়েছিল কারণ ঈশ্বর তাদের বাধ্যতাটিকে মুর্খ লোকেদের জ্ঞানহীন কথাকে নিরুত্তর করার জন্য ব্যবহার করতে চেয়েছিলেন.
মনোনীত প্রবাসীদেরকে তাদের স্বাধীনতাটিকে দুষ্টতার জন্য একটি আচ্ছাদনরূপে ব্যবহার না করে বরং কি করতে হত?
তাদেরকে ঈশ্বরের সেবক হওয়ার জন্য স্বাধীনতাটিকে ব্যবহার করতে হত.
কেন দাসদেরকে তাদের মালিকের বাধ্য হতে হত, এমনকি বিদ্বেষপূর্ণ মালিকের প্রতিও?
দাসদেরকে তাদের মালিকের বাধ্য হতে হত, এমনকি বিদ্বেষপূর্ণ মালিকের প্রতিও কারণ ভালো কার্য করে ক্লেশ ভোগ করা ও দণ্ডিত হওয়াটা হল ঈশ্বরের কাছে প্রশংসনীয়.
কেন দাসদেরকে সৎকর্ম করায় দুঃখ ভোগ করার জন্য আহ্বান করা হয়েছিল?
কারণ প্রভু খ্রীষ্ট তাদের জন্য দুঃখভোগ করেছিলেন, তাদের জন্য একটি উদাহরণ রেখেছিলেন আর যিনি ন্যায়পরায়ণ তার কাছে নিজেকে সমর্পিত করেছিলেন.
কেন প্রভু খ্রীষ্ট গাছের উপর পিতরের, মনোনীত প্রবাসীদের আর দাসদের পাপ নিজ দেহে বহন করেছিলেন?
তিনি তাদের পাপ বহন করেছিলেন যেন তারা পাপের ভাগী না হয় আর ধার্মিকতার জন্য বাঁচতে পারে আর কেননা তারা তার চাবুকের আঘাতে সুস্থ্য হয়েছিল.
তারপর তারা সকলে হারানো মেষদের ন্যায় ঘুরে বেরিয়েছিল, কিন্তু তারা কার কাছে ফিরে এসেছিল?
কিন্তু তারা পালক ও তাদের প্রাণের রক্ষকের কাছে ফিরে এসেছিল.
কেন স্ত্রীদেরকে তাদের স্বামীর বশীভূতা হওয়া উচিত?
স্ত্রীদেরকে বশীভূতা হওয়া উচিত যেন তাদের স্বামীদেরকে যারা অবাধ্য বাক্য ছাড়াই তাদেরকে লাভ করা যায়.
স্ত্রীদের কিভাবে তাদের স্বামীদেরকে লাভ করা উচিত?
স্ত্রীদেরকে তাদের হৃদয়ের আন্তরিকতায় তাদেরকে লাভ করা উচিত বাহিরের সাজসজ্জায় নয়.
পিতর কোন পবিত্র স্ত্রীটির উদাহরণ দিয়েছিলেন যিনি ঈশ্বরে দৃঢ় বিশ্বাসী ও স্বামীর প্রতি সমর্পিতা ছিলেন?
পিতর উদাহরণস্বরূপ সারার উল্লেখ করেছিলেন.
কেন স্বামীদেরকে তাদের স্ত্রীদের সাথে জ্ঞানপূর্বক বসবাস করা উচিত?
স্বামীদেরকে তাদের স্ত্রীদের সাথে জ্ঞানপূর্বক বসবাস করা উচিত যে তাদের প্রার্থনা রুদ্ধ না হয়.
কেন পিতর সকল মনোনিত প্রবাসীদেরকে একমনা হওয়ার জন্য ও আশির্বাদ করা বহাল রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন?
কারণ তাদের সকলকে তা করার জন্য আহ্বান করা হয়েছিল যেন তারা আশীর্বাদের অধিকারী হয়.
কেন তাকে তার জিহ্বাকে দুষ্টতা থেকে রক্ষা করতে হবে যে জীবন ভালোবাসে আর মন্দ থেকে ফিরতে হবে ও সৎকর্ম করতে হবে?
কারণ প্রভুর দৃষ্টি ধার্মিকদের উপরে থেকে.
যারা মন্দ কার্য করে তাদের থেকে ভয়ভীত বা উদ্বিগ্ন না হয়ে বরং মনোনীত বিশ্বাসীদেরকে কি করা উচিত?
প্রভু খ্রীষ্টকে তাদের নিজেদের হৃদয়ে বহুমূল্য করে রাখা উচিত.
তারা কারা যারা ধন্য ছিল?
যারা ধার্মিকতার জন্য ক্লেশভোগ করেছিল তারা ধন্য ছিল.
মনোনীত প্রবাসীদের কিভাবে সর্বদা তাদের উত্তর দেওয়া উচিত যারা ঈশ্বর বিষয়ক প্রত্যাশার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করে?
তাদের সর্বদা মৃদুতা ও সমাদরের সাথে উত্তর দেওয়া উচিত.
কেন প্রভু খ্রীষ্ট পাপসমূহের জন্য একবার দুঃখভোগ করেছিলেন?
প্রভু খ্রীষ্ট একবার দুঃখভোগ করেছিলেন যেন তিনি পিতর ও মনোনীত প্রবাসীদেরকে ঈশ্বরের কাছে আনতে পারেন.
কেন সেই আত্মাগণ যাদের কাছে প্রভু খ্রীষ্ট আত্মায় প্রচার করেছিলেন এখন বন্দী রয়েছে?
আত্মাগণ যারা এখন বন্দী রয়েছে তারা অবাধ্য ছিল যখন ঈশ্বরের ধৈর্য্য নোহের দিনগুলোতে অপেক্ষা করছিল.
জল থেকে অল্প কিছু লোকেদের ঈশ্বর বাঁচিয়েছিলেন সেই জলটি কিসের চিহ্ন ছিল?
প্রভু যীশু খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে একটি সৎ বিবেকের নিবেদন স্বরূপ এটি বাপ্তিস্মের চিহ্ন ছিল যা তখন মনোনীত প্রবাসীদের রক্ষা করেছিল.
যেহেতু প্রভু যীশু ঈশ্বরের ডানদিকে বসে আছেন তাই স্বর্গদূত, কর্তৃত্বসমূহ ও পরাক্রম সকল কি করে?
তারা সকলে তার বশীভূত হয়েছে.
কিসের দ্বারা মনোনীত প্রবাসীদেরকে পিতর সুসজ্জিত হতে আদেশ দিয়েছিলেন?
তিনি তাদেরকে সেই একই উদ্দেশ্যে সুসজ্জিত হতে আদেশ দিয়েছিলেন যা প্রভু খ্রীষ্টের ছিল যখন তিনি দেহে দুঃখভোগ করেছিলেন.
কেন পরজাতীয়রা মনোনীত প্রবাসীদের বিষয়ে মন্দ কথা বলেছিল?
পরজাতীয়রা মনোনীত প্রবাসীদের বিষয়ে মন্দ কথা বলেছিল কারণ তারা পরজাতীয়দের মত স্বৈরাচার, মন্দ অভিলাষা, মদ্যপান, রঙ্গরস, অসভ্য সভা আর ঘৃণার্হ মূর্তিপূজা করত না.
ঈশ্বর কাদের বিচার করতে প্রস্তুত?
ঈশ্বর জীবিত ও মৃত দুপক্ষেরই বিচার করতে প্রস্তুত.
কেন মনোনীত প্রবাসীদের সংযমশীল ও একে অপরের প্রতি সত্য প্রেম করতে হবে ?
কারণ সকল কিছুর শেষ আসছিল আর তাদের প্রার্থনাগুলোর জন্য তাদেরকে এমন করতে হত.
কেন প্রত্যেক মনোনীত প্রবাসীকে বরদানগুলোকে ব্যবহার করতে হত যা তারা একে অপরকে সেবা করার জন্য প্রাপ্ত করেছিল?
তাদেরকে বরদানগুলোকে ব্যবহার করতে হত যেন প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা ঈশ্বর মহিমান্বিত হন.
কেন মনোনীত প্রবাসীদেরকে আনন্দিত হতে বলা হয়েছিল যদি তারা প্রভু খ্রীষ্টের দুঃখভোগের অভিজ্ঞতা করত বা প্রভু খ্রীষ্টের নামের জন্য অপমানিত হত?
কারণ তারা ধন্য ছিল যদি তারা অপমানিত হত.
কেন মনোনীত প্রবাসীদেরকে একজন খুনি, চোর, দুষ্কর্মী বা অনধিকারচর্চাকারী রূপে দুঃখভোগ করা উচিত নয়?
কারণ ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হওয়ার সময় হল.
কেন ভক্তিহীন ব্যক্তিকে ও পাপীকে ঈশ্বরের সুসমাচারের আজ্ঞাকারী হওয়া উচিত?
যেহেতু ধার্মিক ব্যক্তিও কষ্টের সাথে উদ্ধার পাবে.
যারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে দুঃখভোগ করে তাদের কিভাবে আচরণ করা উচিত?
তাদেরকে সদাচরণ করতে করতে তাদের প্রাণগুলোকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার কাছে রাখা উচিত.
পিতর কে ছিলেন?
পিতর একজন সহ-প্রাচীন, প্রভু খ্রীষ্টের দুঃখভোগের সাক্ষ্য ও যা প্রকাশিত হবে সেই মহিমার একজন অংশীদার ছিলেন.
পিতর তার সহ-প্রাচীনদের কি করতে উৎসাহিত করেছিলেন?
তিনি তাদের ঈশ্বরের মেষপালদের দেখাশোনা ও পালন করতে উৎসাহিত করেছিলেন.
অল্প-বয়সী পুরুষদেরকে কাদের অধীন হতে হবে?
তাদেরকে বৃদ্ধ পুরুষদের অধীন হতে হবে.
কেন মনোনীত প্রবাসীদেরকে নম্রতার সাথে একে অপরের সেবার্থে তৎপর হতে হত?
কারণ ঈশ্বর নম্রদের অনুগ্রহ করেন আর যেন ঈশ্বর তাদের উচিত সময়ে উচ্চ করতে পারেন.
মনোনীত প্রবাসীদের কি করতে নির্দেশ দেওয়া হয়েছিল?
তাদেরকে ঈশ্বরের উপরে তাদের দুশ্চিন্তাটিকে ছেড়ে দিতে, সংযমী হতে, জেগে থাকতে, শয়তানের প্রতিরোধে দৃঢ় হতে আর বিশ্বাসে মজবুত হতে নির্দেশ দেওয়া হয়েছিল.
অল্পকাল দুঃখভোগের পর মনোনীত প্রবাসীদের ভাইদের ন্যায় যারা একই ক্লেশ সহ্য করছে তাদের সাথে কি হবে?
ঈশ্বর তাদের সিদ্ধ, স্থাপিত ও সবল করবেন.
পিতর সীলকে কি বলে সম্বোধন করেছিলেন?
পিতর সীলকে একজন বিশ্বস্ত ভাই বলে সম্বোধন করেছিলেন.
পিতর তার লেখার বিষয়ে কি বলেছিলেন?
তিনি বলেছিলেন যে তিনি যা লিখেছেন তা হল ঈশ্বরের সত্য অনুগ্রহ.
কারা মনোনীত প্রবাসীদের সংবোধন করেছিল ও তাদেরকে একে অপরকে কিভাবে সংবোধন করতে হত?
তিনি যিনি ব্যাবিলনে ছিলেন, ও পিতরের পুত্র মার্ক তাদেরকে সংবোধন করেছিল; তাদেরকে একে অপরকে প্রেমের চুম্বনের সাথে সংবোধন করতে হত.