বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS

কে দ্বিতীয় পিতরটিকে লিখেছিলেন?

শিমোন পিতর, প্রভু যীশু খ্রীষ্টের একজন দাস ও প্রেরিত দ্বিতীয় পিতরটিকে লিখেছিলেন.

কাদের প্রতি পিতর এটিকে লিখেছিলেন?

পিতর তাদেরকে লিখেছিলেন যারা একই বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত করেছিল.

জীবন ও সৎকর্মের জন্য কিভাবে সকল ঐশ্বরিক শক্তির বিষয়গুলোকে পিতর ও বিশ্বাসের প্রাপকদের দেওয়া হয়েছিল?

তাদেরকে ঈশ্বরের জ্ঞানের দ্বারা সেগুলো দেওয়া হয়েছিল.

কেন ঈশ্বর পিতর ও বিশ্বাসের প্রাপকদেরকে জীবন ও সৎকর্মের জন্য সকল ঐশ্বরিক শক্তির বিষয়গুলোর সাথে মহান ও বহুমূল্য প্রতিজ্ঞাগুলোও দিয়েছিলেন?

তিনি এমনটি করেছিলেন যেন তারা ঐশ্বরিক স্বভাবের ভাগীদার হতে পারে.

অন্তিমে বিশ্বাসের প্রাপকরা তাদের বিশ্বাসের দ্বারা কি লাভ করবে?

তারা অন্তিমে তাদের বিশ্বাসের দ্বারা প্রেম লাভ করবে.

সেই ব্যক্তিটি কে যার বিশ্বাসে, সদগুণে, জ্ঞানে, আত্ম-নিয়ন্ত্রণে, ধৈর্য্যে, ভক্তিতে, ভাতৃত্বে ও প্রেমে অভাব রয়েছে?

সে কেবল নিকটের বিষয়গুলো দেখে; সে হল অন্ধ.

যদি ভাইরা তাদের আহ্বান ও নির্বাচনটিকে নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করে তবে কি হবে?

তারা উছোট খাবে না আর তারা তাদের প্রভু ও উদ্ধারকর্তা যীশু খ্রীষ্টের চিরস্থায়ী রাজ্যে প্রবেশের নিশ্চয়তা প্রাপ্ত করবে.

কেন পিতর ভেবেছিলেন যে তার ক্ষেত্রে ভাইদের এইসব মনে করিয়ে দেওয়াটা সঠিক?

কারণ প্রভু যীশু খ্রীষ্ট পিতরকে দেখিয়েছিলেন যে তিনি অবিলম্বে তার তাম্বুটি সরিয়ে দেবেন.

যারা প্রভু যীশু গরিমার সাক্ষ্য তারা কি দেখেছিল?

তারা দেখেছিল যে তিনি ঈশ্বর পিতার কাছ থেকে সন্মান ও গৌরব প্রাপ্ত করেছিলেন.

আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে ভাববাণী সঠিক?

কারণ লিখিত ভাববাণী ভাববাদীর যুক্তি থেকে আবির্ভাব হয় না,আর না কোনো ভাববাণী মানুষের ইচ্ছায় বলা হয়, কিন্তু পবিত্র আত্মায় চালিত হওয়ার দ্বারা সে ঈশ্বরের থেকে ভাববাণী বলে.

মিথ্যে শিক্ষকেরা গুপ্তভাবে বিশ্বাসীদের কাছে কি নিয়ে আসবে?

মিথ্যে শিক্ষকেরা বিনাশজনক দলভেদ আনবে ও প্রভুকে অস্বীকার করবে যিনি তাদের ক্রয় করেছেন.

মিথ্যে শিক্ষকদের উপরে কি আসবে?

শীঘ্র তাদের উপর বিনাশ ও বিচার আসবে.

ছলপূর্ণ বাক্যের দ্বারা মিথ্যে শিক্ষকেরা কি করবে?

মিথ্যে শিক্ষকেরা ভাইদের কাছ থেকে অর্থলাভ করবে .

ঈশ্বর কাদের রেহাই দেননি?

ঈশ্বর সেই স্বর্গদূতদের যারা প্রাচীন জগতে এবং সদোম ও ঘমোরাতে পাপ করেছিল তাদের রেহাই দেননি.

ঈশ্বর কাকে রক্ষা করেছিলেন?

ঈশ্বর সাতজনের সাথে নোহকে ও লোটকে রক্ষা করেছিলেন .

ঈশ্বর কিছু লোককে রেহাই না দিয়ে ও কিছুজনকে রক্ষা করার দ্বারা কি দেখিয়েছিলেন?

ঈশ্বরের কার্যটি দেখায় যে প্রভু জানেন যে কিভাবে ঈশ্বর-প্রেমীদের রক্ষা করতে হয় ও কিভাবে ধার্মিকদের তত্বাবধান করতে হয়.

সেই মহিমান্বিতরা কারা ছিল যাদের অধার্মিকেরা নিন্দা করতে ভয় পেয়েছিল?

সেই মহিমান্বিতরা স্বর্গদূতগণ ছিল, যারা প্রভুর কাছে মানুষদের অসন্মানীয় বিচার উপস্থিত করে না .

মিথ্যে শিক্ষকেরা কাদের প্ররোচিত করে?

মিথ্যে শিক্ষকেরা অস্থির প্রাণদের প্ররোচিত করে.

কে ভাববাদী বিলিয়মের বাতুলতাকে ক্ষান্ত করেছিল?

একটি মূক-গাধা মানুষের ভাষায় কথা বলে বিলিয়মকে ক্ষান্ত করেছিল.

কার কাছে একটি মানুষ দাস?

একটি মানুষ সেই সকলের কাছে দাস যা তাকে পরাভূত করে.

তাদের জন্য যারা প্রভু যীশু খ্রীষ্টের জ্ঞানের দ্বারা জগতের দূষণকে এড়িয়ে যায় ও পরে সেগুলোর কাছে ফিরে যায়, সেক্ষেত্রে কি হওয়াটা ভালো?

তাদের ক্ষেত্রে ভালো হত যদি তারা ধার্মিকতার পথের বিষয়ে না জানত.

কেন পিতর এই দ্বিতীয় পত্রটিকে লিখেছিলেন?

তিনি লিখেছিলেন যেন প্রিয়জনেরা পূর্বে ভাববাদীদের দ্বারা বলা বাক্যগুলোকে আর তাদের প্রভু ও উদ্ধারকর্তার আদেশগুলোকে স্মরণ করতে পারে.

অন্তিম দিনগুলোতে উপহাসকেরা কি বলবে?

উপহাসকেরা প্রভু যীশুর আগমনের প্রতিজ্ঞাটির উপর প্রশ্ন তুলবে আর বলবে যে সকল কিছু সৃষ্টির আরম্ভের মত একই থাকবে.

কিভাবে আকাশমন্ডল ও পৃথিবী স্থাপিত করা হয়েছিল, আর কিভাবে তাদের অগ্নির জন্যে, বিচারের দিনের জন্য ও ভক্তিহীন লোকেদের বিনাশের জন্য সঞ্চিত করা হয়েছে?

সেগুলোকে ঈশ্বরের বাক্যের দ্বারা স্থাপিত ও সঞ্চিত করা হয়েছে.

কেন প্রভু প্রিয়জনদের জন্য ধৈর্য্যশীল ছিলেন?

কারণ তিনি চাইতেন যেন তারা নষ্ট না হয় কিন্তু অনুশোচনার জন্য সময় পায়.

প্রভুর দিন কিভাবে আসবে?

প্রভুর দিন চোরের ন্যায় আসবে.

পবিত্র ও ভক্তিপূর্ণ জীবনযাপনের জন্য প্রিয়জনদেরকে কি ধরনের লোকজন হওয়া উচিত এই প্রশ্নটি পিতর কেন জিজ্ঞাসা করেছিলেন?

কারণ আকাশমন্ডল ও পৃথিবী নষ্ট হয়ে যাবে আর কারণ নতুন আকাশমন্ডলে ও নতুন পৃথিবীতে বসবাস করার জন্য তাদের কাছে ধার্মিক আচরণের প্রত্যাশা করা হবে.

অজ্ঞান ও চঞ্চল লোকেদের সাথে কি ঘটবে যারা পৌলকে দেওয়া জ্ঞানটিকে বিরূপ করে আর শাস্ত্রবাক্যগুলোকে বিকৃত করে?

তাদের কার্যগুলোই তাদের নিজ বিনাশ নিয়ে আসবে .

প্রবঞ্চনার দ্বারা ভ্রান্ত না হয়ে আর নিজেদের বিশ্বস্ততাকে না হারিয়ে বরং পিতর প্রিয়জনদেরকে কি করতে আদেশ দিয়েছিলেন?

তিনি তাদেরকে তাদের প্রভু ও উদ্ধারকর্তা যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও জ্ঞানে বৃদ্ধি পেতে আদেশ দিয়েছিলেন.