বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS

এই পত্রটি কাকে লেখা হয়েছিল?

এই পত্রটি ফিলীমনকে লেখা হয়েছিল, যিনি পৌলের প্রিয় ভাই এবং কাজের সঙ্গী ছিলেন.

কি ধরনের জায়গায় চার্চ-সভা করা হত?

চার্চ সভা একটি গৃহে করা হত.

পৌল ফিলীমনের কোন ভালো চরিত্রগুলোর বিষয়ে শুনেছিলেন?

পৌল ফিলীমনের প্রেম, প্রভুতে বিশ্বাস আর সকল পবিত্রজনদের প্রতি বিশ্বাসযোগ্যতার বিষয়ে শুনেছিলেন.

পৌলের অনুসারে, ফিলীমন পবিত্রজনদের জন্য কি করেছেন?

ফিলীমন পবিত্রজনদের হৃদয়গুলোকে সতেজ করেছেন.

কেন পৌল ফিলীমনকে কোনো বিষয়ের জন্য নিবেদন করছেন দোষারোপ করছেন না?

পৌল ফিলীমনকে স্নেহ করেন তাই নিবেদন করছেন .

কখন পৌল ওনীষিমকে জন্ম দিয়েছিলেন?

পৌল যখন বন্দী দশায় ছিলেন তখন তিনি ওনীষিমকে জন্ম দিয়েছিলেন.

ওনীষিমের সাথে পৌল কি করেন?

পৌল ওনীষিমকে ফিলীমনের কাছে পাঠিয়ে দেন.

পৌল কি চান যেন ওনীষিম করতে সক্ষম হন?

পৌল চান যেন ওনীষিম তাকে সাহায্য করতে সক্ষম হন.

পৌল কি চান যেন ফিলীমন ওনীষিমের সাথে করেন?

পৌল চান যে ফিলীমন ওনীষিমকে নিজ দাসত্ব থেকে মুক্তি দেন আর ওনীষিমকে পৌলের কাছে ফিরিয়ে দিতে সহমত হন.

পৌল কি চান যেন ফিলীমন ওনীষিমকে কি বলে গণ্য করেন?

পৌল চান যেন ফিলীমন ওনীষিমকে প্রিয় ভাই বলে গণ্য করেন.

যা কিছুতে ওনীষিম ফিলীমনের ঋণী সে বিষয়ে পৌল কি চান যেন ফিলীমন করেন?

যা কিছুতে ওনীষিম ফিলীমনের ঋণী সে বিষয়ে পৌল চান যেন ফিলীমন তা পৌলের কাছে দাবি করেন.

পৌল ফিলীমনের কাছে কিসে ঋণী?

পৌল তার জীবনটির বিষয়ে ফিলীমনের কাছে ঋণী.

পৌল কি প্রত্যাশা করেন যে ফিলীমন ওনীষিমকে তার কাছে পাঠিয়ে দেবেন?

হ্যাঁ, পৌল দৃঢ় প্রত্যাশা করেন যে ফিলীমন ওনীষিমকে তার কাছে পাঠিয়ে দেবেন.

পৌল কোথায় আসবেন যদি তিনি বন্দী থেকে মুক্ত হন?

পৌল ফিলীমনের সাথে সাক্ষাৎকার করতে আসবেন যদি তিনি বন্দী থেকে মুক্ত হন.