বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS

অতীতে ঈশ্বর কিভাবে কথা বলেছেন?

ঈশ্বর অতীতে ভাববাদীদের দ্বারা বহু বার বিভিন্ন মাধ্যমে কথা বলেছেন.

ইতিমধ্যে ঈশ্বর কিভাবে কথা বলেছেন?

ইতিমধ্যে ঈশ্বর তার পুত্রের মাধ্যমে কথা বলেছেন.

কার মাধ্যমে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল?

ঈশ্বরের পুত্রের মাধ্যমে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল.

কিভাবে সকল কিছু স্থির রয়েছে?

সকল কিছু ঈশ্বরের পুত্রের বাক্যের শক্তির দ্বারা স্থির রয়েছে.

কিভাবে পুত্র মহিমা ও ঈশ্বরের প্রভা প্রদর্শিত করেন?

পুত্র হলেন ঈশ্বরের মহিমার প্রভা আর ঈশ্বরের চরিত্রের মুদ্রাঙ্ক .

কিভাবে ঈশ্বরের পুত্রকে স্বর্গদূতদের সাথে তুলনা করা হয়?

ঈশ্বরের পুত্রটি হলেন স্বর্গদূতদের থেকে উচ্চ.

ঈশ্বর স্বর্গদূতদের কি আদেশ দিয়েছিলেন যখন পুত্রকে জগতে আনা হয়েছিল?

ঈশ্বর স্বর্গদূতদেরকে পুত্রকে আরাধনা করতে আদেশ দিয়েছিলেন যখন পুত্রকে জগতে আনা হয়েছিল.

স্বর্গদূতদের কি শারীরিক দেহ আছে?

না, স্বর্গদূতরা হল আত্মা.

কতকাল পুত্র রাজারূপে রাজত্ব করবেন?

পুত্র রাজারূপে চিরকাল রাজত্ব করবেন.

পুত্র কি ভালোবাসেন ও কি ঘৃণা করেন?

পুত্র ধার্মিকতা ভালোবাসেন ও ব্যবস্থাহীনতাকে ঘৃণা করেন.

সময়ের শেষে পৃথিবীর ও আকাশমন্ডলের কি হবে?

পৃথিবী ও আকাশমন্ডল পুরনো বস্ত্রের ন্যায় খসে পড়বে ও নষ্ট হবে.

যতক্ষণ না কিছু ঘটে, ঈশ্বর তার পুত্রকে কোথায় বসতে বলেছিলেন?

ঈশ্বর তার পুত্রকে তার ডানদিকে বসতে বলেছিলেন যতক্ষণ না ঈশ্বর তার পুত্রের শত্রুদেরকে তার পাদপীঠ না করছেন.

স্বর্গদূতরা কাদের যত্ন নেয়?

স্বর্গদূতরা তাদের যত্ন নেয় যারা উদ্ধারের উত্তরাধিকারী হতে চলেছে.

কেন বিশ্বাসীদের ধ্যান দিতে হবে যা তারা শুনেছে?

বিশ্বাসীরা যাতে বিপথে না চলে যায় তার জন্য যা তারা শুনেছে তাতে ধ্যান দিতে হবে.

প্রত্যেক পাপী ও অনাজ্ঞাকারী কি প্রাপ্ত করবে?

প্রত্যেক পাপী ও অনাজ্ঞাকারী কেবল দণ্ড প্রাপ্ত করবে.

ঈশ্বর কিভাবে প্রভুর দ্বারা প্রচারিত উদ্ধারের সংবাদটির প্রতি সাক্ষ্য দেন?

ঈশ্বর চিহ্ন, অদ্ভুত লক্ষণ, পরাক্রমী কার্যে ও পবিত্র আত্মার বরদানগুলোর দ্বারা সংবাদটির প্রতি সাক্ষ্য দেন.

কারা আসন্ন জগতে শাসন করবে না?

স্বর্গদূতরা আসন্ন জগতে শাসন করবে না.

আসন্ন জগতে কারা শাসন করবে?

আসন্ন জগতে মানুষরা শাসন করবে.

কেন প্রভু যীশুকে মহিমা ও সমাদরে ভূষিত করা হয়েছিল?

প্রভু যীশুকে তার দুঃখভোগ এবং মৃত্যুর জন্য মহিমা ও সমাদরে ভূষিত করা হয়েছিল.

কাদের জন্য প্রভু যীশু মৃত্যুর স্বাদ নিয়েছিলেন?

প্রভু যীশু প্রত্যেক মানুষের জন্য মৃত্যুর স্বাদ নিয়েছিলেন.

কাদেরকে মহিমাতে আনার পরিকল্পনা ঈশ্বর করেন?

ঈশ্বর বহু সন্তানদের মহিমাতে আনার পরিকল্পনা করেন.

কারা এক উৎস থেকে অর্থাৎ ঈশ্বর থেকে আসে?

যিনি পবিত্র করেন ও যারা পবিত্র হয়েছে দুপক্ষই এক উৎস থেকে অর্থাৎ ঈশ্বর থেকে আসে.

কাকে প্রভু যীশুর মৃত্যুর মাধ্যমে প্রভাবহীন করা হয়েছিল?

শয়তানকে প্রভু যীশুর মৃত্যুর মাধ্যমে প্রভাবহীন করা হয়েছিল.

প্রভু যীশুর মৃত্যুর মাধ্যমে কোন দাসত্ব থেকে লোকেদেরকে মুক্ত করা হয়েছে?

প্রভু যীশুর মৃত্যুর মাধ্যমে মৃত্যুর ভয় থেকে লোকেদেরকে মুক্ত করা হয়েছে.

প্রভু যীশুর জন্য সকল ক্ষেত্রে তার ভাইদের মত হওয়াটা কেন প্রয়োজন ছিল?

এটি প্রয়োজন ছিল যেন তিনি ঈশ্বরের বিষয়গুলোর উপর একজন দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হতে পারেন আর যেন তিনি লোকেদের পাপের ক্ষমা অর্জন করতে পারেন.

কেন প্রভু যীশু তাদের সাহায্য করতে সক্ষম যারা প্রলোভিত হয়েছে?

প্রভু যীশু তাদের সাহায্য করতে সক্ষম যারা প্রলোভিত হয়েছে কারণ তিনিও প্রলোভিত হয়েছিলেন.

ইব্রীয় পুস্তকের লেখক কোন দুটি নাম প্রভু যীশুকে দেন?

লেখক প্রভু যীশুকে প্রেরিত ও মহাযাজক নাম দেন.

কেন প্রভু যীশুকে মোশীর থেকে অধিকতর মহান গণ্য করা হয়েছে?

প্রভু যীশুকে মোশীর থেকে অধিকতর মহান গণ্য করা হয়েছে কারণ যদিও মোশী ঈশ্বরের সম্পূর্ণ গৃহে বিশ্বস্ত ছিলেন তবুও প্রভু যীশু হলেন সেই গৃহের নির্মাণকর্তা.

ঈশ্বরের গৃহে মোশীর ভূমিকাটি কি ছিল?

মোশী ঈশ্বরের গৃহে একজন দাস ছিলেন.

মোশী কোন বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন?

মোশী ভবিষ্যতের কথার বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন.

ঈশ্বরের গৃহে প্রভু যীশুর ভূমিকাটি কি?

ঈশ্বরের গৃহে প্রভু যীশুর ভূমিকাটি হল যে তিনি হলেন পুত্র বা কর্তা.

ঈশ্বরের গৃহ কে?

বিশ্বাসীরা হল ঈশ্বরের গৃহ যদি তারা তাদের প্রত্যয়টিকে দৃঢ়ভাবে ধরে রাখে.

ইস্রায়েলীয়রা নির্জনপ্রদেশে কি করেছিল যখন তারা ঈশ্বরের বাণী শুনেছিল?

ইস্রায়েলীয়রা তাদের হৃদয়গুলোকে কঠিন করেছিল.

ঈশ্বর সেই ইস্রায়েলীয়দের বিষয়ে কি প্রতিজ্ঞা করেছিলেন যারা তাদের হৃদয়ে বিপথে গিয়েছিল?

ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তারা তার বিশ্রামে প্রবেশ করতে পারবে না.

ভাইদের কোন বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে?

ভাইদের অবিশ্বাসের দ্বারা জীবিত ঈশ্বরের থেকে সরে না যাওয়ার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে .

ভাইদেরকে কি করতে বলা হয়েছে যেন পাপের প্রবঞ্চনার দ্বারা তারা হৃদয়ের কঠিনতাকে এড়িয়ে যেতে পারে?

ভাইদেরকে একে অপরকে প্রতিদিন উৎসহিত করতে হবে.

প্রভু খ্রীষ্টের সহকর্মীরূপে বিশ্বাসীদেরকে কি করতে হবে?

প্রভু খ্রীষ্টের সহকর্মীরূপে বিশ্বাসীদেরকে প্রথম থেকে অন্তম পর্যন্ত তাদের প্রত্যয়টিকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে.

কাদের প্রতি ঈশ্বর চল্লিশ বছর পর্যন্ত ক্রোধিত ছিলেন?

ঈশ্বর তাদের প্রতি ক্রোধিত ছিলেন যারা নির্জন প্রদেশে পাপ করেছিল.

তাদের সাথে কি ঘটেছিল যাদের উপর ঈশ্বর ক্রোধিত ছিলেন?

তাদের মৃত দেহ নির্জন প্রদেশে পতিত হয়েছিল.

কেন অনাজ্ঞাকারী ইস্রায়েলীয়রা ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করতে পারেনি?

তারা তাদের অবিশ্বাসের কারণে ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করেতে পারেনি.

কোন সুসমাচার বিশ্বাসীরা ও ইস্রায়েলীয়রা শুনেছিল?

ঈশ্বরের বিশ্রামের বিষয়ের সুসমাচার বিশ্বাসীরা ও ইস্রায়েলীয়রা শুনেছিল.

কেন সুসমাচারটি ইস্রায়েলীয়দের জন্য লাভজনক নয়?

সুসমাচারটি ইস্রায়েলীয়দের জন্য লাভজনক নয় কারণ তারা এটি বিশ্বাস করত না.

তারা কারা যারা ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করে?

যারা সুসমাচার শোনে ও তা বিশ্বাস করে তারা ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করে.

কখন ঈশ্বর তার সৃষ্টির কাজ সমাপ্ত করে বিশ্রাম নিয়েছিলেন?

জগতের আরম্ভে ঈশ্বর তার সৃষ্টির কাজ সমাপ্ত করে সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন.

ঈশ্বর ইস্রায়েলীয়দের ও তার বিশ্রামের বিষয়ে কি বলেছিলেন?

ঈশ্বর বলেছিলেন যে ইস্রায়েলীয়রা তার বিশ্রামে প্রবেশ করবে না.

কোন দিনটিকে ঈশ্বর তার বিশ্রামে লোকেদের প্রবেশের জন্য নির্ণয় করে রেখেছেন?

ঈশ্বর “আজকের দিনটিকে” তার বিশ্রামে লোকেদের প্রবেশের জন্য নির্ণয় করে রেখেছেন.

একজন ব্যক্তিকে ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করার জন্য কি করতে হবে?

একজন ব্যক্তিকে ঈশ্বরের বাণী শুনতে হবে ও তার হৃদয়কে নম্র করতে হবে.

ঈশ্বরের লোকেদের জন্য কি সঞ্চিত করে রাখা আছে?

ঈশ্বরের লোকেদের জন্য একটি বিশ্রামবারের বিশ্রাম সঞ্চিত করে রাখা আছে.

একজন ব্যক্তি যে ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করে সে কিসের থেকে বিশ্রাম পায়?

একজন ব্যক্তি যে ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করে সে তার কর্মের থেকেও বিশ্রাম পায়.

কেন ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করতে বিশ্বাসীদের আগ্রহী হওয়া উচিত?

ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করতে বিশ্বাসীদের আগ্রহী হওয়া উচিত কারণ তারা যেন ইস্রায়েলীয়দের মত পতিত না হয়.

ঈশ্বরের বাক্য কিসের চেয়ে বেশি ধারালো?

ঈশ্বরের বাক্য দ্বিধার-তলোয়ারের চেয়ে বেশি ধারালো.

ঈশ্বরের বাক্য কি বিভেদ করতে সক্ষম?

ঈশ্বরের বাক্য আত্মা থেকে প্রাণকে আর গ্রন্থী থেকে মজ্জাকে বিভেদ করতে সক্ষম .

ঈশ্বরের বাক্য কি বিচার করতে সক্ষম?

ঈশ্বরের বাক্য হৃদয়ের চিন্তা ও বিবেচনাগুলোকে বিচার করতে সক্ষম .

কে ঈশ্বরের দৃষ্টি থেকে গুপ্ত রয়েছে?

কোনো সৃষ্ট বস্তুই ঈশ্বরের দৃষ্টি থেকে গুপ্ত নেই.

বিশ্বাসীদের জন্য মহাযাজকরূপে কে সেবাকার্য করেন?

প্রভু যীশু ঈশ্বরের পুত্র বিশ্বাসীদের জন্য মহাযাজকরূপে সেবাকার্য করেন.

কেন প্রভু যীশু বিশ্বাসীদের দুর্বলতায় সহমর্মী হন?

প্রভু যীশু বিশ্বাসীদের দুর্বলতায় সহমর্মী হন কারণ তাকে প্রত্যেক প্রকারে প্রলোভিত করা হয়েছিল.

প্রভু যীশু কতবার পাপ করেছিলেন?

প্রভু যীশু পাপশূন্য ছিলেন.

প্রয়োজনের সময়ে, বিশ্বাসীদের দয়া ও অনুগ্রহ প্রাপ্ত করার জন্য কি করতে হবে?

প্রয়োজনের সময়ে, বিশ্বাসীদের অনুগ্রহের সিংহাসনের কাছে দৃঢ়তার সাথে আসতে হবে.

প্রত্যেক মহাযাজক লোকেদের পক্ষে কি করে?

লোকেদের জন্য প্রত্যেক মহাযাজক পাপের জন্য উপহার ও বলি উৎসর্গ করে.

লোকেদের ছাড়া মহাযাজক আর কার পক্ষে বলি উৎসর্গ করে?

মহাযাজক নিজের পাপের জন্যেও বলি উৎসর্গ করে.

কিভাবে একজন ব্যক্তি ঈশ্বরের মহাযাজক হওয়ার সন্মান অর্জন করে?

একজন ব্যক্তিকে ঈশ্বরের দ্বারা মহাযাজক হওয়ার আহ্বান প্রাপ্ত করতে হবে.

প্রভু খ্রীষ্ট যে মহাযাজক তা কে ঘোষণা করেছিলেন?

প্রভু খ্রীষ্ট যে মহাযাজক তা ঈশ্বর স্বয়ং ঘোষণা করেছিলেন.

কতকাল পর্যন্ত প্রভু খ্রীষ্ট ঈশ্বরের মহাযাজক থাকবেন?

অনন্তকাল পর্যন্ত প্রভু খ্রীষ্ট ঈশ্বরের মহাযাজক থাকবেন.

কোন রীতি অনুসারে প্রভু খ্রীষ্ট একজন মহাযাজক?

প্রভু খ্রীষ্ট মল্কীষেদকের রীতি অনুসারে একজন মহাযাজক.

ঈশ্বর প্রভু খ্রীষ্টের নিবেদন কেন শুনেছিলেন যখন তিনি প্রার্থনা করেছিলেন?

ঈশ্বর প্রভু খ্রীষ্টের প্রার্থনা শুনেছিলেন কারণ তিনি ঈশ্বরকে গ্রহণ করেছিলেন.

প্রভু খ্রীষ্ট কিভাবে আজ্ঞাকারী হওয়া শিখেছিলেন?

প্রভু খ্রীষ্ট তার দুঃখভোগে থাকে আজ্ঞাকারী হওয়া শিখেছিলেন.

কাদের জন্য প্রভু খ্রীষ্ট অনন্ত উদ্ধারের কারণ হয়েছিলেন?

প্রত্যেকের জন্য যারা তার আজ্ঞাকারী, প্রভু খ্রীষ্ট তাদের জন্য অনন্ত উদ্ধারের কারণ হয়েছিলেন.

এই পত্রের আসল পাঠকদের আত্মিক পরিস্থিতি কেমন ছিল?

আসল পাঠকেরা শোনার ক্ষেত্রে শিথিল ছিল আর তাদেরকে ঈশ্বরের বাক্যের ভিত্তিমূলক নীতিগুলোকে পুনরায় শেখানোর প্রয়োজন ছিল.

এই পত্রের লেখকটি কিভাবে বলেন যে বিশ্বাসীদের আত্মিক শিশু থেকে পূর্ণ-বয়সপ্রাপ্ত হতে হবে?

বিশ্বাসীদের কি ভুল ও কি ভালো তা বোঝার দ্বারা এবং ভালো ও মন্দ উপলব্ধি করার দ্বারা আত্মিক বৃদ্ধি পেতে হবে.

ইব্রীয় পত্রের লেখকটি কি চান যেন বিশ্বাসীরা চেষ্টা করে?

ইব্রীয় পত্রের লেখকটি চান যেন বিশ্বাসীরা সিদ্ধির চেষ্টা করে.

প্রভু খ্রীষ্টের সংবাদের ভিত্তিরূপে লেখক কি শিক্ষার তালিকা দেন?

মৃত কার্য থেকে মনপরিবর্তন করা, ঈশ্বরে বিশ্বাস রাখা, বাপ্তিস্ম, হস্তার্পণ, মৃতদের পুনরুত্থান আর অনন্ত বিচার হল ভিত্তিমূলক শিক্ষা .

তাদের জন্য কি করা অসম্ভব যারা পবিত্র আত্মার সহভাগী কিন্তু তারপর পতিত হয়?

তাদেরকে মনপরিবর্তনের জন্য নতুন করাটা অসম্ভব যারা পবিত্র আত্মার সহভাগী কিন্তু তারপর পতিত হয়.

এই দীপ্তি প্রাপ্ত লোকেরা কিসের স্বাদ নিয়েছে?

এরা স্বর্গের বরদানগুলোর, ঈশ্বরের বাক্যের আর আগত যুগের শক্তিগুলোর স্বাদ নিয়েছে.

কেন এই লোকগুলোকে মনপরিবর্তনের জন্য নতুন করাটা সম্ভব নয়?

তারা নতুন হতে সক্ষম নয় কারণ তারা তাদের নিজেদের জন্য ঈশ্বরের পুত্রকে ক্রুশে দিয়েছে .

লেখকের যুক্তিতে, সেই ভূমির সাথে কি ঘটে যা বৃষ্টির জল প্রাপ্ত করা সত্ত্বেও কাঁটাবন ও শ্যাকুল উৎপন্ন করে?

সেই ভূমিটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় যা বৃষ্টির জল প্রাপ্ত করা সত্ত্বেও কাঁটাবন ও শ্যাকুল উৎপন্ন করে.

লেখকের প্রত্যাশা সেই বিশ্বাসীদের কাছে কি যাদেরকে তিনি এই পত্রটিকে লেখেন?

এই বিশ্বাসীদের প্রতি লেখক উত্তম বিষয় প্রত্যাশা করেন, এমন বিষয় সকল যা উদ্ধার সম্পর্কিত.

এই বিশ্বাসীদের বিষয়ে ঈশ্বর কি ভুলে যাবেন না?

ঈশ্বর পবিত্রজনদের প্রতি তাদের সৎকর্ম, প্রেম ও সেবাকার্যগুলোকে ভুলে যাবেন না .

বিশ্বাসীদেরকে তাদের বিষয়ে কি অনুকরণ করা উচিত যারা ঈশ্বরের প্রতিজ্ঞার উত্তরাধিকারী?

বিশ্বাসীদেরকে তাদের বিশ্বাস ও ধৈর্য্যের অনুকরণ করা উচিত যারা ঈশ্বরের প্রতিজ্ঞার উত্তরাধিকারী.

আব্রাহামকে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো প্রাপ্ত করতে কি করতে হয়েছিল?

ঈশ্বরের প্রতিজ্ঞা প্রাপ্ত করার জন্য আব্রাহামকে ধৈর্য্যের সাথে অপেক্ষা করতে হয়েছিল.

কেন ঈশ্বর তার প্রতিজ্ঞাটিকে একটি শপথের সাথে দিয়েছিলেন?

ঈশ্বর তার প্রতিজ্ঞাটিকে একটি শপথের সাথে দিয়েছিলেন এটি দেখাতে যে তার প্রতিজ্ঞাটি অপরিবর্তনীয়.

ঈশ্বরের পক্ষে কি করা অসম্ভব?

ঈশ্বরের পক্ষে মিথ্যে বলা অসম্ভব.

ঈশ্বরের প্রতি বিশ্বাসীর দৃঢ় বিশ্বাসটি তার প্রাণের জন্য কি করে?

ঈশ্বরের প্রতি বিশ্বাসীর দৃঢ় বিশ্বাসটি হল তার প্রাণের জন্য সুরক্ষিত ও ভরসাযোগ্য লঙ্গরস্বরূপ.

বিশ্বাসীদের জন্য অগ্রদূত হয়ে প্রভু যীশু কোথায় প্রবেশ করেছিলেন?

বিশ্বাসীদের জন্য অগ্রদূত হয়ে প্রভু যীশু পর্দার পিছনের অন্তরকক্ষে প্রবেশ করেছিলেন.

কোন দুটি নাম মল্কীষেদকের ছিল?

মল্কীষেদক শালেমের রাজা ছিলেন ও সর্বশক্তিমান ঈশ্বরের যাজক ছিলেন.

আব্রাহাম মল্কীষেদককে কি দিয়েছিলেন?

আব্রাহাম মল্কীষেদককে তার দখলপ্রাপ্ত সকল সম্পত্তির দশভাগ দিয়েছিলেন .

মল্কীষেদক নামের অর্থটি কি?

মল্কীষেদক নামটির অর্থ হল “ধার্মিকতার রাজা” ও “শান্তির রাজা”.

মল্কীষেদকের পূর্বপুরুষেরা কারা ছিল ও তিনি কবে মারা গিয়েছিলেন?

মল্কীষেদক পূর্বপুরুষহীন ছিলেন ও তার জীবনের অন্ত ছিল না.

যাজকেরা কার বংশ থেকে এসেছে, যারা ব্যবস্থা অনুসারে পুরোহিত আর যারা লোকেদের কাছ থেকে দশমাংশ সংগ্রহ করে?

ব্যবস্থার যাজকেরা লেবি ও আব্রাহাম থেকে এসেছে.

কে বেশি মহান ব্যক্তি ছিলেন, আব্রাহাম না কি মল্কীষেদক?

মল্কীষেদক বেশি মহান ব্যক্তি ছিলেন কারণ তিনি আব্রাহামকে আশির্বাদ দিয়েছিলেন.

কোন প্রকারে লেবি সয়ংও মল্কীষেদককে দশমাংশ দিয়েছিলেন?

লেবি সয়ংও মল্কীষেদককে দশমাংশ দিয়েছিলেন কারণ লেবি তখন আব্রাহামের কটিতে ছিলেন যখন আব্রাহাম মল্কীষেদককে দশমাংশ দিয়েছিলেন .

কেন মল্কীষেদকের নিয়ম অনুসারে আরো একজন যাজকের উত্থানের প্রয়োজন হয়েছিল?

মল্কীষেদকের নিয়ম অনুসারে আরো একজন যাজকের উত্থানের প্রয়োজন হয়েছিল কারণ লেবীয় যাজকদের দ্বারা পূর্ণতা হওয়াটা অসম্ভব ছিল.

কিসের পরিবর্তন হওয়া প্রয়োজন যখন যাজকীয়তার পরিবর্তন হয়?

ব্যবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন যখন যাজকীয়তার পরিবর্তন হয়.

কোন গোত্র থেকে প্রভু যীশু এসেছিলেন আর সেই গোত্রটি কি যাজকদের ন্যায় বেদির সেবাকার্য করত?

প্রভু যীশু যিহূদা গোত্র থেকে এসেছিলেন আর সেই গোত্রটি কখনও যাজকদের ন্যায় বেদির সেবাকার্য করত না.

কোন ভিত্তিতে প্রভু যীশু মল্কীষেদকের নিয়ম অনুসারে একজন যাজক হয়েছিলেন?

অবিনাশী জীবন শক্তির ভিত্তিতে প্রভু যীশু মল্কীষেদকের নিয়ম অনুসারে একজন যাজক হয়েছিলেন.

কি সরিয়ে রাখা হচ্ছে কারণ তা দুর্বল ও নিষ্ফল?

পূর্বের আদেশ যা হল ব্যবস্থা সরিয়ে রাখা হচ্ছে কারণ তা দুর্বল ও নিষ্ফল.

কিভাবে ঈশ্বর শ্রেষ্ট প্রত্যাশাটিকে এনেছেন যেটি প্রভু খ্রীষ্টে বিশ্বাসীদের রয়েছে?

একটি শপথের দ্বারা যা হল প্রভু যীশু যিনি অনন্তকালের যাজক, ঈশ্বর শ্রেষ্ট প্রত্যাশাটিকে এনেছেন যেটি প্রভু খ্রীষ্টে বিশ্বাসীদের জন্য রয়েছে.

প্রভু যীশু কিসের প্রতিভূ হয়েছেন?

প্রভু যীশু একটি উত্তম নিয়মের প্রতিভূ হয়েছেন.

কেন প্রভু যীশু তাদেরকে উদ্ধার করতে সক্ষম হন যাদের তার মাধ্যমে ঈশ্বরের নিকটে নিয়ে আসা হয়?

প্রভু যীশু তাদেরকে উদ্ধার করতে সক্ষম হন যাদের তার মাধ্যমে ঈশ্বরের নিকটে নিয়ে আসা হয় কারণ তিনি নিরন্তর তাদের জন্য অনুরোধ করেন.

কোন চারটি গুণ প্রভু যীশুর রয়েছে যা তাকে বিশ্বাসীদের জন্য সঠিক যাজক তৈরী করে?

প্রভু যীশু হলেন পাপহীন, দোষহীন, বিশুদ্ধ ও তাকে পাপীদের থেকে পৃথক করা হয়েছিল .

প্রভু যীশুকে তার নিজের পাপের জন্য কোন বলিদান দিতে হয়েছিল?

প্রভু যীশুকে তার নিজের পাপের জন্য কোনো বলিদান দেওয়ার প্রয়োজন ছিল না কারণ তিনি পাপহীন.

প্রভু যীশু লোকেদের পাপের জন্য কোন বলিদান দিয়েছিলেন?

প্রভু যীশু লোকেদের পাপের জন্য নিজেকে বলিদান দিয়েছিলেন.

প্রভু যীশু সেই যাজকদের থেকে কিভাবে ভিন্ন যাদের ব্যবস্থার মাধ্যমে নিযুক্ত করা হয়?

যাজকগণ যাদের ব্যবস্থার মাধ্যমে নিযুক্ত করা হয় তারা দুর্বল কিন্তু প্রভু যীশুকে অনন্তকালের জন্য উৎকৃষ্ট করা হয়েছিল.

বিশ্বাসীদের মহাযাজকটি কোথায় বিরাজমান রয়েছেন?

বিশ্বাসীদের মহাযাজক স্বর্গে মহিমা-সিংহাসনের ডানদিকে বিরাজমান রয়েছেন.

সত্য মিলন তাম্বুটি কোথায় আছে?

সত্য মিলন তাম্বুটি স্বর্গে আছে.

প্রত্যেক যাজকের কাছে কি থাকা আবশ্যক?

প্রত্যেক যাজকের কাছে উৎসর্গ করার জন্য কিছু থাকা আবশ্যক.

ব্যবস্থা অনুসারে যাজকগণরা কোথায় থাকত যারা উপহার উৎসর্গ করত?

ব্যবস্থা অনুসারে যাজকগণরা পৃথিবীতে থাকত যারা উপহার উৎসর্গ করত.

যাজকগণরা পৃথিবীতে কিসের সেবা করত?

যাজকগণরা পৃথিবীতে স্বর্গের বিষয়গুলোর ছায়ার ও দৃষ্টান্তটির সেবা করত.

কোন নকশা অনুসারে পৃথিবীর মিলন তাম্বু তৈরী করা হয়েছিল?

পর্বতের উপরে মোশীকে ঈশ্বরের দেখানো নকশাটি অনুসারে পৃথিবীর মিলন তাম্বু তৈরী করা হয়েছিল.

কেন প্রভু যীশুর একটি উচ্চ যাজকীয় সেবাকার্য রয়েছে?

প্রভু যীশুর একটি উচ্চ যাজকীয় সেবাকার্য রয়েছে কারণ তিনি হলেন একটি উত্তম নিয়মের মধ্যস্থ যা উত্তম প্রতিজ্ঞাগুলোর উপর স্থাপিত হয়েছিল.

ঈশ্বর কোন প্রতিজ্ঞা করেছিলেন যখন তিনি প্রথম নিয়মটির অধীনস্থ লোকেদের মধ্যে দোষ পেয়েছিলেন?

ঈশ্বর ইস্রায়েল ও যিহূদা বংশের সাথে একটি নতুন নিয়ম স্থাপন করার প্রতিজ্ঞা করেছিলেন .

ঈশ্বর নতুন নিয়মটির সাথে কি করবেন সে বিষয়ে তিনি কি বলেছিলেন?

ঈশ্বর বলেছিলেন যে তিনি তার নিয়মটিকে লোকেদের মস্তিষ্কে স্থাপন করবেন আর তাদের হৃদয়ে লিখবেন.

নতুন নিয়মটিতে কারা প্রভুকে জানতে পারবে?

নতুন নিয়মটিতে ক্ষুদ্র থেকে মহান সকলেই প্রভুকে জানতে পারবে.

ঈশ্বর নতুন নিয়মে লোকেদের পাপের সাথে কি করবেন সে বিষয়ে তিনি কি বলেছিলেন?

ঈশ্বর বলেছিলেন তিনি লোকেদের পাপ আর কখনও স্মরণে রাখবেন না.

একটি নতুন নিয়মের ঘোষণায় ঈশ্বর পূর্বের নিয়মটির সাথে কি করেছিলেন?

একটি নতুন নিয়মের ঘোষণায় ঈশ্বর পূর্বের নিয়মটিকে পুরনো করেছিলেন এবং অন্তর্ধান হওয়ার জন্য প্রস্তুত করেছিলেন.

পূর্বের নিয়ম অনুসারে আরাধনা করার স্থানটি কোনটি ছিল?

পূর্বের নিয়ম অনুসারে আরাধনা করার স্থানটি ছিল পৃথিবীর মিলন তাম্বু.

পৃথিবীর মিলন তাম্বুটির পবিত্র স্থানটিতে কি কি ছিল?

পৃথিবীর মিলন তাম্বুটির পবিত্র স্থানটিতে দীপস্তম্ভ, মেজ আর দর্শন-রুটি ছিল.

পৃথিবীর মিলন তাম্বুটির মহাপবিত্র স্থানটিতে কি কি ছিল?

পৃথিবীর মিলন তাম্বুটির মহাপবিত্র স্থানটিতে ধূপধানী ও নিয়ম-সিন্দুক ছিল.

কতবার মহাযাজক মহাপবিত্র স্থানে প্রবেশ করত ও ভিতরে প্রবেশ করার পূর্বে সে কি করত?

মহাযাজক মহাপবিত্র স্থানে বছরে মাত্র একবার প্রবেশ করত ও ভিতরে প্রবেশ করার পূর্বে সে নিজের জন্য এবং লোকেদের জন্য রক্ত উৎসর্গ করত.

এই পত্রের পাঠকদের জন্য বর্তমানে কি একটি দৃষ্টান্তের ন্যায় কার্য করে?

এই পত্রের পাঠকদের জন্য বর্তমানে পৃথিবীর মিলন-তাম্বুটি ও উপহার এবং বলিদানসমূহ একটি দৃষ্টান্তের ন্যায় কার্য করে.

পৃথিবীর মিলন তাম্বুতে উৎসর্গ করা বলিদানগুলো কি করতে অক্ষম?

পৃথিবীর মিলন তাম্বুতে উৎসর্গ করা বলিদানগুলো আরাধকের বিবেককে সিদ্ধ করতে অক্ষম.

পৃথিবীর মিলন তাম্বুটি কতকাল পর্যন্ত ব্যবস্থা প্রদান করেছিল?

পৃথিবীর মিলন তাম্বুটি নতুন ব্যবস্থা কার্যকারী হওয়া পর্যন্ত ব্যবস্থা প্রদান করেছিল.

পবিত্র তাম্বুর যেখানে প্রভু খ্রীষ্ট সেবাকার্য করেন তার ভিন্নতাটি কি?

পবিত্র তাম্বুর যেখানে প্রভু খ্রীষ্ট সেবাকার্য করেন সেটি উৎকৃষ্ট যা মানুষের দ্বারা নির্মিত হয়নি আর যা এই সৃষ্ট পৃথিবীর অংশ নয়.

কোন বলিদান প্রভু খ্রীষ্ট দিয়েছিলেন যার দ্বারা তিনি আরো উৎকৃষ্ট তাম্বুর মহাপবিত্র স্থানটিতে প্রবেশ করেছিলেন?

প্রভু খ্রীষ্ট তার নিজের রক্তের বলি দিয়েছিলেন যার দ্বারা তিনি আরো উৎকৃষ্ট তাম্বুর মহাপবিত্র স্থানটিতে প্রবেশ করেছিলেন.

প্রভু খ্রীষ্টের বলিদান কি অর্জন করেছিল?

প্রভু খ্রীষ্টের বলিদান প্রত্যেকের জন্য অনন্ত উদ্ধারটিকে সুরক্ষিত করেছিল.

প্রভু খ্রীষ্টের রক্ত বিশ্বাসীর জন্য কি করে?

প্রভু খ্রীষ্টের রক্ত বিশ্বাসীর বিবেককে মৃত কর্ম থেকে শুদ্ধ করে যেন সে ঈশ্বরের সেবা করতে পারে.

প্রভু খ্রীষ্ট কিসের মধ্যস্থ?

প্রভু খ্রীষ্ট হলেন নতুন নিয়মের মধ্যস্থ.

নিয়ম-পত্র স্থির হওয়ার জন্য কি হওয়া আবশ্যক?

নিয়ম-পত্র স্থির হওয়ার জন্য মৃত্যু হওয়া আবশ্যক.

প্রথম নিয়মটির জন্য কিসের প্রয়োজন ছিল?

প্রথম নিয়মটির জন্য বাছুর ও ছাগলসমূহের মৃত্যু হওয়ার প্রয়োজন ছিল.

রক্ত সেচন ছাড়া কি হতে পারে না?

রক্ত সেচন ছাড়া পাপের ক্ষমা হতে পারে না.

আমাদের জন্য প্রভু খ্রীষ্ট বর্তমানে কোথায় রয়েছেন?

আমাদের জন্য প্রভু খ্রীষ্ট বর্তমানে স্বর্গে ঈশ্বরের উপস্থিতিতে রয়েছেন.

প্রভু খ্রীষ্টকে পাপ দূর জন্য নিজেকে কতবার বলি দিতে হত?

প্রভু খ্রীষ্টকে পাপ দূর জন্য নিজেকে কেবল একবার বলি দিতে হত.

মৃত্যুর পর প্রত্যেক ব্যক্তির সাথে কি ঘটে?

মৃত্যুর পর প্রত্যেক ব্যক্তির বিচার করা হয়.

কোন উদ্দেশ্যে প্রভু খ্রীষ্ট দ্বিতীয়বার আবির্ভাব হবেন?

প্রভু খ্রীষ্ট তাদের উদ্ধারের জন্য দ্বিতীয়বার আবির্ভাব হবেন যারা তার জন্য ধৈর্য্যতার সাথে অপেক্ষা করে.

ব্যবস্থাকে প্রভু যীশুর বাস্তবিকতার সাথে কিভাবে তুলনা করা হয়?

ব্যবস্থা হল প্রভু যীশুর বাস্তবিকতার ছায়ামাত্র.

বলিদান করার পুনরাবৃত্তিটি আরাধকদের কি মনে করায়?

বলিদান করার পুনরাবৃত্তিটি আরাধকদের তাদের করা বছর বছরের পাপগুলোকে মনে করায়.

বৃষ ও ছাগলসমূহের রক্ত কি করতে অক্ষম?

বৃষ ও ছাগলসমূহের রক্ত পাপ সরিয়ে নিতে অক্ষম.

ঈশ্বর প্রভু খ্রীষ্টের জন্য কি প্রস্তুত করেছিলেন যখন প্রভু খ্রীষ্ট পৃথিবীতে এসেছিলেন?

ঈশ্বর প্রভু খ্রীষ্টের জন্য একটি দেহ প্রস্তুত করেছিলেন.

যখন প্রভু খ্রীষ্ট পৃথিবীতে এসেছিলেন তখন ঈশ্বর কোন রীতিটিকে লোপ করেছিলেন?

ঈশ্বর ব্যবস্থা অনুসারে বলি উৎসর্গ করার প্রথম রীতিটিকে লোপ করেছিলেন.

কোন রীতিটিকে ঈশ্বর স্থাপিত করেছিলেন যখন প্রভু খ্রীষ্ট পৃথিবীতে এসেছিলেন?

ঈশ্বর একবারের জন্য প্রভু যীশু খ্রীষ্টের দেহের বলি উৎসর্গ করার দ্বিতীয় রীতিটিকে স্থাপিত করেছিলেন.

প্রভু খ্রীষ্ট ঈশ্বরের ডানদিকে বিরাজিত হয়ে কিসের অপেক্ষা করছেন?

প্রভু খ্রীষ্ট তার শত্রুদের নম্র হওয়ার ও তার পাদপীঠ হওয়ার অপেক্ষা করছেন.

প্রভু খ্রীষ্ট তাদের জন্য কি করেছেন যারা তার একবার করা বলিদানে পবিত্র হয়েছে?

প্রভু খ্রীষ্ট তাদের চিরকালের জন্য সিদ্ধ করেছেন যারা তার একবার করা বলিদানে পবিত্র হয়েছে.

যেখানে পাপসমূহের ক্ষমা হয়েগিয়েছে সেখানে কিসের আর কোনো প্রয়োজন নেই?

অতিরিক্ত বলিদানসমূহের আর কোনো প্রয়োজন নেই যেখানে পাপসমূহের ক্ষমা হয়েগিয়েছে.

প্রভু যীশুর রক্তের দ্বারা বিশ্বাসীরা এখন কোন স্থানে প্রবেশ করতে পারে?

প্রভু যীশুর রক্তের দ্বারা বিশ্বাসীরা এখন মহাপবিত্র স্থানে প্রবেশ করতে পারে.

কি ছিটানো হয়েছে ও বিশ্বাসীর কি ধুয়ে দেওয়া হয়েছে?

বিশ্বাসীর হৃদয়ে পবিত্রতা ছিটিয়ে দেওয়া হয়েছে, দুষ্ট সংবেদ থেকে শুদ্ধ করা হয়েছে এবং তার শরীরটিকে পবিত্র জলে ধোয়া হয়েছে.

বিশ্বাসীদেরকে কি দৃঢ়ভাবে ধরে রাখতে হবে?

বিশ্বাসীদেরকে তাদের প্রত্যাশার অঙ্গীকারকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে.

সেই দিনটিকে নিকটে আসতে দেখে বিশ্বাসীদের কি করা উচিত?

সেই দিনটিকে নিকটে আসতে দেখে বিশ্বাসীদের একে অপরকে আরো বেশি উৎসাহিত করা উচিত.

তাদের জন্য কি রয়েছে যারা সত্যের জ্ঞান প্রাপ্ত করার পর স্বেচ্ছায় পাপ করে?

যারা সত্যের জ্ঞান প্রাপ্ত করার পর স্বেচ্ছায় পাপ করে তাদের জন্য ঈশ্বরের ভয়ংকর বিচার ও গ্রাসকারী অগ্নি রয়েছে .

সেই ব্যক্তিটির কি প্রাপ্য যে প্রভু খ্রীষ্টের রক্তকে সামান্য জ্ঞান করে যার দ্বারা সে শুদ্ধ হয়েছিল?

সেই ব্যক্তিটিকে মোশীর ব্যবস্থার অধীনে দেওয়া দণ্ড থেকেও বেশি দণ্ড বিনা করুনায় দেওয়া হবে যে প্রভু খ্রীষ্টের রক্তকে সামান্য জ্ঞান করে যার দ্বারা সে শুদ্ধ হয়েছিল.

প্রতিশোধ দেওয়া কার কাজ?

প্রতিশোধ দেওয়া প্রভুর কাজ.

যারা এই পত্রটিকে প্রাপ্ত করেছিল সেই বিশ্বাসীরা তাদের সম্পত্তির লুটে কিরূপ প্রতিক্রিয়া করেছিল?

বিশ্বাসীরা আনন্দের সাথে তাদের সম্পত্তির লুটটিকে গ্রহণ করে নিয়েছিল, এটা জেনে যে তাদের আরো উত্তম ও চিরস্থায়ী একটি সম্পদ রয়েছে .

ঈশ্বরের প্রতিজ্ঞা প্রাপ্ত করার জন্য বিশ্বাসীদের কিসের প্রয়োজন?

ঈশ্বরের প্রতিজ্ঞা প্রাপ্ত করার জন্য বিশ্বাসীদের আত্মবিশ্বাস ও ধৈর্য্যের প্রয়োজন.

ধর্মীরা কিভাবে বাঁচবে?

ধর্মীরা বিশ্বাসে বাঁচবে.

ঈশ্বর তাদের বিষয়ে কি চিন্তা করেন যারা সরে পরে?

ঈশ্বর তাদের বিষয়ে প্রসন্ন হবেন না যারা সরে পরে.

লেখকের প্রত্যাশা তাদের প্রতি কি যারা এই পত্রটিকে প্রাপ্ত করেছিল?

লেখকের প্রত্যাশা তাদের প্রতি এই ছিল যারা এই পত্রটিকে প্রাপ্ত করেছিল যেন তারা তাদের প্রাণের জন্য বিশ্বাস ধরে রাখে.

যেগুলো এখনো পূর্ণ হয়নি ঈশ্বরের সেইসব প্রতিজ্ঞাগুলোর প্রতি একজন বিশ্বাসী ব্যক্তির কিরূপ আচরণ থাকা উচিত?

যেগুলো এখনো পূর্ণ হয়নি ঈশ্বরের সেইসব প্রতিজ্ঞাগুলোর প্রতি একজন বিশ্বাসী ব্যক্তির দৃঢ় প্রতাশা ও নিশ্চয়তা থাকা উচিত.

ব্রহ্মাণ্ডের দৃশ্যমান বিষয়গুলো কি থেকে সৃষ্টি হয়েছিল?

ব্রহ্মাণ্ডের দৃশ্যমান বিষয়গুলো কোনো দৃশ্যমান বিষয় থেকে সৃষ্টি হয়নি.

ঈশ্বর কেন হেবলের ধার্মিকতার প্রশংসা করেছিলেন?

ঈশ্বর হেবলের প্রশংসা করেছিলেন কারণ হেবল ঈশ্বরকে কয়িনের উৎসর্গ থেকে বিশ্বাসে একটি যথার্থ বলিদান উৎসর্গ করেছিলেন.

যে ঈশ্বরের নিকটে আসে তাকে ঈশ্বরের বিষয়ে কি বিশ্বাস করা উচিত?

যে ঈশ্বরের নিকটে আসে তাকে ঈশ্বরের বিষয়ে বিশ্বাস করা উচিত যে তিনি আছেন আর যারা তার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার প্রদান করেন.

নোহ কিভাবে তার বিশ্বাসটির প্রদর্শন করেছিলেন?

নোহ ঈশ্বরের নির্দেশে তার পরিবারকে রক্ষা করার জন্য একটি জলজাহাজ নির্মাণ করার দ্বারা তার বিশ্বাসটির প্রদর্শন করেছিলেন.

বিশ্বাস দ্বারা আব্রাহাম ও সারা কোন প্রতিজ্ঞাটিকে প্রাপ্ত করেছিল?

বিশ্বাস দ্বারা আব্রাহাম ও সারা যখন তারা অত্যন্ত বয়স্ক ছিলেন সন্তান জন্মানোর শক্তি প্রাপ্ত করেছিল.

প্রাচীন বিশ্বাসীরা দূর থেকে কি দেখেছিল?

প্রাচীন বিশ্বাসীরা দূর থেকে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে দেখেছিল .

প্রাচীন বিশ্বাসীরা পৃথিবীতে বসবাস করার সময়ে নিজেদেরকে কি গণ্য করত?

প্রাচীন বিশ্বাসীরা পৃথিবীতে বসবাস করার সময়ে নিজেদেরকে বিদেশী ও প্রবাসী গণ্য করত.

বিশ্বাসীদের জন্য ঈশ্বর কি প্রস্তুত করেছিলেন?

বিশ্বাসীদের জন্য ঈশ্বর একটি স্বর্গীয় নগর প্রস্তুত করেছিলেন.

আব্রাহাম কি বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর কি করতে সক্ষম যদিও তিনি তার একমাত্র পুত্র ইসহাককে বলি দেন?

আব্রাহাম বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর আব্রাহামকে মৃত্যু থেকে ইসহাককে জীবিত করতে সক্ষম.

যখন যোষেফের সময় সন্নিকট ছিল তখন তিনি বিশ্বাসের দ্বারা কি ভাববাণী করেছিলেন?

যোষেফ ইস্রায়েলের সন্তানদের মিশর থেকে যাত্রা করার ভাববাণী করেছিলেন যখন যোষেফের সময় সন্নিকট ছিল.

মোশী বিশ্বাসের দ্বারা কি করেছিলেন যখন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন?

মোশী বিশ্বাসের দ্বারা ঈশ্বরের লোকেদের সাথে দুঃখভোগ করা মনোনীত করেছিলেন ও প্রভু খ্রীষ্টের অনুগামী হওয়ার দুর্নামকে মহাধনরূপে গণ্য করেছিলেন.

মোশী বিশ্বাসের দ্বারা ইস্রায়েলের প্রথমজাতদের রক্ষা করার জন্য কি করেছিলেন?

মোশী বিশ্বাসের দ্বারা ইস্রায়েলের প্রথমজাতদের রক্ষা করার জন্য নিস্তারপর্ব পালন ও রক্তের প্রোক্ষণ করেছিলেন.

রাহব বিশ্বাসের দ্বারা কি করেছিলেন যা তাকে রক্ষা করেছিল?

রাহব বিশ্বাসের দ্বারা গুপ্তচরদের সুরক্ষিত করেছিলেন যা তাকে রক্ষা করেছিল.

কিছু প্রাচীন বিশ্বাসীরা, বিশ্বাসের দ্বারা যুদ্ধে কি অর্জন করেছিল?

কিছু প্রাচীন বিশ্বাসীরা, বিশ্বাসের দ্বারা যুদ্ধে রাজ্যসমূহ জয় করেছিল, মৃত্যু থেকে বেঁচে ছিল, যুদ্ধে সাহসী হয়েছিল আর শত্রুদের তাড়িয়ে দিয়েছিল.

কিছু প্রাচীন বিশ্বাসীরা কি সহ্য করেছিল?

কিছু প্রাচীন বিশ্বাসীরা অত্যাচার, উপহাস, চাবুকের মার, শিকলের দ্বারা বন্দীদশা, কারাগার, পাথরের আঘাত, করাত দ্বারা বিদীর্ণ, মৃত্যু ও দুর্গতি সহ্য করেছিল.

এই সকল প্রাচীনেরা বিশ্বাস ছাড়া, তাদের পার্থিব জীবনকালে কি প্রাপ্ত করেনি?

এই সকল প্রাচীনেরা বিশ্বাস ছাড়া, তাদের পার্থিব জীবনকালে তাদেরকে করা ঈশ্বরের প্রতিজ্ঞাটিকে প্রাপ্ত করেনি.

কাদের সাথে বিশ্বাসের প্রাচীনেরা ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো প্রাপ্ত করবে আর সিদ্ধ হবে?

প্রাচীন বিশ্বাসীরা ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো প্রভু খ্রীষ্টে নতুন নিয়মে বিশ্বাসীদের সাথে প্রাপ্ত করবে আর সিদ্ধ হবে.

কেন বিশ্বাসীকে পাপকে দূরে সরাতে হবে যা সহজেই তাকে জড়িয়ে নেয়?

যেহেতু সে সাক্ষ্যের একটি বৃহৎ ভিড়ের দ্বারা ঘিরে রয়েছে তাই বিশ্বাসীটিকে পাপকে দূরে সরাতে হবে যা সহজেই তাকে জড়িয়ে নেয়.

কেন প্রভু যীশু ক্রুশ ও ক্রুশের দুর্নাম সহ্য করেছিলেন?

প্রভু যীশু তার সম্মুখে রাখা আনন্দের জন্য ক্রুশ ও ক্রুশের দুর্নাম সহ্য করেছিলেন.

কিভাবে একজন বিশ্বাসী ক্লান্ত হয়ে যাওয়াকে এড়াতে পারবে?

যিনি পাপিগণের ঘৃণিত প্রতিবাদকে সহ্য করেছিলেন সেই প্রভু যীশুকে আলোচনা করার দ্বারা একজন বিশ্বাসী ক্লান্ত হয়ে যাওয়াকে এড়াতে পারবে.

প্রভু তাদের জন্য কি করবেন যারা তাকে প্রেম করে ও গ্রহণ করে?

প্রভু তাদের অনুশাসন করেন যারা তাকে প্রেম করে ও গ্রহণ করে.

সেই ব্যক্তিটি কেমন যে প্রভুর অনুশাসন থেকে বঞ্চিত?

প্রভুর অনুশাসন থেকে বঞ্চিত ব্যক্তিটি হল একজন অবৈধ সন্তান সে ঈশ্বরের সন্তান নয়.

অনুশাসন কি উৎপন্ন করে?

অনুশাসন ধার্মিকতার শান্তিপূর্ণ ফল উৎপন্ন করে.

বিশ্বাসীদের সকল লোকেদের সাথে কিসের অনুধাবন করা উচিত?

বিশ্বাসীদের সকল লোকেদের সাথে শান্তির অনুধাবন করা উচিত.

কিসের বৃদ্ধি যেন না হয় আর যেন সমস্যা উৎপন্ন না করে ও বহু লোকেদের দূষিত না করে?

তিক্ততার কোনো মূল যেন বৃদ্ধি না হয় আর সমস্যা উৎপন্ন না করে ও বহু লোকেদের দূষিত না করে.

নিজের জ্যেষ্ঠাধিকার বিক্রি করার পর এষৌর সাথে কি হয়েছিল যদিও তিনি চোখের জলে স্বযত্নে আশির্বাদ প্রাপ্ত করতে চেয়েছিলেন?

নিজের জ্যেষ্ঠাধিকার বিক্রি করার পর এষৌকে তিরস্কার করা হয়েছিল যদিও তিনি চোখের জলে স্বযত্নে আশির্বাদ প্রাপ্ত করতে চেয়েছিলেন.

পর্বতে ইস্রায়েলীয়রা কিসের জন্য নিবেদন করেছিল যেখানে ঈশ্বর কথা বলেছিলেন?

ইস্রায়েলীয়রা প্রার্থনা করেছিল যেন তাদেরকে আর কোনো বাক্য না বলা হয়.

পর্বতে উপস্থিত হওয়ার চেয়ে যেখানে ইস্রায়েলীয়রা ঈশ্বরের ধ্বনি শুনেছিল, প্রভু খ্রীষ্টে বিশ্বাসীরা কোথায় উপস্থিত হয়?

প্রভু খ্রীষ্টে বিশ্বাসীরা সিয়োন পর্বতে ও জীবিত ঈশ্বরের নগরে উপস্থিত হয়.

কোন সভায় প্রভু খ্রীষ্টে বিশ্বাসীরা একত্রিত হয়?

প্রভু খ্রীষ্টে বিশ্বাসীরা স্বর্গে নথিভুক্ত সকল প্রথমজাতদের সভাতে একত্রিত হয়.

প্রভু খ্রীষ্টে বিশ্বাসীরা কার কাছে উপস্থিত হয়?

প্রভু খ্রীষ্টে বিশ্বাসীরা সকলের বিচারকর্তা ঈশ্বরের কাছে, ধার্মিকতার আত্মাদের কাছে ও প্রভু যীশুর কাছে উপস্থিত হয়.

তাদের সাথে কি হবে যারা তার কাছ থেকে ফিরে যায় যিনি স্বর্গ থেকে সতর্ক করেন?

যারা ফিরে যায় তারা ঈশ্বরের কাছ থেকে পালাতে পারবে না.

ঈশ্বর কি কম্পন করার ও সরানোর প্রতিজ্ঞা করেছেন?

ঈশ্বর যা সৃষ্টি হয়েছে সেই সকল বস্তুগুলোকে কম্পন করার ও সরানোর প্রতিজ্ঞা করেছেন.

বিশ্বাসীরা কম্পনীয় বস্তুগুলো ছাড়া কি প্রাপ্ত করবে?

বিশ্বাসীরা কম্পনীয় বস্তুগুলো ছাড়া একটি রাজ্য প্রাপ্ত করবে যা অকম্পনীয়.

বিশ্বাসীদের কিভাবে ঈশ্বরের আরাধনা করা উচিত?

বিশ্বাসীদের ভক্তি ও ভয়ের সাথে ঈশ্বরের আরাধনা করা উচিত.

কেন এই রীতিতে বিশ্বাসীদের ঈশ্বরের আরাধনা করা উচিত?

এই রীতিতে বিশ্বাসীদের ঈশ্বরের আরাধনা করা উচিত কারণ তিনি হলেন গ্রাসকারী অগ্নিস্বরূপ.

অপরিচিতদের আতিথ্য করার দ্বারা কেউ কেউ কি করেছে?

কেউ কেউ না জেনে দূতদের আতিথ্য করেছে.

বন্দীদের বিষয়ে বিশ্বাসীদের কিরূপে স্মরণ করা উচিত?

বন্দীদের বিষয়ে বিশ্বাসীদের এমন ভাবে স্মরণ করা উচিত যেন তারাও বন্দী রয়েছে আর যেন তাদের শরীরের প্রতিও ক্লেশ করা হচ্ছে.

সকলের দ্বারা কিসের সমাদর হওয়া উচিত?

বিবাহ সকলের দ্বারা সন্মানীয় হওয়া উচিত.

ঈশ্বর ব্যভিচারীদের ও বেশ্যা গামীদের সাথে কি করবেন?

ঈশ্বর ব্যভিচারীদের ও বেশ্যা গামীদের বিচার করবেন.

একজন বিশ্বাসী কিভাবে অর্থের লোভ থেকে মুক্ত হতে পারে?

একজন বিশ্বাসী অর্থের লোভ থেকে মুক্ত হতে পারে কারণ ঈশ্বর বলেছেন তিনি কখনও ছাড়বেন না ও ত্যাগ করবেন না .

কাদের বিশ্বাসটিকে বিশ্বাসীদের অনুসরণ করা উচিত?

বিশ্বাসীদের তাদের বিশ্বাসটিকে অনুসরণ করা উচিত যারা তাদের নেতৃত্ব দিয়েছিল ও ঈশ্বরের বাক্য প্রচার করেছিল.

লেখক বিশ্বাসীদেরকে কোন ভিন্ন শিক্ষার বিষয়ে সতর্ক করেন?

লেখক বিশ্বাসীদেরকে খাদ্য সংক্রান্ত ভিন্ন শিক্ষার বিষয়ে সতর্ক করেন.

মহাপবিত্র স্থানে বলিদানের জন্য ব্যবহৃত পশুদের দেহগুলোকে কোথায় পুড়িয়ে দেওয়া হত?

পশুদের দেহগুলোকে তাম্বুর বাইরে পুড়িয়ে দেওয়া হত.

প্রভু যীশু কোথায় দুঃখভোগ করেছিলেন?

প্রভু যীশু নগর দ্বারের বাইরে দুঃখভোগ করেছিলেন.

বিশ্বাসীদের কোথায় যাওয়া উচিত ও কেন?

বিশ্বাসীদের প্রভু যীশুর কাছে তাম্বুর বাইরে যাওয়া উচিত ও তার দুর্নাম বহন করা উচিত.

বিশ্বাসীদের কাছে এখানে এই পৃথিবীতে কোন স্থায়ী নগর রয়েছে?

বিশ্বাসীদের কাছে পৃথিবীতে কোনো স্থায়ী নগর নেই.

এর থেকে বিশ্বাসীদের কোন নগরের অন্বেষণ করা উচিত?

এর থেকে বিশ্বাসীদের আগত নগরের অন্বেষন করা উচিত.

কোন বলিদান ঈশ্বরের জন্য বিশ্বাসীদের নিয়ত উৎসর্গ করা উচিত?

ঈশ্বরের জন্য বিশ্বাসীদের নিয়ত স্তুতি বলিদান উৎসর্গ করা উচিত.

বিশ্বাসীদের তাদের নেতৃত্ব প্রদানকারীদের প্রতি কিরূপ আচরণ হওয়া উচিত?

বিশ্বাসীদের তাদের নেতৃত্ব প্রদানকারীদের প্রতি আজ্ঞাকারী ও সমর্পিত হওয়া উচিত.

ঈশ্বর বিশ্বাসীদের মধ্যে কি কার্য করেন?

ঈশ্বর বিশ্বাসীদের মধ্যে সেই কার্য করেন যা ঈশ্বরের দৃষ্টিতে প্রসন্নজনক .

কার সাথে লেখক আসবেন যখন তিনি বিশ্বাসীদের সাথে দেখা করতে আসবেন?

লেখক তীমথিয়ের সাথে আসবেন যখন তিনি বিশ্বাসীদের সাথে দেখা করতে আসবেন.