বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS

যিহুদা কার দাস ছিলেন?

যিহুদা প্রভু যীশু খ্রীষ্টের একজন দাস ছিলেন.

যিহুদা কার ভাই ছিলেন?

যিহুদা যাকোবের ভাই ছিলেন.

যিহুদা কাদেরকে লিখেছিলেন?

তিনি তাদেরকে লিখেছিলেন যাদের আহ্বান করা হয়েছিল, যাদের ঈশ্বর প্রেম করেছিলেন আর যাদের প্রভু যীশু খ্রীষ্টের জন্য রাখা হয়েছিল.

যিহুদা যাদের তিনি লিখেছিলেন তাদের কাছে কি চেয়েছিলেন যেন তা বহুগুণে বৃদ্ধি পায়?

যিহুদা চেয়েছিলেন দয়া, শান্তি ও প্রেম যেন বহুগুণে বৃদ্ধি পায় .

যিহুদা প্রথমে কি বিষয়ে লিখতে চেয়েছিলেন?

যিহুদা প্রথমে তাদের সার্বজনীন উদ্ধারের বিষয়ে লিখতে চেয়েছিলেন.

যিহুদা বাস্তবে কি বিষয়ে লিখেছিলেন?

যিহুদা বাস্তবে পবিত্রজনদের বিশ্বাসের জন্য দুঃখভোগ করার প্রয়োজনীয়তার বিষয়ে লিখেছিলেন.

কিভাবে কিছু দণ্ডাজ্ঞা-প্রাপ্ত ও ভক্তিহীন ব্যক্তিরা প্রবেশ করেছিল?

কিছু দণ্ডাজ্ঞা-প্রাপ্ত ও ভক্তিহীন ব্যক্তিরা গোপনে প্রবেশ করেছিল.

দণ্ডাজ্ঞা প্রাপ্ত ও ভক্তিহীন ব্যক্তিরা কি করেছিল?

তারা ঈশ্বরের অনুগ্রহকে স্বৈরিতায় পরিবর্তন করেছিল ও প্রভু যীশুকে অস্বীকার করেছিল.

কোন জায়গা থেকে প্রভু একবার লোকেদেরকে রক্ষা করেছিলেন?

প্রভু তাদেরকে মিশরদেশ থেকে রক্ষা করেছিলেন.

প্রভু তাদের সাথে কি করেছিলেন যে লোকেরা বিশ্বাস করেনি?

প্রভু সেই লোকেদেরকে বিনাশ করেছিলেন যারা বিশ্বাস করেনি.

প্রভু সেই স্বর্গদূতদের সাথে কি করেছিলেন যারা তাদের নিরূপিত স্থানে থাকেনি?

প্রভু তাদের অন্ধকারে শিকলে বেঁধে ন্যায়ের জন্য রেখে দিয়েছেন .

সদোম, ঘমোরা ও তার চারদিকের নগর সকল কি করত?

তারা বেশ্যাগমন করত ও অপ্রকৃতিক ইচ্ছেগুলোর অনুসারে চলত .

সদোম, ঘমোরা ও তার চারদিকের নগর সকলের ন্যায়, দণ্ডাজ্ঞা প্রাপ্ত ও ভক্তিহীন ব্যক্তিরা কি করত?

তারা তাদের স্বপ্নে তাদের দেহকে দুষিত করত, প্রভুত্ব অস্বীকার করত আর মন্দ কথা বলত .

স্বর্গদূত মীখায়েল শয়তানকে কি বলেছিলেন?

স্বর্গদূত মীখায়েল বলেছিলেন, “প্রভু তোমাকে ভর্ৎসনা করুক৷”.

কাদের বিষয়ে দণ্ডাজ্ঞা-প্রাপ্ত ও ভক্তিহীন ব্যক্তিরা চিন্তা করত?

তারা লজ্জাহীনভাবে নিজেদের বিষয়েই চিন্তা করত.

হনোক আদমের কোন বংশের পুরুষ ছিলেন?

হনোক আদমের বংশের সপ্তম পুরুষ ছিলেন.

কাদের উপর প্রভু ন্যায়বিচার করবেন?

প্রভু সকল লোকেদের ন্যায়বিচার করবেন.

কারা সেই ভক্তিহীন মানুষ এবং কারা দণ্ডিত হবে?

বচসাকারী, স্বভাগ্যনিন্দক, নিজ নিজ মন্দ অভিলাষের অনুগামী, দম্ভোক্তিকারী আর তারা যারা নিজের লাভার্থে ভক্তিহীন মানুষের তোষামোদ করে তারা সকল দণ্ডিত হবে .

পূর্বে উপহাসকদের বিষয়ে কারা বলে দিয়েছিলেন?

প্রভু যীশু খ্রীষ্টের প্রেরিতরা পূর্বেই উপহাসকদের বিষয়ে বলে দিয়েছিলেন.

উপহাসকদের বিষয়ে কি সত্য যারা তাদের ভক্তিহীন অভিলাষের অনুগামী, যারা দলভেদকারী ও ইন্দ্রিয়সুখপরায়ণ ব্যক্তি?

তাদের কাছে পবিত্র আত্মা নেই .

প্রিয়রা কিভাবে নিজেদেরকে নির্মাণ করছিল ও প্রার্থনা করছিল?

প্রিয়রা নিজেদেরকে পরম পবিত্র বিশ্বাসের উপর নির্মাণ করছিল ও পবিত্র আত্মায় প্রার্থনা করছিল.

প্রিয়রা কিভাবে নিজেদের রক্ষা করেছিল ও কিসের অপেক্ষায় ছিল?

প্রিয়রা নিজেদের ঈশ্বরের প্রেমে রক্ষা করেছিল ও প্রভু যীশু খ্রীষ্টের দয়ার অপেক্ষায় ছিল.

প্রিয়দের, কাদের প্রতি দয়া ও রক্ষা করার প্রয়োজন ছিল?

প্রিয়দের, তাদের প্রতি দয়া ও রক্ষা করার প্রয়োজন ছিল যারা সন্দিহান ছিল বা যারা তাদের সাথে বাদানুবাদ করত.

ঈশ্বর তাদের উদ্ধারকর্তা, তাদের প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা কি করতে সক্ষম ছিলেন?

ঈশ্বর তাদের উছোট খাওয়া থেকে রক্ষা করতে ও তাদেরকে তার সম্মুখে নির্দোষ উপস্থিত করতে সক্ষম ছিলেন .

ঈশ্বরের কখন মহিমা ছিল?

ঈশ্বরের মহিমা সময় সমূহের পূর্বে ছিল, এখন রয়েছে ও চিরকাল থাকবে.