পৌল এই পত্রটিতে কাদের সম্বোধন করেছিলেন?
পৌল এই পত্রটিতে সকল লোকেদের যাদের প্রভু খ্রীষ্ট যীশুতে আলাদা করে ফিলিপীতে রাখা হয়েছিল তাদেরকে সম্বোধন করেছিলেন, যাদের মধ্যে অধ্যক্ষগণ ও পরিচারকগণরাও অন্তর্ভুক্ত ছিল.
ফিলিপীয়দের জন্য পৌল কেন ঈশ্বরের ধন্যবাদ করেছিলেন?
প্রথম দিন থেকে আজ পর্যন্ত ফিলিপীয়দের সুসমাচারে সহভাগিতা থাকার জন্য পৌল ঈশ্বরের ধন্যবাদ করেছিলেন.
ফিলিপীয়দের কোন বিষয়টির জন্য পৌল দৃঢ় নিশ্চিত ছিলেন?
পৌল দৃঢ় নিশ্চিত ছিলেন যে যিনি তাদের মধ্যে উত্তম কার্য আরম্ভ করেছেন তিনি তা সম্পূর্ণও করবেন.
কিসে ফিলিপীয়রা পৌলের অংশীদার ছিল?
পৌলের কারাবাসে, আর তার আত্মসমর্থনে ও সুসমাচারের প্রচারে ফিলিপীয়রা পৌলের অংশীদার ছিল.
পৌল কি প্রার্থনা করেছিলেন যেন ফিলিপীয়দের মধ্যে আরো বেশি বৃদ্ধি পায়?
পৌল প্রার্থনা করেছিলেন যেন ফিলিপীয়দের মধ্যে প্রেম আরো বেশি বৃদ্ধি পায়.
পৌলের ইচ্ছে ছিল যেন কিসের দ্বারা ফিলিপীয়রা পরিপূর্ণ হয়?
পৌলের ইচ্ছে ছিল যেন ফিলিপীয়রা ধার্মিকতার ফলে পরিপূর্ণ হয়.
কিভাবে পৌলের কারাবাস সুসমাচারের জন্য লাভবান হয়েছে?
প্রভু খ্রীষ্টের জন্য পৌলের কারাবাসের কথাটি সকল জায়গায় অবগত হয়েছে আর বেশিরভাগ ভাইরা এখন আরো সাহসের সাথে প্রচার করছে.
কেন কেউ কেউ প্রভু খ্রীষ্টকে স্বার্থের ও কপটের সাথে প্রচার করছিল?
কেউ কেউ প্রভু খ্রীষ্টকে স্বার্থের ও কপটের সাথে প্রচার করছিল এই চিন্তা করে যে তারা কারাবাসে পৌলের যন্ত্রণাটিকে বৃদ্ধি করছে .
অশুদ্ধভাবে ও কপটের সাথে প্রভু খ্রীষ্টের প্রচারের প্রতি পৌল কিরূপ প্রতিক্রিয়া করেছিলেন?
পৌল আনন্দ করেছিলেন যে যেভাবেই হোক, প্রভু খ্রীষ্টের প্রচার হচ্ছে.
পৌল জীবনের দ্বারা বা মৃত্যুর দ্বারা কি করতে চেয়েছিলেন?
পৌল জীবনের দ্বারা বা মৃত্যুর দ্বারা প্রভু খ্রীষ্টকে মহিমান্বিত করতে চেয়েছিলেন.
বাঁচার অর্থ কি আর মরার অর্থ কি সে বিষয়ে পৌল কি বলেছিলেন?
পৌল বলেছিলেন যে বাঁচার অর্থ হল প্রভু খ্রীষ্ট আর মরার অর্থ হল লাভ .
কোন নির্ণয়গুলো পৌলকে ভিন্ন দিশাগুলোর দিকে নিয়ে গিয়েছিল?
মরে প্রভু খ্রীষ্টের সাথে থাকার বা মাংসে থেকে তার কার্য বহাল রাখার নির্ণয়গুলো পৌলকে ভিন্ন দিশাগুলোর দিকে নিয়ে গিয়েছিল.
পৌল দৃঢ় নিশ্চিত ছিলেন যে তিনি ফিলিপীয়দের সাথে থাকবেন কিন্তু কোন উদ্দেশ্যে?
পৌল দৃঢ় নিশ্চিত ছিলেন যে তিনি ফিলিপীয়দের সাথে থাকবেন তাদের উন্নতির জন্য ও বিশ্বাসে আনন্দের জন্য.
ফিলিপীয়দের সাথে বা তাদের থেকে দূরে থেকে, পৌল ফিলিপীয়দের বিষয়ে কি শুনতে চেয়েছিলেন?
পৌল শুনতে চেয়েছিলেন যেন ফিলিপীয়রা এক আত্মায় দৃঢ়ভাবে অটল থাকে আর সুসমাচারের বিশ্বাসের জন্য এক আত্মায় মল্লযুদ্ধ করে .
যখন ফিলিপীয়রা তাদের ভয় পায়নি যারা তাদের বিরোধ করছিল, তখন তা কিসের চিহ্ন ছিল?
যখন ফিলিপীয়রা ভয় পায়নি তখন তা তাদের বিরোধীদের বিনাশের চিহ্ন ছিল অন্যদিকে তা তাদের পরিত্রানের চিহ্ন ছিল.
কোন দুটি বিষয় ঈশ্বরের দ্বারা ফিলিপীয়দের দত্ত হয়েছিল?
ফিলিপীয়দের এটি দত্ত হয়েছিল যে তারা প্রভু খ্রীষ্টে বিশ্বাস করবে, কিন্তু তার সাথে এও যে তারা তার নিমিত্তে দুঃখভোগও করবে.
পৌল কি বলেন যে ফিলিপীয়দেরকে তার আনন্দটিকে পূর্ণ করার জন্য কি করতে হবে?
ফিলিপীয়দেরকে এক ভাববিশিষ্ট হতে হবে, একই প্রেমে প্রেমী হতে হবে আর আত্মায় ও মস্তিষ্কে একমনা হতে হবে.
ফিলিপীয়দের কিভাবে একে অপরের সাথে আচরণ করতে হবে সে বিষয়ে পৌল কি বলেন?
ফিলিপীয়দের একে অপরকে নিজের থেকে শ্রেষ্ট মনে করে আচরণ করতে হবে.
কার মনের বিষয়ে পৌল বলেন যে সেটি আমাদের মধ্যে থাকার প্রয়োজন?
পৌল বলেন আমাদের মধ্যে প্রভু খ্রীষ্ট যীশুর মন থাকার প্রয়োজন আছে.
কোন প্রকারে প্রভু খ্রীষ্ট যীশু অস্তিত্বে রয়েছেন?
প্রভু যীশু ঈশ্বরের স্বরূপে অস্তিত্বে রয়েছেন .
কোন স্বরূপ প্রভু খ্রীষ্ট যীশু ধারণ করেছিলেন?
প্রভু খ্রীষ্ট যীশু তারপর মানুষরূপে একজন দাসের স্বরূপ ধারণ করেছিলেন.
প্রভু যীশু কিভাবে নিজেকে নিম্ন করেছিলেন?
প্রভু যীশু ক্রুশের মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ থাকার দ্বারা নিজেকে নম্র করেছিলেন.
তারপর ঈশ্বর প্রভু যীশুর জন্য কি করেছিলেন?
ঈশ্বর প্রভু যীশুকে উচ্চে পদোন্নতি করেছিলেন আর প্রত্যেক নামের উপরের নামটি তাকে দিয়েছিলেন.
সকল জিহ্বা কি অঙ্গীকার করবে?
প্রত্যেক জিহ্বা অঙ্গীকার করবে যে প্রভু যীশু খ্রীষ্টই হলেন প্রভু .
ফিলিপীয়দের তাদের উদ্ধারের জন্য কিভাবে কার্য করতে বলা হয়েছিল?
ফিলিপীয়দের তাদের উদ্ধারের জন্য সভয়ে ও সকম্পনের সাথে কার্য করতে বলা হয়েছিল.
বিশ্বাসীদের কার্যে ঈশ্বর কি সাধন করেন?
ঈশ্বর বিশ্বাসীদের মধ্যে ইচ্ছা ও কার্য উভয়ই সাধন করেন.
সকল কিছু কিসের বিনা করতে হবে?
সকল কিছু বচসা ও তর্কবিতর্ক বিনা করতে হবে.
কোন উদ্দেশ্যের জন্য পৌল তার জীবন ঢেলে দিচ্ছেন?
পৌল ফিলিপীয়দের বিশ্বাসের সেবা ও ত্যাগের জন্য তার জীবন ঢেলে দিচ্ছেন .
কোন প্রবৃত্তি পৌলের রয়েছে, যা তিনি ফিলিপীয়দের কাছেও যেন থাকে তার আবেদন করেছিলেন?
পৌল মহানন্দের সাথে আনন্দিত হন তা ফিলিপীয়দের কাছেও যেন থাকে তার আবেদন করেছিলেন.
তীমথিয় কেন পৌলের জন্য একজন অনন্য সহায়ক ছিলেন?
তীমথিয় অনন্য ছিলেন যেহেতু তিনি ফিলিপীয়দের বিষয়ে সত্যিকারের চিন্তা করতেন আর তার নিজ স্বার্থের জন্যও তা করতেন না.
পৌল কি ফিলিপীয়দের সাথে দেখা করার প্রত্যাশা করছেন?
হ্যাঁ, পৌল শীঘ্রই ফিলিপীয়দের সাথে দেখা করার প্রত্যাশা করেন.
কি কারণে ইপাফ্রদীত প্রায় মারা পরেছিলেন?
প্রভু খ্রীষ্টের কার্য করায়, পৌলের সেবা ও তার প্রয়োজন পূরণ করায় ইপাফ্রদীত প্রায় মারা পরেছিলেন.
কোন বিষয়ে পৌল বিশ্বাসীদের সতর্ক থাকতে সাবধান করেন?
পৌল বিশ্বাসীদের কুকুরদের বিষয়ে, যারা দুষ্ট কার্য করে আর ছিন্ন লোকেদের থেকে সতর্ক থাকতে সাবধান করেন.
কারা প্রকৃতপক্ষে ছিন্নত্বক সে বিষয়ে পৌল কি বলেন?
পৌল বলেন তারা প্রকৃতপক্ষে ছিন্নত্বক যারা আত্মায় ঈশ্বরের আরাধনা করে, প্রভু যীশুতে গর্ব করে আর মাংসে কোনো প্রত্যয় করে না.
পৌল কিভাবে ব্যবস্থার ধার্মিকতার বিষয়ে তার পূর্বের অভিজ্ঞতার বর্ণনা করেন?
পৌল ব্যবস্থার ধার্মিকতার বিষয়ে তার পূর্বের কলঙ্কহীন অভিজ্ঞতার বর্ণনা করেন.
পৌল তার মাংসের বিষয়ে যা যা লাভের ছিল সেগুলোকে এখন কিরূপে গণ্য করেন?
পৌল তার মাংসের বিষয়ে যা যা লাভের ছিল সেগুলোকে এখন খ্রীষ্টের জন্য মূল্যহীন গণ্য করেন.
কোন কারণে পৌল পূর্বের সকল কিছুকে এখন আবর্জনা গণ্য করেন?
পৌল পূর্বের সকল কিছুকে এখন আবর্জনা গণ্য করেন যেন তিনি প্রভু খ্রীষ্টকে লাভ করতে পারেন.
কোন ধার্মিকতাটি পৌলের এখন রয়েছে?
পৌলের কাছে এখন সেই ধার্মিকতাটি রয়েছে যা প্রভু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের তরফ থেকে প্রদত্ত হয়েছে .
কোন বিষয়ে পৌলের প্রভু খ্রীষ্টের সাথে সহভাগিতা রয়েছে?
পৌলের প্রভু খ্রীষ্টের দুঃখভোগের সাথে সহভাগিতা রয়েছে.
যদিও তিনি এখন সিদ্ধ নন, তবুও পৌল কি করা বহাল রেখেছেন?
পৌল প্রাপ্ত করার চেষ্টায় দৌড়ানো বহাল রেখেছেন .
কোন লক্ষ্যের দিকে পৌল দৌড়ান?
পৌল প্রভু খ্রীষ্টে ঈশ্বরের উর্ধ্বের আহ্বানের পুরস্কারটি জয় করার লক্ষ্যের দিকে দৌড়ান.
পৌল তার কার্যের উদাহরণটির বিষয়ে ফিলিপীয়দের কি করতে বলেছিলেন?
পৌল ফিলিপীয়দের তার সাথে যুক্ত হতে ও তাকে অনুকরণ করতে বলেছিলেন.
তাদের নিয়তি কি হবে যাদের প্রভু হল তাদের পেট আর যারা জাগতিক বিষয়গুলোকে ভাবে?
যাদের প্রভু হল তাদের পেট আর যারা জাগতিক বিষয়গুলোকে ভাবে তাদের পরিণাম বিনাশ হবে.
বিশ্বাসীদের নাগরিকত্ব কোথায় সে বিষয়ে পৌল কি বলেন?
পৌল বলেন বিশ্বাসীদের নাগরিকত্ব স্বর্গে .
প্রভু খ্রীষ্ট বিশ্বাসীদের দেহগুলোর সাথে কি করবেন যখন তিনি স্বর্গ থেকে আসবেন?
প্রভু খ্রীষ্ট বিশ্বাসীদের দীনতার দেহগুলোকে তার নিজ প্রতাপী দেহের স্বরূপ রূপান্তর করবেন .
পৌল ফিলিপীতে অবস্থিত তার প্রিয় বন্ধুদের কাছে কি চান যেন তারা করে?
পৌল চান যেন ফিলিপীয়রা প্রভুতে দৃঢ় হয়.
পৌল কি দেখতে চান যেন ইবদিয়া ও সুন্ত্তখী-র সাথে ঘটে?
পৌল দেখতে চান যেন ইবদিয়া ও সুন্ত্তখী প্রভুতে একমনা হয়.
পৌল ফিলিপীয়দের সর্বদা কি করতে বলেন?
পৌল তাদের সর্বদা প্রভুতে আনন্দ করতে বলেন .
কোনো বিষয়ে উদ্বিগ্ন না হয়ে বরং পৌল কি করতে বলেন?
পৌল বলেন যে কোনো বিষয়ে উদ্বিগ্ন না হয়ে বরং তোমাদের কি প্রয়োজন তা ঈশ্বরকে জানাও ও তাকে ধন্যবাদ দাও.
যদি আমরা এমনটি করি, তবে কি আমাদের হৃদয়গুলোকে ও চিন্তাগুলোকে রক্ষা করবে?
যদি আমরা এমনটি করি, তবে ঈশ্বরের শান্তি আমাদের হৃদয়গুলোকে ও চিন্তাগুলোকে রক্ষা করবে.
কোন বিষয়গুলোর বিষয়ে ভাবার জন্য পৌল বলেন?
পৌল বলেন সেই বিষয়গুলো নিয়ে ভাবতে যেগুলো সন্মানীয়, ন্যায়পরায়ণ, শুদ্ধ, মনোরম, খ্যাতিসম্পন্ন, সদগুণপূর্ণ ও প্রশংসনীয়.
এখন ফিলিপীয়রা কি নতুন করতে সক্ষম?
ফিলিপীয়রা পৌলের বিষয়ে তাদের চিন্তাধারাটিকে নতুন করতে সক্ষম.
ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থেকে পৌল কোন রহস্যের বিষয়ে শিখেছেন?
পৌল প্রাচুর্য ও অভাব দুটোতেই সন্তুষ্ট হওয়ার রহস্যটিকে শিখেছেন.
কোন শক্তিতে পৌল সন্তুষ্টির সাথে বাঁচতে পারেন?
পৌল প্রভু খ্রীষ্টের যে শক্তি প্রদান করেন সেই শক্তিতে সকল পরিস্থিতিতে সন্তুষ্টির সাথে বাঁচতে পারেন.
পৌলের অভাবে ফিলিপীয়দের প্রদত্ত দানের বিষয়ে তিনি তাদের জন্য কি অনুসন্ধান করেন?
পৌল এমন ফলের অনুসন্ধান করেন যা ফিলিপীয়দের হিসাবে প্রচুর হবে .
পৌলের জন্য ফিলিপীয়দের প্রস্তুত উপহারটিকে ঈশ্বর কিরূপে দেখেন?
ঈশ্বর বলিদানটির জন্য প্রসন্ন হন যা পৌলের জন্য ফিলিপীয়দের প্রস্তুত করেছিল.
ঈশ্বর ফিলিপীয়দের জন্য কি করবেন সে বিষয়ে পৌল কি বলেন?
পৌল বলেন যে ঈশ্বর তার স্বর্গীয় ধনের মহিমায় প্রভু খ্রীষ্ট যীশুতে ফিলিপীয়দের সকল প্রয়োজন পূর্ণ করবেন.
কোন পরিবার ফিলিপীয়দের সম্ভাষণ করে সে বিষয়ে পৌল কি বলেন?
যারা কৈসরের পরিবারের লোক তারা ফিলিপীয়দের সম্ভাষণ করে .