বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS

ঈশ্বরের প্রতি পৌলের সেবাকার্যে পৌলের উদ্দেশ্যটি কি ছিল?

ঈশ্বরের নির্বাচিতদের বিশ্বাসকে ও সত্যের জ্ঞানকে স্থাপিত করাটা ছিল পৌলের উদ্দেশ্য .

কখন ঈশ্বর তার নির্বাচিতদেরকে অনন্ত জীবনের প্রতিজ্ঞা করেছিলেন?

তিনি সময়ের আরম্ভে তার নির্বাচিতদেরকে অনন্ত জীবনের প্রতিজ্ঞা করেছিলেন.

ঈশ্বর কি মিথ্যে বলতে পারেন?

না, তিনি কখনও মিথ্যে বলেন না.

সঠিক সময়ে ঈশ্বর তার সংবাদটিকে সহজবোধ্য করতে কাকে ব্যবহার করেছিলেন?

ঈশ্বর প্রেরিত পৌলকে ব্যবহার করেছিলেন.

পৌল তীতের মধ্যে কি সম্পর্ক ছিল?

তাদের একই বিশ্বাসে, তীত ছিলেন পৌলের সত্য পুত্র.

একজন প্রাচীনের পরিবারে কি হওয়া উচিত?

তাকে এক স্ত্রীর স্বামী হতে হবে ও তার সন্তানদের আজ্ঞাকারী ও অনুশাসিত হতে হবে.

একজন প্রাচীনের মধ্যে কি কি চরিত্র থাকতে হবে?

তাকে অনিন্দনীয় হতে হবে, তিনি যেন মাতাল, তর্কপ্রবণ, লোভি না হন আর তাকে অতিথিসেবক, সংযত ও ধার্মিক হতে হবে .

প্রভুর গৃহে, একজন অধ্যক্ষের কোন পদ ও অধিকার আছে?

তিনি হলেন গৃহের পরিচালক.

বিশ্বাসের সিদ্ধান্তের (শিক্ষা) বিষয়ে একজন প্রাচীনের কেমন প্রবৃত্তি থাকা উচিত?

তাকে সেগুলোকে শক্তভাবে ধরতে হবে আর সেগুলোকে অন্যদের উৎসহিত ও অনুযোগ করার জন্য ব্যবহার করতে সক্ষম হতে হবে.

মিথ্যে শিক্ষকেরা তাদের বাক্যের দ্বারা কি করছিল?

তারা লোকেদের প্রবঞ্চিত করছিল ও পরিবারগুলোকে ভেঙ্গে দিচ্ছিল.

মিথ্যে শিক্ষকদের কি প্রেরণা দিচ্ছিল?

তারা লজ্জাজনক লাভের দ্বারা প্রেরণা পাচ্ছিল.

তাদের কিসে সময় নষ্ট করা উচিত নয় সে বিষয়ে পৌল কি বলেছিলেন?

তাদের ইহুদি গল্পে ও মানুষের আজ্ঞায় সময় নষ্ট করা উচিত নয়.

একজন অবিশ্বাসী পুরুষের মধ্যে কি ভ্রষ্ট হয়েছে?

তার মধ্যে মন ও বিবেক ভ্রষ্ট হয়েছে .

যদিও সেই ভ্রষ্ট পুরুষটি ঈশ্বরকে জানার অঙ্গীকার করে তবুও সে তাকে কিভাবে অস্বীকার করে?

সে তার কাজে ঈশ্বরকে অস্বীকার করে.

একজন প্রাচীনকে মিথ্যে শিক্ষকদের সাথে কি করতে সক্ষম হতে হবে?

তাকে তাদের ভর্ৎসনা ও থামাতে এবং তাদের সংশোধন করতে সক্ষম হতে হবে.

কিছু চরিত্রগুলো কি কি যা বৃদ্ধ পুরুষদের মন্ডলীতে প্রদর্শন করা উচিত?

তাদের মিতাচারী, সংযত ও বিশ্বাসে, প্রেমে ও ধৈর্য্যে নিরাময়তা প্রদর্শন করা উচিত.

কিছু চরিত্রগুলো কি কি যা বৃদ্ধা মহিলাদের মন্ডলীতে প্রদর্শন করা উচিত?

তাদের সমাদর প্রদর্শন করা উচিত, অপবাদিকা হওয়া উচিত নয়; তাদের সংযমী ও সুশিক্ষাদায়িনী হওয়া উচিত.

বৃদ্ধা মহিলাদের অল্প বয়সী মহিলাদের কি শিক্ষা দেওয়া উচিত?

তাদের তাদেরকে তাদের স্বামীদের স্নেহ করতে ও আজ্ঞা পালন করতে, সন্তানদের আদর করতে, সংযমী, পবিত্র ও গৃহকার্যে নিপুণা হতে শেখানো উচিত.

বিশ্বাসীদের জন্য একজন আদর্শ হতে তীতকে কি করা উচিত?

তাকে শিক্ষা দিতে, শুদ্ধতা ও সংযমশীলতা প্রদর্শন আর নিরাময় বাক্যের প্রয়োগ করা উচিত যা সংশোধন করার প্রয়োজন নেই .

যারা বিশ্বাসী দাস তাদের কিরূপ আচরণ করা উচিত?

তাদেরকে তাদের মালিকদের বাধ্য হতে হবে, তাদের থেকে চুরি করা নয় বরং তাদের উত্তম বিশ্বাসের প্রদর্শন করা উচিত.

যখন পৌলের নির্দেশানুযায়ী দাসরা আচরণ করবে তখন তা অন্যদের উপর কিভাবে প্রভাব ফেলবে?

এটি ঈশ্বর, আমাদের উদ্ধারকর্তা বিষয়ক শিক্ষাটিকে অন্যদের জন্য আকর্ষণীয় করবে .

ঈশ্বরের অনুগ্রহ কাকে উদ্ধার দিতে পারে?

ঈশ্বরের অনুগ্রহ প্রত্যেককে উদ্ধার দিতে পারে.

ঈশ্বরের অনুগ্রহ আমাদেরকে কি অস্বীকার করতে প্রশিক্ষিত করে?

ঈশ্বরের অনুগ্রহ আমাদেরকে ভক্তিহীনতা ও সংসারিক অভিলাষাগুলোকে অস্বীকার করতে প্রশিক্ষিত করে.

ভবিষ্যতের কোন ঘটনার দিকে বিশ্বাসীরা তাকিয়ে আছে প্রাপ্ত করার জন্য?

আমাদের মহান ঈশ্বরের ও উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রীষ্টের মহিমার আবির্ভাবের দিকে বিশ্বাসীরা তাকিয়ে রয়েছে.

কেন প্রভু যীশু নিজেকে আমাদের জন্য দিয়েছিলেন?

ব্যবস্থাহীনতা থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য মূল্য প্রদান করেন ও সৎ কর্ম করতে আগ্রহী পবিত্র লোকজন বানানোর জন্য তিনি নিজেকে দিয়েছিলেন.

শাসক ও কর্তৃত্বকারীদের প্রতি বিশ্বাসীদের আচরণ কেমন হওয়া উচিত?

বিশ্বাসীদের সমর্পিত ও আজ্ঞাকারী হওয়া উচিত ও তাদের সৎ কর্ম করতে প্রস্তুত হতে হবে.

কি অবিশ্বাসীদের বিনাশের ও বন্ধনের দিকে নিয়ে যায়?

তাদের অভিলাষা ও ভোগবিলাস তাদেরকে বিনাশের ও বন্ধনের দিকে নিয়ে যায়.

কিসের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে উদ্ধার দিয়েছেন?

তিনি আমাদেরকে নতুন জন্মের ধৌতকরণে ও পবিত্র আত্মার দ্বারা নতুন করার মাধ্যমে উদ্ধার দিয়েছেন.

আমরা কি আমাদের সৎকর্মের দ্বারা না কি ঈশ্বরের অনুগ্রহের দ্বারা উদ্ধার প্রাপ্ত হয়েছি?

আমরা কেবলমাত্র ঈশ্বরের করুনায় উদ্ধার প্রাপ্ত করেছি.

আমাদের ধার্মিক করার পর ঈশ্বর আমাদেরকে কি করেছেন?

ঈশ্বর আমাদেরকে তার উত্তরাধিকারী করেছেন.

কোন বিষয়ের উপর বিশ্বাসীদের মনোযোগ দেওয়া উচিত?

বিশ্বাসীদেরকে তাদের মনোযোগ সৎকর্মের উপর দেওয়া উচিত যা ঈশ্বর তাদের সামনে রেখেছেন .

বিশ্বাসীদের কি এড়িয়ে যাওয়া উচিত?

বিশ্বাসীদের মুর্খতাপূর্ণ তর্কবিতর্ক এড়িয়ে যাওয়া উচিত.

এক বা দুই সতর্কীকরণের পর কাকে পরিত্যাগ করতে হবে?

যে কেউ যে বিশ্বাসীদের মধ্যে দলভেদ করে তাকে এক বা দুই সতর্কীকরণের পর পরিত্যাগ করতে হবে.

বিশ্বাসীদেরকে নিজেদের কিসে নিয়োগ করতে হবে যেন তারা ফলবন্ত হতে পারে?

বিশ্বাসীদেরকে শিখতে হবে নিজেদেরকে সৎকর্মে নিয়োগ করা যেন অত্যাবশ্যক প্রয়োজনগুলো পূর্ণ হয়.