এই পত্রে লেখক যোহন কোন নামের দ্বারা নিজের পরিচয় দেন?
যোহন নিজেকে প্রাচীনরূপে পরিচয় দেন.
এই পত্রের প্রাপক গায়ের সাথে যোহনের কেমন সম্পর্ক ছিল?
যোহন সত্যে গায়কে স্নেহ করতেন.
গায়ের বিষয়ে যোহন কি প্রার্থনা করেন?
যোহন প্রার্থনা করেন যেন গায় সকল বিষয়ে উন্নত হন আর স্বাস্থ্যে ও প্রাণে কুশলপ্রাপ্ত করেন.
যোহনের মহানন্দটি কি?
যোহনের মহানন্দটি হল শোনা যে তার সন্তানরা সত্যে গমন করছে.
গায় কাদের স্বাগত করেছিলেন ও তাদের যাত্রায় পাঠিয়ে দিয়েছিলেন?
গায় তাদেরকে স্বাগত করেছিলেন ও তাদের যাত্রায় পাঠিয়ে দিয়েছিলেন যারা ‘নামের’ জন্য যাত্রা করছিল.
কেন যোহন বিশ্বাসীদেরকে বলেন যে এই ধরনের ভাইদেরকে স্বাগত করা উচিত?
যোহন বিশ্বাসীদেরকে বলেন তাদেরকে স্বাগত করা উচিত যেন তারা সত্যের জন্য সহকর্মী হতে পারে.
দিয়ত্রিফি কি ভালোবাসে?
দিয়ত্রিফি সভাতে প্রথম হতে ভালবাসে.
যোহনের প্রতি দিয়ত্রিফির আচরণ কেমন?
দিয়ত্রিফি যোহনকে গ্রহণ করে না .
যোহন কি করবেন যদি তিনি গায় ও সভার কাছে আসেন?
যদি যোহন আসেন তবে তিনি দিয়ত্রিফির মন্দ কার্যগুলো মনে করিয়ে দেবেন.
‘নামের’ জন্য যাত্রা করা ভাইদের সাথে দিয়ত্রিফি কি করে?
দিয়ত্রিফি তাদের গ্রহণ করে না.
দিয়ত্রিফি তাদের সাথে কি করে যারা ‘নামের’ জন্য যাত্রা করা ভাইদের গ্রহণ করে?
দিয়ত্রিফি তাদেরকে ভাইদেরকে গ্রহণ করতে বারণ করে আর সভা থেকে তাদেরকে বের করে দেয়.
যোহন গায়কে কিসের অনুকারী হতে বলেন?
যোহন গায়কে উত্তমের অনুকারী হতে বলেন.
যোহন ভবিষ্যতে কি করার আশা রাখেন?
যোহন এসে গায়ের সাথে মুখোমুখি কথা বলার আশা রাখেন.