বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS

আরম্ভে কি ছিলেন?

আরম্ভে বাক্য ছিলেন.

বাক্য কার সাথে ছিলেন?

বাক্য ঈশ্বরের সাথে ছিলেন.

বাক্য কি ছিলেন?

বাক্য ঈশ্বর ছিলেন.

বাক্য ব্যতীত কি কোনো কিছুর সৃষ্টি হয়েছিল?

সকল কিছু তার দ্বারা সৃষ্টি হয়েছিল, আর বাক্য ব্যতীত এমন একটিও বস্তু সৃষ্টি করা হয়নি .

বাক্যের মধ্যে কি ছিল?

তার মধ্যে জীবন ছিল.

সেই পুরুষটির নাম কি ছিল যাকে ঈশ্বর পাঠিয়েছিলেন?

তার নাম যোহন ছিল.

যোহন কি করতে এসেছিলেন?

তিনি আলোর বিষয়ে সাক্ষী দিতে এসেছিলেন যেন সকলে তার মাধ্যমে বিশ্বাস করে .

জগৎ কি সেই আলোকে চিনেছিল বা গ্রহণ করেছিল যার বিষয়ে যোহন সাক্ষী দিয়েছিলেন?

জগৎ সেই আলোকে চেনেনি যার বিষয়ে যোহন সাক্ষী দিয়েছিলেন আর সেই আলোর নিজ লোকেরাই তাকে গ্রহণ করেনি .

যারা তাঁর নামের উপর বিশ্বাস করেছিল তাদের সাথে সেই আলো কি করেছিলেন?

তাদের সাথে যারা তাঁর নামের উপর বিশ্বাস করেছিল তিনি তাদের ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছিলেন .

কিভাবে যারা তার উপর বিশ্বাস করেছিল তারা ঈশ্বরের সন্তান হয়েছিল?

তারা ঈশ্বরের দ্বারা জন্ম গ্রহণ করে ঈশ্বরের সন্তান হয়েছিল.

ঈশ্বর পিতার কাছ থেকে আগত বাক্যের ন্যায় এমন কোনো ব্যক্তি আছে বা ছিল কি?

না! বাক্যই কেবল অদ্বিতীয় ব্যক্তি যিনি ঈশ্বর পিতার কাছ থেকে এসেছিলেন .

যার পূর্ণতার বিষয়ে যোহন সাক্ষী দিয়েছিলেন তার কাছ থেকে আমরা কি গ্রহণ করেছি?

তার পূর্ণতার থেকে আমরা বিনামূল্যে উপহারের পর উপহার গ্রহণ করেছি .

যীশু খ্রীষ্ট মাধ্যমে কি এসেছিল?

অনুগ্রহ ও সত্য যীশু খ্রীষ্টের মাধ্যমে এসেছিল .

কেউ কি আদৌ ঈশ্বরের দর্শন পেয়েছে?

কোনো মানুষ আদৌ ঈশ্বরের দর্শন পায়নি .

কে আমাদের কাছে ঈশ্বরকে পরিচিত করিয়েছেন?

তিনি যিনি ঈশ্বর পিতার ক্রোড়ে বিরাজমান আমাদের কাছে তাঁর পরিচয় দিয়েছেন.

যাজক ও লেবীয়দের দ্বারা প্রশ্ন করায় যে তিনি কে তখন যোহন কি উত্তর দিয়েছিলেন?

তিনি বলেছিলেন, “আমি নির্জনপ্রদেশের সেই বাণী, যা ঘোষণা করছে: ‘প্রভুর জন্য সরল পথ প্রস্তুত কর,’ যেমনটি যিশাইয় ভাববাদী বলেছিলেন৷” .

যোহন কি বলেছিলেন যখন তিনি প্রভু যীশুকে তার কাছে আসতে দেখেছিলেন?

তিনি বলেছিলেন, “দেখ, ঈশ্বরের মেষশাবকটি জগতের পাপ বহন করে নিয়ে যান” .

যোহন কেন জল দ্বারা বাপ্তিস্ম দিতেন?

তিনি জল দিয়ে বাপ্তিস্ম দিতে এসেছিলেন যেন ঈশ্বরের মেষশাবক প্রভু যীশু যিনি জগতের পাপ বহন করে নিয়ে যান, তিনি ইস্রায়েলের কাছে প্রকাশিত হন.

সেই চিহ্নটি কি ছিল যা যোহনের কাছে প্রভু যীশুকে ঈশ্বরের মেষশাবক রূপে প্রকাশিত করেছিল?

সেই চিহ্নটি ছিল যে যোহন যার উপরে পবিত্র আত্মাকে নেমে আসতে ও তার উপর থাকতে দেখবেন তিনিই হবেন সে যিনি পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন .

যোহনের দুই শিষ্য কি করেছিল যখন তারা যোহনকে প্রভু যীশুকে “ঈশ্বরের মেষশাবক” ডাকতে শুনেছিল?

তারা প্রভু যীশুকে অনুসরণ করেছিল.

দুজনের মধ্যে একজনের নাম কি ছিল যারা যোহনকে বলতে শুনেছিল ও তারপর প্রভু যীশুকে অনুসরণ করেছিল?

দুজনের মধ্যে একজনের নাম ছিল আন্দ্রিয় .

আন্দ্রিয় তার ভাই শিমোনকে প্রভু যীশুর বিষয়ে কি বলেছিলেন?

আন্দ্রিয় শিমোনকে বলেছিলেন, “আমরা খ্রীষ্টকে পেয়েছি”.

শিমোনকে কি নামে ডাকা হবে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন শিমোনকে “কৈফা” ডাকা হবে (যার অর্থ হচ্ছে পাথর).

আন্দ্রিয় ও শিমোনের নগরের নাম কি ছিল?

আন্দ্রিয় ও শিমোনের নগরের নাম বৈৎসৈদা ছিল.

প্রভু যীশুর বিষয়ে নথনেল কি বলেছিলেন?

নথনেল বলেছিলেন, “হে গুরু, আপনি হলেন ঈশ্বরের পুত্র! আপনি হলেন ইস্রায়েলের রাজা”.

প্রভু যীশু কি বলেছিলেন যে নথনেল কি দেখবেন?

প্রভু যীশু নথনেলকে বলেছিলেন যে তিনি স্বর্গ খুলে যেতে দেখবেন আর ঈশ্বরের সকল স্বর্গদূতদের মনুষ্যপুত্রের উপর দিয়ে উঠতে ও নামতে দেখবেন .

কেন প্রভু যীশুর মাতা প্রভু যীশুকে বলেছিলেন, “তাদের কাছে দাক্ষারস নেই”?

তিনি প্রভু যীশুকে তা বলেছিলেন কারণ তিনি প্রত্যাশা করেছিলেন যে তিনি সেই পরিস্থিতিতে কিছু করবেন.

কোন দুটি জিনিস প্রভু যীশু চাকরদের করতে বলেছিলেন?

তিনি প্রথমে তাদের জলের পাত্রগুলোকে জলে পূর্ণ করতে বলেছিলেন৷ তারপর তিনি চাকরদেরকে কিছু “জল” ভোজাধ্যক্ষের কাছে নিয়ে যেতে বলেছিলেন.

কান্না নগরের বিবাহে কারা কারা উপস্থিত ছিল?

প্রভু যীশু, তাঁর মাতা, আর তাঁর শিষ্যরা কান্না নগরের বিবাহে উপস্থিত ছিল.

ভোজাধ্যক্ষ সেই জল যা দাক্ষারসে পরিণত হয়ে গিয়েছিল আস্বাদন করার পর কি বলেছিলেন?

ভোজাধ্যক্ষ বলেছিলেন, “প্রত্যেক মানুষ প্রথমে ভালো দাক্ষারস পরিবেশন করে আর তারপর যখন লোকেরা মাতাল হয়ে যায় তখন সস্তা দাক্ষারস পরিবেশন করে৷ কিন্তু তোমরা এখনও ভালো দাক্ষারস রেখেছ”.

এই চিহ্নটি দেখে প্রভু যীশুর শিষ্যেরা কেমন প্রতিক্রিয়া করেছিল?

প্রভু যীশুর শিষ্যেরা প্রভু যীশুর উপর বিশ্বাস করেছিল.

প্রভু যীশু কি পেয়েছিলেন যখন তিনি যেরুশালেমের মন্দিরে গিয়েছিলেন?

তিনি সেখানে পোদ্দারদের ও যারা বলদ, মেষ, ও পায়রাদের বিক্রয় করছিল তাদের পেয়েছিলেন .

প্রভু যীশু বিক্রেতা ও পোদ্দারদের সাথে কি করেছিলেন?

তিনি তৃণ দিয়ে একটি কষা তৈরী করেছিলেন আর তাদের সকলকে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যাদের মধ্যে মেষ ও বলদরাও ছিল৷ তিনি পোদ্দারদের মুদ্রা সব ফেলে দিয়েছিলেন ও তাদের টেবিল উল্টে ফেলে দিয়েছিলেন.

প্রভু যীশু পায়রা বিক্রেতাদের কি বলেছিলেন?

তিনি বলেছিলেন, “এগুলো এখান থেকে দূরে নিয়ে যাও৷ আমার পিতার গৃহকে বাজার বানানো বন্ধ কর৷” .

মন্দিরে প্রভু যীশুর কার্যে ইহুদি অধিকারীরা কেমন প্রতিক্রিয়া করেছিল?

তারা প্রভু যীশুকে জিজ্ঞেসা করেছিল, “কোন চিহ্ন আপনি আমাদের দেখাবেন যেহেতু আপনি এসব করছেন?”.

প্রভু যীশু কিভাবে ইহুদি অধিকারীদের উত্তর দিয়েছিলেন?

তিনি তাদের এই বলে উত্তর দিয়েছিলেন, “এই মন্দিরকে ধ্বংস কর আর তিন দিনে আমি তা পুনরায় উত্থিত করব৷”.

প্রভু যীশু কোন মন্দিরের বিষয়ে বলছিলেন?

প্রভু যীশু তার দেহ মন্দিরের বিষয়ে বলছিলেন.

কেন বহু লোকেরা প্রভু যীশুর নামের উপর বিশ্বাস করেছিল?

তারা বিশ্বাস করেছিল যেহেতু তারা তাঁর সকল চমৎকারগুলোকে দেখেছিল.

কেন প্রভু যীশু লোকেদের উপর নিজ বিষয়ে ভরসা করেননি?

প্রভু যীশু লোকেদের উপর নিজ বিষয়ে ভরসা করেননি কারণ তিনি সকল লোকেদের জানতেন, যে মনুষ্যজাতি কিরূপ আর কারণ তার কারো প্রয়োজন নেই মনুষ্যজাতির বিষয়ে প্রমান দেয়.

নীকদীম কে ছিলেন?

নীকদীম ইহুদি সভার একটি সদস্য ও একজন ফরীশী ছিলেন .

নীকদীম প্রভু যীশুর বিষয়ে কি সাক্ষ্য দিয়েছিলেন?

নীকদীম প্রভু যীশুকে বলেছিলেন, “যে গুরু, আমরা জানি যে আপনি ঈশ্বরের তরফ থেকে আগত একজন গুরু যেহেতু এই চিহ্ন কার্যগুলো কেউ করতে পারে না যা আপনি করেন যতক্ষণ না ঈশ্বর তার সহবর্তী হয় .

প্রভু যীশু নীকদীমকে কি বলেছিলেন যা নীকদীমকে ভ্রমিত ও হতভম্ব করেছিল?

প্রভু যীশু নীকদীমকে বলেছিলেন যে একজনকে পুনরায় জন্ম নিতে হবে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে জল থেকে জন্মাতে হবে আর আত্মা দ্বারা জন্মাতে হবে .

কিভাবে প্রভু যীশু নীকদীমকে ভর্ৎসনা করেছিলেন?

তিনি এই বলে নীকদীমকে ভর্ৎসনা করেছিলেন, “আপনি যে ইস্রায়েলের গুরু আর তবুও আপনি এই বিষয়গুলো বুঝতে পারছেন না?” তিনি নীকদীমকে আরো এই বলে ভর্ৎসনা করেছিলেন, “আমি এই পার্থিব বিষয়গুলো আপনাদেরকে বলছি আর আপনারা বিশ্বাস করেন না, তবে কিভাবে আপনারা বিশ্বাস করবেন যদি আমি আপনাদেরকে স্বর্গীয় বিষয়গুলোকে বলি?”.

কে স্বর্গে গিয়েছেন?

কেউই স্বর্গে যাননি কেবল তিনি স্বর্গে গিয়েছেন যিনি স্বর্গ থেকে নেমেছেন, তিনি হলেন মনুষ্য পুত্র .

কেন মনুষ্য পুত্রকে ঊর্ধ্বে উঠতেই হবে?

তাকে ঊর্ধ্বে উঠতেই হবে যেন যারা তার উপর বিশ্বাস করে তারা অনন্ত জীবন প্রাপ্ত করে.

কিভাবে ঈশ্বর দেখিয়েছেন যে তিনি জগতকে ভালোবেসেছেন?

তিনি তার একমাত্র অদ্বিতীয় পুত্রকে দেওয়ার মাধ্যমে তার ভালোবাসা দেখিয়েছেন, যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে নষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন প্রাপ্ত করে.

ঈশ্বর কি তার পুত্রকে জগতকে দোষ দিতে পাঠিয়েছিলেন?

না৷ ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিলেন যেন জগৎ তার পুত্রের মাধ্যমে উদ্ধার পায় .

কেন মানুষ বিচারের অধীনে রয়েছে?

মানুষ বিচারের অধীনে রয়েছে কারণ আলো জগতে এসেছেন আর মানুষ আলোর চাইতে অন্ধকারকে ভালোবাসল যেহেতু তাদের কর্ম সকল মন্দ .

কেন যারা মন্দ কার্য করে তারা আলোতে আসতে চায়না?

যারা মন্দ কার্য করে তারা আলোকে ঘৃণা করে ও আলোতে আসতে চাইবে না কারণ তারা চায়না যে তাদের কার্য সকল ব্যক্ত হয়ে পারে .

কেন যারা সত্যের অভ্যাস করে তারা আলোতে আসে?

তারা আলোতে আসে যেন তাদের কার্য স্পষ্টভাবে দেখা যায় আর জানাতে যে তাদের কার্য সকল ঈশ্বরের আজ্ঞাকারিতায় করা হয়েছে.

যোহন কি বলেছিলেন যখন যোহনের শিষ্যরা অভিযোগ করেছিল যে প্রভু যীশু বাপ্তিস্ম দিচ্ছিলেন ও সকলে তাঁর কাছে যাচ্ছিল?

যোহন বলেছিলেন, “তাঁকে বৃদ্ধি পেতেই হবে ও আমাকে হ্রাস পেতেই হবে” .

তারা কি দৃঢ় করেছিল যারা ঊর্ধ্বের, স্বর্গের সেইজনের সাক্ষ্যটিকে গ্রহণ করেছিল?

তারা দৃঢ় করেছিল যে ঈশ্বর হলেন সত্য.

পিতা ঈশ্বর পুত্রের হাতে কি দিয়েছেন?

তিনি পুত্রের হাতে সকল কিছুই দিয়েছেন.

তাদের কাছে কি থাকবে যারা পুত্রের উপর বিশ্বাস করেছে?

তাদের কাছে অনন্তকালের আলো থাকবে.

তাদের সাথে কি হবে যারা পুত্রের অনাজ্ঞাকারী হবে?

তারা জীবন দেখতে পারবে না, কিন্তু তাদের উপর ঈশ্বরের ক্রোধ থাকে.

কোন প্রশ্ন নীকদীম জিজ্ঞাসা করেছিলেন যা আমাদেরকে জানায় যে প্রভু যীশুর উক্তিতে নীকদীম ভ্রমিত ও হতভম্ব হয়েছিলেন?

নীকদীম বলেছিলেন, “কিভাবে একজন জন্মাতে পারে যখন সে বয়স্ক হয়ে গিয়েছে? সে দ্বিতীয়বার মাতৃ গর্ভে প্রবেশ করতে পারে না ও জন্মাতে পারে না, পারে কি? নীকদীম আরো বলেছিলেন, “কিভাবে এই সকল হতে পারে?” .

কখন প্রভু যীশু যিহুদিয়া ছেড়েছিলেন ও গালীলে গিয়েছিলেন?

প্রভু যীশু যিহুদিয়া ছেড়েছিলেন ও গালীলে গিয়েছিলেন, তার জানতে পারার পর যে ফরীশীরা শুনতে পেরেছে যে তিনি যোহনের তুলনায় বেশি শিষ্য বানাচ্ছিলেন ও বাপ্তিস্ম দিচ্ছিলেন .

গালীলের পথে প্রভু যীশু কোথায় থেমেছিলেন?

তিনি একটি শমরিয়া নগরের কাছাকাছি যাকে শুখর বলা হত অবস্থিত যাকোবের কুয়োর পাশে থেমেছিলেন.

যখন প্রভু যীশু সেখানে ছিলেন তখন সেখানে কে এসেছিলেন?

একজন শমরিয়া স্ত্রী সেখানে জল ভরতে এসেছিলেন.

প্রভু যীশু শমরিয়া স্ত্রীটিকে প্রথমে কি বলেছিলেন?

তিনি তাকে বলেছিলেন, “আমাকে পান করার জন্য কিছু জল দাও৷”.

প্রভু যীশুর শিষ্যেরা কোথায় ছিল?

তারা নগরে খাদ্য কিনতে গিয়েছিল .

কেন শমরিয়া স্ত্রীটি চকিত হয়েছিলেন যে প্রভু যীশু তার সাথে কথা বলছিলেন?

তিনি চকিত হয়েছিলেন কারণ ইহুদিরা শমরিয়াদের সাথে কোনো ব্যবহার রাখে না .

ঈশ্বরের বিষয়ে কথোপকথনটিকে ঘুরানোর জন্য প্রভু যীশু কি বলেছিলেন?

প্রভু যীশু তাকে বলেছিলেন যে যদি তিনি ঈশ্বরের বরদানের বিষয়ে আর কে তার সাথে কথা বলছেন জানতেন, তবে তিনি চাইতেন আর তিনি তাকে জীবন্ত জল দিতেন.

প্রভু যীশুর আত্মিক উক্তিটির অর্থ যে তিনি বোঝেননি তা ইঙ্গিত করতে স্ত্রীটি কি বক্তব্য করেছিলেন?

স্ত্রীটি প্রতিউত্তর করেছিলেন যে, “মহাশয়, আপনার কাছে কোনো বালতি নেই আর কুয়োটাও গভীর৷ কোথা থেকে আপনি জীবন্ত জল পেয়েছেন?...” .

যে জল তিনি দেবেন সে বিষয়ে প্রভু যীশু স্ত্রীটিকে কি বলেছিলেন?

প্রভু যীশু স্ত্রীটিকে বলেছিলেন, যে তার দেওয়া জল পান করে সে কখনো পুনরায় তৃষ্ণার্ত হবে না আর সেই জল একটি ঝর্ণা হবে যা অনন্ত জীবন পর্যন্ত উথলে পরবে .

কেন স্ত্রীটি এখন সেই জল চান যা প্রভু যীশু দেন?

তিনি সেই জল চান যেন তিনি তৃষ্ণার্ত না হন আর কুয়োতে জল ভর্তে না আসতে হয়.

প্রভু যীশু তারপর কথোপকথনের বিষয়টিকে পরিবর্তন করেছিলেন৷ তিনি স্ত্রীটিকে কি বলেছিলেন?

প্রভু যীশু তাকে বলেছিলেন, “চলে যাও, তোমার স্বামীকে ডাক, আর এখানে ফিরে এসো৷” .

স্ত্রীটি কিরূপ উত্তর দিয়েছিলেন যখন প্রভু যীশু তাকে তার স্বামীকে ডাকতে বলেছিলেন?

স্ত্রীটি প্রভু যীশুকে বলেছিলেন যে তার কোনো স্বামী নেই .

প্রভু যীশু কি বলেছিলেন যা সেই স্ত্রীটিকে বিশ্বাস করিয়েছিল যে প্রভু যীশু একজন ভাববাদী ছিলেন?

তিনি তাঁকে বলেছিলেন তার পাঁচটি স্বামী ছিল আর যে পুরুষের সাথে এখন তিনি ছিলেন সে তার স্বামী নয়.

আরাধনার কোন মতান্তর স্ত্রীটি প্রভু যীশুর কাছে উপস্থিত করেছিলেন?

আরাধনার সঠিক স্থান কোনটি সে বিষয়ে তিনি একটি মতান্তর উপস্থিত করেছিলেন.

কি ধরনের আরাধনা পিতা অনুসন্ধান করেন সে বিষয়ে প্রভু যীশু স্ত্রীটিকে কি বলেছিলেন?

প্রভু যীশু তাকে বলেছিলেন যে ঈশ্বর হলেন আত্মা আর সত্য উপাসককে ঈশ্বরের আরাধনা আত্মা ও সত্যে করা উচিত .

প্রভু যীশু স্ত্রীটিকে কি বলেছিলেন যখন তিনি প্রভু যীশুকে বলেছিলেন যে খ্রীষ্ট (মশীহ) আসবেন, তিনি তাদের কাছে সব ঘোষণা করবেন?

প্রভু যীশু তাকে বলেছিলেন যে তিনিই হলেন খ্রীষ্ট (মশীহ).

স্ত্রীটি প্রভু যীশুর সাথে কথোপকথন করার পর কি করেছিলেন?

স্ত্রীটি তার পাত্র সেখানেই ছেড়ে দিয়ে নগরে ফিরে গিয়েছিলেন, আর লোকেদের বলেছিলেন, “তোমরা এসে একটি পুরুষকে দেখ যিনি আমার করা সকল কার্যের বিষয়ে বলে দিয়েছে৷ ইনিই কি সেই খ্রীষ্ট নন?” .

স্ত্রীটির কথা শোনার পর নগরের লোকেরা কি করেছিল?

তারা নগর ছেড়ে প্রভু যীশুর সাথে দেখা করতে এসেছিল.

প্রভু যীশু তার খাদ্যের বিষয়ে কি বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন তার খাদ্য হল তাকে যিনি পাঠিয়েছেন তাঁর ইচ্ছে পালন করা ও তাঁর কার্য পূরণ করা .

ফসল কাটার উপযোগিতাটি কি?

যারা ফসল কাটে তারা মুজুরী পায় ও অনন্ত কালের জন্য ফসল সঞ্চয় করে, যেন যে বপন করে ও যে কাটে দুজনেই একসাথে আনন্দ করতে পারে .

কোন দুটি বিষয় সেই শমরিয়াবাসীদের প্রভু যীশুর উপর বিশ্বাস করার কারণ হয়েছিল?

স্ত্রীটির বিবৃতিটি সেই নগরের বহু শমরিয়াবাসীদের প্রভু যীশুর উপর বিশ্বাস করিয়েছিল৷ আর বহু লোকেরা প্রভু যীশুর বলা বাক্যের জন্য প্রভু যীশুর উপর বিশ্বাস করেছিল .

প্রভু যীশুর উপর সেই শমরিয়াবাসীরা কি বিশ্বাস করেছিল?

তারা বলেছিল যে তারা এখন জানতে পেরেছিল যে প্রভু যীশুই হলেন জগতের উদ্ধারকর্তা.

যখন প্রভু যীশু গালীলে এসেছিলেন তখন কেন গালীলবাসীরা তাকে স্বাগত করেছিল?

তারা তাঁকে স্বাগত করেছিল কারণ তারা তাঁর করা সেই সকল জিনিস দেখেছিল যা উৎসবের সময় যেরুশালেমে তিনি করেছিলেন.

যিহুদিয়া থেকে চলে যাওয়ার ও গালীলে আসার পর, কে প্রভু যীশুর নিকটে এসেছিলেন ও তিনি কি চেয়েছিলেন?

একজন রাজকীয় অধ্যক্ষ যার পুত্র অসুস্থ ছিল প্রভু যীশুর কাছে এসেছিলেন, তাঁকে তার পুত্রকে এসে সুস্থ করতে অনুনয় করেছিলেন.

প্রভু যীশু সেই অধ্যক্ষটিকে চিহ্ন ও চমৎকারের বিষয়ে কি বলেছিলেন?

প্রভু যীশু তাকে বলেছিলেন যে লোকেরা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা চিহ্ন ও চমৎকার না দেখে.

রাজকীয় অধ্যক্ষটি কি করেছিলেন যখন প্রভু যীশু তার সাথে যাননি কিন্তু বলেছিলেন, “যাও; তোমার পুত্রটি বাঁচবে৷”?

লোকটি বাক্যে বিশ্বাস করেছিলেন যা প্রভু যীশু তাকে বলেছিলেন আর তিনি চলে গিয়েছিলেন .

অসুস্থ ছেলেটির পিতাটিকে বলার পর যে তার ছেলে বেঁচে যাবে আর যে জ্বর আগের দিনের সাতটার সময় ছেড়ে গিয়েছে, ঠিক সেই সময় যখন প্রভু যীশু তাকে বলেছিলেন, “তোমার পুত্রটি বাঁচবে” তার পরিণামটি কি হয়েছিল?

পরিণামে সেই রাজকীয় অধক্ষ্যটি ও তার সম্পূর্ণ পরিবার পরিজন বিশ্বাস করেছিল.

যেরুশালেমে মেষ দ্বারের নিকটের সেই জলাশয়ের নাম কি ছিল যার পাঁচটি চাঁদনী ঘাট ছিল?

সেই জলাশয়ের নামটি ছিল বৈথেসদা .

বৈথেসদাতে কারা ছিল?

সেখানে বিরাট সংখ্যক লোকজন ছিল যারা অসুস্থ, অন্ধ, খঞ্জ বা পক্ষাঘাতগ্রস্ত ছিল ও বৈথেসদার দ্বারমন্ডপে শুয়ে ছিল.

প্রভু যীশুর প্রশ্নে, “তুমি কি সুস্থ হতে চাও” সেই অসুস্থ ব্যক্তিটির প্রতিউত্তর কেমন ছিল?

অসুস্থ ব্যক্তিটি প্রতিউত্তর দিয়েছিল, “মহাশয়, যখন জল কম্পন করানো হয় তখন আমাকে জলে নিয়ে যাওয়ার জন্য আমার কেউ নেই৷ যখন আমি জলে যাওয়ার চেষ্টা করি, তখন অন্য কেউ আমার আগে চলে যায়৷”.

কি ঘটেছিল যখন প্রভু যীশু সেই অসুস্থ ব্যক্তিটিকে বলেছিলেন, “উঠে দাঁড়াও, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও৷”?

তৎক্ষণাৎ সেই পুরুষটি সুস্থ হয়ে গিয়েছিল, সে তার খাট তুলে নিয়েছিল ও হেঁটে বেড়িয়েছিল.

কেন তা ইহুদি নেতাদের বিরক্ত করেছিল যখন তারা সেই অসুস্থ ব্যক্তিটিকে তার খাট (মাদুর) তুলে হেঁটে বেড়াতে দেখেছিল?

এটি তাদের বিরক্ত করেছিল কারণ সেটি একটি বিশ্রামদিন ছিল আর তারা পুরুষটিকে বলেছিল যে বিশ্রামদিনে তার মাদুর তুলে হাঁটার অনুমতি নেই .

প্রভু যীশু অসুস্থ ব্যক্তিটিকে তার সুস্থ হওয়ার পর কি বলেছিলেন যখন প্রভু যীশু তাকে পুনরায় মন্দিরে সাক্ষাৎ করেন?

প্রভু যীশু তাকে বলেছিল, “দেখ, তুমি সুস্থ হয়েছ! আর পাপ কর না, নতুবা তোমার সাথে কিছু আরও খারাপ হতে পারে৷” .

সেই সুস্থ ব্যক্তিটি তখন কি করেছিল যখন প্রভু যীশু তাকে পাপ করা বন্ধ করতে বলেছিলেন?

সেই পুরুষটি চলে গিয়েছিল আর ইহুদি নেতাদের বলেছিল যে প্রভু যীশু তাকে সুস্থ করেছিলেন.

প্রভু যীশু ইহুদি নেতাদের কিরূপ প্রতিউত্তর দিয়েছিলেন যারা তাকে উৎপীড়ন করেছিল কারণ তিনি বিশ্রামদিনে সেই কার্যগুলো (সুস্থ) করছিলেন?

প্রভু যীশু তাদের বলেছিলেন, “আমার পিতা এখনও কার্য করছেন আর আমিও তাই কার্য করি৷”.

কেন প্রভু যীশুর উক্তিটিতে ইহুদি নেতারা প্রভু যীশুকে হত্যা করতে চেয়েছিল?

এমনটি ঘটেছিল কারণ প্রভু যীশু না কেবল বিশ্রামদিবস ভঙ্গ করেছিলেন (তাদের ধারণায়), বরং ঈশ্বরকে তার নিজ পিতাও বলেছিলেন, যা বলে তিনি নিজেকে ঈশ্বরের সমতুল্য করেছিলেন.

প্রভু যীশু কি করতেন?

তিনি যা পিতাকে করতে দেখতেন তাই করতেন .

পুত্রকে পিতা কোন মহান বিষয় দেখিয়েছিলেন যেন ইহুদি নেতারা বিস্মিত হয়?

পিতা মৃতদের উত্থান করেন ও তাদের জীবন দান করেন, ঠিক তেমনিভাবে পুত্রও যাকে ইচ্ছে হয় তাকে জীবন দান করেন .

কেন পিতা সকল ন্যায় ভার পুত্রের উপর অর্পণ করেছেন?

পিতা সকল ন্যায় ভার পুত্রের উপর অর্পণ করেছেন যেন সকলে পিতার তুল্য পুত্রকেও সম্মান দেয়.

কি হয় যদি আপনি পুত্রকে সম্মান না দেন?

যদি আপনি পুত্রের সম্মান না করেন তবে আপনি পিতা যিনি তাকে পাঠিয়েছেন তারও সম্মান করেন না.

কি হয় যদি আপনি প্রভু যীশুর বাক্যের উপর এবং পিতার উপর বিশ্বাস করেন যিনি তাকে পাঠিয়েছেন?

যদি আপনি তা করেন তবে আপনি অনন্ত জীবন পেয়েছেন আর দোষী হননি কিন্তু মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছেন .

জীবনের বিষয়ে পিতা পুত্রকে কি রাখতে দিয়েছেন?

পিতা পুত্রকে নিজের ভিতরে জীবন রাখতে দিয়েছেন .

কি হবে যখন সকলে যারা কবরে রয়েছে পিতার কণ্ঠস্বর শুনবে?

তারা বাইরে বেড়িয়ে আসবে৷ যারা ভালো কার্য করেছে তারা জীবনের পুনরুত্থানের জন্য ও যারা মন্দ কার্য করেছে তারা বিচারের পুনরুত্থানের জন্য.

কেন প্রভু যীশুর বিচার ন্যায্য?

তাঁর বিচার ন্যায্য কারণ তিনি তার নিজের ইচ্ছে পূর্ণ করেন না বরণ পিতার ইচ্ছে পূর্ণ করেন যিনি তাকে প্রেরণ করেছিলেন.

কোন দুটি বিষয় যা মানুষের তরফ থেকে নয় যা প্রভু যীশুর বিষয়ে সাক্ষ্য দিয়েছে?

সেই কার্য সকল যা প্রভু যীশু করেছিলেন, যা পিতা তাকে সম্পূর্ণ করতে দিয়েছিলেন, তা প্রমাণ করে যে পিতা তাকে পাঠিয়েছিলেন৷ পিতা নিজেও প্রভু যীশুর বিষয়ে সাক্ষ্য দেন.

কারা পিতার রব শোনেনি ও তার রূপ কোনো কালে দেখেও নি?

ইহুদি নেতারা তার রব শোনেনি ও তার রূপ কোনো কালে দেখেও নি.

কেন ইহুদি নেতারা শাস্ত্র অনুসন্ধান করেছিল?

তারা সেগুলো অনুসন্ধান করেছিল কারণ তারা ধারণা করেছিল যে তাতেই অনন্ত জীবন রয়েছে.

শাস্ত্রবাক্য কার বিষয়ে সাক্ষ্য দেয়?

শাস্ত্রবাক্য প্রভু যীশুর বিষয়ে সাক্ষ্য দেয়.

কার কাছ থেকে ইহুদি নেতারা প্রশংসা খোঁজে না?

তারা সেই প্রশংসার খোঁজ করে না যা কেবল ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত হয়.

প্রভু যীশু কি বলেছিলেন যে ইহুদি নেতারা কি করত যদি তারা মোশীর উপর বিশ্বাস করত?

তিনি বলেছিলেন যে যিহুদী নেতারা প্রভু যীশুর উপর বিশ্বাস করতে পারতো যদি তারা মোশীর উপর বিশ্বাস করত কারণ মোশী প্রভু যীশুর বিষয়ে লিখেছিলেন.

গালীল সাগরের অন্য নামটি কি ছিল?

গালীল সাগরের অন্য নামটি ছিল তিবিরিয়া সাগর .

কেন এক বিরাট ভিড় প্রভু যীশুকে অনুসরণ করছিল?

তারা তাঁর অনুসরণ করছিল কারণ তারা চিহ্নগুলো দেখছিল যা প্রভু যীশু তাদের উপর করছিলেন যারা অসুস্থ ছিল.

প্রভু যীশু তাঁর শিষ্যদের সাথে পর্বতের উপর বসার পর ও চোখ তুলে তাকানোর পর কি দেখেছিলেন?

তিনি এক বিরাট ভিড়কে তার কাছে আসতে দেখেছিলেন .

প্রভু যীশুর প্রশ্নে “কোথায় আমরা রুটি কিনতে পারব যেন এরা খেতে পারে” ফিলিপের প্রতিউত্তর কেমন ছিল?

ফিলিপ বলেছিলেন, “দুশো সিকির রুটি প্রত্যেকের জন্য যদিও তারা অল্প অল্প আহার করে তবুও তা যথেষ্ট হবে না৷” .

প্রভু যীশুর প্রশ্নে “কোথায় আমরা রুটি কিনতে পারব যেন এরা খেতে পারে” আন্দ্রিয় কি প্রতিউত্তর দিয়েছিলেন?

আন্দ্রিয় বলেছিলেন, “একটি বালক রয়েছে যার কাছে পাঁচটি রুটি ও দুটো মাছ রয়েছে, কিন্তু সকলের জন্য এইটুকু আর কত হবে?”.

প্রায় কতজন পুরুষ সেখানে ছিল?

সেখানে প্রায় পাঁচ হাজার পুরুষ ছিল.

প্রভু যীশু রুটি ও মাছ নিয়ে কি করেছিলেন?

প্রভু যীশু রুটি ও মাছ নিয়েছিলেন আর ধন্যবাদ দিয়েছিলেন, যারা বসেছিল তাদের তিনি তা বিতরণ করেছিলেন৷ তিনি মাছগুলোকেও ঠিক সেই ভাবেই বিতরণ করেছিলেন.

লোকেরা কত পরিমাণে খেতে পেরেছিল?

তারা যত পরিমাণে খেতে চেয়েছিল তত পরিমাণে খেয়েছিল .

খাবার খাওয়ার পরে কতগুলো অভক্ষিত রুটি তুলে নেওয়া হয়েছিল?

শিষ্যেরা পাঁচটি যবের রুটির টুকরো দিয়ে বারোটি ঝুড়ি পূর্ণ করেছিল-যা তাদের খাওয়ার পর অবশিষ্ট থেকে গিয়েছিল.

কফরনাহূমে যাওয়ার পথে শিষ্যদের নৌকায় উঠার পর আবহাওয়ার পরিস্থিতিটি কেমন হয়েছিল?

প্রবল হাওয়া বওয়া আর সমুদ্র উত্তাল হওয়া আরম্ভ হয়েছিল .

কেন শিষ্যরা ভয় পেতে আরম্ভ করেছিল?

তারা ভয়ভীত হয়েছিল কারণ তারা প্রভু যীশুকে সমুদ্রের উপর দিয়ে হেঁটে নৌকার কাছে আসতে দেখেছিল .

প্রভু যীশু শিষ্যদের কি বলেছিলেন যা তাদের তাকে নৌকাতে তুলতে ইচ্ছুক করিয়েছিল?

প্রভু যীশু তাদের বলেছিলেন, “এ আমি! ভয় পেও না৷” .

লোকেরা তাকে কেন খুঁজছে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন তারা তাকে খুঁজছে, এ কারণে নয় যে তারা চিহ্নগুলো দেখেছিল কিন্তু কারণ তারা রুটি খেয়েছিল ও তৃপ্ত হয়েছিল.

প্রভু যীশু লোকেদেরকে কিসের জন্য কার্য করা উচিত ও কিসের জন্য কার্য করা উচিত নয় সে বিষয়ে কি বলেছিলেন?

প্রভু যীশু তাদের সেই খাদ্যের জন্য কার্য করা বন্ধ করতে বলেছিলেন যা নষ্ট হয়ে যায় বরং সেই খাদ্যের জন্য কার্য করতে বলেছিলেন যা অনন্তকাল পর্যন্ত টিকে থেকে.

ঈশ্বরের কার্যকে প্রভু যীশু লোকেদের জন্য কিভাবে ব্যাখ্যা দিয়েছিলেন?

প্রভু যীশু লোকেদেরকে বলেছিলেন, “ঈশ্বরের কার্য হল এই: যেন তোমরা তার উপর বিশ্বাস কর যাকে তিনি পাঠিয়েছেন .

লোকেরা প্রভু যীশুকে মান্নার চিহ্নের মতো কিছু করতে বলা আরম্ভ করেছিল, যা ছিল স্বর্গীয় খাদ্য, যা তাদের পূর্বপুরুষেরা তাদের খেতে দিয়েছিল৷ কোন খাদ্যের বিষয়ে প্রভু যীশু বলেছিলেন?

প্রভু যীশু ঈশ্বরের কাছ থেকে স্বর্গের সত্য খাদ্যের বিষয়ে বলেছিলেন যা জগতকে জীবন দান করে৷ তারপর প্রভু যীশু তাদের বলেছিলেন যে তিনিই হলেন জীবন খাদ্য .

কারা প্রভু যীশুর কাছে আসবে?

তারা সকলেই প্রভু যীশুর কাছে আসবে যাদের পিতা তাকে দেন .

পিতার ইচ্ছা কি যিনি প্রভু যীশুকে প্রেরণ করেছিলেন?

পিতার ইচ্ছা হল এই যেন প্রভু যীশু একজনকেও না হারান যাদের পিতা তাকে দিয়েছেন আর প্রত্যেকেই যারা পুত্রকে দেখে ও বিশ্বাস করে যেন তারা তাঁর মধ্যে অনন্ত জীবন প্রাপ্ত হয়; আর প্রভু যীশু তাকে অন্তিম দিনে উত্থিত করবেন .

কিভাবে একজন ব্যক্তি প্রভু যীশুর কাছে আসতে পারে?

একজন ব্যক্তি কেবল তখনই প্রভু যীশুর কাছে আসতে পারে যদি পিতা তাকে নিয়ে আসেন .

কে পিতাকে দেখেছেন?

কেবল সেই দেখেছেন যিনি পিতার কাছ থেকে এসেছেন .

জগতের জীবনের জন্য কোন রুটি প্রভু যীশু প্রদান করবেন?

যে রুটি প্রভু যীশু জগতের জীবনের জন্য প্রদান করবেন তা হল তার শরীর .

আপনাকে কি করতে হবে আপনার মধ্যে জীবন পাওয়ার জন্য?

আপনার মধ্যে জীবন প্রাপ্ত করার জন্য আপনাকে মনুষ্য পুত্রের শরীর খেতে হবে ও তার রক্ত পান করতে হবে.

কিভাবে আমরা প্রভু যীশুতে ও প্রভু যীশু আমাদের মধ্যে থাকতে পারেন?

যদি আমরা তাঁর দেহ খাই ও তাঁর রক্ত পান করি তবে আমরা প্রভু যীশুতে ও প্রভু যীশু আমাদের মধ্যে থাকতে পারেন .

কেন প্রভু যীশু জীবিত?

পিতার কারণে প্রভু যীশু জীবিত .

শরীর খাওয়া ও রক্ত পান করার প্রভু যীশুর শিক্ষাটি শোনার পর প্রভু যীশুর অনেক শিষ্যেরা কিভাবে প্রতিউত্তর করেছিল?

যখন শিষ্যেরা এই শিক্ষা শুনেছিল তাদের মধ্যে অনেকে বলেছিল, “এটি একটি কঠিন শিক্ষা; কে তা গ্রহণ করতে পারে?” তারপর অনেক শিষ্যরা চলে যায় ও তার সঙ্গে আর থাকে নি.

আরম্ভ থেকে প্রভু যীশু লোকেদের বিষয়ে কি জানতেন?

আরম্ভ থেকে প্রভু যীশু জানতেন কারা কারা তারা যারা বিশ্বাস করবে না আর কে সেইজন যে তাকে প্রতারিত করবে.

যখন প্রভু যীশু বারোজনকে জিজ্ঞাসা করেছিলেন, “তোমরাও কি চলে যেতে চাও?”, তখন কে উত্তর দিয়েছিলেন ও তিনি কি বলেছিলেন?

শিমোন পিতর তাকে উত্তর দিয়েছিলেন ও বলেছিলেন, “প্রভু, কার কাছে আমরা যাব? আপনার কাছে অনন্ত জীবনের বাক্য রয়েছে আর আমরা বিশ্বাস করেছি আর জানতে পেরেছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্রজন .

কার বিষয়ে প্রভু যীশু ইঙ্গিত করেছিলেন যখন তিনি বলেছিলেন বারোজনের একজন হল শয়তান?

প্রভু যীশু শিমোন ঈষ্করিয়োতীয়ের পুত্র যিহুদার বিষয়ে বলেছিলেন, কারণ বারোজনের মধ্যে সে প্রভু যীশুকে প্রতারিত করেছিল.

কেন প্রভু যীশু যিহুদিয়াতে যেতে চাননি?

তিনি সেখানে যেতে চাননি কারণ ইহুদিরা তাকে হত্যা করতে চেয়েছিল.

কেন প্রভু যীশুর ভাইরা চেয়েছিল যেন তিনি যিহুদিয়াতে কুটীরবাস উৎসবে যান?

তারা তাকে যেতে বলেছিল যেন প্রভু যীশুর শিষ্যরা সেই সকল কার্য দেখতে পায় যা তিনি করছিলেন আর যেন জগৎ জানতে পারে .

কেন জগৎ প্রভু যীশুকে ঘৃণা করে?

প্রভু যীশু বলেছিলেন যে জগৎ তাঁকে ঘৃণা করবে কারণ তিনি জগতের বিষয়ে সাক্ষ্য দেন যে তার কার্যগুলো মন্দ .

কখন ও কিভাবে প্রভু যীশু উৎসবে গিয়েছিলেন?

প্রভু যীশু তার ভাইদের যাওয়ার পর উৎসবে গিয়েছিলেন কিন্তু তিনি গুপ্তভাবে গিয়েছিলেন সার্বজনীনভাবে নন.

ভিড়ের লোকেরা প্রভু যীশুর বিষয়ে কি বলেছিল?

কেউ কেউ বলেছিল, “তিনি একজন ভালো মানুষ৷” অন্যরা বলেছিল, “না না, তিনি লোকেদের বিপথে নিয়ে যান৷”.

কেন কেউ উন্মুক্তভাবে প্রভু যীশুর বিষয়ে বলেনি?

ইহুদিদের ভয়ে কেউই প্রভু যীশুর বিষয়ে উন্মুক্তভাবে বলেনি .

কখন প্রভু যীশু মন্দিরে গিয়েছিলেন ও শিক্ষা দেওয়া আরম্ভ করেছিলেন?

যখন উৎসব অর্ধেক পার হয়ে গিয়েছিল, তখন প্রভু যীশু মন্দিরে গিয়েছিলেন ও শিক্ষা দেওয়া আরম্ভ করেছিলেন.

কিভাবে একজন জানতে পারবে যে তার শিক্ষাটি ঈশ্বরের তরফ থেকে না প্রভু যীশু নিজ তরফ থেকে সেগুলো বলছিলেন?

প্রভু যীশু বলেছিলেন যদি কেউ প্রভু যীশুকে প্রেরণ করা ব্যক্তিটির ইচ্ছে পূরণ করতে চায় তবে সে তার শিক্ষাগুলো জানবে যে সেগুলো ঈশ্বরের তরফ থেকে কি না .

তার বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন যে তাকে [প্রভু যীশু] পাঠিয়েছিলেন সে যদি তার মহিমার অনুসন্ধান করে?

প্রভু যীশু বলেছিলেন যে সেই ব্যক্তিটি সত্য আর তার মধ্যে কোনো অধার্মিকতা নেই .

প্রভু যীশুর অনুসারে কে ব্যবস্থা পালন করে?

প্রভু যীশু বলেছিলেন তোমাদের কেউই ব্যবস্থা পালন করে না .

বিশ্রামদিনে সুস্থ করার প্রভু যীশুর যুক্তিটি কি ছিল?

প্রভু যীশুর যুক্তিটি ছিল: তোমরা বিশ্রাম দিবসে ত্বকছেদ কর যেন মোশীর ব্যবস্থা ভঙ্গ না হয়৷ তবে তোমরা কেন আমার প্রতি ক্রোধিত হও কারণ আমি বিশ্রাম দিবসে একটি ব্যক্তিকে সম্পূর্ণরূপে সুস্থ করেছি .

প্রভু যীশু লোকেদের কিভাবে ন্যায়বিচার করতে বলেছিলেন?

প্রভু যীশু তাদেরকে কারোর বাইরের রূপ দেখে বিচার না করতে, কিন্তু ধার্মিকতার সাথে বিচার করতে বলেছিলেন.

প্রভু যীশুই যে খ্রীষ্ট ছিলেন তা বিশ্বাস না করার জন্য লোকেদের যুক্তিগুলোর মধ্যে একটি কি ছিল?

লোকেরা বলেছিল যে তারা জানে যে খ্রীষ্ট কোথা থেকে আসবেন, কিন্তু যখন খ্রীষ্ট আসবেন তখন কেউই জানবে না যে তিনি কোথা থেকে আসেন .

কারা প্রভু যীশুকে গ্রেফতার করার জন্য সৈন্য পাঠিয়েছিল?

প্রধান যাজকেরা ও ফরীশীরা প্রভু যীশুকে গ্রেফতার করার জন্য সৈন্য পাঠিয়েছিল.

ইহুদিরা কি প্রভু যীশুকে বুঝেছিল যখন তিনি বলেছিলেন, “যদিও কিছু সময় আমি তোমাদের সাথে রয়েছি আর তারপর আমি তাঁর কাছে ফিরে যাব যিনি আমাকে প্রেরণ করেছেন৷ তোমরা আমার অনুসন্ধান করবে কিন্তু আমাকে পাবে না; যেখানে আমি যাই, তোমরা সেখানে আসতে সক্ষম নও”?

তাদের নিজেদের মধ্যের কথোপকথনের দ্বারা তারা ইঙ্গিত করেছিল যে তারা প্রভু যীশুর উক্তিটিকে বোঝেনি.

নীকদীম ফরীশীদের বলেছিলেন, “আমাদের ব্যবস্থা কি একটি ব্যক্তির কথা প্রথমে না শুনে ও সে কি করে না জেনে বিচার করে?

নীকদীম কিভাবে ফরীশীদের উত্তর দিয়েছিলেন যখন ফরীশীরা সৈন্যদের জিজ্ঞাসা করেছিল যাদের তারা প্রভু যীশুকে গ্রেফতার করতে পাঠিয়েছিল, “তোমরাও কি বিপথে গেলে? শাসকদের কেউ কি তাকে বিশ্বাস করেছে, বা কোনো ফরীশী কি তার উপর বিশ্বাস করেছে? ...”.

উৎসবে তার না যাওয়ার কি কারণ প্রভু যীশু বলেছিলেন?

প্রভু যীশু তার ভাইদের বলেছিলেন যে তার সময় এখনও আসেনি আর তার সময় এখনও পূর্ণ হয়নি .

যখন প্রভু যীশু লোকেদেরকে মন্দিরে শিক্ষা দিচ্ছিলেন তখন অধ্যাপকরা ও ফরীশীরা কি করেছিল?

তারা ব্যভিচারে ধৃত এক মহিলাকে নিয়ে এসেছিল ও তাদের মাঝে রেখেছিল ও প্রভু যীশুকে জিজ্ঞাসা করেছিল তার [স্ত্রী] বিষয়ে তার [প্রভু যীশু] কি বলার আছে [তার বিচারে]৷ .

কেন অধ্যাপকরা ও ফরীশীরা আসলে সেই স্ত্রীটিকে প্রভু যীশুর কাছে এনেছিল?

তারা আসলে সেই স্ত্রীটিকে প্রভু যীশুর কাছে এনেছিল যেন প্রভু যীশুকে তারা ফাঁদে ফেলতে পারে আর যেন তাকে দোষ দেওয়ার জন্য তাদের কাছে কিছু থাকে....”.

প্রভু যীশু অধ্যাপক ও ফরীশীদের কি বলেছিলেন যখন তারা প্রভু যীশুকে সেই ব্যভিচারে ধৃত মহিলাটির বিষয়ে জিজ্ঞাসা করছিল?

প্রভু যীশু তাদের বলেছিলেন, “তোমাদের মধ্যে পাপহীন কে, সে যেন প্রথমে তাকে পাথর মারে৷”.

প্রভু যীশু মহিলাটিকে [ব্যভিচারে ধৃত] কি করতে বলেছিলেন?

প্রভু যীশু তাকে চলে যেতে ও তারপর থেকে আরো পাপ না করতে বলেছিলেন.

প্রভু যীশুর বলার পর, “আমি জগতের জ্যোতি; যে আমাকে অনুসরণ করে সে অন্ধকারে চলবে না কিন্তু তার কাছে জীবনের আলো থাকবে” তখন ফরীশীরা কি অভিযোগ করেছিল?

ফরীশীরা অভিযোগ করেছিল যে প্রভু যীশু নিজের বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন আর তার সাক্ষ্য সত্য ছিল না .

প্রভু যীশু কিভাবে তার সাক্ষ্যটিকে রক্ষা করেছিলেন যে তা সত্য ছিল?

প্রভু যীশু বলেছিলেন যে তাদের ব্যবস্থাতে এটা লেখা রয়েছে যে দুটি ব্যক্তির সাক্ষ্য সত্য৷ তারপর তিনি বলেছিলেন যে তিনি ও পিতা যিনি তাকে প্রেরণ করেছিলেন দুজনেই প্রভু যীশুর বিষয়ে সাক্ষ্য দেন .

প্রভু যীশু ফরীশীদের বিষয়ে তার বক্তব্যটিকে কিসের ভিত্তিতে বলেছিলেন, যে তারা তাদের পাপে মরবে?

প্রভু যীশু তাদের বিষয়ে তার জ্ঞানের ভিত্তিতে বক্তব্যটি বলেছিলেন, যে তারা নিম্নের আর তিনি ঊর্ধ্ব থেকে৷ তারা ছিল এই জগতের আর তিনি এই জগতের ছিলেন না .

ফরীশীরা তাদের পাপে মরার হাত থেকে কিভাবে রক্ষা পেতে পারে?

প্রভু যীশু বলেছিলেন তারা তাদের পাপে মরবে যদি না তারা ‘আমি হই’-এর উপর বিশ্বাস করে .

প্রভু যীশু জগতকে কি বিষয় বলেছিলেন?

প্রভু যীশু জগতকে যে বিষয় তিনি পিতার কাছ থেকে শুনেছিলেন তা বলেছিলেন .

কেন পিতা যিনি প্রভু যীশুকে পাঠিয়েছেন তার সাথে থাকেন ও তাকে একাকী ছাড়েন না?

পিতা প্রভু যীশুর সাথে ছিলেন আর তাকে একাকী ছাড়েননি কারণ প্রভু যীশু সর্বদা সেই সব করেছিলেন যা পিতাকে প্রসন্ন করত.

কিভাবে প্রভু যীশু ইহুদিদের বলেছিলেন যারা তাঁর উপর বিশ্বাস করে জানতে পারবে যে সত্য সত্যই তারা তাঁর শিষ্য?

তারা জানতে পারবে যে তারা সত্য সত্যই প্রভু যীশুর শিষ্য তার বাক্যে বজায় থাকার দ্বারা .

ইহুদি যারা প্রভু যীশুর উপর বিশ্বাস করত কি ভেবেছিল যখন প্রভু যীশু উল্লেখ করছিলেন, “...আর তোমরা সত্য জানবে ও সত্য তোমাদের স্বতন্ত্র করবে৷”?

সেই ইহুদিরা ভেবেছিল প্রভু যীশু মানুষের গোলাম হওয়া ও বন্ধনে পরার প্রসঙ্গে বলছিলেন.

প্রভু যীশু কিসের উল্লেখ করছিলেন যখন তিনি বলেছিলেন, “....আর তোমরা সত্য জানবে ও সত্য তোমাদের স্বতন্ত্র করবে?

প্রভু যীশু পাপের গোলাম হওয়া থেকে মুক্ত হওয়ার বিষয়ে উল্লেখ করছিলেন.

প্রভু যীশুর অনুসারে, ইহুদিরা প্রভু যীশুকে হত্যা করতে চাওয়ার কারণটি কি ছিল?

তারা প্রভু যীশুকে হত্যা করতে চেয়েছিল কারণ তাদের ভিতরে তাঁর বাক্যের জন্য কোনো জায়গা ছিল না .

কেন প্রভু যীশু এমনটি বলেছিলেন যে ইহুদিরা অব্রাহামের সন্তান নয়?

প্রভু যীশু বলেছিলেন তারা অব্রাহামের সন্তান নয় কারণ তারা অব্রাহামের কার্য করত না৷ বরং তারা প্রভু যীশুকে হত্যা করতে চেয়েছিল .

যখন এই ইহুদিরা বলেছিল যে তাদের একটি ঈশ্বর পিতা রয়েছেন তখন প্রভু যীশু কিভাবে তা ভুল প্রমাণ করেছিলেন?

প্রভু যীশু তাদেরকে বলেছিলেন, “যদি ঈশ্বর তোমাদের পিতা হতেন, তবে তোমারা আমাকে ভালোবাসতে, যেহেতু আমি ঈশ্বরের তরফ থেকে এসেছি; কারণ আমি নিজ হতে আসিনি কিন্তু তিনি পাঠিয়েছেন৷”.

ইহুদিদের পিতা কে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন তাদের পিতা হল শয়তান .

প্রভু যীশু শয়তানের বিষয়ে কি বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন শয়তান আরম্ভ থেকেই হত্যাকারী আর সত্যে স্থিত থাকে না কারণ তার মধ্যে কোনো সত্য নেই৷ যখন শয়তান মিথ্যা বলে তখন সে তা নিজ প্রকৃতি থেকে বলে কারণ সেই হল মিথ্যুক আর মিথ্যের পিতা .

কে ঈশ্বরের কথা শোনে?

যে ঈশ্বরের তরফ থেকে সে ঈশ্বরের কথা শোনে.

যদি কেউ প্রভু যীশুর বাক্য পালন করে তবে তার কি হবে সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?

যদি কেউ প্রভু যীশুর বাক্য পালন করে তবে সে কখনো মৃত্যু দেখবে না .

কেন ইহুদিরা বলেছিল যে প্রভু যীশুকে দুষ্ট আত্মা পেয়েছে?

তারা এটি বলেছিল কারণ প্রভু যীশু বলেছিলেন, “সত্য সত্য, আমি তোমাদের বলছি, যদি কেউ আমার বাক্য পালন করে তবে সে কখনো মৃত্যু দেখবে না .

ইহুদিরা কেন মনে করেছিল যে প্রভু যীশুর মৃত্যু না দেখার বক্তব্যটি অদ্ভুত?

তারা এমনটি মনে করেছিল কারণ তারা দেহের শারীরিক মৃত্যুর কথা ভাবছিল৷ যেমন অব্রাহাম ও ভাববাদীরাও (তাদের শারীরিক দেহে) মারা গিয়েছিল .

অব্রাহাম এখনও জীবিত ও তিনি যে অব্রাহামের তুলনায় মহান তা বলতে প্রভু যীশু কোন উক্তিগুলো করেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন, “তোমাদের পিতা অব্রাহাম আমার দিন দেখে উল্লাসিত হন; তিনি তা দেখেছিলেন আর আনন্দিত হয়েছিলেন” আর “সত্য সত্য অব্রাহাম এখনও জীবত রয়েছেন আর প্রভু যীশু তার তুলনায়ও মহান .

সেই ব্যক্তিটি কেন অন্ধ জন্মেছিল সে বিষয়ে শিষ্যরা কি ধারণা করেছিল?

শিষ্যেরা ধারণা করছিল যে সেই ব্যক্তিটি অন্ধ জন্মেছিল কারণ হল সেই ব্যক্তিটি অথবা তার পিতামাতা পাপ করেছিল .

ব্যক্তিটির অন্ধ হওয়ার কারণ কি সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন ব্যক্তিটি অন্ধ এর কারণ হল যেন ঈশ্বরের কার্য তার মধ্যে প্রকট করা হয় .

প্রভু যীশু কি করেছিলেন ও অন্ধ ব্যক্তিটিকে কি বলেছিলেন?

প্রভু যীশু মাটিতে থুথু ফেলেছিলেন, কিছু কাদা তৈরী করেছিলেন আর কাদা দিয়ে ব্যক্তিটির চোখে প্রলেপ দিয়েছিলেন৷ প্রভু যীশু তারপর অন্ধ ব্যক্তিটিকে গিয়ে শীলোহের জলাশয়ে চোখ ধুয়ে আসতে বলেছিলেন.

শীলোহের জলাশয়ে লোকটি চোখ ধোয়ার পর কি ঘটেছিল?

সে দেখতে দেখতে এসেছিল .

ব্যক্তিটি কি সাক্ষ্য দিয়েছিল যখন একটি মতভেদ উঠেছিল যে লোকটি জন্মগত অন্ধ ছিল কি না যে বসে বসে ভিক্ষা চাইত?

লোকটি সাক্ষ্য দিয়েছিল যে সে একটি অন্ধ ভিখারী ছিল.

লোকেরা কি করেছিল তার সাথে যে প্রথমে অন্ধ ভিখারী ছিল?

তারা সেই পুরুষটিকে ফরীশীদের কাছে নিয়ে গিয়েছিল.

সুস্থতা কখন ঘটেছিল?

অন্ধ ব্যক্তিটির সুস্থতা বিশ্রাম দিনে ঘটেছিল.

প্রথমে যে অন্ধ ছিল সেই ব্যক্তিটিকে ফরীশীরা কি জিজ্ঞাসা করেছিল?

তারা তাকে জিজ্ঞাসা করেছিল যে কিভাবে সে তার দৃষ্টি প্রাপ্ত করেছিল.

ফরীশীদের মধ্যে কোন বিভাজনের উদ্ভব হয়েছিল?

কিছু কিছু ফরীশীরা বলেছিল প্রভু যীশু ঈশ্বরের তরফ থেকে নন কারণ তিনি বিশ্রাম দিবস পালন করেন না (যেহেতু তিনি বিশ্রাম দিনে সুস্থ করতেন) আর কিছু কিছু ফরীশীরা বলেছিল কিভাবে একজন পাপী তবে এই ধরনের চিহ্ন কার্যসমূহ করতে পারে .

প্রথমে অন্ধ থাকা সেই ব্যক্তিটি প্রভু যীশুর বিষয়ে কি বলেছিল যখন সে প্রশ্ন করেছিল?

প্রথমে অন্ধ থাকা সেই ব্যক্তিটি বলেছিল, “তিনি হলেন একজন ভাববাদী৷”.

ইহুদিরা অন্ধ ব্যক্তিটির যে তার দৃষ্টি প্রাপ্ত করেছিল তার মাতাপিতাকে কেন ডেকে পাঠিয়েছিল?

সেই ব্যক্তিটির মাতাপিতাকে ডাকা হয়েছিল কারণ তারা এখনও বিশ্বাস করতে পারেনি যে সেই ব্যক্তিটিই অন্ধ ছিল .

মাতাপিতাটি তাদের পুত্রের বিষয়ে কি সাক্ষ্য দিয়েছিল?

মাতাপিতাটি সাক্ষ্য দিয়েছিল যে ব্যক্তিটি নিশ্চয়ই তাদের পুত্র আর সে জন্ম থেকেই অন্ধ .

ব্যক্তিটির মাতাপিতা কি বলেছিল যে তারা কি জানে না?

তারা বলেছিল যে তারা জানে না যে কিভাবে সে এখন দেখতে পারছে বা কে তার চোখ খুলে দিয়েছিল.

ফরীশীরা প্রথমে অন্ধ থাকা ব্যক্তিটিকে কি বলেছিল যখন তাকে দ্বিতীয়বার ডেকে পাঠানো হয়েছিল?

তারা বলেছিল, “ঈশ্বরকে মহিমা দাও৷ আমরা জানি যে এই ব্যক্তিটি (প্রভু যীশু) হল একজন পাপী৷”.

প্রথমে অন্ধ থাকা ব্যক্তিটি ফরীশীদের প্রতি কেমন প্রতিক্রিয়া করেছিল যখন তারা প্রভু যীশুকে একজন পাপী বলেছিল?

সে প্রতিউত্তর করেছিল, “তিনি যে পাপী, সে বিষয়ে আমি জানি না৷ একটি বিষয় আমি জানি: এক সময়ে আমি অন্ধ ছিলাম, আর এখন আমি দেখতে পাচ্ছি .

কেন ফরীশীরা প্রথমে অন্ধ থাকা ব্যক্তিটিকে গালাগালি করেছিল?

ফরীশীরা ব্যক্তিটিকে গালাগালি করেছিল কারণ সে বলছিল, “আমি আপনাদের আগেই বলেছি, আর আপনারা শোনেননি! কেন আপনারা পুনরায় তা শুনতে চান? আপনারাও কি তার শিষ্য হতে চান?”.

যখন ফরীশীরা লোকটিকে গালাগালি করেছিল, তখন প্রথমে অন্ধ থাকা ব্যক্তিটি ফরীশীদের কি জবাব দিয়েছিল?

ব্যক্তিটি জবাব দিয়েছিল, “কেন, এটি তো একটি অদ্ভূত বিষয়, যে আপনারা জানেন না যে কোথা থেকে তিনি (প্রভু যীশু) এসেছেন, আর তথাপি তিনি আমার চোখ খুলে দিয়েছেন৷ আমরা জানি যে ঈশ্বর পাপীদের কথা শোনেন না, কিন্তু কোনো মানুষ যদি ঈশ্বরের ভক্ত হয় আর ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করে, তবে ঈশ্বর তার কথা শোনেন৷ যেহেতু জগতের আরম্ভ থেকে কেউ কখনো শোনেনি যে কেউ জন্মগত অন্ধের চোখ খুলে দিয়েছে৷ যদি এই ব্যক্তিটি ঈশ্বরের তরফ থেকে না হন, তবে তিনি কিছুই করতে পারতেন না৷” .

ফরীশীরা অন্ধ ব্যক্তিটির জবাবে কিরূপ প্রতিক্রিয়া করেছিল?

তারা সেই লোকটিকে বলেছিল যে সে পাপে জন্ম নিয়েছে আর তাদেরকে শেখানোর সাহস করেছে৷ তারপর তারা তাকে ধর্মসভা থেকে বের করে দিয়েছিল.

প্রভু যীশু কি করেছিলেন যখন তিনি শুনতে পেরেছিলেন যে প্রথমে অন্ধ থাকা ব্যক্তিটিকে ধর্মসভা থেকে বের করে দেওয়া হয়েছে?

প্রভু যীশু লোকটিকে খুঁজেছিলেন ও তাকে পেয়েছিলেন.

প্রভু যীশু প্রথমে অন্ধ থাকা ব্যক্তিটিকে পেয়ে কি বলেছিলেন?

প্রভু যীশু লোকটিকে জিজ্ঞাসা করেছিলেন যে সে কি মনুষ্য পুত্রের উপর বিশ্বাস করেছে আর তারপর প্রথমে অন্ধ থাকা ব্যক্তিটিকে বলেছিলেন যে তিনি (প্রভু যীশু) হলেন মনুষ্য পুত্র.

প্রথমে অন্ধ থাকা ব্যক্তিটি প্রভু যীশুর মনুষ্য পুত্র হওয়ার সূচনাটিতে কিরূপ প্রতিক্রিয়া করেছিল?

প্রথমে অন্ধ থাকা ব্যক্তিটি প্রভু যীশুকে বলেছিল যে সে বিশ্বাস করে ও প্রভু যীশুর আরাধনা করে.

প্রভু যীশু ফরীশীদের পাপের বিষয়ে কি বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন, “যদি তোমরা অন্ধ থাকতে তবে তোমাদের পাপ হত না৷ যাইহোক, এখন তোমরা বলে থাক, ‘আমরা দেখতে পাই৷’ তাই তোমাদের পাপ থাকবে৷” .

প্রভু যীশুর অনুসারে কে চোর ও কে দস্যু?

সে যে মেষ খোঁয়াড়ে দ্বার দিয়ে প্রবেশ করে না, কিন্তু অন্য কোনো পথ দিয়ে প্রবেশ করে সেই ব্যক্তিটি চোর ও দস্যু .

কে মেষ খোঁয়াড়ে দ্বার দিয়ে প্রবেশ করে?

যে মেষ খোঁয়াড়ে দ্বার দিয়ে প্রবেশ করে সে হল মেষদের পালক .

কেন মেষরা পালককে অনুসরণ করে যখন সে তাদের ডাক দেয়?

তারা পালককে অনুসরণ করে কারণ তারা তার রব চেনে .

মেষরা কি একজন অচেনা ব্যক্তিকে অনুসরণ করবে?

না, করে না৷ মেষরা অচেনা ব্যক্তিকে অনুসরণ করবে না .

প্রভু যীশুর পূর্বে আগত সকলে কারা ছিল?

তারা সকল যারা প্রভু যীশুর পূর্বে এসেছিল তারা চোর ও দস্যু ছিল, আর মেষরা তাদের শোনেনি .

প্রভু যীশু বলেছিলেন যে তিনি হলেন দ্বার৷ যারা সেই দ্বার দিয়ে প্রবেশ করে তাদের সাথে কি হয়?

যারা প্রভু যীশুর মাধ্যমে প্রবেশ করে তারা উদ্ধার পাবে; তারা ভিতরে আসবে ও বাইরে যাবে আর খাদ্য পাবে .

উত্তম পালক প্রভু যীশু, মেষদের জন্য কি করতে ইচ্ছুক আর তিনি কি করেছেন?

উত্তম পালক প্রভু যীশু মেষদের জন্য তার জীবন দিতে ইচ্ছুক আর তিনি তার জীবন দিয়েছিলেন .

প্রভু যীশুর কাছে কি অন্য কোনো মেষ খোঁয়াড় রয়েছে আর যদি থেকে থাকে তবে তাদের সাথে কি হবে?

প্রভু যীশু বলেছিলেন তার কাছে অন্য মেষরাও রয়েছে তারা সেই খোঁয়াড়ের নয়৷ তিনি বলেছিলেন যে তাদেরকে তার নিশ্চয়ই আনতে হবে আর তারা তার রব শুনবে যেন তারা একটি পাল হয় ও তাদের একজনই পালক হয় .

পিতা কেন প্রভু যীশুকে ভালোবাসেন?

পিতা প্রভু যীশুকে ভালোবাসেন কারণ প্রভু যীশু তার প্রাণ দেন যেন তিনি তা পুনরায় উত্থিত করেন.

কেউ কি প্রভু যীশুর প্রাণ নিতে পারে?

না৷ তিনি নিজেই তা দেন.

প্রভু যীশু তার প্রাণ দিতে ও তা পুনরায় উত্থিত করার ক্ষমতা কোথা থেকে প্রাপ্ত করেছিলেন?

প্রভু যীশু এই আজ্ঞাটি তার পিতার তরফ থেকে পেয়েছিলেন.

প্রভু যীশুর বাক্যগুলোর জন্য ইহুদিরা কি বলেছিল?

বহু লোকেরা বলেছিল, “তাকে দুষ্ট আত্মায় পেয়েছে ও সে পাগল৷ কেন তোমরা তার কথা শোন?” অন্যরা বলেছিল, “এই উক্তিগুলো একজন দুষ্ট আত্মা প্রাপ্ত ব্যক্তি বলতে পারে না৷ একটি দুষ্ট আত্মা কি কোনো অন্ধের চোখ খুলে দিতে পারে?” .

ইহুদিরা প্রভু যীশুকে কি বলেছিল যখন তারা তাকে মন্দিরের শলোমনের বারান্দায় ঘিরে ফেলেছিল?

তারা বলেছিল, “আপনি কতকাল আমাদের সন্দেহে রাখবেন? যদি আপনি খ্রীষ্ট হন তবে আমাদের স্পষ্টভাবে বলুন৷”.

প্রভু যীশু শলোমনের মন্দিরের বারান্দায় ইহুদিদের কি উত্তর দিয়েছিলেন?

প্রভু যীশু বলেছিলেন যে তিনি তাদের পূর্বেই বলেছিলেন (যে তিনিই হলেন খ্রীষ্ট) আর তারা তাকে বিশ্বাস করেনি কারণ তারা তার মেষ ছিল না.

প্রভু যীশু তার মেষদের প্রতি তার যত্ন ও রক্ষার বিষয়ে কি বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন যে তিনি তার মেষদের অনন্ত জীবন দান করেন, তারা কোনক্রমেই ধ্বংস হবে না আর কেউ তাদের তার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না .

কে প্রভু যীশুকে মেষ সকল দিয়েছিলেন?

পিতা প্রভু যীশুকে মেষ সকল দিয়েছিলেন.

পিতার থেকে কেউ কি মহান রয়েছে?

পিতাই হলেন অন্য সকলের থেকে মহান .

যখন প্রভু যীশু বলেছিলেন, “আমি ও পিতা এক”, কেন ইহুদিরা তাকে প্রহার করার জন্য পাথর তুলেছিল?

কারণ তারা বিশ্বাস করেছিল যে প্রভু যীশু ঈশ্বর নিন্দা করেছিলেন আর নিজেকে ঈশ্বরের সমান করেছেন যদিও তিনি কেবল একটি মানুষই ছিলেন.

প্রভু যীশু ইহুদিদের কি করতে বলেছিলেন নিশ্চিত করতে যে তারা তাকে বিশ্বাস করবে কি না?

প্রভু যীশু ইহুদিদের তার কার্যগুলোকে দেখতে বলেছিলেন৷ যদি তিনি তার পিতার কার্যগুলো না করে থাকেন তবে তাকে বিশ্বাস কর না৷ যদি তিনি তার পিতার কার্যগুলো করে থাকেন তবে তাকে বিশ্বাস কর .

প্রভু যীশু ইহুদিদের কি বলেছিলেন যে তারা জানতে ও বুঝতে পারত যদি তারা সেই কার্যগুলোর উপর বিশ্বাস করত যা প্রভু যীশু করেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন তারা জানতে ও বুঝতে পারত যে পিতা প্রভু যীশুতে রয়েছেন আর প্রভু যীশু পিতাতে রয়েছেন.

প্রভু যীশুর পিতা প্রভু যীশুতে ও প্রভু যীশু পিতাতে রয়েছেন সেই উক্তিটির বিষয়ে কেমন প্রতিউত্তর দিয়েছিল?

ইহুদিরা পুনরায় তাকে আটক করার চেষ্টা করেছিল.

এই ঘটনার পর প্রভু যীশু কোথায় গিয়েছিলেন?

প্রভু যীশু পুনরায় যর্দ্দনের ওপারের জায়গায় চলে গিয়েছিলেন যেখানে প্রথমে যোহন বাপ্তিস্ম দিতেছিলেন.

বহু লোকেরা যারা প্রভু যীশুর কাছে এসেছিল তারা কি বলেছিল ও করেছিল?

তারা বলতে থেকে ছিল, “যোহন প্রকৃতপক্ষে কোনো চিহ্ন কার্য করেননি, কিন্তু সকল বিষয় যা যোহন এই লোকটির বিষয়ে বলেছিলেন তা সত্য৷” সেখানে বহু লোকেরা প্রভু যীশুর উপর বিশ্বাস করেছিল .

কে ছিলেন এই লাসার?

লাসার বৈথনিয়ার একজন ব্যক্তি ছিলেন৷ তার বোনেরা ছিল মরিয়ম ও মার্থা৷ ইনি হলেন সেই একই মরিয়ম যিনি প্রভুকে সুগন্ধি তেল মাখিয়ে দিয়েছিলেন ও তার পা চুল দিয়ে মুছে দিয়েছিলেন.

প্রভু যীশু লাসারের বিষয়ে ও তার অসুখের বিষয়ে কি বলেছিলেন যখন প্রভু যীশু শুনেছিলেন যে তিনি অসুস্থ?

প্রভু যীশু বলেছিলেন, “এই অসুখ মৃত্যুতে সমাপ্ত হবে না, কিন্তু বরং তা ঈশ্বরের মহিমার জন্য যেন ঈশ্বরের পুত্র মহিমা প্রাপ্ত হন.

প্রভু যীশু কি করেছিলেন যখন তিনি জানতে পেরেছিলেন যে লাসার অসুস্থ আছেন?

প্রভু যীশু আরো দুদিন সেখানে থেকে গিয়েছিলেন যেখানে তিনি ছিলেন.

প্রভু যীশুর শিষ্যরা কি বলেছিল যখন তিনি তাদের বলেছিলেন, “চল আমরা পুনরায় যিহুদিয়াতে যাই৷”?

শিষ্যরা প্রভু যীশুকে বলেছিলেন, “হে গুরু, ইহুদিরা এই মাত্রই তো আপনাকে পাথর মারার চেষ্টা করছিল, আর আপনি সেখানে পুনরায় যেতে চলেছেন?”.

দিনে ও রাতে হাঁটার বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন যদি কেউ দিনের বেলায় হাঁটে তবে সে হোঁচট খাবে না কারণ দিনের আলোতে সে দেখতে পায়৷ যাইহোক, যদি সে রাতে হাঁটে, তবে সে হোঁচট খাবে কারণ আলো তার মধ্যে নেই .

যখন প্রভু যীশু শিষ্যদের বলেছিলেন যে লাসার ঘুমিয়ে পড়েছে আর তিনি যাচ্ছেন লাসারকে উঠাতে, তখন শিষ্যরা কি ভেবেছিল?

শিষ্যরা ভেবেছিল প্রভু যীশু প্রাকৃতিক ঘুমের বিষয়ে বলেছেন তাই তারা প্রভু যীশুকে বলেছিলেন, “হে প্রভু, যদি তিনি ঘুমিয়ে পড়েছেন, তবে তিনি সুস্থ হয়ে যাবেন৷”.

প্রভু যীশুর অর্থ কি ছিল যখন তিনি বলেছিলেন যে লাসার ঘুমিয়ে পড়েছে?

যখন প্রভু যীশু বলেছিলেন যে তিনি ঘুমিয়ে পড়েছে তখন তিনি লাসারের মৃত্যুর বিষয়ে বলছিলেন.

কেন প্রভু যীশু আনন্দিত ছিলেন যে তিনি লাসারের মৃত্যুর সময়ে ছিলেন না?

প্রভু যীশু বলেছিলেন, “আমি তোমাদের জন্য আনন্দিত, যে আমি সেখানে ছিলাম না যেন তোমরা বিশ্বাস করতে পার.

থোমা কি চিন্তা করেছিল যে কি ঘটবে যদি তারা যিহুদিয়াতে ফিরে যায়?

থোমা চিন্তা করেছিল যে তারা মারা পরবে.

যখন প্রভু যীশু এসেছিলেন তখন লাসার কত দিন ধরে কবরে ছিলেন?

লাসার চার দিন ধরে কবরে ছিলেন.

মার্থা কি করেছিলেন যখন তিনি জানতে পেরেছিলেন যে প্রভু যীশু আসছেন?

যখন মার্থা জানতে পেরেছিলেন যে প্রভু যীশু আসছেন, তখন তিনি তার সাথে দেখা করতে চলে গিয়েছিলেন .

মার্থা কি চিন্তা করেছিলেন যে ঈশ্বর প্রভু যীশুর জন্য কি করবেন?

মার্থা বলেছিলেন, “এমনকি এখনও, আমি জানি যে যা কিছু আপনি ঈশ্বরের কাছে চাইবেন, তা ঈশ্বর আপনাকে দেবেন.

যখন প্রভু যীশু মার্থাকে বলেছিলেন, “তোমার ভাই আবার উত্থিত হবে”, তখন তার প্রতিক্রিয়া কিরূপ ছিল?

তিনি প্রভু যীশুকে বলেছিলেন, “আমি জানি যে সে অন্তিম দিনে পুনরুত্থানের সময়ে উত্থিত হবে৷” .

প্রভু যীশু কি বলেছিলেন তাদের সাথে কি হবে যারা তার উপর বিশ্বাস করে?

প্রভু যীশু বলেছিলেন যে, যে কেউ প্রভু যীশুর উপর বিশ্বাস করে, যদিও সে মারা যায়, তথাপি সে বাঁচবে; আর যে কেউ জীবিত রয়েছে আর প্রভু যীশুর উপর বিশ্বাস করে সে কখনো মরবে না.

প্রভু যীশু কে সে বিষয়ে মার্থার সাক্ষ্য কি ছিল?

মার্থা প্রভু যীশুকে বলেছিলেন, “হ্যাঁ, প্রভু, আমি বিশ্বাস করি যে আপনিই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র, তিনি যিনি পৃথিবীতে আসছেন৷”.

মরিয়ম কোথায় যাচ্ছিলেন?

মরিয়ম প্রভু যীশুর সাথে দেখা করতে যাচ্ছিলেন.

যখন মরিয়ম তাড়াতাড়ি উঠেছিলেন ও বাইরে চলে গিয়েছিলেন, তখন ইহুদিরা কি ভেবেছিল ও করেছিল যারা তার সাথে ছিল?

ইহুদিরা যারা মরিয়মের সাথে গৃহে ছিল ভেবেছিল যে তিনি কবরে ক্রন্দন করতে যাচ্ছিলেন, তাই তারা তাকে অনুসরণ করেছিল.

ইহুদিরা কি ভেবেছিল যখন তারা প্রভু যীশুকে কাঁদতে দেখেছিল?

তারা ভেবেছিল যে প্রভু যীশু লাসারকে ভালোবাসতেন.

গুহার দরজা থেকে পাথরটিকে সরানোর প্রভু যীশুর আজ্ঞায় যেখানে লাসারকে শুইয়ে রাখা হয়েছিল মার্থার কি আপত্তি ছিল?

মার্থা বলেছিলেন, “হে প্রভু, এই সময়ে হয়ত দেহটি ক্ষয় পেয়েছে, যেহেতু সে চারদিন যাবৎ মৃত৷”.

পাথরটি সরানোর মার্থার আপত্তিতে প্রভু যীশু কি প্রতিউত্তর দিয়েছিলেন?

প্রভু যীশু মার্থাকে বলেছিলেন, “আমি কি তোমাকে বলিনি যে, যদি তুমি বিশ্বাস কর তবে তুমি ঈশ্বরের মহিমা দেখতে পারবে৷”.

প্রভু যীশু তৎক্ষণাৎ কি করেছিলেন যখন গুহার পাথরের দরজাটি সরানো হয়েছিল?

প্রভু যীশু উপরের দিকে তাকিয়েছিলেন ও তার পিতার কাছে উচ্চস্বরে প্রার্থনা করেছিলেন .

কেন প্রভু যীশু উচ্চস্বরে প্রার্থনা করেছিলেন ও বলেছিলেন যা তিনি পিতার কাছে বলেছিলেন?

তিনি উচ্চস্বরে পার্থনা করেছিলেন ও বলেছিলেন কারণ সেই ভিড় যা তার চারদিকে দাঁড়িয়ে ছিল যেন বিশ্বাস করতে পারে যে পিতা তাকে পাঠিয়েছিলেন.

কি হয়েছিল যখন প্রভু যীশু উচ্চ রবে বলে উঠেছিলেন, “লাসার, বেরিয়ে এসো!”?

মৃত ব্যক্তিটি বেরিয়ে এসেছিল, কবরের কাপড় তার হাতে পায়ে জড়ানো ছিল আর তার মুখটিও একটি কাপড় জড়ানো ছিল.

ইহুদিদের প্রতিউত্তরটি কি ছিল যখন তারা লাসারকে গুহা থেকে বেরিয়ে আসতে দেখেছিল?

বহু ইহুদিরা যখন দেখেছিল যে প্রভু যীশু কি করেছেন তারা তার উপর বিশ্বাস করেছিল, কিন্তু কেউ কেউ ফরীশীদের কাছে গিয়েছিল ও তাদের বলেছিল যে প্রভু যীশু কি করেছেন.

প্রধান যাজকদের ও ফরীশীদের সভাতে কায়াফা কি ভাববাণী করেছিল?

কায়াফা বলেছিলেন যে তাদের জন্য এটি উপযুক্ত যে একজন সকলের জন্য মরে এর থেকে যে সম্পূর্ণ রাষ্ট্র নষ্ট হয় .

সেই দিন থেকে সভা কি পরিকল্পনা করেছিল?

তারা পরিকল্পনা করেছিল কিভাবে প্রভু যীশুকে হত্যা করবে .

প্রভু যীশু লাসারকে উত্থিত করার পর কি করেছিলেন?

প্রভু যীশু ইহুদিদের মধ্যে খোলামেলা ভাবে আর হাঁটাচলা করলেন না, কিন্তু বৈথনিয়ার নিকটবর্তী দেশের ইফ্রয়িম নামক নগরের নির্জন প্রদেশে চলে গিয়েছিলেন৷ সেখানে তিনি তার শিষ্যদের সাথে থেকে ছিলেন .

প্রধান যাজকরা ও ফরীশীরা কোন আজ্ঞা দিয়েছিল?

তারা একটি আজ্ঞা দিয়েছিল যে যদি কেউ জানে যে প্রভু যীশু কোথায় তবে সে তা জানায় যেন তারা তাকে বন্দী করতে পারে .

প্রভু যীশু কখন বৈথনিয়াতে ফিরে এসেছিলেন?

তিনি নিস্তার উৎসবের ছয় দিন পূর্বে বৈথনিয়াতে ফিরে এসেছিলেন.

প্রভু যীশুর জন্য প্রস্তুত ভোজনের সময় মরিয়ম কি করেছিলেন?

মরিয়ম এক লিটার বহুমূল্য জটামাংসীর সুগন্ধি তেল নিয়েছিলেন আর প্রভু যীশুর পা সেটি দিয়ে অভিষিক্ত করেছিলেন আর তার পা চুল দিয়ে মুছে দিয়েছিলেন .

প্রভু যীশুর একজন শিষ্য, ঈষ্করিয়তীয় যিহুদা, কেন অভিযোগ করেছিল যে সুগন্ধি তেলটিকে বিক্রি করা যেতে পারত আর সেই টাকা গরিবদের বিতরণ করা যেতে পারত?

যিহুদা এমনটি বলেছিল, এর জন্য নয় যে সে দরিদ্রদের প্রতি চিন্তাশীল ছিল, কিন্তু সে একটি চোর ছিল: তাকে টাকার থলির অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছিল আর সে তার নিজের জন্য সেখান থেকে চুরি করত.

প্রভু যীশু মরিয়মের সুগন্ধি তেল (জটামাংসী) ব্যবহার করাকে কিভাবে সমর্থন করেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন, “তাকে করতে দাও যা সে আমার কবরের জন্য করছে৷ গরিবরা সর্বদা তোমাদের সাথে রয়েছে; কিন্তু তোমরা তো আমাকে সর্বদা পাবে না৷”.

বৈথনিয়াতে কেন এক বিরাট ভিড় জমা হয়েছিল?

তারা প্রভু যীশুকে ও সাথে সাথে লাসারকেও দেখতে এসেছিল, যাকে প্রভু যীশু মৃত্যু থেকে উত্থিত করেছিলেন.

কেন প্রধান যাজকেরা লাসারকে মেরে ফেলতে চেয়েছিল?

তারা লাসারকে মেরে ফেলতে চেয়েছিল কারণ তার জন্যই বহু ইহুদি চলে গিয়ে প্রভু যীশুর উপর বিশ্বাস করেছিল.

ভিড় উৎসবের সময়ে কি করেছিল যখন তারা শুনেছিল যে প্রভু যীশু আসছেন?

তারা খেজুর গাছের পাতা নিয়েছিল ও তারা প্রভু যীশুর সাথে দেখা করতে গিয়েছিল আর উচ্চস্বরে বলছিল, “হোশান্না! ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, যিনি হলেন ইস্রায়েলের রাজা৷” .

কি জিনিস প্রভু যীশুর শিষ্যরা প্রথমে বুঝতে পারেনি কিন্তু প্রভু যীশু মহিমান্বিত হওয়ার পর তারা মনে করেছিল যে তারা এই জিনিসগুলো তার প্রতি করেছিল?

শিষ্যরা মনে করেছিল যে এটি প্রভু যীশুর বিষয়ে লেখা হয়েছিল, “ভয় কর না, হে সীয়নের কন্যা, দেখ, তোমার রাজা আসছেন, একটি অল্পবয়সী গাধার উপর চড়ে৷”.

কেন উৎসবে লোকেরা প্রভু যীশুর সাথে দেখা করতে গিয়েছিল?

তারা প্রভু যীশুর সাথে দেখা করতে গিয়েছিল কারণ তারা চাক্ষুষ সাক্ষীদের কাছে শুনেছিল যে প্রভু যীশু লাসারকে কবর থেকে বেরিয়ে আসতে বলেছিলেন আর তাকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন.

যখন আন্দ্রিয় ও ফিলিপ প্রভু যীশুকে বলেছিল যে গ্রীকরা তার সাথে দেখা করতে চায় তখন প্রভু যীশু তাদের প্রথমে কি বলেছিলেন?

প্রভু যীশু তাদের উত্তর দিয়ে বলেছিলেন, “মনুষ্য পুত্রের মহিমান্বিত হওয়ার সময় উপস্থিত হয়েছে...”.

গমের দানার সাথে কি হবে যদি তা মাটিতে পড়ে আর মারা যায় সে বিষয়ে প্রভু যীশু কি করেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন যে যদি তা মারা যায় তবে তা আরো ফলবন্ত হয় .

প্রভু যীশু কি বলেছিলেন যে তার সাথে কি হবে যে এই জগতে তার জীবনকে ভালোবাসে ও তার সাথে কি হবে যে এই জগতে তার জীবনকে ঘৃণা করে?

প্রভু যীশু বলেছিলেন এই জগতে যে তার জীবনকে ভালোবাসে সে তা হারিয়ে ফেলবে ও যে তার জীবনকে ঘৃণা করে সে তা অনন্ত জীবনের জন্য রক্ষা করবে.

কি হবে যদি কেউ প্রভু যীশুর সেবা করে?

পিতা তাকে সম্মানিত করবেন.

কি হয়েছিল যখন প্রভু যীশু বলেছিলেন, “হে পিতা, আপনার নাম মহিমান্বিত করুন৷”?

স্বর্গ থেকে একটি বাণী হয়েছিল আর বলেছিল, “আমি তা মহিমান্বিত করেছি আর পুনরায় তা মহিমান্বিত করব৷”.

স্বর্গ থেকে আগত বাণীটির কারণ কি ছিল সে বিষয়ে প্রভু যীশু কি বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন, “বাণীটি আমার জন্য আসেনি, কিন্তু তোমাদের (ইহুদি) জন্য এসেছিল৷”.

প্রভু যীশু কি বলেছিলেন এখন কি ঘটতে চলেছে?

প্রভু যীশু বলেছিলেন, “এখন এই জগতের বিচার উপস্থিত: এখন এই জগতের অধিপতিকে বাইরে তাড়িয়ে দেওয়া হবে .

যখন ভিড় জিজ্ঞাসা করেছিল, “কিভাবে আপনি বলতে পারেন, ‘মনুষ্য পুত্রকে উপরে তোলা হবেই’? কে এই মনুষ্য পুত্র?”, তখন প্রভু যীশু কি প্রত্যক্ষ কোনো জবাব দিয়েছিলেন?

না তিনি প্রত্যক্ষভাবে তাদের কোনো জবাব দেননি .

প্রভু যীশু আলোর বিষয়ে কি বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন, “আর কিছুক্ষণ আলো তোমাদের মধ্যে রয়েছে৷ যখন তোমাদের মধ্যে আলো রয়েছে তখন হেঁটে বেড়াও,....” তিনি আরো বলেছিলেন, “যখন তোমাদের কাছে আলো রয়েছে, তখন আলোর উপর বিশ্বাস কর যেন তোমরা আলোর সন্তান হতে পার৷” .

কেন লোকেরা প্রভু যীশুর বিশ্বাস করেনি?

তারা বিশ্বাস করেনি কারণ যেন যিশাইয় ভাববাদীর বাক্য পূর্ণ হয়, যেমন তিনি বলেছিলেন: “হে প্রভু, কে আমাদের খবর বিশ্বাস করেছে? আর প্রভুর বাহু কার কাছে প্রকাশিত হয়েছে?”.

লোকেরা কেন প্রভু যীশুর উপর বিশ্বাস করতে পারেনি?

তারা বিশ্বাস করতে পারেনি কারণ যেমন যিশাইয় বলেছিলেন, “তিনি তাদের চোখগুলোকে অন্ধ করেছেন আর তাদের হৃদয়গুলোকে কঠিন করেছেন; নতুবা তারা তাদের চোখে দেখে আর হৃদয়ে বুঝে আর মনপরিবর্তন করে ও আমি তাদের সুস্থ করি৷”.

কেন যিশাইয় এইরকম বলেছিলেন?

তিনি এইরকম বলেছিলেন কারণ তিনি প্রভু যীশুর মহিমা দেখেছিলেন.

কেন অধ্যক্ষরা যারা প্রভু যীশু উপর বিশ্বাস করত তা স্বীকার করেনি?

তারা তা স্বীকার করেনি কারণ তারা ফরীশীদের থেকে ভয়ভীত ছিল আর তারা ধর্মসভা থেকে বহিষ্কৃত হতে চায়নি৷ তারা ঈশ্বরের তরফ থেকে প্রশংসা পাওয়ার থেকে লোকেদের তরফ থেকে পাওয়া প্রশংসা ভালোবাসত .

প্রভু যীশু তার ও পিতার বিষয়ে কোন বক্তব্য করেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন, “যা আমার উপর বিশ্বাস করে, সে কেবল আমার উপরেই নয় বরং যে আমাকে পাঠিয়েছেন তার উপরেও বিশ্বাস করে, আর যে আমাকে দেখে সে আমার প্রেরণকর্তাকেও দেখে৷”.

প্রভু যীশু জগতে কি করতে এসেছেন সে বিষয়ে তিনি কি বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন যে তিনি জগতকে রক্ষা করতে এসেছিলেন.

কি তাদের বিচার করবে যারা প্রভু যীশুকে তিরস্কার করেছে আর তার বাক্য গ্রহণ করেনি?

যে বাক্য যা প্রভু যীশু বলেছিলেন তা তাদের অন্তিম দিনে বিচার করবে যারা তাকে তিরস্কার করবে.

প্রভু যীশু কি তার নিজ তরফ থেকে বলতেন?

না৷ পিতা যিনি প্রভু যীশুকে পাঠিয়েছিলেন তিনি তাকে আজ্ঞা দিতেন কি বলতে হবে ও তিনি তা বলতেন .

কেন প্রভু যীশু লোকেদের যেমনটি পিতা তাকে বলতে বলেছিলেন তেমনটিই বলেছিলেন?

প্রভু যীশু এমনটি করেছিলেন কারণ তিনি জানতেন যে পিতার আদেশে অনন্ত জীবন রয়েছে.

কত কাল প্রভু যীশু তার নিজস্ব লোকেদের ভালোবেসে ছিলেন?

তিনি তাদের অন্তিম সময় পর্যন্ত ভালোবেসে ছিলেন.

শয়তান ঈষ্করিয়তীয় যিহুদাকে কি করেছিল?

শয়তান ঈষ্করিয়তীয় যিহুদার হৃদয়ে প্রভু যীশুকে প্রতারণা করতে স্থাপন করেছিল .

পিতা প্রভু যীশুকে কি দিয়েছেন?

পিতা সকল কিছু প্রভু যীশুর হাতে অর্পণ করেছেন.

প্রভু যীশু কোথা থেকে এসেছেন ও কোথায় যাচ্ছিলেন?

প্রভু যীশু ঈশ্বরের কাছ থেকে এসেছিলেন ও ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছিলেন.

প্রভু যীশু কি করেছিলেন যখন তিনি ভোজ থেকে উঠেছিলেন?

তিনি তার বাইরের পোশাক খুলে রেখেছিলেন, একটি তোয়ালে [গামছা] নিয়েছিলেন আর তার চারপাশে জড়িয়ে নিয়েছিলেন, তারপর একটি পাত্রে জল ঢেলেছিলেন ও তার শিষ্যদের পা ধোয়া আরম্ভ করেছিলেন এবং তাদের তোয়ালে দিয়ে মুছিয়ে দিয়েছিলেন .

প্রভু যীশু কি বলেছিলেন যখন পিতর তার পা প্রভু যীশুর দ্বারা ধোয়ানোতে আপত্তি করেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন, “যদি আমি তোমাকে না ধোয়াই, তবে তোমার মধ্যে আমার কোনো অংশ থাকবে না৷”.

কেন প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন, “তোমাদের মধ্যে সকলেই শুদ্ধ নও”?

প্রভু যীশু এমনটি বলেছিলেন কারণ তিনি জানতেন কে তাকে প্রতারিত করবে.

কেন প্রভু যীশু তার শিষ্যদের পা ধুয়েছিলেন?

প্রভু যীশু শিষ্যদের পা ধুয়েছিলেন শিষ্যদের একটি উদাহরণ দিতে যেন তিনি যেমন তাদের জন্য করেছে তারাও তেমনটা করে.

মালিকের থেকে কি চাকর মহান বা প্রেরিত ব্যক্তি কি প্রেরণকর্তার থেকে মহান?

চাকর মালিকের থেকে মহান নয় আর প্রেরণকর্তার থেকে প্রেরিত ব্যক্তি মহান নয়.

কে প্রভু যীশুর বিরুদ্ধে পাদমূল তুলেছিল?

সে যে প্রভু যীশুর রুটি খেয়েছিল তার বিরুদ্ধে পাদমূল তুলেছিল.

কেন প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন, “তোমাদের মধ্যে সকলেই শুদ্ধ নও” আর “সে যে আমার রুটি খায় আমার বিরুদ্ধে তার পাদমূল তুলেছে৷”?

প্রভু যীশু তাদের এমনটি ঘটার আগেই বলেছিলেন যেন যখন তা ঘটে তারা যেন তার উপর বিশ্বাস করতে পারে যে তিনিই হলেন ‘আমি হলাম’ .

তোমরা কাকে গ্রহণ করবে যদি তোমরা প্রভু যীশুকে গ্রহণ কর?

যদি তোমরা প্রভু যীশুকে গ্রহণ কর তবে তোমরা তাকেও গ্রহণ করবে যাকে তিনি পাঠান আর তোমরা তাকেও গ্রহণ করবে যিনি প্রভু যীশুকে পাঠিয়েছেন.

যখন প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন যে তাদের মধ্যে একজন তাকে প্রতারিত করবে, তখন শিমোন পিতর কি বলেছিলেন?

শিমোন পিতর প্রভু যীশু যে শিষ্যকে ভালোবাসতেন তাকে উল্লেখ করেছিলেন ও বলেছিলেন, “আমাদের বল এ কে যার বিষয়ে তিনি বলছেন৷”.

প্রভু যীশু কি প্রতিউত্তর দিয়েছিলেন যখন সেই শিষ্য যাকে প্রভু যীশু ভালোবাসতেন প্রভু যীশুকে জিজ্ঞাসা করেছিলেন কে প্রভু যীশুকে প্রতারণা করতে চলেছে?

প্রভু যীশু উত্তর দিয়েছিলেন, “সে যার জন্য আমি একটি রুটির টুকরো ডুবাব আর তাকে দিব৷” তারপর প্রভু যীশু রুটিটিকে ডুবিয়েছিলেন আর তা শিমোন ঈষ্করিয়তীয়ের পুত্র যিহুদাকে দিয়েছিলেন.

যিহুদার সাথে কি হয়েছিল আর প্রভু যীশু তাকে রুটি দেওয়ার পর সে কি করেছিল?

যিহুদা রুটি নেওয়ার পর, শয়তান তার ভিতরে প্রবেশ করে আর তৎক্ষণাৎ বাইরে চলে গিয়েছিল.

ঈশ্বর কিভাবে মহিমান্বিত হতে চলেছিলেন?

ঈশ্বর মনুষ্য পুত্রে মহিমান্বিত হতে চলেছিলেন৷ যখন মনুষ্য পুত্র মহিমান্বিত হয়েছিল তখন তা ঈশ্বরকে মহিমান্বিত করেছিল .

শিমোন পিতর কি বুঝতে পেরেছিলেন যে কোথায় প্রভু যীশু যাচ্ছিলেন, যখন প্রভু যীশু তাদের বলেছিলেন, “যেখানে আমি যাচ্ছি, সেখানে তোমরা যেতে পারবে না৷”?

না, শিমোন পিতর বুঝতে পারেননি কারণ তিনি প্রভু যীশুকে জিজ্ঞাসা করেছিলেন, “হে প্রভু, আপনি কোথায় যাচ্ছেন?”.

কোন নতুন আজ্ঞা প্রভু যীশু তার শিষ্যদের দিয়েছিলেন?

নতুন আজ্ঞাটি ছিল এই যে তাদের একে অপরকে প্রেম করা উচিত যেমন প্রভু যীশু তাদের ভালোবেসেছিলেন.

প্রভু যীশু কি হবে বলেছিলেন যদি তার শিষ্যরা একে অপরকে ভালোবাসার আজ্ঞাটি পালন করে?

প্রভু যীশু বলেছিলেন যে তার আজ্ঞাটি পালন করার দ্বারা, সকল লোকেরা জানতে পারবে যে তারা তার শিষ্যসমূহ.

প্রভু যীশু কেমন উত্তর দিয়েছিলেন যখন শিমোন পিতর বলেছিলেন, “আমি আপনার জন্য নিজ প্রাণ অর্পণ করব৷”?

প্রভু যীশু উত্তর দিয়েছিলেন, “তুমি কি আমার জন্য প্রাণ অর্পণ করবে? সত্যি সত্যি, আমি তোমাকে বলছি, আমাকে তোমার তিনবার অস্বীকার না করা পর্যন্ত মোরগ ডাকবে না৷” .

শিষ্যদের হৃদয় কেন উদ্বিগ্ন হওয়া উচিত নয়?

তাদের হৃদয় উদ্বিগ্ন হওয়া উচিত নয় কারণ প্রভু যীশু তাদের জন্য একটি জায়গা প্রস্তুত করতে চলেছিলেন আর প্রভু যীশু তাদেরকে তার কাছে নিয়ে যেতে আসবেন যেন যেখানে প্রভু যীশু থাকেন তারাও সেখানে থাকতে পারে .

পিতার গৃহে কি রয়েছে?

পিতার গৃহে থাকার জন্য বহু জায়গা রয়েছে .

প্রভু যীশু তার শিষ্যদের জন্য কি করতে চলেছিলেন?

প্রভু যীশু তাদের জন্য একটি জায়গা প্রস্তুত করতে চলেছিলেন.

পিতার কাছে আসার একমাত্র উপায় কি?

প্রভু যীশুর মাধ্যমটিই হল পিতার কাছে আসার একমাত্র উপায়.

ফিলিপ প্রভু যীশুকে কি করতে বলেছিলেন যা শিষ্যদের জন্য যথেষ্ট?

ফিলিপ প্রভু যীশুকে বলেছিলেন, “হে প্রভু আমাদেরকে পিতার দর্শন করান, আর তা আমাদের জন্য যথেষ্ট হবে৷”.

প্রভু যীশু কি তার শিষ্যদেরকে নিজ তরফ থেকে বলছিলেন?

প্রভু যীশু তার নিজ তরফ থেকে বলছিলেন না, বরং, পিতা বলছিলেন যিনি তার মধ্যে নিবাস করতেন তিনিই নিজ কার্য তার দ্বারা করছিলেন.

যদি অন্য কোনো কারণে না হয় তবে কোন কারণে প্রভু যীশু তার শিষ্যদের বলেছলেন যে প্রভু যীশু পিতাতে ও পিতা প্রভু যীশুতে রয়েছেন তা তাদের বিশ্বাস করা উচিত?

প্রভু যীশু বলেছিলেন যে তাদের অন্য কোনো কারণে না হয় তবে প্রভু যীশুর করা কার্যগুলোর জন্য বিশ্বাস করা উচিত .

কেন প্রভু যীশু শিষ্যদেরকে বলেছিলেন তার করা কার্যগুলোর থেকেও তারা আরো মহৎ মহৎ কার্য করবে?

প্রভু যীশু শিষ্যদের বলেছিলেন যে তারা আরো মহৎ মহৎ কার্য করবে কারণ প্রভু যীশু পিতার কাছে যাচ্ছিলেন.

তার নামে কোনো কিছু শিষ্যেরা চাইলে কেন প্রভু যীশু তা করবেন?

প্রভু যীশু তেমনটি করবেন যেন পিতা পুত্রে মহিমান্বিত হতে পারেন .

প্রভু যীশু আপনাকে কি বলেছিলেন আপনি করবেন যদি আপনি তাকে ভালোবাসেন?

প্রভু যীশু বলেছিলেন আপনি তার আজ্ঞা সকল পালন করবেন যদি আপনি তাকে ভালোবাসেন.

প্রভু যীশু সেই অন্য সহায়ককে কি বলে ডেকেছিলেন যাকে পিতা শিষ্যদের সাথে চিরকাল থাকার জন্য দিবেন?

প্রভু যীশু তাকে সত্যের আত্মা বলেছিলেন.

কেন জগত সত্যের আত্মাকে গ্রহণ করতে পারেনা?

জগত সত্যের আত্মাকে গ্রহণ করতে পারেনা কারণ তারা তাকে দেখতে পায়না বা জানেনা .

প্রভু যীশু কি বলেছিলেন যে সত্যের আত্মা কোথায় থাকবেন?

প্রভু যীশু বলেছিলেন যে সত্যের আত্মা শিষ্যদের মধ্যে থাকবেন.

তার সাথে কি হবে যার কাছে প্রভু যীশুর আজ্ঞাগুলো থাকে ও সেগুলোকে পালন করে?

সেই লোকেদের প্রভু যীশুর দ্বারা প্রেম করা হবে আর তার পিতা ও প্রভু যীশু তাদের কাছে নিজেদের দর্শন দেবেন.

সহায়ক, পবিত্র আত্মা কি করবেন যখন পিতা তাকে প্রেরণ করবেন?

সহায়ক, পবিত্র আত্মা শিষ্যদের সকল কিছু শিখাবেন ও প্রভু যীশু তাদের যা যা বলেছিলেন তা মনে করিয়ে দিবেন৷ .

কেন শিষ্যরা উল্লাসিত হয়েছিল যে প্রভু যীশু যাচ্ছিলেন?

প্রভু যীশু বলেছিলেন তাদের আনন্দ করতে কারণ প্রভু যীশু পিতার কাছে যাচ্ছিলেন আর পিতা প্রভু যীশুর থেকেও মহান.

এর থেকে বেশি তিনি শিষ্যদের বলবেন না এর কি কারণ প্রভু যীশু দিয়েছিলেন?

প্রভু যীশু এর কারণ দিয়েছিলেন যে জগতের রাজকুমার আসছে .

প্রকৃত দাক্ষালতা কে?

প্রভু যীশু হলেন প্রকৃত দাক্ষালতা.

দাক্ষালতার কৃষক কে?

পিতা হলেন দাক্ষালতার কৃষক.

পিতা কি করেন সেই শাখাগুলোর সাথে যা খ্রীষ্টের সাথে যুক্ত থাকে?

পিতা সেই শাখাগুলোকে কেটে ফেলেন যেগুলোতে ফল ধরে না আর তিনি প্রত্যেক শাখার যত্ন নেন যেটিতে ফল ধরে যেন সেটিতে আরো বেশি ফল ধরে .

শিষ্যরা কেন শুদ্ধ?

প্রভু যীশুর বাক্য তাদের বলার কারণে তারা শুদ্ধ হয়েছে.

ফল ফলানোর জন্য আমাদের কি করতে হবে?

ফল ফলানোর জন্য আমাদের প্রভু যীশুতে থাকতে হবে.

শাখাগুলো কারা?

আমরা হলাম শাখা.

কি হবে যদি আপনি প্রভু যীশুতে না থাকেন?

যদি কেউ প্রভু যীশুতে না থাকে, তবে তাকে একটি শাখার ন্যায় ফেলে দেওয়া হয় ও তা শুকিয়ে যায়.

আমাদের কি করতে হবে যেন যা কিছু আমরা চাই তা আমাদের জন্য করা হয়?

আমাদের প্রভু যীশুতে থাকতে হবে আর তার বাক্য আমাদের মধ্যে রাখতে হবে৷ তখন আমরা আমাদের ইচ্ছেমত কোনো কিছু চাইতে পারি আর তা আমাদের জন্য করা হবে.

দুটি মাধ্যম কি যার মাধ্যমে পিতা মহিমান্বিত হন?

যখন আমরা প্রচুর ফল উৎপন্ন করি আর যখন আমরা প্রভু যীশুর শিষ্য হই তখন পিতা মহিমান্বিত হন .

আমাদের প্রভু যীশুর প্রেমে থাকতে কি করতে হবে?

আমাদের তার আজ্ঞা সকল পালন করতে হবে.

সবচাইতে মহান প্রেম একজন ব্যক্তি কিভাবে করতে পারে?

এর থেকে বেশি প্রেম হয়না যে একজন ব্যক্তি তার বন্ধুর জন্য নিজ প্রাণ উৎসর্গ করে .

আমরা কিভাবে জানতে পারব যে আমরা প্রভু যীশুর বন্ধু কি না?

আমরা তখনই কেবল প্রভু যীশুর বন্ধু যদি আমরা তা করি যা করতে তিনি আমাদের আজ্ঞা দিয়েছেন.

কেন প্রভু যীশু শিষ্যদের তার বন্ধু বলেছিলেন?

তিনি তাদের বন্ধু বলেছিলেন, যেহেতু তিনি তাদের সকল কিছু জানিয়েছিলেন যা তিনি পিতার কাছে শুনেছিলেন.

কেন জগৎ তাদের ঘৃণা করে যারা প্রভু যীশুকে অনুসরণ করে?

জগৎ তাদের যারা প্রভু যীশুকে অনুসরণ করে ঘৃণা করে কারণ তারা এই জগতের নয় আর কারণ প্রভু যীশু তাদেরকে জগতের মধ্যে থেকে নির্বাচন করেছিলেন .

কেন জগতের কাছে তাদের পাপের জন্য কোনো অজুহাত নেই?

তাদের পাপের জন্য তাদের কাছে কোনো অজুহাত নেই যেহেতু প্রভু যীশু এসেছিলেন ও তাদের বলেছিলেন আর তাদের মধ্যে সেইসব কার্য করেছিলেন যা অন্য কেউই করেনি.

কারা প্রভু যীশুর জন্য সাক্ষ্য বহন করবে?

সহায়ক, যিনি হলেন সত্যের আত্মা, আর প্রভু যীশুর শিষ্যেরা প্রভু যীশুর বিষয়ে সাক্ষ্য বহন করবে.

কেন শিষ্যরা প্রভু যীশুর বিষয়ে সাক্ষ্য বহন করবে?

তারা প্রভু যীশুর বিষয়ে সাক্ষ্য বহন করবে কারণ তারা তার সাথে আরম্ভ থেকে ছিল .

কেন প্রভু যীশু এইসব বিষয় শিষ্যদের বলেছিলেন?

প্রভু যীশু এইসব তাদের বলেছিলেন যেন তারা বিঘ্ন না পায় .

কেন লোকেরা প্রভু যীশুর শিষ্যদের ধর্মসভাগুলো থেকে বের করে দিবে ও তাদের কাউকে কাউকে হত্যা করবে?

তারা এইসব করবে কারণ তারা না প্রভু যীশুকে আর না পিতাকে জেনেছে.

কেন প্রভু যীশু শিষ্যদেরকে এইসব বিষয় আরম্ভে বলেননি?

প্রভু যীশু শিষ্যদেরকে এইসব বিষয় আরম্ভে বলেননি কারণ তিনি তখন তাদের সাথেই ছিলেন.

প্রভু যীশুর জন্য দূরে যাওয়াটা কেন উত্তম?

প্রভু যীশুর জন্য দূরে যাওয়াটা উত্তম কেননা তা না হলে সহায়ক তাদের কাছে আসবেন না; কিন্তু যদি প্রভু যীশু দূরে যান, তাহলে প্রভু যীশু সহায়ককে তাদের কাছে পাঠিয়ে দিবেন.

জগতের বিষয়ে সহায়ক কি দোষ দিবেন?

সহায়ক জগতকে পাপ, ধার্মিকতা ও বিচারের বিষয়ে দোষী করবেন.

সত্যের আত্মা, যখন তিনি আসবেন তখন শিষ্যদের কি করবেন?

তিনি শিষ্যদেরকে সত্যে পথপ্রদর্শন করবেন; কেননা তিনি নিজ থেকে কিছু বলবেন না; কিন্তু যা তিনি শুনেন, তিনি তা বলবেন আর সেই সকল বিষয় যা আসতে চলেছে তাদের কাছে ঘোষণা করবেন .

কিভাবে সত্যের আত্মা প্রভু যীশুকে মহিমান্বিত করবেন?

তিনি শিষ্যদের কাছে প্রভু যীশুর বিষয় নিয়ে আসবেন ও তা ঘোষণা করে প্রভু যীশুকে মহিমান্বিত করবেন .

প্রভু যীশুর কোন বিষয়গুলো সত্যের আত্মা নেবেন?

সত্যের আত্মা পিতার বিষয়গুলো নেবেন৷ যা কিছু পিতার রয়েছে সে সকল প্রভু যীশুরও .

প্রভু যীশুর কোন কথাগুলো শিষ্যরা বুঝতে পারেনি?

তারা বুঝতে পারেনি যখন প্রভু যীশু বলেছিলেন, অল্প সময় পর, তোমরা আমাকে আর দেখতে পাবে না; অল্প সময় পর পুনরায়, তোমরা আমাকে দেখতে পারবে৷” আর তখন যখন তিনি বলেছিলেন, “কারণ আমি পিতার কাছে যাচ্ছি”.

শিষ্যদের দুঃখের কি হবে?

তা আনন্দে পরিণত হবে.

কি ঘটবে যা শিষ্যদের আনন্দ করবে?

তারা পুনরায় প্রভু যীশুকে দেখবে আর তাদের হৃদয় আনন্দিত হবে.

কেন প্রভু যীশু শিষ্যদেরকে চাইতে ও প্রাপ্ত করতে বলেছিলেন?

প্রভু যীশু এমনটি বলেছিলেন যেন তাদের আনন্দ পূর্ণ হয়.

কোন কারণে পিতা স্বয়ং প্রভু যীশুর শিষ্যদের ভালোবাসেন?

পিতা শিষ্যদের ভালোবাসেন কারণ শিষ্যরা প্রভু যীশুকে ভালোবেসেছিল আর বিশ্বাস করেছিল যে তিনি পিতার কাছ থেকে এসেছিলেন .

কোথা থেকে প্রভু যীশু এসেছিলেন ও তিনি কোথায় যাচ্ছিলেন?

প্রভু যীশু পিতার কাছ থেকে জগতে এসেছিলেন আর তিনি জগতকে ছেড়ে পিতার কাছে ফিরে যাচ্ছিলেন.

প্রভু যীশু কি বলেছিলেন শিষ্যরা সেই সময়ে কি করবে?

প্রভু যীশু বলেছিলেন শিষ্যরা ছড়িয়ে পরবে, প্রত্যেকে আপন আপন জায়গায় চলে যাবে আর তারা প্রভু যীশুকে একাকী ছেড়ে দেবে.

প্রভু যীশু কেন শিষ্যদের উৎসাহিত করেছিলেন যদিও এই জগতে তারা উৎপীড়িত হবে?

প্রভু যীশু তাদের বলেছিলেন উৎসাহিত হতে কারণ তিনি জগতকে জয় করেছেন.

কেন পিতা প্রভু যীশুকে সকল মর্ত্যমাত্রের উপর অধিকার দিয়েছেন?

পিতা এমনটি করেছিলেন যেন তিনি সকলকে অনন্ত জীবন প্রদান করেন যাদের তিনি তাকে দিয়েছেন .

অনন্ত জীবন কি?

অনন্ত জীবন হল একমাত্র ঈশ্বর, পিতাকে জানা আর তাকে জানা যাকে তিনি পাঠিয়েছেন, যিনি হলেন প্রভু যীশু খ্রীষ্ট.

প্রভু যীশু কিভাবে ঈশ্বরকে এই পৃথিবীতে মহিমান্বিত করেছিলেন?

তিনি পিতার প্রদত্ত দেওয়া কার্য সম্পূর্ণ করে এমনটি করেছিলেন.

কোন মহিমা প্রভু যীশু চাইতেন?

তিনি জগতের সৃষ্টির পূর্বের পিতার সাথে তার মহিমাটিকে চাইতেন .

প্রভু যীশুকে দেওয়া পিতার সেই লোকগুলো প্রভু যীশুর বাক্যের প্রতি কেমন প্রতিউত্তর দিয়েছিল?

তারা প্রভু যীশুর বাক্য গ্রহণ করেছিল আর বাস্তবে জেনেছিল যে প্রভু যীশু পিতার কাছ থেকে এসেছিলেন আর তারা বিশ্বাস করেছিল যে পিতা প্রভু যীশুকে পাঠিয়েছিলেন.

প্রভু যীশু কাদের বিষয়ে বলেছিলেন যে তিনি তাদের জন্য প্রার্থনা করছেন না?

প্রভু যীশু বলেছিলেন তিনি জগতের জন্য প্রার্থনা করছেন না.

সংক্ষেপে প্রভু যীশু পিতার কাছে কি চেয়েছিলেন যেন তিনি করেন তাদের সাথে যাদের পিতা প্রভু যীশুকে দিয়েছিলেন?

প্রভু যীশু পিতাকে তাদের পিতার নাম রক্ষা করতে বলেছিলেন যেন তারা এক হয়, তাদের মন্দের হাত থেকে বাঁচাতে, সত্যে তাদের শুদ্ধ করতে, তাদের পিতা ও পুত্রে করতে আর তাদের রাখতে যাদের পিতা প্রভু যীশুকে দিয়েছিলেন সেখানে যেখানে প্রভু যীশু থাকেন .

যখন প্রভু যীশু জগতে ছিলেন, তখন তাদের সাথে প্রভু যীশু কি করেছিলেন যাদের পিতা তাকে দিয়েছিলেন?

প্রভু যীশু তাদের সুরক্ষিত করেছিলেন.

কেন প্রভু যীশু নিজেকে পবিত্র করেছিলেন?

প্রভু যীশু নিজেকে পবিত্র করেছিলেন যেন যাদের পিতা তাকে দিয়েছিলেন তারাও সত্যে পবিত্র হয়.

প্রভু যীশু আর কাদের জন্য প্রার্থনা করেছিলেন?

প্রভু যীশু তাদের জন্য প্রার্থনা করেছিলেন যারা তাদের বাক্যের মাধ্যমে তার উপরে বিশ্বাস করবে যারা সেই সময়ে তাকে অনুসরণ করবে.

পিতা কিভাবে তাদের ভালোবাসেন যাদের তিনি প্রভু যীশুকে দিয়েছিলেন?

পিতা যতটা প্রভু যীশুকে ভালোবাসেন ঠিক ততটাই তাদের ভালোবাসেন .

কেন প্রভু যীশু তাদের কাছে যাদের পিতা তাকে দিয়েছেন পিতার নাম জানিয়েছিলেন বা জানাবেন?

প্রভু যীশু এটি জানিয়েছিলেন ও জানাবেন যেন যে প্রেমে পিতা প্রভু যীশুকে ভালোবেসেছেন সেই প্রেম তাদের মধ্যে থাকে আর যেন প্রভু যীশু তাদের মধ্যে থাকেন .

প্রভু যীশু এই বাক্যগুলো বলার পর, তিনি কোথায় চলে গিয়েছিলেন?

তিনি তার শিষ্যদের সাথে কিদ্রোণ উপত্যকা পার হয়ে একটি উদ্যানে প্রবেশ করেন.

যিহুদা সেই উদ্যানের বিষয়ে কিভাবে জানত?

সে এটির বিষয়ে জানত যেহেতু প্রভু যীশু প্রায়ই তার শিষ্যদের সাথে সেখানে যেতেন.

আর কারা মশাল, দীপ ও অস্ত্রশস্ত্রের সাথে উদ্যানে এসেছিল?

প্রধান যাজকদের ও ফরীশীদের কাছ থেকে যিহুদা, একদল সৈন্য ও অধ্যক্ষর উদ্যানে এসেছিল.

প্রভু যীশু এই লোকগুলোকে কি জিজ্ঞাসা করেছিলেন?

প্রভু যীশু তাদের জিজ্ঞাসা করেছিলেন, “তোমরা কার অনুসন্ধান করছ?”.

তখন কি হয়েছিল যখন লোকগুলো বলেছিল যে তারা নাসরতীয় যীশুকে খুঁজছে আর যখন প্রভু যীশু বলেছিলেন, “আমি সেই৷”?

সৈন্যরা ও তাদের সাথে থাকা সকলেই পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গিয়েছিল.

কেন প্রভু যীশু বলেছিলেন, “আমি তোমাদের বলেছি যে আমিই সে; অতএব যদি তোমরা আমার অনুসন্ধান করছ তবে অন্যদের যেতে দাও৷”?

প্রভু যীশু এমনটি বলেছিলেন যেন সেই বাক্য পূর্ণ হয় যা তিনি বলেছিলেন: “তাদের যাদের আপনি আমাকে দিয়েছেন, আমি তাদের একজনকেও যেন না হারাই৷” .

মহা যাজকের চাকর, মল্কের কান পিতর কেটে ফেলার পর প্রভু যীশু পিতরকে কি বলেছিলেন?

প্রভু যীশু পিতরকে বলেছিলেন, “তোমার তলোয়ার কোষে রেখে দাও৷ যে পানপত্র [কাপ] পিতা আমাকে দিয়েছেন, আমি কি তা পান করব না?”.

সৈন্যদের দল, তাদের সেনাপতি ও ইহুদিদের অধ্যক্ষরা প্রভু যীশুকে বন্দী করার পর, তারা তাকে কোথায় নিয়ে গিয়েছিল?

তারা প্রভু যীশুকে প্রথমে হাননের কাছে নিয়ে গিয়েছিল .

হানন কে ছিলেন?

হানন কায়াফার শ্বশুর ছিলেন, যিনি সেই বছর মহাযাজক ছিলেন .

মহাযাজকের প্রাঙ্গণে পিতর কিভাবে প্রবেশ করেছিলেন?

অন্য শিষ্য যিনি মহাযাজকের পরিচিত ছিলেন, বাইরে গিয়ে একটি দাসীর সাথে কথা বলেছিলেন যে দ্বার পাহারা দিচ্ছিল আর পিতরকে ভিতরে নিয়ে এসেছিলেন.

কে পিতরকে জিজ্ঞাসা করেছিল যে তিনি কি প্রভু যীশুর একটি শিষ্য বা প্রভু যীশুর সাথে ছিলেন?

যে স্ত্রীটি প্রাঙ্গণের দ্বার পাহারা দিচ্ছিল, যে লোকেরা মহাযাজকের প্রাঙ্গণে কয়লার আগুনের চারধারে দাঁড়িয়ে ছিল, যারা সেই ব্যক্তিটির আত্মীয় ছিল যার কান পিতর কেটে দিয়েছিলেন, তারা সকলেই পিতরকে জিজ্ঞাসা করেছিল যে তিনি কি প্রভু যীশুর সাথে ছিলেন বা প্রভু যীশুর শিষ্য ছিলেন .

সংক্ষেপে প্রভু যীশু কিভাবে উত্তর দিয়েছিলেন যখন মহাযাজক প্রভু যীশুকে তার শিক্ষা ও তার শিষ্যদের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন?

প্রভু যীশু খোলামেলাভাবে লোকেদের মাঝে জগতের সাথে কথা বলেছিলেন৷ তিনি প্রধান যাজককে বলেছিলেন তাদের কাছে জিজ্ঞাসা করতে যারা তাকে শুনেছিল যা তিনি বলেছিলেন.

পিতরের তিনবার অস্বীকার করার পর তৎক্ষণাৎ কি হয়েছিল?

পিতরের তিনবার অস্বীকার করার পর তৎক্ষণাৎ মোরগ ডেকে উঠেছিল যে তিনি প্রভু যীশুকে চেনেন না.

কেন সেই লোকেরা যারা প্রভু যীশুকে রাজবাড়িতে নিয়ে গিয়েছিল সেখানে তারা প্রবেশ করেনি?

তারা রাজবাড়িতে প্রবেশ করেনি কারণ যেন তারা অশুদ্ধ না হয়ে পরে আর যেন তারা নিস্তার পর্বের ভোজন খেতে পারে .

কেন ইহুদিরা প্রভু যীশুকে নিজেরা দণ্ড না দিয়ে পীলাতের কাছে নিয়ে গিয়েছিল?

ইহুদিরা প্রভু যীশুকে হত্যা করতে চাইত আর কোনো মানুষকে রোমান অধিকারীদের (পীলাত) অনুমতি ছাড়া মৃত্যু দণ্ড দেওয়া আইনসঙ্গত ছিল না.

পীলাত প্রভু যীশুকে কি জিজ্ঞাসা করেছিলেন?

পীলাত প্রভু যীশুকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি ইহুদিদের রাজা আর তিনি আরো জিজ্ঞাসা করেছিলেন তিনি কি করেছেন .

প্রভু যীশু তার রাজ্যের বিষয়ে পীলাতকে কি বলেছিলেন?

প্রভু যীশু পীলাতকে বলেছিলেন যে তার রাজ্য এই জগতের নয় আর তা এখান থেকে উৎপন্ন হয় না .

কোন কারণের জন্য প্রভু যীশু জন্মে ছিলেন?

তিনি একজন রাজা হওয়ার জন্য জন্মেছিলেন.

তার সাথে কথা বলার পর প্রভু যীশুর বিষয়ে পীলাতের বিচার কি ছিল?

পীলাত ইহুদিদের বলেছিলেন, “আমি এই ব্যক্তির মধ্যে কোনো দোষ পাইনি৷”.

যখন পীলাত প্রভু যীশুর মুক্তির প্রস্তাব দিয়েছিলেন, তখন ইহুদিরা পীলাতের কাছে কি চিৎকার করেছিল?

ইহুদিরা বারংবার চিৎকার করেছিল, “একে নয় বারাব্বকে মুক্ত কর৷”.

পীলাত প্রভু যীশুকে কোড়া প্রহার করানোর পর সৈন্যরা প্রভু যীশুর সাথে কি করেছিল?

সৈন্যরা একটি মুকুট বানানোর জন্য কাঁটা গেঁথেছিল ও তা প্রভু যীশুর মাথায় পরিয়ে দিয়েছিল, আর বেগুনী রঙের কাপড় পরিয়ে দিয়েছিল৷ তারা তার কাছে এসে বলেছিল, “নমস্কার, হে ইহুদিদের রাজা!” আর তারা তাকে চড় মেরেছিল .

কেন পীলাত প্রভু যীশুকে পুনরায় লোকেদের সম্মুখে এনেছিলেন?

পীলাত প্রভু যীশুকে লোকেদের সামনে এনেছিলেন যেন তারা জানতে পারে যে পীলাত প্রভু যীশুর মধ্যে কোনো দোষ পাননি.

প্রভু যীশু কি পরেছিলেন যখন পীলাত তাকে লোকেদের সামনে এনেছিলেন?

প্রভু যীশু কাঁটার মুকুট ও বেগুনী রঙের কাপড় পরেছিলেন .

প্রধান যাজকেরা ও অধ্যক্ষরা কি করেছিল যখন তারা প্রভু যীশুকে দেখেছিল?

তারা চিৎকার করে বলেছিল, “ওকে ক্রুশে দিন, ওকে ক্রুশে দিন!” .

ইহুদিরা এমন কি বলেছিল যা পীলাতকে আরো ভয়ভীত করেছিল?

ইহুদিরা পীলাতকে বলেছিল, “আমাদের একটি ব্যবস্থা [আইন] রয়েছে আর সেই আইনের কারণে তাকে মরতে হবে যেহেতু সে নিজেকে ঈশ্বরের পুত্র বানিয়েছে৷”.

প্রভু যীশু কি বলেছিলেন যে কে পীলাতকে প্রভু যীশুর উপর ক্ষমতা দিয়েছেন?

প্রভু যীশু বলেছিলেন, “আমার উপর তোমার কোনো অধিকার থাকত না যদি না তা তোমাকে উপর থেকে অধিকার দেওয়া না হত৷”.

যদিও পীলাত প্রভু যীশুকে মুক্ত করতে চেয়েছিলেন, তথাপি ইহুদিরা কি বলেছিল যা তাকে তেমন করতে দেয়নি?

ইহুদিরা চিৎকার করে বলছিল, “যদি আপনি এই ব্যক্তিটিকে মুক্ত করেন, তবে আপনি কৈসরের বন্ধু নন: যে কেউ নিজেকে একজন রাজা বানায় সে কৈসরের বিরুদ্ধে কথা বলে৷”.

পীলাত প্রভু যীশুকে ক্রুশে দেওয়ার জন্য তাদের সমর্পণ করার পূর্বে প্রধান যাজকেরা পীলাতের সামনে অন্তিম কি বলেছিল?

প্রধান যাজকেরা বলেছিল, “আমাদের কৈসর ছাড়া অন্য কোনো রাজা নেই৷”.

তারা কোথায় প্রভু যীশুকে ক্রুশে দিয়েছিল?

তারা প্রভু যীশুকে গলগথা নামক স্থানে ক্রুশে দিয়েছিল যার অর্থ হল মাথার খুলির স্থান .

সেই দিনে প্রভু যীশুকেই কি ক্রুশে দেওয়া হয়েছিল?

না৷ দুটো অন্য পুরুষও ছিল যাদের প্রভু যীশুর দুদিকে ক্রুশে দেওয়া হয়েছিল.

প্রভু যীশুর পোশাকের সাথে সৈন্যরা কি করেছিল?

সৈন্যরা প্রভু যীশুর পোশাকটিকে চারটি টুকরোতে ভাগ করেছিল, একটি টুকরো একটি সৈন্যের জন্য৷ কিন্তু জামাটি কে নেবে তার জন্য গুলিবাট করেছিল যেটিতে কোনো সেলাই ছিল না.

সৈন্যরা প্রভু যীশুর জামাটির সাথে তা কেন করেছিল?

এটি হয়েছিল যেন শাস্ত্রবাক্য পূর্ণ হয় যা বলে, “তারা আমার পোশাক নিজেদের মধ্যে ভাগ করেছে আর আমার পরিচ্ছেদের জন্য তারা গুলিবাট করেছে৷”.

প্রভু যীশুর ক্রুশের কাছে কারা দাঁড়িয়েছিল?

প্রভু যীশুর মা, তারা মায়ের বোন, ক্লোপার স্ত্রী মরিয়ম, মগ্দলিনী মরিয়ম আর তার শিষ্যটি যাকে প্রভু যীশু ভালোবাসতেন তারা প্রভু যীশুর ক্রুশের পাশে দাঁড়িয়েছিল.

প্রভু যীশু তার মাকে কি বলেছিলেন যখন তিনি তার মাকে ও সেই শিষ্যটিকে যাকে তিনি ভালোবাসতেন নিকটে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন?

প্রভু যীশু তাকে বলেছিলেন, “হে নারী, দেখ, তোমার পুত্রকে!”.

“দেখ, তোমার মাকে!” প্রভু যীশুর বলার পর সেই শিষ্যটি যাকে প্রভু যীশু ভালোবাসতেন তিনি কি করেছিলেন?

সেই সময় থেকে সেই শিষ্যটি যাকে প্রভু যীশু ভালোবাসতেন প্রভু যীশুর মাকে নিজ বাড়িতে নিয়ে গিয়েছিলেন.

প্রভু যীশু স্পঞ্জ থেকে সিরকা যা তার মুখে দেওয়া হয়েছিল পান করার পর কি করেছিলেন?

সিরকা পান করার পর প্রভু যীশু বলেছিলেন, “সমাপ্ত হল৷” তারপর তিনি তার মাথা নত করেছিলেন ও তার আত্মা সমর্পণ করেছিলেন.

কেন ইহুদিরা পীলাতের কাছে গিয়েছিল যেন সেই পুরুষগুলোর পা ভেঙ্গে দেওয়া হয়?

এটি ছিল আয়োজনের দিন আর বিশ্রাম দিনে ক্রুশে দেহ না থাকে (যেহেতু বিশ্রাম দিবস ছিল একটি গুরুত্বপূর্ণ দিন), তাই ইহুদিরা পীলাতকে নিবেদন করেছিল যেন ক্রুশে দেওয়া পুরুষগুলোর পা ভেঙ্গে ফেলা হয় আর যেন তাদের দেহ ক্রুশ থেকে নামানো হয় .

কেন সৈন্যরা প্রভু যীশুর পা ভাঙ্গেনি?

তারা প্রভু যীশুর পা ভাঙ্গেনি কারণ তারা দেখেছিল যে প্রভু যীশু আগেই মারা গিয়েছিলেন .

সৈন্যরা কি করেছিল যখন তারা দেখেছিল যে প্রভু যীশু আগে থেকেই মারা গিয়েছিলেন?

একটি সৈন্য প্রভু যীশুর কুক্ষীদেশকে একটি বড়শা দিয়ে বিদ্ধ করেছিল.

কেন প্রভু যীশুর পা ভাঙ্গা হয়নি আর তাকে একটি বড়শা দিয়ে বিদ্ধ করা হয়েছিল?

এগুলো হয়েছিল যেন শাস্ত্রবাক্য পূর্ণ হয়, “তার একটি হাড়ও ভাঙ্গা হবেনা৷ আর “তারা তাকে দেখবে যাকে তারা বিদ্ধ করেছিল৷”.

কে এসে প্রভু যীশুর দেহ নিয়ে যাওয়ার জন্য চেয়েছিলেন?

অরিমাথিয়ার যোষেফ পীলাতের কাছে নিবেদন করেছিলেন যেন তিনি প্রভু যীশুর দেহ নিয়ে যেতে পারেন .

প্রভু যীশুর দেহ নিয়ে যাওয়ার জন্য অরিমাথিয়ার যোষেফের সাথে কে এসেছিলেন?

নীকদীম অরিমাথিয়ার যোষেফের সাথে এসেছিলেন.

অরিমাথিয়ার যোষেফ ও নীকদীম প্রভু যীশুর দেহের সাথে কি করেছিল?

তারা প্রভু যীশুর দেহ মশলার সাথে শনের কাপড় দিয়ে জড়িয়েছিল, যার মধ্যে প্রায় একশো লিটার গন্ধরস ও অগুর ছিল৷ তারপর তারা প্রভু যীশুর দেহ উদ্যানে একটি নতুন কবরে রেখে দিয়েছিল .

মগ্দলিনী মরিয়ম কখন কবরে এসেছিলেন?

সপ্তাহের প্রথম দিনে ভোরবেলায় তিনি কবরে এসেছিলেন.

মগ্দলিনী মরিয়ম কবরে কি দেখেছিলেন যখন তিনি সেখানে গিয়েছিলেন?

তিনি কবরের পাথরটিকে সরানো অবস্থায় দেখেছিলেন.

মগ্দলিনী মরিয়ম শিষ্য দুটিকে কি বলেছিলেন?

তিনি তাদের বলেছিলেন, “তারা কবর থেকে প্রভুকে নিয়ে গিয়েছে আর আমরা জানি না যে তারা তাকে কোথায় রেখেছে৷” .

শিমোন পিতর ও অন্য শিষ্যটি মগ্দলিনী মরিয়মের কাছ থেকে শোনার পর কি করেছিল?

তারা দুজনে কবরে দৌড়ে গিয়েছিল.

শিমোন পিতর ও অন্য শিষ্যটি কবরে কি দেখেছিল?

তারা শনের কাপড়টি পড়ে থাকতে দেখেছিল৷ তারা মাথার নিচে রাখা কাপড়টি শনের কাপড়টির সাথে ছিল না কিন্তু ভাঁজ করে রাখা ছিল .

অন্য শিষ্যটির প্রতিউত্তর কেমন ছিল যা তিনি কবরে দেখেছিলেন?

তিনি দেখে বিশ্বাস করেছিলেন.

মরিয়ম তখন কি দেখেছিলেন যখন তিনি কবরের ভিতরে তাকিয়েছিলেন?

তিনি দুটো শুভ্র স্বর্গদূতকে বসে থাকতে দেখেছিলেন, একজন মাথার দিকে ও অন্য জন পায়ের দিকে যেখানে প্রভু যীশুর শব রাখা হয়েছিল .

স্বর্গদূতরা মরিয়মকে কি বলেছিল?

তারা জিজ্ঞাসা করেছিল, “হে নারী, তুমি কেন কাঁদছ?”.

যখন মরিয়ম ফিরেছিলেন তখন তিনি কি দেখতে পেয়েছিলেন?

তিনি প্রভু যীশুকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন, কিন্তু তিনি জানতেন না যে তিনি প্রভু যীশু ছিলেন.

মরিয়ম কি ভেবেছিলেন যে প্রভু যীশুকে কে ছিলেন?

তিনি তাকে বাগানের মালী ভেবেছিলেন .

মরিয়ম কখন প্রভু যীশুকে চিনতে পেরেছিলেন?

তিনি তখন তাকে চিনতে পেরেছিলেন যখন প্রভু যীশু তার নাম ডেকেছিলেন, “মরিয়ম”.

প্রভু যীশু মরিয়মকে কেন বলেছিলেন তাকে স্পর্শ না করতে?

প্রভু যীশু তাকে স্পর্শ না করতে বলেছিলেন কারণ তিনি তখনও পিতার কাছে যাননি .

প্রভু যীশু মরিয়মকে তার ভাইদের কি বলতে বলেছিলেন?

প্রভু যীশু তাকে তার ভাইদের বলতে বলেছিলেন যে আমি আমার পিতা ও তোমাদের পিতা, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বরের কাছে যাচ্ছি.

সপ্তাহের প্রথমদিনে সন্ধ্যার সময় যেখানে শিষ্যরা ছিল সেখানে কি হয়েছিল?

প্রভু যীশু এসে তাদের মধ্যে দাঁড়িয়েছিলেন .

প্রভু যীশু শিষ্যদের কি দেখিয়েছিলেন?

তিনি তাদের তার হাত ও কক্ষীদেশ দেখিয়েছিলেন.

প্রভু যীশু শিষ্যদের উপর ফু দেওয়ার পর তাদের কি বলেছিলেন?

তিনি তাদের বলেছিলেন, পবিত্র আত্মা গ্রহণ কর৷ যাদের পাপ তোমরা ক্ষমা করবে তাদের ক্ষমা করা হবে; যাদের পাপ তোমরা রেখে দেবে, তাদের পাপ রাখা হবে৷”.

যখন শিষ্যরা প্রভু যীশুকে দেখেছিল তখন কোন শিষ্যটি সেখানে উপস্থিত ছিলেন না?

থোমা, বারোজনের একজন, যাকে দিদুমঃ বলা হত, সেখানে উপস্থিত ছিলেন না.

থোমা কি বলেছিলেন যে তিনি কি না দেখা পর্যন্ত বিশ্বাস করবেন না যে প্রভু যীশু জীবিত হয়েছিলেন?

থোমা বলেছিলেন তিনি প্রভু যীশুর হাতের প্রেকের চিহ্নটি দেখবেন ও তাতে তার আঙ্গুল দেবেন আর প্রভু যীশুর কুক্ষীদেশে হাত না দেওয়া পর্যন্ত তিনি বিশ্বাস করবেন না.

কোথায় থোমা প্রভু যীশুকে দেখেছিলেন?

আট দিন পর যখন থোমা অন্যান্য শিষ্যদের সাথে ছিলেন তখন প্রভু যীশু তাদের মাঝে আবির্ভাব হয়েছিলেন যদিও সকল দরজাগুলো বন্ধ ছিল .

প্রভু যীশু থোমাকে কি করতে বলেছিলেন?

প্রভু যীশু থোমাকে তার আঙ্গুল দিয়ে প্রভু যীশুর হাতগুলো ছুঁয়ে দেখতে ও তার হাত দিয়ে তার কুক্ষীদেশ স্পর্শ করে দেখতে বলেছিলেন৷ তারপর প্রভু যীশু থোমাকে অবিশ্বাস নয় বরং বিশ্বাস করতে বলেছিলেন.

থোমা প্রভু যীশুকে কি বলেছিলেন?

থোমা বলেছিলেন, “হে আমার প্রভু আর হে আমার ঈশ্বর৷”.

প্রভু যীশু কাদের ধন্য বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন, “তারা ধন্য যারা দেখেনি কিন্তু তথাপি তাকে বিশ্বাস করে৷”.

প্রভু যীশু কি অন্য কোনো চিহ্নকার্য করেছিলেন যা এই পুস্তকে লেখা হয়নি?

হ্যাঁ৷ প্রভু যীশু শিষ্যদের উপস্থিতিতে আরো বহু চিহ্নকার্য করেছিলেন তা যোহনের পুস্তকে লেখা হয়নি .

কেন চিহ্নকার্যগুলোকে পুস্তকটিতে লেখা হয়েছিল?

সেগুলো লেখা হয়েছিল যেন আপনারা বিশ্বাস করতে পারেন যে প্রভু যীশু হলেন খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র আর যেন আপনি বিশ্বাস করেন ও তার নামে অনন্ত জীবন প্রাপ্ত করেন.

প্রভু যীশু যখন পুনরায় দেখা দেন তখন শিষ্যরা কোথায় ছিল?

তিবিরিয়া সাগরের তীরে শিষ্যরা ছিল যখন প্রভু যীশু নিজেকে তাদের কাছে দেখা দিয়েছিলেন.

কোন কোন শিষ্যরা তিবিরিয়া সাগরের তীরে ছিল?

শিমোন পিতর, থোমা যাকে দিদুমঃ বলা হত, গালীলের কান্না নগরের নথনেল, সিবদিয়ের পুত্রগন আর প্রভু যীশুর অন্য দুই শিষ্য তিবিরিয়া সাগরের তীরে ছিল.

এই শিষ্যরা সেখানে কি করছিল?

তারা সারা রাত ধরে মাছ ধরছিল কিন্তু কিছু ধরতে পারেনি .

প্রভু যীশু এই শিষ্যদের কি করতে বলেছিলেন?

প্রভু যীশু শিষ্যদেরকে তাদের জাল নৌকার ডানদিকে ফেলতে বলেছিলেন আর যেন তারা কিছু (মাছ) ধরতে পারে.

যখন শিষ্যরা তাদের জাল ফেলেছিল তখন কি হয়েছিল?

তারা তাদের জাল তুলতে পারছিল না কারণ তাতে প্রচুর মাছ ধরা পড়েছিল .

শিমোন পিতর কি করেছিলেন যখন সেই শিষ্যটি বলেছিলেন, “ইনি প্রভু” যাকে প্রভু যীশু ভালোবাসতেন?

তিনি তার বাইরের পোশাক জড়িয়ে জলে ঝাঁপ দিয়েছিলেন.

অন্যান্য শিষ্যরা কি করেছিল?

অন্যান্য শিষ্যরা মাছভরা জালটি টানতে টানতে নৌকায় করে এসেছিল.

প্রভু যীশু শিষ্যদের কোন দুটি কার্য করতে বলেছিলেন?

প্রভু যীশু শিষ্যদের কিছু মাছ আনতে বলেছিলেন যা তারা ধরেছিল আর তারপর তাদের বলেছিলেন এসে ভোজন কর.

প্রভু যীশু উত্থিত হওয়ার পর এখন কতবার হয়েছিল যখন তিনি শিষ্যদেরকে নিজের দর্শন দিয়েছিলেন?

এটি ছিল তৃতীয়বার যখন প্রভু যীশু উত্থিত হওয়ার পর নিজেকে শিষ্যদের সামনে দর্শন দিয়েছিলেন.

ভোজন করার পর প্রভু যীশু শিমোন পিতরকে কি বলেছিলেন?

প্রথমবার প্রভু যীশু শিমোন পিতরকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি এদের তুলনায় প্রভু যীশুকে বেশি ভালোবাসেন, আর দ্বিতীয়বার প্রভু যীশু শিমোন পিতরকে জিজ্ঞাসা করেছিলেন, “তুমি কি আমাকে প্রেম কর?” .

প্রতিবার শিমোন পিতর প্রভু যীশুকে কিরূপ উত্তর দিয়েছিলেন?

প্রতিবার শিমোন পিতর উত্তর দিয়েছিলেন, “হ্যাঁ, হে প্রভু; আপনি জানেন যে আমি আপনাকে প্রেম করি৷”.

প্রতিবার যখন শিমোন পিতর প্রভু যীশুর প্রশ্নে “তুমি কি আমাকে প্রেম কর” উত্তর দিয়েছিলেন, তখন প্রভু যীশু পিতরকে কি করতে বলেছিলেন?

প্রথমবার প্রভু যীশু পিতরকে বলেছিলেন, “আমার মেষদের চরাও৷” দ্বিতীয়বার প্রভু যীশু বলেছিলেন, “আমার মেষদের পালন কর৷” তৃতীয়বার প্রভু যীশু তাকে বলেছিলেন, “আমার মেষদের চরাও৷”.

শিমোন পিতর যখন বৃদ্ধ হবেন তখন তার সাথে কি হবে সে বিষয়ে প্রভু যীশু তাকে কি বলেছিলেন?

প্রভু যীশু শিমোন পিতরকে বলেছিলেন যে যখন তিনি বৃদ্ধ হবেন, সে তার বাহু তুলবে ও অন্য কেউ তাকে বস্ত্র পরিয়ে দেবে আর সেখানে বহন করবে যেখানে সে যেতে চাইবে না .

কেন প্রভু যীশু পিতরকে বলেছিলেন যে বৃদ্ধ কালে তার সাথে কি হবে?

প্রভু যীশু এমনটি বলেছিলেন এটি বলতে যে পিতর ঈশ্বরকে মহিমান্বিত করতে কি প্রকারে মারা যাবেন .

কে এই পুস্তকটি লিখেছিলেন ও তিনি কি সাক্ষ্য বহন করেন?

সেই শিষ্যটি এমনটি করেছিলেন লিখেছিলেন যাকে প্রভু যীশু ভালোবাসতেন আর তিনি সাক্ষ্য বহন করেন যে এই পুস্তকে লিখিত সকল কিছু সত্য .

পিতরের প্রশ্নে “হে প্রভু, এই পুরুষটি কি করবে” প্রভু যীশু কি প্রতিউত্তর দিয়েছিলেন?

প্রভু যীশু পিতরকে বলেছিলেন, “আমার অনুসরণ কর৷”.