পৌল কিভাবে প্রভু খ্রীষ্ট যীশুর একজন প্রেরিত হয়েছিলেন?
পৌল ঈশ্বরের ইচ্ছায় প্রভু খ্রীষ্ট যীশুর একজন প্রেরিত হয়েছিলেন.
কাদেরকে পৌল এই পত্রটি লিখেছিলেন?
পৌল ঈশ্বরের জন্য আলাদা করা লোকেদের আর কলসীয়ের বিশ্বস্ত ভাইদের প্রতি পত্রটি লিখেছিলেন.
কোথা থেকে কলসীয়রা তাদের প্রত্যাশার দৃঢ়তার বিষয়ে শুনেছিল যা এখন তাদের কাছে রয়েছে?
কলসীয়রা তাদের প্রত্যাশার দৃঢ়তার বিষয়ে সত্যের বাক্যে শুনেছিল যা হল সুসমাচার.
সুসমাচার জগতে কি করে চলেছে সে বিষয়ে পৌল কি বলেন?
পৌল বলেন সুসমাচার জগতে ফলবান হচ্ছে ও বৃদ্ধি পাচ্ছে .
কে কলসীয়দের কাছে সুসমাচার প্রস্তুত করেছিলেন?
প্রভু খ্রীষ্টের বিশ্বস্ত দাস ইপাফ্রা কলসীয়দের কাছে সুসমাচার উপস্থাপন করেছিলেন.
কিসের দ্বারা যেন কলসীয়রা পরিপূর্ণ হয় সে বিষয়ে পৌল কি প্রার্থনা করেন?
পৌল প্রার্থনা করেন যেন কলসীয়রা ঈশ্বরের ইচ্ছার তত্ত্বজ্ঞানে সকল প্রকার জ্ঞানে ও আত্মিক বুদ্ধিতে পরিপূর্ণ হয়.
কলসীয়রা কিভাবে জীবনযাপন করবে সে বিষয়ে পৌল কিরূপ প্রার্থনা করেন?
পৌল প্রার্থনা করেন যেন কলসীয়রা প্রভুর যোগ্যরূপে আচরণ করে, সৎকর্মে ফলবন্ত হয় আর ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বৃদ্ধি পায়.
যারা ঈশ্বরের জন্য পৃথক হয়েছে তারা কিভাবে উপযুক্ত হয়েছে?
যারা ঈশ্বরের জন্য পৃথক হয়েছে তারা জ্যোতিতে উত্তরাধিকারের অংশীদার হয়ে উপযুক্ত হয়েছে.
পিতা তাদের কি থেকে উদ্ধার করে তার নিজের জন্য পৃথক করেছেন?
তিনি তাদের অন্ধকারের কর্ত্তৃত্ব থেকে উদ্ধার করেছেন ও তার পুত্রের রাজ্যে এনেছেন.
প্রভু খ্রীষ্টে আমরা ত্রাণ পেয়েছি আর সেটি কি?
প্রভু খ্রীষ্টে আমরা ত্রাণ পেয়েছি আর সেটি হল পাপসমূহের ক্ষমা.
পুত্র কার প্রতিমূর্তি?
পুত্র হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি.
প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা ও তার জন্যে কি সৃষ্টি করা হয়েছিল?
সকল কিছু প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা ও তার জন্যে সৃষ্টি করা হয়েছিল.
ঈশ্বর সকল কিছু কিভাবে তার মধ্যে সন্মিলিত করেছিলেন?
ঈশ্বর সকল কিছুকে তার মধ্যে সন্মিলিত করেছিলেন যখন তিনি তার পুত্রের রক্তে সন্ধি করেছিলেন .
সুসমাচারে বিশ্বাস করার পূর্বে ঈশ্বরের সাথে কলসীয়দের কোন সম্পর্কটি ছিল?
সুসমাচারে বিশ্বাস করার পূর্বে কলসীয়রা ঈশ্বরের কাছে অপরিচিত ছিল আর তার শত্রু ছিল.
কলসীয়দের কি করা বহাল রাখতেই হবে?
কলসীয়দের বিশ্বাসে বদ্ধমূল থাকতে হবে ও সুসমাচারে দৃঢ় থাকতে হবে.
কাদের নিমিত্তে পৌল দুঃখভোগ করছেন আর এর প্রতি তার কিরূপ প্রবৃত্তি রয়েছে?
পৌল চার্চের নিমিত্তে দুঃখভোগ করছেন আর তিনি এর জন্য আনন্দ করেন.
যুগ যুগ ধরে কোন রহস্যটি গুপ্ত ছিল যা এখন প্রকাশিত হচ্ছে?
যুগ যুগ ধরে যে রহস্যটি গুপ্ত ছিল যা এখন প্রকাশিত হচ্ছে তা হল তোমরা প্রভু খ্রীষ্টে ঈশ্বরের গৌরব.
পৌলের সতর্কীকরণ ও শিক্ষার উদ্দেশ্যটি কি?
পৌলের উদ্দেশ্যটি হল প্রত্যেককে প্রভু খ্রীষ্টের কাছে সিদ্ধরূপে প্রস্তুত করা.
ঈশ্বরের রহস্যটি কি?
ঈশ্বরের রহস্যটি হল প্রভু খ্রীষ্ট.
প্রভু খ্রীষ্টে কি লুকিয়ে রয়েছে?
জ্ঞান ও বুদ্ধির সকল গুপ্তধন প্রভু খ্রীষ্টে লুকিয়ে রয়েছে.
কলসীয়দের সাথে কি ঘটতে পারে সে বিষয়ে পৌলের চিন্তাটি কি?
পৌলের চিন্তাটি হল যে কলসীয়রা প্ররোচিত বাক্যে বিভ্রান্ত হয়ে যেতে পারে.
যেহেতু কলসীয়রা এখন প্রভু যীশু খ্রীষ্টকে গ্রহণ করেছে তাই পৌল তাদের কি করার জন্য আহ্বান করেন?
পৌল কলসীয়দের প্রভু খ্রীষ্ট যীশুতে ঠিক সেই ভাবে চলতে আহ্বান করেন যেমনভাবে তারা তাকে গ্রহণ করেছিল .
অনর্থক প্রতারণাগুলো কিসের অনুরূপ সে বিষয়ে পৌল কি বলেন?
অনর্থক প্রতারণাগুলো মনুষ্যদের পরম্পরার ও জগতের পাপময় মিথ্যে রীতিগুলোর অনুরূপ.
প্রভু খ্রীষ্টে কি রয়েছে?
প্রভু খ্রীষ্টে ঈশ্বরের সম্পূর্ণ চরিত্র রয়েছে.
সকল আধিপত্য ও কর্তৃত্বের প্রধান কে?
প্রভু খ্রীষ্ট হলেন সকল আধিপত্য ও কর্তৃত্বের প্রধান.
প্রভু খ্রীষ্টের ছিন্নত্বকের মাধ্যমে কি সরানো হয়েছে?
প্রভু খ্রীষ্টের ছিন্নত্বকের মাধ্যমে মাংসের পাপময় দেহটিকে সরানো হয়েছে.
বাপ্তিস্মতে কি ঘটে?
বাপ্তিস্মতে একজন ব্যক্তি প্রভু খ্রীষ্টে কবর প্রাপ্ত হয় .
প্রভু খ্রীষ্ট জীবিত করার পূর্বে একজন ব্যক্তির পরিস্থিতি কেমন থাকে?
প্রভু খ্রীষ্ট জীবিত করার পূর্বে একজন ব্যক্তি তার পাপে মৃত থাকে.
প্রভু খ্রীষ্ট আমাদের বিরুদ্ধে লিখিত ঋণের সাথে কি করেছিলেন?
প্রভু খ্রীষ্ট ঋণের লিখিত বিবরণটি মুছে ফেলেছিলেন আর তা ক্রুশে প্রেক দ্বারা শেষ করেছেন.
আধিপত্য ও কর্তৃত্ব সকলের সাথে প্রভু খ্রীষ্ট কি করেছিলেন?
প্রভু খ্রীষ্ট আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করে দিয়েছিলেন, সেগুলোকে সবার সামনে লজ্জিত করেছিলেন আর সেগুলোর উপর বিজয় যাত্রা করেছিলেন.
কোন বিষয়ে পৌল বলেছিলেন যে এগুলো আগামীতে আগত বিষয়গুলোর ছায়ামাত্র?
পৌল বলেন যে খাদ্য, পানীয়, উৎসবের দিনগুলো আর বিশ্রামবারগুলো হল আগামীতে আগত বিষয়গুলোর ছায়ামাত্র .
কোন বাস্তবের বিষয়ে ছায়াগুলো ইঙ্গিত করে?
ছায়াগুলো প্রভু খ্রীষ্টের বাস্তবের দিকে ইঙ্গিত করে.
কিভাবে সম্পূর্ণ দেহকে পোষিত ও সংযুক্ত করা হয়?
প্রভু খ্রীষ্ট, যিনি প্রধান তার দ্বারা সম্পূর্ণ দেহকে পোষিত ও সংযুক্ত করা হয়.
কোন ধরনের আদেশগুলোর বিষয়ে পৌল বলেন যেগুলো জাগতিক বিশ্বাসের একটি অংশ?
না ধরার, স্বাদ না নেওয়ার আর স্পর্শ না করার আদেশগুলো হল জাগতিক বিশ্বাসের একটি অংশ.
কার বিরুদ্ধে মানুষের তৈরী ধর্মের নিয়মগুলোর কোনো মূল্য নেই?
মাংসের পোষকতার বিরুদ্ধে মানুষের তৈরী ধর্মের নিয়মগুলোর কোনো মূল্য নেই.
প্রভু খ্রীষ্ট কোথায় উঠেছিলেন?
প্রভু খ্রীষ্ট উঠে গিয়ে ঈশ্বরের ডানদিকে বসেছিলেন .
বিশ্বাসীদের কি অম্বেষণ করা উচিত ও তাদের কি খোঁজা উচিত নয়?
বিশ্বাসীদের ঊর্ধ্বের বিষয়গুলোর অম্বেষণ করা উচিত ও তাদের পার্থিব বিষয়গুলোকে খোঁজা উচিত নয়.
ঈশ্বর বিশ্বাসীদের জীবন কোথায় রেখেছেন?
ঈশ্বর প্রভু খ্রীষ্টে বিশ্বাসীদের জীবনটিকে লুকিয়ে রেখেছেন.
বিশ্বাসীদের সাথে কি হবে যখন প্রভু খ্রীষ্ট প্রকাশিত হবেন?
যখন প্রভু খ্রীষ্ট প্রকাশিত হবেন তখন বিশ্বাসীরাও তার সাথে গৌরবে প্রকাশিত হবেন.
বিশ্বাসীদের কি মৃত্যুসাৎ করতে হবে?
বিশ্বাসীদের জগতের পাপময় বাসনাগুলোকে মৃত্যুসাৎ করতে হবে.
তাদের সাথে কি ঘটবে যারা ঈশ্বরের অবাধ্য?
ঈশ্বরের ক্রোধ তাদের উপর আসবে যারা ঈশ্বরের অবাধ্য.
সেইসব বিষয়গুলো কি কি যেগুলোর বিষয়ে পৌল বিশ্বাসীদের বলেন ত্যাগ করতে যা পুরনো মনুষ্যত্বের অংশ?
বিশ্বাসীদের ক্রোধ, রাগ, দুষ্ট কামনা, অপমান করা, কুৎসিত আলাপ ও মিথ্যাচার ত্যাগ করতেই হবে.
বিশ্বাসীদের নতুন মনুষ্যত্বটি কার স্বরূপে সৃষ্টি করা হয়েছে?
বিশ্বাসীদের নতুন মনুষ্যত্বটি প্রভু খ্রীষ্টের স্বরূপে সৃষ্টি করা হয়েছে.
সেইসব বিষয়গুলো কি কি যেগুলোর বিষয়ে পৌল বিশ্বাসীদের বলেন পরিধান করতে যা নতুন মনুষ্যত্বের অংশ?
বিশ্বাসীদের করুনার হৃদয়, দয়া, নম্রতা, মৃদুতা ও সহিষ্ণুতা পরিধান করতেই হবে .
বিশ্বাসীদের কিভাবে অন্যদের ক্ষমা করতে হবে?
বিশ্বাসীদের একই ভাবে অন্যদের ক্ষমা করতে হবে যেভাবে প্রভু তাকে ক্ষমা করেছেন.
বিশ্বাসীদের মধ্যে সিদ্ধির যোগবন্ধনটি কি?
প্রেম হল সিদ্ধির যোগবন্ধন.
বিশ্বাসীদের হৃদয়ে কিসের কর্তৃত্ব হওয়া উচিত?
বিশ্বাসীদের হৃদয়ে প্রভু খ্রীষ্টের শান্তির কর্তৃত্ব হওয়া উচিত.
বিশ্বাসীকে তার প্রবৃত্তি, গান, বাক্য ও কর্মের মাধ্যমে ঈশ্বরকে কি দেওয়া উচিত?
বিশ্বাসীকে তার প্রবৃত্তি, গান, বাক্য ও কর্মের মাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত.
বিশ্বাসীদের জীবনে কি পরিপূর্ণভাবে থাকা উচিত?
প্রভু খ্রীষ্টের বাক্য বিশ্বাসীদের জীবনে পরিপূর্ণভাবে থাকা উচিত.
একজন স্ত্রীকে তার স্বামীর প্রতি কিরূপ প্রতিউত্তর দেওয়া উচিত?
একজন স্ত্রীকে তার স্বামীর বশীভূতা হওয়া উচিত.
একজন স্বামীর তার স্ত্রীর প্রতি ব্যবহার কেমন হওয়া উচিত?
একজন স্বামীর উচিত তার স্ত্রীকে প্রেম করা ও তার প্রতি কটুব্যবহার না করা.
একজন সন্তানের তার পিতামাতার সাথে কিরূপ আচরণ করা উচিত?
একজন সন্তানের সকল বিষয়ে তার মাতাপিতার বাধ্য হওয়া উচিত.
একজন পিতার তার সন্তানদের প্রতি কি করা উচিত নয়?
একজন পিতার তার সন্তানদের ক্রুদ্ধ করা উচিত নয়.
যা কিছুই বিশ্বাসীরা করুক না কেন কার জন্য করছে?
প্রভুর জন্য বিশ্বাসীরা কাজ করছে যা কিছুই তারা করুক না কেন.
যে কোন কাজের দ্বারা প্রভুর সেবা করে তারা কি লাভ করবে?
যারা প্রভুর সেবা করে তারা উত্তরাধিকারীতার প্রতিদান লাভ করবে.
তারা কি প্রাপ্ত করবে যারা অধার্মিকতা করে?
তারা যারা অধার্মিকতা করে তারা তাদের অন্যায়ের প্রতিফল প্রাপ্ত করবে.
পৃথিবীর মালিকদের কি আরো রয়েছে সে বিষয়ে পৌল তাদের কি মনে করিয়ে দেন?
পৌল পৃথিবীর মালিকদের মনে করিয়ে দেন যে তাদের উপরেও একজন স্বর্গীয় মালিক রয়েছেন.
পৌল কি চান যেন কলসীয়রা তা আনুগত্যের সাথে করা বহাল রাখে?
পৌল চান কলসীয়রা যেন আনুগত্যের সাথে প্রার্থনা করা বহাল রাখে.
কেন পৌল চান যেন কলসীয়রা প্রার্থনা করে?
পৌল চান কলসীয়রা প্রার্থনা করে যেন তার কাছে প্রভু খ্রীষ্টের রহস্যের বাক্য বলার জন্য একটি উন্মুক্ত দরজা থাকে .
বহিরাগতদের সাথে আচরণের বিষয়ে পৌল কি নির্দেশ দেন কলসীয়দের?
পৌল তাদের বুদ্ধির সাথে জীবনযাপন করতে আর যারা বহিরাগত তাদের সাথে অনুগ্রহের সাথে কথা বলতে নির্দেশ দেন.
তুখিক ও ওনীষিমকে পৌল কি কার্য দিয়েছিলেন?
পৌল তাদেরকে তার বিষয়ে সকল কিছু কলসীয়দের জানানোর কাজটি দিয়েছিলেন.
বার্ণবার কুটুম্ব মার্কের বিষয়ে পৌল কি নির্দেশ দিয়েছিলেন?
পৌল কলসীয়দের মার্ককে গ্রহণ করতে বলেছিলেন যদি তিনি তাদের কাছে আসেন .
ইপাফ্রা কি বিষয়ে কলসীয়দের জন্য প্রার্থনা করেন?
তিনি প্রার্থনা করেন যেন কলসীয়রা দৃঢ়ভাবে দাঁড়ায় আর ঈশ্বরের সকল পরিকল্পনায় সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারে .
সেই চিকিৎসকটির নাম কি যিনি পৌলের সাথে ছিলেন?
সেই চিকিৎসকটির নাম হল লুক.
লায়দিকেয়ার মন্ডলীটি কোন জায়গায় সন্মিলিত হত?
লায়দিকেয়ার মন্ডলীটি একটি গৃহে সন্মিলিত হত.
অন্য কোন মন্ডলীকে পৌল একটি পত্র লিখেছিলেন?
পৌল একটি পত্র লায়দিকেয়ার মন্ডলীকে লিখেছিলেন.
পৌল কিভাবে দেখিয়েছিলেন যে এই পত্রটি বাস্তবে তার দ্বারা লেখা হয়েছিল?
পৌল তার নামটিকে তার নিজের হাতের লেখায় পত্রের অন্তিমে লিখেছিলেন.