কারা এই পত্রটিকে লিখেছিল?
পৌল ও তীমথিয় এই পত্রটিকে লিখেছিল.
কাদের জন্য এই পত্রটিকে লেখা হয়েছিল?
ঈশ্বরের চার্চের জন্য যা করিন্থে অবস্থিত ছিল আর সকল পবিত্রজনদের জন্য যারা আখায়া অঞ্চলে অবস্থিত ছিল তাদের জন্য এই পত্রটিকে লেখা হয়েছিল.
পৌল কিভাবে ঈশ্বরের বর্ণনা দেন?
পৌল ঈশ্বরকে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা, করুণা-সমষ্টির পিতা ও সকল সান্তনার ঈশ্বর রূপে বর্ণনা দেন .
কেন ঈশ্বর আমাদের ক্লেশে আমাদেরকে সান্ত্বনা প্রদান করেন?
তিনি আমাদের সান্ত্বনা প্রদান করেন যেন আমরা তাদের সেই সান্ত্বনার দ্বারা সান্ত্বনা দিতে সক্ষম হতে পারি যারা ক্লেশে রয়েছে যার মাধ্যমে আমরা ঈশ্বরের দ্বারা সান্ত্বনা প্রাপ্ত হয়েছি.
কোন ক্লেশ পৌল ও তার সঙ্গীদের এশিয়াতে হয়েছিল?
তাদেরকে তাদের শক্তির বাইরে দুঃখ দেওয়া হয়েছিল৷ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল.
কোন কারণে পৌল ও তার সঙ্গীদের উপর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল?
মৃত্যুদণ্ড তাদের দেওয়া হয়েছিল যেন তারা তাদের বিশ্বাস নিজেদের উপর নয় বরং ঈশ্বরের উপর করতে পারে.
কিভাবে করিন্থের চার্চ তাদের সাহায্য করতে পারে সে বিষয়ে পৌল কি বলেছিলেন?
পৌল বলেছিলেন করিন্থের চার্চটি তাদের জন্য প্রার্থনা করার দ্বারা সাহায্য করতে পারে.
কোন বিষয়ে পৌল ও তার সঙ্গীরা গর্বিত ছিল?
তারা তাদের বিবেকের জন্য গর্বিত ছিল, যার দ্বারা তারা পবিত্রতার ও সরলতার সঙ্গে বিশ্বে আচরণ করেছিল আর বিশেষ করে করিন্থের চার্চে আচরণ করেছিল যা ঈশ্বরের তরফ থেকে এসেছিল, তা পার্থিব বিজ্ঞতা থেকে নয় বরং ঈশ্বরের অনুগ্রহ থেকে এসেছিল.
প্রভু যীশুর দিনে যা ঘটবে তার কোন বিষয়টির জন্য পৌল আত্মবিশ্বাসী ছিলেন?
তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে সেই দিনটিতে পৌল ও তার সঙ্গীদের করিন্থের পবিত্রজনদের জন্য গর্ব করার কারণ থাকবে.
পৌল করিন্থের পবিত্রজনদের সাথে দেখা করার জন্য কতবার পরিকল্পনা করেছিলেন?
তিনি তাদের সাথে দেখা করার জন্য দুবার পরিকল্পনা করেছিলেন.
কোন কারণের জন্য প্রভু খ্রীষ্ট আমাদের হৃদয়ে আত্মা দিয়েছিলেন?
তিনি পরবর্তীতে যা দিবেন তার একটি বায়নারূপে আমাদের হৃদয়ে আত্মা দিয়েছিলেন.
কেন পৌল করিন্থে আসেননি?
তিনি তাদের শাস্তি না দিয়ে যেন ছেড়ে দিতে পারেন তাই তিনি তাদের কাছে আসেননি.
পৌল ও তীমথিয় করিন্থের মন্ডলীর সাথে কি করেছিলেন ও কি করেননি সে বিষয়ে পৌল কি বলেছিলেন?
পৌল বলেছিলেন যে তারা তাদের বিশ্বাস কিরূপ হওয়া উচিত তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন না কিন্তু তারা করিন্থের মন্ডলীর আনন্দের জন্য তাদের সাথে কাজ করছিলেন.
কোন পরিস্থিতিগুলোকে পৌল করিন্থের মন্ডলীতে না আসার মাধ্যমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন?
দুঃখজনক পরিস্থিতিগুলোকে পৌল করিন্থের মন্ডলীতে না আসার মাধ্যমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন.
কেন পৌল তার করিন্থের মন্ডলীর প্রতি লেখা পূর্বের পত্রটির মত এই পত্রটিতেও লিখেছিলেন?
তিনি তার করিন্থের মন্ডলীর প্রতি লেখা পূর্বের পত্রটির মত লিখেছিলেন যে তিনি যখন তাদের কাছে আসেন তখন যারা তাকে আনন্দিত করতে পারে তাদের দ্বারা যেন দুঃখিত না হন.
পূর্বে যখন পৌল করিন্থীয়দের লিখেছিলেন তখন তার মনের অবস্থা কেমন ছিল?
তিনি প্রচুর মনোবেদনা ও ক্লেশের মধ্যে ছিলেন.
পৌল কেন এই পত্রটি করিন্থের মন্ডলীটিকে লিখেছিলেন?
তিনি তাদের লিখেছিলেন যেন তারা তাদের প্রতি তার ভালোবাসার গভীরতাটিকে জানতে পারে.
করিন্থের পবিত্রজনদের দ্বারা দণ্ডিত করা লোকেদের এখন কি করা উচিত সে বিষয়ে পৌল কি বলেছিলেন?
পৌল বলেছিলেন যে তাদের সেই ব্যক্তিদের ক্ষমা করা ও সান্ত্বনা দেওয়া উচিত.
পৌল কেন করিন্থের পবিত্রজনদের বলেছিলেন যে তাদের সেই ব্যক্তিদের ক্ষমা করা ও সান্ত্বনা দেওয়া উচিত?
এটি এই জন্য যেন তাদের দ্বারা দণ্ডিত ব্যক্তিটি যেন অত্যন্ত দুঃখে জর্জরিত না হয়ে পড়ে.
অন্য আর একটি কারণ কি ছিল যার জন্য পৌল করিন্থের মন্ডলীটিকে পত্র লিখেছিলেন?
পৌল তাদের যাচাই করার জন্য ও দেখার জন্য যে তারা সকল কিছুতে আজ্ঞাবহ কিনা, এই পত্রটি তাদের লিখেছিলেন.
করিন্থের মন্ডলীর জন্য জানাটা এতটা গুরুত্বপূর্ণ কেন ছিল যে তারা যাকে ক্ষমা করেছে তারা পৌলের দ্বারা ও প্রভু খ্রীষ্টের উপস্থিতিতেও ক্ষমা পেয়েছে?
এটি এই জন্য যেন শয়তান তাদের প্রবঞ্চিত না করে.
কেন পৌলের মনে শান্তি ছিল না যখন তিনি ত্রোয়া নগরে গিয়েছিলেন?
তার মনে শান্তি ছিল না কারণ তিনি ত্রোয়াতে তার ভাই তীতকে খুঁজে পাচ্ছিলেন না.
ঈশ্বর পৌল ও তার সঙ্গীদের মাধ্যমে কি করেছিলেন?
পৌল ও তার সঙ্গীদের মাধ্যমে ঈশ্বর প্রভু খ্রীষ্টের জ্ঞানের সুগন্ধ সকল জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন.
পৌল কিভাবে বলেছিলেন যে তিনি ও তার সঙ্গীরা সেই লোকেদের থেকে ভিন্ন যারা ঈশ্বরের বাক্য লাভের জন্য বিক্রয় করেছে?
পৌল ও তার সঙ্গীরা সেই লোকেদের থেকে ভিন্ন ছিল কারণ তারা খ্রীষ্টে উদ্দেশ্যের শুদ্ধতায় বলেছিল, যা ঈশ্বরের তরফ থেকে ও ঈশ্বরের দৃষ্টিতে ছিল.
পৌল ও তার সঙ্গীদের কাছে কোন সুপারিশের পত্র ছিল?
করিন্থের পবিত্রজনরাই তাদের সুপারিশের পত্র ছিল, যা সকল লোকেরা জানত ও পাঠ করত.
কোন দৃঢ় বিশ্বাসটি পৌল ও তার সঙ্গীদের ঈশ্বরে খ্রীষ্টের মাধ্যমে হয়েছিল?
তাদের দৃঢ় বিশ্বাসটি তাদের নিজেদের যোগ্যতার উপর নয় কিন্তু পর্যাপ্ততার উপরে ছিল যা ঈশ্বর তাদের প্রদান করেছিলেন.
নতুন নিয়মের ভিত্তিটি কি ছিল যার দ্বারা ঈশ্বর পৌল ও তার সঙ্গীদের পরিচারক হওয়ার জন্য যোগ্য করেছিলেন?
নতুন নিয়মটি আত্মার উপর ভিত্তি করে ছিল যা জীবন দেয়, অক্ষর নয় যা হত্যা করে.
কেন ইস্রায়েলের লোকেরা মোশীর দিকে সরাসরি তাকাতে পারেনি?
তারা তার চেহারার তেজটির জন্য তার দিকে সরাসরি তাকাতে পারেনি, সেটি এমন তেজ ছিল যা ম্লান হয়ে যাচ্ছিল.
কার আরো বেশি তেজ হবে; মৃত্যু ও দোষারোপের সেবার যা বিলীন হয়ে যাচ্ছে বা আত্মা ও ধার্মিকতার সেবার যা চিরস্থায়ী?
আত্মার সেবাটি আরো বেশি তেজময় হবে৷ ধার্মিকতার সেবাটি আরো বেশি তেজময় হবে৷ যা চিরস্থায়ী সেটি আরো বেশি তেজময় হবে৷.
কিভাবে ইস্রায়েলীয়দের মন উন্মুক্ত করা যাবে ও তাদের হৃদয় থেকে আবরণ সরানো যাবে?
কেবলমাত্র তখনই ইস্রায়েলীয়দের মন উন্মুক্ত করা যাবে ও তাদের হৃদয় থেকে আবরণ সরানো যাবে যখন তারা প্রভু খ্রীষ্টের কাছে ফিরবে.
কোন সমস্যাটি আজও ইস্রায়েলের লোকেদের জন্য রয়েছে যখনই মোশীর পুরনো নিয়ম পাঠ করা হয়?
তাদের সমস্যাটি হল যে তাদের মন বন্ধ রয়েছে ও তাদের হৃদয়ে আবরণ রয়েছে.
প্রভুর আত্মায় কি বর্তমান রয়েছে?
যেখানে প্রভুর আত্মা থাকে সেখানে স্বাধীনতা রয়েছে.
তারা যারা প্রভুর মহিমা দেখছে তারা কিসে পরিবর্তন হচ্ছে?
তারা সেই একই মহিমা থেকে উজ্জ্বলতর মহিমাতে পরিবর্তন হচ্ছে.
কেন পৌল ও তার সঙ্গীরা নিরুৎসাহিত হয়নি?
তাদের সেবাকাজটির জন্য ও তারা দয়া প্রাপ্ত করেছিল তাই তারা নিরুৎসাহিত হয়নি .
কোন পথগুলোকে পৌল ও তার সঙ্গীরা ত্যাগ করে দিয়েছিল?
তারা সেই পথগুলোকে ত্যাগ করেছিল যেগুলো লজ্জাজনক ও গোপন ছিল৷ তারা শঠতার দ্বারা বাঁচেননি ও ঈশ্বরের বাক্যের অপব্যবহার করেননি .
কিভাবে পৌল ও তার মত সকলে তাদের নিজেদেরকে সকলের সামনে যোগ্য দেখিয়েছিল?
তারা তা সত্যকে প্রস্তুত করার দ্বারা করেছিল.
কাদের কাছে সুসমাচার আবৃত?
এটি তাদের কাছে আবৃত যারা নষ্ট হচ্ছে.
কেন তাদের কাছে সুসমাচার আবৃত যারা নষ্ট হচ্ছে?
এটি আবৃত কারণ এই জগতের দেবদেবী অবিশ্বাসীদের মনকে অন্ধ করেছে যেন তারা সুসমাচারের আলোটিকে দেখতে না পায়.
পৌল ও তার সঙ্গীরা প্রভু যীশুর ও তাদের নিজেদের বিষয়ে কি ঘোষণা করেছিল?
তারা প্রভু খ্রীষ্টকে প্রভু রূপে ও তাদের নিজেদেরকে প্রভু যীশুর উদ্দেশ্যে করিন্থের মন্ডলীর সেবক রূপে ঘোষণা করেছিল.
পৌল ও তার সঙ্গীদের কাছে এই সম্পদটি কেন মাটির পাত্রে ছিল?
তাদের কাছে এই সম্পদটি মাটির পাত্রে ছিল যেন এটি স্পষ্ট হয় যে পরাক্রমের উৎকর্ষটি ঈশ্বরের তরফ থেকে তাদের থেকে নয়.
কেন পৌল ও তার সঙ্গীরা তাদের দেহে প্রভু যীশুর মৃত্যু বহন করেছিল?
তারা তাদের দেহে প্রভু যীশুর মৃত্যু বহন করেছিল যেন প্রভু যীশুর জীবনও তাদের দেহে দেখা যায়.
কাদের উত্থিত করা হবে ও তার কাছে উপস্থিত করা হবে যিনি প্রভু যীশুকে উত্থিত করেছিলেন?
পৌল ও তার সঙ্গীদের ও সাথে সাথে করিন্থের পবিত্রজনদেরও তার কাছে উপস্থিত করা হবে যিনি প্রভু যীশুকে উত্থিত করেছিলেন.
বহু লোকেদের কাছে অনুগ্রহ ছড়ানোর পরিণাম স্বরূপে কি ঘটবে?
যেমন বহু লোকেদের কাছে অনুগ্রহ ছড়িয়েছে, তেমন ভাবেই ঈশ্বরের প্রতি ধন্যবাদও বৃদ্ধি পাবে.
পৌল ও তার সঙ্গীদের কাছে নিরুৎসাহ হওয়ার কেন কারণ ছিল?
তাদের কাছে নিরুৎসাহ হওয়ার কারণ ছিল কেননা তাদের বাইরের মনুষ্যটি ক্ষয় পাচ্ছিল.
পৌল ও তার সঙ্গীরা কেন নিরুৎসাহ হয়নি?
তারা নিরুৎসাহ হয়নি কারণ ভিতর থেকে তারা দিন দিন নতুন হচ্ছিল৷ এছাড়া অল্পকালীন স্বল্প ক্লেশ তাদের অনন্ত মহিমার জন্য প্রস্তুত করছিল যা সকল পরিমাপের বাইরে৷ অন্তিমে, তারা অদৃশ্য অনন্ত বিষয়গুলোকে লক্ষ্য করছিল.
আমাদের পার্থিব নিবাস স্থান ভেঙ্গে যাওয়া সত্বেও আমাদের কাছে কি থাকবে সে বিষয়ে পৌল কি বলেছিলেন?
পৌল বলেছিলেন যে আমাদের ঈশ্বরের তরফ থেকে একটি অট্টালিকা রয়েছে, একটি ভবন যা মানুষের দ্বারা নির্মিত নয়, কিন্তু যা হল একটি স্বর্গস্থিত অনন্ত গৃহ.
পৌল কেন বলেছিলেন যে আমরা এই তাম্বুতে থাকাকালীন আর্তনাদ করি?
পৌল এমনটি বলেছিলেন কারণ এই তাম্বুতে থাকাকালীন, আমরা ভারগ্রস্ত আর বস্ত্র পরিধান করতে চাই, যেন যা মরণশীল তা জীবনের দ্বারা শেষ করা যেতে পারে.
ঈশ্বর আমাদের যা আগামীতে আসতে চলেছে তার একটি বায়না স্বরূপ কি দিয়েছেন?
ঈশ্বর আমাদের যা আগামীতে আসতে চলেছে তার একটি বায়না স্বরূপ আত্মা দিয়েছেন.
পৌল কি দেহে থাকতে চান, বা প্রভুর সাথে গৃহে থাকতে চান?
পৌল বলেছিলেন, “আমরা বরং দেহ থেকে দূরে থাকতে চাই আর প্রভুর সাথে গৃহে থাকতে চাই.
পৌলের লক্ষ্যটি কি ছিল?
পৌল প্রভুকে সন্তুষ্ট করাকে নিজের লক্ষ্য বানিয়েছিলেন.
পৌল প্রভুকে সন্তুষ্ট করার লক্ষ্যটিকে কেন বানিয়েছিলেন?
পৌল এটিকে নিজের লক্ষ্য বানিয়েছিলেন কারণ আমাদের সকলকে, দেহে করা বিষয়গুলোর পাওনা প্রাপ্ত করার জন্য তা ভালো হোক কিংবা মন্দ হোক, প্রভু খ্রীষ্টের ন্যায়বিচারের সম্মুখে দাঁড়াতে হবে.
কেন পৌল ও তার সঙ্গীরা লোকেদের বুঝিয়েছিলেন?
তারা লোকেদের বুঝিয়েছিলেন কারণ ঈশ্বরের ভয় কি তারা তা জানতেন না.
পৌল বলেছিলেন যে তারা পুনরায় নিজেদেরকে করিন্থের পবিত্রজনদের কাছে সুপারিশ করছে না৷ তবে তারা কি করছিল?
তারা করিন্থের পবিত্রজনদের তাদের বিষয়ে তাদেরকে গর্ব করার একটি কারণ দিচ্ছিল, যেন করিন্থের পবিত্রজনরা তাদের উত্তর দিতে পারে যারা হৃদয়ে নয় বরং সাক্ষাতে দম্ভ করে.
যেহেতু খ্রীষ্ট সকলের জন্য প্রাণ দিয়েছিলেন, তাই যারা জীবিত তাদের কি করা উচিত?
তাদের নিজেদের জন্য আর বাঁচা উচিত নয়, কিন্তু তার জন্য বাঁচা উচিত যিনি প্রাণ দিয়েছিলেন ও উত্থিত হয়েছিলেন.
কেন পৌল বলেছিলেন যে আমাদের মনুষ্যের মানদণ্ডে আর কারো বিচার করা উচিত নয়?
এর কারণ হল প্রভু খ্রীষ্ট সকলের জন্য প্রাণ দিয়েছিলেন এবং আমরা আর আমাদের নিজেদের উদ্দেশ্যে বাঁচি না কিন্তু প্রভু খ্রীষ্টের জন্য বাঁচি.
কি হয় তার সাথে যে প্রভু খ্রীষ্টে রয়েছে ?
সে হল একটি নতুন সৃষ্টি৷ পুরনো সকল কিছু অতীত হয়ে গিয়েছে; সকলই নতুন হয়েছে .
যখন ঈশ্বর প্রভু খ্রীষ্টের মাধ্যমে লোকেদের সাথে তার নিজের পুনর্মিলন করেছেন তখন ঈশ্বর তাদের জন্য কি করেন?
ঈশ্বর তখন তাদের পাপ গণনা করেন না আর তিনি তাদের পুনর্মিলনের বার্তাটিকে সমর্পণ করেন.
প্রভু খ্রীষ্টের নিযুক্ত প্রতিনিধিরূপে, করিন্থীয়দের কাছে পৌল ও তার সঙ্গীদের কি অনুরোধ ছিল?
করিন্থীয়দের কাছে তাদের অনুরোধটি ছিল এই যে তারা যেন প্রভু খ্রীষ্টের পক্ষে ঈশ্বরের সাথে পুনর্মিলন করে.
ঈশ্বর প্রভু খ্রীষ্টকে কেন আমাদের পাপের জন্য বলি বানিয়েছিলেন?
ঈশ্বর এমনটি করেছিলেন যেন আমরা ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হতে পারি.
পৌল ও তার সঙ্গীরা করিন্থীয়দের কাছে কি না করতে অনুরোধ করেছিল?
তারা ঈশ্বরের অনুগ্রহকে বৃথা গ্রহণ না করতে করিন্থীয়দের কাছে অনুরোধ করেছিল.
কখন হল প্রসন্নতার সময়? কখন হল উদ্ধারের দিন?
এখন হল প্রসন্নতার সময়৷ এখন হল উদ্ধারের দিন.
কেন পৌল ও তার সঙ্গীরা কারোর সামনে কখনো কোনো ব্যাঘাতকারী পাথর স্থাপন করেনি?
তারা কারো সামনে কোনো ব্যাঘাতকারী পাথর স্থাপন করেনি কারণ তারা চায়নি তাদের সেবাকার্যটি কলঙ্কিত হয়.
পৌল ও তার সঙ্গীদের কার্যগুলো কি প্রমাণিত করেছিল?
তাদের কার্যগুলো প্রমাণিত করেছিল যে তারা ঈশ্বরের সেবক.
পৌল ও তার সঙ্গীরা যা সহ্য করেছিল সেগুলোর কিছু কিছু কি ছিল?
তারা ক্লেশ, বেদনা, সঙ্কট, প্রহার, কারাবাস, বিদ্রোহ, পরিশ্রম, অনিদ্রা ও অনাহার সহ্য করেছিল.
যদিও পৌল ও তার সঙ্গীরা সত্য ছিল, তবুও তাদের কি দোষ দেওয়া হয়েছিল?
তাদের প্রবঞ্চক হওয়ার দোষ দেওয়া হয়েছিল.
করিন্থীয়দের সাথে পৌল কিসের বিনিময় করতে চান?
পৌল বলেছিলেন যে তাদের হৃদয় করিন্থীয়দের প্রতি খোলা রয়েছে আর সরল বিনিময়ে পৌল চেয়েছিলেন যেন করিন্থের পবিত্রজনরাও তাদের হৃদয় পৌল ও তাদের সঙ্গীদের জন্য খোলে.
করিন্থের পবিত্রজনদের একসাথে অবিশ্বাসীদের সাথে একই বাঁধনে না থাকার বিষয়ে পৌল কোন কারণটি দেন?
পৌল নিম্নলিখিত কারণগুলো দেন: ধার্মিকতার সাথে ব্যবস্থাহীনতার কি সংযোগ রয়েছে? আলোর কি অন্ধকারের সাথে সহযোগিতা আছে? প্রভু খ্রীষ্ট কি বাল দেবের সাথে সহমত? একজন বিশ্বাসীর একটি অবিশ্বাসীর সাথে কি কোনো সম্পর্ক রয়েছে? ঈশ্বরের মন্দিরের সাথে কি মূর্তিদের কোনো সমতা হতে পারে? .
প্রভু কি বলেন যে তিনি তাদের জন্য কি করবেন যারা, “তাদের মধ্যে থেকে বেরিয়ে আসবে ও নিজেদের পৃথক করবে আর কোনো অপবিত্র বস্তু স্পর্শ করবে না...”?
প্রভু বলেন তিনি তাদের স্বাগত করবেন৷ তিনি তাদের জন্য পিতা হবেন ও তারা তার পুত্র ও কন্যা হবে.
কিসের থেকে পৌল বলেন যে আমাদের নিজেদেরকে শুদ্ধ করতে হবে?
আমাদের নিজেদেরকে সেই সকল বস্তু থেকে শুদ্ধ করতে হবে যা আমাদের দেহে ও আত্মায় অপবিত্র করে.
পৌল কি চেয়েছিলেন যেন করিন্থের পবিত্রজনরা তার ও তার সঙ্গীদের প্রতি করুক?
পৌল তাদের কাছে চেয়েছিলেন, “আমাদের জন্য স্থান প্রস্তুত কর!”.
করিন্থের পবিত্রজনদের জন্য পৌলের কাছে উৎসাহের কোন কোন বাক্যগুলো ছিল?
পৌল করিন্থের পবিত্রজনদের বলেছিলেন যে তারা তার ও তার সঙ্গীদের হৃদয়ে রয়েছে, একসাথে মরার জন্য ও একসাথে বাঁচার জন্য৷.
কোন সান্ত্বনা ঈশ্বর পৌল ও তার সঙ্গীদের দিয়েছিলেন যখন তারা মাকিদনিয়াতে এসেছিল আর সকল প্রকারে ক্লেশ পেয়েছিল – বাইরে দ্বন্দ্ব ও ভিতরে ভয়?
ঈশ্বর তাদের তীতের আগমনের দ্বারা, করিন্থের পবিত্রজনদের থেকে প্রাপ্ত সান্ত্বনার বার্তা যা তীত পেয়েছিলেন তার দ্বারা এবং করিন্থীয়দের মহৎ স্নেহের, তাদের দুঃখের আর পৌলের প্রতি তাদের গভীর উদ্বেগের দ্বারা সান্ত্বনা দিয়েছিলেন.
পৌলের পুর্ববর্তী পত্রটি করিন্থের পবিত্রজনদের মধ্যে কি উৎপন্ন করেছিল?
করিন্থের পবিত্রজনরা দুঃখিত হয়েছিল, পৌলের পুর্ববর্তী পত্রের প্রতি একটি ঐশ্বরিক দুঃখের প্রতিউত্তর তারা দিয়েছিল.
ঐশ্বরিক দুঃখ করিন্থের পবিত্রজনদের মধ্যে কি উৎপন্ন করেছিল?
ঐশ্বরিক দুঃখ তাদের মধ্যে অনুশোচনা আর প্রমাণিত করার জন্য একটি গভীর দৃঢ়সংকল্পতার উৎপন্ন করেছিল যে তারা নির্দোষ ছিল.
পৌল কেন তার পুর্ববর্তী পত্রটি লিখেছিলেন সে বিষয়ে তিনি কি বলেছিলেন?
পৌল বলেছিলেন যে তিনি লিখেছিলেন যেন পৌল ও তার সঙ্গীদের প্রতি করিন্থের পবিত্রজনদের যত্নটিকে ঈশ্বরের দৃষ্টিতে তাদের প্রকাশিত করা যায় .
তীত কেন আনন্দিত ছিলেন?
তিনি আনন্দিত ছিলেন কারণ করিন্থের সকল পবিত্রজনদের দ্বারা তিনি প্রফুল্লিত হয়েছিলেন .
কেন করিন্থের পবিত্রজনদের প্রতি তীতের স্নেহ আরো বৃদ্ধি পেয়েছিল?
তীতের স্নেহ করিন্থের পবিত্রজনদের প্রতি আরো বৃদ্ধি পেয়েছিল কারণ তিনি করিন্থের সকল পবিত্রজনদের আজ্ঞাকারিতার বিষয়টিকে স্মরণ করেছিলেন যেহেতু তারা তাকে সভয়ে ও সকম্পে গ্রহণ করেছিল.
করিন্থের ভাই ও বোনেরা কি জানুক সে বিষয়ে পৌল কি চেয়েছিলেন?
পৌল চাইতেন যেন তারা ঈশ্বরের অনুগ্রহের বিষয়ে জানতে পারে যা মাকিদনিয়ার চার্চগুলোকে দেওয়া হয়েছিল.
মাকিদনিয়ার চার্চগুলো ক্লেশরূপ মহাপরীক্ষার ও ভীষণ দীনতার সময়ে কি করেছিল?
তাদের স্ব-ইচ্ছায় তারা উদারতার সাথে যতটা তারা পেরেছিল ও এমনকি সাধ্যের বাইরেও পবিত্রজনদের সেবাকার্যে দান করেছিল.
পৌল তীতকে কি করতে অনুরোধ করেছিলেন?
পৌল তীতকে করিন্থের পবিত্রজনদের মধ্যে এই অনুগ্রহের কার্যটি পূর্ণ করতে অনুরোধ করেছিলেন.
কেন পৌল করিন্থের পবিত্রজনদের বলেছিলেন, “নিশ্চিত হও যেন তোমরাও এই অনুগ্রহের কার্যে উপচিয়ে পড়”?
পৌল এটিকে অন্যদের প্ররিশ্রমের সাথে তুলনা করার দ্বারা তাদের প্রেমের যথার্থতা প্রমাণ করার জন্য বলেছিলেন.
পৌল কি বিষয়ে বলেছিলেন যা ছিল একটি ভালো ও গ্রহণযোগ্য বিষয়?
পৌল করিন্থের পবিত্রজনদের সেই কার্যটিকে পূর্ণ করার আগ্রহ উৎপন্ন করাটাকে একটি ভালো ও গ্রহণযোগ্য বিষয় বলেছিলেন.
পৌল কি চাইতেন যে এই কার্যটি সম্পূর্ণ করা হয় যেন অন্যরা স্বস্তিতে থাকতে পারে ও করিন্থের বিশ্বাসীরা ভারগ্রস্ত হতে পারে?
না৷ পৌল বলেছিলেন করিন্থীয়দের প্রাচুর্যের সময়ে তারা যেন অভাব [অন্য পবিত্রজনদের] পূর্ণ করে৷ আরো যেন তাদের প্রাচুর্যের সময়ে তারা যেন করিন্থের পবিত্রজনদের অভাব পূর্ণ করে, আর যেন সেখানে সমভাব থাকে.
ঈশ্বর যখন তীতের হৃদয়ে সেই একই যত্ন করিন্থের পবিত্রজনদের প্রতি দিয়েছিলেন যেমন পৌলের ছিল তখন তিনি কি করেছিলেন?
তীত পৌলের অনুরোধ গ্রহণ করেছিলেন ও তিনি নিজে অত্যন্ত যত্নশীল হওয়াতে তার স্ব-ইচ্ছায় তিনি করিন্থের পবিত্রজনদের নিকটে এসেছিলেন.
উদারতার দান যা তারা সংগ্রহ করছিল সে বিষয়ে কেউ দোষারোপ করার কোনো কারণ খুঁজে পায় তাই পৌল ও অন্যান্য পবিত্রজনরা সেই সম্ভাবনাটিকে এড়াতে কি করেছিল?
পৌল ও অন্যান্য পবিত্রজনরা কেবল তীতকেই পাঠায়নি, কিন্তু অন্য একটি ভাইকে সঙ্গে পাঠিয়েছিল যিনি তার সুসমাচার ঘোষণা করার জন্য সকল চার্চসমূহে প্রশংসনীয় ছিলেন৷ এই ভাইটি ও অন্য পরীক্ষিত ভাইটি দানটিকে সম্পাদন করতে সাহায্যকারীও ছিল.
অন্য চার্চগুলোর তরফ থেকে প্রেরিত ভাইদের বিষয়ে পৌল করিন্থের পবিত্রজনদের কি করতে বলেছিলেন?
পৌল করিন্থের পবিত্রজনদের তাদেরকে তাদের প্রেম দেখাতে বলেছিলেন আর কেন পৌল অন্যান্য চার্চগুলোতে করিন্থের চার্চটির বিষয়ে গর্বিত হয়ে থাকে সেই কারণটিকেও তাদের দেখাতে বলেছিলেন.
কোন বিষয়ে করিন্থের পবিত্রজনদের লেখার প্রয়োজন নেই সে বিষয়ে পৌল কি বলেছিলেন?
পৌল বলেছিলেন যে পবিত্রজনদের সেবাকার্যের বিষয়ে তাদের লেখার প্রয়োজন নেই.
পৌল কেন ভাইদের করিন্থে পাঠিয়েছিলেন?
তিনি ভাইদের পাঠিয়েছিলেন যেন করিন্থের পবিত্রজনদের বিষয়ে করা তার গর্ব বৃথা না হয় আর যেন করিন্থের পবিত্রজনরা প্রস্তুত থাকে যেমন পৌল তাদের থাকতে বলেছিলেন.
পৌল কেন চিন্তা করেছিলেন যে ভাইদের করিন্থের পবিত্রজনদের কাছে যেতে ও করিন্থীয়রা যে দানের প্রতিশ্রুতি করেছিল তার আগাম ব্যবস্থা করতে অনুরোধ করাটা প্রয়োজনীয় ছিল?
পৌল এটিকে প্রয়োজনীয় ভেবেছিলেন যেন পৌল ও তার সঙ্গীদের লজ্জায় না পড়তে হয় যদি কোনক্রমে কোনো মাকিদনিয়ার লোক পৌলের সাথে আসে ও করিন্থীয়দের অপ্রস্তুত দেখে৷ পৌল চাইতেন যেন করিন্থীয়রা তাদের দানের সাথে প্রস্তুত থাকে ও এমনভাবে দেয় যেন স্ব-ইচ্ছায় দিচ্ছে কারো পীড়াপীড়িতে দিচ্ছে না.
পৌল তাদের দানের বিষয়বস্তুটির বিষয়ে কি বলেন?
পৌল তাদের বিষয়বস্তুটির বিষয়ে বলেন: “যে ব্যক্তি কৃপণতার সাথে বপন করে সে অল্প কাটবে আর যে উদারতার সাথে বপন করবে সে প্রাচুর্যতার সাথে কাটবে৷”.
প্রত্যেককে কিভাবে দান করা উচিত?
প্রত্যেককে তেমনভাবে দেওয়া উচিত যেমনটি সে তার মনে পরিকল্পনা করেছে- বাধ্যতার জন্য নয় বা মনোদুঃখে সাথে নয়.
তিনি করিন্থের পবিত্রজনদের জন্য কি করতে চলেছিলেন যিনি বপনকারীদের জন্য বীজ ও আহারের জন্য রুটি প্রদান করেন?
তিনি তাদের বপনের জন্য বীজের যোগান দিতে ও তা বহুসংখ্যক করতে এবং তাদের ধার্মিকতার ফসল বৃদ্ধি করতে চলেছিলেন৷ তারা সকল দিক থেকে সমৃদ্ধ হতে চলেছিল যেন তারা উদার হয়.
করিন্থের পবিত্রজনরা কিভাবে ঈশ্বরকে মহিমান্বিত করেছিল?
তারা তাদের প্রভু খ্রীষ্টের সুসমাচারের অঙ্গীকারের আজ্ঞাকারিতার দ্বারা ঈশ্বরকে মহিমান্বিত করেছিল.
কেন পবিত্রজনরা করিন্থের পবিত্রজনদের জন্য আকাঙ্ক্ষা করেছিল যখন তারা তাদের জন্য প্রার্থনা করেছিল?
তারা তাদের জন্য আকাঙ্ক্ষা করেছিল কারণ করিন্থীয়দের উপর ঈশ্বরের উপচিয়ে পড়া অনুগ্রহ ছিল.
পৌল করিন্থের পবিত্রজনদের কাছে কি ভিক্ষা করেছিলেন?
তিনি তাদের কাছে ভিক্ষা করেছিলেন যেন যখন তিনি তাদের কাছে উপস্থিত হবেন তখন যেন তাকে আত্মবিশ্বাসের সাথে সাহসী হতে না হয়.
কোন ঘটনার বিষয়ে পৌল ভেবেছিলেন যে তাকে আত্মবিশ্বাসের সাথে সাহসী হতে হবে?
পৌল ভেবেছিলেন তাকে আত্মবিশ্বাসের সাথে সাহসী হতে হবে তখন যখন তারা পৌল ও তার সঙ্গীদের মাংসের অনুযায়ী বাঁচার দোষ দিবে.
যখন পৌল ও তার সঙ্গীরা যুদ্ধ করত তখন কোন ধরনের হাতিয়ার তারা ব্যবহার করত না?
পৌল ও তার সঙ্গীরা শারীরিক হাতিয়ার ব্যবহার করত না যখন তারা যুদ্ধ করত.
যে হাতিয়ারগুলো পৌল ব্যবহার করতেন সেগুলোর কি করার ক্ষমতা ছিল?
পৌল যেসব হাতিয়ার ব্যবহার করতেন সেগুলোর দুর্গসকলকে ধ্বংস করার -বিতর্ককে বশে আনার ও ঈশ্বরের বিরুদ্ধে উত্থিত সকল উচ্চ বস্তু বিনাশ করার ক্ষমতা ছিল.
কোন কারণের জন্য প্রভু পৌল ও তার সঙ্গীকে ক্ষমতা দিয়েছিলেন?
প্রভু পৌল ও তার সঙ্গীকে ক্ষমতা দিয়েছিলেন যেন তারা করিন্থের পবিত্রজনদের নির্মাণ করতে পারে আর তাদের নষ্ট না করে.
কিছু কিছু লোকজন পৌল ও তার পত্রগুলোর বিষয়ে কি বলছিল?
কিছু কিছু লোকজনরা বলছিল যে পৌলের পত্রগুলো অত্যন্ত গম্ভীর ও শক্তিশালী কিন্তু শারীরিকভাবে তিনি দুর্বল ছিলেন আর তার বক্তৃতা শোনার জন্য তেমন যোগ্য ছিল না.
পৌল তাদের কি বলেছিলেন যারা ভাবত যে তার পত্রের নির্দেশগুলোর তুলনায় ব্যক্তিত্বে তিনি অন্যরকম ছিলেন?
পৌল বলেছিলেন যে তিনি অনুপস্থিতিতে পত্র দ্বারা বাক্যে যেমন, করিন্থের পবিত্রজনদের কাছে উপস্থিত কালে কার্যেও তেমন.
তারা যারা নিজেদের প্রশংসা করে দেখিয়েছিল যে তাদের কোনো অন্তর্দৃষ্টি নেই তারা কি করেছিল?
তারা দেখিয়েছিল যে তাদের কোনো অন্তর্দৃষ্টি নেই যেহেতু তারা তাদের নিজেদেরকে একে অপরের সাথে মেপে ছিল আর তুলনা করেছিল.
পৌলের গর্বের সীমাটা কি ছিল?
পৌল বলেছিলেন যে তাদের গর্বের সীমাটা ততটা যতটা ঈশ্বর তাদের জন্য নিরূপণ করেছিলেন, আর যা করিন্থীয়দের পর্যন্ত ছিল৷ পৌল বলেছিলেন যে তারা অন্যদের প্ররিশ্রমে গর্ব করবেন না যে কার্য অন্যদের এলাকায় করা হয়েছিল.
সে কে যে পরীক্ষাসিদ্ধ হয়েছে?
সে পরীক্ষাসিদ্ধ যাকে প্রভু প্রশংসা করেন .
করিন্থের পবিত্রজনদের বিষয়ে পৌলের কেন ঈশ্বরীয় অন্তর্জ্বালা ছিল?
তিনি তাদের প্রতি এমনটি ছিলেন কারণ তিনি তাদেরকে একটি স্বামীর সাথে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যেন প্রভু খ্রীষ্টের কাছে বিশুদ্ধ কুমারীর ন্যায় তাদের প্রস্তুত করতে পারেন .
করিন্থের পবিত্রজনদের কোন বিষয়ে পৌল ভীত ছিলেন?
পৌল ভীত ছিলেন যে তাদের চিন্তাধারা হয়ত তাদের প্রভু খ্রীষ্টের বিশুদ্ধ ও যথার্থ ভক্তি থেকে বিপথে নিয়ে যাবে.
করিন্থের পবিত্রজনরা কি সহিষ্ণু করছিল?
তারা কারো আগমন ও অন্য যীশুর প্রচার করাকে, একটি ভিন্ন সুসমাচারকে সহিষ্ণু করেছিল যা পৌল এবং তার সঙ্গীরা প্রচার করেনি.
পৌল করিন্থীয়দের কিভাবে প্রচার করেছিলেন?
পৌল করিন্থীয়দের বিনামূল্যে প্রচার করেছিলেন.
পৌল কিভাবে অন্যান্য চার্চসমূহকে “ডাকাতি” করেছিলেন?
তিনি তাদেরকে তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করার দ্বারা “ডাকাতি” করেছিলেন যেন তিনি করিন্থীয়দের সেবা করতে পারেন.
পৌল তাদেরকে কিভাবে বর্ণনা দিয়েছিলেন যারা পৌল ও তার সঙ্গীদের সমান হতে চেয়েছিল যে বিষয়ে তারা গর্ব করে?
পৌল তাদেরকে শয়তানের চাকর, মিথ্যে প্রেরিত, প্রতারক কার্যকারী, খ্রীষ্টের প্রেরিতদের ন্যায় বেশ ধারণকারীরূপে বর্ণনা দিয়েছিলেন.
শয়তান কিরূপ বেশ ধারণ করে?
শয়তান আলোর একটি স্বর্গদূতের ন্যায় বেশ ধারণ করে.
পৌল কেন করিন্থের পবিত্রজনদের তাদের একটি মুর্খের ন্যায় তাকে গ্রহণ করতে অনুরোধ করেছিলেন?
পৌল তাদের একটি মুর্খের ন্যায় তাকে গ্রহণ করতে অনুরোধ করেছিলেন যেন তিনি অল্প কিছু গর্ব করতে পারেন.
কাদের বিষয়ে পৌল বলেছিলেন যাদের সাথে করিন্থের পবিত্রজনরা সহিষ্ণুতা করেছিল?
পৌল বলেছিলেন তারা মুর্খদের সাথে সহিষ্ণুতা করেছিল, তারা এমন লোকসমূহ ছিল যারা তাদের দাস করেছিল, তাদের মধ্যে বিভাজন করেছিল, যারা তাদের ব্যবহার করেছিল, যারা দর্প করেছিল ও তাদের গালে চড় মেরেছিল.
তাদের প্রতি পৌল তার নিজের বিষয়ে কি গর্ব করেন যারা পৌলের সমান হতে চেয়েছিল যার বিষয়ে তারা গর্ব করত?
পৌল গর্ব করেছিলেন যে তিনি একজন হিব্রু, একজন ইস্রায়েলীয় আর অব্রাহামের একজন বংশোধর ছিলেন ঠিক তাদের মত যারা পৌলের সমান হওয়ার দাবি করত৷ পৌল বলেছিলেন যে তাদের তুলনায় তিনি আরো বেশি প্রভু খ্রীষ্টের সেবক, আরো বেশি কঠিন প্ররিশ্রমীক, আরো বেশি কারাগারে থেকেছেন, পরিমাণের বাইরে প্রহারগ্রস্ত হয়েছিলেন, মৃত্যুমুখে বহুবার পড়েছিলেন .
পৌলের কিছু কিছু নির্দিষ্ট বিপদ কোনগুলো ছিল যা পৌল সহ্য করেছিলেন?
পৌল ইহুদীদের দ্বারা পাঁচবার “ঊনচল্লিশ” আঘাত প্রাপ্ত হয়েছিলেন৷ বেত দিয়ে তাকে তিনবার প্রহার করা হয়েছিল৷ একবার তাকে পাথর মারা হয়েছিল৷ তিনবার তাকে জাহাজডুবি সহ্য করতে হয়েছিল৷ তিনি একরাত ও একদিন খোলা সমুদ্রে কাটিয়েছিলেন৷ তাকে নদীসঙ্কট, দস্যুসঙ্কট, স্বজাতীয় সঙ্কট, পরজাতীয় সঙ্কট সহ্য করতে হয়েছিল৷ তিনি নগরে, নির্জন প্রদেশে, সমুদ্রে আর মিথ্যে ভাইদের কাছ থেকে বিপদে পড়েছিলেন৷ পৌলকে দম্মেশকের রাজ্যপালের দ্বারাও বিপদে পড়তে হয়েছিল.
পৌলের অনুসারে, কি তাকে ভিতরে ভিতরে পুড়িয়েছিল?
একজন অন্যজনকে পাপে পতিত করানোয় পৌল ভিতরে ভিতরে পুড়েছিলেন.
পৌল কোন বিষয়ে গর্বিত হবেন যদি তাকে গর্ব করতেই হয়, সে বিষয়ে তিনি কি বলেছিলেন?
পৌল বলেছিলেন যে তিনি সে বিষয়ে গর্ব করবেন যা তার দুর্বলতাগুলোকে দেখায় .
এখন পৌল কোন বিষয়ে বলেছিলেন যে তিনি গর্ব করবেন?
পৌল বলেছিলেন যে তিনি প্রভুর তরফ থেকে দর্শন ও প্রকাশের বিষয়ে গর্ব করবেন.
চৌদ্দ বছর পূর্বে প্রভু খ্রীষ্টে সেই পুরুষটির কি হয়েছিল?
তাকে তৃতীয় স্বর্গে তোলা হয়েছিল, পরমদেশে নীত হয়েছিল আর রহস্যের কথা শুনেছিল যা কারো বলা বিধিসম্মত নয়.
কেন পৌল বলেছিলেন এ বিষয়ে গর্ব করাটা মুর্খতা হবে না?
পৌল বলেছিলেন তার জন্য গর্ব করাটা মুর্খতা হবে না কারণ সে সত্য বলবে.
পৌলের সাথে কি ঘটেছিল যা তাকে দর্প করতে থামিয়ে রেখেছিল?
পৌলের মাংসে একটি কাঁটা দেওয়া হয়েছিল, তাকে যন্ত্রণা দেওয়ার জন্য যা ছিল শয়তানের একটি দূত যেন পৌলকে থামিয়ে রেখেছিল.
পৌল প্রভুকে তার মাংস থেকে কাঁটাটিকে দূর করার অনুরোধ করার পর প্রভু পৌলকে কি বলেছিলেন?
প্রভু পৌলকে বলেছিলেন, “আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কেননা দুর্বলতায় শক্তি সিদ্ধ হয়.
পৌল কেন বলেছিলেন যে তার দুর্বলতায় গর্ব করাটা গ্রহণযোগ্য?
পৌল বলেছিলেন এমনটি গ্রহণযোগ্য যেন প্রভু খ্রীষ্টের শক্তি তার উপরে হয়.
সকল ধৈর্য্যের সাথে করিন্থীয়দের মধ্যে কি করা হয়েছিল?
অদ্ভুত চিহ্ন আর পরাক্রমশালী কার্য, প্রেরিতদের সত্য চিহ্ন সকল ধৈর্য্যের সাথে তাদের মধ্যে করা হয়েছিল.
পৌল করিন্থীয়দের কেন বলেছিলেন যে তিনি তাদের জন্য একটি বোঝা হবেন না?
পৌল তাদের এমনটি বলেছিলেন তাদের দেখাতে যে তিনি তাদের সম্পত্তি চান না৷ তিনি তাদের চাইতেন.
পৌল করিন্থের পবিত্রজনদের জন্য ভীষণ আনন্দের সাথে কি করবেন সে বিষয় তিনি কি বলেছিলেন?
পৌল বলেছিলেন তিনি ভীষণ আনন্দের সাথে তাদের প্রানের জন্য ব্যয় করবেন ও ব্যয় হবেন.
কোন উদ্দেশ্যের জন্য পৌল এই সকল কিছু করিন্থের পবিত্রজনদের বলেছিলেন?
পৌল এই সকল কিছু করিন্থের পবিত্রজনদের নির্মাণ করার জন্য বলেছিলেন.
পৌলের ভয় কি ছিল যে তিনি পেতে পারেন যখন তিনি করিন্থের পবিত্রজনদের কাছে ফিরে যাবেন?
পৌল ভীত ছিলেন যে তিনি তাদের মধ্যে তর্কবিতর্ক, ঈর্ষা, রাগ, স্বার্থপূর্ণ ইচ্ছা, কান ভাঙানি, দর্প ও গন্ডগোল পাবেন.
ঈশ্বর তার সাথে কি করতে পারেন সে বিষয়ে পৌলের কি ভয় ছিল?
পৌল ভীত ছিল যে ঈশ্বর তাকে করিন্থের পবিত্রজনদের সামনে নম্র করতে পারেন.
কোন কারণে পৌল ভেবেছিলেন যে তিনি বহু করিন্থের পবিত্রজনদের জন্য শোক করবেন যারা পূর্বে পাপ করেছিল?
পৌল ভীত ছিলেন হয়ত তারা অশুদ্ধতার, যৌন অনৈতিকতার আর লালসার অনুশোচনা করতে পারেনি যা তারা পূর্বে অভ্যাস করত.
যখন ২ করিন্থীয় লেখা হয়েছিল তখন পর্যন্ত পৌল কতবার করিন্থে এসেছিলেন?
পৌল তাদের কাছে দুবার এসেছিলেন যখন ২ করিন্থীয় লেখা হয়েছিল.
পৌল করিন্থের পবিত্রজনদের কেন বলেছিলেন যারা পাপ করেছিল আর অন্য সকলকে যে যখন তিনি আসবেন তখন তিনি মমতা করে ছেড়ে দেবেন না?
পৌল তাদের এমনটি বলেছিলেন কারণ করিন্থের পবিত্রজনরা প্রমাণ খুঁজছিল যে প্রভু খ্রীষ্ট পৌলের মাধ্যমে বলেছিলেন কি না.
কিসের বিষয়ে পৌল করিন্থের পবিত্রজনদের তাদের নিজেদের বিষয়ে পরীক্ষা ও যাচাই করে নিতে বলেছিলেন?
পৌল তাদের নিজেদের বিষয়ে পরীক্ষা ও যাচাই করে নিতে বলেছিলেন এটা দেখতে যে তারা বিশ্বাসে রয়েছে কি না.
করিন্থের পবিত্রজনরা পৌল ও তার সঙ্গীদের বিষয়ে কি খুঁজে পাবেন সে বিষয়ে পৌলের কি দৃঢ় প্রত্যাশা ছিল?
পৌল দৃঢ় প্রত্যাশিত ছিলেন যে করিন্থের পবিত্রজনরা খুঁজে পাবে যে তারা স্বীকৃতিহীন নয়.
পৌল ও তার সঙ্গীরা কি করতে সক্ষম নন সে বিষয়ে পৌল কি বলেছিলেন?
পৌল বলেছিলেন যে তারা সত্যের বিরুদ্ধে কিছু করতে সক্ষম নন.
কেন পৌল এইসব করিন্থের পবিত্রজনদের লিখেছিলেন যখন কি তিনি দূরে ছিলেন?
পৌল এমনটি করেছিলেন যেন যখন তিনি তাদের কাছে হবেন তখন তাকে তাদের সাথে কঠিন ব্যবহার না করতে হয়.
করিন্থের পবিত্রজনদের বিষয়ে পৌলকে দেওয়া প্রভুর ক্ষমতাটিকে তিনি কিভাবে ব্যবহার করতে চেয়েছিলেন?
পৌল তার ক্ষমতাটিকে করিন্থের পবিত্রজনদের নির্মাণ করার জন্য ব্যবহার করতে চেয়েছিলেন তাদের ছিঁড়ে ফেলার জন্য নয়.
উপসংহারে, পৌল করিন্থীয়দের সাথে কি করতে চেয়েছিলেন?
পৌল চেয়েছিলেন যেন তারা আনন্দ করে, পুনর্নির্মাণের কার্য করে, একে অপরের সাথে সহমত হয়, শান্তিতে বসবাস করে আর একে অপরকে পবিত্র চুম্বনে সম্ভাষণ করে.
সকল করিন্থের পবিত্রজনদের কাছে কি থাকুক সে বিষয়ে পৌল কি চাইতেন?
পৌল চেয়েছিলেন যেন তাদের সকলের কাছে প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম আর পবিত্র আত্মার সহভাগিতা থাকে.