পৌল কিভাবে প্রভু যীশু খ্রীষ্টের একজন প্রেরিত হয়েছিলেন?
পৌল ঈশ্বরের আদেশের অনুসারে একজন প্রেরিত হয়েছিলেন.
পৌল ও তীমথিয়ের মধ্যে কি সম্পর্ক ছিল?
তীমথিয় বিশ্বাসে পৌলের সত্য পুত্র ছিলেন.
তীমথিয়কে কোথায় থাকতে হয়েছিল?
তীমথিয়কে ইফিষীয়তে থাকতে হয়েছিল.
তীমথিয় কিছু কিছু লোকেদেরকে কি না করতে আদেশ দিয়েছিল?
তাকে আদেশ করতে হয়েছিল তারা যেন একটি ভিন্ন শিক্ষা না দেয়.
পৌলের আদেশের ও শিক্ষার উদ্দেশ্যটি কি ছিল সে বিষয়ে তিনি কি বলেছিলেন?
তার উদ্দেশ্যটি ছিল শুদ্ধ হৃদয় থেকে, একটি সৎ বিবেক থেকে ও আন্তরিক বিশ্বাস থেকে ভালবাসা .
কাদের জন্য ব্যবস্থা তৈরী করা হয়েছিল?
ব্যবস্থাটি হল ব্যবস্থাহীনদের, ভক্তিহীনদের ও পাপী লোকেদের জন্য.
পাপের চারটি উদাহরণ কি কি যা সেই ধরনের লোকেরা করে?
তারা হত্যা করে, ব্যভিচার করে, অপহরণ করে ও মিথ্যে কথা বলে .
কোন ধরনের পাপসমূহ পৌল পূর্বে করেছিলেন?
পৌল একজন ঈশ্বর-নিন্দুক, অত্যাচারী এবং হিংস্র ছিলেন.
প্রভু যীশু খ্রীষ্টের একজন প্রেরিত হওয়ার পরিণামে পৌলের উপর কি উপচে পড়ছে?
আমাদের প্রভুর অনুগ্রহ পৌলের উপর উপচে পড়ছে .
প্রভু খ্রীষ্ট যীশু কাদের মুক্তি দিতে পৃথিবীতে এসেছিলেন?
প্রভু খ্রীষ্ট যীশু পাপীদের মুক্তি দিতে পৃথিবীতে এসেছিলেন.
কেন পৌল বলেন যে তিনি হলেন ঈশ্বরের করুনার একটি উদাহরণ?
পৌল বলেন তিনি হলেন ঈশ্বরের করুনার একটি উদাহরণ কারণ তিনি ছিলেন সবচাইতে খারাপ পাপী তথাপি তিনি প্রথমে ঈশ্বরের করুনা প্রাপ্ত করেছিলেন.
তীমথিয়ের বিষয়ে কি কি বলা হয়েছিল যে বিষয়ে পৌল একমত?
তীমথিয়ের বিষয়ে উল্লেখিত ভাববাণীগুলোর সাথে পৌল একমত, যা ছিল বিশ্বাসে ও শুদ্ধ বিবেকের সাথে করা তীমথিয়ের সৎকর্ম.
পৌল সেই লোকেদের সাথে কি করেছিলেন যারা বিশ্বাস, শুদ্ধ বিবেককে তিরস্কার করত ও তাদের নিজ বিশ্বাসকে নষ্ট করেছিল?
পৌল তাদেরকে শয়তানের হাতে ছেড়ে দিয়েছিলেন যেন তাদের ঈশ্বর নিন্দা না করা শেখানো যেতে পারে .
পৌল কাদের বিষয়ে প্রার্থনা করতে অনুরোধ করেন?
পৌল সকল লোকেদের জন্য, রাজাদের জন্য এবং সকলের বিষয়ে যারা কর্তৃত্বে রয়েছে প্রার্থনা করতে অনুরোধ করেছিলেন .
কি ধরনের জীবন খ্রিস্টানদের যাপন করার অনুমতি আছে সে বিষয়ে পৌল কি ইচ্ছা পোষণ করেন?
পৌল ইচ্ছা করেন যে খ্রিস্টানদের সম্পূর্ণ ভক্তি ও মর্যাদার সাথে একটি শান্তিপূর্ণ ও শান্ত জীবনে বাঁচার অনুমতি আছে.
ঈশ্বর সকল লোকেদের জন্য কি চান?
ঈশ্বর চান যেন সকল মানুষই উদ্ধার পায় আর সত্যের জ্ঞান পর্যন্ত পৌঁছায়.
ঈশ্বর ও মানুষের মধ্যে প্রভু যীশু খ্রীষ্টের অবস্থানটি কি ?
প্রভু যীশু খ্রীষ্ট হলেন ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থতা.
প্রভু যীশু খ্রীষ্ট সকলের জন্য কি করেছিলেন?
প্রভু যীশু খ্রীষ্ট সকলের জন্য মুক্তির মূল্যরূপে নিজেকে প্রদান করেছিলেন.
কাদেরকে প্রেরিত পৌল শিক্ষা দেন?
প্রেরিত পৌল হলেন পরজাতীয়দের শিক্ষক.
পৌল কি চান যা পুরুষেরা করবে ?
পৌল চান যেন পুরুষেরা প্রার্থনা করে ও পবিত্র হাত উঠায় .
পৌল কি চান যা নারীরা করবে ?
পৌল চান যেন নারীরা বিনয়ী ও পরিমিত পরিচ্ছেদ পরিধান করে.
পৌল একজন স্ত্রীকে কি করতে অনুমতি দেন না?
পৌল একজন স্ত্রীকে শিক্ষা দিতে বা পুরুষের উপর কর্তৃত্ব করতে অনুমতি দেন না.
পৌল কি চান যেন নারীরা তা করতে থাকে ?
পৌল চান যেন নারীরা বিশ্বাসে ও প্রেমে বজায় থাকে এবং আত্ম-সংযমের সাথে পবিত্র থাকা বহাল রাখে .
একজন অধ্যক্ষের কাজ কি ধরনের হয় ?
একজন অধ্যক্ষের কাজ হল ভালকাজ করা.
একজন অধ্যক্ষকে কি করতে সক্ষম হতে হবে?
একজন অধ্যক্ষকে শিক্ষা দিতে সক্ষম হতে হবে.
কিভাবে একজন অধ্যক্ষ মদ ও অর্থকে নিয়ন্ত্রণ করতে পারে?
একজন অধ্যক্ষকে মদে আসক্ত বা অর্থের লোভী হওয়া উচিত নয়.
অধ্যক্ষের সন্তানেদেরকে তার প্রতি কিরূপ আচরণ করা উচিত?
অধ্যক্ষের সন্তানদের নিশ্চয়ই তার আজ্ঞাকারী হতে হবে ও তাকে সন্মান দিতে হবে.
কেন এটা গুরুত্বপূর্ণ যে একজন অধ্যক্ষ তার পরিবারকে ভালোভাবে পরিচালনা করে?
এটি গুরুত্বপূর্ণ কারণ যদি তিনি তার পরিবারকে ভালোভাবে পরিচালনা না করতে পারে তবে তিনি মন্ডলীকেও ভালোভাবে পরিচালনা করতে পারবেন না .
যদি অধ্যক্ষটি নতুন শিষ্য হয়ে থাকেন সেক্ষেত্রে কি বিপদ হতে পারে?
বিপদটি হল যে তিনি গর্বিত হবেন ও দোষারোপে পতিত হবেন.
চার্চের বাইরের লোকেদের সামনে একজন অধ্যক্ষের খ্যাতি কেমন হতে হবে?
চার্চের বাইরের লোকেদের সামনে একজন অধ্যক্ষের সুখ্যাতি হতে হবে.
পরিচারকদের কাজ করার আগে তাদের সাথে কি করা উচিত?
তাদের কাজ করার আগে পরিচারকদের পরীক্ষা করে নিতে হবে.
ঈশ্বরপ্রেমী স্ত্রীদের গুণগুলি কি কি?
ঈশ্বরপ্রেমী স্ত্রীরা হলেন সন্মানিত, পরনিন্দুক, মিতাচারিণী ও সকল বিষয়ে বিশ্বস্তা.
ঈশ্বরের গৃহটি কি?
ঈশ্বরের গৃহটি হল মন্ডলী .
প্রভু যীশু মাংসে আবির্ভাব হওয়ার পর, আত্মায় ধার্মিক প্রতিপন্ন হলেন আর স্বর্গদূতদের দর্শন দিলেন তারপর কি হল?
প্রভু যীশুকে সকল জাতিতে প্রচারিত করা হল, জগতে তাকে বিশ্বাস করা হল আর তাকে গৌরবের সাথে স্বর্গে তুলে নেওয়া হল.
আত্মার অনুসারে, কিছু কিছু লোকজন পরবর্তীতে কি করবে?
অনেকে বিশ্বাস ত্যাগ করবে আর ভ্রান্তিজনক আত্মাগুলোর উপর মনোযোগ দেবে.
কোন মিথ্যেগুলো এই মানুষ গুলিকে শিক্ষা দেবে?
তারা বিবাহ করতে আর কিছু কিছু খাদ্য ভোজন করতে বারণ করবে.
যা কিছু আমরা ভোজন করি তা আমাদের ব্যবহারের জন্য কিভাবে শুদ্ধ ও গ্রহণযোগ্য হয়?
যা কিছু আমরা ভোজন করি তা ঈশ্বরের বাক্যের ও প্রার্থনার মাধ্যমে শুদ্ধ ও গ্রহণযোগ্য হয়.
পৌল তীমথিয়কে তার সকল সৎ শিক্ষার সাথে কি করতে উৎসাহিত করেন যা তিনি প্রাপ্ত করেছিলেন?
পৌল তীমথিয়কে এই সকল সৎ শিক্ষাগুলোকে অন্যদের প্রচার করতে ও শিক্ষা দিতে উৎসাহিত করেন.
পৌল তীমথিয়কে কিভাবে নিজেকে প্রশিক্ষিত করতে বলেছিলেন?
পৌল তীমথিয়কে ঈশ্বর-প্রেমে বা ভক্তিতে নিজেকে প্রশিক্ষিত করতে বলেছিলেন.
কেন ঈশ্বর-প্রেমের বা ভক্তির প্রশিক্ষণ শারীরিক প্রশিক্ষণের তুলনায় বেশি লাভজনক?
ঈশ্বর-প্রেমের বা ভক্তির প্রশিক্ষণটি বেশি লাভজনক কারণ এটি বর্তমান জীবনের ও ভবিষ্যৎ জীবনের জন্য প্রতিজ্ঞা বহন করে.
কোন প্রকারে তীমথিয় অন্যদের জন্য একটি উদাহরণ হবেন?
তীমথিয় বাক্যে, ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় একটি উদাহরণ হবেন.
কিরূপে তীমথিয় আত্মিক বর প্রাপ্ত করেছিলেন যা তার কাছে ছিল?
প্রাচীনদের হাত রাখার মাধ্যমে ভাববাণীর দ্বারা তীমথিয়কে বরটি দেওয়া হয়েছিল.
যদি তীমথিয় তার জীবনে ও শিক্ষায় বিশ্বস্ত থাকা বহাল রাখেন তবে কারা উদ্ধার পাবে?
তীমথিয় নিজেকে ও তাদের রক্ষা করবেন যারা তার কথা শোনে .
পৌল তীমথিয়কে চার্চের বৃদ্ধ পুরুষের সাথে কিরূপ আচরণ করতে বলেছিলেন?
পৌল তীমথিয়কে সেই বৃদ্ধ পুরুষটির সাথে তার পিতার ন্যায় ব্যবহার করতে বলেছিলেন.
একজন বিধবার জন্য সন্তান ও নাতি-নাতনীদের কি করা উচিত?
সন্তান ও নাতি-নাতনীদের তাদের পিতামাতার ভালো ব্যবহার করা উচিত ও তার যত্ন নেওয়া উচিত.
যে তার নিজ পরিবারের যত্ন নেয় না সে কি করেছে?
সে বিশ্বাস অস্বীকার করেছে এবং অবিশ্বাসীর থেকেও অধিকতর মন্দ হয়ে গিয়েছে.
একজন বিধবা কিসের জন্য জানা যাবে?
একজন বিধবা তার সৎ কর্মের জন্য জানা যাবে.
যখন কোনো অল্প বয়সী বিধবা সারা জীবন বিধবা থাকার সমর্পণ নেয় তখন তাতে কি বিপদ থাকে?
বিপদ থাকতে পারে যে সে পরে বিবাহ করতে পারে ও নিজ সমর্পণে ব্যর্থ হতে পারে.
অল্প বয়সী মহিলারা কি করুক সে বিষয়ে পৌল কি চান?
পৌল চান যেন অল্প বয়সী বিধবা বিবাহ করে, সন্তান জন্মায় ও তার নিজ গৃহের পরিচর্যা করে.
সেই প্রাচীনদের জন্য কি করা উচিত যারা ভালোভাবে নেতৃত্ব প্রদান করে?
সেই প্রাচীনদেরকে দ্বিগুণ সমাদর করতে হবে .
একজন প্রাচীনের বিরুদ্ধে দোষারোপ করার পূর্বে কি করতে হবে?
একজন প্রাচীনের বিরুদ্ধে দোষারোপ করার পূর্বে দুজন বা তিনজন সাক্ষিদেরকে সাক্ষ্য দিতে হবে.
পৌল তীমথিয়কে কোন প্রকারে এই সকল নিয়মগুলোকে যত্ন পূর্বক পালন করতে বলেন?
পৌল তীমথিয়কে পক্ষপাতিত্বহীন ভাবে এই সকল নিয়মগুলোকে যত্ন পূর্বক পালন করতে বলেন.
কিছু কিছু লোকেদের ক্ষেত্রে তাদের পাপ কতকাল পর্যন্ত অজানা রয়েছে?
কিছু কিছু লোকেদের ক্ষেত্রে তাদের পাপ বিচারের দিন পর্যন্ত অজানা রয়েছে.
দাসদের তাদের মালিকদের প্রতি কিরূপ আচরণ থাকা উচিত সে বিষয়ে পৌল কি বলেছিলেন?
পৌল বলেছিলেন যে দাসদের তাদেরকে মালিকদের সন্মানের যোগ্য রূপে গণ্য করা উচিত.
কোন ধরনের ব্যক্তি নিরাময় বাক্য ও ভক্তিপূর্ণ শিক্ষা অস্বীকার করে?
যে ব্যক্তি নিরাময় বাক্য ও ভক্তিপূর্ণ শিক্ষা অস্বীকার করে সে হল গর্বিত ও কিছুই জানে না .
পৌল কোনটিকে মহালাভ বলেন?
পৌল বলেন যে সন্তুষ্টির সাথে ভক্তি হল মহালাভ.
কেন আমাদের খাদ্যে ও বস্ত্রে সন্তুষ্ট হওয়া উচিত?
আমাদের সন্তুষ্ট থাকা উচিত কারণ আমরা এই জগতে কিছুই নিয়ে আসিনি আর কিছুই নিয়ে যেতে পারব না.
যারা ধনবান হতে অভিলাসী তারা কিসে পতিত হয়?
যারা ধনবান হতে অভিলাসী তারা প্রলোভনে ও ফাঁদে পতিত হয়.
সকল মন্দের মূল কি?
সকল মন্দের মূল হল অর্থের প্রতি আসক্তি.
তাদের সাথে কি হয়েছে যারা অর্থকে প্রেম করেছে?
যারা অর্থকে প্রেম করেছে তারা বিশ্বাস থেকে সরে পড়েছে.
কোন যুদ্ধ পৌল তীমথিয়কে বলেন লড়তেই হবে?
পৌল তীমথিয়কে বলেন বিশ্বাসের উত্তম যুদ্ধ লড়তেই হবে.
কোথায় সেই পরমধন্য ও একমাত্র মহাশক্তি নিবাস করেন?
সেই পরমধন্য ও একমাত্র মহাশক্তি অগম্য দীপ্তিতে নিবাস করেন যা কোনো মানুষ কখনও দেখেনি.
কেন ধনীকে ঈশ্বরে প্রত্যাশা রাখা উচিত তার অনিশ্চিত ধনের উপর নয়?
ধনীকে ঈশ্বরে প্রত্যাশা রাখা উচিত কারণ তিনি সকলকে সকল ধরনের সত্য ধন প্রদান করেন.
যারা সৎ কর্মে ধনী তারা নিজেদের জন্য কি করে?
যারা সৎ কর্মে ধনী তারা নিজেদের জন্য একটি উত্তম ভিত্তিমূলক নিধি সঞ্চিত করে আর প্রকৃত জীবন ধরে রাখে.
অন্তিমে, পৌল তীমথিয়কে কি করতে বলেন সেগুলো দিয়ে যা তাকে দেওয়া হয়েছে?
পৌল তীমথিয়কে সেগুলো যা তাকে দেওয়া হয়েছে তা রক্ষা করতে বলেন.