বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS

কিসের মাধ্যমে ঈশ্বর পৌলের সময়ের পূর্বে সুসমাচারের প্রতিজ্ঞা করেছিলেন?

ঈশ্বর পৌলের সময়ের পূর্বে সুসমাচারের প্রতিজ্ঞা শাস্ত্রবাক্যে তাঁর ভাববাদীদের দ্বারা করেছিলে.

ঈশ্বরের পুত্র মাংসের সম্বন্ধে কার বংশধর ছিলেন?

ঈশ্বরের পুত্র মাংসের সম্বন্ধে দায়ূদের বংশধর ছিলেন.

কোন ঘটনার দ্বারা প্রভু যীশু খ্রীষ্ট ঈশ্বরের পুত্র ঘোষিত হয়েছিলেন?

প্রভু যীশু খ্রীষ্ট মৃতদের মধ্যে থেকে উত্থিত হওয়ার দ্বারা ঈশ্বরের পুত্র ঘোষিত হয়েছিলেন..

কোন কারণের জন্য পৌল খ্রীষ্টের তরফ থেকে অনুগ্রহ ও প্রেরিতত্ব প্রাপ্ত করেছিলেন?

সকল জাতির মধ্যে বিশ্বাসের আজ্ঞাকারিতার জন্য পৌল খ্রীষ্টের তরফ থেকে অনুগ্রহ ও প্রেরিতত্ব প্রাপ্ত করেছিলেন.

কিভাবে ধার্মিকেরা বাঁচবে সে বিষয়ে পৌল কোন শাস্ত্রবাক্যটির উল্লেখ করেন?

পৌল শাস্ত্রবাক্যটি উল্লেখ করেন, “ধার্মিকেরা বিশ্বাসের দ্বারা বাঁচবে”.

রোমের বিশ্বাসীদের বিষয়ে পৌল কিসের জন্য ঈশ্বরের ধন্যবাদ করেন?

পৌল ঈশ্বরের ধন্যবাদ করেন কারণ তাদের বিশ্বাসের ঘোষণা সারা জগতে হয়েছে.

কেন পৌল রোমের বিশ্বাসীদের সাথে দেখা করতে চান?

পৌল রোমের বিশ্বাসীদের সাথে দেখা করতে চান যেন তাদের স্থাপিত করতে কিছু আত্মিক দান দিতে পারেন.

কেন এখন পর্যন্ত পৌল রোমের বিশ্বাসীদের সাথে দেখা করতে অক্ষম হয়েছেন?

পৌল দেখা করতে অক্ষম হয়েছেন কারণ তাকে এখন পর্যন্ত নিবারিত করা হয়েছে.

সুসমাচার কি সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন সুসমাচার হল প্রত্যেকের জন্য যারা বিশ্বাস করে উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বরের শক্তি.

যদিও তাদের কাছে যা ঈশ্বরের বিষয়ে দৃশ্যমান তবুও ভক্তিহীন ও অধার্মিকরা কি করে?

যদিও তাদের কাছে যা ঈশ্বরের বিষয়ে দৃশ্যমান তবুও ভক্তিহীন ও অধার্মিকরা সত্যের প্রতিরোধ করে.

কিভাবে ঈশ্বরের অদৃশ্য বিষয়গুলো স্পষ্টভাবে দৃশ্যমান?

ঈশ্বরের অদৃশ্য বিষয়গুলো সৃষ্টির বস্তুগুলোর মাধ্যমে স্পষ্টভাবে দৃশ্যমান.

ঈশ্বরের কোন গুণগুলো স্পষ্টভাবে দৃশ্যমান?

ঈশ্বরের অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব স্পষ্টভাবে দৃশ্যমান.

যারা ঈশ্বরকে মহিমা দেয়নি ও ধন্যবাদও দেয়নি তাদের চিন্তাশক্তি ও হৃদয়ের কি হয়েছে?

যারা ঈশ্বরকে মহিমা দেয়নি ও ধন্যবাদও দেয়নি তারা তাদের চিন্তাশক্তিতে মুর্খ হয়েছে ও তাদের হৃদয় অন্ধকার হয়েছে .

কোন জঘন্য অনুভূতিতে তাদের নারী ও পুরুষ তাদের অভিলাষায় জ্বলে উঠেছে?

নারীরা অন্য নারীর প্রতি ও পুরুষেরা অন্য পুরুষের প্রতি তাদের অভিলাষায় জ্বলে উঠেছে.

ঈশ্বর জেনে যারা তাকে গ্রহণ না করে তাদের ঈশ্বর কি করেন?

ঈশ্বর তাদের ভ্রষ্ট মতি দেন, সেই সব কাজ করেতে যা ঠিক নয়.

যাদের মতি ভ্রষ্ট তাদের গুণগুলো কি কি?

যাদের ভ্রষ্ট মতি তারা হল ঈর্ষায় পরিপূর্ণ, খুনী, বিবাদী, প্রবঞ্চক আর দুষ্ট অভিপ্রায়ে ভরা.

ভ্রষ্ট মতিপূর্ণ লোকেরা ঈশ্বরের নির্দেশগুলোর বিষয়ে কি বোঝে?

ভ্রষ্ট মতিপূর্ণ লোকেরা ঈশ্বরের নির্দেশগুলোর বিষয়ে বোঝে যে যারা এমন কাজ করে তারা মৃত্যুর যোগ্য.

ভ্রষ্ট মতিপূর্ণ লোকেরা ঈশ্বরের নির্দেশগুলো বোঝা সত্ত্বেও কি করে?

তারা অধার্মিকতার কার্য করে ও তাদের অনুমোদনও করে যারা এমন কার্য করে.

কেন কিছু কিছু লোকেদের তাদের বিচারে তাদের কাছে কোনো অজুহাত নেই?

কিছু কিছু লোকেদের তাদের বিচারে তাদের কাছে কোনো অজুহাত নেই কারণ যার জন্য তারা অন্যদের বিচার করে তারা নিজেরাই সেই কার্য করে.

ঈশ্বর কিভাবে ন্যায়বিচার করেন যখন তিনি তাদের বিচার করবেন যারা অধার্মিকতার অভ্যাস করে?

ঈশ্বর ধার্মিকতার সাথে তাদের ন্যায়বিচার করেন যখন তিনি তাদের বিচার করবেন যারা অধার্মিকতার অভ্যাস করে.

ঈশ্বরের ধৈর্য্য ও মধুরভাবের অর্থটি কি?

ঈশ্বরের ধৈর্য্য ও মধুরভাবের অর্থটি হল একটি ব্যক্তিকে অনুশোচনার দিকে নিয়ে যাওয়া.

যাদের হৃদয় ঈশ্বরের প্রতি কঠিন ও অনুতপ্তহীন তারা নিজেদের জন্য কি সঞ্চয় করে রাখছে?

যাদের হৃদয় ঈশ্বরের প্রতি কঠিন ও অনুতপ্তহীন তারা নিজেদের জন্য ঈশ্বরের ধার্মিক বিচারের দিনের জন্য ঈশ্বরের ক্রোধ সঞ্চয় করে রাখছে.

তারা কি প্রাপ্ত করবে যারা নিয়মিত ভালো কার্য করে?

যারা নিয়মিত ভালো কার্য করে তারা অনন্ত জীবন প্রাপ্ত করবে.

তারা কি প্রাপ্ত করবে যারা অধার্মিকতার আজ্ঞাকারী হয়?

যারা অধার্মিকতার আজ্ঞাকারী হয় তারা ক্রোধ, প্রচণ্ড অগ্নি, সংকট আর ক্লেশ প্রাপ্ত করবে..

ঈশ্বর কিভাবে তার বিচার ইহুদি ও গ্রীকদের মধ্যে নিরপেক্ষ দেখান?

ঈশ্বর কোনো মুখাপেক্ষা করেন না কারণ যে পাপ করে সে ইহুদি হোক কিংবা গ্রীক হোক সে বিনিষ্ট হবে.

ঈশ্বরের সম্মুখে কে ধার্মিক?

ঈশ্বরের সম্মুখে সে ধার্মিক যে ব্যবস্থা পালন করে.

কিভাবে একজন পরজাতীয় দেখায় যে ব্যবস্থার নিয়মগুলো তার হৃদয়ে লেখা আছে?

একজন পরজাতীয় দেখায় যে ব্যবস্থার নিয়মগুলো তার হৃদয়ে লেখা আছে যখন এ ব্যবস্থার বিষয়গুলো পূর্ণ করে.

কোন চ্যালেঞ্জ পৌল সেই ইহুদিদের দেন যারা ব্যবস্থা পালন করে ও অন্যদের শেখায়?

পৌল সেই ইহুদিদের চ্যালেঞ্জ দেন যদি তারা অন্যদের ব্যবস্থার শিক্ষা দেয় তবে তাদের নিজেদেরকেও শিক্ষা দেওয়া উচিত.

কোন পাপসমূহ পৌল উল্লেখ করেন যা ইহুদি শিক্ষকদের বন্ধ করা উচিত?

পৌল চুরি, ব্যভিচার আর মন্দিরের সম্পদ হরণ করার পাপগুলোর উল্লেখ করেছিলেন.

ইহুদিদের ব্যবস্থার শিক্ষকদের জন্য ঈশ্বরের নাম কেন পরজাতীয়দের মধ্যে অপমানিত হয়?

ঈশ্বরের নাম অপমানিত হয় কারণ ইহুদিদের ব্যবস্থার শিক্ষকরা ব্যবস্থাকে ভঙ্গ করে.

কিভাবে পৌল বলেন যে একজন ইহুদির ছিন্নত্বক অছিন্নত্বক হয়ে পরে?

পৌল বলেন যে একজন ইহুদির ছিন্নত্বক অছিন্নত্বক হয়ে পরে যদি সেই ব্যক্তি ব্যবস্থার ভঙ্গকারী হয়.

কিভাবে পৌল বলেন যে একজন পরজাতীয় ব্যক্তির অছিন্নত্বক ছিন্নত্বক গণ্য করা যেতে পারে?

পৌল বলেন যে একজন পরজাতীয় ব্যক্তির অছিন্নত্বক ছিন্নত্বক গণ্য করা যেতে পারে যদি সেই ব্যক্তি ব্যবস্থার নিয়মগুলো পালন করে.

কাকে পৌল সত্য ইহুদি বলেন?

পৌল বলেন যে একজন সত্য ইহুদি হৃদয়ের ছিন্নত্বকের সাথে ভিতর থেকে ইহুদি হয়.

কার কাছ থেকে একজন সত্য ইহুদি প্রসংশা প্রাপ্ত করে?

একজন সত্য ইহুদি ঈশ্বরের কাছ থেকে প্রসংশা প্রাপ্ত করে.

ইহুদি হওয়ার সর্বপ্রথম সুবিধাটি কোনটি?

ইহুদি হওয়ার সর্বপ্রথম সুবিধাটি হল এই যে তাদের ঈশ্বরের প্রকাশের সাথে স্থাপিত করা হয়েছিল.

যদিও সকল মানুষ মিথ্যুক হয় তবুও ঈশ্বরকে কেমন পাওয়া যাবে?

যদিও সকল মানুষ মিথ্যুক হয় তবুও ঈশ্বরকে সত্য পাওয়া যাবে.

যেহেতু ঈশ্বর ধার্মিক, তাই তিনি কি করতে সক্ষম?

যেহেতু ঈশ্বর ধার্মিক, তাই তিনি জগতের বিচার করতে সক্ষম.

তাদের উপর কি এসে পড়ে যারা বলে, “এসো আমরা দুষ্ট কাজ করি যেন ভালো হতে পারে৷”?

তাদের উপর বিচার এসে পড়ে যারা বলে, “এসো আমরা দুষ্ট কাজ করি যেন ভালো হতে পারে”.

সকলের ধার্মিকতার বিষয়ে শাস্ত্রে কি লেখা রয়েছে, যার মধ্যে ইহুদি ও গ্রীক দুপক্ষেই রয়েছে?

এটি লেখা রয়েছে যে ধার্মিক কেউই নেই, একজনও নেই.

লেখা অনুযায়ী, কারা বোঝে ও ঈশ্বরের অনুসন্ধান করে?

লেখা অনুযায়ী, একজনও বোঝে না ও কেউই ঈশ্বরের অনুসন্ধান করে না.

কারা ব্যবস্থার কার্যগুলোর দ্বারা ধার্মিক গণ্য হবে?

কেউই ব্যবস্থার কার্যগুলোর দ্বারা ধার্মিক গণ্য হবে না.

ব্যবস্থার দ্বারা কি আসে?

ব্যবস্থার দ্বারা পাপের জ্ঞান আসে.

কিসের সাক্ষীর দ্বারা এক ধার্মিকতার বিষয়ে ব্যবস্থা ছাড়াই এখন জানানো হয়েছে?

ব্যবস্থা ও ভাববাদীগনের সাক্ষীর দ্বারা এক ধার্মিকতার বিষয়ে ব্যবস্থা ছাড়াই এখন জানানো হয়েছে.

কোন ধার্মিকতা ব্যবস্থা ছাড়াই এখন জানানো হয়েছে?

ব্যবস্থা ছাড়া ধার্মিকতাটি হল প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাসের দ্বারা ঈশ্বরের ধার্মিকতা যা সকলের জন্য রয়েছে যারা বিশ্বাস করে .

ঈশ্বরের সম্মুখে কিভাবে একটি ব্যক্তি ধার্মিক গণ্য হয়?

ঈশ্বরের সম্মুখে একটি ব্যক্তি বিনামূল্যে ধার্মিক গণ্য হয় যা হল প্রভু যীশু খ্রীষ্টে উদ্ধারের মাধ্যমে তার অনুগ্রহের দ্বারা.

কোন উদ্দেশ্যের জন্য ঈশ্বর প্রভু যীশু খ্রীষ্টকে দিয়েছিলেন?

ঈশ্বর প্রভু যীশু খ্রীষ্টকে তাঁর রক্তে বিশ্বাসের মাধ্যমে একটি প্রায়শ্চিত্ত রূপে দিয়েছিলেন.

প্রভু যীশুর মাধ্যমে ঘটা সকল কিছুর দ্বারা ঈশ্বর কি দেখিয়েছিলেন?

ঈশ্বর দেখিয়েছিলেন যে তিনি হলেন, যিনি প্রভু যীশুতে বিশ্বাসের কারণে কাউকেও ধার্মিক করেন.

ধার্মিক-গণনায় ব্যবস্থার কার্য কিরূপ ভূমিকা পালন করে?

একটি ব্যক্তি ব্যবস্থার কার্য ছাড়াই বিশ্বাসের দ্বারা ধার্মিক-গণিত হয় .

ঈশ্বর কিভাবে ছিন্নত্বক ইহুদি আর অছিন্নত্বক পরজাতীয়দের ধার্মিক করেন?

ঈশ্বর দুপক্ষকেই বিশ্বাসের দ্বারা ধার্মিক করেন .

বিশ্বাসের মাধ্যমে আমরা ব্যবস্থাকে কি করব?

বিশ্বাসের মাধ্যমে আমরা ব্যবস্থাকে সংস্থাপিত করব.

আব্রাহামকে গর্ব করার জন্য কি কারণ দেওয়া হত?

আব্রাহামের গর্ব করার জন্য কারণ হত যদি তিনি কার্যের দ্বারা ধার্মিক হতেন .

শাস্ত্রবাক্য কি বলে যে আব্রাহাম কিভাবে ধার্মিক হয়েছিলেন?

শাস্ত্রবাক্য বলে যে আব্রাহাম ঈশ্বরের উপর বিশ্বাস করেছিলেন আর তা তার জন্য ধার্মিকতা গণ্য হয়েছে .

কোন ধরনের লোকেদের ঈশ্বর ধার্মিক গণ্য করেন?

ঈশ্বর ভক্তিহীনকে ধার্মিক গণ্য করেন.

দায়ূদের অনুসারে, কোন মাধ্যমে একটি মানুষ ঈশ্বরের দ্বারা ধন্য?

দায়ূদের অনুসারে, ধন্য সেই ব্যক্তি যার পাপ ক্ষমা করা হয়েছে আর যার পাপ প্রভুর দ্বারা হিসাব করা হয়নি .

আব্রাহামের বিশ্বাস তার ছিন্নত্বক হওয়ার পূর্বে না পরে ধার্মিকতা গণ্য হয়েছিল?

আব্রাহামের বিশ্বাস তার ছিন্নত্বক হওয়ার পূর্বে ধার্মিকতা গণ্য হয়েছিল.

কোন প্রতিজ্ঞা বিশ্বাসের ধার্মিকতার মাধ্যমে আব্রাহামকে ও তার বংশধরদের দেওয়া হয়েছিল?

আব্রাহামকে ও তার বংশধরদের প্রতিজ্ঞা দেওয়া হয়েছিল যে তারা জগতের উত্তরাধিকারী হবে .

কি সত্য হবে যদি আব্রাহামকে দেওয়া প্রতিজ্ঞা ব্যবস্থার মাধ্যমে পূর্ণ হয়?

যদি প্রতিজ্ঞা ব্যবস্থার মাধ্যমে পূর্ণ হয় তাহলে বিশ্বাস অপূর্ণ হবে আর প্রতিজ্ঞা অকার্যকর হবে.

কোন কারণে প্রতিজ্ঞা বিশ্বাসের দ্বারা দেওয়া হয়েছে?

প্রতিজ্ঞা বিশ্বাসের দ্বারা দেওয়া হয়েছে যেন তা অনুগ্রহের দ্বারা হয়, আর যেন নিশ্চিত হয় .

কোন দুটি জিনিস পৌল বলেন যে ঈশ্বর করেন?

পৌল বলেন যে ঈশ্বর মৃতদের জীবন দান করেন ও সেই বিষয়গুলোকে আহ্বান করেন যার অস্তিত্ব নেই .

কোন বাহ্য ঘটনাগুলো আব্রাহামের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞাটিকে বিশ্বাস করা জটিল করে দিয়েছিল যা ছিল বহু জাতির পিতা হওয়া?

যখন ঈশ্বর আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তখন আব্রাহাম একশত বছরের ছিলেন ও সারার গর্ভ মৃত ছিল .

বাহ্য ঘটনাগুলো থাকা সত্ত্বেও আব্রাহাম ঈশ্বরের প্রতিজ্ঞাতির প্রতি কেমন প্রতিউত্তর দিয়েছিলেন?

আব্রাহাম আত্মবিশ্বাসের সাথে ঈশ্বরের উপর ভরসা করেছিলেন আর অবিশ্বাসে সন্দেহ করেননি .

আব্রাহামের বিষয়টি কাদের জন্য লেখা হয়েছিল?

আব্রাহামের বিষয়টি তার ও আমাদের লাভের জন্য লেখা হয়েছিল .

আমরা কি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের জন্য কি করেছেন?

আমরা বিশ্বাস করি ঈশ্বর মৃত্যু থেকে প্রভু যীশুকে উত্থাপিত করেছিলেন, যিনি আমাদের পাপের জন্য সমর্পিত হয়েছিলেন ও আমাদের ধার্মিকতার জন্য উত্থিত হয়েছিলেন .

বিশ্বাসীদের কাছে কি রয়েছে যেহেতু তারা বিশ্বাসে ধার্মিক হয়েছে?

যেহেতু তারা বিশ্বাসে ধার্মিক হয়েছে তাই প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সাথে বিশ্বাসীদের শান্তি রয়েছে .

কোন তিনটি জিনিস যন্ত্রণাভোগ উৎপাদন করে?

যন্ত্রণাভোগ ধৈর্য, পরীক্ষাসিদ্ধতা ও প্রত্যাশাকে উৎপাদন করে.

ঈশ্বর কিভাবে তার ভালোবাসাকে প্রমাণ করেছেন?

ঈশ্বর তার ভালোবাসাকে প্রমাণ করেছেন কারণ যখন আমরা পাপীই ছিলাম তখন খ্রীষ্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন.

খ্রীষ্টের রক্তের দ্বারা ধার্মিক হয়ে বিশ্বাসীরা কিসের থেকে রক্ষা পেয়েছে?

খ্রীষ্টের রক্তের দ্বারা ধার্মিক হয়ে বিশ্বাসীরা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পেয়েছে.

প্রভু যীশুর মাধ্যমে ঈশ্বরের সাথে সম্মিলিত হওয়ার পূর্বে অবিশ্বাসীদের সাথে ঈশ্বরের কোন সম্পর্কটি রয়েছে?

প্রভু যীশুর মাধ্যমে ঈশ্বরের সাথে সম্মিলিত হওয়ার পূর্বে অবিশ্বাসীরা হল ঈশ্বরের শত্রু .

এক ব্যক্তির পাপের জন্য কি ঘটেছিল?

এক ব্যক্তির পাপের জন্য, পাপ জগতে প্রবেশ করেছিল, মৃত্যু পাপের মাধ্যমে প্রবেশ করেছিল আর মৃত্যু সকল লোকেদের মধ্যে ছড়িয়ে পড়েছিল .

কে সেই ব্যক্তি যার মাধ্যমে পাপ জগতে প্রবেশ করেছিল?

আদম ছিলেন সেই ব্যক্তি যার মাধ্যমে পাপ জগতে প্রবেশ করেছিল.

ঈশ্বরের বরদান কিভাবে আদমের পাপের থেকে ভিন্ন?

আদমের পাপের জন্য বহুজন মরেছে, কিন্তু ঈশ্বরের বরদানের দ্বারা বহুজন সমৃদ্ধ হল .

আদমের পাপের পরিণাম কি হয়েছিল আর ঈশ্বরের বরদানের পরিণাম কি হয়েছিল?

আদমের পাপের পরিণামে দোষের বিচার হয়েছিল আর ঈশ্বরের বরদানের পরিণামে ধার্মিকতা হয়েছিল.

আদমের পাপে কি রাজত্ব করেছিল আর ঈশ্বরের বরদানে কি রাজত্ব করছিল?

আদমের পাপে মৃত্যু রাজত্ব করেছিল আর যারা ঈশ্বরের বরদান প্রাপ্ত করে তারা প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা প্রদত্ত জীবনে রাজত্ব করে.

আদমের অনাজ্ঞাকারিতার মাধমে বহুজনকে কি বানানো হয়েছিল, আর খ্রীষ্টের আজ্ঞাকারিতার মাধ্যমে বহুজনকে কি বানানো হবে?

আদমের অনাজ্ঞাকারিতার মাধমে বহুজনকে পাপী বানানো হয়েছিল, আর খ্রীষ্টের আজ্ঞাকারিতার মাধ্যমে বহুজনকে ধার্মিক বানানো হবে.

পাশে কেন ব্যবস্থা উপস্থিত হয়েছিল?

পাশে ব্যবস্থা উপস্থিত হয়েছিল যেন পাপের বাহুল্য হতে পারে.

পাপের থেকে কি বেশি উপচে পড়েছিল?

পাপের থেকে বেশি অনুগ্রহ উপচে পড়েছিল.

বিশ্বাসীদের কি পাপ করা বহাল রাখা উচিত যেন ঈশ্বরের অনুগ্রহ উপচে পড়ে?

এমনটা কোনক্রমেই যেন না হয়.

যারা খ্রীষ্ট যীশুতে বাপ্তাইজিত হয়েছিল সেই লোকেদের কিসে বাপ্তাইজিত হতে হবে?

লোকেরা যারা খ্রীষ্ট যীশুতে বাপ্তাইজিত হয়েছিল তাদের প্রভু খ্রীষ্টের মৃত্যুতে বাপ্তাইজিত হতে হবে.

বিশ্বাসীদের কি করা উচিত যেহেতু খ্রীষ্ট মৃত্যু থেকে উত্থিত হয়েছিল?

বিশ্বাসীদের জীবনের নতুনত্বে চলা উচিত.

কোন দুটি পথে বিশ্বাসীরা বাপ্তিস্মের মাধ্যমে প্রভু খ্রীষ্টের সাথে যুক্ত?

বিশ্বাসীরা প্রভু খ্রীষ্টের মৃত্যুতে ও পুনরুত্থানে তার সাথে যুক্ত.

কি আমাদের জন্য করা হয়েছে যেন আমরা আর পাপের দাস না থাকি?

আমাদের পুরনো মনুষত্বটিকে প্রভু খ্রীষ্টের সাথে ক্রুশে দেওয়া হয়েছে যেন আমরা আর দাস না থাকি .

আমরা কিভাবে জানি যে মৃত্যু প্রভু খ্রীষ্টের উপর আর রাজত্ব করে না?

আমরা জানি যে মৃত্যু প্রভু খ্রীষ্টের উপর আর রাজত্ব করে না যেহেতু খ্রীষ্ট মৃত্যু থেকে উত্থিত হয়েছেন.

কতবার খ্রীষ্ট পাপের জন্য প্রাণ দিয়েছিলেন আর কতজন মানুষের জন্য তিনি মরেছিলেন?

প্রভু খ্রীষ্ট সকলের জন্য পাপে একবারই মরেছিলেন.

একজন বিশ্বাসীকে পাপের বিষয়ে নিজ সম্বন্ধে কি ধারণা করা উচিত?

একজন বিশ্বাসীকে পাপের বিষয়ে নিজ সম্বন্ধে মৃত ধারণা করা উচিত.

কার জন্য একজন বিশ্বাসীকে বাঁচা উচিত?

একজন বিশ্বাসীকে ঈশ্বরের জন্য বাঁচা উচিত.

একজন বিশ্বাসীকে তার দেহের অংশগুলোকে কার কাছে ও কোন উদ্দেশে উপস্থিত করা উচিত?

একজন বিশ্বাসীকে তার দেহের অংশগুলোকে ঈশ্বরের কাছে ধার্মিকতার অস্ত্ররূপে উপস্থিত করা উচিত.

একজন বিশ্বাসী কিসের অধীনে থাকে যা তাকে পাপের উপর রাজত্ব করতে সক্ষম করে?

একজন বিশ্বাসী অনুগ্রহের অধীনে থাকে যা তাকে পাপের উপর রাজত্ব করতে সক্ষম করে.

একজন ব্যক্তির জন্য শেষ পরিণাম কি যে নিজেকে পাপের দাস করে?

একজন ব্যক্তির জন্য যে নিজেকে পাপের দাস করে তার শেষ পরিণামটি হল মৃত্যু .

একজন ব্যক্তির জন্য শেষ পরিণাম কি যে নিজেকে ঈশ্বরের দাস করে?

একজন ব্যক্তির জন্য যে নিজেকে ঈশ্বরের দাস করে তার শেষ পরিণামটি হল ধার্মিকতা.

ঈশ্বরের দাসদের কি উদ্দেশ্যের জন্য তাদের ফল রয়েছে?

ঈশ্বরের দাসদের পবিত্রতার জন্য তাদের ফল রয়েছে.

পাপের বেতন কি?

পাপের বেতন হল মৃত্যু.

ঈশ্বরের অনুগ্রহ দান কি?

ঈশ্বরের অনুগ্রহ দানটি হল অনন্ত জীবন.

কতকাল ব্যবস্থা একটি ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে?

ব্যবস্থা একটি ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে যতকাল সে বেঁচে থাকে.

কতকাল একজন বিবাহিতা মহিলা বিবাহের ব্যবস্থার দ্বারা আবদ্ধ থাকে?

একজন বিবাহিতা মহিলা বিবাহের ব্যবস্থার দ্বারা আবদ্ধ থাকে যতকাল তার স্বামী বেঁচে থাকে.

একটি মহিলা কি করতে পারে একবার যখন সে বিবাহের ব্যবস্থা থেকে মুক্তি পায়?

একবার যখন সে বিবাহের ব্যবস্থা থেকে মুক্তি পায়, তখন সে অন্য পুরুষকে বিবাহ করতে পারে.

বিশ্বাসীদের কিভাবে ব্যবস্থার প্রতি মৃত করা হয়েছে?

বিশ্বাসীদের প্রভু খ্রীষ্টের দেহের মাধ্যমে ব্যবস্থার প্রতি মৃত করা হয়েছে.

ব্যবস্থার প্রতি মৃত হওয়ায়, বিশ্বাসীরা কি করতে সক্ষম?

ব্যবস্থার প্রতি মৃত হওয়ায়, বিশ্বাসীরা খ্রীষ্টের সাথে যুক্ত হতে সক্ষম.

ব্যবস্থা কি করে?

ব্যবস্থা পাপের জ্ঞান প্রদান করে.

ব্যবস্থা কি পাপ না পবিত্র?

ব্যবস্থা হল পবিত্র আর আজ্ঞা পবিত্র, ধার্মিক এবং উত্তম .

ব্যবস্থার আজ্ঞার মাধ্যমে পাপ কি করে?

পাপ, ব্যবস্থার আজ্ঞার মাধ্যমে, একটি ব্যক্তির ভিতরে সব প্রকারের অভিলাষা নিয়ে আসে .

পাপ পৌলকে কি করে সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন যে পাপ, ব্যবস্থার মাধ্যমে, তার মধ্যে মৃত্যু বিষয় নিয়ে আসে .

পৌলকে ব্যবস্থার সাথে কি সহমত করে যে ব্যবস্থা ভালো?

যখন পৌল তা করেন যা তিনি করতে চান না, তখন তিনি ব্যবস্থার সাথে সহমত হন যে ব্যবস্থা ভালো.

যা পৌল করেন কিন্তু যা করতে তিনি চান না তা কে করছে?

পাপ যা পৌলের ভিতরে নিবাস করে সে সেগুলো করছে যা করতে তিনি চান না .

পৌলের মাংসে কি রয়েছে?

পৌলের মাংসে কোনো ভালো জিনিস নেই .

পৌল কোন নীতিটিকে তার মধ্যে কাজ করতে খুঁজে পান?

পৌল তার মধ্যে নীতি খুঁজে পান যে যা তিনি করতে চান তা ভালো, কিন্তু দুষ্টতা তার মধ্যে বাস্তবে উপস্থিত .

পৌল কোন নীতি তার অন্তরে পান আর কোন নীতি তার অঙ্গপ্রত্যঙ্গে পান?

পৌল পান যে তিনি তার আন্তরিক মনুষ্যত্বে ঈশ্বরের ব্যবস্থায় আনন্দিত হন কিন্তু তার অঙ্গপ্রত্যঙ্গে পাপের নীতি তাকে বন্দী বানায় .

কে পৌলকে তার মৃত্যুর দেহ থেকে উদ্ধার দিবেন?

পৌল তার উদ্ধারের জন্য প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের ধন্যবাদ করেন .

কি পৌলকে পাপ ও মৃত্যুর নীতি থেকে মুক্ত করেছে?

প্রভু খ্রীষ্ট যীশুতে জীবনের আত্মার নীতি তাকে পাপ ও মৃত্যুর নীতি থেকে মুক্ত করেছে.

পাপ ও মৃত্যুর নীতি থেকে লোকেদের মুক্ত করতে ব্যবস্থা কেন অক্ষম?

ব্যবস্থা অক্ষম কারণ এটি মাংসের মাধ্যমে দুর্বল ছিল .

যারা আত্মার অনুসারে চলে তারা কিসে ধ্যান দেয়?

যারা আত্মার অনুসারে চলে তারা আত্মার বিষয়গুলোতে ধ্যান দেয়.

যারা ঈশ্বরের অধীনে নয় সেই লোকেদের কিসের অভাব?

যে লোকেরা ঈশ্বরের অধীনে নয় তাদের মধ্যে প্রভু খ্রীষ্টের আত্মার অভাব রয়েছে.

ঈশ্বর কিভাবে বিশ্বাসীদের মরণশীল দেহে জীবন দেন?

ঈশ্বর তার আত্মার মাধ্যমে বিশ্বাসীদের মরণশীল দেহে জীবন দেন যিনি বিশ্বাসীদের মধ্যে বসবাস করেন .

কিভাবে ঈশ্বরের সন্তানগন জীবনে চলবে?

ঈশ্বরের আত্মার দ্বারা ঈশ্বরের সন্তানগন জীবনে চলবে.

কিভাবে একজন বিশ্বাসী ঈশ্বরের পরিবারে সম্মিলিত হয়?

দত্তক নেওয়ার মাধ্যমে একজন বিশ্বাসী ঈশ্বরের পরিবারে সম্মিলিত হয়.

ঈশ্বরের সন্তানরূপে, অন্য কোন কোন সুবিধা বিশ্বাসীরা ঈশ্বরের পরিবারে প্রাপ্ত করে?

ঈশ্বরের সন্তানরূপে, বিশ্বাসীরা হল ঈশ্বরের উত্তরাধিকারী ও প্রভু খ্রীষ্টের সহ-উত্তরাধিকারীও .

কেন বর্তমানের দুঃখভোগের সময়টিকে বিশ্বাসীরা বহন করে?

বর্তমানের দুঃখভোগের সময়টিকে বিশ্বাসীরা বহন করে যেন বিশ্বাসীরা খ্রীষ্টের সাথে মহিমান্বিত হতে পারে যখন ঈশ্বরের সন্তানরা প্রকাশিত হবে .

বর্তমানের সময়ে, সৃষ্টি কি ধরনের দাসত্বের অধীনে রয়েছে?

বর্তমানের সময়ে, সৃষ্টি ক্ষয়ের দাসত্বের অধীনে রয়েছে.

কিসে সৃষ্টিকে উদ্ধার করা হবে?

সৃষ্টিকে ঈশ্বরের সন্তানদের মহিমার স্বাধীনতায় উদ্ধার করা হবে.

কিভাবে বিশ্বাসীদেরকে দেহের উদ্ধারের জন্য অপেক্ষা করতে হবে?

বিশ্বাসীদেরকে আত্মবিশ্বাস ও ধৈর্য্যের সাথে দেহের উদ্ধারের জন্য অপেক্ষা করতে হবে.

পবিত্রজনদের দুর্বলতায় আত্মা স্বয়ং কিভাবে সাহায্য করেন?

ঈশ্বরের ইচ্ছানুসারে আত্মা স্বয়ং পবিত্রজনদের পক্ষে অনুরোধ করেন .

ঈশ্বর কিভাবে সকল কিছুকে একত্রে কার্য করেন তাদের জন্য যারা ঈশ্বরকে প্রেম করে ও যাদেরকে তার উদ্দেশ্যের জন্য আহ্বান করা হয়েছে?

ঈশ্বর ভালোর জন্য সকল কিছুকে একত্রে কার্য করেন তাদের জন্য যারা ঈশ্বরকে প্রেম করে ও যাদেরকে তার উদ্দেশ্যের জন্য আহ্বান করা হয়েছে .

উদ্দেশ্যটি কি যা ঈশ্বর পূর্বে নিরূপণ করেছিলেন তাদের জন্য যাদের তিনি পূর্বে জেনেছিলেন?

ঈশ্বর তার পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হওয়ার জন্য তাদের পূর্বে নিরূপণ করেছিলেন যাদের তিনি পূর্বে জেনেছিলেন.

ঈশ্বর আরো কি করেছিলেন তাদের জন্য যাদের তিনি পূর্বে নিরূপণ করেছিলেন?

যাদের তিনি নিরূপণ করেছিলেন, তাদের ঈশ্বর আহ্বান, ধার্মিক ও মহিমান্বিতও করেছিলেন .

বিশ্বাসীরা কিভাবে জানত যে ঈশ্বর তাদের সকল কিছু থেকে মুক্ত করবেন?

বিশ্বাসীরা জানত যে ঈশ্বর তাদের সকল কিছু থেকে মুক্ত করবেন কারণ ঈশ্বর তার নিজ পুত্রকে সকল বিশ্বাসীদের জন্য দিয়েছিলেন .

প্রভু খ্রীষ্ট যীশু ঈশ্বরের ডানদিকে থেকে কি করছেন?

প্রভু খ্রীষ্ট যীশু ঈশ্বরের ডানদিকে থেকে সকল পবিত্রজনের পক্ষে অনুরোধ করছেন.

সঙ্কট, উৎপীড়ন বা এমনকি মৃত্যুর উপরে বিশ্বাসীরা কিভাবে জয়ীদের থেকেও বেশি?

বিশ্বাসীরা তার মাধ্যমে যিনি তাদের ভালোবেসেছেন জয়ীদের থেকেও বেশি.

পৌল কোন বিষয়ে নিশ্চিত যে কোনো রচিত বস্তু বিশ্বাসীদের কি করতে পারবে না?

পৌল নিশ্চিত যে কোনো রচিত বস্তু বিশ্বাসীদের ঈশ্বরের প্রেম থেকে পৃথক করতে পারবে না.

কেন পৌলের হৃদয়ে দুঃখ ও অবিশ্রান্ত যন্ত্রণা রয়েছে?

মাংস অনুযায়ী তার ভাইদের জন্য পৌলের দুঃখ ও যন্ত্রণা রয়েছে, যারা হল ইস্রায়েলীয় .

ইস্রায়েলীয়দের ইতিহাসে তাদের কাছে কি রয়েছে?

ইস্রায়েলীয়দের কাছে দত্তকপুত্রতা, প্রতাপ, ধর্মনিয়ম সকল, ব্যবস্থা, ঈশ্বরের আরাধনা আর প্রতিজ্ঞাসমুহ রয়েছে .

পৌল কি বলেন যা ইস্রায়েলীয়দের প্রত্যেকের ও আব্রাহামের বংশধরের বিষয়ে সত্য নয়?

পৌল বলেন যে ইস্রায়েলীয়দের প্রত্যেকের বিষয়ে এটি সত্য নয় যে তারা ইস্রায়েলের আর আব্রাহামের সকল বংশধর আসলে তার সন্তান .

কারা ঈশ্বরের সন্তান হিসেবে গণ্য নয়?

মাংসের সন্তানরা ঈশ্বরের সন্তান হিসেবে গণ্য নয়.

কারা ঈশ্বরের সন্তান হিসেবে গণ্য?

প্রতিজ্ঞার সন্তানরা ঈশ্বরের সন্তান হিসেবে গণ্য.

বাচ্চারা জন্মানোর পূর্বেই রিবিকাকে দেওয়া “বড় ছেলেটি ছোট ছেলেটির সেবা করবে,” উক্তিটির পিছনে কি কারণ ছিল?

উক্তিটির পিছনে কারণটি ছিল ঈশ্বরের উদ্দেশ্য অনুযায়ী নির্বাচন .

ঈশ্বরের দয়া ও সহানুভূতির বরদানগুলোর পিছনে কি কারণ ছিল?

ঈশ্বরের দয়া ও সহানুভূতির বরদানগুলোর পিছনের কারণটি ছিল ঈশ্বরের নির্বাচন.

ঈশ্বরের দয়া ও সহানুভূতির বরদানগুলোর পিছনে কি কারণ ছিল না?

ঈশ্বরের দয়া ও সহানুভূতির বরদানগুলোর পিছনের কারণটি বরদান প্রাপ্তের জন্য ব্যক্তির ইচ্ছে বা কার্য ছিল না .

যারা ধ্বংসের সম্মুখীন তাদের সাথে ঈশ্বর কি করেছিলেন?

ঈশ্বর তাদের প্রতি মহাধৈর্যশীল যারা ধ্বংসের সম্মুখীন.

ঈশ্বর তাদের সাথে কি করেছিলেন যাদের তিনি মহিমার জন্য প্রস্তুত করেছেন?

ঈশ্বর তাদের তার মহিমার ধনটির বিষয়ে জানিয়েছেন.

কোন লোকেদের মধ্য থেকে ঈশ্বর তাদের আহ্বান করেছিলেন যাদের তিনি তার দয়া দেখান?

ঈশ্বর যিহুদি ও পরজাতীয় দুপক্ষ থেকেই আহ্বান করেছিলেন যাদের তিনি তার দয়া দেখান.

ইস্রায়েলের সকল সন্তানদের মধ্যে কতজন উদ্ধার পাবে?

ইস্রায়েলের সকল সন্তানদের মধ্যে একটি অবশিষ্টাংশই উদ্ধার পাবে.

কিভাবে পরজাতীয়রা যারা ধার্মিকতার অনুধাবন করত না তারা তা প্রাপ্ত করেছে?

পরজাতীয়রা এটিকে বিশ্বাসের দ্বারা ধার্মিকতার মাধ্যমে প্রাপ্ত করেছে.

ইস্রায়েল কেন, ধার্মিকতার অনুধাবন করেও সে পর্যন্ত পৌঁছতে পারেনি?

ইস্রায়েল সে পর্যন্ত পৌঁছতে পারেনি কারণ তারা কার্যের দ্বারা সেটির অনুধাবন করেছিল বিশ্বাসের দ্বারা নয় .

কিসের উপর ইস্রায়েলীয়রা হোঁচট খেয়েছিল?

ইস্রায়েলীয়রা ব্যাঘাতজনক পাথরে ও বিঘ্নকারী পাষাণে হোঁচট খেয়েছিল.

কি হয়েছিল তাদের যারা হোঁচট খায়নি কিন্তু বিশ্বাস করেছিল?

যারা হোঁচট খায়নি কিন্তু বিশ্বাস করেছিল তারা লজ্জিত হবে না .

পৌলে তার ভাইদের জন্য যারা হল ইস্রায়েলীয় কি কামনা করেন?

পৌল ইস্রায়েলের উদ্ধারের কামনা করেন .

ইস্রায়েলীয়রা কি স্থাপন করতে চায়?

ইস্রায়েলীয়রা তাদের নিজ ধার্মিকতা স্থাপন করতে চায়.

ইস্রায়েলীয়রা কি বিষয়ে জানে না?

ইস্রায়েলীয়রা ঈশ্বরের ধার্মিকতার বিষয়ে জানে না.

ব্যবস্থার সম্বন্ধে প্রভু খ্রীষ্ট কি করেছেন?

প্রভু খ্রীষ্ট ব্যবস্থার ধার্মিকতার জন্য সকলই পূর্ণ করেছেন তাদের জন্য যারা বিশ্বাস করে .

বিশ্বাসের বাক্য কোথায় যা পৌল প্রচার করেন?

বিশ্বাসের বাক্য মুখে ও হৃদয়ে যা পৌল প্রচার করেন.

একজনকে উদ্ধার পাওয়ার জন্য কি করতে হবে সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন যে একজন ব্যক্তিকে মুখে প্রভু যীশুকে প্রভু স্বীকার করতে হবে ও হৃদয়ে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে উত্থিত করেছেন.

প্রত্যেকে কি করবে যেন তারা উদ্ধার পেতে পারে?

প্রত্যেকে যারা প্রভুর নামে ডাকবে তারা উদ্ধার পাবে.

পৌল কি বলেন সেই স্তরগুলোর ক্রম সম্বন্ধে যা একটি ব্যক্তির কাছে সুসমাচার নিয়ে আসে, যেন সে প্রভুর নামে ডাকতে পারে?

পৌল বলেন যে প্রথমে একটি প্রচারককে প্রেরণ করতে হবে আর সুসমাচারকে শুনতে ও বিশ্বাস করতে হবে যেন একটি ব্যক্তি প্রভুর নামে ডাকতে পারে.

কি শুনলে, বিশ্বাস আসে?

প্রভু খ্রীষ্টের বাক্য শুনলে, বিশ্বাস আসে.

ইস্রায়েল কি সুসমাচার শুনেছিল ও জেনেছিল?

হ্যাঁ, ইস্রায়েল সুসমাচার শুনেছিল ও জেনেছিল.

ঈশ্বর কিভাবে বলেছিলেন তিনি কিভাবে ইস্রায়েলের অন্তর্জ্বালা জন্মাবেন?

ঈশ্বর বলেছিলেন যে তিনি তাদের কাছে আবির্ভাব হওয়ার দ্বারা যারা তাকে অনুরোধ করেনি ইস্রায়েলের অন্তর্জ্বালা জন্মাবেন.

ঈশ্বর কি পেয়েছিলেন যখন তিনি ইস্রায়েলের কাছে গিয়েছিলেন?

যখন ঈশ্বর ইস্রায়েলের কাছে গিয়েছিলেন, তখন তিনি অবাধ্যতার ও প্রতিকুলবাদী লোকেদের পেয়েছিলেন.

ঈশ্বর কি তখন ইস্রায়েলীয়দের পরিত্যাগ করেছিলেন?

এমনটা কোনক্রমেই না হোক .

পৌল কি বলেন যে কোনো বিশ্বাসযোগ্য ইস্রায়েলীয়রা কি অবশিষ্ট রয়েছে আর যদি তাই হয়, তবে তারা কিভাবে অবশিষ্ট রয়েছে?

পৌল বলেন যে একটি অবশিষ্টাংশ রয়েছে যা নির্বাচনের অনুগ্রহে অবশিষ্ট রয়েছে.

ইস্রায়েলীয়দের মধ্যে কারা উদ্ধার প্রাপ্ত করবে আর বাকিদের সাথে কি হবে?

ইস্রায়েলীয়দের মধ্যে নির্বাচিতরাই উদ্ধার প্রাপ্ত করবে আর বাকিদের কঠিন করা হবে.

ঈশ্বরের দ্বারা কিসের জন্য তাদের জড়তার আত্মা দেওয়া হয়েছে যারা তা গ্রহণ করেছে?

জড়তার আত্মা তাদের দেওয়া হয়েছে যেন তারা চোখে দেখতে অক্ষম হয় ও তারা কানে শুনতে অক্ষম হয়.

সুসমাচার গ্রহণে ইস্রায়েলের অস্বীকার করার কারণে কি ভালো হয়েছে?

উদ্ধার পরজাতীয়দের কাছে এসেছে.

পরজাতীয়দের উদ্ধারের কোন প্রভাবটি ইস্রায়েলীয়দের উপর থাকবে?

পরজাতীয়দের উদ্ধার ইস্রায়েলীয়দের অন্তর্জ্বালা জন্মাবে.

পৌলের জলপাই গাছের শিকড়ের ও বন্য শাখাগুলোর উদাহরণে, কারা হল শিকড় ও কারা হল বন্য শাখা?

শিকড় হল ইস্রায়েল ও বন্য শাখাগুলো হল পরজাতীয়রা .

কোন মনোভাব বন্য শাখাদের ত্যাগ করা উচিত সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন যে প্রাকৃতিক শাখাগুলো যেগুলোকে ভাঙ্গে ফেলা হয়েছে তাদের উপরে গর্ব করার কোন মনোভাব বন্য শাখাদের ত্যাগ করা উচিত.

কোন সতর্কবার্তা পৌল বন্য শাখাগুলোকে দেন?

পৌল বন্য শাখাগুলোকে সতর্ক করেন যে যদি ঈশ্বর প্রাকৃতিক শাখাগুলোকে নিষ্কৃতি দেননি তখন তিনি বন্য শাখাগুলোকেও নিষ্কৃতি দেবেন না যদি তারা অবিশ্বাসে পতিত হয় .

ঈশ্বর প্রাকৃতিক শাখাগুলোর সাথে কি করতে পারেন যদি তারা তাদের অবিশ্বাসে নিরন্তর না থাকে?

ঈশ্বর প্রাকৃতিক শাখাগুলোকে পুনরায় জলপাই গাছে জুড়ে দিতে পারেন যদি তারা তাদের অবিশ্বাসে নিরন্তর না থাকে.

কতকাল ইস্রায়েলের আংশিক কঠিনতা থাকবে?

ইস্রায়েলের আংশিক কঠিনতা থাকবে যতকাল না পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে.

তাদের অবাধ্যতা সত্ত্বেও, কেন ঈশ্বর ইস্রায়েলীয়দের নিরন্তর ভালোবাসবেন?

পুর্বপুরুষদের কারণে আর অপরিবর্তনশীল ঈশ্বরের আহ্বানের জন্য ঈশ্বর ইস্রায়েলীয়দের নিরন্তর ভালোবাসবেন.

যিহুদি ও পরজাতীয় দুপক্ষই ঈশ্বরকে কি দেখিয়ে এসেছে?

যিহুদি ও পরজাতীয় দুপক্ষই ঈশ্বরকে অবাধ্যতা দেখিয়ে এসেছে.

ঈশ্বর অবাধ্যদের প্রতি কি দেখিয়েছেন?

ঈশ্বর অবাধ্যদের প্রতি দয়া দেখিয়েছেন, যিহুদি ও পরজাতীয় দুপক্ষকেই.

কে ঈশ্বরের ন্যায়পরায়ণতার অনুসন্ধান করতে ও তাকে পরামর্শ দিতে সক্ষম?

কেউই ঈশ্বরের ন্যায়পরায়ণতার অনুসন্ধান করতে ও তাকে পরামর্শ দিতে সক্ষম নয়.

কোন তিনটি মাধ্যমে সকল কিছু ঈশ্বরের সাথে সম্পর্কিত?

সকল কিছু হল ঈশ্বরের তরফ থেকে, ঈশ্বরের মাধ্যমে ও ঈশ্বরের জন্য .

একজন বিশ্বাসীর ঈশ্বরের প্রতি আত্মিক সেবাটি কি?

একজন বিশ্বাসীর ঈশ্বরের প্রতি আত্মিক সেবাটি হল নিজেকে ঈশ্বরের কাছে জীবিত বলি করে প্রস্তুত করা.

একটি রূপান্তরিত মন একজন বিশ্বাসীর ভিতরে কি করতে সক্ষম করে?

একটি রূপান্তরিত মন একজন বিশ্বাসীর ভিতরে ঈশ্বরের অনুযায়ী কি ভালো, গ্রহণীয় আর উত্তম, তা জানতে সক্ষম করে.

একজন বিশ্বাসীকে নিজ বিষয়ে কেমন বোধ করা উপযুক্ত নয়?

একজন বিশ্বাসীকে নিজ বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত তার থেকে উচ্চ বোধ করা উচিত নয়.

কিভাবে বহু বিশ্বাসীরা প্রভু খ্রীষ্টে একে অপরের সাথে সম্পর্কিত?

বহু বিশ্বাসীরা প্রভু খ্রীষ্টে এক দেহ আর ব্যক্তিগতভাবে একে অপরের সদস্য.

প্রত্যেক বিশ্বাসীকে তাকে প্রদত্ত ঈশ্বরের বরদানের সাথে কি করা উচিত?

প্রত্যেক বিশ্বাসীকে তাকে প্রদত্ত ঈশ্বরের বরদানটিকে তার বিশ্বাস অনুযায়ী অভ্যাস করা উচিত.

বিশ্বাসীদের একে অপরের সাথে কেমন ব্যবহার করা উচিত?

বিশ্বাসীদের একে অপরের প্রতি স্নেহশীল হওয়া উচিত ও সম্মান দেওয়া উচিত.

বিশ্বাসীদের পবিত্রজনদের অভাবে কেমন প্রতিক্রিয়া করা উচিত?

বিশ্বাসীদের পবিত্রজনদের অভাবে তাদের প্রয়োজন পূর্ণ করা উচিত.

বিশ্বাসীদের তাদের প্রতি কেমন প্রতিক্রিয়া করা উচিত যারা তাদের উৎপীড়ন করে?

বিশ্বাসীদের তাদের আর্শিবাদ দেওয়া উচিত অভিশাপ নয় যারা তাদের উৎপীড়ন করে.

নিম্নমানের লোকেদের প্রতি বিশ্বাসীদের কেমন ব্যবহার করা উচিত?

বিশ্বাসীদের নিম্নমানের লোকেদের গ্রহণ করা উচিত.

যতটা সম্ভব, বিশ্বাসীদের অন্য লোকেদের সাথে কিসের চেষ্টা করা উচিত?

যতটা সম্ভব, বিশ্বাসীদের অন্য লোকেদের সাথে শান্তির চেষ্টা করা উচিত.

কেন বিশ্বাসীদের প্রতিশোধ নেওয়া উচিত নয়?

বিশ্বাসীদের প্রতিশোধ নেওয়া উচিত নয় কারণ প্রতিশোধ নেওয়ার কাজটি প্রভুর .

বিশ্বাসীদের কিভাবে মন্দকে জয় করতে হবে?

বিশ্বাসীদের ভালোর দ্বারা মন্দকে জয় করতে হবে.

কোথা থেকে জাগতিক কর্তৃত্বরা তাদের কর্তৃত্ব পেয়েছে?

জাগতিক কর্তৃত্বরা ঈশ্বরের দ্বারা নিরূপিত আর তারা তাদের কর্তৃত্ব ঈশ্বরের তরফ থেকে পেয়েছে.

যারা জাগতিক কর্তৃত্বদের বিরোধ করে তারা কি প্রাপ্ত করবে?

যারা জাগতিক কর্তৃত্বদের বিরোধ করে তারা নিজেদের উপর বিচারাজ্ঞা প্রাপ্ত করবে.

পৌল বিশ্বাসীদের কি করতে বলেছিলেন যেন তারা শাসনকারী কর্তৃত্বের প্রতি ভয়হীন হতে পারে?

পৌল বিশ্বাসীদের যা ভালো তা করতে বলেছিলেন যেন তারা শাসনকারী কর্তৃত্বের প্রতি ভয়হীন হতে পারে.

ঈশ্বর কোন কর্তৃত্ব শাসকদের দিয়েছেন যেন দুষ্টতাকে তারা দমন করে?

ঈশ্বর শাসকদের তলোয়ার বহন করতে কর্তৃত্ব দিয়েছেন আর ক্রোধের জন্য প্রতিশোধদাতা যে মন্দ করে .

অর্থের প্রতি ঈশ্বর শাসকদের কি কর্তৃত্ব দিয়েছেন?

ঈশ্বর শাসকদের কর্তৃত্ব দিয়েছেন যেন তারা কর [খাজনা] আদায় করে.

কোন একটি বিষয়ে পৌল বিশ্বাসীদের অন্যের ঋণী হতে বলেন?

পৌল বিশ্বাসীদের কেবল অন্যদের কাছে প্রেমের ঋণী হতে বলেছেন.

একজন বিশ্বাসী কিভাবে ব্যবস্থা পূর্ণ করে?

একজন বিশ্বাসী তার প্রতিবেশীকে প্রেম করে ব্যবস্থা পূর্ণ করে.

পৌল ব্যবস্থার অংশরূপে কোন কোন আজ্ঞাগুলোকে তালিকাভুক্ত করেন?

ব্যভিচার কর না, হত্যা কর না, চুরি কর না আর লোভ কর না এই আজ্ঞা গুলোকে পৌল ব্যবস্থার অংশরূপে তালিকাভুক্ত করেন.

বিশ্বাসীদের কি ত্যাগ করা ও কি করা উচিত সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন যে বিশ্বাসীদের অন্ধকারের কার্যগুলোকে ত্যাগ করা উচিত ও জ্যোতির অস্ত্র ধারণ করা উচিত.

কোন কার্যকলাপে বিশ্বাসীদের চলা উচিত নয়?

বিশ্বাসীদের রঙ্গরসে, মাতলামিতে, লম্পটতায়, স্বৈরিতায়, বিবাদে ও ঈর্ষায় চলা উচিত নয় .

মাংসের অভিলাষার প্রতি বিশ্বাসীদের প্রবৃত্তি কেমন হওয়া উচিত?

মাংসের অভিলাষার প্রতি বিশ্বাসীদের কোনো উপায় করা উচিত নয় .

বিশ্বাসীদের একে অপরের প্রতি কেমন প্রবৃত্তি রাখা উচিত যারা খাদ্য খাওয়ার বিষয়ে একে অপরের থেকে ভিন্ন?

বিশ্বাসীদের যারা খাদ্য খাওয়ার বিষয়ে একে অপরের থেকে ভিন্ন তাদের তুচ্ছ ও বিচার করা উচিত নয়.

কোন ধরনের খাদ্য শক্ত বিশ্বাসের একটি ব্যক্তি খায় আর কোন ধরনের খাদ্য দুর্বল বিশ্বাসের একটি ব্যক্তি খায়?

শক্ত বিশ্বাসের একটি ব্যক্তি যে কোনো কিছু খায় আর দুর্বল বিশ্বাসের একটি ব্যক্তি কেবল শাকসবজি খায়.

যারা সবকিছু কিছু খায় ও যারা কেবল শাকসবজি খায় দুপক্ষকেই কে গ্রহণ করেছেন?

যারা কোনোও কিছু খায় ও যারা কেবল শাকসবজি খায় দুপক্ষকেই ঈশ্বর গ্রহণ করেছেন.

ব্যক্তিগত প্রত্যয়ের বিষয়ে পৌল অন্য কোন বিষয়টির উল্লেখ করেন?

ব্যক্তিগত প্রত্যয়ের বিষয়ে পৌল উল্লেখ করেন একটি দিন অন্য দিনের তুলনায় মূল্যবান না সকল দিনের মূল্য সমান .

কার জন্য বিশ্বাসীরা বাঁচে ও মরে?

বিশ্বাসীরা প্রভুর জন্য বাঁচে ও মরে.

কোথায় অন্তিমে সকল বিশ্বাসীরা দাঁড়াবে আর তারা সেখানে কি করবে?

অন্তিমে সকল বিশ্বাসীরা ঈশ্বরের বিচার আসনের সামনে দাঁড়াবে আর তারা সেখানে ঈশ্বরের কাছে নিজেদের হিসাব দিবে.

ব্যক্তিগত প্রত্যয়ের বিষয়ে একজন ভাইকে অন্য ভাইয়ের সাথে কেমন ব্যবহার করা উচিত?

একজন ভাইকে অন্য কোনো ভাইয়ের ব্যক্তিগত প্রত্যয়ের বিষয়ে কোনো বিঘ্ন বা ফাঁদ রাখা উচিত নয় .

পৌল প্রভু যীশুতে কি উপলব্ধি করেছেন যে কোন খাদ্য অশুদ্ধ?

পৌল প্রভু যীশুতে উপলব্ধি করেছেন যে কোন খাদ্যই অশুদ্ধ নয়.

ঈশ্বরের রাজ্যটির বিষয়টি কি?

ঈশ্বরের রাজ্যটি হল পবিত্র আত্মায় ধার্মিকতা, শান্তি ও আনন্দের বিষয় .

একজন ভাইকে অন্য এক ভাই যে মাংস বা দাক্ষারস পান করে না তার উপস্থিতিতে কি করা উচিত সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন যে এমনটি করা ভালো যে সেই ভাইটিও অন্য ভাইটির উপস্থিতিতে মাংস বা দাক্ষারস না পান করে .

একজন ব্যক্তি যদি বিশ্বাসে কার্য না করে তবে তার পরিণাম কি হয়?

যে কোনো কার্য বিশ্বাসে করা হয় না তাই হল পাপ .

যারা বিশ্বাসে শক্ত তাদের যারা বিশ্বাসে দুর্বল তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত?

যারা বিশ্বাসে শক্ত তাদের যারা বিশ্বাসে দুর্বল তাদের দুর্বলতাগুলোকে বহন করা উচিত যেন তাদের নির্মাণ করা যায় .

কার উদাহরণটি পৌল ব্যবহার করেন যিনি নিজেকে সন্তুষ্ট করার জন্য নয় বরং অন্যদের সেবার জন্য বেঁচেছিলেন?

প্রভু খ্রীষ্ট নিজেকে সন্তুষ্ট করার জন্য নয় বরং অন্যদের সেবার জন্য বেঁচেছিলেন.

পূর্বে লিখিত শাস্ত্রবাক্যের একটি উদ্দেশ্য কি ছিল?

পূর্বে লিখিত শাস্ত্রবাক্যের একটি উদ্দেশ্য ছিল আমাদের নির্দেশ দেওয়া .

বিশ্বাসীদের জন্য পৌল কি ইচ্ছা করেন যেন তারা তাদের উৎসাহের ও ধৈর্য্যের অভ্যাসের মাধ্যমে একে অপরের সাথে করে?

পৌল ইচ্ছা করেন যেন বিশ্বাসীরা একে অপরের সাথে একমনা হয় .

বিশ্বাসীরা পবিত্র আত্মার ক্ষমতায় কি করতে সক্ষম হবে সে বিষয়ে পৌল কি বলেন?

বিশ্বাসীরা আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ হবে এবং সাহসে আবদ্ধ হবে .

কোন বরদান ঈশ্বর পৌলকে দিয়েছেন, যা হল তার লক্ষ্য?

পৌলের লক্ষ্য হল পরজাতীয়দের কাছে প্রভু যীশু খ্রীষ্টের সেবক হওয়া .

কি মাধ্যমে প্রভু খ্রীষ্ট পরজাতীয়দের আজ্ঞাকারিতায় আনতে পৌলের দ্বারা কার্য করেছিলেন?

প্রভু খ্রীষ্ট পৌলের দ্বারা বাক্য ও কর্মের মাধ্যমে, শক্তির চিহ্ন ও অদ্ভুত লক্ষণের মাধ্যমে, এবং পবিত্র আত্মার পরাক্রমে কার্য করেছিলেন .

পৌল কোথায় সুসমাচার প্রচার করতে বাসনা করেন?

পৌল যেখানে প্রভু খ্রীষ্টের নাম প্রচার হয়নি সেখানে সুসমাচার প্রচার করতে বাসনা করেন.

পৌল কোথায় যাত্রা করতে চান যা তাকে রোমে আসতেও সুযোগ করে দিবে?

পৌল স্পেনে যাত্রা করতে চান যা তাকে রোমে আসতেও সুযোগ করে দিবে.

পৌল এখন যিরুশালেমে কেন যাত্রা করছিলেন?

পৌল যিরুশালেমে অবস্থিত দরিদ্র পবিত্রজনদের জন্য পরজাতীয়দের দ্বারা প্রদত্ত দানগুলোকে দেওয়ার জন্য এখন যিরুশালেমে যাত্রা করছিলেন .

পৌল কেন বলেন যে পরজাতীয় বিশ্বাসীরা সাংসারিক বিষয়ে যিহুদী বিশ্বাসীদের কাছে ঋণী?

পরজাতীয় বিশ্বাসীরা সাংসারিক বিষয়ে যিহুদী বিশ্বাসীদের কাছে ঋণী কারণ পরজাতীয় বিশ্বাসীরা ইহুদি বিশ্বাসীদের আত্মিক বিষয়ে অংশগ্রহণ করেছে .

কাদের থেকে পৌল মুক্তি পেতে চান?

পৌল যিহুদিয়ার অবাধ্য লোকেদের থেকে পৌল মুক্তি পেতে চান.

বোন ফৈবী পৌলের কি হয়েছিলেন?

বোন ফৈবী পৌলের ও অন্যান্য বহুজনের জন্য একজন সাহায্যকারিণী হয়েছিলেন.

প্রিষ্কা ও আক্কিলা অতীতে পৌলের জন্য কি করেছিল?

প্রিষ্কা ও আক্কিলা অতীতে পৌলের জন্য নিজ জীবনকে বিপদে ফেলেছিল.

রোমে বিশ্বাসীদের সম্মিলিত হওয়ার একটি জায়গা কোথায় ছিল?

রোমে বিশ্বাসীদের সম্মিলিত হওয়ার একটি জায়গা ছিল প্রিষ্কা ও আক্কিলার গৃহ .

আন্দ্রনীক ও যুনিয় অতীতে পৌলের জন্য কি করেছিল?

আন্দ্রনীক ও যুনিয় অতীতে পৌলের সহবন্দী ছিল.

বিশ্বাসীরা পরস্পরকে কিভাবে সম্ভাষণ করে?

বিশ্বাসীরা পরস্পরকে পবিত্র চুম্বনে সম্ভাষণ করে.

কেউ কেউ কি করে যা বিভাজনের ও ব্যাঘাতের কারণ হয়?

কেউ কেউ তাদের প্রাপ্ত শিক্ষার বাইরে শিক্ষা দেয় এবং নির্দোষ হৃদয় লোকেদের প্রতারিত করে.

বিশ্বাসীদের পৌল তাদের সাথে কি করতে বলেন যারা বিভাজন ও ব্যাঘাতের কারণ হয়?

বিশ্বাসীদের পৌল তাদের থেকে দূরে থাকতে বলেন যারা বিভাজন ও ব্যাঘাতের কারণ হয়.

ভালো ও মন্দের প্রতি কি ধরনের প্রবৃত্তি পৌল বিশ্বাসীদের মধ্যে চান?

পৌল চান বিশ্বাসীরা যেন ভালোর প্রতি জ্ঞানী হয় ও মন্দের প্রতি নির্দোষ হয় .

ঈশ্বরের শান্তি শীঘ্রই কি করতে চলেছে?

ঈশ্বরের শান্তি শীঘ্রই শয়তানকে বিশ্বাসীদের চরণের তলে চূর্ণ করতে চলেছে.

এই পত্রটি আসলে কে লিখেছিলেন?

তর্ত্তিয় আসলে এই পত্রটিকে লিখেছিলেন.

বিশ্বাসী ইরাস্ত পেশারূপে কি কাজ করেন?

ইরাস্ত হলেন নগরের ধনাধ্যক্ষ .

কোন প্রকাশ যা বহুকাল রহস্যে ছিল যা এখন পৌল প্রচার করছেন?

পৌল এখন প্রভু যীশু খ্রীষ্টের সুসমাচারের প্রকাশ প্রচার করছেন.

কোন উদ্দেশ্যের জন্য পৌল প্রচার করছেন?

পৌল সকল পরজাতীয়দের মধ্যে বিশ্বাসের আজ্ঞাবহতার জন্য প্রচার করছেন.