থিষলনীকীয়ার চার্চের কোন দুটি বিষয়ের জন্য পৌল ঈশ্বরকে ধন্যবাদ দেন?
পৌল তাদের বর্ধিত বিশ্বাসের জন্য ও একে অপরের প্রতি তাদের প্রেমের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেন.
থিষলনীকীয়াতে বিশ্বাসীরা কি ধরনের পরিস্থিতিগুলোকে সহ্য করছিল?
বিশ্বাসীরা উৎপীড়ন আর ক্লেশ সহ্য করছিল.
যে পরিস্থিতিগুলোকে বিশ্বাসীরা সহ্য করছিল সেগুলোর ফলে কি সুফল হবে?
বিশ্বাসীরা ঈশ্বরের রাজ্যে যোগ্য হিসাবে গণ্য হবে.
ঈশ্বর তাদের সাথে কি করবেন যারা বিশ্বাসীদের তাড়না দেয়?
ঈশ্বর তাদের তাড়না করবেন যারা বিশ্বাসীদের তাড়না করে, তাদের জ্বলন্ত অগ্নিতে দণ্ড দেবেন.
বিশ্বাসীরা কখন তাদের দুঃখ থেকে স্বস্তি পাবে?
বিশ্বাসীরা তখন স্বস্তি পাবে যখন প্রভু যীশু খ্রীষ্ট স্বর্গ থেকে প্রকাশিত হবেন.
যারা ঈশ্বরকে জানে না তাদের দণ্ড কতকাল পর্যন্ত হবে?
যারা ঈশ্বরকে জানে না তাদের দণ্ড অনন্তকাল পর্যন্ত হবে.
যারা ঈশ্বরকে জানে না তারা তাদের দণ্ড স্বরূপ কার থেকে পৃথক হয়ে যাবে?
যারা ঈশ্বরকে জানে না তারা তাদের দণ্ড স্বরূপ প্রভুর উপস্থিতি থেকে পৃথক হয়ে যাবে.
বিশ্বাসীরা কি হবে যখন তারা দেখবে যে প্রভু খ্রীষ্ট তার দিনটিতে আসছেন?
বিশ্বাসীরা প্রভু খ্রীষ্টে আশ্চর্য হবে যখন তিনি তার দিনটিতে আসবেন.
ঈশ্বরের শক্তিতে বিশ্বাসের দ্বারা বিশ্বাসীদের করা সৎকার্যগুলোর পরিণামটি কি?
তাদের সৎকার্যগুলোর পরিণামটি হল এই যে প্রভু যীশু খ্রীষ্টের নামটির গৌরব হয়েছে.
কোন ঘটনার বিষয়ে পৌল বলেন তিনি এখন লিখতে চলেছেন?
পৌল বলেন তিনি প্রভু যীশু খ্রীষ্টের আগমন বিষয়টি এখন লিখতে চলেছেন.
পৌল তাদেরকে কি বিশ্বাস না করতে বলেন?
পৌল তাদেরকে বলেন বিশ্বাস না করতে যে প্রভুর দিন ইতঃপূর্বে চলে এসেছে.
প্রভুর দিনের পূর্বে কি বিষয়কে ঘটতেই হবে সে বিষয়ে পৌল কি বলেন?
প্রভুর দিনের পূর্বে সেই ধর্ম-ভ্রষ্ট পুরুষের প্রকাশ ও পতন হতেই হবে.
ধর্ম-ভ্রষ্ট পাপি-পুরুষ কি করবে?
ধর্ম-ভ্রষ্ট পাপ-পুরুষ বিরোধ করবে ও ঈশ্বরের থেকে নিজেকে উর্ধ্বে করবে, ঈশ্বরের মন্দিরে গিয়ে বসবে ও নিজেকে ঈশ্বর বলবে.
কখন সেই ধর্ম-ভ্রষ্ট পাপ-পুরুষ প্রকাশিত হবে?
ধর্ম-ভ্রষ্ট পাপি-পুরুষ সেই সময় প্রকাশিত হবে যখন তাকে সরিয়ে নেওয়া হবে যে তাকে প্রকাশিত হতে বাধা দিচ্ছিল.
ধর্ম-ভ্রষ্ট পাপি-পুরুষের সাথে প্রভু যীশু কি করবেন যখন প্রভু যীশু প্রকাশিত হবেন?
যখন প্রভু যীশু প্রকাশিত হবেন তখন তিনি ধর্ম-ভ্রষ্ট পাপি-পুরুষটিকে নিহনন করবেন.
সেই ধর্ম-ভ্রষ্ট পাপি-পুরুষটিকে শক্তি, চিহ্ন কার্য ও মিথ্যা অদ্ভূত লক্ষণগুলো দিয়ে কে কার্য করছে?
সেই ধর্ম-ভ্রষ্ট পাপি-পুরুষটিকে শক্তি, চিহ্ন কার্য ও অদ্ভূত লক্ষণগুলো দিয়ে শয়তান কার্য করছে.
কেন অনেকে ধর্ম-ভ্রষ্ট পাপি-পুরুষের দ্বারা প্রতারিত হয়েছে ও ধ্বংস হয়েছে?
অনেকে প্রতারিত হয়েছে কারণ তারা সত্যের প্রেমটিকে প্রাপ্ত করেনি যা তাদের উদ্ধার করতে পারত.
যারা প্রতারিত হয় ও ধ্বংস হয় তারা কিসে আনন্দিত হয়?
যারা প্রতারিত হয় ও ধ্বংস হয় তারা অধার্মিকতায় আনন্দিত হয়.
ঈশ্বর থিষলনীকীয়দের সুসমাচারের দ্বারা কি প্রাপ্ত করার জন্য নির্বাচন করেছিলেন?
ঈশ্বর থিষলনীকীয়দের সুসমাচারের দ্বারা প্রভু যীশু খ্রীষ্টের মহিমা প্রাপ্ত করার জন্য নির্বাচন করেছিলেন.
পৌল থিষলনীকীয়দের এখন কি করতে আহ্বান করেন যেহেতু তারা সুসমাচার গ্রহণ করেছে?
পৌল থিষলনীকীয়দের সেই বাক্যে দৃঢ় ভাবে স্থির থাকার জন্য ও সকল শিক্ষা ধরে রাখার জন্য আহ্বান করেন যেটিতে তারা শিক্ষিত হয়েছিল.
পৌল কি ইচ্ছা করেন যেন থিষলনীকীয়রা তা তাদের হৃদয়ে স্থাপিত করে?
পৌল ইচ্ছা করেন যেন থিষলনীকীয়রা প্রত্যেক সৎ কর্মে ও বাক্যে স্থাপিত হয়.
পৌল কি চান যেন থিষলনীকীয়রা প্রভুর বাক্যের বিষয়ে প্রার্থনা করে?
পৌল চান থিষলনীকীয়রা প্রার্থনা করে যেন প্রভুর বাক্য প্রচুর মাত্রায় ছড়িয়ে যায় ও মহিমান্বিত হয়.
কিসের থেকে পৌল মুক্তি পেতে চান?
পৌল দুষ্ট ও মন্দ লোকেদের থেকে মুক্তি পেতে চান যাদের বিশ্বাস নেই.
পৌল থিষলনীকীয়দের কি করা বহাল রাখতে বলেন?
পৌল থিষলনীকীয়দের সেই সকল কার্য করা বহাল রাখতে বলেন যা তিনি তাদেরকে আদেশ দিয়েছেন.
বিশ্বাসীদেরকে তাদের সাথে কি করতে হবে যারা অলসভাবে জীবনযাপন করে?
বিশ্বাসীরাদেরকে তাদের বর্জন করতে হবে যারা অলসভাবে জীবনযাপন করে.
থিষলনীকীয়দের জন্য পৌল তার কার্যের ও নিজের ভার বহনের বিষয়ে কোন উদাহরণটি রেখেছিলেন?
পৌল দিন ও রাত পরিশ্রম করতেন, তার নিজের খাদ্যের জন্য দাম দিতেন আর কারোর উপরে তিনি ভারগ্রস্ত ছিলেন না.
পৌল তাদের জন্য কি আদেশ দিয়েছিলেন যারা কোনো কাজ করতে চাইত না?
পৌল তাদের জন্য আদেশ দিয়েছিলেন যারা কোনো কাজ করতে চায় না তারা যেন খাবারও না খায়.
অলস হওয়ার চেয়ে পৌল তাদের কি করতে বলেন?
পৌল অলসদের শান্তির সাথে কাজ করতে আদেশ দেন ও তাদের নিজ খাদ্য উপার্জন করতে বলেন.
এই পত্রে পৌলের দেওয়া নির্দেশগুলো যারা অমান্য করে তাদের সাথে ভাইরা কি করবে?
এই পত্রে পৌলের দেওয়া নির্দেশগুলো যারা অমান্য করে তাদের সাথে ভাইরা যেন কোনো রকম সংযোগ না করে.
পৌল কি ইচ্ছা করেন যেন প্রভু থিষলনীকীয়দের প্রদান করেন?
পৌল ইচ্ছা করেন যেন প্রভু থিষলনীকীয়দের প্রত্যেক বিষয়ে সর্বদা শান্তি প্রদান করেন.
কিভাবে পৌল দেখান যে তিনি হলেন এই পত্রের লেখক?
পৌল তার নিজ হাতে সম্ভাষণটিকে একটি চিহ্নরূপে লিখেছিলেন প্রমাণ করতে যে তিনি হলেন এই পত্রের লেখক.