বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS

কে পৌলকে ডেকেছিলেন আর তাকে কি হওয়ার জন্য ডাকা হয়েছিল?

প্রভু যীশু খ্রীষ্ট পৌলকে একজন প্রেরিত হওয়ার জন্য ডেকেছিলেন.

করিন্থের মন্ডলী পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের তরফ থেকে কি গ্রহণ করুক যা পৌল কামনা করেন?

পৌল কামনা করেন যেন করিন্থের মন্ডলী পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের তরফ থেকে অনুগ্রহ গ্রহণ করে .

কিভাবে ঈশ্বর করিন্থের চার্চটিকে সম্পদশালী করেছেন?

ঈশ্বর তাদের সকল দিক থেকেই, বাক্যে ও সকল জ্ঞানে সম্পদশালী করেছেন.

কোন বিষয়ে করিন্থের মন্ডলীর অভাব ছিল না?

তাদের কোনো আত্মিক দানের অভাব ছিল না .

ঈশ্বর কেন করিন্থের মন্ডলীটিকে অন্তিম পর্যন্ত শক্তিশালী করবেন?

তিনি এমনটি করবেন যেন তারা প্রভু যীশু খ্রীষ্টের দিনটিতে নির্দোষ হয়.

পৌল করিন্থের মন্ডলীটিকে কি অনুরোধ করেন?

পৌল তাদের অনুরোধ করেন যেন তারা এক হয় আর তাদের মধ্যে কোনো বিভাজন না হয়, আর যেন তারা একই মনে ও একই উদ্দেশ্যে নিয়ে একত্র হয়.

ক্লোয়ীর লোকেরা পৌলকে কি সমাচার দিয়েছিল?

ক্লোয়ীর লোকেরা পৌলকে সমাচার দিয়েছিল যে করিন্থের মন্ডলীতে লোকেদের মধ্যে বিভাজনের উদ্ভব হয়েছে.

বিভাজনের দ্বারা পৌল কি বলতে চেয়েছিলেন?

পৌলের অর্থটি এই ছিল: তোমাদের প্রত্যেকে বলে; “আমি পৌলের,” বা “আমি আপল্লোর, “বা “আমি কৈফার,” বা “আমি খ্রীষ্টের৷” .

কেন পৌল ঈশ্বরের ধন্যবাদ করেন যে তিনি ক্রীষ্প ও গায়ঃকে ছাড়া আর কাউকে বাপ্তাইজিত করেননি?

পৌল ঈশ্বরের ধন্যবাদ এই কারণে করেন যে কেউ এমন কথা বলতে পারবে না যে পৌলের নামে তারা বাপ্তাইজিত হয়েছে.

প্রভু খ্রীষ্ট পৌলকে কি করতে পাঠিয়েছিলেন?

প্রভু খ্রীষ্ট পৌলকে সুসমাচার প্রচার করতে পাঠিয়েছিলেন.

যারা মারা যাচ্ছে তাদের জন্য ক্রুশের বার্তাটি কি?

যারা মারা যাচ্ছে তাদের জন্য ক্রুশের বার্তাটি হল মুর্খতা .

যাদের ঈশ্বর উদ্ধার দিচ্ছেন তাদের জন্য ক্রুশের বার্তাটি কি?

যাদের ঈশ্বর উদ্ধার দিচ্ছেন তাদের জন্য ক্রুশের বার্তাটি হল ঈশ্বরের শক্তি.

জগতের বুদ্ধিকে ঈশ্বর কিসে পরিণত করেছেন?

জগতের বুদ্ধিকে ঈশ্বর মূর্খতায় পরিণত করেছেন.

প্রচারের মুর্খতার মাধ্যমে যারা বিশ্বাস করে তাদের রক্ষা করাটা কেন ঈশ্বরকে সন্তুষ্ট করেছে?

ঈশ্বরকে এটি সন্তুষ্ট করেছে কারণ জগৎ তার বুদ্ধিতে ঈশ্বরকে জানেনি .

যারা মানুষের দৃষ্টিতে জ্ঞানী বা শক্তিশালী বা ভালো পরিবারের তাদের কতজনকে ঈশ্বর আহ্বান করেছিলেন?

যারা তেমন তাদের অনেককেই ঈশ্বর আহ্বান করেননি .

কেন ঈশ্বর এই জগতের মূর্খতাটিকে ও যা জগতে দুর্বল সেগুলোকে নির্বাচন করেছিলেন?

তিনি এমনটি জ্ঞানীদের লজ্জিত করতে করেছিলেন আর যা শক্তিশালী সেগুলোকে লজ্জিত করার জন্য করেছিলেন .

ঈশ্বর কি এমন করেছিলেন যেন তার সম্মুখে কেউ গর্ব না করতে পারে?

ঈশ্বর যা জগতে নিম্ন ও তুচ্ছ এবং এমন সব জিনিস যা কিছুতে গণ্য হয় না নির্বাচন করেছিলেন .

বিশ্বাসীরা কেন প্রভু খ্রীষ্ট যীশুতে ছিল?

ঈশ্বরের কারণে তারা প্রভু খ্রীষ্ট যীশুতে ছিল.

প্রভু খ্রীষ্ট যীশু আমাদের জন্য কি হয়েছিলেন?

তিনি আমাদের জন্য ঈশ্বরের জ্ঞান হয়েছিলেন-আমাদের ধার্মিকতা, পবিত্রতা ও উদ্ধার.

যদি আমরা গর্ব করি, তবে আমাদের কার উপর গর্ব করা উচিত?

যে গর্ব করে সে যেন প্রভুর উপর গর্ব করে.

কোন প্রকারে পৌল করিন্থে এসেছিলেন যখন তিনি ঈশ্বরের গোপন সত্যের ঘোষণা করেছিলেন?

পৌল উৎকৃষ্ট ভাষণ বা বুদ্ধির সাথে আসেননি যখন তিনি ঈশ্বরের গোপন সত্যের ঘোষণা করেছিলেন.

পৌল কি জানতে সিদ্ধান্ত নিয়েছিলেন যখন তিনি করিন্থবাসীদের মধ্যে ছিলেন?

পৌল প্রভু যীশু খ্রীষ্টকে ও তার ক্রুশে প্রাণ দেওয়ার বিষয়টি ছাড়া আর কিছু না জানতে সিদ্ধান্ত নিয়েছিলেন.

পৌলের বাক্য ও তার ঘোষণা বুদ্ধির প্ররোচিত বাক্যের চেয়ে আত্মার ও পরাক্রমের প্রদর্শনে কেন করা হয়েছিল?

এমনটি এই জন্য করা হয়েছিল যেন তাদের বিশ্বাস মানুষের জ্ঞানের উপর নয় কিন্তু ঈশ্বরের শক্তিতে হয়.

কোন জ্ঞান পৌল ও তার সাথে থাকা অন্যরা বলেছিল?

তারা গোপন সত্যে ঈশ্বরের জ্ঞান বলেছিল যা হল গোপন জ্ঞান যা ঈশ্বর আমাদের মহিমার জন্য যুগান্তের পূর্বে নিরূপণ করে রেখেছিলেন .

যদি ঈশ্বরের জ্ঞান পৌলের সময়ের শাসকরা জানত তবে তারা কি করত না?

যদি তারা ঈশ্বরের জ্ঞান জানত তবে তারা মহিমার প্রভুকে ক্রুশে দিত না.

কিভাবে পৌল ও তার সাথে থাকা অন্যরা ঈশ্বরের জ্ঞান জেনেছিল?

ঈশ্বর তাদের সেই বিষয়গুলো পবিত্র আত্মার মাধ্যমে প্রকাশিত করেছিলেন.

কে ঈশ্বরের গভীর বিষয়গুলোকে জানেন?

কেবল ঈশ্বরের আত্মা ঈশ্বরের গভীর বিষয়গুলোকে জানেন.

পৌল ও তার সাথে থাকা অন্যরা পবিত্র আত্মা প্রাপ্ত করার একটি কারণ কি যিনি হলেন ঈশ্বরের তরফ থেকে?

তারা ঈশ্বরের তরফ থেকে আত্মা প্রাপ্ত করেছে যেন তারা সেই সকল কিছুর বিষয়ে জানতে পারে যা ঈশ্বর বিনামূল্যে দিয়েছেন .

কেন প্রাণীক ব্যক্তি সেই সকল বিষয় যা ঈশ্বরের আত্মার তা গ্রহণ করতে বা জানতে পারেনা?

প্রাণীক ব্যক্তি সেগুলো গ্রহণ করতে পারে না কারণ সেগুলো তার জন্য মুর্খতা আর সেগুলো সে জানতে পারে না কারণ সেগুলো আত্মিক ভাবে বিচারিত হয় .

যারা প্রভু যীশুতে বিশ্বাস করে তাদের কাছে কার মন রয়েছে সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন যে তাদের কাছে প্রভু খ্রীষ্টের আত্মা রয়েছে.

কেন পৌল বলেছিলেন যে তিনি করিন্থের বিশ্বাসীদের আত্মিক লোকজন বলতে পারবেন না?

পৌল করিন্থের বিশ্বাসীদের আত্মিক লোকজন বলতে পারবেন না কারণ তারা এখনও মাংসময়, ঈর্ষা ও বিবাদ তাদের মধ্যে বর্তমান.

কে ছিলেন পৌল ও কে ছিলেন আপল্লো?

তারা সেবক ছিলেন, ঈশ্বরের সহকর্মী, যাদের মাধ্যমে করিন্থবাসীরা খ্রীষ্টে বিশ্বাস করেছিল.

কে বৃদ্ধি দেন?

ঈশ্বর বৃদ্ধি দেন.

ভিত্তিটি কি?

ভিত্তিটি হল প্রভু যীশু খ্রীষ্ট.

কারোর কার্যের সাথে কি ঘটবে যে প্রভু যীশু খ্রীষ্টের ভিত্তিটির উপর নির্মাণ করেছে?

তার কার্য দিনের আলোতে ও অগ্নিতে প্রকাশিত হবে.

অগ্নি একটি ব্যক্তির কার্যের সাথে কি করবে?

প্রত্যেকে যা করেছে তার গুণ অগ্নি প্রকট করবে.

কি ঘটবে যদি কারোর কার্য অগ্নির পরও অবশিষ্ট থাকে?

সেই ব্যক্তিটি পুরস্কার পাবে.

কি ঘটবে যদি ব্যক্তিটির কার্য অগ্নিতে পুড়ে যায়?

সেই ব্যক্তিটি হানি উঠাবে, কিন্তু সে নিজে উদ্ধার পাবে যেমন অগ্নি থেকে কোনো রকমে রক্ষা পায় ঠিক তেমন ভাবে.

প্রভু যীশু খ্রীষ্টের বিশ্বাসীরূপে আমরা কারা ও আমাদের ভিতরে কে নিবাস করেন?

আমরা ঈশ্বরের মন্দির ও পবিত্র আত্মা আমাদের মধ্যে নিবাস করেন.

কি ঘটবে যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে?

ঈশ্বর সেই ব্যক্তিটিকে নষ্ট করবেন যে ঈশ্বরের মন্দির নষ্ট করে.

পৌল তাকে কি বলেন যে নিজেকে এই যুগের অনুসারে জ্ঞানী বোধ করে?

পৌল বলেন, “... সে যেন একটি ‘মূর্খ’ হয় যেন তাকে জ্ঞানী করা যেতে পারে৷”.

প্রভু জ্ঞানীদের তর্কবিতর্কের বিষয়ে কি জানেন?

প্রভু জ্ঞানীদের তর্কবিতর্কের বিষয়ে জানেন যে তা হল অসার .

পৌল কেন করিন্থের বিশ্বাসীদেরকে লোকেদের বিষয়ে গর্ব করা বন্ধ করতে বলেছিলেন?

তিনি তাদের গর্ব করা বন্ধ করতে বলেছিলেন, “যেহেতু সকলই তাদের,” আর কারণ হল, “...তোমরা খ্রীষ্টের, আর খ্রীষ্ট ঈশ্বরের৷”.

করিন্থীয় বাসীদের পৌল ও তার সঙ্গীদের বিষয়ে কিরূপ মনে করা উচিত সে বিষয়ে পৌল কি বলেছেন?

করিন্থীয়দের তাদেরকে প্রভু খ্রীষ্টের দাস ও ঈশ্বরের গোপন সত্যের তত্ত্বাবধায়করূপে মনে করা উচিত.

একজন তত্ত্বাবধায়কের একটি গুণ কি?

তত্ত্বাবধায়ককে বিশ্বাসযোগ্য হওয়া উচিত.

পৌল কার বিষয়ে বলেন যে তিনি তার [পৌল] বিচারক?

পৌল বলেন যে প্রভু তাকে বিচার করেন.

যখন প্রভু আসবেন তখন তিনি কি করবেন?

তিনি গোপন বিষয়গুলোর উপর আলো ফেলবেন ও হৃদয়ের উদ্দেশ্যগুলো প্রকাশ করবেন.

কেন পৌল এই নীতিগুলোকে নিজের ও আপল্লোর উপর প্রয়োগ করেছেন?

পৌল এমনটি করিন্থের বিশ্বাসীদের জন্য করেছেন যেন তারা এই কথনের অর্থটিকে শিখতে পারে, “যা লেখা আছে তা অতিক্রম কর না,” যেন তারা কেউই পরস্পরের বিরুদ্ধে গর্ব না করতে পারে .

কেন পৌল ইচ্ছা করেন যে করিন্থের বিশ্বাসীরা রাজত্ব করুক?

পৌল ইচ্ছা করেন যে করিন্থের বিশ্বাসীরা রাজত্ব করুক যেন পৌল ও তার সঙ্গীরাও তাদের সাথে রাজত্ব করতে পারত .

কোন তিনটি মাধ্যমে পৌল নিজেকে ও তার সঙ্গীদের করিন্থের বিশ্বাসীদের বিপরীতে করেন?

পৌল বলেন, “আমরা প্রভু খ্রীষ্টের জন্য মুর্খ কিন্তু তোমরা খ্রীষ্টে জ্ঞানী৷ আমরা দুর্বল কিন্তু তোমরা শক্তিশালী৷ তোমরা সম্মানিত কিন্তু আমরা অপমানিত.

পৌল কিভাবে প্রেরিতদের দৈহিক অবস্থার বর্ণনা দিয়েছিলেন?

পৌল বলেছিলেন তারা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, বিবস্ত্র, গম্ভীরভাবে আঘাতগ্রস্ত আর গৃহহীন.

যখন তাদের সাথে কুব্যবহার করা হয়েছিল তখন পৌল ও তার সঙ্গীরা কিভাবে প্রতিক্রিয়া করেছিল?

যখন তাদের নিন্দিত করা হয়েছিল তখন তারা আশির্বাদ দিয়েছিল৷ যখন তাদের উৎপীড়ন করা হয়েছিল তখন তারা তা বহন করেছিল৷ যখন তারা অপবাদিত হয়েছিল তখন তারা দয়ার সাথে কথা বলেছিল.

কেন পৌল এইসব বিষয় করিন্থের বিশ্বাসীদের লিখেছিলেন?

তিনি তাদের তার প্রিয় সন্তানদের ন্যায় সংশোধন করতে লিখেছিলেন.

পৌল করিন্থের বিশ্বাসীদেরকে কাকে অনুকরণ করতে বলেন?

পৌল তাদের তাকে [পৌল] অনুকরণ করতে বলেন.

পৌল তীমথিয়কে করিন্থের বিশ্বাসীদের কি মনে করিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন?

পৌল তীমথিয়কে করিন্থের বিশ্বাসীদের খ্রীষ্টে পৌলের পথের বিষয়ে মনে করিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন.

করিন্থের কিছু কিছু বিশ্বাসীরা কিরূপ আচরণ করছিল?

তাদের কেউ কেউ উদ্ধত হয়েছিল আর এমন আচরণ করছিল যেন পৌল তাদের মধ্যে আসবেনই না .

ঈশ্বরের রাজ্য কি দিয়ে গঠিত?

ঈশ্বরের রাজ্য পরাক্রম দিয়ে গঠিত.

কোন সমাচার পৌল করিন্থের মন্ডলীর বিষয়ে শুনেছিলেন?

পৌল শুনেছিলেন যে সেখানে যৌন অনৈতিকতা রয়েছে৷ তাদের একজন তার পিতার স্ত্রীর সাথে সহবাস করছে.

যে তার পিতার স্ত্রীর সাথে পাপ করেছে সে ব্যক্তিটির সাথে কি করা উচিত সে বিষয়ে পৌল কি বলেছিলেন?

যে তার পিতার স্ত্রীর সাথে পাপ করেছে সে ব্যক্তিটিকে তাদের মধ্যে থেকে বের করে দেওয়া উচিত.

কিভাবে ও কেন সেই ব্যক্তিটিকেবের করতে হবে যে তার পিতার স্ত্রীর সাথে পাপ করেছে?

যখন করিন্থের বিশ্বাসীরা প্রভু যীশুর নামে একত্র হয় তখন মাংসের বিনাশের জন্য সেই পাপী ব্যক্তিটিকে শয়তানের হাতে ছেড়ে দিতে হবে যেন তার আত্মা প্রভুর দিনে উদ্ধার পায়.

পৌল খারাপ ব্যবহার ও দুষ্টতাকে কিসের সাথে তুলনা করেছেন?

পৌল সেগুলোকে তাড়ি বা ইষ্টের সাথে তুলনা করেছেন.

সততা ও সত্যের জন্য পৌল কোন রূপকের ব্যবহার করেন?

পৌল সততা ও সত্যের জন্য তাড়িশূন্য রুটির রূপকটির ব্যবহার করেন.

কাদের সাথে করিন্থের বিশ্বাসীদেরকে মেলামেশা না করতে পৌল বলেছিলেন?

পৌল তাদেরকে যৌন-অনৈতিক ব্যক্তিদের সাথে মেলামেশা না করতে লিখেছিলেন.

পৌল কি তাদের কোনোও যৌন-অনৈতিক ব্যক্তিদের সাথে মেলামেশা না করতে অর্থ প্রকাশ করেছিলেন?

পৌল জগতের যৌন-অনৈতিক ব্যক্তিদের বিষয়ে অর্থ প্রকাশ করেননি৷ সেক্ষেত্রে তাদের থেকে দূরে যেতে গেলে তোমাদের জগতের বাইরে যেতে হবে.

পৌল কাদের সাথে করিন্থের বিশ্বাসীদেরকে মেলামেশা না করতে অর্থ প্রকাশ করেছিলেন?

পৌল তাদের জন্য বলেছিলেন যাদের খ্রীষ্টে ভাই বা বোন বলা হয় যারা ব্যভিচারী, লোভী, গালাগালি দেয়, মাতাল, জোচ্চর বা পূর্তি পূজক.

কাদের বিচার বিশ্বাসীদের করা উচিত ছিল?

তাদের মন্ডলীর ভিতরের লোকেদের বিচার করা উচিত ছিল.

যারা মন্ডলীর বাইরে তাদের কে বিচার করবেন?

যারা মন্ডলীর বাইরে তাদের ঈশ্বর বিচার করবেন.

পবিত্রজনরা কাদের বিচার করবে?

পবিত্রজনরা জগতের ও স্বর্গদূতদের বিচার করবে.

কারা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে না?

অধার্মিক, যৌন-অনৈতিক, মূর্তি পূজক, ব্যভিচারী, পুরুষ বেশ্যা, যারা সমকামিতার অভ্যাস করে, চোর, লোভী, মাতাল, কটুভাষী ও পরধনগ্রাহীরা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে না.

করিন্থের বিশ্বাসীদের সাথে কি হয়েছিল যারা পূর্বে অধার্মিকতার অভ্যাস করত?

তাদের শুদ্ধ ও পবিত্র করা হয়েছে; প্রভু যীশু খ্রীষ্টের নামে ও পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের সাথে ধার্মিক করা হয়েছে.

কোন দুটি জিনিসের বিষয়ে পৌল বলেন যেগুলোকে পৌল নিজের উপরে কর্তৃত্ব করতে দিবেন না?

পৌল বলেন তিনি খাদ্য ও ব্যভিচারকে নিজের উপর রাজত্ব করতে দিবেন না.

বিশ্বাসীদের দেহ সকল কিসের অঙ্গ?

তাদের দেহগুলো খ্রীষ্টের অঙ্গ .

বিশ্বাসীদেরকে কি বেশ্যাদের সঙ্গে সংযুক্ত হওয়া উচিত?

না৷ এমনটি কোনক্রমেই যেন না হয়.

কি ঘটে যখন কেউ নিজেকে বেশ্যার সঙ্গে সংযুক্ত করে?

সে তার সাথে এক দেহ হয়.

কি ঘটে যখন কেউ নিজেকে প্রভুর সাথে সংযুক্ত করে?

সে আত্মায় তার সাথে এক হয়.

যখন লোকেরা ব্যভিচারী হয় তখন তারা কিসের বিরুদ্ধে পাপ করে?

তারা নিজেদের দেহের বিরুদ্ধে পাপ করে যখন লোকেরা ব্যভিচারী হয়.

কেন বিশ্বাসীদেরকে নিজেদের দেহের দ্বারা ঈশ্বরের মহিমা করা উচিত?

তাদেরকে তাদের দেহের দ্বারা ঈশ্বরের মহিমা করা উচিত কারণ তাদের দেহ পবিত্র আত্মার গৃহ.

কেন প্রত্যেক পুরুষের তার নিজস্ব স্ত্রী থাকা উচিত ও কেন প্রত্যেক মহিলার তার নিজস্ব স্বামী থাকা উচিত?

বহু অনৈতিক কার্যের প্রলোভনের কারণে প্রত্যেক পুরুষের তার নিজস্ব স্ত্রী থাকা উচিত ও প্রত্যেক মহিলার তার নিজস্ব স্বামী থাকা উচিত.

একজন স্বামী বা স্ত্রীর দেহের উপর তাদের নিজেদের কি কর্তৃত্ব আছে?

না৷ একজন স্বামীর তার স্ত্রীর দেহের উপর কর্তৃত্ব আছে ও ঠিক সেইভাবে একজন স্ত্রীর তার স্বামীর দেহের উপর কর্তৃত্ব আছে.

কখন একজন স্বামীর ও একজন স্ত্রীর সহবাস থেকে আলাদা থাকাটা যথার্থ?

এটি যথার্থ যদি স্বামী ও স্ত্রী দুজনেই একসাথে রাজি হয় ও একটি নির্দিষ্ট সময়কাল আলাদা করে রাখে যেন তারা নিজেদেরকে প্রার্থনায় মগ্ন করতে পারে.

বিধবা ও অবিবাহিতদের কি করাকে পৌল ভালো বলেন?

পৌল বলেন তাদের অবিবাহিত থাকাটা ভালো.

কোন পরিস্থিতিতে বিধবা ও অবিবাহিতদের বিবাহ করা ভালো?

তাদের বিবাহ করা উচিত যদি তারা নিজেদের সংযত ও নিয়ন্ত্রণে না রাখতে পারে.

প্রভু তাদের কি আজ্ঞা দেন যারা বিবাহিত?

স্ত্রীকে তার স্বামীর থেকে পৃথক [ডিভোর্স] হওয়া উচিত নয়৷ যদি সে স্বামীর থেকে পৃথক হয় তবে অবিবাহিতা থাকুক বা তার সাথে গিয়ে পুনরায় এক হোক৷ স্বামীও তার স্ত্রীকে ত্যাগপত্র না দিক.

একজন বিশ্বাসী স্বামী বা স্ত্রীকে তার অবিশ্বাসী সঙ্গীকে কি ত্যাগপত্র দেওয়া উচিত?

যদি অবিশ্বাসী স্বামী বা স্ত্রী তার সঙ্গীর সাথে থাকতে সন্তুষ্ট হয়, তবে বিশ্বাসী সঙ্গী অবিশ্বাসী সঙ্গীটিকে ত্যাগপত্র দেওয়া উচিত নয়.

একজন বিশ্বাসীর কি করা উচিত যদি তার অবিশ্বাসী সঙ্গীটি চলে যেতে চায়?

বিশ্বাসীটিকে তার অবিশ্বাসী সঙ্গীটিকে চলে যেতে দিতে হবে.

কোন নীতি পৌল সকল মন্ডলীতে স্থাপন করেছিলেন?

নীতিটি হল: প্রত্যেকে তেমন জীবন বাঁচুক যেমন প্রভু তাদের জন্য নিরূপণ করেছেন আর যার জন্য ঈশ্বর তাদের ডেকেছেন.

ছিন্নত্বকদের ও অছিন্নত্বকদের পৌল কি পরামর্শ দিয়েছিলেন?

পৌল অছিন্নত্বকদেরকে ছিন্নত্বক হতে মানা করেছিলেন আর ছিন্নত্বকদের তাদের ছিন্নত্বকের চিহ্নটিকে সরাতে মানা করেছিলেন.

গুলাম বা দাসদের জন্য পৌল কি বলেন?

যদি তারা তখন দাস ছিল যখন তাদের ঈশ্বর ডেকেছিলেন, তবে সে বিষয়ে উদ্বিগ্ন না হোক, কিন্তু যদি তারা স্বতন্ত্র হতে পারে তবে তাদের স্বতন্ত্র হওয়া উচিত৷ যদিও তারা গুলাম ছিল কিন্তু এখন প্রভুর স্বাধীন লোকজন৷ তাদের মানুষের গুলাম হওয়া উচিত নয়.

কেন পৌল ভাবেন, যে সেই ব্যক্তিটি যে কখনো বিবাহ না করে পৌলের মত অবিবাহিত রয়েছে, তা ভালো?

আসন্ন সঙ্কটের কারণে পৌল এমনটি ভাবেন যে একজন পুরুষকে অবিবাহিত থাকা ভালো.

বিশ্বাসীদের কি করা উচিত যদি তারা একটি বিবাহের শপথের দ্বারা একটি মহিলার সাথে বিবাহে আবদ্ধ হয়?

মহিলাটিকে বিবাহ করার শপথ থেকে তাদের স্বাধীনতার অনুসন্ধান করা উচিত নয়.

পৌল তাদের যারা স্ত্রীর থেকে স্বতন্ত্র আর যারা অবিবাহিত কেন বলেন, “একটি স্ত্রীর অনুসন্ধান কর না৷” ?

তিনি এমনটি বলেছেন কারণ তিনি তাদের বহু সমস্যার থেকে রক্ষা করতে চেয়েছিলেন যা বিবাহিতদের হয়ে থাকে.

কেন যারা এই সংসার ভোগ করছে তাদের এমনভাবে ভোগ করা উচিত যেন তারা ভোগ করছে না?

তাদের এমন ভাবে জীবন যাপন করা উচিত কারণ জগতের রীতিটি সমাপ্ত হয়ে আসছে.

কেন সেই খ্রিস্টানদের জন্য প্রভুতে একাগ্রতার সাথে ভক্তি করাটা কঠিন যারা বিবাহিত?

এটি কঠিন কারণ একটি বিশ্বাসী স্বামী বা স্ত্রী এই জগতের বিষয়ে চিন্তাশীল যে কিভাবে সে তার স্বামী বা স্ত্রীকে সন্তুষ্ট করবে.

কে তার থেকে উত্তম করে যে তার বাগদত্তাকে বিবাহ করে?

সে যে বিবাহ করে না তার থেকে উত্তম করে যে তার বাগদত্তাকে বিবাহ করে.

কতকাল একজন স্ত্রী তার স্বামীর সাথে আবদ্ধ হয়ে থাকে?

যতকাল তার স্বামী জীবিত ততকাল সে তার স্বামীর সাথে আবদ্ধ হয়ে থাকে.

যদি একজন বিশ্বাসী স্ত্রীর স্বামী মরে যায়, তবে সে কার সাথে বিবাহ করতে পারে?

সে যার সাথে ইচ্ছা তার সাথে বিবাহ করতে পারে, কিন্তু কেবল তাকে যে প্রভুতে রয়েছে.

এই অধ্যায়ে পৌল কোন বিষয়টিকে সম্বোধন করেন?

পৌল মূর্তির কাছে উৎসর্গ করা খাদ্যের বিষয়ে সম্বোধন করেন.

জ্ঞান ও ভালোবাসার পরিণামটি কি?

জ্ঞান গর্বিত করে কিন্তু ভালোবাসা নির্মাণ করে.

মূর্তি কি ঈশ্বরের সমতুল্য?

না৷ একটি মূর্তি এই জগতে কিছুই নয় আর কেবল ঈশ্বর পরমেশ্বর ছাড়া আর কোনো ঈশ্বর নেই.

একমাত্র ঈশ্বর কে?

একমাত্র ঈশ্বর পিতা আছেন৷ তার থেকেই সকল কিছু হয়েছে আর আমরা তার জন্যই জীবিত.

প্রভু কে?

একমাত্র প্রভু যীশু খ্রীষ্ট রয়েছেন, যার মাধ্যমে সকল কিছু অস্তিত্বে রয়েছে আর তার মাধ্যেম আমরা অস্তিত্বে রয়েছি.

কি হয় যখন কেউ মূর্তিদের কাছে বলি করা উৎসর্গ খাদ্য খায়?

তাদের বিবেক ভ্রষ্ট হয়েছে কারণ সেটি দুর্বল.

আমাদের খাদ্য খাওয়াটা কি আমাদেরকে ঈশ্বরের কাছে ভালো করে না খারাপ করে?

খাদ্য আমাদেরকে ঈশ্বরের কাছে সুপারিশ করে না৷ আমাদের খারাপ হয় না যদি তা আমরা না খাই আর আমাদের ভালোও হয় না যদি আমরা তা খাই.

আমাদের কি বিষয়ে সতর্ক থাকা উচিত যেন আমাদের স্বাধীনতা কি না হয়?

আমাদের সতর্ক থাকা উচিত যেন আমাদের স্বাধীনতা কারো জন্যে ব্যাঘাতের কারণ না হয় যে বিশ্বাসে দুর্বল.

কি ঘটে যখন কোনো দুর্বল বিবেকের ভাই বা বোন আমাদেরকে মূর্তিদের কাছে উৎসর্গ করা মাংস খেতে দেখার পর তারাও খায়?

আমরা সেই দুর্বল বিবেকের ভাই বা বোনের বিনাশের কারণ হই.

যখন আমরা খ্রীষ্টে থাকা দুর্বল বিবেকের একটি ভাই বা বোনের ব্যাঘাতের কারণ হই তখন আমরা কার বিরুদ্ধে পাপ করি?

আমরা ভাই বা বোনের বিরুদ্ধে পাপ করি ও খ্রীষ্টের বিরুদ্ধে পাপ করি.

যদি খাদ্য তার ভাই বা বোন ব্যাঘাতের কারণ হয় তবে পৌল কি করবেন বলেন?

পৌল বলেন যদি খাদ্য তার ভাই বা বোন ব্যাঘাতের কারণ হয় তবে তিনি কখনও মাংস খাবেন না.

পৌল যে একজন প্রেরিত ছিলেন তার কি প্রমাণ পৌল দিয়েছিলেন?

পৌল বলেছিলেন যে যেহেতু করিন্থের বিশ্বাসীরাই প্রভুতে তার সহকর্মী ছিল তাই তারাই প্রভুতে পৌলের প্রেরিতত্বের প্রমাণ.

প্রেরিতদের, প্রভুর ভাইদের ও কৈফার কোন কোন অধিকারের বিষয়ে পৌল বলেছিলেন?

পৌল বলেছিলেন তাদের খাওয়ার ও পান করার আর তাদের সাথে বিশ্বাসী স্ত্রীকে সঙ্গে নেওয়ার অধিকার আছে.

কোন উদাহরণসমূহ পৌল তাদের দিয়েছিলেন যারা তাদের কার্যের জন্য লাভ বা মজুরি পায়?

পৌল সৈন্যদের, বাগিচা বপনকারীর ও মেষপালকদের উদাহরণসমূহ তাদেরকে দিয়েছিলেন যারা তাদের কার্যের জন্য লাভ বা মজুরি পায়.

পৌল যারা তাদের কার্যের জন্য লাভ বা মজুরি পায় সেই বিচারটিকে সমর্থন দেওয়ার জন্য মোশীর ব্যবস্থা থেকে কোন উদাহরণটি দিয়েছিলেন?

পৌল তার বিচারটিকে সমর্থন করতে সেই আজ্ঞাটিকে উল্লেখ করেছিলেন, “শস্যমর্দনকারী বলদের মুখে জালতি বেঁধে দিও না৷”.

পৌল ও তার সঙ্গীদের করিন্থের বিশ্বাসীদের মধ্যে কোন অধিকারটি রয়েছে যা তারা দাবি করে না?

পৌল ও তার সঙ্গীদের করিন্থের বিশ্বাসীদের থেকে বস্তুগত সামগ্রী নেওয়ার অধিকার আছে কারণ তারা করিন্থীয়দের মধ্যে আত্মিক সামগ্রী বপন করেছিল.

প্রভু তাদের বিষয়ে কি আজ্ঞা দিয়েছিলেন যারা সুসমাচার প্রচার করেন?

প্রভু আজ্ঞা দিয়েছেন যে যারা সুসমাচার প্রচার করে তাদের জীবন নির্বাহ সুসমাচার থেকেই করা উচিত.

কোন বিষয়ে পৌল বলেছিলেন যে তার গর্ব করা উচিত নয় আর কেন তিনি সে বিষয়ে গর্ব করতে পারবেন না?

পৌল বলেছিলেন সুসমাচারের বিষয়ে তার গর্ব করা উচিত নয় কারণ তাকে তা করতেই হত.

কেন পৌল সকলের দাস হয়েছিলেন?

পৌল সকলের দাস হয়েছিলেন যেন তিনি ঈশ্বরে বহু লোকেদের জয় করতে পারেন.

পৌল ঈশ্বরে বহু লোকেদের জয় করতে কার মত হয়েছিলেন?

যারা ব্যবস্থার অধীন তাদের জন্য পৌল একজন ইহুদি হয়েছিলেন, যারা ব্যবস্থার বাইরে তাদের জন্য তিনি দুর্বল হয়েছিলেন, যেন সকল কিছু হওয়ার মাধ্যমে তিনি যদি কিছুদের জয় করতে পারেন.

কেন পৌল সকল কিছু সুসমাচারের জন্য করেছিলেন?

তিনি এমনটি করেছিলেন যেন তিনি সুসমাচারের আশির্বাদে অংশগ্রহণ করতে পারেন.

পৌল কিভাবে দৌড়াতে বলেছিলেন?

পৌল পুরস্কার পাওয়ার জন্য দৌড়াতে বলেছিলেন.

কোন ধরনের মুকুট পাওয়ার জন্য পৌল দৌড়াচ্ছিলেন?

পৌল দৌড়াচ্ছিলেন যেন তিনি একটি অক্ষয় মুকুট পেতে পারেন.

কেন পৌল তার দেহকে অধীনে রেখেছিলেন ও সেটিকে গুলাম করে রেখেছিলেন?

পৌল এমনটি করেছিলেন যেন অন্যদের প্রচার করার পর তিনি নিজে যেন অযোগ্য না হয়ে পরেন.

তাদের পূর্বপুরুষরা মোশীর সময়ে কোন অভিজ্ঞতা পেয়েছিল?

সকলেই মেঘের অধীনে ছিল আর সমুদ্রের মধ্য দিয়ে গিয়েছিল৷ সকলেই মোশীতে মেঘে ও সমুদ্রে বাপ্তাইজিত হয়েছিল, আর সকলেই একই আত্মিক খাদ্য খেয়েছিল ও আত্মিক পানীয় পান করেছিল.

সেই আত্মিক শৈলটি কে ছিলেন যাকে তাদের পূর্বপুরুষরা অনুসরণ করেছিল?

শৈলটি প্রভু খ্রীষ্ট ছিলেন যাকে তাদের পূর্ব পুরুষেরা অনুসরণ করেছিল.

কেন ঈশ্বর মোশীর সময়ে তার পূর্বপুরুষদের সাথে অসন্তুষ্ট ছিলেন?

তিনি সন্তুষ্ট ছিলেন না কারণ তাদের পূর্বপুরুষরা প্রতিমা বানিয়েছিল, ব্যভিচার করেছিল, তারা খ্রীষ্টকে পরীক্ষা করেছিল ও বচসা করেছিল.

এই সকল কেন ঘটেছিল ও কেন সেগুলোকে লেখা হয়েছে?

সেগুলো আমাদের জন্য উদাহরণস্বরূপ হয়েছিল আর সেগুলো আমাদেরকে নির্দেশ দেওয়ার জন্য লেখা হয়েছে.

কোনো ভিন্ন প্রলোভন কি আমাদেরকে দেওয়া হয়েছে?

না কোনো প্রলোভনই আমাদের উপর চড়াও হয়নি যা সকল মনুষ্য জাতির জন্য সাধারণ নয়.

ঈশ্বর আমাদের প্রলোভন থেকে বিজয়ী হওয়ার জন্য কি করেছেন?

তিনি আমাদের ভালো পথ দিয়েছেন যেন আমরা প্রলোভন থেকে বিজয়ী হতে পারি.

পৌল কিসের থেকে করিন্থের বিশ্বাসীদের পালানোর জন্য সাবধান করেন?

তিনি মূর্তি পূজা থেকে পালানোর জন্য তাদের সাবধান করেন.

বিশ্বাসীরা যে পানপাত্রটিকে ধন্যবাদ দেয় ও যে রুটি তারা ভাঙ্গে সেগুলো কি?

পানপাত্রটি হল খ্রীষ্টের রক্তের সহভাগিতা৷ রুটি হল খ্রীষ্টের দেহের সহভাগিতা .

পরজাতীয়রা কাদের উদ্দেশ্যে তাদের বলিদান উৎসর্গ করে?

তারা এইসব বস্তু ভূতেদের উদ্দেশ্যে উৎসর্গ করে ঈশ্বরের প্রতি নয়.

যেহেতু পৌল চাইতেন না যেন করিন্থের বিশ্বাসীরা ভূতেদের সাথে সহভাগী হয়, তাই পৌল তাদের কি বলেছিলেন যা তারা করতে পারবে না?

পৌল বলেছিলেন তারা প্রভুর পাত্র থেকে ও ভূতেদের পাত্র থেকে পান করতে পারবে না আর তারা প্রভুর মেজ [টেবিল] ও ভূতেদের মেজ থেকে খেতে পারবে না.

আমরা কিসের ঝুঁকি নিই যদি আমরা প্রভুর বিশ্বাসী হয়ে ভূতেদের সাথে সহভাগিতা করি?

আমরা প্রভুর অন্তর্জ্বালা জন্মানোর ঝুঁকি নিই.

আমাদের কি আমাদের স্বার্থ চেষ্টা করা উচিত?

না৷ বরং, প্রত্যেকেই তার প্রতিবেশীর মঙ্গলের চেষ্টা করা উচিত.

যদি কোনো অবিশ্বাসী আপনাকে খাবার খেতে নিমন্ত্রণ করে আর আপনি যেতে চান, তখন আপনাকে কি করা উচিত?

আপনাকে দেওয়া যেকোনো খাবার কোনো বিবেকের জন্য প্রশ্ন না করে আপনাকে সেগুলো খাওয়া উচিত.

যদি আপনার অবিশ্বাসী আতিথ্যকর্তা আপনাকে আপনার খেতে দেওয়া খাবারের বিষয়ে বলে যে সেগুলো মূর্তির প্রতি উৎসর্গ করা খাদ্যবস্তু তখন আপনাকে কেন সেগুলোকে খাওয়া উচিত নয়?

সেই ব্যক্তিটির উদ্দেশ্যে যে আপনাকে সূচনাটি দিল আর অন্য ব্যক্তিটির বিবেকের জন্যও সেগুলো আপনার খাওয়া উচিত নয় .

আমাদের ঈশ্বরের গৌরবার্থে কি করা উচিত?

আমাদের সকল কিছু, যার মধ্যে খাওয়া ও পান করা অন্তর্ভুক্ত, ঈশ্বরের গৌরবার্থে করা উচিত.

কেন আমাদের ইহুদিদের বা গ্রীকদের বা ঈশ্বরের মন্ডলীর কারো প্রতি কোনো বিঘ্ন দেওয়া উচিত নয়?

আমাদের কারো প্রতি কোনো বিঘ্ন দেওয়া উচিত নয় যেন তারা উদ্ধার পেতে পারে.

ঈশ্বর তাদের পূর্বপুরুষদের দণ্ড দিতে কি করেছিলেন?

তারা বিভিন্ন ভাবে মারা গিয়েছিল; কিছু লোকেরা সাপের দ্বারা ও কিছু লোকেরা মৃত্যুর দূতের দ্বারা৷ তাদের মৃতদেহগুলোকে নির্জন প্রদেশে ফেলে দেওয়া হয়েছিল.

পৌল করিন্থের বিশ্বাসীদের কাকে অনুসরণ করতে বলেছিলেন?

পৌল তাদেরকে তাকে [পৌলকে] অনুসরণ করতে বলেছিলেন.

পৌল কার অনুকারী ছিলেন?

পৌল খ্রীষ্টের একজন অনুকারী ছিলেন.

পৌল কিসের জন্য করিন্থের বিশ্বাসীদের প্রশংসা করেছিলেন?

পৌল তাদের প্রশংসা করেছিলেন তাদের সকল কিছুতে তাকে স্মরণ করায় আর করিন্থীয়দের সেই শিক্ষা ধরে রাখায় যেমনটি তিনি তাদের সমর্পণ করেছিলেন.

খ্রীষ্টের মস্তক কে?

ঈশ্বর হলেন খ্রীষ্টের মস্তক.

পুরুষের মস্তক কে?

খ্রীষ্ট হলেন প্রত্যেক পুরুষের মস্তক.

একজন নারীর মস্তক কে?

একজন পুরুষ হল একজন নারীর মস্তক.

কি হয় যখন একজন পুরুষ তার মস্তক ঢেকে প্রার্থনা করে?

সে তার মস্তকের অপমান করে যদি সে তার মস্তক ঢেকে প্রার্থনা করে.

কি হয় যখন একজন নারী তার মস্তক না ঢেকে প্রার্থনা করে?

যে কোনো স্ত্রী যে তার মস্তক না ঢেকে প্রার্থনা করে সে তার মস্তকের অপমান করে.

কেন একজন পুরুষকে তার মস্তক ঢাকা উচিত নয়?

তাকে তার মাথা ঢাকা উচিত নয় কারণ সে ঈশ্বরের প্রতিমূর্তি ও মহিমা.

স্ত্রী কার জন্য সৃষ্টি হয়েছিল?

স্ত্রী পুরুষের জন্য সৃষ্টি হয়েছিল.

পৌলের, তার সঙ্গীদের ও ঈশ্বরের চার্চগুলোর স্ত্রীদের প্রার্থনা করার বিষয়ে কিরূপ আচরণ ছিল?

স্ত্রীদের জন্য আচরণ ছিল যেন তারা তাদের মাথা ঢেকে প্রার্থনা করে.

কেন পুরুষ ও নারী একে অপরের উপর নির্ভরশীল?

স্ত্রী পুরুষের থেকে আর পুরুষ স্ত্রী থেকে এসেছিল.

করিন্থের মন্ডলীতে কেন দলাদলি থাকা উচিত?

সেখানে নিশ্চয়ই দলাদলি থাকা উচিত, যেন তাদের মধ্যে যারা প্রমাণিত হয়েছে তাদের শনাক্ত করা যায়.

কি হচ্ছিল যখন করিন্থের বিশ্বাসীরা আহার করার জন্য একত্রিত হত?

যখন তারা আহার করে তখন প্রত্যেকে অন্যের আগে গিয়ে আহার গ্রহণ করে৷ ফলে একজন ক্ষুদিত থাকে আর একজন মাতাল হয়.

যে রাতে তাকে প্রতারিত করা হয় তখন প্রভু রুটি ভাঙ্গার পর কি বলেছিলেন?

তিনি বলেছিলেন, “এটি হল আমার দেহ, এটি তোমাদের জন্য; আমার স্মরণে এমনটি কর৷”.

প্রভু কি বলেছিলেন যখন তিনি আহারের পর পানপাত্রটি তুলেছিলেন?

তিনি বলেছিলেন, “এই পানপাত্রটি হল আমার রক্তে নতুন নিয়ম৷ তোমরা যতবার এটি পান করবে আমার স্মরণার্থে এটি কর৷”.

যতবার আপনি এই রুটি খান ও পানপাত্রটি থেকে পান করেন ততবার আপনি কি করেন?

আপনি প্রভুর মৃত্যুর ঘোষণা করেন যতদিন পর্যন্ত না তার আগমন হয়.

কেন একজন ব্যক্তিকে অযোগ্য ভাবে প্রভুর রুটি খাওয়া ও পানপাত্রটি থেকে পান করা উচিত নয়?

এমনটি করলে আপনি প্রভুর দেহের ও রক্তের দোষী হবেন৷ আপনি আপনার উপরের বিচারাজ্ঞা খাচ্ছেন ও পান করছেন.

খ্রিস্টান মন্ডলীর লোকেদের মধ্যে অনেকের সাথে কি ঘটেছিল যারা অযোগ্য ভাবে প্রভুর রুটি খেয়েছিল ও পানপাত্র থেকে পান করেছিল?

তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়েছিল ও কেউ কেউ মারা গিয়েছিল .

করিন্থের বিশ্বাসীদের পৌল কি করতে বলেন যখন তারা আহার করার জন্য একত্রিত হবে?

তিনি তাদের অন্যের জন্য অপেক্ষা করতে বলেন.

কোন বিষয় করিন্থের বিশ্বাসীরা অবগত হোক যা পৌল চান?

পৌল চান যেন তারা আত্মিক বরদানগুলোর বিষয়ে অবগত হোক.

যে ঈশ্বরের আত্মায় কথা বলে সে কি বলতে অক্ষম?

সে বলতে পারবে না, “প্রভু যীশু শাপগ্রস্ত৷”.

কিভাবে একজন বলতে পারবে, “প্রভু যীশু হলেন প্রভু”?

“প্রভু যীশু হলেন প্রভু” একজন কেবল পবিত্র আত্মার দ্বারাই বলতে পারবে .

ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীদের কিভাবে সক্ষম করেন?

তিনি প্রত্যেক বিশ্বাসীদের বিভিন্ন বরদান, বিভিন্ন সেবাকার্য ও ভিন্ন ভিন্ন কার্য প্রদান করে সক্ষম করেন.

কেন আত্মার আবির্ভাব দেওয়া হয়েছে?

এটি সকলের লাভের জন্য দেওয়া হয়েছে.

আত্মার দ্বারা দেওয়া কিছু কিছু বরদানগুলো কি কি?

কিছু কিছু বরদানগুলো হল, বুদ্ধির বাক্য, জ্ঞানের বাক্য, বিশ্বাস, আরোগ্য করার বরদান, পরাক্রমের কার্য, ভাববাণী, আত্মাসমূহকে চেনার শক্তি, অন্যান্য ভাষাসমূহ আর অন্যান্য ভাষাসমূহের ব্যাখ্যা দেওয়ার শক্তি.

কে নির্বাচন করেন যে কে কোন বরদানটি প্রাপ্ত করবে?

আত্মা যেমন নির্বাচন করেন তেমন প্রত্যেক ব্যক্তিকে বরদান দেন.

কিসে সকল খ্রিস্টানরা বাপ্তাইজিত হয়েছে?

আমরা সকলে এক দেহে বাপ্তাইজিত হয়েছি আর এক আত্মা থেকে পান করেছি.

কে দেহের প্রত্যেক অঙ্গকে সাজান ও আকার দেন?

ঈশ্বর দেহের প্রত্যেক অঙ্গকে সাজান ও আকার দেন.

আমরা কি দেহের অন্যান্য অঙ্গগুলো ছাড়া কার্য করতে পারি যেগুলো অপেক্ষাকৃত দুর্বল?

না৷ দেহের যে অঙ্গগুলো অপেক্ষাকৃত দুর্বল সেগুলো অত্যন্ত প্রয়োজনীয়.

ঈশ্বর দেহের সেই অঙ্গগুলোকে কি করেছেন যেগুলো অপেক্ষাকৃত দুর্বল?

ঈশ্বর সকল অঙ্গগুলোকে একত্রে জুড়ে দিয়েছেন আর তিনি সেগুলোকে আরো শক্তিশালী করেছেন যেগুলো দুর্বল ছিল.

ঈশ্বর কেন সেই অঙ্গগুলোকে আরো শক্তিশালী করেছেন যেগুলো দুর্বল ছিল?

তিনি এমনটি করেছেন যেন দেহে কোনো বিভাজন না থাকে, কিন্তু তারা যেন একে অপরকে একই ভালোবাসায় যত্ন নেয়.

মন্ডলীতে ঈশ্বর কাদের নিযুক্ত করেছেন?

মন্ডলীতে ঈশ্বর প্রথম প্রেরিতদের, দ্বিতীয় ভাববাদীদের, তৃতীয় শিক্ষাদাতাদের, পরাক্রমশালী কার্যকারীদের, আরোগ্যের বরদান, সাহায্যকারীদের, পরিচালকদের আর যারা অন্য ভাষাসমূহে কথা বলে তাদের নিযুক্ত করেছেন .

পৌল করিন্থের খ্রিস্টানদের কি অনুসন্ধান করতে বলেন?

পৌল তাদের শ্রেষ্ঠ দান সকল অনুসন্ধান করতে বলেন .

পৌল কি বলেন তিনি করিন্থের খ্রিস্টানদের কি দেখাবেন?

পৌল বলেন তিনি তাদের একটি সর্বোত্তম পথ দেখাবেন.

পৌল যদি মানুষের ও স্বর্গদূতদের ভাষায় কথা বলেন কিন্তু তার যদি প্রেম না থাকে তবে তিনি কি হয়ে পরবেন?

তিনি একটি শব্দকারক ঘন্টা ও বিব্রতকর করতাল হয়ে পরবেন.

পৌলের কাছে যদি ভাববাণী করার বরদান থাকে, তিনি যদি সকল গোপন সত্য ও জ্ঞান বোঝেন আর মহাবিশ্বাস থাকে কিন্তু তার যদি প্রেম না থাকে তবে তিনি কি হয়ে পরবেন?

তবে তিনি কিছুই হবেন না .

পৌল যদি তার সকল কিছু দরিদ্রদের দান করেন ও তার দেহ জ্বালানোর জন্য দান করেন তবুও তিনি কিছুই কিভাবে প্রাপ্ত করবেন না?

যদি তিনি প্রেম না করেন তবে তিনি কিছুই প্রাপ্ত করতে পারবেন না যদিও তিনি অন্য সকল কিছু করেন.

প্রেমের কিছু কিছু বৈশিষ্ট্যগুলো কি কি?

প্রেম ধৈর্যশীল ও দয়ায় পূর্ণ; ঈর্ষা বা আত্মগরিমা করে না; গর্ব করে না বা অশিষ্টাচার করে না৷ স্বার্থ চেষ্টা করে না, সহজে রেগে ওঠে না, অপকার গণনা করে না৷ প্রেম অধার্মিকতায় আনন্দ করে না কিন্তু সত্যে আনন্দ করে৷ সকল কিছু বহন করে, সকল কিছু বিশ্বাস করে, সকল কিছুই প্রত্যাশা করে, সকল কিছু ধৈর্য্যপূর্বক সহ্য করে আর কখনও শেষ হয় না.

কিছু কিছু জিনিস কি যেগুলো লোপ পাবে বা শেষ হয়ে যাবে?

ভাববাণী, জ্ঞান, আর তা যা অসম্পূর্ণ সেগুলো লোপ পাবে আর অন্যান্য ভাষা সকল শেষ হয়ে যাবে.

কি কোনক্রমেই শেষ হবে না?

প্রেম কোনক্রমেই শেষ হবে না.

পৌল কি বলেছিলেন তিনি কি করেছিলেন যখন তিনি একজন পূর্ণবয়স্ক হয়েছিলেন?

পৌল বলেছিলেন যখন তিনি একজন পূর্ণবয়স্ক হয়েছিলেন তখন তিনি শিশু-প্রকৃতিটিকে ত্যাগ করেছিলেন.

কোন তিনটি বিষয় থাকবে আর তিনটির মধ্যে কোনটি সর্বোত্তম?

বিশ্বাস, প্রত্যাশা আর প্রেম থাকবে৷ এগুলোর মধ্যে সর্বোত্তমটি হল প্রেম.

কোন আত্মিক বরদানের বিষয়ে পৌল বলেছিলেন যেন আমারা বিশেষ করে সেটির প্রতি আগ্রহশীল হই?

পৌল বলেছিলেন আমরা বিশেষ করে যেন ভাববাণীর প্রতি আগ্রহশীল হই.

যখন কেউ অন্যান্য ভাষায় কথা বলে তখন সে কার সাথে কথা বলে?

সে লোকেদের সাথে নয় কিন্তু ঈশ্বরের সাথে কথা বলে.

অন্যান্য ভাষায় কথা বলার থেকে কেন ভাববাণী করাটা শ্রেষ্ঠ?

যে অন্যান্য ভাষায় কথা বলে সে নিজের উন্নতি করে কিন্তু যে ভাববাণী বলে সে মন্ডলীর উন্নতি করে৷ তাই যে ভাববাণী বলে সে শ্রেষ্ঠ.

অগম্য ভাষণের সাথে পৌল কিসের তুলনা করেন?

তিনি এটিকে বাদ্যযন্ত্রের সাথে তুলনা করেন যেমন হল বাঁশি বা বীণা যা সঠিক শব্দ করে না আর হল তূরী যা অনিশ্চিত শব্দে বাজে.

পৌল করিন্থের বিশ্বাসীদের কি বিষয়ে আগ্রহী হতে বলেন?

তিনি তাদের উত্তমরূপে মন্ডলী গঠন করতে আগ্রহী হতে বলেন.

যে অন্যান্য ভাষায় কথা বলে তাকে কিসের জন্য প্রার্থনা করা উচিত?

তাকে প্রার্থনা করা উচিত যেন সে ব্যাখ্যা করতে পারে.

সে যখন অন্যান্য ভাষায় প্রার্থনা করে তখন তার আত্মা ও মস্তিষ্ক কি করে সে বিষয়ে পৌল কি বলেছিলেন?

পৌল বলেছিলেন যদি সে অন্যান্য ভাষায় প্রার্থনা করে তখন তার আত্মা প্রার্থনা করে কিন্তু তার মস্তিষ্ক ফলহীন থাকে.

পৌল কি বলেছিলেন তিনি কিভাবে প্রার্থনা ও গান করবেন?

পৌল বলেছিলেন তিনি কেবল তার আত্মায় নয় কিন্তু তার মস্তিস্কের দ্বারাও প্রার্থনা ও গান করবেন.

অন্যান্য ভাষায় দশ হাজার কথা বলার চেয়ে বরং পৌল কি করবেন বলেছিলেন?

পৌল বলেছিলেন তিনি বরং তার জ্ঞানে পাঁচটি কথা বলতে চান যেন তিনি অন্যদের নির্দেশ দিতে পারেন .

কাদের জন্য অন্যান্য ভাষা ও ভাববাণী হল একটি চিহ্ন স্বরূপ?

অন্যান্য ভাষা হল অবিশ্বাসীদের জন্য চিহ্ন আর ভাববাণী হল বিশ্বাসীদের জন্য চিহ্ন.

বাইরের লোকজন ও অবিশ্বাসীরা কি বলবে যদি তারা মন্ডলীর ভিতরে আসে ও সকলকে অন্যান্য ভাষায় কথা বলতে শুনে?

তারা বিশ্বাসীদের পাগল বলবে.

যদি মন্ডলীর সকলে ভাববাণী বলে আর যদি সেখানে কোনো অবিশ্বাসী বা একজন বাইরের লোক ভিতরে আসে তখন কি ঘটে সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন অবিশ্বাসী বা বাইরের লোকটি তার শোনা সকল কথায় দোষী সাব্যস্থ হয় আর বিচারিত হয় .

অবিশ্বাসীটি বা বাইরের লোকটি কি করবে যদি সেই ভাববাণীগুলো তার হৃদয়ের গোপন বিষয়গুলো প্রকাশ করে?

সে নত হবে, ঈশ্বরের আরাধনা করবে আর ঘোষণা করবে যে ঈশ্বর সত্যই তোমাদের মধ্যে রয়েছেন.

তাদের প্রতি পৌলের কি নির্দেশনা ছিল যারা বিশেষ ভাষায় কথা বলে যখন বিশ্বাসীরা একত্রিত হয়?

তিনি বলেন কেবল মাত্র দুজন বা অধিক হলে তিনজনকে বলা উচিত, প্রত্যেকে যেন তার পালাক্রমে বলে৷ যদি ভাষা ব্যাখ্যা দেওয়ার কেউ সেখানে না থাকে তবে প্রত্যেকে মন্ডলীতে যেন নীরব থাকে.

ভাববাদীদের জন্য পৌল কি নির্দেশনা দেন যখন তারা মন্ডলীতে একত্রিত হয়?

পৌল বলেন দুজন বা তিনজন ভাববাণী করুক আর অন্যরা শুনুক যে কি বলা হচ্ছে৷ যদি অন্য এক ভাববাদীর কাছে কোনো প্রকাশ থাকে তবে যে কথা বলছে সে যেন নীরব হয়৷ তাদের পালাক্রমে ভাববাণী বলা উচিত .

কোন মন্ডলীগুলোর বিষয়ে পৌল বলেন যেখানে মহিলাদের কথা বলার অনুমতি নেই?

পৌল বলেন পবিত্রজনদের মন্ডলীগুলোতে মহিলাদের কথা বলার অধিকার নেই.

মহিলাদের কি করা উচিত যদি তারা কিছু শিখতে ইচ্ছা করে সে বিষয়ে পৌল কি বলেছিলেন?

পৌল তাদেরকে তাদের স্বামীদের কাছে গৃহে জিজ্ঞাসা করতে বলেছিলেন.

একজন স্ত্রীর মন্ডলীতে কথা বলাকে লোকেরা কিরূপে দেখে?

এটিকে লজ্জার বিষয় রূপে দেখা হয়.

যারা নিজেদের ভাববাদী বা আত্মিক মনে করে তাদের কি বোঝা উচিত সে বিষয়ে পৌল কি বলেছিলেন?

পৌল বলেছিলেন তাদের বোঝা উচিত যে করিন্থের বিশ্বাসীদের প্রতি তার লেখা বিষয়গুলো হল প্রভুর আদেশ .

মন্ডলীতে সকল কিছু কিভাবে করা উচিত?

সকল কিছু শিষ্ট ও সুনিয়মিতরূপে করা উচিত.

কোন বিষয়ে পৌল ভাই ও বোনেদের স্মরণ করিয়েছিলেন?

তিনি তাদের সেই সুসমাচারের বিষয়ে স্মরণ করিয়েছিলেন যা তিনি তাদের কাছে প্রচার করেছিলেন.

কোন পরিস্থিতি পূর্ণ করতে হবে যদি করিন্থীয়রা তাদেরকে করা পৌলের প্রচারের দ্বারা উদ্ধার পেতে চায়?

পৌল তাদেরকে বলেছিলেন তারা উদ্ধার পেতে পারবে যদি তারা তার করা প্রচারের বাক্যটিকে সুদৃঢ়ভাবে ধরে রাখে.

সুসমাচারের অংশগুলো কি কি ছিল যা প্রথমে গুরুত্বপূর্ণ ছিল?

সেই অংশগুলো যা প্রথমে গুরুত্বপূর্ণ ছিল তা হল প্রভু খ্রীষ্ট আমাদের পাপের জন্য শাস্ত্র অনুসারে প্রাণ দিয়েছিলেন আর তিনি কবর প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি শাস্ত্র অনুসারে তিন দিনে উত্থিত হয়েছিলেন.

মৃত্যু থেকে উত্থিত হওয়ার পর প্রভু খ্রীষ্ট কাদের কাছে আবির্ভাব হয়েছিলেন?

তার মৃত্যু থেকে উত্থিত হওয়ার পর, প্রভু খ্রীষ্ট কৈফার কাছে, বারোজনের কাছে, পাঁচশতাধিক ভাই ও বোনেদের কাছে, যাকোবের কাছে, সকল প্রেরিতদের কাছে আর পৌলের কাছে আবির্ভাব হয়েছিলেন.

কেন পৌল বলেছিলেন যে তিনি প্রেরিতদের মধ্যে সবচাইতে নগণ্য?

তিনি এমনটি বলেছিলেন কারণ তিনি ঈশ্বরের মন্ডলীকে উৎপীড়ন করেছিলেন.

পৌল পুনরুত্থানের বিষয়ে কিছু কিছু করিন্থের বিশ্বাসীদের কি নিহিত তিরস্কার করেছিলেন?

তিনি তাদের কিছু কিছুকে এই বলে নিহিত তিরস্কার করেছিলেন যে মৃতদের কোনো পুনরুত্থান নেই.

যদি মৃতদের কোনো পুনরুত্থান না হয় তবে আরো কি সত্য সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন যদি এমনটি হয় তবে প্রভু খ্রীষ্টও মৃতদের মধ্যে থেকে উত্থিত হননি আর পৌল ও তার মত অন্য সকলের প্রচারগুলো হল বৃথা এবং করিন্থীয়দের বিশ্বাসটিও হল বৃথা.

যদি প্রভু খ্রীষ্ট উত্থিত হননি তবে তাদের কি হয়েছে যারা প্রভু খ্রীষ্টে মরেছে?

তারা নষ্ট হয়েছে.

যদি কেবল এই জীবনের ভবিষ্যতের জন্য আমাদের প্রভু খ্রীষ্টে প্রত্যাশা হয় তবে পৌল কি বলেন যা সত্য?

যদি এমনটি হয় তবে, পৌল বলেন যে সকল লোকেদের মধ্যে আমরা সবচাইতে দুর্ভাগা.

পৌল প্রভু খ্রীষ্টকে কি বলে ডাকেন?

তিনি প্রভু খ্রীষ্টকে “যারা মরেছে তাদের প্রথম ফল” রূপে ডাকেন .

সেই পুরুষটি কে যার দ্বারা পৃথিবীতে মৃত্যু এসেছিল ও সেই পুরুষটি কে যার দ্বারা মৃত্যু থেকে পুনরুত্থান এসেছিল?

আদম পৃথিবীতে মৃত্যু এনেছিলেন ও প্রভু খ্রীষ্টের দ্বারা সকলকে জীবিত করা হবে; যা হল পুনরুত্থান.

যারা প্রভু খ্রীষ্টে রয়েছে তাদের কখন জীবিত করা হবে?

এটি তখন হবে যখন প্রভু খ্রীষ্ট পুনরায় আগমন করবেন.

অন্তিমে কি ঘটবে?

প্রভু খ্রীষ্ট ঈশ্বর পিতাকে রাজ্য সমর্পণ করবেন, যখন তিনি সকল শাসকদের, কর্তৃত্বদের ও শক্তিগুলোকে বিনাশ করবেন.

প্রভু খ্রীষ্ট কতকাল রাজত্ব করবেন?

তিনি ততকাল রাজত্ব করবেন যতকাল না তিনি সকল শত্রুদের তার পায়ের তলায় করছেন.

অন্তিম শত্রুটি কে যাকে নষ্ট করা হবে?

অন্তিম শত্রুটি হল মৃত্যু যাকে নষ্ট করা হবে.

কে অন্তর্ভুক্ত নয় যখন এটি বলা হয়, “তিনি সকল কিছু তার পায়ের তলে করবেন৷” ?

তিনি যিনি সকল কিছু পুত্রের [তিনি স্বয়ং] অধীনে করবেন তিনি [পুত্র] অধীনস্ত বিষয়গুলোতে অন্তর্ভুক্ত নন.

পুত্র কি করবেন যেন ঈশ্বর পিতা সর্বেসর্বা হন?

পুত্র নিজে স্বয়ং তার অধীন হবেন যিনি সকল কিছু তার অধীনে করেছেন.

পৌল করিন্থীয়দের কি করতে আজ্ঞা দিয়েছিলেন?

তিনি তাদের সংযমী হতে, ধার্মিকতার সাথে বাঁচতে ও পাপ থেকে রক্ষা পেতে আজ্ঞা দিয়েছিলেন.

পৌল করিন্থীয়দের লজ্জার জন্য কি বলেছিলেন?

তিনি বলেছিলন যে তাদের ঈশ্বরের জ্ঞান নেই.

পৌল মৃতদের পুনরুত্থানকে কিসের সাথে তুলনা করেন?

পৌল এটিকে একটি বীজের সাথে তুলনা করেন যা বপন করা হয়েছে.

বৃদ্ধি পাওয়ার পূর্বে বীজের সাথে কি হয়?

সেটিকে মরতে হয় .

যে বীজ বপন করা হয় সেটি কি সেই দেহের [বৃক্ষ] সদৃশ্য যা সেই বীজটি থেকে বেরিয়ে আসে?

আপনি যা বপন করেন তা সেই দেহের সদৃশ্য নয় যা হবে.

সকল মাংস [দেহ] কি সমান?

না৷ সকল মাংস সমান নয়, মানুষের, পশুর, পাখির আর মাছের মাংস [দেহ] সকল একে অপরের থেকে ভিন্ন.

অন্য ধরনের দেহ রয়েছে কি?

স্বর্গীয় দেহ রয়েছে ও পার্থিব দেহ রয়েছে.

সূর্য, চন্দ্র ও নক্ষত্র সকলের কি একই ধরনের তেজ?

সূর্যের আলাদা তেজ, চন্দ্রের আলাদা তেজ ও নক্ষত্রদের আলাদা তেজ এবং একটি নক্ষত্র থেকে অন্যটির আলাদা তেজ.

আমাদের ক্ষয়প্রাপ্ত দেহগুলোকে কিভাবে বপন করা হয়েছে?

সেগুলোকে প্রাকৃতিক দেহতে, অনাদ্রিত ও দুর্বলতায় বপন করা হয়েছে.

আমাদের পরিস্থিতি কেমন হবে যখন আমরা মৃত্যু থেকে উত্থিত হব?

যা উত্থিত হবে তা অবিনাশী আত্মিক দেহ হবে; যা মহিমা ও পরাক্রমে উত্থিত হবে .

প্রথম পুরুষ আদম কি হয়েছিলেন?

তিনি একটি জীবিত প্রাণ হয়েছিলেন.

অন্তিম পুরুষ আদম কি হয়েছিলেন?

তিনি একটি জীবনদায়ী আত্মা হয়েছিলেন.

প্রথম পুরুষটি ও দ্বিতীয় পুরুষটি কোথা থেকে এসেছিল?

প্রথম পুরুষটি পৃথিবীর মাটি [ধুলা] থেকে এসেছিলেন৷ দ্বিতীয় পুরুষটি স্বর্গ থেকে এসেছিলেন.

কার প্রতিমূর্তিতে আমরা জন্মেছি ও কার প্রতিমূর্তি আমরা বহন করি?

যদিও আমরা মাটির [ধুলা] পুরুষটির প্রতিমূর্তিতে জন্মেছি কিন্তু স্বর্গের পুরুষটির প্রতিমূর্তিটি বহন করি.

কি ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে পারে না?

মাংস ও রক্ত ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে পারে না.

আমাদের সকলের সাথে কি ঘটবে?

আমরা সকল পরিবর্তন হব .

কখন ও কত সময়ে পরিবর্তনটি ঘটবে?

যখন অন্তিম তুরীর ধ্বনি হবে তখন ক্ষণেকের মধ্যে, চোখের পলকেই, আমরা পরিবর্তন হব.

কি ঘটবে যখন এই ক্ষয়ণীয়কে অক্ষয়তা পরিধান করবে আর এই মরণশীলকে অমরতা পরিধান করবে?

মৃত্যুকে জয় গ্রাস করবে .

মৃত্যুর হুল কি আর পাপের শক্তি কি?

মৃত্যুর হুল হল পাপ আর পাপের শক্তি হল ব্যবস্থা .

কার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে জয় দিয়েছেন?

ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে জয় দিয়েছেন!

কোন কারণের জন্য পৌল করিন্থের ভাই ও বোনেদের সুস্থির হতে, নিশ্চল হতে ও সর্বদা প্রভুর কার্যে উপচিয়ে পড়তে বলেন?

তিনি তাদের এমনটি করতে বলেন কারণ তারা জানে যে প্রভুতে তাদের কার্য বৃথা নয়.

পৌল কাদের করিন্থের মন্ডলীর ন্যায় পবিত্রজনদের জন্য চাঁদা একত্র করতে নির্দেশ দিয়েছিলেন?

পৌল গালাতিয়ার মন্ডলীগুলোকে করিন্থের মন্ডলীর ন্যায় নির্দেশ দিয়েছিলেন.

চাঁদাটি কাদের কাছে যাচ্ছিল?

এটি যেরুশালেমের পবিত্রজনদের কাছে যাচ্ছিল.

পৌল করিন্থের মন্ডলীকে কিভাবে তাদের চাঁদা সংগ্রহ করতে বলেছিলেন?

তিনি তাদের বলেছিলেন যে সপ্তাহের প্রথম দিনে, যার যেমন সঙ্গতি রয়েছে তেমন প্রত্যেকে তাদের কিছু অর্থ আলাদা করে সংগ্রহ করুক, যেন যখন পৌল তাদের কাছে উপস্থিত হন তখন তারা চাঁদা সংগ্রহ না করে.

পৌল কখন করিন্থের মন্ডলীতে আসতে চলেছিলেন?

তিনি বলেছিলেন তিনি তাদের কাছে আসতে চলেছিলেন যখন তিনি মাকিদনিয়া দেশের মধ্যে দিয়ে যাত্রা করবেন.

কেন পৌল করিন্থের পবিত্রজনদের সাথে দেখা করতে অল্প সময়ের জন্য আসতে চাইতেন না?

পৌল তাদের সাথে বেশি সময়ের জন্য দেখা করতে আসতে চাইতেন আর তাদের সাথে শীতকাল যাপন করতে চাইতেন.

কেন পৌল পঞ্চাশত্তমীর দিন পর্যন্ত ইফিষে থাকতে চলেছিলেন?

পৌল ইফিষে থেকে ছিলেন কারণ তার জন্য একটি বৃহৎ দ্বার খোলা ছিল আর যেখানে বহু বিপক্ষ ছিল .

তীমথিয় কি করছিলেন?

তিনি পৌলের ন্যায় প্রভুর কার্য করছিলেন.

তীমথিয়ের বিষয়ে পৌল করিন্থের মন্ডলীকে কি করতে আজ্ঞা দিয়েছিলেন?

পৌল করিন্থের মন্ডলীকে দেখতে বলেছিলেন যেন তীমথিয় তাদের সাথে নির্ভয়ে থাকেন৷ পৌল তাদের বলেছিলেন তীমথিয়কে হেয়জ্ঞান না করতে আর তীমথিয়কে শান্তিতে এগিয়ে দিতে.

পৌল আপল্লোকে কি করতে জোর দিয়ে বলেছিলেন?

পৌল আপল্লোকে করিন্থের পবিত্রজনদের সাথে দেখা করতে জোর দিয়ে বলেছিলেন.

করিন্থীয়দের মধ্যে কারা তাদের নিজেদেরকে পবিত্রজনদের সেবার জন্য পৃথক করেছিল?

স্তিফানের পরিজনরা তাদের নিজেদেরকে পবিত্রজনদের সেবার জন্য পৃথক করেছিল.

স্তিফানের পরিজনদের বিষয়ে পৌল করিন্থের পবিত্রজনদের কি করতে বলেছিলেন?

পৌল তাদের তেমন লোকেদের অধীনস্থ হতে বলেছিলেন.

স্তিফান, ফর্তুনাত ও আখায়িক পৌলের জন্য কি করেছিল?

তারা করিন্থের পবিত্রজনদের অনুপস্থিতিটিকে পূর্ণ করেছিল আর পৌলের আত্মাটিকে প্রফুল্লিত করেছিল.

কারা তাদের সম্ভাষণ করিন্থের মন্ডলীতে পাঠিয়েছিল?

এশিয়ার মন্ডলীসমূহ, আক্কিলা ও প্রিষ্কা আর সকল ভাই ও বোনেরা তাদের সম্ভাষণ করিন্থের মন্ডলীতে পাঠিয়েছিল.

যারা প্রভুকে প্রেম করে না তাদের বিষয়ে পৌল কি বলেছিলেন?

পৌল বলেছিলেন, “যদি কেউ প্রভুকে ভালো না বাসে, তবে তার উপরে একটি অভিশাপ হোক৷”.

করিন্থের পবিত্রজনদের কাদের বিচার করতে সক্ষম হওয়া উচিত সে বিষয়ে পৌল কি বলেন?

পৌল বলেন তাদের পবিত্রজনদের মধ্যে উৎপন্ন এই জগতের সমস্যাগুলোর বিচার করতে সক্ষম হওয়া উচিত.

করিন্থের খ্রিস্টানরা তাদের পরস্পরের মধ্যের উৎপন্ন সমস্যাগুলোকে কিভাবে সমাধান করে?

এক বিশ্বাসী অন্য বিশ্বাসীর বিরুদ্ধে আদালতে যায় আর এমন বিচারকের কাছে বিচার রাখে যে নিজে একজন অবিশ্বাসী.

করিন্থের খ্রিস্টানদের মধ্যের সমস্যাটি কিসের ইঙ্গিত করে?

তা ইঙ্গিত করে যে এটি তাদের জন্য একটি পরাজয়.