Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

পৃথিবীতে পাপের আবর্তন

Frame 02-01

আদম এবং তাঁর স্ত্রী সুন্দর বাগানের ভেতর থেকে খুবই সুখী ছিলেন, যেখানে ঈশ্বর তাদের জন্য তৈরী করেছিলেন ।তাদের গায়ের কোন পড়নের কাপর ছিল না, আর তাদের কোন লব্জাবোধ ছিল না। কারণ তখন পৃথিবীতে ভালমন্দ জ্ঞানের কিছুই ছিল না।তারা প্রায়ই বাগানের ভেতর হেঁটে বেড়াতেন এবং ঈশ্বরের সাথে কথাবার্তা বলতেন।

Frame 02-02

বাগানের ভেতর একটা সাপ ছিল ।সে ছিল সবচেয়ে ধুর্ত। সে নারীকে বলল, “সত্যিই কি ঈশ্বর বলেছেন, তোমরা অবশ্যই বাগানের কোন গাছের ফল খেয়ো না”?

Frame 02-03

নারী উত্তর দিলেন, “আমরা বাগানের গাছগুলি থেকে যে কোন ফল খেতে পারি,কিন্তূ ঈশ্বর বলেছেন, বাগানের মাঝখানে যে ভাল-মন্দ জ্ঞান্দায়ী গাছটি আছে তার ফল তোমরা অবশ্যই খাবেনা, আর এটা ছোবেও না। এমনটি করলে তোমরা মারা যাবে” ।

Frame 02-04

সাপ নারিকে বলল,“এ কথা সত্য নয়! তোমরা মরবে না। কারণ ঈশ্বর জানেন যে, যখন তোমরা যত শীঘ্রই এটি খাবে, তোমরা ভাল-মন্দ জানার ক্ষেত্রে ঈশ্বরের মতো হয়ে যাবে ।

Frame 02-05

নারী যখন দেখলেন যে, গাছের ফলটি খুব সুন্দর এবং দেখতে পরম উপাদেয় । তিনি আরো জ্ঞানী হতে চেয়েছিলেন, তাই তিনি কয়েকটি ফল পেড়ে তা খেলেন । তিনি তার স্বামীকে ও কয়েকটি ফল দিলেন,যিনি তার সঙ্গেই ছিলেন, তিনিও তা খেলেন ।

Frame 02-06

হঠাৎ তাদের দুজনেরই চোখ খুলে গেল এবং তারা অনুভব করল যে, তারা উলঙ্গ।তাই তারা গাছের পাতা দিয়ে একসাথে সেলাই করে নিজেদের জন্য আচ্ছাদন তৈরী করলেন।

Frame 02-07

তারপর মানুষটি ও তার স্ত্রীর বাগানে ভেতর হাটার আওয়াজ শুনতে পেলেন, তারা উভয়ে ঈশ্বরকে এড়িয়ে লুকিয়ে পড়লেন,পরে সেই মানুষ্টিকে ডেকে বললেন, “আদম তুমি কোথায়?আদম উত্তরে বললেন, বাগানের আমি তোমার হাঁটার আওয়াজ শুনতে পেয়েছিলাম আর আমি ভয় পেয়েছিলাম, কারণ আমি যে উলঙ্গ।তাই আমি লুকিয়ে পড়েছি”।

Frame 02-08

তাপর ঈশ্বর বললেন,“কে বলেছে তোমাকে তূমি যে উলঙ্গ? যে গাছের ফল না খাওয়ার জন্য আমি তোমাকে বলেছিলাম,সেই গাছের ফল তূমি কি খেয়েছ? মানুষটি উত্তরে বললেন, আমার সঙ্গে তুমি যে নারীকে এখানে রেখেছ, সে-ই নারী আমাকে কয়েকটি ফল দিয়েছিল”।তাই ঈশ্বর নারিকে জিজ্ঞাসা করলেন, তুমি একি করলে”? নারি উত্তরে বললেন, সাপ আমাকে প্রতারনা করছে ।

Frame 02-09

অতএব ঈশ্বর সাপকে বললেন, “ তুমিই হলে অভিশপ্ত! তুমি বুকে ভর দিয়ে চলবে এবং জীবনভর ধুলো খাবে ।তোমার এবং নারীর মধ্যে পরষ্পরকে ঘৃণা করবে; আর তোমার ও তাঁর সন্তানসন্তুতির মধ্যে ও পরষ্পরকে ঘৃনা করবে । সে তোমার মাথা গুড়িয়ে দেবে এবং তুমি তার পায়ের গোড়ালিতে আঘাত হানবে।

Frame 02-10

ঈশ্বর তখন নারীকে বললেন, “আমি তোমার সন্তান প্রসবের ব্যথা খুব বাড়িয়ে দেব। “প্রচণ্ড প্রসব বেদনা সহ্য করে তুমি সন্তানের জন্ম দেবে। তোমার স্বামীর প্রতি তোমার আকুল বাসনা থাকবে,আর সে তোমার উপর কতৃত্ব করবে”।

Frame 02-11

ঈশ্বর লোককে বললেন, “তুমি তোমার স্ত্রীর কথা শুনেছ এবং আমাকে অমান্য করেছ । এখন তোমার জন্য ভুমি অভিশপ্ত হলো। আজীবন তুমি কঠোর পরিশ্রম করে তোমাকে খাদ্য উৎপাদন করতে হবে।তারপর তুমি মরবে, তোমার দেহ মাটিতে ফিরে যাবে”। তিনি তার স্ত্রীর নাম দিলেন ইবা,যার অর্থ হলো “জীবন দাতা” ,কারন তিনি হবেন সব জীবন্ত মানুসের মা। তারপর ঈশ্বর আদম এবং তার স্ত্রীর জন্য পশু চামড়ার পোশাক বানিয়ে দিলেন ।

Frame 02-12

তারপর ঈশ্বর বললেন, “মানুষ এখন ভাল-মন্দের জ্ঞান পেয়ে আমাদের একজনের মতো হয়ে গিয়েছে, তাকে এ সুযোগ দেওয়া যাবে না, যেন সে তার হাত বাড়িয়ে আবার জীবনদায়ী গাছের ফল খেয়ে অমর হয়ে যায়”। তাই ঈশ্বর আদম এবং ইবাকে বাগান থেকে নির্বাসিত করলেন। ঈশ্বর বাগানের প্রবেশ পথে একজন শক্তিশালী দেবদূত বসিয়ে দিলেন, যাতে জীবন্দায়ী ফল গাছের দিকে কেউ যেতে না পারে ।

Genesis 3