যোহনের কাছে যীশু ব্যাপ্তিশ্ম গ্রহণ
যেখারিয়াহ এবং ইলিজাবেতের ছেলে যোহন বড় হয়ে উঠলেন এবং একজন যাজক হলেন। তিনি মরুভুমিতে অবস্থান করে পঙ্ঘপাল এবং বনের মধু ভোজন করতেন,এবং উটের লোমের তৈরী পোশাক পরতেন।
যোহনের কখা শুনতে অনেক লোক মরুভুমিতে চলে আসলেন। তিনি প্রচার করে বললেন, “মন পরিবর্তন করো,কারণ স্বর্গরাজ্য এসে পড়ল”
যখন যোহনের কণ্ঠস্বর শুনলেন, তাদের অনেকেই নিজেদের পাপস্বীকার করে করলেন এবং যোহন তাদেরকে ব্যাপ্তিশ্ম দিলেন। অনেক ধর্মীয় নেতা যোহনকে দেখতে এসেছিলেন কিন্তু তারা তাদের পাপ স্বীকার করলেন না।
যোহন ধর্মীয় নেতাদের বললেন,“তোমরা বিষধর সাপের বংশ! তোমরা ব্যবহার পরিবর্তন করো। ঈশ্বর যে গাছের উৎকৃষ্ট ফল ধরে না তা কেটে ফেলে আগুনের নিক্ষেপ করেন”। যোহন যাজকের কথা যথার্থ মনে করে বললেন, “দেখ, দ্রুত আমি তোমাদের সামনে একজন দূত পাঠাচ্ছি যিনি তোমাদের সঠিক পথ প্রশ্তুত করবেন”।
কিছু ধর্মীয় নেতা যোহনকে প্রশ্ন করলেন, তিনি মেশিয়াহ কিনা। উত্তরে যোহন বললেন, “আমি মেশিয়াহ নয়,কিন্তু তিনি আমার পরে আসবেন। তিনি আমার চেয়ে অনেক শক্তিশালী, আমি তার জুতিজুতা বওয়ার ও যোগ্য নই”।
কিছুদিন পর যীশু যোহনের কাছে ব্যাপ্তিশ্ম গ্রহনের জন্য আসলেন। যোহন তাকে দেখে বললেন,“দেখ!ঈশ্বরের অসহায় লোক যিনি পৃথিবীর থেকে পাপ মুছে দিতে পারেন”।
যোহন যীশুকে বললেন,“আপনার কাছে আমারই ব্যাপ্তিশ্ম নেওয়ার প্রয়োজন আর আপনি কিনা আমার কাছে আসছেন”। উত্তরে যীশু বললেন, “এখন সে রকমই হোক, সমস্ত ধার্মিকতা পুরনের জন্য আমাদের এরকম করা উপযুক্ত”। তাই যোহন তাকে ব্যাপ্তিশ্ম দিলেন যীশু মনে করেন তিনি এখনো পাপমুক্ত হতে পারিনি।
বাপ্তাইজিত হওয়ার পর পরেই যীশু জল থেকে উঠে এলেন, সেই মুহুর্তে স্বর্গলোক উমুক্ত হল, আর তিনি দেখলেন, ঈশ্বরের আত্না কপোতের আকারে তার উপরে নেমে এসে অধিষ্ঠান ক রছেন। তখন স্বর্গ থেকে এক কণ্ঠস্বর শোনা গেল।তিনি “ইনিই আমার প্রিয় পুত্র,যার উপর আমি পরম প্রসন্ন”।
ঈশ্বর যোহনকে বললেন, “তোমার ব্যাপ্তিশ্মদানের কারো কাছে পবিত্র আত্না এসে পড়েছে। তিনিই হলেন ঈশ্বরের পুত্র”। এখানে একজনই ঈশ্বর আছেন। যখন যোহন যীশুকে ব্যাপ্তিশ্ম দিলেন, তিনি পিতা ঈশ্বরের কথা শুনলেন, ঈশ্বরের পুত্রকে দেখলেন, তিনিই যীশু এবং তিনি পবিত্র আত্না দেখলেন।
Matthew 3; Mark 1:9-11; Luke 3:1-23