যীশুকে সয়তানের প্রলোভন
তখনাৎভাবে যীশু ব্যাপ্তিশ্ম গ্রহনের পর পবিত্র আত্না তাকে মরুভূমির দিকে চালিত করলেন। যীশু সেখানে চল্লিশ দিন চল্লিশ রাত শয়তানের দ্বারা প্রলুদ্ধ হলেন। সে সময় তিনি উপবাস ছিলেন,এবং শয়তান যীশুর কাছে এসে পাপের প্রলুদ্ধ করলেন।
প্রথমে শয়তান যীশুকে বলল, “যদি তুমি ঈশ্বরের পুত্রই হও, তবে পাথরগুলোকে রুটিতে পরিণত হতে বলো তাই তুমি খেতে পার”।
যীশু উত্তর দিলেন,“লেখা আছে মানুষ শুধু রুটিতে বাঁচে না, কিন্তু প্রভু বলেন তাদের সবকিছু প্রয়োজন!”
তারপর শয়তান যীশুকে মন্দিরের সবচেয়ে এক উচ্চ স্থানে নিয়ে গেল। তিনি তাকে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এখান থেকে নিচে ঝাঁপ দাও। কারণ শাস্ত্রে তো লেখা আছে, “প্রভু তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, যেন তারা তোমাকে রক্ষা করেন, তারা তোমাকে হাতে তুলে নেবেন, যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে”।
কিন্তু যীশু শয়তানের কথার মতো কিছুই করলেন না, পরিবর্তে তিনি বললেন,“সেখানে লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকে পরীক্ষা করো না”।
তারপর শয়তান যীশুকে বিশ্বের সকল রাজ্য দর্শন করালো। তিনি তদের শক্তি এবং প্রতিপক্তি দেখালো। তিনি যীশুকে বলল, “এসবই আমি তোমাকে দেব যদি তুমি আমাকে প্রার্থনা এবং উপাসনা করো”।
যীশু উত্তরে বললেন, “আমার কাছ থেকে দূর হও শয়তান!ঈশ্বর তার লোকদেরকে আদেশ দেন, উপাসনা করবে শুধু প্রভু তোমার ঈশ্বরকে,সম্মান করবে শধু তাকে ঈশ্বর হিসাবে”।
যীশুর শয়তানের প্রলুদ্ধকে মন দিলেন না,তাই তাকে ছেরে চলে গেল। তারপর দূতরা এসে যীশুকে সেবা করলেন।
Matthew 4:1-11; Mark 1:12-13; Luke 4:1-13