ঈশ্বর যোসেফ ও তার পরিবারকে রক্ষা করলেন
অনেক বছর পর যখন যকোব বৃদ্ধ হয়ে উঠলেন, তিনি তার সবচেয়ে প্রিয় সন্তান যোসেফকে পাঠালেন,যাও পশুপালের সাথে তোমার দাদারা সব ঠিকঠাক আছে কিনা দেখে এসো ।
যোসেফের ভাইয়েরা তাকে ঘৃণা করতেন, কারণ তাদের বাবা যোসেফকে তাদের যে কোন একজনের তুলনায় বেশী ভালবাসতেন । যোসেফ স্বপ্ন দেখলেন যে, তিনি তাদের একজন শাসনকর্তা হবে ।যখন যোসেফ ভাইয়ের দিকে আসলেন, তখন তাকে পশুপালের দিকে নিয়ে গেলেন এবং তাকে দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিলেন ।
যোসেফের ভাইয়েরা বাড়ীর ফেরার আগে তাঁর পরনের কাপড় ছিঁড়ে ফেললেন, এবং ছাগলের রক্ত চুবে দিলেন ।তখন তাঁর জামাকাপড় তাঁদের বাবাকে দেখালেন, যেন মনে করতে পারে,তাকে হিংস্র কোন বন্য পশু মেরে ফেলেছে ।
দাস ব্যবসায়ীরা তাকে ঈজিপ দেশে নিয়ে গেলেন ।ঈজিপ দেশ নীল নদের পারে অবস্থিত একটি বড় শক্তিশালী দেশ ।ব্যবসায়ীরা যোসেফকে একজন ধনী সরকারী কর্মকর্তা কাছে বিক্রি করলেন ।যোসেফ তাঁর প্রভূকে যত্নসহকারে সেবা শশ্রূষা করতে লাগলেন এবং ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন ।
তাঁর প্রভু-পত্নীর দৃষ্টি যোসেফের উপর পড়ল এবং সে বললেন,“ আমার সাথে বিছানায় এসো”। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখান করে বললেন ,“এধরনের জঘন্য কাজ এবং ঈশ্বরের বিরুদ্ধে আমি পাপ করতে পারব না”। তাই তিনি খুব রাগাম্বীত হয়ে মিথ্যা অভি্যোগে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দিলেন । কারাগার ভিতরেও যোসেফ ঈশ্বরকে স্মরণ করতেন এবং ঈশ্বর তাকে আশীর্বাদ করতেন ।
দু’বছর পরেও যোসেফ কারাগারে ছিলেন,তবুও তিনি নিজেকে নিষ্পাপ মনে করলেন । এক রাত্রে ঈজিপের রাজা ফৌরণের দুটি স্বপ্ন দেখলেন, স্বপ্নের কথা সবাইকে ডেকে বললেন, কিন্তু কেউই সেগুলি তাঁর জন্য ব্যাখা করে দিতে পারলেন না ।
ঈশ্বর যোসেফকে স্বপ্নের ব্যাখা দিতে সাহায্য করলেন,তাই রাজা ফৌরণ যোসেফকে কারাগার থেকে নিয়ে আসলেন ।যোসেফ রাজার স্বপ্নের কথা ব্যাখা করলেন এবং বললেন, সাতটি সুন্দর শস্য দানার শিষ্ হলো,সাত বছর এবং সাতটি রূগ্ন অখাদ্য শিষ ও তাই,এগুলো হলো সাত বছরের দুর্ভিক্ষ ।
ফরৌণ যোসেফের প্রতি খুব সন্তুষ্ট হলেন এবং তাকে ঈজিপ রাজ্য শাসনের জন্য দ্বিতীয় প্রধান লোক হিসাবে নিযুক্ত করলেন ।
যোসেফ লোকদেরকে বললেন, প্রাযুর্যময় সেই সাত বছ্রেরর উৎপাদিত শস্য ভাণ্ডার মজুদ করো। যাতে সাত বছছের দুর্ভিক্ষ সময় লোকদেরকে বিক্রি করতে পারে,এবং তারা যেন প্রচুর খাদ্য খেতে পায় ।
দুর্ভিক্ষ শুধুমাত্র ঈজিপের নয় সমগ্র দেশের যেখানে কনান দেশের যাকোব এবং তার পরিবার বাস করে, সেখানেও দুর্ভিক্ষ দেখা দিল ।
তাই যাকোব তাঁর বড় সন্তানকে খাদ্য ক্রয়ের জন্য ঈজিপের পাঠালেন ।ভাইয়েরা তাঁর কাছ থেকে খাদ্য ক্রয়ের আগে যোসেফকে প্রত্যাখান করলেন,কিন্তু যোসেফ তাদেরকে সাদরে গ্রহণ করলেন ।
“আমি তোমাদের ভাই যোসেফ! ভয় পেয়ো না ।ক্রীতদাস হিসাবে আমাকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে তোমরা আমার সাথে অপরাধ করেছ, কিন্তু সেই অপরাধ ঈশ্বর আমার জন্য ভালই করেছেন!এসো ঈজিপের বস্তিস্থাপন করো, আমি তোমাকে এবং তোমার পরিবারকে সাহায্য করব”।
যোসেফ ভাইয়েরা বাড়িতে ফেরে তাঁদের বাবা যাকোবকে বললেন, যোসেফ ভাই এখনো বেঁচে আছেন, তিনি সেটা শুনে খুবই খুশি হলেন ।
যাকোব বৃদ্ধ হয়ে চিন্তা করলেন,তিনি তার পরিবারসহ ঈজিপ ত্যাগ করবেন এবং তারা সবাই সেখানে খাকতেন। যাকোব মৃত্যুর আগেই তার সমস্ত সন্তানকে আশীর্বাদ করে গেলেন ।
আব্রাহামের সাথে ঈশ্বর নিয়ম প্রতিজ্ঞার পর ইস্হাক,যাকোব এবং তার ১২ জন সন্তান ও তার পরিবারের সবাইয়ের সাথে নিয়ম স্থাপন করলেন । ১২ জন সন্তান ইস্রায়েলে ১২উপজাতিতে পরিণত হলেন ।
Genesis 37-50