রাজ্য বিভক্ত
রাজা ডেবিড ৪০ বছর রাজত্ব করলেন। তারপর তিনি মৃত্যুবরণ করলেন এবং তার পুত্র সলোমন ইস্রায়েল শাসন করতে শুরু করলেন। ঈশ্বর শলোমনকে বললেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কি চাও আমি তাই তোমাকে দেব। শলোমন ঈশ্বরের কাছে দূরদ্রশিতাসম্পন্ন এক অন্তঃকরণ চাইলেন। শলোমনকে এই বিষয়টি চাইতে দেখে ঈশ্বর সন্তুষ্ট হলেন, তাই তিনি শলোমনকে পৃথিবীর সবচাইতে দুরদ্রশিতাসম্পন্ন এমন এক অন্তঃকরণ দিলেন। শলোমন সবকিছু শিখলেন এবং একজন ভাল জ্ঞানী শাসকের পরিণত হলেন। ঈশ্বর তাকে আরোও ঐশ্বর্যশালী পরিণত করলেন।
জেরুজালেমের সলোমন মন্দির নির্মাণ করলেন যেভাবে তার বাবার ডেবিড পরিকল্পনা এবং উপকরণ জরো করেছিলেন। লোকেরা এখন মন্দিরে সন্মিলিত তাঁবুর পরিবর্তে উপাসনা করলেন এবং তার উদ্দেশে করলেন। ঈশ্বর মন্দিরে আসলেন এবং উপস্থিত হলেন, এবং তিনি লোকদের সাথে সেখানে অবস্থান করবেন।
কিন্তু শলোমন অন্য দেশের মহিলাদেরকে ভালবাসলেন। তিনি প্রায় ১,০০০ মহিলাকে বিয়ে করে ঈশ্বরের অবাধ্য হলেন! তাদের মদ্যে অনেক মহিলা বিদেশ থেকে এসেছিল এবং তদেরকে সবসময় ঈস্বরের কাছে নিয়ে যেতেন এবং উপাসনা করাতেন। যখন শলোমন বৃদ্ধ হলেন, তখনও তিনি ঈশ্বরের উপাসনা করতেন।
এটার কারনে শলোমনের উপর ঈশ্বর হ্মুদ্ধ হলেন। তিনি বললেন যে, ইস্রায়েল জাতিদের দুই রাজ্যের বিভক্তের মাধ্যমে আমি তাকে শাস্তি দেব। তিনি এটা করার পর শলোমন মৃত্যুবরণ করলেন।
শলোমনের মৃত্যু পর, তার পুত্র রেহবয়াম রাজা হলেন। ইস্রায়েল সমগ্র জাতির জনগণ তাকে তাদের রাজা হিসাবে গ্রহণ করতে একত্রে এসে পরলেন। তারা রেহবয়ানকে অভিযোগ করলেন যে, শলোমন আমাদের অনেক কঠিন কাজ করিয়েছেন এবং অনেক কর আদায় করেছিলেন। তারা তাদের কাজ কমিয়ে দিতে রেহবয়ানকে বললেন।
কিন্তু রেহবয়ান তাদেরকে বোকামি বলে উত্তর দিলেন। তিনি বললেন, “তোমরা বলেছ যে আমার বাবা শলোমন তোমাদেরকে কঠিন কাজ করিয়েছেন। কিন্তু আমি তার চাইতে বেশী তোমাদের কঠিন কাজ করাব এবং আমি তার চাইতে আরো বেশী ভূগান্তি দেব”।
যখন লোকেরা তার কথা শুনতে পেল, তাদের আনেককে তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল। দশ জনগোষ্ঠী তাকে ছেড়ে চলে গেল! শুধুমাত্র দুটা জনগোষ্ঠী তার সাথে রয়ে গেল। এই দুটা জনগোষ্ঠী নিজেরাই জুদাহ রাজ্য নামে ডাকল।
অন্য দশ জনগোষ্ঠী জেরবয়ামকে তাদের রাজা নির্বাচন করল। এই দশ জনগোষ্ঠী দেশের উত্তর দিকে অবস্থান করলেন। তারা নিজেরা এই রাজ্যকে ইস্রায়েল নামে অভিহিত করলেন।
জেরবয়াম ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করলেন এবং লোকদেরকে পাপ কাজ করাতেন। তিনি তার লোকদের উপাসনার জন্য দুটি প্রতিমা মূর্তি নির্মাণ করলেন। তারা স্বল্প সময়ের মধ্যে জেরুজালেমের জুদাহ রাজ্যের ঈশ্বরের উদ্দেশে উপাসনা করতে মন্দিরে চলে গেল।
জুদাহ এবং ইস্রায়েল রাজ্য শত্রু হয়ে উঠল এবং প্রায়ই পরস্পরের প্রতি যুদ্ধ বাঁধতে লাগল।
নতুন ইস্রায়েল রাজ্যে সকল রাজারা দুষ্ট হয়ে উঠল। ইস্রায়েলের তাদের জায়গায় যারা রাজা হতে চেয়েছিল তারা অনেক রাজাকে হত্যা করেছিল।
ইস্রায়েলের সকল রাজা এবং অধিকাংশ জনগণ তাদের প্রতিমূর্তি উপাসনা করতে লাগল। যখন তারা এটা করল,তারা প্রায়ই পতিতার সাথে ঘুমাত,এবং কখনো কখনো ছেলেমেয়েদেরকে প্রতিমূর্তিতে উৎসর্গ কড়ত।
রাজা জুদাহ ডেবিডের বংশধর ছিলেন। কিছু রাজা ভাল ছিলেন যারা ন্যায়সঙ্গতভাবে নেতৃত্ব প্রদান এবং ঈশ্বরের উপাসনা করতেন।
1 Kings 1-6; 11-12