Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

ইস্বর মেশিয়াহকে প্রতিশ্রুতি প্রদান

Frame 21-01

যখন ঈশ্বর পৃথিবী সৃষ্টি করলেন, তিনি জানতে পারলেন যে একদা অনেক বছর পরে তিনি মেসিয়াহকে পাঠিয়েছিলেন। এটার জন্য তিনি আদম এবং ইওয়াকে প্রতিশ্রূতি দিয়েছিলেন। তিনি বললেন যে, ইওয়া এক বংশধর জন্ম হবে যিনি সাপের মাথা গুড়িয়ে দিতে পারবে। আবশ্যই,ইওয়াকে প্রতারণার জন্য সাতান সাপ হয়ে আবির্ভুত হল। ঈশ্বর অভিপ্রেত হলেন যে মেশিয়াহ সাতানেক সম্পুর্নভাবে পরাজিত করতে পারবে।

Frame 21-02

ঈশ্বর আব্রাহামের সাথে প্রতীজ্ঞা করলেন যে তার মাধ্যমে পৃথিবীর সকল জনগোষ্ঠী আশীর্বাদ পাবে। সল্প সময়ের পর ঈশ্বর মেশিয়াহকে পাঠিয়ে তার প্রতিজ্ঞা পুরন করলেন। পৃথিবীর সকল জনগোষ্ঠীর লোক তাদের পাপ থেকে বেরিয়ে আসতে মেশিয়াহ রক্ষা করলেন।

Frame 21-03

ঈশ্বর মোশেকে কথা দিলেন যে ভবিষ্যতে তার মতো অন্য একজন ভাববাদী পাঠাবেন। এই ভাববাদী হলেন মাশিয়াহ। ঈশ্বর কথা দিলেন তিনি আবার মেশিয়াকে লোকদের কাছে পাঠাবেন।

Frame 21-04

ঈশ্বর রাজা ডেবিডকে কথা দিলেন তার নিজের বংশধর থেকে একজন মেশিয়াহ হবে। তিনি রাজা হয়ে ঈশ্বর লোকদেরকে চিরদিনের জন্য শাসন করবেন।

Frame 21-05

ঈশ্বর ভাববাদী জেরেমিয়াহকে বললেন, তিনি একদিন নতুন চুক্তিপত্র তৈরী করবেন। এ নতুন চুক্তিপত্রটি সীনাইয়ে ইস্‌রায়েলীদের সাথে তৈরী করা পুরাতন চুক্তির মতো হবেনা। সবাই যেন তাকে ব্যক্তিগতভাবে জানতে পারে তিনি লোকদের সাথে নতুন চুক্তিবদ্ধ হবেন। যেন সবাই তাকে ভালবাসে এবং তার আইন মেনে চলতে পারে। মেশিয়াহ তাদের সাথে নতুন চুক্তিটি চুক্তিবদ্ধ করবেন।

Frame 21-06

ঈশ্বরের ভাববাদীরা আরো বললেন যে, মেশিয়াহ হবেন একজন ভাববাদী, যাজক, এবং একজন রাজা। ভাববাদী হলো একজন যিনি ঈশ্বরের কথা শূনে লোকদের কাছে গিয়ে তা প্রচার করা। মেশিয়াহ হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা করার পাঠানো একজন সঠিক ভাববাদী।

Frame 21-07

ইস্‌রায়েলী যাজকেরা লোকদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন । এই উৎসর্গটি তাদের পাপের জন্য ঈশ্বরের দণ্ড দেয়ার জাইগাতে হয়েছিল। লোকদের জন্য ভাববাদীরা প্রভুর কাছে প্রার্থনা করলেন। অধিকন্তু মেশিয়াহ হলেন সঠিক মহা যাজক যিনি নিজেকে ঈশ্বরের জন্য একটা সঠিক উৎসর্গ দিতে পারেন,এবংপাপের জন্য কখনো উৎসর্গ করার প্রয়োজন হতো না।

Frame 21-08

রাজা এবং নেতারা লোকদেরকে শাসন করতেন,কোন কোন সময় তারাও ভুল করতেন। রাজা ডেবিড শুধু ইস্রায়েলীদের শাসন করলেন। কিন্তু ডেবিডের বংশধর মেশিয়াহ,চিরদিনের জন্য সমগ্র পৃথিবীতে শাসন করবেন। তিনি সবসময় ন্যায়সংগতভাবে শাসন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

Frame 21-09

ঈশ্বরের ভাববাদীরা মেশিয়াহ সম্পর্কে অনেককিছু বললেন। উদাহরণস্বরূপ, মালাখি বললেন যে মেশিয়াহ আশার আগে অন্য ভাববাদিরা আসতে পারতেন। সে ভাববাদী খুবই গুরুত্পুর্ন হতেন। ভাববাদী ইশাইয়াহ বললেন,মেশিয়াহ ভারজিনে জন্ম হতে পারতেন। এবং ভাববাদী মিকাহ বললেন,মেশিয়াহ বেথেলহেম শহরে জন্মগ্রহণ করতে পারতেন।

Frame 21-10

ভাববাদী ইসাইয়াহ বললেন, মেশিয়াহ গালিলি অঞ্চলে বাস করতে পারতেন।মেশিয়াহ খুব দুঃখী লোককে আরাম দিতে পারতেন।তিনি কারাবন্দি লোককে কারামুক্ত করতে পারতেন। মেশিয়াহ অসুস্থ লোককে সুস্থ করতে পারতেন এবং যিনি শূনেনা, বলতে পারে না এবং হাঁটতে পারে না তাদেরকে সুস্থ করতে পারতেন।

Frame 21-11

ভাববাদী ইসাইয়াহ আরো বললেন, মেশিয়াকে লোকেরা ঘৃনা করতে পারতেন এবং তাকে প্রত্যাখান করতে পারতেন। অন্য ভাববাদীরা বললেন যে মেশিয়াহ বন্ধুরা তার বিরুদ্ধে বিদ্ধেষপুর্ন আচরণ করতে পারতেন। ভাববাদী জেকারিয়া বললেন যে এটা করার জন্য বন্ধুরা অন্যদের কাছে ৩০টি রুপার পয়সা নিতে পারতেন। আরো কিছু ভাববাদী বললেন, লোকেরা মেশিয়াহকে হত্যা করতে পারতেন এবং তার পোশাক দিয়ে জুয়া খেলতে পারতেন।

Frame 21-12

মেশিয়াহ কিভাবে মরতে পারে ভাববাদীরা আরো বললেন। ইশিয়াহ ভবিষ্যদ্ধাণী করলেন, লোকেরা মেশিয়াহকে থুতু, উপহাস এবং প্রহার করবে। তারা তাকে বিদ্ধ করবে,এবং প্রচণ্ড অন্তর্বেদনাতে ভুগে মারা যাবে, তিনি এখনো এ পর্যন্ত কিছুই ভুল করেননি।

Frame 21-13

ভাববাদীরা আরো বললেন, মেশিয়াহ পাপ করতেননা। তিনি একজন সঠিক ভাববাদী লোক। কিন্তু তিনি অন্য লোকদের পাপের কারনে ঈশ্বর শাস্তি দিয়ে তিনি মরবেন, যখন তিনি মরবেন লোকেরা তখন ঈশ্বরের সাথে শান্তি চুক্তি করতে সামর্থ্য হবে। ঈশ্বরের পরিকল্পনা কারনে তাকে মরতে হবে।

Frame 21-14

ভাববাদীরা আরো বললেন ঈশ্বর মেশিয়াহকে মৃত্যু থেকে উঠায়ে আনবেন। ঈশ্বরের নতুন চুক্তি পরিকল্পনা অনুযায়ী যীশূর মতো মৃত্যু থেকে পুনরুথান হবেন,তাই তার বিরুদ্ধে অবাধ্যের জন্য তিনি লোকদেরকে রক্ষা করবেন।

Frame 21-15

ঈশ্বর ভাববাদী মেশিয়াহ সম্পর্কে সবকিছু বিরোধীতা করলেন,কিন্তু মেশিয়াহ সে সময় ঐ ভাববাদীদের সামনে আসেন নি। ৪০০বছর অধিকের পর সঠিক সময়ে সবশেষে ভবিষ্যদ্ধাণী করলেন, এবং ঈশ্বর মশিয়াহকে পৃথিবীতে পাঠালেন।

Genesis 3:15; 12:1-3; Deuteronomy 18:15; 2 Samuel 7; Jeremiah 31; Isaiah 59:16; Daniel 7; Malachi 4:5; Isaiah 7:14; Micah 5:2; Isaiah 9:1-7; 35:3-5; 61; 53; Psalm 22:18; 35:19; 69:4; 41:9; Zechariah 11:12-13; Isaiah 50:6; Psalm 16:10-11