এক ধনী তরুণ প্রশাসক
একদিন এক ধনী তরুণ প্রশাসক যীশুর কাছে এসে প্রশ্ন করলেন,“ভাল গুরুমহাশয়, অনন্ত জীবন অধিকারীর জন্য আমাকে কি করতে হবে?” যীশু তাকে বললেন, “তুমি আমাকে “ভাল”ডাকলে কেন? এখানে শুধু ভাল একজনই আছেন, তিনি হলেন ঈশ্বর। তুমি যদি অনন্ত জীবন পেতে চাও,ঈশ্বরের আইন মেনে চলো”।
“তাকে মান্য করার জন্য আমাকে কি করতে হবে?” তিনি প্রশ্ন করলেন। উত্তরে যীশু বললেন, হত্যা করো না। বড়দের প্রতি সম্মান প্রদর্শন করো। চুরি কোরো না। মিথ্যা কথা বলবে না। তোমার পিতামাতার প্রতি সম্মান কোরো, এবং নিজেকে ভালবাসার মত তোমার প্রতিবেশীকে ভালোবাস”।
তরুণ লোকটি বলল,“আমি শৈশব থেকে এ নিয়মগুলো পালন করে আসছি। আনন্ত জীবনের জন্য আমার কি করার প্রয়োজন”? যীশু তাকে গেখলেন এবং ভালবাসলেন।
যীশু উত্তরে বললেন, “তুমি যদি সেইমত হতে চাও, তাহলে যাও এবং তুমি তোমার সর্বস্ব বিক্রি করে দুস্থদের মধ্যে বিলিয়ে দাও, তাহলে তুমি স্বর্গে ঐশ্বর্য লাভ করবে। তারপর এসো, আমাকে অনুসরণ করো “।
তরুণ লোকটি যীশুর এই কথা শুনে অত্যন্ত বিষণ্ণ হয়ে উঠলেন,কারণ তিনি প্রচুর সম্পক্তির অধিকারী ছিলেন এবং তার অধিকৃত কনো কিছুই তিনি দিতে চাইলেন না। তিনি যীশুকে ছেড়ে চলে গেলেন।
তারপর যীশু তার দূতদের বললেন,“ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন ক্সতসাধ্য! পকৃতপক্ষে, ধনী ব্যক্তির ঈশেরের রাজ্যে প্রবেশ করার চেয়ে বরং সুচের ছিদ্রপথে উটের প্রবেশ করা শহজ”।
যখন দূতরা যীশুর কথা শুনলেন, তারা হতবম্ভ হলেন।তারা বললেন,“যদি তাই হয় তাহলে কে পরিত্রাণ পেতে পারে?”
যীশুর দূতদের দিকে তাকিয়ে উত্তরে বললেন, “মানুষের পক্ষে যা অসম্ভব ঈশ্বরের কাছে তা শ্মভবপ্র”।
পিতর যীশুকে বললেন,“আপনার অনুগামী হওয়ার জন্য আমরা আমাদের সর্বস্ব ত্যাগ করি । তাহলে আমাদের পুরস্কার কি হতে পারে?”
যীশু উত্তরে বললেন, “ঈশ্বরের রাজ্যের জন্য নিজের ঘরবাড়ি, ভাইবোন,পিতামাতা, সন্তান অথবা সম্পক্তি ১০০বারের অধিক আমার হেতু গ্রহণ করে তাহলে অনন্ত জীবন লাভ করতে পারবে। কিন্তু অনেকে যে প্রথম সে গত এবং যে গত সে প্রথম হতে পারে”।
Matthew 19:16-30; Mark 10:17-31; Luke 18:18-30