দশটি আঘাত
ঈশ্বর মোশে এবং হারোণকে সতর্ক করে বললেন, ফৌরণ এখন অবাধ্য হবেন । তারা রাজা ফৌরণের কাছে গিয়ে বললেন।“ঈস্রায়েলীদের প্রভু ঈশ্বর, একথাই বললেন,আমার লোকজনকে যেতে দাও”। কিন্তু ফৌরণ তাদের কথা শুনলেন না । তাদেরকে মুক্তিপণ দেওয়ার পরিবর্তে লোকদের জন্য কাজকর্ম আরো কঠিন করে দিলেন ।
ফৌরণ লোকদেরকে যেতে অস্বীকৃতি জানালেন, তাই ঈশ্বর ঈজিপের দশটি ভয়ঙ্কর আজ্ঞা পাঠালেন ।এই দশটি আজ্ঞার মাধ্যমে ফৌরণ জানতে পারবে, তার এবং তাঁর ঈজিপতীয়দের ঈশ্বর চাইতে আমি বেশী শক্তিশালী ।
প্রভু ঈশ্বর নীল নদকে আঘাত করে রক্তে পরিণত করলেন,তবুও ফৌরণ ইস্রায়েলীদেরকে যেতে দিলেন না ।
ঈশ্বর নীল নদের আঘাত হানার পর সমগ্র ঈজিপ দেশের ব্যাংঙ ছেরে দিলেন ।দেশের সর্বত্র ব্যাংঙ ভরিয়ে গেল । ফৌরন মোশেকে ব্যাংগুলো নিয়ে যেতে অনুরোধ করলেন ।সবশেষে ব্যাংগুলো মরে যাবার পর ফৌরণের হৃদয় আরো কঠিন করলেন এবং ইস্রায়েলীদেরকে ঈজিপ দেশ ছারতে দিলেন না ।
তারপর ঈশ্বর দেশের সর্বত্র ধুলোবালি, ডাশ-মশায় ছড়িয়ে দিলেন ।ফৌরণ মোশে এবং হারোণকে ডেকে বললেন, তোমরা আজ্ঞা থামলে ঈশ্ড়ায়েলীদেরকে ঈজিপ দেশ থেকে ছেরে দেব ।যখন মোশে ঈশ্বরকে প্রার্থনা করলেন, সব ডাশ-মশা ঈজিপ থেকে বিলুপ্ত হলো । কিন্তু ফৌরনের হৃদয় আরো কঠিন করলেন এবং ঈস্রায়েলীদেরকে মুক্তি দিলেন না ।
পরবর্তিতে ঈশ্বর ঈজিপের গৃহপালিত পশুপাখিদের উপর এক ভয়ঙ্কর রোগে আঘাত করলেন, এবং সব গৃহপালিত পশু মারা গেল ।তবুও তাঁর হৃদয় অনমনীয়ই থেকে গেল এবং তিনি লোকদেরকে যেতে দিলেন না।
তারপর ঈশ্বর মোশেকে বললেন, একটি উনুন থেকে ছাই-ভশ্ম তুলে নিয়ে ফৌরণের সামনে ছড়িয়ে দাও। তারপর মানুষজন ও পশুপালের গায়ে পূজ-ভরা ফোঁড়া ফুটে উঠল কিন্তু ইস্রায়েলীদের কিছুই হলো না । কিন্তূ ঈশ্বর ফৌরণের হৃদয় কঠিন করে দিলেন এবং তিনি মোশে ও হারোণের কথা শুনলেন না, ঠিক যেমন প্রভু মোশিকে বলেছিলেন ।
তারপর ঈশ্বর শিলাবৃষ্টি বর্ষণ করলেন, শিলাবৃষ্টিপাত হলো । শিলাবৃষ্টির ফলে মাঠের সবকিছু মানুষজন ও পশুপাল সবাইকে আঘাত করল, মাঠেঘাতে্ যা যা উৎপন্ন সেগুলি দুমড়ে-মুচড়ে দিল এবং প্রত্যেকটি গাছ নেড়া করে ফেলল ।তখন ফৌরণ মোশে এবং হারুণকে ডেকে পাঠালেন,তিনি তাদের বললেন, “এবার আমি পাপ করেছি” । আমি তোমাদের যেতে দেব। তাই মোশে ঈশ্বর উদ্দেশ্যে প্রার্থনা করলেন এবং শিলাবৃষ্টি আকাশ থেকে পড়া বন্ধ হয়ে গেল ।
অতএব ফৌরণের হৃদয় কঠিন হলো এবং তিনি ইশ্রায়েলীদের যেতে দিলেন না ।
তাই শিলাবৃষ্টি পর ঈশ্বর ঈজিপের উপর পঙ্গপালের আঘাত হানলেন, পঙ্গপালেরা দেশের উপর ঝাঁক বেঁধে নেমে আসলেন, শিলাবৃষ্টি পর যা কিছু অবশিষ্ট ছিল সেগুলো গ্রাস করে নিলেন ।
তারপর সমগ্র ঈজিপ দেশে ঈশ্বর তিনদিনের জন্য অন্ধকার ঢেকে রাখলেন ।তাতে এতই অন্ধকার ছিল যে, ঈজিপ দেশের লোকেরা বাড়ি থেকে বের হতে পারল না । কিন্তু ইশ্রায়েলীরা যেখানে বস্তিস্থাপন করত সেখানে আলো ছিল ।
এই নয়টি আজ্ঞার পর ফৌরণ ইশ্রায়েলীদেরকে যেতে মুক্তি দিলেন না । ফৌরণ কথা না শুনার পর্যন্ত ঈশ্বর তাঁর শেষ আজ্ঞা পাঠাতে পরিকল্পনা করলেন । তাতেই ফৌরণের হৃদয় পরিবর্তন হতে পারে ।
Exodus 5-10