যীশুর জন্ম
মেরি এক ধার্মিক লোক যোসেফ এর সাথে বিবাহের বাগদত্তা ছিলেন। যখন মেরির অন্তঃসত্বার কখা শুনলেন, তিনি বুজতে পারলেন যে শিশুটি তার নয়।অধিকন্তু তিনি মেরিকে শ্মরম দিতে চাইলেন না। তাই প্রকাশে তাকে কলন্ধের পাত্র না চাওয়াতে তিনি গোপনে বাগদান ভেঙ্গে দেওয়ার স্থির পরলেন। কিন্তু একথা বিবেচনার পরে, স্বপ্নের প্রভুর এক দুত তাঁর কাছে আবির্ভুত হয়ে বললেন।
দূত বললেন, “যোসেফ, তোমার স্ত্রীরূপে মেরিকে ঘরে নিতে ভয় পেয় না। তার গর্ভধারন পবিত্র আত্না থেকে হয়েছে, তিনি এক পুত্রের সন্তান জন্ম দেবেন। তাকে যীশু নামে রাখবে(যার অর্থ ইয়াওয়ে রকশা), কারণ তিনি তার প্রজাদের তাদের সব পাপ থেকে পরিত্রান দেবেন”।
তাই যোসেফ মেরিকে বিয়ে করলেন এবং স্ত্রীরূপে তাকে ঘরে নিয়ে গেলেন, কিন্তু তিনি তার সন্তান না হয়ার পর্যন্ত মিলিত হলেন না।
যখন সন্তানের জন্মলগ্ন সময় ঘনিয়ে এল, তিনি এবং যোসেফ এক দীর্ঘ ভ্রমণের জন্য বেথেলেম শহরের যাত্রা করলেন। তাদের সেখানে যেতে হবে কারন রোমিয় জগতে ইস্রায়েলের সমগ্র জনগণকে গণনা করতে চাইলেন। প্রত্যেকে তারা পুর্বপুরুষদের জায়গায় চলে গেলেন। রাজা ডেবিড বেথেলহেমের জন্মগ্রহণ করেছিলেন, তাই মেরি এবং যোসেফ তাদের পুর্বপুরুষদের জায়গায় নাম তালিকাভুক্তির জন্য চলে গেলেন।
মেরি এবং যোসেফ বেথেলহেমের গেলেন কিন্তু তাদের সেখানে পশু রাখার জায়গা ছাড়া পান্থ নিবাসের জন্য কোন স্থান ছিল না। সেখানে মেরি তার পুত্র সন্তান জন্ম দিলেন। তিনি তাকে খাওয়ায়ে শুইয়ে দিলেন,যেহেতু তাদের কোন বিছানা না। তার নাম রাখলেন যীশু।
সেদিন রাত্রে নিকটবর্তী মাঠে কয়েকজন মেষপালক তাদের মেশপাল পাহারা দিচ্ছিল। হঠাৎ তাদের সামনে প্রভুর এক আলোকিত দূত আবির্ভুত হলেন, তারা ভীতচমকিত হয়ে উঠল। দূত তাদের বললেন, “ভয় কোরো না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি। মেশিয়াহ,শিক্ষক,বেথেলহেমের জন্মগ্রহণ করেছিলেন”।
“যাও শিশুটিকে খুঁজ করো, এবং তোমরা কাপড়ে জড়ানো এক শিশুকে জাবপাত্রে শায়িত অবস্থায় দেখতে পাবে”। হঠাৎ আকাশের দূত ভরে উঠল। তারা ঈস্বরের গুণকীর্তন করলেন। তারা বললেন, “উর্ধবতমলোকের ঈশ্বরের মহিমা, আর পৃথিবীতে তার প্রীতির পাত্র সব মানুষেরম মাঝে শান্তি”।
তারপর দূতরা চলে গেলেন। মেষপালকেরা তাদের মেষ ছেড়ে শিশুকে দেখতে চলে গেল। তারা দ্রুত সেখানে গিয়ে জাপাপাত্রে শায়িত অবস্থায় শিশুটিকে দেখতে পেলেন,ঠিক স্বর্গদূতরা তদেরকে বলেছিলেন। তারা খুবই আনন্দ উল্লাস করল। তারপর মেষপালকেরা মাঠে যেখানে তাদের মেষ ছিল সেখানে ফিরে আসলেন। তারা ঈশ্বরের সবকিছু গুণকীর্তন করলেন যেটা শুনলেন এবং দেখলেন।
সেখানে পুর্ব দেশের কয়েকজন পণ্ডিত লোক ছিলেন। তারা জ্ঞানী এবং তারা সম্পর্কে গবেষনা করতেন। তারা আকাশে অস্বাভাবিক তারা দেখতে পেলেন। তারা বললেন যে, ইহুদীদের নতুন রাজা জন্মগ্রহণ করেছেন। তাই তারা ছেলেটিকে দেখতে তাদের দেশ থেকে ভ্রমণের জন্য সিন্ধান্ত নিলেন, দীর্ঘ ভ্রমণের পর তারা বেথেলহেমের এসে পড়লেন এবং ঘরটিকে খুঁজে পেলেন যেখানে যীশু এবং তার পিতামাতারা অবস্থান করছেন।
যখন তারা মায়ের সাথে যীশুকে দেখতে পেলেন, তারা উপুর হয়ে প্রনাম করলেন এবং প্রার্থনা করলেন। তারা যীশুকে মূল্যবান উপহার দিলেন। তারপর তারা বাড়ীতে ফিরে গেলেন।
Matthew 1; Luke 2