Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

যীশু হাজার লোককে খাদ্য প্রদান

Frame 30-01

যীশু তার দূতদেরকে বিভিন্ন অনেক গ্রামে সুসমাচার প্রচার এবং শিক্ষা দিতে পাঠালেন। যখন তারা যীশুর কাছে ফিরলেন,তারা তদের কাজের বিবরণ দিলেন।তখন যীশু তাদেরকে কিছুক্ষণ বিশ্রামের জন্য এক নির্জন জায়গায় হ্রদের তীরে এসে বসলেন। তখন একটা নৌকা পেয়ে নৌকাতে উঠে হ্রদের অন্য পাশে চলে গেলেন।

Frame 30-02

যীশু সেখানে অনেকগুলো লোক দেখলেন এবং তার দূতরাও নৌকাতে উঠে বসলেন। লোকেরা হ্রদের কিনারা বরাবর চলতে লাগলেন এবং তীরে ভিরলেন। যীশু এবং তার দূতরা পৌঁছে দেখলেন, সেখানে অনেক লোক তাদের অপেক্ষায় সমবেত হয়ে আছে।

Frame 30-03

সেখানে প্রায় ৫,০০০ লোকে বেশী অগণনীয় মহিলা এবং ছেলেমেয়ে ভীর দেখলেন। তিনি লোকদেরকে দেখে মমতায় পূর্ন হলেন যীশু তাদেরকে পালকের ছাড়া ভেড়ার ন্যায় দেখলেন। তাই তিনি পিড়ীত লোকদেরকে সুস্থ করতে ভাবলেন।

Frame 30-04

সদ্ধ্যা ঘনিয়ে এলে, শিষ্যেরা তার কাছে এসে বললেন, “অনেক দেরী হয়ে গেছে এখানে কাছে কনো শহর নেই। আপনি সবাইকে বিদায় দিন, যেন তারা বিভিন্ন গ্রামে গিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনতে পারে।“।

Frame 30-05

যীশু উত্তরে বললেন, “ওদের যাওয়ার প্রয়োজন নেই। তোমরাই ওদের কিছু খেতে দাও”। তারা উত্তর দিলেন,“আমরা এতা কিভাবে করব? এখানে আমাদের কাছে কেবলমাত্র পাঁচটি রুতি ও দুটি মাছ আছে”।

Frame 30-06

যীশু তার যাজকদের মাধ্যমে ভিড় লোকদেরকে বললেন,প্রতি দলের ৫০ জন করে সবুজ ঘাসের উপর বসতে নির্দেশ দিলেন।

Frame 30-07

তারপর যীশু রুটি এবং মাছগুলো নিয়ে তিনি স্বর্গের দিকে তাকিয়ে ধন্যবাদ দিলেন এবং

Frame 30-08

রুটিগুলোকে টুকরো করে ভাঙ্গলেন। তারপর তিনি সেইগুলি শিশ্যদের দিলেন ও শিষ্যেরা লোকদের দিলেন। শিষ্যেরা খাদ্যগুলো ক্ষণস্থায়ীভাবে রাখলেন যাতে হারিয়ে না যায়! তারা সকলে খেয়ে পরিতৃপ্ত হলো।

Frame 30-09

তারপর শিষ্যরা অবশিষ্ট রুটিগুলো সংগ্রহ করে বারো ঝুড়ি পূর্ণ করলেন! এসব খাদ্য পাঁচটি রুটি এবং দুটি মাছ থেকে আসলো।

Matthew 14:13-21; Mark 6:31-44; Luke 9:10-17; John 6:5-15