ঈশ্বর আব্রাহামের সাথে নিয়ম স্থাপন
জল প্লাবনের অনেক বছর পর পৃথিবীতে অনেক জনসংখ্যা বেড়ে গেল, তারা ঈশ্বর এবং পরস্পরের প্রতি অপরাধ ও পাপ করে যাচ্ছিল। কারণ তারা একই ভাষা কথা বলতেন,ঈস্বরের নির্দেশনুসারে তারা একত্রে জড়ো হয়ে নগর তৈরী করলেন যাতে পৃথিবীতে তাদের ছড়িয়ে পরতে না হয়।
তারা নিজেদের খুব বড় মনে করলেন এবং ঈশ্বরের আদেশ অমান্য করতে লাগলেন, তারা নিজেদের জন্য গগনস্পর্শী এক মিনার সমেত নগর নির্মাণ করতে লাগলেন। ঈশ্বর দেখলেন যে, তারা সবাই একত্রে অপরাধ ও অনেক পাপ করে যাচ্ছিলেন।
তাই ঈশ্বর তাদের ভাষাকে গুলিয়ে অনেক ভাষা পরিবর্তন করলেনে এবং লোকদেরকে পৃথিবীর সর্বত্রে ছড়িয়ে দিলেন। তারা যে শহরটা নির্মাণ করচ্ছিলেন তার নাম রাখলেন বাবেল, যার অর্থ হল “ঝামেলা|”
শতবছরের পর ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার দেশ, আত্নীয়স্বজন ও তোমার পৈত্রিক পরিবার ছেড়ে সেই দেশে চলে যাও, যা আমি তোমাকে দেখাতে চলেছি। আমি তোমাকে এক মহান জাতিতে পরিণত করব। আমি তোমার নাম মহান করে তুলব। যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদের আশীর্বাদ করব।আর যারা তোমাকে অভিশাপ দেবে আমি তাদের অভিশাপ দেব। আর পৃথিবীর সব লোকজন তোমার মাধ্যমে আশীর্বাদধন্য হবে।
তাই আব্রাম ঈশ্বরকে মেনে চলতেন। তিনি তার স্ত্রী সারী এবং অর্জিত লোকজন ও সম্পক্তি নিয়ে কনান দেশের উদ্দেশ্যে যাত্রা করে সেখানে পৌঁছে গেলেন।
কনান দেশের পৌছার পর ঈশ্বর আব্রামকে বললেন, “তোমার চারিদিকে দেখ,এ সমস্ত জায়গা তোমাকে এবং তোমার সন্তানসন্তুতিকে অধিকারুপে দেব। তারপর আব্রাম এ জায়গাতে বস্তিস্থাপন করতে লাগলেন।
ঈশ্বরের যাজক মেল্কিজাদেক নামে একজন লোক ছিলেন। একদিন পর যুদ্দের ময়দানে আব্রাহামের সাথে তার দেখা হলো। তিনি আব্রামকে আশীর্বাদ করে বললেন, আব্রাম স্বর্গে মর্ত্যের সৃষ্টিকর্তা পরাৎপর ঈশ্বরের আশীর্বাদধন্য হোক। তারপর আব্রাম মেল্কিজাদেককে নিজের সবকিছু দশমাংশ দিলেন।
অনেক বছর পর ও আব্রাম এবং সারীর দম্পতি কোন সন্তান হল না। ঈশ্বর আব্রামকে প্রতিজ্ঞা করে বললেন, তোমার সন্তান হবে এবং আকাশের তারার মতো অনেক স্নতানসন্তুতি লাভ হবে। আব্রাম ঈশ্বরকে বিশ্বাস করলেন এবং তিনি আব্রামের পক্ষে ধার্মিকতা বলে গণ্য করলেন।
তারপর ঈশ্বর আব্রামের সাথে নিয়ম স্থাপন করলেন, সাধারনত নিয়মটি দু’ দলের প্রত্যেকের সাথে প্রভুর কথা স্মরণ করে মেনে চলা। এ কারণে প্রভু ঈশ্বর আব্রামের সাথে প্রতিজ্ঞা করলেন, যখন তিনি গভীর ঘুমে নিম্মজিত ছিলেন। ঘুমের তিনি ঈশ্বরের কথা শুনতে পেলেন, “তোমার নিজের দেহ থেকে আমি তোমাকে সন্তান দেব। আমি তোমার সন্তানসন্তুতির জন্য এ কনান দেশকে দেব। কিন্তূ তখনও আব্রামের কোন সন্তান জন্ম হল না।
Genesis 11-15