Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

ফিলিপীতে পৌল এবং সিলাস

Frame 47-01

শৌল রোমান সাম্রাজ্যজুরে পরিভ্রমণ করলেন, তিনি তার রোমান নাম ব্যবহার করলেন, ‘পৌল’, একদিন পৌল এবং তার বন্ধু সীলাস ফিলিপী নগরে যীশুর সম্পর্কে সুসমাচার প্রচারের জন্য গেলেন। তারা নগরদ্বারে বাইরে গেলেন যেখানে লোকেরা প্রার্থনা জন্য সমবেত হয়েছিলেন। সেখানে লিদিয়া নামে একজন মহিলার সাথে দেখা হলো, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি একজন ঈশ্বরের উপাসক ছিলেন।

Frame 47-02

যীশুর বার্তায় মনোনিবেস করার জন্য প্রভু তার হৃদয় খুলে দিলেন।পৌল এবং সীলাস তাকে এবং তার পরিবারকে ব্যাতিশ্ম দিলেন। তিনি পৌল এবং সীলাকে তার ঘরে থাকার জন্য নিমন্ত্রণ জানালেন,ও সেখানে অবস্থান করলেন।

Frame 47-03

পৌল এবং সীলাস ইহুদীদের প্রার্থনা স্থানে গিয়ে লোকদের সাথে প্রায় দেখা করতেন। প্রতিদিন সেখানে যাওয়ায়, এক ভূতগ্রস্ত ক্রিতদাসী মহিলা তাদেরকে অনুসরণ করল। সে ভবিষ্যৎ কথনের আত্নার প্রভাবে ভাবীকালের কথা লোকদেরকে পুর্বঘোষনা করত। ভাঘ্য-কথনের দ্বারা সে তার মনিবদের জন্য প্রচুর অর্থ উপার্জন করত।

Frame 47-04

কৃতদাসী তাদেরকে অনুসরণ করে চিৎকার করে বলতে লাগল, “এই লোকেরা পরাৎপর ঈশ্বরের দাস। আপনাদের কাছে পরিত্রাণের উপায়ের কথা বলছেন”! বহুদিন যাবৎ সে এরম বলতে লাগল, শেষে পৌল উত্যক্ত হয়ে উঠলেন।

Frame 47-05

সবশেষে, একদিন যখন কৃতদাসী চিৎকার করতে শুরু করল, তখন পৌল তার আত্না উদ্দেশে বললেন, “আমি যীশু খ্রীস্টের নামে তোমাকে আদেশ দিচ্ছি, ওর মধ্য থেকে বেরিয়ে এসো”। সেই মুহূর্তেই সেই আত্না তাকে ছেরে চলে গেল।

Frame 47-06

কৃতদাসী মনিবেরা খুবই ক্রোধ হয়ে উঠল! তারা বুঝতে পারল যে, ভবিষ্যৎতে লোকদের জন্য ভাবীকালের কথা এই ভূতগ্রস্ত কৃতসাসী ছাড়া কেউই পুর্বঘোষনা করতে পারবে না। লোকেরা অভিপ্রেত হল যে তার মনিবেরা তার কাছ থেকে ভাবীকালের কথা আর শুনতে পাবে না।

Frame 47-07

তাই কৃতদাসী মনিবেরা পৌল এবং সীলাসকে রোমীয় কতৃপক্ষ কাছে নিয়ে গেল, তদের প্রচণ্ডভাবে বেত্রাঘাত করার পর কারাগারে নিক্ষেপ করা হল।

Frame 47-08

তারা পৌল এবং সীলাকে কারাকক্ষে ভেতরে নিয়ে গেল এবং কঠোরভাবে পাহারা দেওয়া হল। তারা কাঠের বেড়ির মধ্যে তাদের পা আটকে দিলেন।তাই মধ্যরাতে পৌল ও সীলাস প্রার্থনা এবং ঈশ্বরের উদ্দেশে স্তবগান করছিলেন।

Frame 47-09

হঠাৎ সেখানে এমন এক ভুমিকম্প হল যে, সঙ্গে সঙ্গে কারাগারে সব দরজা খুলে গেল এবং বন্দিদের শেকল খুলে গেল।

Frame 47-10

কারারক্ষক জেগে উঠলেন। তিনি কারাগারে সব দরজা খোলা দেখলেন। তিনি ভাবলেন কারাবন্দিরা পলায়ন করেছে। তিনি রোমীয় কতৃপক্ষকে ভয় পেলেন, কারণ কারাবন্দিদের ছেরে দেওয়া হয়েছে বলে তাকে যদি হত্যা করে ফেলে, তাই সে নিজেকে আত্নহত্যা করতে উদ্যোত হল। পৌল তাকে দেখে চিৎকার করে বললেন, “থাম, তুমি নিজেকে আঘাত করো না আমরা সবাই এখানে”।

Frame 47-11

কারারক্ষ কাঁপতে কাঁপতে পৌল এবং সীলাস সামনে লুটিয়ে পড়লেন এবং বললেন, “মহাশয়েরা, পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে?” পৌল উত্তর দিলেন, “আপনি প্রভু যীশুকে বিশ্বাস করুন, তাহলে আপনি ও আপনার পরিজন পরিত্রান পাবেন”। তারপর কারারক্ষক পৌল এবং শীলাসকে তার ঘড়ে নিয়ে গেলেন এবং তাদের ক্ষত ধুয়ে দিলেন। তারপর তারা তাকে এবং তার গৃহে অন্য সকলের কাছে প্রভুর বাক্য প্রচার করলেন।

Frame 47-12

কারারক্ষক এবং তার পরিবারে সকলেই যীশুকে বিশ্বাস করলেন, তাই পৌল এবং সীলাস তাদের সবাইকে ব্যাতিশ্ম দিলেন। তারপর কারারক্ষক পৌল এবং সীলাসকে আহার প্রগান করলেন এবং তারা একত্রে আনন্দ উপভোগ করলেন,

Frame 47-13

তারপরদিন নগর প্রশাসকেরা পৌল এবং সীলাসকে কারাগার থেকে মুক্তি দিলেন এবং ফিলিপী ত্যাগের আদেশ দিলেন। পৌল এবং সীলাস লিদিয়া এবং অন্য কিছু বন্ধুদের বাড়ীতে যাওয়ার পর তারা নগর ত্যাগ করলেন। যীশুর বাক্য ব্যাপ্তিশীল রাখলেন, এবং মণ্ডলী বেড়ে উঠতে লাগল।

Frame 47-14

পৌল এবং অন্য প্রেরিত শীষ্যরা অনেক শহরে পরিভ্রমন করলেন। তারা যীশুর বাক্য লোকদেরকে শিক্ষা প্রদান এবং প্রচার করতে লাগলেন। তারা আরো অনেক উৎসাহিত চিঠি লিখলেন এবং মণ্ডলীতে বিশ্বাসীদেরকে শিক্ষা দিলেন। কিছু চিঠি পবিত্র বাইবেল বই লিপিবদ্ধ হল।

Acts 16:11-40