Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

ঈশ্বর ইস্‌হাকের জন্য সাহায্য প্রদান

Frame 06-01

যখন আব্রাহাম খুব বৃদ্ধ হলেন, তাঁর পুত্র ইস্‌হাক প্রাপ্ত বয়স্ক হয়ে উঠলেন । তাই আব্রাহাম তাঁর এক দাসকে তাঁর আত্নীয়স্বজন দেশে পাঠালেন, তার ছেলের ইস্‌হাকের জন্য এক স্ত্রী নিয়ে আসতে ।

Frame 06-02

আব্রাহামের আত্নীয়শ্বজন দেশের উদ্দেশ্যে দীর্ঘ যাত্রার পর ঈশ্বর সেই দাসকে রিবিকার দিকে নিয়ে গেলেন। রিবিকার একজন আব্রাহামের ভাইয়ের নাত্নী ছিলেন ।

Frame 06-03

রিবিকার তার বাড়ি ছেড়ে দাসের সাথে ইস্‌হাকের বাড়ীতে ফিরে যেতে সম্মতি হলেন । তিনি সেখানে পৌছানোর মাত্রই ইস্‌হাক তাকে বিয়ে করলেন ।

Frame 06-04

দীর্ঘ সময় পর আব্রাহাম মৃত্যুবরণ করলেন । আব্রাহামের সাথে প্রতিজ্ঞানুসারে ঈশ্বর তাঁর ছেলের ইস্‌হাককে আশীর্বাদ করলেন । ঈশ্বর নিয়ম স্থাপনের মাধ্যমে প্রতিজ্ঞা করলেন আব্রাহাম অগনীত বংশধর অধিকার করুক । কিন্তু ইস্‌হাকের স্ত্রীর রিবিকার তখনও কোন সন্তান জণ্ম লাভ হয়নি ।

Frame 06-05

ইস্‌হাক তাঁর স্ত্রীর জন্য প্রভূ ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ,কারণ রিবিকার তখনো নিঃসন্তান ছিলেন । ঈশ্বর তাঁর প্রার্থনা উত্তর দিলেন এবং স্ত্রীর রিবিকার গর্ভবতী হলেন । শিশুরা রিবিকার গর্ভে একে অপরকে ধাক্কা দিচ্ছিল এবং তিনি বললেণ, আমার ক্ষেত্রে কেন এমন ঘটছে ।অতএব তিনি প্রভুর কাছে খোঁজ নিতে গেলেন ।

Frame 06-06

ঈশ্বর রিবিকাকে বললেন, তোমার গর্ভে দুই সন্তান আছে । তাদের মধ্যে দুই বংশ পৃথক হবে ।তারা পরস্পরের সাথে যুদ্ধ করবে । কিন্তু বড় ছেলে ছোট ছেলেকে সেবা করবে ।

Frame 06-07

যখন রিবিকা সন্তান জণ্ম হলো, প্রথম যে ভূমিষ্ঠ হলো তার গায়ের রং ছিল লাল এবং তার সারা শরীর হলো লোমশ পোশাকের মতো, তাই তার নাম দিলেন এষৌ ।পরে তার সেই ভাই বেরিয়ে এল, যার হাত এষৌর গোড়ালি ধরে রেখেছিল, তাই তার নাম দেওয়া হলো যাকোব ।

Genesis 24:1-25:26