রুপান্তকরণ
একদিন যীশু তার শিষ্য, পিতর জেমস এবং যোহনকে নিয়ে গেলেন। (এই শিষ্য যোহন যীশুকে ব্যাপ্তিশ্মদান যোহন নই) তারা উঁচু পর্বতে প্রার্থনার জন্য উঠে গেলেন।
যীশু প্রার্থনার সময়, তাঁর মুখ সূর্যের মতো জ্যোতির্ময় হয়ে উঠল এবং তার পোশাক আলোর মতো শূভ্রবর্ন হল। কেউ এই বর্ণ তৈরী করতে পারল না।
তখন মোশে এবং নবী ইলিজাহ আবির্ভূত হলেন। প্রায় একশত বছর আগে তারা পৃথিবীতে বাস করছিলেন। তারা যীশুর সাথে তার মৃত্যু সম্পর্কে কথা বলেছিলেন, কারণ জেরুজালেমের শীগ্রই তার মৃত্যু হতে পারে ।
যেহেতু মোশে এবং ইলিজাহ যীশুর সাথে কথা বলেছিলেন, পিতর যীশুকে বললেন, “প্রভু এখানে থাকা আমাদের পক্ষে ভালোই হবে, আপনি যদি চান আমি তিনটি তাঁবু নির্মাণ করি, একটি আপনার জন্য,একটি মোশের জন্য ও একটি ইলিজাহ জন্য”, কিন্তু সে কি বলছিল পিতর বুঝতে পারলেন না।
পিতর তখনও কথা বলছেন, একটি উজ্জল মেঘ তাদের ঢেকে ফেলল। আর মেঘ থেকে এক কণ্ঠস্বর ধ্বনিত হল, এটি বললেন, “ইনিই আমার পুত্র, যাকে আমি ভালবাসি, এঁর প্রতি আমার পরম প্রস্নন। তোমরা এঁর কথা শোনো”, শিষ্যেরা এ কথা শুনে ভুমিতে উপুড় হয়ে পড়লেন এবং আত্যন্ত ভীত হলেন।
তখন যীশু এসে তাদের স্পর্শ করে বললেন, “ওঠো ভয় কোরো না”। তাঁরা যখন চোখ তুলে তাকালেন, তারা আর কোনো মানুষকে দেখতে পেলেন না,কেবলমাত্র যীশু একা সেখানে ছিলেন।
যীশু এবং তার তিন শিষ্য পাহার খেকে নেমে আসলেন। তারপর যীশু তাদেরকে আদেশ দিয়ে বললেন, “মনুষ্যপুত্র মৃতলোক থেকে উত্থাপিত না হওয়া পর্যন্ত , তোমরা যা দেখলে সে কথা কাউকে বোলোনা। পরে তোমরা লোকদেরকে বলো”।
Matthew 17:1-9; Mark 9:2-8; Luke 9:28-36