এক জন্মখঞ্জকে পিতর এবং যোহনের আরোগ্য দান
একদিন পিতর এবং যোহন মন্দিরে গেলেন। এক জন্মখঞ্জ ব্যক্তিকে প্রবেশদ্ধারে বসে টাকা ভিক্ষা করতে দেখলেন।
পিতর পঙ্গু লোকের দিকে তাকিয়ে বললেন, “তোমাকে দেয়ার মত আমার কাছে কোন টাকা নেই। কিন্তু আমার কাছে যা আছে ,আমি তাই তোমাকে দান করি। তুমি যীশু খৃস্টের নামে উঠো এবং হেটে বেড়াও”।
তখনাৎভাবে, ইশ্বর পঙ্গু লোককে আরোগ্য লাভ করলেন। তিনি হাঁটতে এবং চারিদিকে লাফাতে শুরু করলেন এবং ঈশ্বরের প্রশংসা করলেন। তখন মন্দিরের প্রাঙ্গনে লোকেরা দেখে বিস্ময়ে অবিভুত হয়ে পড়ল।
আরোগ্যকৃত লোককে দেখতে আনেকগুলো এসে ভীড় হলো। পিতর তাদেরকে বললেন, “লোকটি ভাল হয়ে গেছে, কিন্তু আশ্চর্য হওয়ার মত কিছুই নেই। আমরা তাকে আমাদের ক্ষমতা দিয়ে ভাল করিনি কারণ আমরা ঈশ্বরকে সণ্মান করি। যীশুর নামে বিশ্বাস করেই সে শক্তিমন্ত হয়েছে।যীশুর নাম ও তার মাধ্যমে যে বিশ্বাস দত্ত হয়েছে, তার দ্বারা সে সম্পুর্ণ আরোগ্যতা লাভ করেছে”।
“তুমি সেই লোক যিনি রোমানের রাজ্যপালকে যীশুকে হত্যা করতে বলেছিলে। তুমি তাকে হত্যা করলে যিনি সবাইকে জীবন দিয়েছিলেন। কিন্তু ঈশ্বর তাকে মৃত থেকে উত্থিত করেছেন। তোমরা কি করছিলে, কিছুই বুঝতে পারলে না। কিন্তু ইশ্বর তার ভাববাদীর দ্বারা পুর্বঘোষনা করেছিলেন। তারা বলেছিলেন যে মেশিয়াহ কষ্টভোগ করে মৃত্যুবরণ করবেন। ঈশ্বর এভাবেই কাজটি সম্পন্ন করলেন। সুতরাং এখন আপনারা মন পরিবর্তন করুন এবং ইশ্বরের প্রতি ফিরুন।যাতে আপনাদের পাপ মুছে ফেলতে পারেন”।
মন্দিরের নেতারা পিতর এবং যোহনের কথা শুনে, অত্যন্ত বিরক্ত হয়েছিলেন।তাই তারা পিতর এবং যোহনকে গ্রেপ্তার করলেন এবং কারাগারে আবদ্ধ রাখলেন। তিন্তু অনেক লোক পিতরের কথা বিশ্বাস করলেন। তাদের অনেকে যীশুকে বিশ্বাস করে পুরুষদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫,০০০জন হয়েছিল।
পরের দিন ইহুদীর নেতারা পিতর এবং যোহনকে মহাযাজক এবং অন্য ধর্মীয় নেতাদের কাছে নিয়ে গেলেন। তারা আরো জন্মখঞ্জ লোককেও নিয়ে গেলেন। তারা পিতর এবং যোহনকে জিজ্ঞাসা করলেন, “কোন শক্তিতে বা কোন নামে তোমরা জন্মখঞ্জকে আরোগ্য দিয়েছ”?
পিতর তাদের উত্তরে বললেন, “যাকে আপনারা ক্রুশার্পিত করেছিলেন,কিন্তু ঈশ্বর যাকে মৃতদের মধ্য থেকে উত্থাপিত করেছেন!আপনারা তাকে প্রত্যাখান করেছিলেন,নাসরাতের সেই যীশু খ্রীস্টের নামে এই মানুষটি সুস্থ হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে যীশুর ক্ষমতা ব্যতীত রক্ষা পাওয়ার অন্য কোনো পথ নেই”।
পিতর এবং যোহনের কথার বলা সাহসিকতা দেখে তারা হতবম্ভ হলেন। তারা উপলদ্ধি করলেন যে, তারা অশিক্ষাপ্রাপ্ত,এবং সাধারণ মানুষ। কিন্তু তারা বুঝতে পারলেন যে,এই লোকেরা যীশুর সঙ্গে ছিলেন। তাই তারা তাদেরকে বললেন, “আমরা তোমাদের প্রচুর শাস্তি দেব যদি যীশুর নামে অন্য কোনো লোককে কথা বলেন কিংবা শিক্ষা দেন”। এভাবে অনেক কিছু বলার পর,তারা পিতর এবং যোহনকে যেতে দিলেন।
Acts 3:1-4:22