যীশু জলের উপর হেঁটে গেলেন
যীশু লোকদের খাওয়ানোর পর তাঁর শিষ্যদের নৌকায় উঠতে বললেন। তিনি নৌকায় উঠে হ্রদের অপর পারে চলে যেতে বললেন।তাই শিষ্যরা চলে গেল এবং তিনি ভীড় লোকদেরকে বাড়ীতে পাঠিয়ে দিলেন। তারপর যীশু তিনি একা প্রার্থনা করার জন্য এক পর্বতে উঠলেন। সদ্ধ্যা ঘনিয়ে এলেও তিনি সেখানে একাই ছিলেন।
এই সময় শিষ্যরা তাদের নৌকা গূড়াচ্ছিল কিন্তু বাতাসের প্রতিকুলতায় নৌকা ঢেউয়ের টলোমলো করছিল।যখন রাত হল ,তখন তারা হ্রদের মাঝখানে এসে পৌছল।
সে সময় যীশু প্রার্থনার শেষে তার শিষ্যদের কাছে ফিরে যেতে শুরু করলেন। তিনি পাহাড়ের উপর থেকে নেমে সমুদ্রের উপর দিয়ে পায়ে হেঁটে শিষ্যদের কাছে গেলেন।
তারপর শিষ্যরা তাকে দেখলেন। তারা ভীষণ ভয় পেলেন কারণ তারা ভাবলেন এ এক ভূত। যীশু জানেন যে তারা ভয় পেয়েছে, তাই তিনি চিৎকার করে তাদের ডেকে বললেন, “এ আমি ভয় পেয়ো না”।
পিতর উত্তর দিলেন, “প্রভূ, যদি আপনিই হন,তাহলে আমাকেও জলের উপর দিয়ে আপনার কাছে হেতে আস্তে ব্লুন”। যীশু বললেন, “এসো”।
তখন পিতর নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে যীশুর দিকে চললেন। কিন্তু কিছুদুর হাটার পর তিনি যীশু এবং বাতাসের দিকে দৃষ্টি দিলেন ও প্রবল বাতাসের অনুভুত হল।
তখন পিতর ভয় পেলেন ও পানিতে ডুবতে লাগলেন। তিনি চিৎকার করে বললেন, “প্রভূ, আমাকে রক্ষা করুন”। সঙ্গে সঙ্গে যীশু তার হাত বাড়িয়ে তাকে ধরে ফেললেন এবং বললেন, “অল্পবিশ্বাসী তুমি, তোমার নিরাপদে রাখতে কেন তুমি সন্দেহ করলে?”
পিতর এবং যীশু যখন নৌকায় উঠলেন তখন বাতাস থেমে গেল। পানি স্থির হয়ে গেল। শিষ্যরা বিশ্মিত হলেন এবং যীশুর প্রতি বশ্যতাস্বীকার করলেন। তারা তাকে প্রণিপাত করলেন এবং বললেন, “সত্যি , আপনিই ঈশ্বরের পুত্র”।
Matthew 14:22-33; Mark 6:45-52; John 6:16-21