Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

দয়াশীল পিতার রুপক

Frame 35-01

একদিন যীশু অনেক লোক যারা তার কথা শুনার জন্য ভীড় হয়েছিল তিনি তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন। তারা ছিলেন কর আদায়কারী এবং মোশের নিয়ম অবাধ্যকারী লোক।

Frame 35-02

যীশু এই লোকদের সাথে কথা বলতে কয়েকজন ফরিশীয় বন্দু দেখতে পেল। তাই তারা পরস্পরকে বলতে আরম্ভ করল তিনি ভূল করছেন। যীশু সেটা শুনতে পেয়ে, তাদেরকে এই গল্পটি বললেন।

Frame 35-03

“এক ব্যক্তির দুই পুত্র ছিল। কনিষ্ঠ পুত্র তার পিতাকে বলল, পিতা সম্পক্তির যে অংশ আমার, তা আমাকে দিয়ে দাও,’ তাই তিনি পুত্রদের মধ্যে তার সম্পক্তি ভাগ করে দিলেন”।

Frame 35-04

অল্পদিন পরেই, কনিষ্ঠ পুত্র তার সবকিছু নিয়ে এক দূরবর্তী দেশের উদ্দেশে যাত্রা করল। সেখানে সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, তার ধনদৌলতের অপচয় করে ফেলল।

Frame 35-05

তার সর্বস্ব ব্যয় হলে পর, সেই দেশের সর্বত্র ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল, সে অভাবের মধ্যে পড়ল। তাই সে, সেই দেশের এক ব্যক্তির কাছে গিয়ে তার অধীনে কাজ নিযুক্ত হল। তিনি তাকে শুকর চরানোর কাজে মাঠে পাঠিয়ে দিলেন। শুকরেরা যে শুঁটি খেত, তাই খেয়ে সে তার ক্ষুধা নিবৃত করতে চাইত, কেউ তাকে কিছুই দিত না”।

Frame 35-06

“সবশেষে কনিষ্ঠ পুত্র নিজেকে বলল,‘আমি কি করতে পারি? আমার পিতা কত মজুরই তো প্রয়োজনে অতিরিক্ত খাবার পাচ্ছে, এবং আমি এখন অনাহারে মৃত্যু মুখে পড়ে আছি! আমি বাড়ি ফিরে আমার পিতার কাছে যাব এবং চাইব, আমাকে তোমার এক মজুরের মতো করে নাও”।

Frame 35-07

“তাই কনিষ্ঠ পুত্র তার পিতার বাড়ীতে ফিরে গেলেন। সে তখনও অনেক দূরে, তার পিতা তাকে দেখতে পেলেন এবং তার জন্য তার অন্তর করুণা করুণায় ভরে উঠল। তিনি দৌড়ে তাঁর পুত্রের কাছে গেলেন, তার গলা জড়িয়ে ধরে তাকে চুম্বন করলেন”।

Frame 35-08

“পুত্র তাকে বলল, পিতা আমি স্বর্গে বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি। তোমার পুত্ররূপে আখ্যাত হওয়ার যোগ্য আমার নেই”।

Frame 35-09

“কিন্তু পিতা তার দাসদের বললেন, শীগ্র সবচেয়ে উৎকৃষ্ট পোশাক এনে ওকে পরিয়ে দাও, ওর আঙ্গুলের আংটি পরিয়ে দাও,পায়ে চটিজুতা দাও। আর ভোজের জন্য একটি প্রাণী এনে মারো। এসো আমরা ভোজ ও আনন্দ উৎসবের আয়োজন করি, আমার এই পুত্রটি মারা গিয়েছিল, এখন সে আবার বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল, তাকে খুঁজে পাওয়া গেছে”।

Frame 35-10

“তারা আনন্দ উৎসবে মেতে উঠল। এদিকে জ্যেষ্ঠ পুত্রটি কাজ শেষে মাঠ থেকে বাড়ীতে ফিরল। সে বাড়ীতে এসে গীত এবং নৃত্যের শব্দ শুনে কি হয়েছে আবাগ হল”।

Frame 35-11

“যখন জ্যেষ্ঠ পুত্র তার ছোট ভাইয়ের বাড়ীতে ফেরার আনন্দ উৎসব দেখল তখন তিনি ক্ষুদ্ধ হয়ে বাড়ীর ভেতরে ঢুকল না। তার পিতা বাইরে এসে তদের সাথে যোগ দিতে অনুনয় করলেন, কিন্তু তিনি তা প্রত্যাখান করল”।

Frame 35-12

“জ্যেষ্ঠ পুত্র পিতাকে বলল, এত বছর ধরে আমি আপনার দাস্যবৃক্তি ক্রছি,আপনার আদেশের কখনও অবাধ্য হয়নি, তবুও আমার বন্দুদের সঙ্গে আনন্দ উৎসব করার জন্য আপনি আমাকে কখনো একটি ছাগবৎস ও দেননি। কিন্তু আপনার এই পুত্র যে বেশ্যাদের পেছনে আপনার সম্পক্তি উড়িয়ে দিয়েছে, সে বাড়ি ফিরে এলে ,আপনি হৃষ্টপুষ্ট প্রাণীটি তারই জন্য মারলেন”।

Frame 35-13

“পিতা উত্তরে বললেন, ‘পুত্র আমার, তুমি সবসময় আমার সঙ্গে আছো। আর আমার যা কিছু আছে সব তোমার। কিন্তু তোমার এই ভাই মরে গিয়েছিল, এখন সে আবার বেঁচে উঠেছে, সে হারিয়ে গিয়েছিল, এখন খুঁজে পাওয়া গেছে”।

Luke 15:11-32