Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

নবীগন

Frame 19-01

ঈশ্বর ইস্‌রায়েলীদের কাছে সবসময় নবী পাঠাতেন। নবীগন ঈশ্বরের খবর শুনলে তা তারা লোকদেরকে বলতেন।

Frame 19-02

এলিজাহ একজন নবী ছিলেন যখন আহাব ইস্‌রায়েল রাজ্যে রাজা ছিলেন। আহাব একজন দুষ্ট লোক ছিলেন।তিনি লোকদেরকে বায়াল নামে মিথ্যা ঈশ্বরকে উপাসনা করাতে চেষ্টা করেছিলেন। তাই ইলিজাহ রাজা আহাবকে বললেন যে ঈশ্বর লোকদেরকে শাস্তি দিতে যাচ্ছে। তিনি তাকে বললেন, “আবার বৃষ্টি হোক আদেশ না দেয়ার পর্যন্ত ইস্‌রায়েল রাজ্যে কোন বৃষ্টি বা কুয়াশা পড়বে না”। এটার জন্য আহাব খুবই খুদ্ধ হলেন যে তিনি ইলিজাহকে হত্যা করতে সিদ্ধান্ত নিলেন।

Frame 19-03

তাই ঈশ্বর ইলিজাহকে বললেন যাও আহাব থেকে রক্ষার জন্য তুমি মরুভূমিতে লুকিয়ে পড়ো। ইলিজাহ মরুম্ভুমিতে চলে গেলেন যেখানে ঈশ্বর তাকে নির্দিষ্ট প্রবাহে নির্দেশনা দিলেন। প্রতি সকাল এবং সন্ধ্যা ইলিজাহ জন্য রুটি এবং মাংস নিয়ে যেত। সে সময় আহাব এবং তার সেনাবাহিনীরা ইলিজাহকে খোঁজ করলেন, কিন্তু তারা তাকে খুঁজে পেলেন না।

Frame 19-04

কারন কোন বৃষ্টি হল না, কিছুদিন পর জল শুকিয়ে গেল। তাই ইলিজাহ কাছাকাছি অন্য এক দেশে চলে দেলেন। সে দেশে একজন গরিব বিধবা নারী এবং এক ছেলে বাস করত। ফসলের জমি না থাকার কারনে তাদের প্রায়ই খাদ্য ছিলনা।তখনো মহিলাটি ইলিজাহকে যত্ন করত,ঈশ্বর তাকে এবং তার সন্তানের জন্য খাদ্য সরবরাহ করতেন।তার ময়দা ভাণ্ডার এবং তেলের বোতল কখনো খালি হত না। সমগ্র দুর্ভিক্ষের সময় তদের খাদ্য ছিল। ইলিজাহ সেখানে প্রায় তিন বছর অবস্থান করলেন।

Frame 19-05

বেশ কিছু সময় পার হয়ে যাবার পর তৃতীয় বছ্রের ইশ্বর ইলিজাহকে বললেন তিনি আবার দেশে বৃষ্টি পাঠাবেন। তিনি ইলিজাহকে বললেন,ইস্‌রায়েল রাজ্যে ফিরে যাও এবং আহাবের সাথে কথা বল। তাই ইলিজাহ আহাবের কছে গেলেন। আহাব তাকে দেখে বললেন, “ওহে ইস্‌রায়েলের অসুবিধা সৃষ্টিকারী লোক,এ কি তুমি”?। ইলিজাহ উত্তর দিলেন “তুমিই ইস্‌রায়েলের অসুবিধা সৃষ্টিকারী লোক।তোমার পরিত্যক্ত ইয়াওয়ে আছে। তোমরা ঈশ্বরের আদেশ পরিত্যাগ করে বায়াল দেবদের অনুগামী হয়েছেন। এখন ইস্‌রায়েলের রাজ্যে সর্বত্র লোকদের ডেকে আনুন, যেন তারা কারমেল পাহাড়ে আমার সাথে দেখা করে”।

Frame 19-06

তাই সর্বত্র ইস্রায়েল লোকেরা কারমেল পর্বতে গেলেন। যে লোক বায়ালের কথা বলে তিনিও আসলেন। তারা সবাই বায়ালের ভাব্বাদী ছিলেন। বায়ালের ভাববাদীরা সংখ্যায় ৪৫০ জন। ইলিজাহ লোকদেরকে বললেন, “আর কতদিন তোমরা দুটি অভিমতের মাঝে দ্বিধাগ্রশ্ত হয়ে থাকবে? সদাপ্রভু যদি ঈশ্বর হ্ন, তবে তার অনুগামী হও, কিন্তু বায়াল যদি ঈশ্বর হয়, তবে তারই অনুগামী হও”।

Frame 19-07

তাই ইলিজাহ বায়ালের ভাব্বাদিদের বললেন, “বলদটিকে বধ কর, সেটি কেটে টুকরো টুকরো করে কাঠের উপর সাজিয়ে রাখুক কিন্তু তাতে যেন তারা আগুন না ধরায়। আমিও অন্য বলদটি প্রশ্তুত করে সেটি কাঠের উপর সাজিয়ে রাখব কিন্তু তাতে আগুন দেব না। পরে তোমরা নিজেদের দেবতার নাম ধরে ডেকো, এবং আমিও সদাপ্রভুর নাম ধরে ডাকব। যিনি আগুনের দ্ধারা উত্তর দেবেন, তিনিই ঈশ্বর”। তোমাদের দেবতার নাম ধরে ডাকো, কিন্তু আগুন জালিয়ো না।

Frame 19-08

তারপর বায়ালের ভাববাদিরা বায়ালকে প্রার্থনা করলেন, “হে বায়ালদেব,আমাদের উত্তর দাও!” এই বলে তারা সারাদিন প্রার্থনা করলেন এবং চিৎকার করলেন এবং নিজেদের শরীর ছড়ি দিয়ে ক্ষতবিক্ষত করে তুলেছিল। কিন্তু বায়ালের কনো উত্তর পাওয়া যাইনি, এবং তিনি কনো আগুন পাঠাইনি।

Frame 19-09

বায়ালের লোকেরা প্রায় সারাদিন ধরে বায়ালকে প্রার্থনা করলেন। সবশেষে তারা প্রার্থনা থামলেন। তারপর ইলিজাহ ঈশ্বরের জন্য অন্য গো মাংস কেটে বেদির উপর রাখলেন। পরে লোকদেরকে বললেন, বারটি বড় বড় বয়ামের জল ভরে সেই জল বলির পশু, কাঠ এবং এমনকি বেদির চারিদিকে মাটি সম্পূর্ণভাবে ভিজে যায় ঢেলে দাও।

Frame 19-10

তারপর ভাববাদী ইলিজাহ প্রার্থনা করলেন, “হে সদাপ্রভু ইয়াওয়ে ঈশ্বর আব্রহাম, ইস্‌হাক,যাকোব এবং ইস্‌রায়েলের ঈশ্বর, লোকেরা আজ জানুক যে ঈস্‌রায়েলের তুমিই ঈশ্বর এবং আমি তোমার দাস। আমায় উত্তর দাও যেন এইসব লোক জানতে পারে যে তুমিই একমাত্র ঈশ্বর”।

Frame 19-11

তখনাৎভাবে, আকাশ থেকে আগুন এসে পড়ল। বলির মাংস, কাঠ,পাথর,ও মাটি পুড়িয়ে ছাই করে দিয়েছিল এবং বেদির চারিদিকে জলও নিকেশ করে ফেলেছিল। সব লোকেরা যখন এই দৃশ্য দেখেছিল, তারা সবাই মাটিতে উপুড় হয়ে বলল যে, “ইয়াওয়ে ঈশ্বর!ইয়াওয়ে ঈশ্বর!”।

Frame 19-12

“তখন ইলিজাহ তাদের আদেশ দিলেন, “বায়ালের ভাববাদীদের ধরে ফেলো কেউ যেন পালাতে না পারে”। তাই লোকেরা বায়ালের ভাববাদীদেরকে ধরে ফেললেন এবং তাদেরকে দূরে নিয়ে গিয়ে হত্যা করলেন।

Frame 19-13

আর ইলিজাহ রাজা আহাবকে বললেন,“তোমার বাড়ীতে ফিরে যাও কারন প্রবলভাবে বৃষ্টি আসছে”। শীগ্রই আকাশ মেঘে কালো হয়ে গেল,এবং প্রবলভাবে বৃষ্টি আরম্ভ হলো। ইয়াওয়ে দেশের খরা সমাপ্ত করলেন। এটাই প্রমাণিত করলেন যে তিনিই প্রভু ঈশ্বর।

Frame 19-14

ইলিজাহ কাজ শেষ করে, ঈশ্বর তাকে তার ভাববাদী হিসাবে ইলিসা নাম রাখতে পছন্দ করলেন। সদাপ্রভু ইলিসার মাধ্যমে অনেক অলৌকিক ঘটনা ঘটালেন। তাতে নামানকে একটি দেখালেন।তিনি ছিলেন একজন শত্রু সেনাবাহিনীদের একজন সেনাপতি। কিন্তু তিনি একজন কুষ্ঠ রোগী ছিলেন। নামান ইলিসারের আওয়াজ শুনলেন এবং তার কাছে গিয়ে তার রোগমুক্তি চাইলেন।ইলিসা নামানকে জর্ডান নদীতে যেতে বললেন এবং নিজেকে সাতবার পানিতে ডুব দিতে বললেন।

Frame 19-15

নামান হ্মুদ্ধ হলেন। তিনি এই কাজটাকে বোকামী বলে অস্বীকৃতি জানালেন। তিন্তু পরে তিনি তার মনটাকে পরিবর্তন করলেন। তিনি জর্ডান নদীতে চলে গেলেন এবং নিজেকে সাতবার পানিতে ডুব দিলেন। যখন তিনি পানি থেকে উপরে উঠে আসলেন, ঈশ্বর তাকে রোগমুক্তি করলেন।

Frame 19-16

ঈশ্বর তাঁর লোকদের কাছে অনেক ভাববাদী পাঠালেন। তারা সবাই লোকদেরকে প্রতিমূর্তি উপাসনা করতে নিশেধ করলেন। পরিবর্তে তারা পরস্পরের প্রতি ন্যায়সংগতভাবে কাজ করতে লাগলেন এবং একে অপরের প্রতি অলৌকিক কাজ দেখাতে লাগলেন। ভাববাদীরা লোকদেরকে ঈশ্বরের অবাধ্য হয়ে দুষ্ট কাজ না করার জন্য সতর্ক করলেন, তারপর তাদের অপরাধের বিচার করবেন এবং তিনি তাদের শাস্তি দেবেন।

Frame 19-17

অধিকাংশ সময় লোকেরা ঈশ্বরকে অমান্য করতেন। তারা প্রায়ই ভাববাদীদের দুর্ব্যবহার করতেন, এমনকি তাদের হত্যা করতেন। একসময় তারা এক ভাববাদীকে আবর্জনাপূর্ণ কুপে রাখল এবং হত্যার জন্য সেখানে ছেরে দিলেন। তিনি কুপের তলদেশে কাদা ভিতর দুবে গেলেন। কিন্তু লোকটি মরার আগে নর্দমা কুপ থেকে রাজার জাদুতে তার দাসকে তুলে আনতে আদেশ দিলেন।

Frame 19-18

ভাববাদী এখনো সবসময় ঈশ্বরের সাথে কথা বলেন বলে লোকেরা তাদেরকে ঘৃনা করতেন। তারা লোকদেরকে সতর্ক করলেন যে এতে যদি তারা অনুশূচনা না করেন ঈশ্বর তাদেরকে ধ্বংস করবেন। তারা লোকদেরকে স্মরণ করিয়ে দিলেন যে, ঈশ্বর তাদের কাছে যীশুকে পাঠাতে প্রতিজ্ঞা করলেন।

1 Kings 16-18; 2 Kings 5; Jeremiah 38