যীশুকে ক্রুশার্পন
যীশুকে সৈন্যদের উপহাসের পর, তাকে ক্রুশবিদ্ধ করার জন্য নিয়ে আসা হলো। তারা তাকে ক্রুশ বহন করার জন্য বলপ্রয়োগ করল।
সৈন্যরা যীশুকে “গলগথা” নামে এক স্থানে নিয়ে আসল, তারা তাঁর হাতে এবং পায়ে পেরেক দিয়ে ক্রুশে বিদ্ধ করল। কিন্তু যীশু বললেন, “পিতা, তাদের ক্ষমা করুন, কারন তারা কি করছে কিছুই জানে না”। তারা আরো একটি চিহ্ন ক্রুশে তার মাথার উপরে রাখল। তাতে লেখা ছিল “ ইহুদীর রাজা”। তিনি অধর্মীদের সাথে গনীত হলেন।
তারপর সৈন্যরা যীশুর পোশাক নিয়ে খেলা খেলতে লাগল। যখন তারা এটা করল,তারা ভবিষ্যদ্বাণী করে বলল, “তারা আমার পোশাক ভাগ করে প্রত্যেকে ভাগ করে নিল,এবং আমার পোশাক নিয়ে তারা গুটিকার করতে লাগল”।
সে সময় আরো দুজন দস্যুকে তার সাথে ক্রুশার্পিত করল।একজনকে তার ডানদিকে এবং অন্যজনকে তার বাঁদিকে রাখা হলো। একইভাবে তার সাথে ক্রুশবিদ্ধ দুই দস্যুও তাকে বিভিন্নভাবে অপমান করল। “ঈশ্বর তোমাকে শাশ্তি দিবে তুমি কি ভয় পাও না?আমরা অনেক পাপ করে দোষী হয়েছি, কিন্তু এই লোকটাতো নিষ্পাপ”। তারপর সে বলল, “যীশু আপনি যখন স্বরাজ্যে আসবেন,তখন আমাকে শ্মরন করবেন”।যীশু উত্তর দিলেন, “আমি তোমাকে সত্যিই বলছি, আজই তুমি আমার সঙ্গে পরমদেশে উপস্থিত হবে”।
ইহুদীর নেতাবর্গ এবং অন্য ভীর জনতা সবাই যীশুকে উপহাস করলেন। তারা তাকে বলল,“যদি সে ঈশ্বরের পুত্র হয়, ক্রুশ থেকে বেরিয়ে নিজেকে রক্ষা করো! তারপর আমরা তোমাকে বিশ্বাস করব”।
তখন সমস্ত দেশের উপর আকাশ সম্পুর্নভাবে অন্ধকার ছেয়ে গেল, তখন দুপুর প্রায় বারোটা।এই অন্ধকার প্রায় তিন ঘণ্টার স্থায়িত্ব ছিল।
তখন যীশু উচ্চকণ্ঠে বলে উঠলেন,“এটাই শেষ! পিতা, তোমার হাতে আমি আমার আত্না সমর্পন করি”, তখন তিনি মাথা নত করে তার আত্না প্রভুকে দিয়ে দিলেন। যখন তার মৃত্যু হল,সেই মুহূর্তে ভুমিকম্প হয়ে উঠল মন্দিরের পর্দাটি উপর থেকে নীচ পর্যন্ত চিরে দুই টুকরো হল।
তার মৃত্যু মাধ্যমে, যীশু লোকদেরকে ঈশ্বরের কাছে আসতে পথ প্রশস্ত করলেন।তখন সে সেনাপতি ও যারা তার সঙ্গে যীশুকে প্রহরা দিচ্ছিল,সেই সব ঘটনা ঘটতে দেখে ,তিনি বললেন, “সত্যিকারভাবে তিনি একজন নিষ্পাপ লোক। তিনিই ঈশ্বরের পুত্র”।
তারপর দুই ইহুদীর নেতা নাম যোসেফ এবং নিকোদেমাস উপস্থিত হলেন এবং পীলাতের কাছে গিয়ে যীশুর মৃত দেহ চাইলেন। তারা যীশুকে মেশিয়াহ বলে বিশ্বাস করতেন। যোসেফ সেই দেহটি নিয়ে পরিষ্কার ক্ষৌমবশ্ত্রে জড়ালেন ও পাথরে খোদাই করা তার নিজের নতুন সমাধি গৃহে তা রাখলেন। তিনি সমাধির প্রবেশ পথে একটি বড় পাথর গড়িয়ে দিয়ে সেখানে থেকে চলে গেলেন।
Matthew 27:27-61; Mark 15:16-47; Luke 23:26-56; John 19:17-42