Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

যীশু অঙ্গীকৃত মেশিয়াহ

Frame 48-01

ঈশ্বর পৃথিবীর সৃষ্টির সময় সবকিছু সঠিক ছিল। পৃথিবীতে কোনো পাপ ছিল না। আদম এবং ইভা পরস্পরকে ভালবাসত, এমনকি ঈশ্বরকেও। কোনো ব্যাধি বা মরণ ছিল না। ঈশ্বর পৃথিবীকে এরকমেই চেয়েছিলেন।

Frame 48-02

শয়তান সাপের মাধ্যমে ইভাকে বাগানের ভেতরে কথা বলল, কারণ তিনি তাকে প্রতারণা করতে চেয়েছিল। তারপর তিনি এবং আদম ঈশ্বরের বীরুদ্ধে পাপ করতে লাগল। কারণ তাদের পাপের ফলে জগতের সব মানুষ মরে গেল।

Frame 48-03

আদম এবং ইভা পাপের কারনে আরো বেশি দুষ্ট ঘটনা ঘটতে লাগল। তারা ঈশ্বরের শত্রু হয়ে উঠল। এ কারণে প্রত্যেকের দুষ্ট প্রবণতা বেড়ে গেল। জন্ম থেকে প্রটিতি মানুষ ঈশ্বরের শত্রু হয়ে উঠল। মানুষ এবং ঈশ্বরের মধ্যে কোনো শান্তি ছিল না। কিন্তু ঈশ্বর শান্তি ফিরিয়ে দিতে চেয়েছিলেন।

Frame 48-04

ঈশ্র প্রতিজ্ঞা করলেন যে, ইভা বংশধরদের একজন শয়তানের মাথা গুঁড়িয়ে দেবে এবং শয়তান তার পায়ের গোড়ালি আঘাত হানবে। কথিত আছে, শয়তান মেশিয়াহকে হত্যা করবে, কিন্তু ঈশ্বর তাকে উত্থিত করে আবার জীবন দান করবেন। মেশিয়াহ শয়তানের ক্ষমতা চিরদিনের জন্য নিয়ে ফেলবেন। অনেক বছর পর, ঈশ্বর মেশিয়াকে যীশু রুপান্তর করলেন।

Frame 48-05

ঈশ্বর নোহকে তার পাঠানো জলপ্লাবন থেকে তার পরিবারকে রক্ষার জন্য একটি জাহাজ নির্মানের জন্য বললেন। যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদেরকে রক্ষার জন্য তিনি তাই করলেন। একই উপায়ে তাদের পাপের কারণে ঈশ্বর তাদের মৃত্যু দাবি জানালেন। কিন্তু ঈশ্বর যীশুকে পাঠালেন,যারা তাকে বিশ্বাস করে তাদের সবাইকে রক্ষা করার জন্য।

Frame 48-06

শত বছরের ধরে পুরোহিতরা ঈশ্বরের বলিদানের প্রশ্তাব রাখলেন।এটাই লোকদেরকে দেখানো হল যেপাপ করে ঈশ্বর তাকে শাস্তি দেন। কিন্তু ঐ সমশ্ত বলিদান তাদের পাপকে ক্ষমা করে না। পুরোহিতরা যেটা পারে না যীশু তা করেন। তিনি নিজেকে বলিদান দিলেন যে যাতে সকলের পাপ মুছে যায়। তিনি নিজেই পাপ শাস্তি গ্রহণ করলেন যে আমরা আমাদের পাপকে গ্রহণ করা উচিৎ। একারণে যীশু একজন মহান পুরোহিত।

Frame 48-07

ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, “আমি তোমার মাধ্যমে পৃথিবীর সকল জনগোষ্ঠীকে আশীর্বাদ করব”। যীশু আব্রাহামের একজন বংশধর ছিলেন। ঈশ্বর আব্রাহামের মাধ্যমে সকল জনগোষ্ঠীকে আশীর্বাদ করলেন, কারণ যীশুকে যারা বিশ্বাস করে ঈস্বর তাদের প্রত্যেকের পাপ মুক্ত করলেন। ওই লোকেরা যখন যীশুকে বিশ্বাস করলো,ঈস্বর তাদেরকে আব্রাহামের বংশধর হিসাবে বিবেচনা করলেন।

Frame 48-08

ঈশ্বর আব্রাহামকে নিজের সন্তান ইস্‌সাককে তাঁর জন্য উৎসর্গ করতে বললেন। কিন্তু ঈশ্বর তার জন্য ছেলের পরিবর্তে একটা ভেড়া উৎসর্গের জন্য দিলেন। পাপের জন্য আমাদের সকলেরই মরণ প্রাপ্য।কিন্তু ঈশ্বর যীশুকে আমাদের জায়গায় ভেড়াকে উৎসর্গের জন্য নির্বাচন করলেন। এই জন্য যীশুকে ভেড়াদের ঈশ্বর ডাকা হতো।

Frame 48-09

ঈশ্বর যখন মিশরে শেষ আঘাত পাঠালেন, তখন তিনি ইসরায়েলের প্রত্যেকটি পরিবারকে একটি ভেড়া বধ করার জন্য বললেন। ভেড়াটি অবশ্যই খুতবিহীন হতে হবে। সামান্য রক্ত নিয়ে তাদের বাড়ীর দরজার চৌকাঠের দুপাশের লাগিয়ে দিতে হবে। ঈশ্বর যখন রক্ত দেখলেন,তাদের বাড়ীর উপর দিয়ে তিনি অতিক্রম এবং তাদের প্রথমজাত সন্তান মৃত্যু থেকে রক্ষা পেলেন। তাই এটাকে ঈশ্বর নিস্তারপর্ব বলে নাম দিলেন।

Frame 48-10

যীশু নিস্তারপর্বের ভেড়া পছন্দ করতেন। তিনি কখনো পাপী ছিলেন না, তাই তাঁর কোনো ভুল ছিল না। তাকে নিশ্তারপর্ব উৎসবে হত্যা করা হলো। যখন যীশুকে কেউ বিশ্বাস করবে, তখন যীশুর রক্ত তাদের পাপের জন্য দেয়া হয়। রক্ত দেখে ঈশ্বর ব্যক্তির উপর দিয়ে অতিক্রম করলেন,কারণ তিনি তাকে শাস্তি দিলেন না।

Frame 48-11

ঈশ্বর ইস্‌রায়েলীদের সাথে চুক্তি তৈরী করলেন কারন তিনি তাদেরকে নিজস্ব প্রজা হিসাবে পছন্দ করেন। তাই এখন তিনি প্রত্যেকের জন্য নতুন নিয়ম তৈরী করলেন। আমার জনগোষ্ঠীর মধ্যে কেউ যদি এই নতুন নিয়ম গ্রহণ করে, তিনি হবে ঈশ্বরের লোক। তিনি যীশুকে ভালবেসে এটা করলেন।

Frame 48-12

মোশে একজন নবী ছিলেন যিনি ঈশ্বরের বাক্য ক্ষমতার সাথে প্রচার করতেন। কিন্তু যীশু সব নবীদের চাইতে মহৎ ছিলেন। তিনি ঈশ্বর, তাই সবকিছু করতেন, এবং বলে দিতেন ঈশ্বরের বাক্য কোথায় প্রচার করবেন। তাই পবিত্র বাইবেলে যীশুকে বলে পৃথিবীর ঈশ্বর।

Frame 48-13

ঈশ্বর রাজার ডেবিডের সাথে প্রতিজ্ঞা করলেন যে তার বংশধরদের একজন রাজা হয়ে ঈশ্বর প্রজাদেরকে চিরদিনের জন্য শাসন করবেন। যীশু হলো ঈশ্বরের পুত্র এবং মেশিয়াহ, তিনি ডেবিড বংশধরদের একজন যিনি চিরদিনের জন্য শাসন করতে পারেন।

Frame 48-14

ডেবিড ইস্‌রায়েলের রাজা ছিলেন, কিন্তু যীশু সমগ্র বিশ্বে একজন ইশ্বর! তিনি আবার আসবেন,এবং চিরদিনের জন্য ন্যায়সঙ্গতভাবে তার রাজ্য শাসন করবেন।

Genesis 1-3, 6, 14, 22; Exodus 12, 20; 2 Samuel 7; Hebrew 3:1-6, 4:14-5:10, 7:1-8:13, 9:11-10:18; Revelation 21