Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

ঈস্বর যাকোবকে আশীবার্দ করলেন

Frame 07-01

ছেলেরা বড় হয়ে উঠেছিল, যাকোব ঘরের ভিতর থাকতে পচ্ছন্দ করতেন কিন্তু এষৌ পশু শিকার করতে পচ্ছন্দ করতেন । রেবেকাহ্‌ যাকোবকে ভালবাসতেন কিন্তু ইস্‌হাক এষৌকে ভালবাসতেন ।

Frame 07-02

একদিন এষৌ যখন শিকারী থেকে ফিরে এলেন, তখন তিনি খুবই ক্ষুধার্ত ছিলেন । এষৌ যাকোবকে বললেন, “তোমার রান্না করার খাবার আমাকে কিছু খেতে দাও”। যাকোব উত্তরে বললেন, “প্রথমে তুমি আমার কাছে তোমার জ্যেষ্ঠাধিকার দিয়ে দাও” । অতএব এষৌ তার কাছে শপথ করলেন, এবং তার জ্যেষ্ঠাধিকার যাকোবের কাছে দিয়ে দিলেন ।তারপর যাকোব তাকে কিছু খাবার দিলেন ।

Frame 07-03

ইস্‌হাক এষৌকে তাঁর আশীর্বাদ দিতে চেয়েছিলেন । কিন্তু তার আগে রেবেকাহ্‌ এবং যাকোব এষৌ হয়ে তাঁর সাথে ছলচাতুরি করলেন । ইস্‌হাক বৃদ্ধ হয়ে পরলেন, চোখ দুটো খুব দুর্বল হয়ে পড়ল, তিনি দেখতে পেলেন না ।তাই যাকোব এষৌর পোশাক পড়িয়ে নিলেন এবং দুটি হাত ও ঘাড়ের মসৃণ অংশগুলো ছাগচর্ম দিয়ে আচ্ছাদিত করে দিলেন ।

Frame 07-04

যাকোব ইস্‌হাকের কাছে আসলেন এবং বললেন, “আমি এষৌ” ।“আমি আপনার কাছে এসেছি যেন আপনি আমাকে আপনার আশীর্বাদ দিতে পারেন”। যখন ইস্‌হাক ছাগচর্ম এবং কাপড়ের গন্ধ অনুভব করতে লাগলেন ।তিনি তাকে এষৌ মনে করলেন এবং তাকে আশীর্বাদ করলেন ।

Frame 07-05

যাকোবের বিরুদ্ধে এষৌর মনে আক্রোশ পুষে রাখলেন, কারণ সে আমার জ্যেষ্ঠাধিকার আত্নসাত করল, এখন সে আবার আমার আশীর্বাদকে প্রতারনা করে আত্নসাত করল । তাই পিতার মৃত্যুর পর ছোট ভাই যাকোবকে হত্যা করা পরিকল্পনা করলেন ।

Frame 07-06

কিন্তু রেবেকাহ্‌ এষৌর পরিকল্পনার কথা শুনতে পেলেণ ।তাই রেবেকাহ্‌ এবং ইস্‌হাক যাকোবকে অনেক দূরে তার আত্নীয়দের সাথে থাকতে পাঠিয়ে দিলেন ।

Frame 07-07

যাকোব অনেক বছর ধরে তার মা আত্নীয় ঘরে বাস করতে লাগলেন ।সে সময় তিনি বিয়ে করে ১২জন পুত্র এবং এক কন্যা সন্তান লাভ করলেন ।ঈশ্বর তাকে খূব স্বাস্থ্যবান পরিণত করলেন ।

Frame 07-08

২০ বছর পর যাকোব তার কনান দেশের বাড়িতে পরিবারসহ ক্রীতদাস এবং পশুপাল নিয়ে ফিরে আসলেন ।

Frame 07-09

যাকোব খুবই ভীত হলেন, কারণ এষৌ তাকে হত্যা করতে পারে, চিন্তা করতে লাগলেন । তাই উপহার হিসাবে এশৌর জন্য তার পশুগুলোকে পাঠালেন । উপহার নিয়ে আসা ক্রীতদাস এশৌকে বললেন, আপনার দাস, আপনার ছোট ভাই যাকোব পশুগুলো উপহার হিসাবে আপনার জন্য পাঠিয়েছেন, তিনি শীঘ্রই বাড়িতে আসছেন ।

Frame 07-10

কিন্তু এষৌ ছোট ভাই যাকোবকে ক্ষতি করতে চাইলেন না , পরিবর্তে তাকে দেখে খুবই খুশী হলেন । তাই যাকোব কনান দেশে সুখে বস্তিস্থাপন করতে লাগলেন । তারপর পিতা ঈস্‌হাকের মৃত্যুবরন হলো । এষৌ এবং যাকোব দুই ভাই তার পিতাকে কবর দিলেন । প্রভু ঈশ্বর নিয়মের প্রতিজ্ঞা স্বরূপ ইস্‌হাকের পরিবর্তে যাকোবের সাথে স্বাপন করলেন ।

Genesis 25:27-35:29