প্রস্থান
ইস্রায়েলীরা ঈজিপ ছারতে পেরে খুবই খুশী হলেন । তাদের ক্রীতদাসের কাজ দীর্ঘায়ীত হলো না এবং তারা তাদের প্রতিজ্ঞা দেশে চলে গেলেন ।ঈজিপতীয়রা ইস্রায়েলীদের চাওয়ার মতো সোনা,রুপা এবং অন্যান্য মুল্যবান জিনিসগুলো দিয়ে দিলেন । অন্য জাতিদের কিছু লোক ঈশ্বরকে বিশ্বাস করতেন এবং ইস্রায়েলীরা যখন ঈজিপ ত্যাগ করলেন তখন তাদের সাথে তারা ও চলে গেলেন ।
প্রভু ঈশ্বর দিনের বেলায় এক মেঘস্তম্ভের মধ্যে থেকে তাদের পথ দেখানোর জন্য এবং রাতের বেলায় এক অগ্নিস্তম্ভের মধ্যে থেকে আলো দেওয়ার জন্য তাদের অগ্রগামী হলেন, যেন দিন রাত তারা যাত্রা করতে পারে । দিনের বেলায় মেঘস্তম্ভ বা রাতের বেলায় অগ্নিস্তম্ভ, কোনটিই লোকদের সামনে থেকে সরে যায়নি ।
৩ কছুদিন পর ফৌরন এবং তার লোকেরা তাদের মন পরিবর্তন করলেন ।তারা ইস্রায়েলীদেরকে ক্রীতদাস করাতে চাইলেন ।তাই ইস্রায়েলীদের পেছেন পশ্চাদাবন করলেন ।ঈশ্বরই তাদের মন পরিবর্তন করলেন । তিনি এটা করলেন কারণ তিনি কে তা সবাইকে জানিয়ে দিতে চান ।আমি সেই ইয়াওয়ে, ফৌরন এবং ঈজিপতীয়দের সকল ঈশ্বরের চাইতে বেশী শক্তিশালী ।
যখন ইস্রায়েলীরা দেখতে পেলেন যে, ঈজিপতীয় সৈন্যদলরা লোহিত সাগরে তাদের দিকে এগিয়ে আসছিলেন ।তারা আতঙ্কিত হয়ে পড়ল এবং চিৎকার করে বললেন ,“কেন আমরা ঈজিপ ত্যাগ করলাম?আমরা মরতে যাচ্ছি”।
মোশে ইস্রায়েলীদেরকে বললেন, “তোমরা ভয় পেয়ো না,আজ ঈশ্বর তোমাদের হয়ে যুদ্ধ করবেন এবং তোমাদের সবাইকে রক্ষা করবেন” ।তখন ঈশ্বর মোশেকে বললেন, “লোকদেরকে লোহিত সাগরের দিকে এগিয়ে যেতে বলো” ।
তারপর মেঘস্তম্ভ তদের সামনে থেকে সরে গেল এবং তাদের পেছনে গিয়ে ইস্রায়েল এবং ঈজিপতীয়দের সৈন্যদলের মাঝখানে চলে এলো, সারারাত মেঘ একদিকে অন্ধকার এবং অন্যদিকে আলোকিত হলো ।তাই সারারাত তারা কেউই অন্য দলের কাছে যেতে পারিনি ।
ঈশ্বর মোশেকে তাঁর হাত সমুদ্রের উপর প্রসারিত করতে বললেন, তারপর ঈশ্বর এক প্রবল বাতাস বইয়ে সমুদ্র পানিকে ডান এবং বামে দু’ভাগে বিভক্ত করলেন, তাতে সমুদ্রে একটা পথ তৈরী করলেন ।
ইস্রায়েলীরা জলের প্রাচীর শুকনো জমির উপর দিয়ে সমুদ্রে একদিক থেকে অন্যদিকে চলে গেলেন ।
তারপর ঈজিপতীয়রা দেখলেন যে,ইস্রাইয়েলীরা পালিয়ে যাচ্ছে । ঈজিপতীয়রা আবার তাদের পেছেন পশ্চাদ্ধাবন করলেন ।
তাই তারা ইস্রায়েলীদের সমুদ্র পথে অনুগামী করলেন, কিন্তু ঈশ্বর ঈজিপতীয়দের আতঙ্ক সৃষ্টি করলেন এবং তাদের রথগুলির চাকা আঁটকে দিলেন । ঈজিপতীয়রা চিৎকার করে বললেন, “এসো আমরা ঈস্রায়েলীদের কাছ থেকে দূরে সরে যায়”। ঈজিপের বিরুদ্ধে ঈশ্বর তাদের হয়ে যুদ্ধ করছেন ।
সকল ইস্রায়েলীরা সমুদ্র একদিকে এসে পৌছলেন । তখন ঈশ্বর মোশেকে বললেন, তোমার হাত সমুদ্রের উপর আবার প্রসারিত করে দাও । যখন মোশে এটা করলেন, জলধারা ধেয়ে এসে ঈজিপতীয়দের সমগ্র সৈন্যদেরকে ঢেকে দিল এবং জল স্বস্থানে ফিরে গেল ।সমস্ত ঈজিপতীয় সৈন্যরা পানিতে ডুবে গেল ।
ঈস্রায়েলীরা যখন ঈজিপতীয়দের মৃতদেহ দেখল তখন তারা ঈশ্বরকে বিশ্বাস করলেন ।তারা বিশ্বাস করলেন যে, মোশে একজন ঈশ্বরের স্বর্গে দুত ।
ইস্রায়েলীরা খুব আনন্দ করলেন কারণ ঈশ্বর তাদেরকে জলে ডুবা এবং ক্রীতদাস থেকে রক্ষা করেছিলেন ।তারা এখন ক্রীতদাসমুক্ত এবং ঈশ্বরকে মান্য করলেন । তাদের নতুন স্বাধীনতার জন্য ইস্রায়েলীরা ঈশ্বরের উদ্দেশ্যে আনেকগুলো গান গেয়ে উৎসব উদ্যাপন করলেন এবং প্রার্থনা করলেন কারণ তিনি ঈজিপতীয় সৈন্যদের হাত থেকে রক্ষা করেছিলেন ।
ঈশ্বর ইস্রায়েলীদেরকে আদেশ দিলেন প্রতিবছর এদিনটি স্মরণার্থে উৎসব পালন করবে যেখান থেকে তোমাদেরকে ঈজিপতীয়দের দমন করে ক্রীতদাস থেকে মুক্ত করে আনা হয়েছিল । তাই এ উৎসবের নাম হলো নিস্তারপর্ব । এ উৎসবে একটি স্বাস্থ্যবান মেষশাবক বধ করতে হবে,এবং এটিকে আগুনে সেঁকে খামিরবিহীন রুটি দিয়ে খেতে হবে ।
Exodus 12:33-15:21