যীশু অন্য গল্পের শিক্ষা প্রদান
যীশু স্বর্গরাজ্যের অনেক অন্য গল্প সম্পর্কে বললেন। উদাহরণস্বরূপ তিনি বললেন, “স্বর্গরাজ্য এমন একটি সর্ষে বীজের মত, যা একজন মানুষ নিয়ে তার মাঠে রোপণ করল। তোমরা জান যে সব বীজের মধ্যে ওই বীজ কশুদ্রত্ম”।
“কিন্তু যখন সর্ষে বীজ বৃদ্ধি পেল তা অন্য সব গাছপালাকে ছাড়িয়ে গেল এবং একটি বড় বৃক্ষে পরিণত হল। ফলে আকাশের পাখিরা এসে তার শাখাপ্রশাখায় বাসা বাধল”।
যীশু তাদের আরো একটি রুপক বললেন, “স্বর্গরাজ্য এমন খামিরের মতো যা কনো স্ত্রীলোক তিন পাল্লা ময়দার সঙ্গে মেশালো, ফলে সমস্ত তালটিই ফেঁপে উঠল”।
“স্বর্গরাজ্য হল মাঠে লুকনো ধনসম্পদের মতো। যখন কনো মানুষ তার সদ্ধান পায় সে পুনরায় তা লুকিয়ে রাখে। পরে আনন্দে সে গিয়ে সর্বস্ব বিক্রয় করে ও মাঠটি ক্রয় করে”।
“স্বর্গরাজ্য এমন এক বণিকের মতো, যে উৎকৃষ্ট সব মুক্তার অন্বেষণ করছিল। যখন সে অমুল্য এক মুক্তার সদ্ধান পেল সে ফিরে গিয়ে সর্বস্ব বিক্রয় করে তা ক্রয় করল”।
কিছু লোক ছিল যাদের নিজেদের ধার্মিকতার প্রতি আস্থা ছিল এবং অন্যদের যারা হীনদৃষ্টিতে দেখত, তাই যীশু এই রুপক কাহিনীটি তাদের বললেন, “দুই ব্যক্তি প্রার্থনার জন্য মন্দিরে গেল, একজন করদাতা এবং অন্যজন ধর্মীয় নেতা”।
“ফরিশী দারিয়ে নিজের বিষয়ে প্রার্থনা করল, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আমি কনো পাপী, দস্যু, দুর্বৃত্ত,ব্যভিচারী এমনকি, ওই কর আদায়কারী,বা অন্য লোকের মতো নই”।
“উদাহরণস্বরূপ আমি সপ্তাহে দুদিন উপবাস করি এবং যা আয় করি, তার এক-দশমাংশ দান করি”।
“কিন্তু কর আদায়কারী ফরিশী সাথে দূরে দারিয়ে রইল। এমনকি সে স্বর্গে দিকে দৃষ্টিও করতে পারল না। সে তার বক্ষে করাঘাত করে বলল, ‘ও ঈশ্বর , আমার প্রতি, এই পাপীর প্রতি কৃপা করো”।
তারপর ঈশ্বর বললেন, “আমি তোমাদের বলছি, এই লোকটি ঈশ্বরের কাছে ধার্মিক পরিগণিত হয়ে ঘরে ফিরে গেল, অন্যজন নয়। কারণ যে নিজেকে উন্নীত করে, সে অবনত হবে এবং যে নিজেকে অবনত করে, সে উন্নীত হবে”।
Matthew 13:31-33, 44-46; Mark 4:30-32; Luke 13:18-21; 18:9-14