Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

জোহনের জন্ম

Frame 22-01

অতীতের, ঈশ্বর ভাববাদীদের সাথে কথা বলতেন তাই তারা তার লোকদের সাথে কথা বলতে পারতেন। ৪০০ বছর নীরবতা থেকে তিনি কোন লোকের সাথে কথা বললেন না। তারপর ঈশ্বর একজন দূতকে এক যাজক নাম যেখারিয়াহ কাছে পাঠালেন। যেখারিয়াহ এবং তার স্ত্রী ইলিজাবেত উভয়েই ঈশ্বরকে সম্মান করতেন। তারা অত্যন্ত বৃদ্ধ এবং নিঃস্নতান।

Frame 22-02

দূত যেখারিয়াহকে বললেন, “তোমার স্ত্রী এক সন্তান হবে। তুমি তাকে যোহন নামে রাখবে। প্রভুর তাকে পবিত্র আত্নায় পরিপুর্ন করবে,এবং যোহন মেশিয়াহকে গ্রহণ করতে লোদেরকে প্রস্তুত করবে”। যেখারিয়া বললেন, “সন্তান ধারনের আমার স্ত্রী এবং আমি বয়সের অনেক বৃদ্ধ!আমি কি করে এ বিষয়ে সুনিশ্চিত হব”?

Frame 22-03

দূত যেখারিয়াহকে উত্তর দিলেন, “এই শুভবার্তা ব্যক্ত করার জন্য আমাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছে, কারণ তুমি আমার কথা বিশ্বাস করলে না, তুমি কথা বলতে পারবে না যতদিন না তোমার সন্তান জন্ম না হয়,” তখনাৎভাবে যেখারিয়াহ কথা বলতে পারল না। তারপর দূত যেখারিয়াকে ত্যাগ করলেন। এরপর যেখারিয়াহ বাড়ীতে ফিরলেন এবং তার স্ত্রী অন্তঃসত্বা হলেন।

Frame 22-04

যখন ইলিজাবেত ছয় মাসের অন্তঃসত্বা, একই দূত হঠাৎভাবে ইলিজাবেতের আত্নীয় কাছে দেখা হল,যার নাম ছিল মেরি। তিনি ছিলেন একজন কুমারী এবং যোসেফ নামে লোকের সাথে বিবাহ বন্ধনে জড়িত ছিলেন। দূত বললেন, “তোমার অন্তঃসত্বা হয়েছে এবং এক পুত্র সন্তান জন্ম হবে।তুমি তাকে যীশুস নাম রাখবে। তিনি মহান হবেন ও পরাৎপরে পুত্র নামে আখ্যাত হবেন এবং চিরকাল রাজত্ব করবেন”।

Frame 22-05

মেরি দূতকে জিজ্ঞাসা করলেন,“তা কি করে হবে?আমি যে কুমারী!”উত্তরে দূত বললেন, পবিত্র আত্না তোমার উপরে অবতরণ করবেন এবং পরাৎপরে শক্তি তোমাকে আবৃত করবে।তাই পবিত্র শিশু জন্মগ্রহণ করবেন, তিনি ঈশ্বরের পুত্ররুপে আখ্যাত হবেন”। দূত যেটা বললেন মেরি সেটা বিশ্বাস করলেন।

Frame 22-06

সিগরই এটা ঘটানোর পর, মেরি ইলিজাবেত বাড়ীতে বেড়াতে গেলেন। সিগরই মেরি তাকে অভিনন্দন জানালেন, ইলিজাবেত গর্ভে শিশুটি লাফ দিয়ে উঠল। মহিলারা একত্রে উচ্চকন্ঠে চিৎকার করলেন যে ঈশ্বর তাদের উভয়ের জন্য যেটা করলেন। মেরি ইলিজাবেত এর কাছে তিন মাস বেড়ানোর পর, মেরি বাড়ীতে ফিরলেন।

Frame 22-07

এরপর ইলিজাবেত একপুত্র সন্তান জন্ম দিলেন। দূতের নির্দেশ মতো যেখারিয়াহ এবং ইলিজাবেত তদের পুত্রের নাম যোহন নামে রাখলেন। তখন ঈশ্বর যেরিখাহকে আবার কথা বলার সামর্থ্য দিলেন। যেখারিয়াহ বললেন, “ঈশ্বরকে প্রশংসা করি, কারণ তিনি তার লোকের সাহায্যের কথা মনে রাখলেন! তুমি, আমার সন্তান সবচেয়ে মহান ঈশ্বরের ভাববাদী অখ্যাত হবেন। তুমি লোকদের বলে দাও তাদের পাপের ক্ষমা কিভাবে গ্রহণ করতে পারি”।

Luke 1