Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

যীশু মৃত্যু থেকে লাজারাসকে উঠালেন

Frame 37-01

এখানে লাজারাস নামে এক লোক ছিল। মেরি এবং মারথা নামে তার দুই বোন ছিল। তারা্ সকলেই যীশুর ঘনিষ্ঠ বন্ধু ছিল। একদিন কেউ যীশুকে লাজারাসের অসুস্থের কথা জানালেন । যীশু একথা শুনে বললেন যে, “এই অসুস্থতার মৃত্যুর জন্য হ্যনি, কিন্তু ঈশ্বরের মহিমার প্রকাশের জন্য এরকম হয়েছে, যেন ঈশ্বরের পুত্রের মাধ্যমে গৌরবাম্বিত হন”।

Frame 37-02

যীশু তার বন্ধুদেরকে ভালবাসতেন, লাজারাসের অসুস্থতার কথা শুনে তিনি সেখানে আরো দুদিন রিলেন। দুদিন পর তার শিষ্যদেরকে বললেন, “চলো, আমরা যিহুদিয়াই ফিরে যাই”। “কিন্তু প্রভু” শিষ্যরা বললেন, “কছু সময় পূর্বেই তো ইহুদিরা আপনাকে হত্যা করতে চেয়েছিল”, যীশু উত্তর দিলেন, “আমাদের বন্ধু লাজারাস নিদ্রাগত হয়েছে,কিন্তু তাকে জাগিয়ে তুলতে আমি সেখানে যাচ্ছি”।

Frame 37-03

যীশু শিষ্যরা উত্তরে বললেন, “প্রভু, সে যদি নিদ্রাগত হয়ে থাকে,তাহলে সে সুস্থ হয়ে উঠবে”। তাই যীশু দুঃখ হয়ে তাদের বললেন, “লাজারাসের মৃত্যু হয়েছে। তোমাদের কথা ভেবে আমি আনন্দিত যে, আমি তখন সেখানে ছিলাম না, যেন তোমরা আমাকে বিশ্বাস করতে পার”।

Frame 37-04

যীশু যখন লাজারাসের শহর বাড়ীতে পৌঁছলেন ,তখন লাজারাসের মৃত্যু চারদিন অতিবাহিত হয়ে গাছে। যীশুর আগমনে সংবাদ পেয়ে মার্থা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে বাইরে চলে এলেন এবং বললেন, “প্রভু, আপনি এখানে উপস্থিত থাকলে আমার ভাইয়ের মৃত্যু হত না। কিন্তু আমি জানি, আপনি ঈশ্বরের কাছে যা চাইবেন, তিনি এখনো আপনাকে তাই দেবেন”।

Frame 37-05

উত্তরে যীশু বললেন, “আমিই পুনরুত্থান ও জীবণ”। যে আমাকে বিশ্বাস করে , তার মৃত্যু হলেও সে জীবিত থাকবে। আর যে জীবিত এবং আমাকে বিশ্বাস করে, তারমৃত্যু কখনো হবে না। তুমি কি একথা বিশ্বাস করো”? মার্থা উত্তরে বললন, “হ্যাঁ প্রভু, আমি বিশবাস করি আপনি হলেন মেশিয়াহ,ইশ্বরের পুত্র”।

Frame 37-06

তারপর মেরি এসে পৌছলেন, তিনি তার পায়ে লুটিয়ে পড়ে বললেন, “প্রভু আপনি এখানে থাকলে আমার ভাইয়ের মৃত্যু হত না”। যীশু তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা তোমার ভাইকে কোথায় রেখেছ”? তারা উত্তর দিল, “সমাধিতে, আসুন দেখবেন”, তারপর যীশু কাঁদলেন।

Frame 37-07

সমাধি হল একটি গুহা, তার প্রবেশপথে একটা পাথর রাখা ছিল। যখন যীশু সমাধিতে এসে পৌছল, তিনি বললেন, “পাথরটি সরিয়ে দাও”কিন্তু মার্থা বললেন, “প্রভু চারদিন হল সে সেখানে আছে। এখন সেখানে দুর্গদ্ধ হবে”।

Frame 37-08

যীশু তখন বললেন, “আমি কি তোমাকে বলিনি যে, যদি তুমি বিশ্বাস করো, তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে”। তখন তারা পাথরটি সরিয়ে দিল।

Frame 37-09

তারপর যীশু উর্ধব্দৃশ্তি করে বললেন, “পিতা আমার প্রার্থনা শুনেছ বলে তোমায় ধন্যবাদ দিই। আমি জানতাম, তুমি নিয়ত আমার কথা শোনো, কিন্তু এখানে যারা দাড়িয়া আছে, তাদের উপকারে জন্য একথা বলছি। তারা যেন বিশ্বাস করে যে তুমি আমাকে পাথিয়েছ”। তারপার যীশু চিৎকার করে ডাক দিলেন, “লাজারাস বেরিয়ে এসো”।

Frame 37-10

তাই মৃত লোকটি বেরিয়ে এলেন। তাঁর হাত ও পা ক্ষৌমবশ্ত্রের ফালিতে জড়ানো ছিল। তার মুখ ছিল কাপড়ে আবৃত । যীশু তাদেরকে বললেন, “ওর বাঁধন খুলতে সাহায্য করো এবং ওকে যেতে দাও!” অনেক ইহুদী লোক যীশুকে একাজ করতে দেখে তাকে বিশ্বাস করল।

Frame 37-11

কিন্তু ইহুদী ধর্মীয় নেতারা যীশুকে বিদ্বিষ্ট করলেন, তাই তারা একত্রিত হয়ে কিভাবে যীশু এবং লাজারাসকে হত্যা করা যায় পরিকল্পনা করলেন।

John 11:1-46