ধার্মিক সামারিটানের ইতিহাস
একদিন এক শাস্ত্রজ্ঞ ব্যক্তি যীশুর কাছে আসলেন। তিনি সকলকে যীশু ভুলের শিক্ষা দেখাতে চেয়েছিলেন। তাই তিনি বললেন, “গুরুমশায় অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য আমাকে কি করতে হবে?” যীশু উত্তরে বললেন, “বিধান শাস্ত্রে কি লেখা আছে?তুমি কি পাঠ করছ?”
লোকটি উত্তরে বললেন, “ত্তুমি তোমার সমস্ত হৃদয়, সমশ্ত প্রাণ এবং সমস্ত শক্তি, সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বরকে ভালোবাসবে, এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে”। যীশু উত্তরে বললেন, “তুমি সঠিক বলেছ! তাই করো এবং এতেই তুমি অনন্ত জীবন লাভ করবে”।
কিন্তু শাস্ত্রজ্ঞ লোকদেরকে দেখাতে চেয়েছিলেন তার পথ বেঁচে থাকার সঠিক কিনা। তাই তিনি যীশুকে প্রশ্ন করলেন,“বেশ, আমার প্রতিবেশী কে?”
যীশু একটা গল্প বলে শাশ্ত্রজ্ঞকে উত্তর দিলেন। “এক ইহুদি ব্যক্তি জেরুজালেম থেকে জেরিকোহ পথ বরাবর যাত্রা করছিলেন।“।
“কয়েকজন দস্যু তাকে দেখে আক্রমণ করল।তাকে প্রায় আধমরা অবস্থায় মেরে সবকিছু নিয়ে ফেলল। তারপর তারা চলে গেল”।
“ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়ে যাচ্ছিলেন। ঐ যাজক লোকটিকে রাস্তার উপর শোয়ার অবস্থায় দেখলেন। যখন তিনি তাকে দেখলেন রাস্তা অন্যপাশে সরে দারালেন।তিনি সম্পুর্ন অপরিচিত লোক ছিলেন”।
সেভাবে একজন লেবিয় ও এ পথ দিয়ে আসলো। লেবিয় তাকে দেখে তিনি রাশ্তার অন্য প্রান্ত দিয়ে চলে গেল। তিনিও অপরিচিত লোক ছিলেন”।
“পরবর্তী সময় একজন সামারিয়া পথ চলতে চলতে ,মানুষ যেখানে ছিল , সেখানে এসে পৌঁছল। সামারিটান লোকটিকে রাস্তার উপর দেখতে পেলেন। তিনি দেখলেন সে একজন ইহুদী। তাকে দেখে সে তার প্রতি করুণাবিশিষ্ট হল। সে তার কাছে গিয়ে হ্মতস্থানে ব্যান্ডেজ করে দিলেন”।
“তারপর সামারিটান লোকটিকে তার গাধার উপড় চাপিয়ে একটি পান্থশালায় নিয়ে গেলেন। পান্থশালায় নিয়ে এসে তার সেবাযত্ন করল”।
পরবর্তী দিন সামারিটান তার যাত্রা অব্যাহত রাখলেন। পান্থশালা মালিককে তিনি কিছু টাকা দিয়ে দিল। তাকে বলল,ওর সেবাযত্ন করো। এর অতিরিক্ত কিছু ব্যয় হলে আমি ফেরার সময় পরিশোধ করে দেব”।
তারপর যীশু শাস্ত্রজ্ঞকে প্রশ্ন করলেন, “তোমার কি মনে হয়?, এই তিনজনের মধ্যে কে দস্যুদের হাতে পড়া ওই লোকটির কাছে প্রতিবেশী হয়ে উঠল”? শাস্ত্রজ্ঞ ব্যক্তি উত্তর দিলেন, “লোকটির প্রতি যে করুণা দেখেয়েছিল, সেই”। যীশু তাকে বললেন, “যাও তুমিও সেরকম কর”।
Luke 10:25-37